17/01/2024
কক্সবাজার এক্সপ্রেসের গুরুত্বপূর্ণ
সকল তথ্য ✅
⭕ নামঃ কক্সবাজার এক্সপ্রেস।
⭕ ট্রেন কোডঃ ৮১৩/৮১৪।
⭕ রুটঃ কক্সবাজার-চট্টগ্রাম-ঢাকা।
⭕ সার্ভিসঃ ননস্টপ।
⭕ পরিসেবাঃ ব্র্যান্ড নিউ কোরিয়ান
লাল-সবুজ কোচ দ্বারা ৷
⛔ সাপ্তাহিক বন্ধঃ ৮১৩/আপ কক্সবাজার
থেকে মঙ্গলবার,
৮১৪ ডাউন ঢাকা থেকে সোমবার।
✔️ সময়সূচিঃ
✔️ ৮১৩ আপ কক্সবাজার থেকে ছাড়বে
দুপুর ১২.৩০ মিনিটে।
▶️চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ০৩.৪০ মিনিটে।
▶️চট্টগ্রাম ছাড়বে বিকেল ০৪.০০ মিনিটে
▶️বিমানবন্দর পৌঁছাবে রাত০৮.৩০
মিনিটে।
▶️বিমানবন্দর স্টেশন ছাড়বে রাত ০৮.৩৩
মিনিটে।
▶️ঢাকা পৌঁছাবে রাত ০৯.১০ মিনিটে।
✔️ ৮১৪ ডাউন ঢাকা থেকে ছাড়বে রাত
১০.৩০ মিনিটে।
▶️বিমানবন্দর স্টেশন পৌঁছাবে রাত
১০.৫৩ মিনিটে।
▶️বিমানবন্দর স্টেশন ছাড়বে রাত
১০.৫৮ মিনিটে।
▶️চট্টগ্রাম পৌঁছাবে রাত ০৩.৪০ মিনিটে।
▶️চট্টগ্রাম ছাড়বে ভোর ০৪.০০ মিনিটে।
▶️কক্সবাজার পৌঁছাবে সকাল
০৭.২০মিনিটে।
✅ঢাকা- কক্সবাজার রুটের চূড়ান্ত ভাড়া।
⭕ শোভন চেয়ার > ৬৯৫ টাকা।
⭕ স্নিগ্ধা >১৩২৫ টাকা।
⭕ এসি সিট >১৫৯০ টাকা।
⭕ এসি বার্থ >২৩৮০ টাকা।
✅চট্টগ্রাম- কক্সবাজার রুটের চূড়ান্ত
ভাড়া।
⭕ শোভন চেয়ার >২৫০ টাকা।
⭕ স্নিগ্ধা >৪৭০ টাকা।
⭕ এসি সিট >৫৬৫ টাকা।
⭕ এসি বার্থ >৮৪৫ টাকা।
▶️বিস্তারিত সিটপ্লানঃ
⭕শোভন চেয়ারে জানালার পাশের সীট নম্বর সমূহঃ ০১, ০২, ০৪, ০৫, ০৮, ০৯, ১২, ১৩, ১৬, ১৭, ২০, ২১, ২৪, ২৫, ২৮,
➡️২৯, ৩২, ৩৩, ৩৬⬅️
৩৭, ৩৯, ৪১, ৪৪, ৪৫, ৪৭, ৪৯, ৫১, ৫৩, ৫৬, ৫৭, ৫৯, ৬০৷
➡️ ⬅️টেবিল সিট।
⭕স্নিগ্ধা শ্রেণীতে জানালার পাশের সীট নম্বর সমূহঃ ০১, ০৩, ০৪, ০৭, ০৮, ১১, ১২, ১৫, ১৬, ১৯, ২০, ২৩,
➡️২৪, ২৭, ২৮, ৩১⬅️
৩২, ৩৫, ৩৬, ৩৯, ৪০, ৪৩, ৪৪, ৪৭, ৪৮, ৫১, ৫২, ৫৪, ৫৫।
➡️ ⬅️টেবিল সিট৷
➡️৮১৩ঃ কক্সবাজার- চট্টগ্রাম
৬০ থেকে ৩৬ যাত্রামুখী।
চট্টগ্রাম- ঢাকা ১-৩৫ যাত্রামুখী৷
➡️৮১৪ঃ ঢাকা- চট্টগ্রাম ৬০-৩৬ যাত্রামুখী।
চট্টগ্রাম- কক্সবাজার ১- ৩৫ যাত্রামুখী।
⛔ বর্তমানে দেশে পর্যাপ্ত কোরিয়ান কেবিন কোচ না থাকার কারণে এই ট্রেনে আপাতত কোনো কেবিন কোচ সংযুক্ত নেই। তবে ইনশাআল্লাহ শীঘ্রই এই ট্রেনের সাথে এসি এবং ননএসি কেবিন যুক্ত হবে।
সকলকে ধন্যবাদ 💐