Al Mabroor Tours & Travels

Al Mabroor Tours & Travels All Kinds of International & Domestic Air Tickets, Hajj package ,Omrah package ,Visa Processing, all kinds of travel solution etc.

আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক।  আপনাদের সুবিধার্থে আমরা নিয়ে এসেছি চেন্নাইয়ের উন্নতমানের হাসপাতাল Kauvery Hospital ...
04/05/2024

আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক। আপনাদের সুবিধার্থে আমরা নিয়ে এসেছি চেন্নাইয়ের উন্নতমানের হাসপাতাল Kauvery Hospital Trichy 🇮🇳এর যাবতীয় সুবিধা।
আমাদের কাছে পাবেন :
➡️মেডিকেল ভিসা প্রসেস ,
➡️ডাক্তারের এপয়েন্টমেন্ট,
➡️থাকার জন্য সকল সুব্যবস্থা,
➡️ডাক্তারের সাথে ভার্চুয়ালি পরামর্শ,
➡️যাওয়া আসার ✈️বিমানের টিকেটসহ সকল ধরনের মেডিকেল সাপোর্ট এর জন্য আজই যোগাযোগ করুন আমাদের সাথে। 🇧🇩
📞 01711-230053 / 01831-111313

অফিসের ঠিকানা : হোটেল সৈকত, ঝাউতলা, প্রধান সড়ক দ্বিতীয় তলা, কক্সবাজার।

11/04/2024
Eid Mubarak 🌙
10/04/2024

Eid Mubarak 🌙

Ramadan Mubarak 🌙
12/03/2024

Ramadan Mubarak 🌙

The world's largest cruise ship has set sail from Miami, Florida on its maiden voyage, amid concerns of the vessel's met...
30/01/2024

The world's largest cruise ship has set sail from Miami, Florida on its maiden voyage, amid concerns of the vessel's methane emissions.

The 365m-long (1,197 ft) Icon of the Seas has 20 decks and can house a maximum of 7,600 passengers. It is owned by Royal Caribbean Group and is fiver times larger than the Titanic.

Environmentalists warn the liquefied natural gas (LNG)-powered ship will leak harmful methane into the air.

Royal Caribbean says the Icon of the Seas is 24% more energy efficient than required by the International Maritime Organization for modern ships.

The ship is going on a seven-day island-hopping voyage in the Caribbean and has seven swimming pools, six water slides plus 40 restaurants, bars and lounges.

সেন্টমার্টিন🏝️ সেন্টমার্টিন!!! সেন্টমার্টিন খোলা থাকছে আর মাত্র  ২ মাস, আবার খোলা হবে পরবর্তী বছর, তাই ভ্রমণের প্লান থাক...
07/01/2024

সেন্টমার্টিন🏝️ সেন্টমার্টিন!!!
সেন্টমার্টিন খোলা থাকছে আর মাত্র ২ মাস, আবার খোলা হবে পরবর্তী বছর, তাই ভ্রমণের প্লান থাকলে দেরি না করে প্রিয়জনদের সাথে নিয়ে এখনই ঘুরে আসুন আপনার স্বপ্নের নীল পানির দ্বীপ সেন্টমার্টিন।
আমাদের থেকে টিকিট বুকিং করলে ডিসকাউন্টের পাশাপাশি হোম-ডেলিভারির ব্যবস্থাও থাকছে।

তাই দেরি না করে এক কলেই সেন্টমার্টিনের টিকেট বুকিং করুন!!!
Al Mabroor Tours and Travels
Hotel Saikat,1st Floor, Jawtola,Main Road,Cox's bazar.
Contact Us:
Call & WhatyApp: 01711-230053, 01881366679

02/01/2024

চলছে হজ্ব উমরাহ রেজিস্ট্রেশন।
প্যাকেজ নন প্যাকেজ সুবিধা পেতে অজয় যোগাযোগ করুন আমাদের সাথে।
আমাদের সার্ভিস সমূহ
: হজ্ব ও উমরাহ 🕋
: ম্যানপাওয়ার 🙍🏼‍♂️
: ভিসা প্রসেসিং 🗺️
: এয়ার টিকেট✈️
: পাসপোর্ট প্রসেসিং📗

কল করুন:
01711-230053
01831-111313
01881-366679

বিমানের ল্যন্ডিং গিয়ারে চড়ে আলজেরিয়া থেকে ফ্রান্সে 😲আলজেরিয়া থেকে প্যারিসে আসা একটি ফ্লাইটের ল্যান্ডিং গিয়ার বক্স থেকে এ...
31/12/2023

বিমানের ল্যন্ডিং গিয়ারে চড়ে আলজেরিয়া থেকে ফ্রান্সে 😲
আলজেরিয়া থেকে প্যারিসে আসা একটি ফ্লাইটের ল্যান্ডিং গিয়ার বক্স থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক।
গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) আলজেরিয়ার ওরান থেকে এয়ার আলজেরি’র একটি বিমান প্যারিস ওরলি বিমানবন্দরে অবতরণের পর বিমানটির কারিগরি পরীক্ষার সময় লোকটিকে ‘আন্ডার ক্যারেজ বে’-তে জীবিত অবস্থায় পাওয়া যায়।
বিমানবন্দরের একটি সূত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, ‘আড়াই ঘণ্টার বিমান যাত্রা শেষে তাকে জীবিত উদ্ধার করা গেলেও হাইপোথার্মিয়ার কারণে তার অবস্থা সংকটাপন্ন ছিল।’ উদ্ধারের পর তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বাণিজ্যিক বিমানগুলো প্রায় ৩০ থেকে ৪০ হাজার ফুট উচ্চতায় চলাচল করে, যেখানে তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রিতে নেমে আসে। ল্যান্ডিং গিয়ার কক্ষে অক্সিজেন স্বল্পতা ও তীব্র ঠান্ডার কারণে সেখানে কারও বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)-এর তথ্য অনুসারে, ১৯৪৭ থেকে ২০২১ সালের মধ্যে ১৩২ জন মানুষ বাণিজ্যিক বিমানের ল্যান্ডিং গিয়ার কক্ষে ভ্রমণ করার চেষ্টা করেছে। তাদের মধ্যে মৃত্যুর হার শতকরা ৭৭ ভাগ।

ইটালি🇮🇹ইটালি🇮🇹ইটালি 🇮🇹 ইতালিতে ২০২৪ সালের ফেব্রুয়ারীতে         ফ্লুসির ক্লিক ডের তারিখ ঘোষণা🥰ইতালি ২০২৪ নতুন করে মোট কর্...
25/12/2023

ইটালি🇮🇹ইটালি🇮🇹ইটালি
🇮🇹 ইতালিতে ২০২৪ সালের ফেব্রুয়ারীতে
ফ্লুসির ক্লিক ডের তারিখ ঘোষণা🥰

ইতালি ২০২৪ নতুন করে মোট কর্মী
আনবে ১ লক্ষ ৫১ হাজার।

👉 স্পন্সর ভিসায় কর্মী আসতে পারবে
৬১ হাজার ৯৫০ জন । ক্লিক ডে ২০২৪ এর ৫ ই ফেব্রুয়ারী, সকাল ৯ টা থেকে শুরু।

👉 ডমেস্টিকে ৯ হাজার ৫০০ জন। ক্লিক ডে ২০২৪ এর ৭ ই ফেব্রুয়ারী সকাল ৯ টা থেকে শুরু।

👉 কৃষি ভিসা - সিজনাল ভিসায় ৮৯ হাজার ৫০ জন।ক্লিক ডে ২০২৪ এর ১২ ই ফেব্রুয়ারী সকাল ৯ টা থেকে শুরু। আগ্রহী রা আজই যোগাযোগ করুন আমাদের অফিসে।❤️🇮🇹

ক্যান্সেল জনিত কারণে আগামী,Check in : 28 DecemberCheck out: 30 Decemberমার্টিন টিউলিপ বিচ রিসোর্টে চারটি রুম এভেইলেবল আছ...
24/12/2023

ক্যান্সেল জনিত কারণে আগামী,
Check in : 28 December
Check out: 30 December

মার্টিন টিউলিপ বিচ রিসোর্টে চারটি রুম এভেইলেবল আছে। লোকেশন পশ্চিম বীচ ।
প্রয়োজনে কল করুন।
01881-366679
01711-230053

আজ থেকে চালু হয়েছে কক্সবাজার রেল স্টেশন হতে ঘুনগাছ তলা পর্যন্ত বিআরটিসি'র ডবল ডেকার বাস সার্ভিস।
22/12/2023

আজ থেকে চালু হয়েছে কক্সবাজার রেল স্টেশন হতে ঘুনগাছ তলা পর্যন্ত বিআরটিসি'র ডবল ডেকার বাস সার্ভিস।

SAINT MARTIN Honeymoon villa (Sea View) ❤️For booking, call us: 01711-230053  (10am to 10pm)wa.me/+8801881-366679 (24hou...
14/12/2023

SAINT MARTIN
Honeymoon villa (Sea View) ❤️

For booking, call us:
01711-230053 (10am to 10pm)
wa.me/+8801881-366679 (24hours)

🏢 Office: Hotel Saikat, 1st Floor Jhawthala Main Road cox's
Bazar.

বাংলাদেশের ট্রেন সিট প্রকারভেদ, ধরণ ও মানবাংলাদেশ সব ট্রেনেই কয়েক ধরণের সিট বা কোচ ক্লাস থাকে। টিকেট কেনার সময় বিশেষ করে...
03/12/2023

বাংলাদেশের ট্রেন সিট প্রকারভেদ, ধরণ ও মান
বাংলাদেশ সব ট্রেনেই কয়েক ধরণের সিট বা কোচ ক্লাস থাকে। টিকেট কেনার সময় বিশেষ করে অনলাইনে টিকেট কেনার সময় সেখানে সিট ক্লাস পছন্দ করতে গিয়ে অনেকেই বুঝতে পারেন না কোন সিট কেমন ধরণের হয় বা ঐ সিটের বিশেষ কি সুবিধা আছে। আবার অনেকেই হয়তো জানেন না সিট ক্লাস কোডের পূর্ণ রূপ কি বা সেই সিট কেমন বা কি সুবিধা অসুবিধা আছে। তাদের জন্যে আমাদের এই আর্টিকেল। এখানে বাংলাদেশের বিভিন্ন ট্রেনে যে ধরণের সিট বা কোচ ক্লাস টাইপ থাকে তার বিস্তারিত নিচে তুলে ধরা হলো।📕📕

★SHOVAN : পুরো নাম শোভন (Shovan)। নন এসি শোভন ক্লাসের চেয়ার সিট। দেশের সকল মেইল ট্রেন ও কিছু আন্তঃনগর ট্রেনে শোভন সিট থাকে। ট্রেনের সবচেয়ে কম খরচের সিট এবং আরামদায়ক নয় এই সিট।

★S_CHAIR : পুরো নাম শোভন চেয়ার (Shovan Chair)। নন এসি এই সেকেন্ড ক্লাস শোভন চেয়ার সিট প্রায় সব আন্তঃনগর ট্রেনে থাকে। শোভন চেয়ারের ভাড়া শোভন এর চেয়ে বেশী। সিট মোটামুটি আরামদায়ক। শোভন চেয়ার, শোভন এর চেয়ে ভালো সিটের হয়ে থাকে।

★SNIGDHA : পুরো নাম স্নিগ্ধা (Snigdha)। এসি চেয়ার (AC Chair) হিসেবেও পরিচিত। এসি কোচের চেয়ার সিট। দেশের সব আন্তঃনগর ট্রেনে না থাকলেও বেশিরভাগ জনপ্রিয় গন্তব্যের ট্রেনে স্নিগ্ধা কোচ থাকে। সীট শোভন চেয়ারের চেয়ে আরামদায়ক। পুরো কোচ এসি থাকায় ভ্রমণও আরামদায়ক।

আরও পড়ুন : মোবাইলে ট্রেনের টিকেট

★F_CHAIR : পুরো নাম ফার্স্ট ক্লাস চেয়ার (First Class Chair)। নন এসি চেয়ার। শোভন চেয়ার (F_CHAIR) এর চেয়ে আরামদায়ক সিট। সব আন্তঃনগর ট্রেনে এই টাইপ থাকেনা।

★F_BERTH : পুরো নাম ফার্স্ট ক্লাস বার্থ (First Class Berth)। নন এসি কেবিন সিট। রাতের ট্রেনে এই ক্লাস পাওয়া যায়। এখানে ঘুমানোর সুযোগ রয়েছে। দিনের বেলায় এই কোচ ক্লাস F_SEAT ফার্স্ট ক্লাস সিট হিসেবে ব্যবহৃত হয়।

★F_SEAT : পুরো নাম ফার্স্ট ক্লাস সিট (First Class Seat)। দিনের ট্রেনে নন এসি কেবিন গুলো এই সিট হিসেবে ব্যবহার করা যায়। এখানে ঘুমানোর সুযোগ নেই, বসে যেতে হবে। মূলত F_BERTH কেবিন গুলোই দিনের বেলা F_SEAT সিট হিসেবে ব্যবহার হয়।

★AC_B : পুরো নাম এসি বার্থ (AC Berth)। এয়ার কন্ডিশনড কেবিন। শুধু রাতের ট্রেনে এই ক্লাস পাওয়া যায়। ২ অথবা ৪ সিটের কেবিন হয়ে থাকে। বাংলাদেশের দূরপাল্লার আন্তঃনগর রাতের ট্রেনে এই কেবিন থাকে। বাংলাদেশের ট্রেন গুলোর মধ্যে সবচেয়ে আরামদায়ক ও বেশী খরচের সিট।

★AC_S : পুরো নাম এসি সিট (AC Seat)। এয়ার কন্ডিশনড সিট। মূলত এসি বার্থ (AC_B) কেবিন গুলো দিনের বেলার যাত্রার সময় এসি সিট হিসেবে ব্যবহার করা হয়।বাংলাদেশের ট্রেন সিট প্রকারভেদ, ধরণ ও মান
বাংলাদেশ সব ট্রেনেই কয়েক ধরণের সিট বা কোচ ক্লাস থাকে। টিকেট কেনার সময় বিশেষ করে অনলাইনে টিকেট কেনার সময় সেখানে সিট ক্লাস পছন্দ করতে গিয়ে অনেকেই বুঝতে পারেন না কোন সিট কেমন ধরণের হয় বা ঐ সিটের বিশেষ কি সুবিধা আছে। আবার অনেকেই হয়তো জানেন না সিট ক্লাস কোডের পূর্ণ রূপ কি বা সেই সিট কেমন বা কি সুবিধা অসুবিধা আছে। তাদের জন্যে আমাদের এই আর্টিকেল। এখানে বাংলাদেশের বিভিন্ন ট্রেনে যে ধরণের সিট বা কোচ ক্লাস টাইপ থাকে তার বিস্তারিত নিচে তুলে ধরা হলো।

★SHOVAN : পুরো নাম শোভন (Shovan)। নন এসি শোভন ক্লাসের চেয়ার সিট। দেশের সকল মেইল ট্রেন ও কিছু আন্তঃনগর ট্রেনে শোভন সিট থাকে। ট্রেনের সবচেয়ে কম খরচের সিট এবং আরামদায়ক নয় এই সিট।

★S_CHAIR : পুরো নাম শোভন চেয়ার (Shovan Chair)। নন এসি এই সেকেন্ড ক্লাস শোভন চেয়ার সিট প্রায় সব আন্তঃনগর ট্রেনে থাকে। শোভন চেয়ারের ভাড়া শোভন এর চেয়ে বেশী। সিট মোটামুটি আরামদায়ক। শোভন চেয়ার, শোভন এর চেয়ে ভালো সিটের হয়ে থাকে।

★SNIGDHA : পুরো নাম স্নিগ্ধা (Snigdha)। এসি চেয়ার (AC Chair) হিসেবেও পরিচিত। এসি কোচের চেয়ার সিট। দেশের সব আন্তঃনগর ট্রেনে না থাকলেও বেশিরভাগ জনপ্রিয় গন্তব্যের ট্রেনে স্নিগ্ধা কোচ থাকে। সীট শোভন চেয়ারের চেয়ে আরামদায়ক। পুরো কোচ এসি থাকায় ভ্রমণও আরামদায়ক।

আরও পড়ুন : মোবাইলে ট্রেনের টিকেট

★F_CHAIR : পুরো নাম ফার্স্ট ক্লাস চেয়ার (First Class Chair)। নন এসি চেয়ার। শোভন চেয়ার (F_CHAIR) এর চেয়ে আরামদায়ক সিট। সব আন্তঃনগর ট্রেনে এই টাইপ থাকেনা।

★F_BERTH : পুরো নাম ফার্স্ট ক্লাস বার্থ (First Class Berth)। নন এসি কেবিন সিট। রাতের ট্রেনে এই ক্লাস পাওয়া যায়। এখানে ঘুমানোর সুযোগ রয়েছে। দিনের বেলায় এই কোচ ক্লাস F_SEAT ফার্স্ট ক্লাস সিট হিসেবে ব্যবহৃত হয়।

★F_SEAT : পুরো নাম ফার্স্ট ক্লাস সিট (First Class Seat)। দিনের ট্রেনে নন এসি কেবিন গুলো এই সিট হিসেবে ব্যবহার করা যায়। এখানে ঘুমানোর সুযোগ নেই, বসে যেতে হবে। মূলত F_BERTH কেবিন গুলোই দিনের বেলা F_SEAT সিট হিসেবে ব্যবহার হয়।

★AC_B : পুরো নাম এসি বার্থ (AC Berth)। এয়ার কন্ডিশনড কেবিন। শুধু রাতের ট্রেনে এই ক্লাস পাওয়া যায়। ২ অথবা ৪ সিটের কেবিন হয়ে থাকে। বাংলাদেশের দূরপাল্লার আন্তঃনগর রাতের ট্রেনে এই কেবিন থাকে। বাংলাদেশের ট্রেন গুলোর মধ্যে সবচেয়ে আরামদায়ক ও বেশী খরচের সিট।

★AC_S : পুরো নাম এসি সিট (AC Seat)। এয়ার কন্ডিশনড সিট। মূলত এসি বার্থ (AC_B) কেবিন গুলো দিনের বেলার যাত্রার সময় এসি সিট হিসেবে ব্যবহার করা হয়।

ছবিতে ৭৭২/ডাউন রংপুর এক্সপ্রেস- এসি বার্থ

ছবিঃ- Shamsad Ahmed

 #ভারতের_টুরিস্ট_ভিসাভারতের টুরিস্ট ভিসার আবেদনের সময়সীমা কমিয়ে আনা হলো, আপনি চাইলে এখন দিনে দিনে আবেদন করে জমা দিতে পার...
15/11/2023

#ভারতের_টুরিস্ট_ভিসা

ভারতের টুরিস্ট ভিসার আবেদনের সময়সীমা কমিয়ে আনা হলো, আপনি চাইলে এখন দিনে দিনে আবেদন করে জমা দিতে পারবেন তবে বিকালের (১টা থেকে ৫টা) স্লটে। এখন জমা এবং ডেলিভারির সময় ও বাড়ানো হয়েছে তাই এখন ভিসা প্রসেসিং অনেকটাই সহজ।

জমা: সকাল ৯টা থেকে বিকাল ৫টা
ডেলিভারি: সকাল ১০টা থেকে বিকাল ৫টা

🚦 ট্যুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় তথ্যঃ

📙 অনলাইন পূরণকৃত আবেদন পত্র
(খুব সাবধানতার সাথে ফর্মটি ফিল-আপ করবেন যেনো ভুল নাহ হয়)
📙 জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন এর কপি
(অবশ্যই পাসপোর্টের সাথে মিল থাকতে হবে)
📙 ইউটিলিটি বিলের কপি
(আবেদন পত্রের বর্তমান ঠিকানার সাথে বিলের ঠিকানার মিল থাকতে হবে)
📙 ব্যাংক স্টেটমেন্ট/ডলার এনডোর্মেন্ট
(১৫০ ডলার এন্ড্রোসমেন্ট অথবা সমপরিমাণ টাকার উপস্থিতিতে ব্যাংক স্টেটমেন্ট)
📙 NOC/স্টুডেন্ট আইডি/ট্রেড লাইসেন্স
(জব করলে এনওসি, ব্যাবসা করলে ট্রেড লাইসেন্স, স্টুডেন্ট হলে আইডি কার্ড, গৃহিনী হলে দরকার হবে নাহ)
📙 পাসপোর্টের ফটোকপি
(তথ্য এবং ছবি সম্বলিত প্রথম দুইটি পাতা)
📙 আপনার ছবি
(২ কপি ২*২ ছবি)

‼️ একটা ব্যাপার খেয়াল করবেন, আপনার আবেদনে তারিখ এবং সময় উল্লেখ করে দেয়া আছে আপনাকে সেই তারিখ আর সময় আসতে হবে তার আগে/পরে আসলে হবে নাহ।

𝗘𝗺𝗯𝗿𝗮𝗰𝗲 𝘁𝗵𝗲 𝘄𝗶𝗻𝘁𝗲𝗿 𝗰𝗹𝗼𝘂𝗱𝘀𝗢𝗳 𝗱𝗼𝗺𝗲𝘀𝘁𝗶𝗰𝗙𝗼𝗿 𝘁𝗶𝗰𝗸𝗲𝘁 𝗮𝗻𝗱 𝗳𝗹𝗶𝗴𝗵𝘁-𝗿𝗲𝗹𝗮𝘁𝗲𝗱 𝗾𝘂𝗲𝗿𝗶𝗲𝘀 𝗽𝗹𝗲𝗮𝘀𝗲 𝗱𝗶𝗮𝗹:𝗛𝗼𝘁𝗹𝗶𝗻𝗲:01711-230053 01881-3666790...
15/11/2023

𝗘𝗺𝗯𝗿𝗮𝗰𝗲 𝘁𝗵𝗲 𝘄𝗶𝗻𝘁𝗲𝗿 𝗰𝗹𝗼𝘂𝗱𝘀
𝗢𝗳 𝗱𝗼𝗺𝗲𝘀𝘁𝗶𝗰

𝗙𝗼𝗿 𝘁𝗶𝗰𝗸𝗲𝘁 𝗮𝗻𝗱 𝗳𝗹𝗶𝗴𝗵𝘁-𝗿𝗲𝗹𝗮𝘁𝗲𝗱 𝗾𝘂𝗲𝗿𝗶𝗲𝘀 𝗽𝗹𝗲𝗮𝘀𝗲 𝗱𝗶𝗮𝗹:
𝗛𝗼𝘁𝗹𝗶𝗻𝗲:
01711-230053
01881-366679
01831-111313

সৌদী আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমান সম্প্রতি ৯৫+ হাজার কোটি টাকা খরচ করে একটা কচ্ছপ বানাচ্ছেন, কচ্ছপটা পানিতে...
28/10/2023

সৌদী আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমান সম্প্রতি ৯৫+ হাজার কোটি টাকা খরচ করে একটা কচ্ছপ বানাচ্ছেন, কচ্ছপটা পানিতে ভেসে বেড়াবে, তার কোন গন্তব্য থাকবেনা।

দেখতে কচ্ছপের মত এই মেগা প্রজেক্টির নাম প্যানজিওস, নির্মান কাজ শেষ হলে এটা হবে পৃথিবীর প্রথম ভাসমান শহর।

24/10/2023
সেন্টমার্টিন দ্বীপে আজ রাত থেকে জোয়ারের উচ্চতা স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৭ ফুট বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আগামীক...
24/10/2023

সেন্টমার্টিন দ্বীপে আজ রাত থেকে জোয়ারের উচ্চতা স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৭ ফুট বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আগামীকাল সকাল ও সন্ধার জোয়ারের সময়।

সবাই দোয়া করবেন সেন্টমার্টিন দ্বীপবাসীর জন্য 🤲

স্বচ্ছ আকাশ, সবুজে ঘেরা পাহাড় আর নীল জলের মিতালীতে ঘেরা এক দ্বীপ। যেখানে গেলেই মিলে প্রকৃতির সান্নিধ্য। এর ছোঁয়া পেয়ে মু...
24/10/2023

স্বচ্ছ আকাশ, সবুজে ঘেরা পাহাড় আর নীল জলের মিতালীতে ঘেরা এক দ্বীপ। যেখানে গেলেই মিলে প্রকৃতির সান্নিধ্য। এর ছোঁয়া পেয়ে মুগ্ধ হয়েছেন অনেক ভ্রমণপ্রেমী। তাইতো ভালোবেসে অনেকে ডাকেন পৃথিবীর স্বর্গ বলে।

এমনি একটি দ্বীপের নাম ‘বোরা বোরা’। প্রশান্ত মহাসাগরের দেশ ফ্রেঞ্চ পলিনেশিয়ার অংশ এই বোরা বোরা দ্বীপ। রাজধানী পপেইট থেকে প্রায় ২৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এর অবস্থান।

এই দ্বীপে আছে পেহিয়া আর ওটেমানু নামক দুটি পর্বত। টলটলে নীল জলে সাঁতার কাটতে কাটতে দুটি পর্বতের দৃশ্য পর্যটকরা দারুণ উপভোগ করে। পর্বত দুটিকে ঘুমন্ত আগ্নেয়গিরি বলেও ডাকেন অনেকে।

দ্বীপে থাকার জন্য গড়ে উঠেছে মনোরম রিসোর্ট। নবদম্পতির কাছে এই দ্বীপটি আকর্ষণের আরকেটি কারণ এর বিলাসবহুল রিসোর্ট। কারণ রিসোর্টগুলো পানির উপর গড়ে উঠা একেকটি আলাদা আলাদা বাংলোর মতো। প্রত্যেকটি বাংলো এমনভাবে তৈরি যখন খুশি টইটুম্বুর জলে লাফ দিতে পারবেন আবার যখন খুশি উঠতে পারবেন। দ্বীপটি এতোটাই সুন্দর যে এখানে আসলে ভুলে যেতে বাধ্য বাড়তি চিন্তা। শুধু বিস্ময়ের অনুভূতি নিয়ে কেটে যাবে পুরো সময়।

আরও আছে প্রচুর পরিমাণে নারকেল গাছ যা অর্থনৈতিক ভাবেও বেশ গুরুত্বপূর্ণ। এছাড়া এই দ্বীপের আছে দুরকমের সৌন্দর্য। দিনের বেলায় স্বচ্ছ আকাশ, সাদা তুলোর মতো মেঘ আর নীল জলরাশিতে পাবেন এক অনুভূতি। আবার বিকেলে ডুবন্ত সূর্যের সোনালী আলোয় দ্বীপের চারপাশ ঘুরে পাবেন অন্যরকম অনুভূতি।

টেকনাফ সেন্টমার্টিন নৌ-রুটে জাহাজ চলাচল শুরু হয়েছে। আপনার ভ্রমন সহজতর করুন আমাদের সাথে। টেকনাফ টু সেন্টমার্টিন নৌ-রুটে জ...
21/10/2023

টেকনাফ সেন্টমার্টিন নৌ-রুটে জাহাজ চলাচল শুরু হয়েছে। আপনার ভ্রমন সহজতর করুন আমাদের সাথে।

টেকনাফ টু সেন্টমার্টিন নৌ-রুটে জাহাজের ভাড়া তালিকা।

বুকিং করতে নক করুনঃ
01711-230053 ( whats app)

#এমভি_বার_আউলিয়া।
টিকিট প্রাইস ছবিতে।

#কেয়ারি_সিন্দবাদ
মেইন ডেকঃ ১১০০/- (আপ এন্ড ডাউন)
অপেন ডেকঃ ১২৫০/- (আপ এন্ড ডাউন)
ব্রিজ ডেকঃ ১৩৫০/- (আপ এন্ড ডাউন)

#কেয়ারি_ক্রুজ_এন্ড_ডাইন
এক্সক্লুসিভ লাউঞ্জঃ ১৪০০/- (আপ এন্ড ডাউন)
কোরাল লাউঞ্জঃ১৬০০/- (আপ এন্ড ডাউন)
পার্ল লাউঞ্জঃ ২০০০/- (আপ এন্ড ডাউন)

সেন্টমার্টিনে গ্রুপ ট্যুর, স্টাডি ট্যুর , কর্পোরেট ট্যুর ও ফ্যামিলি নিয়ে ভ্রমণ সহ দেশ এর ভেতর বা বাহিরে যে কোন স্থানে ভ্রমনের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে । আমরা স্বল্প খরচে আপনাদের এয়ার টিকেট, বাস টিকেট, সকল জাহাজ টিকেট, হোটেল /রিসোর্ট , খাবার প্যাকেজ, হোটেল থেকে জাহাজ ঘাটে পিক আপ / ড্রপ অফ, এয়ার পোর্ট পিক আপ / ড্রপ অফ, লোকাল ট্রান্সপোর্ট সহ সকল লজিস্টিক সাপোর্ট এর ব্যবস্থা করে দেবো । সম্পূর্ণ ভ্রমনের নির্ঝঞ্জাট ভাবে ব্যাবস্থা করে থাকি।
সেন্টমার্টিন এবং কক্সবাজারের সকল তথ্য জানতে কল করুন:

01881-366679
01831-111313

২০২৩ ডিসেম্বরের জন্য  ইতালি স্পনসর এবং এগ্রিকালচার ভিসা। ফাইল জমা নেওয়া হচ্ছে এখন থেকে। ইতালি সরকার ঘোষনা করেছে আগামী ২০...
19/10/2023

২০২৩ ডিসেম্বরের জন্য ইতালি স্পনসর এবং এগ্রিকালচার ভিসা।
ফাইল জমা নেওয়া হচ্ছে এখন থেকে।

ইতালি সরকার ঘোষনা করেছে আগামী ২০২৩ ডিসেম্বর মাসের ২ এবং ১২ তারিখ থেকে নতুন ক্লিক ডে। আপনি আমাদের মাধ্যমে জমা দিয়ে ইতালিতে আসতে ইচ্ছুক হলে এখনই যোগাযোগ করুন।

আমরা এখন থেকে ইতালির স্পনসর এবং এগ্রিকালচার ভিসার ফাইল জমা নিচ্ছি।

✅অনেকের মনে প্রশ্ন জাগতে পারে ২ মাস আগে থেকে কেনো ফাইল জমা দিবেন?একটু সময় নিয়ে ফাইল রেডি করলে এবং সেই সাথে ভালো মালিক খুজে জমা দিতে পারলে অবশ্যই সেই ফাইলটির নুল্লা-উস্তা পাওয়ার সম্ভাবনা অনেক বেশী থাকে।তাই খুব দ্রুত আমাদের কাছে ফাইল জমা দিন।

▶️এগ্রিকালচার এবং স্পনসর ভিসার ফাইল জমা দিতে কি কি লাগবে?

১ পাসপোর্ট (১৮ মাসের বেশি মেয়াদ থাকা লাগবে)
২ এক কপি পাসপোর্ট সাইজ ছবি ।
৩ জাতীয় পরিচয়পত্র।
(নারী ও পুরুষ সকলেই জমা দিতে পারবেন তবে অবশ্যই ১৮ বছরের বেশি বয়স হতে হবে)

⚠️প্রসেসিং সময় - ৬ মাস
ভিসা প্রসেসিং হতে আমরা সকল কাস্টমার থেকে সময় নিয়ে থাকি সর্বোচ্চ ৬ মাস।

যেতে ইচ্ছুক থাকলে আমাদের কক্সবাজার অফিসে এসে বিস্তারিত জেনে নিন।

আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা :
Hotel Saikat, 1st Floor, Jhawthala Main Road, cox's Bazar
Contact No : 01711-230053 , 01831-111313

ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সময়সূচি জেনে নিন।=========আগামী ১ নভেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন ...
16/10/2023

ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সময়সূচি জেনে নিন।
=========
আগামী ১ নভেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন চলবে নতুন কোরিয়ান কোচ দিয়ে। ঢাকা ছাড়বে রাত ১১:১৫, কক্সবাজার পৌঁছাবে সকাল ৭:১৫।

কক্সবাজার ছাড়বে দুপুর ১টায়, ঢাকা পৌঁছাবে রাত ৯টায়। ওয়াশপিট ও অফডে সার্ভিসিং হবে কক্সবাজারে।

চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ও ঢাকাগামী তূর্ণা এক্সপ্রেস ট্রেনের রুট বর্ধিত করে কক্সবাজার-চট্টগ্রাম-ঢাকা রুটে চলবে। সকাল ৭:৪৫ এ ঢাকা ছেড়ে কক্সবাজার পৌঁছাবে বিকাল ৪টায়। ফিরতিযাত্রায় কক্সবাজার থেকে রাত ৮:৪৫ ছেড়ে ঢাকা পৌছাবে সকাল ৬টায়।

চট্টগ্রাম-কক্সবাজার রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন চালু হবে চট্টলার অবমুক্ত এক রেক দিয়ে। চট্টগ্রাম ছাড়বে সকাল ৬:৩০, কক্সবাজার পৌঁছাবে ১০টায়। কক্সবাজার ছাড়বে সকাল ১০:৩০, চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ২:৩০। চট্টগ্রাম ছাড়বে দুপুর ৩:১৫, কক্সবাজার পৌঁছাবে সন্ধ্যা ৭টায়। কক্সবাজার ছাড়বে সন্ধ্যা ৭:৩০, চট্টগ্রাম পৌঁছাবে রাত ১১টায়।

ট্যুরিস্ট কোচ পাওয়া সাপেক্ষে, কক্সবাজারগামী নতুন দুটো আন্তঃনগর ট্রেনের সময়সূচী চুড়ান্ত করে রাখা হচ্ছে।

ঢাকা-কক্সবাজার এক্সপ্রেস ট্রেন, ঢাকা ছাড়বে সকাল ১০টায়, কক্সবাজার সন্ধ্যা ৬:৩০, ছাড়বে রাত ১০টায়, ঢাকা পৌছাবে সকাল ৭টায়। সিলেট-কক্সবাজার এক্সপ্রেস ট্রেন, সিলেট ছাড়বে সকাল ৭:৩০, কক্সবাজার বিকাল ৫টা, ছাড়বে রাত ৮টায়, সিলেট পৌঁছাবে সকাল ৫:৩০।

মেঘনা এক্সপ্রেস ট্রেনটি রুট বর্ধিত করে চাঁদপুর-চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলবে।

চট্টগ্রাম-দোহাজারীর লোকাল ট্রেনটি শোভন শ্রেণীর কোচ দিয়ে প্রতিস্থাপিত হয়ে চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচল করবে। দোহাজারী কমিউটার কক্সবাজার থেকে ছাড়বে সকাল ৫টায়, চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৮:৫০, ছাড়বে সন্ধ্যা ৭:৩০, কক্সবাজার পৌঁছাবে রাত ১১টায়। কক্সবাজার কমিউটার চট্টগ্রাম থেকে ছাড়বে ছাড়বে সকাল ৯:৩০, কক্সবাজার পৌঁছাবে দুপুর ১টায়, ছাড়বে দেড় টায়, চট্টগ্রাম পৌছাবে বিকাল ৫টায়।

🚊

সুখবর ! সুখবর ! সুখবর ! সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে টেকনাফ-সেন্টমার্টিন রুটের সবচেয়ে জনপ্রিয় জাহাজ কেয়ারী সিন্দবাদ এব...
08/10/2023

সুখবর ! সুখবর ! সুখবর ! সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে টেকনাফ-সেন্টমার্টিন রুটের সবচেয়ে জনপ্রিয় জাহাজ কেয়ারী সিন্দবাদ এবং কেয়ারী ক্রুজ এন্ড ডাইন আজ থেকে নিয়মিত চলাচল করবে।

ইনশাআল্লাহ।

টিকেট প্রাইজ

কেয়ারী সিন্দবাদ (আপ-ডাউন) :-

১। মেইন ডেক- ১০০০ টাকা

২। ওপেন ডেক- ১৩০০‌ টাকা

৩। ব্রিজ ডেক- ১৪০০ টাকা

কেয়ারী ক্রুজ এন্ড ডাইন (আপ-ডাউন) ঃ-

১। এক্সক্লুসিভ লাউঞ্জ- ১২০০ টাকা

২। কোরাল লাউঞ্জ- ১৪০০ টাকা

৩। পার্ল লাউঞ্জ - ১৬০০ টাকা

অগ্রিম শিপ টিকেট/সেন্টমার্টিন রুম বুকিং / এর জন্য

আমাদের সাথে যোগাযোগ করুনঃ
01711-230053
01881-366679
01831-111313

শুরু হয়ে গেল টেকনাফ‌ থেকে সেন্টমার্টিন যাত্রীবাহী জাহাজ এমভি বার আউলিয়া। ২৭ সেপ্টেম্বর এই বছর আনুষ্ঠানিক ভাবে যাত্রা শ...
01/10/2023

শুরু হয়ে গেল টেকনাফ‌ থেকে সেন্টমার্টিন যাত্রীবাহী জাহাজ এমভি বার আউলিয়া। ২৭ সেপ্টেম্বর এই বছর আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে।

সেন্টমার্টিন শিপ টিকেট।
সেন্টমার্টিন প্যাকেজ, সেন্টমার্টিন হোটেল বুকিং।
কক্সবাজার টু টেকনাফ ট্রান্সপোর্ট।
কক্সবাজার হোটেল বুকিং।

সকল ধরনের ট্যুরিজম পরিষেবার জন্য কল করুন।
+880 01711-230053 - 01881-366679

For Details to call us.
26/09/2023

For Details to call us.

সেপ্টেম্বর ২৭ তারিখ টেকনাফ থেকে চালু হচ্ছে ক্রজ শিপ এম ভি বারো আওলিয়া।টেকনাফ – সেন্টমার্টিন আসা যাওয়ার ভাড়ার তালিকাঃ১)...
20/09/2023

সেপ্টেম্বর ২৭ তারিখ টেকনাফ থেকে চালু হচ্ছে ক্রজ শিপ এম ভি বারো আওলিয়া।

টেকনাফ – সেন্টমার্টিন আসা যাওয়ার ভাড়ার তালিকাঃ

১) মেইন ডেক, সান ডেক ও মুজারাত লাউঞ্জ - ১৪০০/-
২) রিভারিয়া ও প্যানারোমা লাউঞ্জ - ১৬০০/-
৩) বাংকার বেড (১জন) - ৩৫০০/-
৪) ডিল্যাক্স কেবিন (২জন) - ৫০০০/-
৫) ফ্যামিলি বাংকার বেড (৪ জন) - ৬০০০/-
৬) ভি আই পি কেবিন (২জন) - ৮০০০/-
৭) ভি ভি আই পি কেবিন (২জন) - ১০,০০০/-

শিপ টিকেট ও প্যাকেজের জন্য যোগাযোগ-
01711-230053
01881-366679

আপনার বিশ্বস্ত সহযোগী Al Mabroor Tours & Travels এর সাথে সহজতর করুন আপনার ভ্রমণ।যেকোনো ধরনের রুম বুকিং দিন খুব সহজেই বাড...
19/08/2023

আপনার বিশ্বস্ত সহযোগী Al Mabroor Tours & Travels এর সাথে সহজতর করুন আপনার ভ্রমণ।
যেকোনো ধরনের রুম বুকিং দিন খুব সহজেই বাড়ি কিংবা অফিস থেকে।
যোগাযোগ করুন:
What's App : 01711-230053
: 01831-111313

All kinds Of International & Domestic Air Tickets🚁 ✈️,Hajj,Omrah 🕋, Visa Process,🇸🇦🇦🇪 Tour Package🏝️,Rent A Car🚘🚖,Ship Tickets🛳️🚢,Indian Rail Tickets🚆 etc.Available here.
☎️📞 01831111313
01711230053

Address

Cox's Bazar
4700

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Friday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Telephone

+8801711230053

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Mabroor Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al Mabroor Tours & Travels:

Videos

Share

Category