01/12/2024
আজ ১ ডিসেম্বর ২০২৪ থেকে শুরু হয়ে গেলো প্রবাল দ্বীপ সেন্টমার্টিন এ জাহাজ চলাচল। সেন্টমার্টিন এ ৩১ জানুয়ারী ২০২৫ পর্যন্ত যাওয়া যাবে ও সেন্টমার্টিন এ রাত্রি যাপন করা যাবে। প্রতিদিন ই কক্সবাজার ইনানী নেভী ঘাট থেকে সেন্টমার্টিন নৌ রুটে নিয়মিত চলাচল করবে এম ভি বার আউলিয়া জাহাজ !!! ডিসেম্বর ১ ও ২ তারিখ শুধু কক্সবাজার নুনিয়াছড়া ঘাট থেকে ছাড়বে।
সীজন এর ১ম কোলাহল হীন সেন্টমার্টিন এ ঘুরে আসুন। প্রতিটি জাহাজ এর যাত্রী সং্খ্যা কমিয়ে লিমিট করে দেয়া হয়েছে। আপাতত সরকার নির্দেশনা মোতাবেক যারা আমাদের কাছ থেকে জার্নি টিকেট কিনছেন তাদের কে আমরা ট্রাভেল পাস করে দিচ্ছি।
এ বছর প্রতিদিন ২০০০ জন লোক শুধু রাত্রি যাপন করতে পারবে। আর টেকনাফ থেকে সীমান্ত অস্থিরতা জনিত কারনে জাহাজ চলবে না।
পুরো সীজনের টিকেট বুকিং শুরু হয়েছে এবং ইতিমধ্যে বার আউলিয়া জাহাজ এ বেশ কিছু তারিখ এ টিকেট শেষ হয়ে গিয়েছে । তাই এই সীজনে সেন্টমার্টিন যেতে চাইলে দ্রুত আমাদের কাছ থেকে কর্নফুলী অথবা বার আউলিয়া জাহাজ এর টিকেট নিয়ে নিন।
➡️ প্রতিদিন কক্সবাজার ইনানী (রয়েল টিউলিপ এর পাশে) বাংলাদেশ নেভী জেটি থেকে বার আউলিয়া জাহাজ ছাড়বে সকাল ১০.০০ মিনিটে।
➡️ সেন্টমার্টিন থেকে ছেড়ে আসবে বিকাল ৪.০০ মিনিটে।
এম ভি বার আউলিয়া জাহাজ টির টিকেট বুকিং করতে পারবেন Ship Ticket BD থেকেই। সরাসরি অফিস থেকে কিনতে পারবেন অথবা পেমেন্ট করে দিয়ে হোম ডেলিভারী নিতে পারবেন (চার্জ প্রযোজ্য)।
🚢🚢 এম ভি বার আউলিয়া জাহাজ এর ভাড়ার তালিকা:
🌀🌀 রাউন্ড ট্রিপ: (যাওয়া ও আসা)
👉মেইন ডেক - ২৫০০ টাকা
👉সান ডেক - ২৫০০ টাকা
👉মোজারাত চেয়ার (এসি) - ৩০০০ টাকা
👉প্যানোরোমা ক্লাস (এসি) - ২৮০০ টাকা
👉রিভারিয়া ক্লাস (এসি)- ২৮০০ টাকা
👉ফ্যামিলি বাংকার কেবিন এসি - ৮০০০ টাকা ( ৪ জন)
👉বাংকার বেড নন এসি - ৪৫০০ টাকা ( ২ জন)
👉ডিলাক্স কেবিন এসি - ৭৫০০ টাকা (২ জন)
👉ভি আই পি কেবিন এসি - ১৫০০০ টাকা (২ জন)
👉ভি ভি আই পি কেবিন এসি (এটাচ ওয়াশরুম)- ১৯০০০ টাকা (২ জন)
প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ভ্রমনে আমরা Al Birr Travels International আপনাদের কে দিচ্ছি ওয়ান স্টপ (One Stop) সলুশন!
🌀 আমাদের সেবা সমূহ:
👉 প্রবাল দ্বীপ সেন্টমার্টিন গামী সকল জাহাজ এর টিকেট পাবেন আমাদের কাছে।
👉 ঢাকা - কক্সবাজার - টেকনাফ সহ দেশ এর ৫৪ টি রোডে চলা ৫০+ (এসি, নন এসি, স্লিপার) বাস অপারেটর এর টিকেট পাবেন আমাদের কাছে।
👉 দেশের সকল ডেস্টিনেশন এ সকল ধরনের বাজেট এর রিসোর্ট/হোটেল / কটেজ বুকিং করতে পারবেন আমাদের কাছে।
👉 সেন্টমার্টিন , কক্সবাজার, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওড় সহ দেশ ও দেশের বাইরে ভ্রমন প্যাকেজ বুকিং করতে পারবেন। কাপল ট্যুর, ফ্রেন্ডস & ফ্যামিলি ট্যুর, স্টাডি ট্যুর, কর্পোরেট ট্যুর, বাজেট ট্যুর সহ আমরা সকল ধরনের কাস্টমাইজড প্যাকেজ ট্যুর করে থাকি।
👉 কক্সবাজার - ইনানী - কক্সবাজার পিক আপ ও ড্রপ অফ সার্ভিস পাবেন নন এসি ও এসি ট্যুরিস্ট কোস্টার এ। এক্স করোলা, নোহা, হায়েস, টি আর এক্স গাড়ি রিজার্ভেশন পাবেন ।
টিকেট বুকিং সহ অনান্য প্রয়োজন এ ফোন/নক করুন: 01711-230053 01831-111313 , 01864-950645
কক্সবাজার অফিস:
হোটেল সৈকত, দ্বীতিয় তলা, ঝাউতলা প্রধান সড়ক কক্সবাজার।