Nature And Travelling By Cox’s Bazar

Nature And Travelling By Cox’s Bazar প্রকৃতি আমার অভয়ারণ্য ।বিচরণ কামনা এবং বন্য ফুল।প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে যাই। তাজা বাতাস

আসসালামু আলাইকুম। আজ আলোচনা করব কক্সবাজারের দর্শনীয় স্থানসমূহ কি কি?উত্তর: কক্সবাজারের দর্শনীয় স্থানসমূহ হচ্ছে -১. অজ্...
24/01/2025

আসসালামু আলাইকুম। আজ আলোচনা করব কক্সবাজারের দর্শনীয় স্থানসমূহ কি কি?
উত্তর: কক্সবাজারের দর্শনীয় স্থানসমূহ হচ্ছে -
১. অজ্ঞমেধা ক্যং ২.আদিনাথ মন্দির ৩. কক্সবাজার সমুদ্র সৈকত ৪. কুতুবদিয়া বাতিঘর ৫.ছেড়া দ্বীপ, সেন্টমার্টিন, টেকনাফ ৬.ডুলাহাজারা সাফারি পার্ক ৭.প্রবাল দ্বীপ সেন্টমার্ট ৮.মহেশখালী জেটি ৯.রাডার স্টেশন ১০.রাবার বাগান ১১.রামকোট বৌদ্ধ বিহার ১২.শ্রী শ্রী রামকোট বুদ্ধ বিহার ১৩.সোনাদিয়া দীপ মহেশখালী এবং হিমছড়ি।

24/01/2025

আজকের ভ্রমণ জায়গাটি হচ্ছে চইজ্জা,কক্সবাজার।

আসসালামু আলাইকুম। আজ আমার আলোচনার বিষয় হলো, মানুষ কেন কক্সবাজার আসে?উত্তর: এটি কেবল তার দীর্ঘ প্রাকৃতিক বালুকাময় সমুদ্র ...
19/01/2025

আসসালামু আলাইকুম।
আজ আমার আলোচনার বিষয় হলো, মানুষ কেন কক্সবাজার আসে?
উত্তর: এটি কেবল তার দীর্ঘ প্রাকৃতিক বালুকাময় সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত নয়, এটি আশ্চর্যজনক আতিথেয়তা, তাজা সামুদ্রিক খাবার,মেরিন ড্রাইভ,কুতুবদিয়া, মহেশখালী দীপ এবং আশ্চর্যজনক সেন্ট মাটিন দীপের জন্যও বিখ্যাত। মূলত কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক বালুকাময় সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত।

আসসালামু আলাইকুম। আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে, কক্সবাজারের বিখ্যাত খাবার কী কী? উত্তর: এমন কয়েকটি খাবার হল- রুপচাঁদা, চিংড়...
17/01/2025

আসসালামু আলাইকুম।
আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে, কক্সবাজারের বিখ্যাত খাবার কী কী?
উত্তর: এমন কয়েকটি খাবার হল- রুপচাঁদা, চিংড়ী,কাঁকড়া,টুনা,স্কুইড, শুটকি ইত্যাদি।আহা রুপচাঁদা নাম শুনলেই খেতে ইচ্ছে করে, চিংড়ী তো তোলনাই হয় না আর টুনা জিভে পানি চলে এল বলে। কিন্তু কাঁকড়া আর স্কুইড এর নাম শুনলেই এখন মনে হই কথা টা কি আসলেই সত্যি যা না খেলেই নয়।

আসসালামু আলাইকুম। আজ আলোচনা করব, কক্সবাজার কখন জেলা হয়?উত্তর: ১৯৮৪ সালে এরশাদ সরকারের আমলে চট্টগ্রাম জেলাকে ভেঙে কক্সবাজ...
16/01/2025

আসসালামু আলাইকুম। আজ আলোচনা করব, কক্সবাজার কখন জেলা হয়?
উত্তর: ১৯৮৪ সালে এরশাদ সরকারের আমলে চট্টগ্রাম জেলাকে ভেঙে কক্সবাজার জেলা প্রতিষ্ঠা করা হয়।উপজেলার সংখ্যাঅনুসারে কক্সবাজার বাংলাদেশের একটি 'এ' শ্রেণি ভুক্ত জেলা। এটি বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা।

16/01/2025

বড় বিল, বাইশারি, নাইক্ষ্যংছড়ি,বান্দরবন

আসসালামু আলাইকুম। আজ আলোচনা করব কক্সবাজার কিসের জন্য বিখ্যাত? উত্তর: কক্সবাজারের সমুদ্র সৈকতটি শহরের প্রধান আকর্ষণ যার অ...
15/01/2025

আসসালামু আলাইকুম। আজ আলোচনা করব কক্সবাজার কিসের জন্য বিখ্যাত?
উত্তর: কক্সবাজারের সমুদ্র সৈকতটি শহরের প্রধান আকর্ষণ যার অবিচ্ছিন্ন দৈর্ঘ্য ১৫০ কিমি(৯৩) মাইল এবং এটিকে দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত বলাহই।এখানে বেশ কয়েকটি ৩ তার এবং ৫ তারা হোটেল রয়েছে। পর্যটকদের জন্য আনুষাঙ্গিক সহ একচেটিয়া সমুদ্র সৈকত এলাকা প্রদান করে।

15/01/2025

বাইশারী,নাইক্ষ্যংছড়ি, বান্দরবন। সুন্দর দৃশ্য ও মনোরম পরিবেশ,সত্যিই অসাধারণ

আসসালামু আলাইকুম। আজ আলোচনা করব, কক্সবাজার কেন বিখ্যাত?উত্তর: কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ-পূর্বঞ্চল অবস্থিত একটি শহর,মৎস...
14/01/2025

আসসালামু আলাইকুম। আজ আলোচনা করব, কক্সবাজার কেন বিখ্যাত?
উত্তর: কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ-পূর্বঞ্চল অবস্থিত একটি শহর,মৎস্য বন্দর এবং পর্যটন কেন্দ্র।এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার সদর দপ্তর। কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম নিরবচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত। যার দৈর্ঘ্য ১৫০ কিমি(৯৩) মাইল।

14/01/2025

বড় বিল, বাইশারী, বান্দরবন।

আসসালামু আলাইকুম। আজ আমার আলোচনার বিষয় হচ্ছে - কক্সবাজার কে কক্সবাজার বলা হয় কেন? উত্তর: পুনর্বাসন কাজ শেষ হওয়ার আগেই হি...
13/01/2025

আসসালামু আলাইকুম।
আজ আমার আলোচনার বিষয় হচ্ছে - কক্সবাজার কে কক্সবাজার বলা হয় কেন?

উত্তর: পুনর্বাসন কাজ শেষ হওয়ার আগেই হিরাম মারা যান(১৭৯৯) সালে। পুনর্বাসন কাজে তার ভূমিকাকে স্মরণীয় করে রাখার জন্য একটি বাজার প্রতিষ্ঠা করা হয়েছিল এবং তার নামানুসারে কক্সবাজার(কক্সেরবাজার) নামে নামকরণ করা হয়েছিল যা স্থানটির নামে উৎপত্তি।

আসসালামু আলাইকুম। আজ আমার আলোচনার বিষয়টি হচ্ছে 👉 কক্সবাজার নামটি কী ভাবে আসল? উত্তর : নবম শতাব্দীর দিক থেকে ১৬১৬ সালে মু...
12/01/2025

আসসালামু আলাইকুম। আজ আমার আলোচনার বিষয়টি হচ্ছে 👉 কক্সবাজার নামটি কী ভাবে আসল?

উত্তর : নবম শতাব্দীর দিক থেকে ১৬১৬ সালে মুঘল অধিগ্রহণের আগে পর্যন্ত কক্সবাজার সহ চট্টগ্রামের একটি বড় অংশ আরাকান রাজ্যের অন্তভুক্ত ছিলো।মুঘল সম্রাট শাহ সুজা পাহাড়ী রাস্তা ধরে আরাকান যাওয়ার পথে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন এবং এখানেই ক্যাম্প স্থাপনের আদেশ দেন।তার যাত্রাবহরের প্রায় একহাজার পালঙ্কী কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা নামের স্থানে অবস্থান নেয়। ডুলাহাজারা অর্থ হাজার পালঙ্কী। মুগলদের পরে ত্রিপুরা এবং আরাকান তার পর পর্তুগিজ এবং ব্রিটিশরা এই এলাকার নিয়ন্ত্রণ নেয়।
কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম থাকে।কক্সবাজারের আগের নাম ছিল পালংকি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধ্যাদেশ, ১৭৭৩ জারি হওয়ার পর ওয়ারেন্ট হোস্টিং বাঙলার গভনর হিসেবে নিয়োগ প্রাপ্ত হন।তখন হিরাম কক্স পালংকির মহাপরিচালক নিযুক্ত হন।ক্যাপ্টেন কক্স আরাকান শরণার্থী এবং স্হানীয় রাখাইনদের মধ্যে বিদ্যমান হাজার বছরেরও পুরানো সংঘাত নিরসনের চেষ্টা করেন।এবং শরণার্থীদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করেন কিন্তু কাজ পুরোপুরি শেষ করার আগেই মারা (১৭৯৯) যান।তার পূর্ণবাসন অবদানকে স্মরণীয় করে রাখতে একটি বাজার প্রতিষ্ঠাকরা হয়। এবং এর নাম দেয়া হয় কক্স সাহেবের বাজার।কক্সবাজার থানা প্রথম প্রতিষ্ঠিত হয় ১৮৫৪ সালে এবং পৌরসভা গঠিত হয় ১৮৬৯ সালে।

আসসালামু আলাইকুম।আমার পেইজ Nature And Travelling By Cox’s  Bazar এ নতুন সদস্য হিসেবে আপনাদেরকে স্বাগতম জানাই।আমি অত্যন্ত...
11/01/2025

আসসালামু আলাইকুম।আমার পেইজ Nature And Travelling By Cox’s Bazar এ নতুন সদস্য হিসেবে আপনাদেরকে স্বাগতম জানাই।আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা আমার পেইজে সদস্য হয়েছেন। আমার এই পেইজ খোলার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে কক্সবাজার টু চট্টগ্রাম শহর এর বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য এবং বিভিন্ন জায়গা ভ্রমণ সম্পর্কে আপনাদের সামনে তোলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ।এছাড়াও কক্সবাজার,চট্টগ্রাম চহরের বিভিন্ন বিষয়াদি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আশা করছি আপনারা সবাই আমার এই পেইজের সাথে সংযুক্ত থাকবেন এবং আমাকে উৎসাহ প্রদান করবেন।পরিশেষে আপনাদের সময় এবং আগ্রহের জন্য ধন্যবাদ জানাই।

Address

Islamabad, Eidgah
Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nature And Travelling By Cox’s Bazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category