ট্যুরিজম আইল্যান্ড

ট্যুরিজম আইল্যান্ড Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ট্যুরিজম আইল্যান্ড, Travel Agency, Kolatoli, Cox's Bazar.
(1)

21/08/2019
19/11/2018

বর্তমানে টেকনাফ-সেন্টমার্টিন রুটে চলাচল কৃত শীপ সমুহ এবং ভাড়া
* কেয়ারী সিন্দাবাদ
মেইন ডেক ৫৫০/-
ওপেন ডেক ৭০০/-
ব্রীজ ডেক ৮০০/-

* কেয়ারী ক্রুজ এন্ড ডাইন (এসি)
এক্সক্লুসিভ লাউন্জ ১০০০/-
কেরাল লাইন্জ ১০০০/-
পার্ল লাউন্জ ১৪০০/-

* এম ভি বে ক্রুজ ইন্টারন্যাশনাল (এসি)
রজনীগন্ধা ১৩০০/-
হাসনাহেনা ১৪০০/-
কৃষ্ণচুড়া ১৬০০/-

* এম ভি গ্রীন লাইন (এসি)
ইকেনমি ক্লাস ১৩০০/-
বিজনেস ক্লাস ১৬০০/-

প্রতিদিন টেকনাফ জেটি থেকে জাহাজ ছাড়ে সকাল ৯.৩০ মিনিটে, সেন্টমার্টিন জেটি থেকে ছাড়ে দুপুর ২.৩০ মিনিটে।

#আসার_অপেক্ষায়_শীপ_সমুহ
এলসিটি কাজল, আটলান্টিক ক্রুজ, ফারহান ক্রুজ**

সম্মানিত পর্যটকগন আপনারা ভ্রমনের আগে আপনাদের টিকেট কালেক্ট করে আসার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি। অতীতের মতো এখন আর টেকনাফ ঘাটে টিকেট বিক্রী হয় না খুব সীমিত পরিমানে হয়। সেইজন্য আপনারা ট্রাভেল এজেন্ট বা জাহাজের অফিস থেকে আগ্রীম টিকেট সংগ্রহ করে নিলে কোন ঝামেলায় জড়াতে হবে। আপনাদের নিরাপদ ও ঝামেলমুক্ত ভ্রমন ই আমাদের কাম্য।

কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীর এর নব গঠিত কমিটিতে Tour Operator Owners Association of Cox's Bazar -TOAC এ...
14/11/2018

কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীর এর নব গঠিত কমিটিতে
Tour Operator Owners Association of Cox's Bazar -TOAC এর সভাপতি জনাব রেজাউল করিম ও সহ সভাপতি মুহাম্মাদ আজমল হুদা ভাইকে
পরিচালক মনোনীত করায় Tour Operator Owners Association of Cox's Bazar (TOAC) এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা

,

 #ভ্রমণ_প্রিয় বন্ধুদের জন্য সুখবর!আগামীকাল ২৬/১০/১৮ জুমাবার থেকে নিয়মিত  #সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা করছে Keari Cru...
25/10/2018

#ভ্রমণ_প্রিয় বন্ধুদের জন্য সুখবর!

আগামীকাল ২৬/১০/১৮ জুমাবার থেকে নিয়মিত #সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা করছে
Keari Cruise & Dine

টিকেট বুকিং দিতে
--------------------------
#যোগাযোগ করুন ট্যুরিজম আইল্যান্ড অফিসে
01829297979
01770000770

♥ নভেম্বর মাসের ০১/১১/২০১৮ চালু হচ্ছে   সেন্টমার্টিন পর্যটকবাহী জাহাজ। দেশ-বিদেশের সকল ভ্রমন পিপাসুদেরকে সেন্টমার্টিন ভ্...
23/10/2018

♥ নভেম্বর মাসের ০১/১১/২০১৮ চালু হচ্ছে সেন্টমার্টিন পর্যটকবাহী জাহাজ।

দেশ-বিদেশের সকল ভ্রমন পিপাসুদেরকে সেন্টমার্টিন ভ্রমনের ট্যুরিজম আইল্যান্ড এর পক্ষ থেকে অগ্রীম শুভেচ্ছা ও স্বাগতম !

অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন:
♦ ট্যুরিজম আইল্যান্ড অফিসে
ফোন = 01829297979
= 01770000770

19/09/2018

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ও পর্যটন নগরী কক্সবাজার
ট্যুরিজম আইল্যান্ডে আপনাকে স্বাগতম
01829297979
01770000770

♥ নভেম্বর মাসেই চালু হচ্ছে   সেন্টমার্টিন পর্যটকবাহী জাহাজ। দেশ-বিদেশের সকল ভ্রমন পিপাসুদেরকে সেন্টমার্টিন ভ্রমনের ট্যুর...
19/09/2018

♥ নভেম্বর মাসেই চালু হচ্ছে সেন্টমার্টিন পর্যটকবাহী জাহাজ।

দেশ-বিদেশের সকল ভ্রমন পিপাসুদেরকে সেন্টমার্টিন ভ্রমনের ট্যুরিজম আইল্যান্ড এর পক্ষ থেকে অগ্রীম শুভেচ্ছা ও স্বাগতম !

অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন:
♦ ট্যুরিজম আইল্যান্ড অফিসে
ফোন = 01829297979
= 01770000770

16/09/2018

নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে আপনার পাশে
ট্যুরিজম আইল্যান্ড
যোগাযোগ করুন,
01829297979

স্বাস্থ্য সুসমাচার ম্যাগাজিন বইয়ে নভেম্বরের বিশেষ সংখ্যায় ট্যুরিজম আইল্যান্ড এর বিজ্ঞাপন,  নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের প্র...
22/11/2017

স্বাস্থ্য সুসমাচার ম্যাগাজিন বইয়ে নভেম্বরের বিশেষ সংখ্যায় ট্যুরিজম আইল্যান্ড এর বিজ্ঞাপন,

নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে আপনার পাশে ট্যুরিজম আইল্যান্ড।

আমাদের সেবা সমুহ
-----------------------------
১। স্টাডি ট্যুর ১। বিমানের টিকেট
২। গ্রোপ ট্যুর ২। গাড়ির টিকেট
৩। হানিমুন প্যাকেজ ৩। জাহাজের টিকেট
৪। ফ্যামিলি প্যাকেজ ৪। ট্রেনের টিকেট

যোগাযোগ করুন ট্যুরিজম আইল্যান্ড অফিসে : -
01829-297979 - 01770-000770

15/11/2017

জনাব,
আসসালামু আলাইকুম,
আপনার নিজের, বন্ধু-বান্ধবের বা কোন পরিচিত ব্যক্তির
১। বিমানের টিকেট ( দেশ বিদেশের )
২। গাড়ির টিকেট ( কক্সবাজার টু চট্টগ্রাম, ঢাকা AC/NN AC )
যদি প্রয়োজন হয় তাহলে যেকোন সময় ট্যুরিজম আইল্যান্ড এর নাম্বারে
01829-29 79 79
01770-00 07 70
যোগাযোগ করলে ব্যবস্থা হয়ে যাবে, ইনশাআল্লাহ।

ট্যুরিজম আইল্যান্ড এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি দৈনিক বাঁকখালী,দৈনিক বর্তমান ও দৈনি...
14/11/2017

ট্যুরিজম আইল্যান্ড এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি দৈনিক বাঁকখালী,দৈনিক বর্তমান ও দৈনিক সাঙ্গু পত্রিকা কতৃপক্ষকে,

সেন্টমার্টিন জেটিতে চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ আংকেলের নেতৃত্বে সেন্টমার্টিন বাসির ভালবাসায় শিক্ত হলাম,আলহামদুলিল্ল...
13/11/2017

সেন্টমার্টিন জেটিতে চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ আংকেলের নেতৃত্বে সেন্টমার্টিন বাসির ভালবাসায় শিক্ত হলাম,আলহামদুলিল্লাহ্‌।

পর্যটকদের ফুল দিয়ে বরণ করে নিতে সেন্টমার্টিনের শতশত মানুষ জেটিতে অবস্থান করতেছে।
13/11/2017

পর্যটকদের ফুল দিয়ে বরণ করে নিতে সেন্টমার্টিনের শতশত মানুষ জেটিতে অবস্থান করতেছে।

কেয়ারী সিন্দাবাদ জাহাজে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ ও আজিজ আংকেলের সাথে
13/11/2017

কেয়ারী সিন্দাবাদ জাহাজে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ ও আজিজ আংকেলের সাথে

 #ভ্রমণ_প্রিয় বন্ধুদের জন্য সুখবর!আজ  ১৩/১১/১৭ সোমবার থেকে নিয়মিত  #সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা করছে  #কেয়ারি_সিন্দা...
13/11/2017

#ভ্রমণ_প্রিয় বন্ধুদের জন্য সুখবর!

আজ ১৩/১১/১৭ সোমবার থেকে নিয়মিত #সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা করছে #কেয়ারি_সিন্দাবাদ,

টিকেট বুকিং দিতে
#যোগাযোগ : ট্যুরিজম আইল্যান্ড
01829297979. 01770000770.

আলহামদুলিল্লাহ্‌, দীর্ঘ ৬ মাস পর সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা করলেন কেয়ারী সিন্ধাবাদ।
13/11/2017

আলহামদুলিল্লাহ্‌, দীর্ঘ ৬ মাস পর সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা করলেন কেয়ারী সিন্ধাবাদ।

সুখবর                     সুখবর                      সুখবর--------------------------------------------------------------...
09/11/2017

সুখবর সুখবর সুখবর
-----------------------------------------------------------------------

আগামীকাল ১০/১১/১৭ জুমাবার থেকে নিয়মিত সেন্টমার্টিন এর উদ্দেশ্যে যাত্রা করতে যাচ্ছে কেয়ারি সিন্দাবাদ,

টিকেট বুকিং দিতে যোগাযোগ করুন ট্যুরিজম আইল্যান্ড এর অফিসের নাম্বারে
01829297979

সুন্দরবন ভ্রমণ।ঘুরে আসুন সুন্দরবন।আনন্দ মেলার অগ্রিম বুকিং এর জন্য কল করুনঃ 01829297979কক্সবাজার থেকে বা সারাদেশ থেকে খু...
07/10/2017

সুন্দরবন ভ্রমণ।
ঘুরে আসুন সুন্দরবন।

আনন্দ মেলার অগ্রিম বুকিং এর জন্য কল করুনঃ 01829297979
কক্সবাজার থেকে বা সারাদেশ থেকে খুলনা -
খুলনা থেকে সুন্দরবন ঢাকা।

লাইফ জ্যাকেট, গাইড এবং অস্ত্রধারী নিরাপত্তা কর্মী সার্বক্ষণিক সংগে থাকবেন।

Package এ থাকছে সুন্দরবন এর বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণ, সকালের নাশতা, দুপুরের খাবার, বিকেলের নাশতা এবং রাতের খাবার। আমরা যাব কটকা, কচিখালি, করমজল, হারবারিয়া।

আজই যোগাযোগ করুন আপনার FAMILY অথবা CORPORATE BOOKING এর জন্য!!
যোগাযোগঃ 01829297979/ 01770000770
[email protected]

--------------------------------

আলহামদুলিল্লাহ্‌, আল্লাহ্‌র অশেষ মেহেরবানিতে ট্যুরিজম আইল্যান্ড ট্যুরস এন্ড ট্রাভেলসে  দুইটি গাড়ি যুক্ত হয়েছে।প্রিয় গ্রা...
17/09/2017

আলহামদুলিল্লাহ্‌, আল্লাহ্‌র অশেষ মেহেরবানিতে ট্যুরিজম আইল্যান্ড ট্যুরস এন্ড ট্রাভেলসে দুইটি গাড়ি যুক্ত হয়েছে।

প্রিয় গ্রাহক আপনার যে গাড়িটা প্রয়োজন হয়,
ট্যুরিজম আইল্যান্ডের অফিসে এই নাম্বারে
01829297979 - 01770000770
আপনার নির্দিষ্ট স্হানে বসেই কল করুন, এবং সুবর্ণ সুযোগ উপভোগ করুন।

জনাব,আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন। আপনাকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, সুন্দর্যের লীলা ভুমি, আমাদের প...
12/08/2017

জনাব,
আসসালামু আলাইকুম
আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন। আপনাকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, সুন্দর্যের লীলা ভুমি, আমাদের পর্যটন নগরী কক্সবাজার এর দাওয়াত।
শুভেচ্ছান্তে ট্যুরিজম আইল্যান্ড
01829297979- 01770000770

সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমন এর টুকিটাকিঃবাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ ‘সেন্ট মার্টিন’ এর অবস্থান বাংলাদেশের সর্ব দক্ষিণে...
09/08/2017

সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমন এর টুকিটাকিঃ

বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ ‘সেন্ট মার্টিন’ এর অবস্থান বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা কক্সবাজারের টেকনাফ থানায়। টেকনাফ থেকেও প্রায় ৯-১০ কিঃ মিঃ দক্ষিণে বঙ্গোপসাগর এর বুকে এই দ্বীপ এর অবস্থান। আয়তনে খুব বড় নয় এই দ্বীপ, ৮ বর্গ কিঃ মিঃ, আর লোক সংখ্যা প্রায় ৭০০০-৭৫০০ এর মতন।এই দ্বীপের সম্পর্কে বলতে গেলে প্রথমেই যে ব্যাপার টি চলে আসে, সেটি হচ্ছে এখানের প্রকৃতি আর তার নির্জনতা। খুব নির্জন আর কোলাহল মুক্ত কয়েকটি দিন কাটানোর জন্য এই দ্বীপ অন্যতম, কারণ দ্বীপে কোন বাস, গাড়ি, মোটর চালিত কোন প্রকার যান নেই, এমন কি নিঝুম দ্বীপ বা কুয়াকাটার মত পাবলিক সার্ভিস দেয়ার মত মোটর বাইক ও চোখে পড়েনি। তাই অন্তত নির্জনতার মাঝে যখন কেও কোন মোহে হারিয়ে যাবে, হঠাত কোন গাড়ির হর্ন এর শব্দ এসে সব নষ্ট করে দেয়ার সম্ভাবনা একদম ই নেই এই দ্বীপে।সেন্ট মার্টিন দ্বীপ এর আদি নাম ছিল নার্জিল জাজিরা বা জিঞ্জিরা। জাজিরা থেকে জিঞ্জিরা শব্দের উৎপত্তি। জিঞ্জিরা শব্দের অর্থ উপদ্বীপ, আর নার্জিল অর্থ নারিকেল। এই দ্বীপ এ নারিকেল গাছের আধিক্য ছিল।এখনো নারিকেল এর জন্য এই দ্বীপ এখনো বিক্ষাত। আর এজন্যেই এই দ্বীপকে নারিকেল জিঞ্জিরা ও বলা হয়।ভূ-তত্ত্ববিদদের মতে এই দ্বীপ এর বয়স ২০ লাখ বছর।দ্বীপ টি তে যারা হই হুল্লুড় করার উদ্দেশ্যে ভ্রমণে যাবেন, তারা কিছু টা হতাশ হতে পারেন, কারণ এমন প্রবালে বসে সূর্যাস্ত দেখার সাথে অন্তত হিন্দি গান ছেড়ে কোমর দোলানো ব্যাপার টা যাবে না। বরং নির্জন বসে কিংবা সমুদ্রের পাড়ে প্রবালে সঙ্গীদের সাথে বসে হেড়ে গলায় গাওয়া গান টা ই সৃতির পাতায় রয়ে যাবে।
কি কি দেখবেনঃ
সেন্ট মার্টিনে আলাদা করে দেখার মত কিছু আলাদা করা কঠিন, কারণ পুরো দ্বীপ টি ই একটি মিস্ট্রি।।
ছোট একটি দ্বীপ। চার পাশে সমূদ্র। মন মাতানো সূর্যাস্ত, বাতাস আর সমূদ্রের গর্জন যা প্রতি মুহূর্তেই নতুন নতুন গল্প শুনিয়ে যাবে আপনাকে। এর বাইরেও তেমন কিছু খুঁজতে চাওয়া টা-ও অন্যায় হবে।
তারপরও ‘ছেরা দ্বীপ’ টা মূল দ্বীপ থেকে ভাটার সময় বিচ্ছিন্ন হয়ে যায়, যেটি পুরোপুরি প্রবাল এর। সেখানে যেতে পারেন বোটে করে যা মূল যেটি থেকে সকাল ৮ টা থেকে ছাড়ে। তবে খুব ভোরে ভাটার সময় হেটেও যাওয়া যায়, তারপর আবার দুপুরের কিছু সময় আগে আবার যখন ভাটা পড়বে, তখন হেটে ফেরত আসা যায়।
আর রাতে অবশ্যই জেলেদের মাছ ধরার ট্রলার প্রস্তুত করার ব্যাপার টা দেখতে মিস করবেন না, যদিও তা মাঝ রাতেই করেন তারা।
আর মূলত এমন যায়গা গুলোতে মানুষের নিজের উপর নির্ভর করে, তাই আপনি আপনার মত করে সেখানে যাবার পর নিজের প্ল্যান করে নিতে পারবেন।
কি কি খাবেনঃ
* সেন্ট মার্টিন কে নারিকেল জিঞ্জিরা বলার কারণ ই হল এই দ্বীপে প্রচুর পরিমাণ ডাব পাওয়া যায়, যার স্বাদ অনন্য, আর দেখতেও সাধারণ ডাবের চেয়ে দুই বা তিন গুণ বড় ও হয়, আবার দাম ও হয় তুলনামূলক কম। তাই এই জিনিস খুব কম মানুষ ই মিস করতে চাইবেন।
* সামুদ্রিক মাছ, কাকড়া, লবস্টার এই দ্বীপের প্রধান আকর্ষণ। (কোরাল, সুন্দরী, ইলিশ, রূপচাঁদা, চিংড়ি বেশি বিক্ষাত)
* শুটকি মাছ যারা পছন্দ করেন, তাদের জন্য এই দ্বীপ শুধু শুটকির জন্যেই আদর্শ দ্বীপ হয়ে যেতে পারে, কারণ এখানে অনেক প্রকারের একদম ফ্রেশ শুটকি পাওয়া যায়।
* পাশেই যেহেতু মায়ানমার, সেহেতু সেই খানে তৈরি অনেক প্রকার আচার যা ইতিপূর্বেই মানুষের মন জয় করে নিয়েছে, তা মোটামুটি সহজলভ্য সেন্ট মার্টিনে।
কি কি করবেন নাঃ
– প্রথমেই যেই কাজ টি করবেন না, সেটি হচ্ছে সেন্ট মার্টিন থেকে আসার সময় সৃতি হিসেবে অইখানের প্রবাল, শামুক বা অন্য প্রাকৃতিক কোন জিনিস নিয়ে আসবেন না।
– অযথা চিৎকার চেঁচামেচি করা থেকে বিরত থাকবেন, কারণ মনে রাখবেন সেন্ট মার্টিন আমাদের জন্য ভ্রমণের যায়গা হলেও সেখানে প্রায় ৭০০০-৭৫০০ মানুষের বসত। তাই লোকাল মানুষদের যেন কোন কারণেই আমাদের প্রতি কোন খারাপ ধারণার উদ্রেগ না হতে পারে, বা তারা যেন বিরক্ত না হন,সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।
– সাঁতার না জানলে গোসলের সময় খুব বেশি দূরে কোনভাবেই যাওয়া যাবে না, আর অবশ্যই সমূদ্রে নামার আগে জোয়ার- ভাটার ব্যাপারে জেনে নামবেন।
– ১১ টি ডেঞ্জার জোন আছে সেন্ট মার্টিন এ, নামার আগে সেই জোন গুলো নিশ্চিত হয়ে নিবেন।
– প্রবাল অনেক ধারালো হয়, তাই পানিতে নামার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন।
কিভাবে যাবেনঃ
কেও যদি ঢাকা থেকে সরাসরি সেন্ট মার্টিন যান, তাহলে শ্যামলী পরিবহন, হানিফ, ইউনিক পরিবহন এবং সেন্ট মার্টিনপরিবহণ সহ বেশ কিছু বাস সরাসরি টেকনাফ ঘাটের উদ্দেশ্যে রাত ৭ঃ৩০-৮ঃ৩০ এর মধ্যে ছেড়ে যায়। তারপর ঘাট থেকে কয়েকটি শিপ ছাড়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে সকাল ৯ঃ৩০ মিনিটে। যা দ্বীপে পৌছায় ১১ঃ৩০-১২ টার মধ্যে। যা আবার ব্যাক করে বিকেল ৩ টার দিকে সেন্ট মার্টিন থেকে। তবে শিপ অফ সিজনে (এপ্রিল এর মাঝামাঝি থেকে সেপ্টেম্বর পর্যন্ত) শিপ চলে না, তবে ট্রলার ছাড়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে সারা বছর ই। তবে শিপ রিজার্ভ করা হলে আলোচনা সাপেক্ষে বছরের যে কোন সময় ই চলতে পারে।
আর কেউ যদি কক্সবাজার থেকে যান, তাহলে সকালে টেকনাফের উদ্দেশ্যে বাস, মাইক্রো, চান্দের গাড়ি ছাড়ে। অনেক প্যাকেজ অফার ও থাকে । যেই হোটেলে থাকবেন কক্সবাজারে, তাদের কাছে বললেও তারা ব্যবস্থা করে দিবে। তবে তাদের কাছে শুধু ট্রান্সপোর্ট এর সুবিধা ও আলাদা করে নেয়া যায়। যেমন শিপ এর টিকেট আর সকালে টেকনাফ যাবার সহায়তা টুকু নেয়া কেবল।
কিভাবে বুকিং করবেনঃসবচেয়ে ভালো হয় নিজের মত বুকিং করা। বাসের টিকেট ফকিরা পুল সহ প্রায় সব কাওন্টার থেকেই পাওয়া যায়। শিপ এর জন্য ঢাকায় অনেক গুলো ট্রাভেল এজেন্ট নির্ধারণ করা আছে শিপ গুলোর, তাদের কাছ থেকে কাটতে পারেন, অথবা অন্য লোকাল ট্রাভেল এজেন্ট রা ও টিকেটের ব্যবস্থা করে দেয়, যা আপনার আশে পাশেই খোঁজ করলে পেয়ে যাবেন।০১৮১৭১৪৮৭৩৫, এটা কেয়ারি সিন্দাবাদের অফিসিয়াল নাম্বার।০১৭১৪৬৩৪৭৬২ এটা কুতুবদিয়া শিপ এর অফিসিয়াল নাম্বার।গ্রীণলাইন এর ও শিপ আছে, ০২৯৩৩৯৬২৩, ০২৯৩৬২৫৮০ গ্রীণলাইন এর অফিসিয়াল নাম্বার। যে কোন বাসের কাওন্টারে যোগাযোগ করলে তারা বাস সহ শিপ এর প্যাকেজ করে দেয়, শুধু শিপ এর টিকেট ও বিক্রি করে তারা।আর হোটেল বা রিসোর্ট সেন্ট মার্টিনে যেয়ে দামাদামি করে নেয়া ই ভালো, তবে প্রথম বার হলে আগে থেকে পরিচিত কারো রেফারেন্স নিয়ে বা বুক করে যেতে পারলে ভালো হতে পারে।তবে ফুল সিজন গুলোতে সেন্ট মার্টিন এ মনের মত হোটেল বুক না দিয়ে গিয়ে পাওয়া টা কষ্টকর। তাই আগে থেকে বুক করে যাওয়া টা ভালো। আর ১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর, ৩১ ডিসেম্বর, ২১ ফেব্রুয়ারী, ২৬ মার্চ সহ অন্য তিন দিনের টানা বন্ধ গুলোতে কোন প্রকার হোটেল পাওয়া ই কষ্টকর হয়ে যায়। তাই এগুলো অনেক আগে থেকেই বুক করে নিশ্চিত করে রাখবেন।আর গুগল এ সার্চ করলেই সেন্ট মার্টিনের অনেক রিসোর্ট বা কোম্পানি বা শিপ এর লিঙ্ক পেয়ে যাবেন।
সেন্ট মার্টিনের রিসোর্ট বা ট্রাভেল রিলেটেড কোম্পানি/ গ্রুপের লিঙ্কঃ সেন্ট মার্টিন নিয়ে স্পেশালি যারা কাজ করছেন, তাদের নাম, নিঙ্ক, কন্টাক্ট এখানে আস্তে আস্তে যোগ হতে থাকবে, তবে তার আগে অবশ্যই তাদের সার্ভিস সম্পর্কে নিশ্চিত হতে হবে।বাজারের মধ্যে কিছু হোটেল রয়েছে, যাদের রুমের কুয়ালিটি কিছুটা ভাল, তবে ব্লু ম্যারিন (০১৮১৫৬৩২০৩৭, ০১৭১৩৩৯৯০০১) হোটেল ছাড়া অন্য গুলোর তেমন কোন আলাদা আঙ্গিনা বা বসে গল্প করার যায়গা নেই।সেন্ড শোর (০১৮১৫৬৪৮৭৩১), সি ইন হোটেল গুলোর রুম কুয়ালিটি ভালো।আর বিচ এর পাড়ের হোটেল গুলোর রুমের কুয়ালিটি তত ভাল হয়না (ঝড়, জলোচ্ছাস এর কারণে করা হয়না মূলত),তবে সেখানে আপনার চমৎকার সময় কাটবে। প্রায় প্রতিটি হোটেলেই রয়েছে রিসোর্ট সুবিধা, রয়েছে হেমক, বিচ চেয়ার, বিচের পাশে বসে খাওয়ার জন্য ওপেন ডাইনিং সুবিধা, রয়েছে তাবু খাটিয়ে থাকার ব্যাবস্থা ও।রয়েছে বার-বি-কিউ এর সুবিধা ও।বিচ এর পাড়ে রয়েছে সমুদ্র বিলাস, ব্লু ল্যাগুণ (০১৭২৩৫৮৬৮৭৭, ০১৮১৮৭৪৭৯৪৬), লাবিবা বিলাস(০১৭১৪৬৩৪৭৬২), অবকাশ, পান্না রিসোর্ট (০১৮১৬১৭২৬১৫), ড্রিম নাইট (০১৭১০৩৯০২৫১), সিমানা পেড়িয়ে(০১৮১৯০১৮০২৭),প্রাসাদ প্যারাডাইস(০১৭৯৬৮৮০২০৭), সমুদ্র কুটির, নীল দিগন্ত (০১৭৩০০৫১০০৪), কোরাল ভিউ (০১৯৮০০০৪৭৭৮) রিসোর্ট।
যাওয়ার প্ল্যানঃসেন্ট মার্টিন যারা যাবেন, অন্তত দুই রাত থাকার মত চিন্তা করে যেতে পারলে ভাল একটি ভ্রমণ হতে পারে আপনাদের। তবে সময়, অর্থ আর ইচ্ছার উপর ভিত্তি করে সেটা এক দিন থেকে অনেক দিন পর্যন্ত হতে পারে এই ভ্রমণের সময় কাল। রাত ৭ঃ৩০-১১ টা পর্যন্ত সুবিধা অনুযায়ী বাসে উঠলে পরের দিন সকালে নামিয়ে দিবে টেকনাফ ঘাট এ। সেখান থেকে শিপ এ করে দ্বীপে পৌছাতে ১১ঃ৩০-১২ টা বাজবে। তারপর হোটেল এ গিয়ে কাপড় চোপড় ছেড়ে সমুদ্রে নেমে পড়তে পারেন, গোসল সেরে এসে দুপুরের খাবার। বাকি দিন টা নিজের ইচ্ছা মত কাটাবেন, যেভাবে আপনার ভালো লাগতে পারে। কারণ ততক্ষণে পুরো দ্বীপ টি ই আপনার হয়ে গেছে।। :Dদ্বিতীয় দিন সকাল টা তে সূর্য উদয় দেখতে পারেন। তারপর ছেরা দ্বীপ এর উদ্দেশ্যে বের হয়ে যেতে পারেন। ফিরে আসতে দুপুর হবে ছেরা দ্বীপ থেকে। তারপর দুপুরের খাবার খেয়ে ফিরতি শিপ এর জন্যে বের হয়ে যেতে হবে, যদি এক রাত থাকেন ।আর একাধিক রাত থাকলে আপনি পুরো দ্বীপ টা নিজের মত করে রিলাক্সে ঘুরে দেখতে পারবেন, চাইলে এক টি রাত মাছের বার বি কিউ ও করতে পারবেন। পারবেন রাতের বেলায় মাছ ধরতে যেতে। নিজের মনের মত করে,যা ইচ্ছে।।
খরচঃবাস নন এ সি- ৯০০ টাকা, এসি ১৫৫০ টাকা ।তবে আসার টিকেট সেন্ট মার্টিন থেকে কাটলে প্রতি টিকেটে ৩০-৫০ টাকা তারা চার্জ হিসেবে বেশি রাখবে।শিপ- নিচ তলা ৫৫০ টাকা, দো- তলা ওপেন ডেক ৭০০/৭৫০ টাকা, ভি আই পি ৮৫০/৯০০ টাকা।আর শিপের টিকেট এর মুল্য আসা এবং যাওয়া সহ এইটা ধরা হয়। কেও যাবার টিকেট নেয়ার সময় বলে নিতে হয় কবে ব্যাক করবেন, সেইভাবেই ফেরার টিকেট শিপ দেয়া হয়। গ্রীনলাইনের টিকেট ওয়ান ওয়ে ও দেয়, ৫০০/৬০০ দুই ধরনের ক্যাটাগরি আছে। আসা যাওয়া ১০০০/১২০০রিসোর্ট- রিসোর্ট এর ভাড়া সিজন এর সময় কোন নির্দিষ্ট নেই তেমন, ট্যুরিস্ট এর উপর নির্ভর করে রিসোর্ট মালিক রা ভাড়া বাড়ায় কমায়। তবে সিজনে ১৫০০-২০০০ টাকার কমে রুম পাওয়া কষ্ট সাধ্য, যদি না সেখানে পরিচিত কেও থাকে। আর অফ সিজনে ৭০০-১২০০ টাকায় পাওয়া যাবে সি রিসোর্ট গুলো। আর রিসোর্টের প্রতি রুমে ৪ জন করে আরামে থাকা যায়।আর যদি কেও খুব আয়েশ খুঁজেন, তাদের জন্য একটু ঝামেলা আছে। প্রথম কারণ হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ এ বিদ্যুৎ নেই, জেনারেটরে চলে, তাই এসি রুম পাওয়া টা কঠিন। তবে রিলাক্স এর রুম আছে অবশ্যই, যাদের মাণ ভালো। ২৫০০ থেকে শুরু করে অনেক টাকায় রুম পাওয়া যায়।খাবার- যদি কেও রিসোর্ট গুলো তে খায়, তাইলে ১৫০টাকা থেকে শুরু করে চাহিদা আর আইটেমের উপর ভিত্তি করে অনেক প্যাকেজ থাকে। হোটেলে খেলেও এর চেয়ে কম হয় না, বরং অনেক ক্ষেত্রে হোটেল গুলো বেশি চার্জ করার সুযোগ খুঁজে। তবে প্রথম বেলা যেদিন যাবেন, সেদিন রিসোর্ট বা হোটেলে খাওয়া ভাল। বেশি মানুষ হলে বাজারে গিয়ে ভাল খাবার পাওয়া কঠিন। পরের বেলা থেকে যাচাই করে স্বীদ্ধান্ত নিয়ে খেতে পারবেন।এখন কত বেলা খাবেন,সেটার উপর ভিত্তি করে আপনি আপনার বাজেট নির্ধারণ করে ফেলতে পারেন।ছেরা দ্বীপ- ছেরা দ্বীপ যাবার জন্য ট্রলার ভাড়া ১৬০-২০০ টাকা করে, আর রিজার্ভ নিলে ১৫০০-৪৫০০ টাকা নেয় নৌকার আকার আর যাত্রীর উপর ভিত্তি করে। তবে অনেক গ্রুপ,কোম্পানি সেন্ট মার্টিনের জন্য প্যাকেজ ও ছাড়ে বিভিন্ন সময়, সেটি ও একটি বিবেচ্য বিষয় হতে পারে।
একটি প্রধান বিষয়, যেটি নিয়ে অনেকটা ঝামেলা পোহাতে হয়ঃযেহেতু শিপ সেন্ট মার্টিন এ পৌছায় ১২ টার মধ্যে, তাই ট্যুরিষ্টদের রিসোর্ট বা হোটেলে পৌছতে ১২ঃ৩০-১ টা বাজে। আবার অন্য দিকে শিপ সেন্ট মার্টিন থেকে ছেড়ে যায় ৩ টায়, তাই এই ৩-৩ঃ৩০ ঘন্টার একটা ঝামেলায় পড়তে হয় রিসোরট/হোটেল মালিকদের, আগেরদিনের ট্যুরিষ্টদের, নতুন ট্যুরিষ্টদের প্রায় সবার ই।এখানে সবার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ছাড়া এই সমস্যার সমাধান নেই।প্রথমত প্রায় প্রতিটি হোটেল/রিসোর্টে চেক আওট টাইম ১১-১১ঃ৩০ হলেও কেও ঠিক সময়ে রুম ছাড়তে চান না, অথচ আগের দিন রুম এ ঢুকতে দেরি হউয়ায় সে নিজেই মন খারাপ করেছিল !!আসলে দিনের একটি টাইমেই শিপ আসে আর এক টি টাইমেই সব শিপ ছেড়ে যায়, তাই মাঝের এই ৩-৩ঃ৩০ ঘন্টা সময় নিয়ে ঝামেলা থেকেই যায়।আপনারা যা করতে পারেন, যদি ফিরে আসার দিন সকালে ছেড়াদ্বিপ যাবার প্ল্যান থাকে, তাহলে ভোরে চলে যাবেন, আর যাবার আগে ব্যাগ গুছিয়ে হোটেল এর লবি/ মালিকের কাছে দিয়ে যাবেন। এতে করে নতুনদের জন্য রুম পরিষ্কার করার সময় পাওয়া যায়। তখন আপনারা ফিরে এসে এক্সট্রা ওয়াশরুম এ ফ্রেশ হয়ে খেয়ে সহজেই বের হয়ে যেতে পারবেন। তাতে করে এই সমস্যা থেকে কিছুটা পরিত্রান পাওয়া যাবে।
শেষ কথাঃযদিও বর্তমান ট্রাভেলার রা অনেক সচেতন, তারপরও আমরা অনেক যায়গায় ভ্রমণ করতে গেলে প্রকৃতির অনেক ক্ষতি করি বিভিন্ন ভাবে। তাই আমার একটাই অনুরোধ আমরা প্রকৃতি যেমন আছে, তেমন টাই যেন রেখে আসি। যদি পারি ভালো কিছু করতে ,তাহলে স্বাদুবাদ থাকলো, তবে অন্তত কোন প্রকার ক্ষতি যেন না হয় আমাদের দিয়ে।

লাবনী টু কলাতলী পয়েন্টে নির্মিত হচ্ছে বিশ্বমানের বীচ ওয়াকওয়েপৃথিবীর র্দীর্ঘ বেলাভুমি কক্সবাজার সৈকতকে আরো আকর্ষণীয় ও দৃষ...
31/07/2017

লাবনী টু কলাতলী পয়েন্টে নির্মিত হচ্ছে বিশ্বমানের বীচ ওয়াকওয়ে

পৃথিবীর র্দীর্ঘ বেলাভুমি কক্সবাজার সৈকতকে আরো আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন করতে বালিয়াড়ি আর ঝাউবীথির বুক চিরে নির্মিত হচ্ছে বিশ্বমানের ‘বীচ ওয়াকওয়ে’। এই সড়কটিকে করা হবে দৃষ্টি নন্দন সড়ক। এই বীচ ওয়াকওয়ে সড়কের দুই পাশে ফুলের টপ, কপি শপ, চ্যাঞ্জিং রুম, সাইকেল ক্যান্টিন, বাথ রুম ব্যবস্থা থাকবে। বিকাল বেলার পর্যটকদের জন্য স্পেশাল বিনোদন ব্যবস্থা গড়ে তুলার পরিকল্পনা রয়েছে। সড়কের দুই পাশে থাকছে পর্যাপ্ত লাইটিং, ল্যান্ড স্কেপিং, ট্রি প্ল্যান্টেশন তথা মনোনুগ্ধগর বাগান। পর্যটকদের সুবিধা ও বিনোদনমাত্র আরো বাড়াতে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্ট থেকে কলাতলী সৈকত পর্যন্ত নির্মিত হচ্ছে বিকল্প বীচ ওয়াকওয়ে। প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপদ বিভাগের অধীনে প্রকল্পের বাস্তবায়ন কাজ আগামী জানুয়ারী নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে। প্রায় দুই কিলোমিটার পর্যটকবান্ধব প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ সেনা বাহিনীর ১৬ ইসিবিকে। ‘সাইকেলওয়ে-ওয়াকওয়েসহ পর্যটকদের জন্য অন্যান্য সুবিধা নির্মাণ’ প্রকল্পটি বর্তমানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। উন্নত বিশ্বের সৈকতের সাথে তাল মিলিয়ে করা হয়েছে বেশ কিছু ড্রয়িংও। ফাইলটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন। আগামী জানুয়ারী থেকে সেনাবাহিনীর তত্বাবধানে শুরু হবে ওয়াকওয়ে নির্মাণ কাজ।

তাছাড়া পর্যটন শহরের প্রবেশদ্বার নামে পরিচিত কলাতলী মোড়কে সাজানো হচ্ছে নতুন সাজে। নেয়া হয়েছে সৌন্দর্য্যবর্ধন প্রকল্প। এখানে বসে পর্যটকরা নিজের সঙ্গীকে নিয়ে সমুদ্র দেখতে দেখতে মনের আনন্দে কপি ও চা পান করতে পারবে। অনুকূল আবহাওয়ায় মুক্ত আকাশে বসে মোবাইল ও ল্যাপটপ ব্যবহার করতে পারবে। সব মিলিয়ে সৈকতে আসা পর্যটকরা পাবে আলাদা সুযোগ সুবিধা।

সড়ক ও জনপদ বিভাগের দেয়া তথ্য মতে, এই সড়কের দুই পাশে কপি শপ, চ্যাঞ্জিং রুম, সাইকেল ক্যান্টিন, বাথ রুম ব্যবস্থা থাকবে। বিকাল বেলার পর্যটকদের জন্য স্পেশাল বিনোদন ব্যবস্থা গড়ে তুলার পরিকল্পনা রয়েছে। সড়কের দুই পাশে থাকবে পর্যাপ্ত লাইটিং, ল্যান্ড স্কেপিং, ট্রি প্ল্যান্টেশন তথা মনোনুগ্ধগর বাগান। সম্প্রতি সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই স্থানটি স¤প্রতি পরিদর্শন করেছেন।

কক্সবাজার সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া কক্সবাজার নিউজ ডট কম (সিবিএন)কে জানান, ইতিমধ্যে তারা প্রকল্পের প্রাথমিক কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরে ফাইল প্রসেস হচ্ছে। চূড়ান্ত পাশ হলেই কাজ শুরু হবে। প্রকল্পের কাজ শেষ হতে ৬ মাস লাগতে পারে।

তার মতে, সৈকতকে আরো দৃষ্টি নন্দন ও পর্যটকদের কাছে আকর্ষণীয় করতে সড়ক ও সেতু মন্ত্রনালয় কাজ শুরু করেছেন। সাগরকূল ঘেঁষে এ প্রকল্পটি বাস্তবায়ন হলে পর্যটকদের বিনোদনমাত্র আরো অনেকগুনে বাড়বে বলে তিনি মন্তব্য করেন।

জনাব,আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন। আপনাকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, সুন্দর্যের লীলা ভুমি, আমাদের প...
30/07/2017

জনাব,
আসসালামু আলাইকুম
আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন। আপনাকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, সুন্দর্যের লীলা ভুমি, আমাদের পর্যটন নগরী কক্সবাজার এর দাওয়াত।
শুভেচ্ছান্তে ট্যুরিজম আইল্যান্ড
01829297979- 01770000770

19/06/2017
আজ ২৭/১২/২০১৬ মঙ্গলবার ট্যুরিজম আইল্যান্ড এর ব্যবস্থানায়ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর মেধাবী ছাত্রদের নিয়ে সেই সপ্নের প...
27/12/2016

আজ ২৭/১২/২০১৬ মঙ্গলবার ট্যুরিজম আইল্যান্ড এর ব্যবস্থানায়
ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর মেধাবী ছাত্রদের নিয়ে সেই সপ্নের প্রবালদ্বীপ সেন্টমার্টিন ভ্রমনের কিছু সময় বা কিছু সৃতি।

আপনি ও যাবেন?
বঙ্গপুসাগরের মধ্যখানে অবস্থিত সপ্নের প্রবালদ্বীপ সেন্টমার্টিন।
যোগাযোগ করুন ট্যুরিজম আইল্যান্ড এর সাথে......
০১৮২৯২৯৭৯৭৯
০১৭৭০০০০৭৭০

উৎসবে মেতেছে পর্যটন নগরী কক্সবাজারট্যুরিজম আইল্যান্ড, কক্সবাজার : নতুন বছর বরণকে ঘিরে উৎসবে মেতে উঠেছে পর্যটন নগরী কক্সব...
14/12/2016

উৎসবে মেতেছে পর্যটন নগরী কক্সবাজার


ট্যুরিজম আইল্যান্ড, কক্সবাজার :
নতুন বছর বরণকে ঘিরে উৎসবে মেতে উঠেছে পর্যটন নগরী কক্সবাজার। লাখো পর্যটক সারা দেশ থেকে নতুন বছরকে বরণ করে নিতে জড়ো হয়েছেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে।

গত বছরের ক্লান্তি, গ্লানি, দুঃখ উত্তাল সাগরে বিলিয়ে দিতে বন্ধু পরিবার সবাইকে নিয়ে হরতাল ও বৈরী আবহাওয়াতে সমুদ্র তীরে জড়ো হয়েছেন পর্যটকরা।

এই উচ্ছ্বাস প্রাণের, এ উচ্ছ্বাস বাধ ভাঙা আনন্দের। একদিকে প্রাকৃতিক দুর্যোগ অন্যদিকে জামায়াতের হরতাল তাই সাধারণ মানুষের মাঝে ছিল সংশয়। কিন্তু নতুন বছরে পদার্পণের পরপর কেটে যায় এই সংশয় এবং হাজারো পর্যটকে মুখরিত সমুদ্র সৈকত নগরী কক্সবাজার। দেশের দূরদূরান্ত থেকে আসা সবাই পরিবার পরিজন নিয়ে আনন্দ উপভোগ করছে। সাগরের নোনা জলে দাপিয়ে বেড়াচ্ছে সবাই।

ঢাকা থেকে আগত পর্যটক হাবিব, ওয়াহিদ ও রাসেল জানান, নতুন বছরের প্রথম দিনটা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে এসে উপভোগ করতে পেরে খুবই ভালো লাগছে। সবাইকে ইংরেজি নবর্বষের শুভেচ্ছা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাতুল বলেন, সবচেয়ে সুন্দর সৈকতে আসতে পেরে আমি গর্বিত। বাংলাদেশের মানুষ যাতে নতুন বছরে সুন্দরভাবে চলতে পারে এ আশা করছি।

নার্গিস নামে এক নারী পর্যটক বলেন, গুড়ি গুড়ি বৃষ্টি ও হরতালের মাঝেও কক্সবাজারে এসে নতুন বছরের প্রথম দিইটি পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করতে পারছি খুবই ভালো লাগছে। খুব বেশি আনন্দ করছি।

এ দিকে বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা অবধি সৈকতের ৬টি পয়েন্টে পর্যটকদের ঢল নামে। আর সবাই মেতেছে আনন্দ উৎসবে।


শিউলী ও রবিন দম্পতি বলেন, খুবই আনন্দ লাগছে এবং বেশ উপভোগ করছি বছরের প্রথম দিনটি। আরো দুই দিন আনন্দ করার পর বাড়ি ফিরবো।

সংগ্রহিত

এই প্রথম নিজ প্রতিষ্ঠানের আইডি থেকে ছবি পোস্ট করলাম।হে প্রিয় অতিথিরা,সবচাইতে কম খরচে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে আপনার ...
08/12/2016

এই প্রথম নিজ প্রতিষ্ঠানের আইডি থেকে ছবি পোস্ট করলাম।

হে প্রিয় অতিথিরা,
সবচাইতে কম খরচে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে আপনার প্রিয়জনকে নিয়ে কাটান অসাধারণ একটি সময়।

উপভোগ করুন আমাদের ( স্টার প্যাকেজ )
যোগাযোগ ♥
০১৮২৯২৯৭৯৭৯
০১৭৭০০০০৭৭০

হে প্রিয় অতিথিরা,সবচাইতে কম খরচে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে আপনার প্রিয়জনকে নিয়ে কাটান অসাধারণ একটি সময়।উপভোগ করুন আমা...
04/12/2016

হে প্রিয় অতিথিরা,
সবচাইতে কম খরচে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে আপনার প্রিয়জনকে নিয়ে কাটান অসাধারণ একটি সময়।

উপভোগ করুন আমাদের ( স্টার প্যাকেজ )
যোগাযোগ ♥
০১৮২৯২৯৭৯৭৯
০১৭৭০০০০৭৭০

আলহামদুলিল্লাহ্‌
03/12/2016

আলহামদুলিল্লাহ্‌

আমিয়াকুম, সাতভাইকুম এবং নাফাকুম- বান্দরবানের গহীনে অবস্থিত তিনটি অসাধারণ জায়গা ।ছবিতে কিংবা লিখে এর সৌন্দর্য বর্ণনা করা ...
28/11/2016

আমিয়াকুম, সাতভাইকুম এবং নাফাকুম- বান্দরবানের গহীনে অবস্থিত তিনটি অসাধারণ জায়গা ।
ছবিতে কিংবা লিখে এর সৌন্দর্য বর্ণনা করা সম্ভব না, ৩-৪ দিন হাতে সময় নিয়ে বেরিয়ে পড়ুন বাংলাদেশের অন্যতম সুন্দর জলপ্রপাতগুলোর উদ্দেশ্যে, দেখুন কত দারুণ জায়গাই না আছে আমাদের এই বাংলাদেশে !!!

এখানে যেতে হলে প্রথমে আপনাকে যেতে হবে বান্দরবান, সেখান থেকে লোকাল বাস বা চান্দের গাড়িতে করে থানছি (৮৪কিমি), থানছি থেকে নৌকায় ২ ঘণ্টার পথ রেমাক্রি ।
আপনি ( ট্যুরিজম আইল্যান্ড ) এর মাধ্যমেও যেতে পারেন, নিজেও যেতে পারেন। নিজে গেলে
থানচি থেকে আপনাকে গাইড নিতে হবে, আর সাথে লাইক জ্যাকেট নিয়ে আসবেন অবশ্যই ।

বিঃদ্রঃ কোথাও ঘুরতে গেলে খেয়াল রাখবেন আপনার দ্বারা বা আপনার সাথে যারা যাবে তাদের দ্বারা উক্ত স্থানের কোন ধরণের যেন ক্ষতি না হয়, যে কোন ধরণের উচ্ছিষ্ট (প্যাকেট/বোতল) যেখানে যেখানে না ফেলে সাথে করে নিয়ে আসবেন ।
যোগাযোগ করুন ঃ
ট্যুরিজম আইল্যান্ড এর সাথে
০১৮২৮-২৯৭৯৭৯ / ০১৭৭০-০০০৭৭০

Collected Photo

প্রিয় কক্সবাজার জেলার বিভিন্ন অঞ্চলের ভ্রমণ পিয়াসু ভাইদের জন্য..........................সু-খবর                   সু-খবর ...
27/11/2016

প্রিয় কক্সবাজার জেলার বিভিন্ন অঞ্চলের ভ্রমণ পিয়াসু ভাইদের জন্য..........................

সু-খবর সু-খবর সু-খবর

নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে আপনার পাসে, ( ট্যুরিজম আইল্যান্ড )।

রাঙামাটি: ‘দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্দু, দেখা হয় নাই দু’চোখ মেলিয়া ঘরের বাইরে দু’ পা ফেলিয়া একটি ঘাসের শীষের উপর একটি শিশির বিন্দু’। কবির এমন অনুভূতি পাহাড়ের পরতে পরতে লুকিয়ে থাকা সবুজ রূপ বৈচিত্রের শ্যামলভূমি রাঙামাটি। দেশী-বিদেশী পর্যটকদের আনন্দ দিতে প্রস্তুত হয়ে অপেক্ষার প্রহর গুনছে পর্যটকদের মনে স্থান করে নেওয়া প্রাকৃতিক নৈসর্ঘের লীলাভূমি অন্যতম শহর রাঙামাটি।
বাংলাদেশের দক্ষিণ পূর্বের সীমান্তবর্তী অন্যতম বড় এই জেলাটির হাজার হাজার ফুট উঁচু পাহাড়গুলো যেন ঢেউ খেলানো শাড়ি। আকাশের মেঘ ছুঁয়ে যায় পাহাড়ের বুক।

যোগাযোগ করুন ঃ
ট্যুরিজম আইল্যান্ড এর সাথে.....
০১৮২৯২৯৭৯৭৯ / ০১৭৭০০০০৭৭০

Address

Kolatoli
Cox's Bazar

Telephone

+8801829297979

Website

Alerts

Be the first to know and let us send you an email when ট্যুরিজম আইল্যান্ড posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ট্যুরিজম আইল্যান্ড:

Share

Category

Nearby travel agencies


Other Travel Agencies in Cox's Bazar

Show All