নাফ ট্রাভেলস্ এন্ড ট্যুর গাইড

21/08/2024
16/08/2024

কিছু নির্মম ইতিহাস টাইমলাইনে থাকুক।
২৩ জুলাই রাত রাত ১ টার কথা বলছি। একজন সিনিয়র ইনফ্লুয়েন্সার কল দিয়ে বললো, "তাসরিফ, তোর বাসার নিচে নাম, চা খাইতে আসতেছি, গুরুত্বপূর্ণ কিছু কথা আছে"।

৫ জুলাই থেকে ছাত্রদের পক্ষে বিভিন্ন পোস্ট করা, কবিতা লিখতে থাকা এবং 'রাজার রাজ্যে সবাই গোলাম' গান টা ফেসবুকে চলতে থাকায় সরকারি গুন্ডা বাহিনীর থ্রেটে আমি তখন বাসার বাইরে অবস্থান করছিলাম। ওই সিনিয়র ইনফ্লুয়েন্সারের কথায় বিশ্বাস করে, আমি তখন বাসার সামনে আসি উনার সাথে দেখা করতে। গাড়ি থেকে ৬-৭ জনের মত নেমে আসে। ইনফ্লুয়েন্সার সাহেব আমাকে একটু সাইডে নিয়ে আস্তে করে বুঝিয়ে বলে, "সাথে যারা আছে তারা একটা এজেন্সির লোক এবং আইন প্রয়োগ সংস্থার বাহিনীর কয়েকজনও আছে এখানে"। আমি তখন উনার কাছে জানতে চাই যে উনারা কেন এসেছেন কি চাচ্ছেন মূলত!

উনি তখন বুঝায় বলে, "সরকারি একটা কাজ আছে, এই সরকার আরও ৭-৮ বছর ক্ষমতায় থাকবো। আমরা ঠিকমত বাঁচতে চাইলে সরকারের পক্ষে কাজ করতে হইবো, এর বাইরে কোন রাস্তা নাই।" এই কথা বলে উনি আবার আমাকে গাড়ির কাছে নিয়ে যায়। সেই ৬-৭ জনের মধ্য থেকে একজন আমাকে বলে, "তাসরিফ, তোমাকে আমরা চিনি। আমরা তোমাকে একটা স্ক্রিপ্ট দিতেছি, ছোট্ট একটা ভিডিও করতে হবে। এই ভিডিওটা আমাদের কালকের মধ্যে লাগবে। পরশু সরাসরি প্রধানমন্ত্রী এই ভিডিওটা দেখবে এবং তারপর তুমি আপলোড করবা"।

সেই ইন্সুরেন্সার তাদের সাথে সুর মিলিয়ে আমাকে বলে, "দেখ তাসরিফ, পিএম এর চোখে পড়ার এটাই সুবর্ণ সুযোগ, ভিডিওটা ভালো করে কর, সরকার যতদিন আছে সুবিধা পাবি"। কথা শেষ করার আগেই উনি পকেট থেকে এক লক্ষ টাকার তিনটা বান্ডেল, মোট তিন লক্ষ টাকা আমার হাতে ধরিয়ে দিয়ে বলে, "এইটা সামান্য ছোট একটা গিফট! টাকা যত চাস, তত দেয়া হবে, ভিডিওটা সুন্দর কইরা কর"।

ঠিক এই সময় আমার ফোনে আমার ব্যান্ডের ড্রামার শান্তর নাম্বার থেকে একটা কল আসে। ফোন রিসিভ করতেই শান্ত আমাকে কাঁদতে কাঁদতে বলে, "তাসরিফ! পাঁচ ছয় জন পুলিশ এবং সিভিল ড্রেসের কয়েকজন মিলায়ে আমাকে রোল দিয়া সারা শরীরে মারছে!" শান্তর কথা শুনে আমার হাত-পা একরকম কাঁপতে থাকে। আমি বোঝার চেষ্টা করি, এই মাইর খাওয়াটা কি আমাকে এদিকে রাজি করানোর জন্য ভয় দেখানো? নাকি কেবলমাত্র একটা বিচ্ছিন্ন ঘটনা? শান্তর লাইন কেটে যায়।

আমি আমার পাশে দাঁড়িয়ে থাকা আইন প্রয়োগকারী সংস্থার পরিচয় দেওয়া তাদেরকে বলি, "ভাই, এইমাত্র কয়েকজন মিলে আমার ভাই, আমার ব্যান্ডের ড্রামার শান্ত কে প্রচুর মারছে!"। ওরা জাস্ট আমাকে সান্ত্বনা দিয়ে বলে, "আরেহ! দেশের যে অবস্থা, এটা এখন কিছু করা যাবে না। ওরে বলো বাসায় চলে যাইতে"।

আমার তখন মাথায় আসে, এখন যদি আমি ওদেরকে টাকা ফেরাই দেই অথবা কাজ করতে অস্বীকৃতি জানাই, তবে তারা আমাকে চাইলেই গাড়িতে তুলে নিয়ে গিয়ে ভিডিও করে জোরপূর্বক আপলোড করাতে পারে। আমি তাই মাথা ঠান্ডা করে ওদেরকে বলি ঠিক আছে আমি দেখতেছি কি করতে পারি, কালকের মধ্যে জানাচ্ছি। ওরা আমাকে তখনও একরকম থ্রেট দিয়ে বলে, "ভাই জানাচ্ছির সুযোগ নাই! সিচুয়েশন তো বুঝেনই। ভিডিও কালকেই লাগবে"। সাথে ওই ইনফ্লুয়েন্সারও আমাকে বলে, "তাসরিফ, ভিডিওটা তো পিএম দেখবে সো বুইঝা শুইনা সুন্দর কইরা করিস"।

ওদের সাথে কথা শেষ করে আমি বাসায় ফেরত যাই। বাসায় সবাইকে সব সিচুয়েশন জানিয়ে আমি আমার ম্যানেজার আয়মান সাবিত কে ফোন দিয়ে বলি,"আয়মান, আমি বাসা ছেড়ে দিচ্ছি, এই এই ঘটনা ঘটছে। আমি তোকে নাম্বার দিচ্ছি, তুই ওই এজেন্সিকে আমার বাসা থেকে তিন লক্ষ টাকা নিয়ে ওদেরকে দিয়ে দিবি কালকেই। আমি আপাতত বাসা ছেড়ে চলে যাচ্ছি, কারণ আমি বাসায় থাকলে ওরা আমাকে তুলে নিয়ে যাবে"।

ওই সময় আমার মনের অবস্থা আমি জানি। আমার বাসার অবস্থা ডায়াবেটিসের রোগী আমার আম্মুর অবস্থা, আব্বুর টেনশন, গুম হয়ে যাওয়ার চিন্তা এবং দেশের সাথে বেইমানি করতে ওরা আমাকে বাধ্য করতে চাচ্ছে, সবকিছুই আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। সাথে বারবার আমার কানে বাজছে শান্তর ওই কান্না ভরা আর্তনাদ।

কষ্টের ব্যাপার কি জানেন? এই ঘটনার ঘণ্টাখানেক আগে শান্ত আমাকে ফোন দিয়ে বলছিল, "খান, আমার বাসায় আম্মা নাই। এদিকে কারফিউ চলছে, দুপুরবেলা খাওয়া হয় নাই, একটা দোকানও খোলা নাই আমার প্রচন্ড ক্ষুধা লাগছে, কি করব?"। আমি শান্তকে বলছিলাম, "এক বড় ভাই ফোন দিছে, আমার বাসার সামনে যাওয়া লাগতেছে, তো তুমি আমার বাসায় চইলা আসো, দুই ভাই একসাথে খাবো"। ছেলেটা চাইছিল আমার বাসায় এসে ভাত খাইতে অথচ তাকে রাস্তায় বেধড়কভাবে মাইর খাইতে হইল। মার খাওয়ার পরে ফোনকলে ও আমাকে এটাও বলছিলো যে, "খান! সবাই আমারে একসাথে রোল দিয়ে মারতেছিলো আর একজন বন্দুক তাক করে চিল্লায়ে বলছিলো, চুপচাপ মাইর খা অমুকের পোলা নাইলে গুলি কইরা মাইরা ফালামু, লাশ খুঁজে পাইবো না তোর পরিবার!"

শান্ত এই কথাটা বলতে বলতে কাঁদতেছিল যে, "আমাকে ছাত্র বইলা বইলা ওরা মারছে আর বারবার বলতেছিল যে এই অমুকের পোলা ছাত্র! ওরে মার!"

ওই রাতে আমি বাসা থেকে পালিয়ে যাই।
আমি জানি কয়েকটা পোস্ট, কবিতা লেখা আর 'রাজার রাজ্যে সবাই গোলাম' এর মত কিছু গান করা ছাড়া দেশের জন্য তেমন কিছুই করতে পারি নাই। আমি জানি, আমি আবু সাঈদের মত পথে যেয়ে বুক পেতে দিতে পারি নাই। হয়তোবা এতটুকু সাহস আমার তখন হয় নাই। তবে, আল্লাহ জানেন আর আমি জানি, আমি টাকার কাছে বিক্রি হয় নাই আর দেশের সাথে বেইমানি করি নাই।

এই পোস্ট, পোস্টে শান্তর ছবিগুলা এবং ওদের নির্মমতার কথাগুলা আমি লিখে পোস্ট করছি এই কারণে, যেন ভবিষ্যতে কখনো এই স্বৈরাচারের প্রতি আমার ঘৃণা এতটুকু পরিমাণও কমে না যায়।

08/08/2024

অন্তরবর্তিকালীন সরকারের শপথ গ্রহণের পর দীর্ঘ ১৭বছরের নির্যাতিত বিএনপি নেতা সিদ্দিক আহমেদের আকুতি!
(সা.গঠনিক সম্পাদক, বাহার ছড়া ইউনিয়ন বিএনপি)
তিনি শেখ হাসিনার শাস্তি দাবি করেন।

18/07/2024

র‍্যাব,পুলিশ, বিজিবি সবাই স্টুডেন্ট পাওয়ারের কাছে পরাজিত!
এখন সেনাবাহিনী কার জন্য মাঠে নামবে?..
ছাত্রদের বাচাতে-নাকি স্বৈরাচার বাচাতে?

24/05/2024
সৌদি,দুবাই, কাতার, মালেশিয়া ও সিংঙ্গাপুর থেকে  সরাসরি ইউরোপের সেনজেন ভুক্ত দেশ  #রোমানিয়া ড্রাইভার ভিসা প্রসেসিং করা হচ্...
13/05/2024

সৌদি,দুবাই, কাতার, মালেশিয়া ও সিংঙ্গাপুর থেকে সরাসরি ইউরোপের সেনজেন ভুক্ত দেশ #রোমানিয়া ড্রাইভার ভিসা প্রসেসিং করা হচ্ছে।
বিদেশ ফেরত ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করতে পারবেন।
যোগাযোগ:
imo/watsope 01829255817/01832308511

(agency)
BIR Overseas Tours & Travels Ltd. (RL-2440)

নিজের জীবন বিসর্জন দিয়ে জনগণের ক্ষয়-ক্ষতি রোদ করার জন্য আগুন ধরা বিমান নদীতে নিয়ে যান।মহান আল্লাহ তা'য়ালা দেশ প্রেমিক ভা...
10/05/2024

নিজের জীবন বিসর্জন দিয়ে জনগণের ক্ষয়-ক্ষতি রোদ করার জন্য আগুন ধরা বিমান নদীতে নিয়ে যান।
মহান আল্লাহ তা'য়ালা দেশ প্রেমিক ভাইকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ আসন দান করুন, আমিন।

  Wark Par meet
21/04/2024

Wark Par meet

নিজের পছন্দের  কাজ বেচে নিয়ে প্রবাসে নিজের ক্যারিয়ার তৈরি করুন।
17/04/2024

নিজের পছন্দের কাজ বেচে নিয়ে প্রবাসে নিজের ক্যারিয়ার তৈরি করুন।

17/04/2024

স্নাতক /ডিপ্লোমা /সমমানের সার্টিফিটে আরব আমিরাত(ডুবাই) তে কম্পিউটার অপারেটর ভিসা দেওয়া হচ্ছে।
#বেতন:২৫০০রিয়াল।
#থাকা খাওয়া কোম্পানি বহন করবে।
বি:দ্র:-আবেদন কারীকে অবশ্যই স্নাতক / সমমানের সার্টিফিকেটের অর্জিনিয়াল কপি জমা দিতে হবে।

 #ভিসা প্রসেসিং চলছে,,,
16/04/2024

#ভিসা প্রসেসিং চলছে,,,

আপনি যদি কারো সপ্ন পূরণে সহযোগিতা করতে চান তাহলে চ্যালেঞ্জ গ্রহণ করুন--চ্যালেঞ্জিং কাজের মধ্যে অনেকের সপ্ন লোকানো থাকে!!...
03/04/2024

আপনি যদি কারো সপ্ন পূরণে সহযোগিতা করতে চান তাহলে চ্যালেঞ্জ গ্রহণ করুন--
চ্যালেঞ্জিং কাজের মধ্যে অনেকের সপ্ন লোকানো থাকে!!
মহান আল্লাহ তা'য়ালা আপনাকে যে প্রতিভা দিয়েছে তার সর্বোচ্ছ ব্যাবহারের চেষ্টা করুন।
আপনি যত ব্যার্থ হবেন -তত শিখবেন এবং শক্তিশালী হয়ে ফিরে আসবেন ইনশাআল্লাহ!!
#অলিখিত ডায়েরি

07/08/2022

টেকনাফ উপজেলা প্রেসক্লাব পরিদর্শন করেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ জনাব, মোঃ হাফিজুর রহমান ও নতুন আগত অপারেশন ওসি জনাব, আব্দুর রাজ্জাক।

27/06/2022

কক্সবাজার -টেকনাফ মেরিন ড্রাইভ ভ্রমণ

26/06/2022

শাহপরীর দীপের জনগণের দীর্ঘদিনের কষ্ট দুর্দশা শেষ হতে চলেছে,,,

26/06/2022
03/06/2022
25/05/2022

বীমা খাত ও বাংলাদেশের প্রেক্ষাপট

নিন্ম মধ্যবিত্ত দেশ থেকে উন্নয়নশীল দেশ হওয়ায় বাংলাদেশে প্রচুর পরিমাণ বীমা মার্কেটিং-এর সম্ভাবনা রয়েছে।
বীমা:- ১.সাধারণ বীমা সেক্টর ২.জীবন বীমা সেক্টর।
১সাধারণ বীমা সেক্টর -
উন্নয়নশীল দেশ হওয়ায় দেশে অনেক মেগা প্রকল্প চলমান, এসব প্রকল্পে হাজার হাজার শ্রমিক জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে। এসব শ্রমিকদের গ্রুপ বীমা নিশ্চিত করা গেলে তাদের জীবন যাত্রার মান উন্নত হবে।পাশা পাশি GDP তে বীমা খাতের উল্লেখযোগ্য সুচক বৃদ্ধি পাবে।
চলমান-
এসব মেগা প্রকল্পের বীমা বাধ্যতামূলক করা হলে হাজার হাজার কোটি টাকার প্রকল্প ঝুঁকিমুক্ত থাকবে,পাশা পাশি জাতীয় আয়ে বীমা খাতের উল্লেখযোগ্য অবদান থাকবে,জাতীয় আয় বৃদ্ধি পাবে।

দেশে আবাসন খাতে প্রচুর পরিমাণ বিনিয়োগ হচ্ছে, এসব বিনিয়োগ প্রকল্পে বীমা বাধ্যতামূলক হলে বাংলাদেশ হবে বীমা মার্কেটিং-এর জন্য সব থেকে উর্বর বাজার।

আগামী সাপ্টারঃ- বাংলাদেশের প্রেক্ষাপটে জীবন বীমা

ওমর ফারুক রিয়াদ(AMD/Dev)DLI

Address

Cox's Bazar

Telephone

+8801829255817

Website

Alerts

Be the first to know and let us send you an email when নাফ ট্রাভেলস্ এন্ড ট্যুর গাইড posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category