Kutubdia, Cox's Bazar - কুতুবদিয়া, কক্সবাজার

Kutubdia, Cox's Bazar - কুতুবদিয়া, কক্সবাজার To get authentic information, tourist help and recent updates of Kutubdia stay connected with us.

বিশ্বের সবচেয়ে বড় সমুদ্রসৈকত, দৃষ্টিনন্দন স্বাস্থ্যকর পরিবেশের শহর, সুন্দর্যের লীলাভূমি পর্যটন এলাকা কক্সবাজারকে ব্যয়বহু...
12/03/2022

বিশ্বের সবচেয়ে বড় সমুদ্রসৈকত, দৃষ্টিনন্দন স্বাস্থ্যকর পরিবেশের শহর, সুন্দর্যের লীলাভূমি পর্যটন এলাকা কক্সবাজারকে ব্যয়বহুল শহর হিসেবে সরকারি গেজেটে ঘোষণা দেওয়া হয়েছে। আমাদের সাগরকন্যা দ্বীপ কুতুবদিয়াও কক্সবাজারের পর্যটন এলাকার অন্যতম চুম্বকঅংশ। রূপে-গুণে-সুন্দর্যে পরিপূর্ণ কুতুবদিয়া সমুদ্রসৈকত। এই দ্বীপে সমুদ্রের লোনা জল রোদে শুকিয়ে প্রাকৃতিক লবণ উৎপাদন করে লবণচাষী। নির্ভীক নাবিক যখন সমুদ্রের বুক চিড়ে অথৈ সমুদ্র পানে মৎস সংগ্রহ করতে যাত্রা করে তখন শিহরিত হই। কি অসীম সাহস তাদের বুকে! লবণচাষী-মৎসশিকারীরাই হলো কুতুবদিয়া দ্বীপের অর্থনীতির চাকা সচল রাখার মহান কারিগর। সিংহভাগ অর্থ এই দুই উৎস হতে আসে। বায়ুবিদ্যুৎ প্রকল্প তথা প্রবহমান প্রকৃতির বায়ুকে ব্যবহার করে পাখা ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র চমৎকার একটি দর্শনীয় স্থান। ব্রিটিশ সরকার কর্তৃক নির্মিত নাবিকের পথনির্দেশক বাতিঘর (বর্তমানে নতুন সংস্করণ হচ্ছে) পুরো বাংলাদেশের ৫টি বাতিঘরের একটি আমাদের কুতুবদিয়া দ্বীপে। এ ছাড়া শীতকালীন কুতুবদিয়া ভ্রমণ করলে গ্রামবাংলার প্রকৃত দৃশ্যপট স্পষ্ট ভেসে ওঠে।

কুতুবদিয়া দ্বীপ ভ্রমণ করলে পল্লী কবি জসীমউদ্দীনের 'উড়ানীর চর' কবিতার পুরো কথামালা মানবচিত্তে স্পষ্ট দোল খায় । মনে হয় যেন কবি কুতুবদিয়া ভ্রমণ করে কবিতাটি লিখেছেন আপন ছন্দে।

"ধূলায় ধূসর
যোজন জুড়ি,
জলের উপরে ভাসিছে ধবল
বালুর পুরী।

ঝাঁকে বসে পাখি ঝাঁকে উড়ে যায়
শিথিল শেফালি উড়াইয়া বায়;
কিসের মায়ায় বাতাসের গায়
পালক পাতি;
মহা কলতানে বালুয়ার গানে
বেড়ায় মাতি।

উড়ানীর চর উড়ে যেতে চায়
হাওয়ার টানে;
চারিধারে জল করে ছল ছল
কি মায়া জানে।

ফাগুনের রোদ উড়াইয়া ধূলি,
বুকের বসন নিতে চায় খুলি;
পদ ধরি জল কলগান তুলি,
নূপুর নাড়ে;
উড়ানীর চর চিক্ চিক্ করে
বালুর হারে।

বিরতী কৃষাণ বাজাইয়া বাঁশী,
কাল-রাতে মাখে কাল-ব্যথারাশি;
থেকে থেকে চর শিহরিয়া ওঠে,
বালুকা উড়ে;
উড়ানীর চর ব্যথায় ঘুমায়
বাঁশীর সুরে।"

কুতুবদিয়ায় রাজনীতির নামে চলছে জঘন্য নোংরামি। ছাত্রলীগের একেকজন কর্মী যেন একেকটা উচ্চপদস্থ মন্ত্রী-সচিব। তাদের অগ্নিশর্মা...
12/03/2022

কুতুবদিয়ায় রাজনীতির নামে চলছে জঘন্য নোংরামি। ছাত্রলীগের একেকজন কর্মী যেন একেকটা উচ্চপদস্থ মন্ত্রী-সচিব। তাদের অগ্নিশর্মা চোখ দেখে ষাটোর্ধ বৃদ্ধাও প্রবল ঘৃণা প্রকাশ আর ভীতসন্ত্রস্ত বোধ করে। উঠতি বয়সী ছাত্রলীগের কিশোর গ্যাংয়ের দাপটে বাজারে হাঁটতেও আতঙ্ক বোধ করে সর্ববয়সী মানুষ। রাস্তায় হেঁটে যাওয়া স্কুল পড়ুয়া মেয়েদের উত্যক্ত করা এদের নেশা ও পেশা। ভুক্তভোগী পরিবার এসব পাতিনেতা-কর্মীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়ার সাহসও দেখাতে পারে না। কারণ, তাদের প্রত্যেকের আছে উচ্ছৃঙ্খল কিশোর গ্যাং, এরা গ্যাং-এর সদস্য। কেউ উচিত কথা বলতে গেলে, তাদের বিরুদ্ধাচরণ করতে গেলে মারধর করে জামাত-শিবির-জঙ্গি-বিএনপি ট্যাগ লাগিয়ে দিয়ে পুলিশে সোপর্দকরা নিত্যনৈমিত্তিক ব্যাপার। মারামারি করার জন্য গ্যাং তৈরি করতে আওয়ামী-ছাত্রলীগ লিডারগণ কিশোর বয়সী স্কুল পড়ুয়া ছাত্রদের টার্গেট করে যাদের ভালোমন্দ বিচার করার সেই বোধোদয় হয়নি এখনও। তাদের ব্রেইনওয়াশ করে যেকোনও খারাপ কাজ করা যায়, কোনও ব্যাপার না। লিডারগণ এই কিশোর গ্যাং-এর চা-বিস্কুট-পকেটখর্চা চালায় আর যাবতীয় অপকর্ম-দুর্নীতি-মারামারি করতে তাদের ব্যবহার করে নিজেদের গদি টিকিয়ে রাখে। এই কিশোর গ্যাং তাদের লিডার কর্তৃক বলৎকারের শিকার হয় প্রতিনিয়ত। লিডারগণ অর্থ-ক্ষমতা ইত্যাদির লোভ দেখিয়ে বলৎকার করে স্কুল পড়ুয়া কিশোরদের। যেসব ছাত্র ছাত্রলীগ নেতার ডাকে সাড়া না দিয়ে নিজেদের এসব থেকে দূরে রাখতে চায় তাদের রুমে ডেকে নিয়ে জোরপূর্বক বলৎকার করে। তারা কামুক। আইন-মামলা-মোকদ্দমার ইত্যাদির থোড়াই কেয়ার করে তারা। থানা-পুলিশ ক্ষমতা নাকি তারা পকেটে রেখে ঘুরে। এসব নোংরা রাজনীতির অবসান ঘটা দরকার। এই পরিস্থিতিতে জনগণ কী ব্যবস্থা নিতে পারে বলে আপনি মনে করেন? আপনি কি চান ক্ষমতার অপব্যবহার দেশ থেকে দূর হয়ে যাক? আইন-পুলিশ-সরকার কেউ যদি আপনার কথা না শোনে কী করবেন? চুপ করে পা গুটিয়ে বসে থাকবেন? সমাজ-দেশ-রাষ্ট্র বদলানোর দায়িত্ব আপনার। সতর্ক হোন, নিজের-অন্যদের সন্তানদের সতর্ক করুন। আপনার সন্তান কাদের সাথে মিশছে খোঁজখবর রাখুন। প্রয়োজনে আইন নিজের হাতে তুলে নিন, কেননা এই সমাজের পাপিষ্ঠ মানুষকে সোজা করা দরকার। এই দায়িত্ব আমার-আপনার-সবার। দরকার হলে আইন ভাঙুন, Necessity knows no law. আপনাদের জন্যই আইন বানানো হয়েছে, আইন ভেঙে আইন বানান। ক্ষমতাধর এসব কুলাঙ্গার সমাজের-রাষ্ট্রের ভাইরাস, পিটুনি দিয়ে এদের শায়েস্তা না করলে এসব নিকৃষ্ট পাপীরা সোজা হবে না।

Address

Kutubdia
Cox's Bazar
4720

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kutubdia, Cox's Bazar - কুতুবদিয়া, কক্সবাজার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share