![পর্যটক দের জন্য চালু করা হচ্ছে সেন্টমার্টিন ভ্রমণে নতুন নিয়ম।এবার ট্রাভেল পাস নিয়েই সেন্টমার্টিন ভ্রমণ করতে হবে পর্যটকদে...](https://img5.travelagents10.com/803/042/122217213218030428.jpg)
23/11/2024
পর্যটক দের জন্য চালু করা হচ্ছে সেন্টমার্টিন ভ্রমণে নতুন নিয়ম।
এবার ট্রাভেল পাস নিয়েই সেন্টমার্টিন ভ্রমণ করতে হবে পর্যটকদের।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড খুভ শিগ্রই তাদের এপ্স প্রস্তুত করে পাবলিশ করবে।
এপ্স টি এন্ড্রোয়েড ফোনে ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হবে গ্রাহকদের।
এবং যাবতীয় তথ্য দিয়ে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে।
সেই ট্রাভেল পাস দেখিয়ে পর্যটকরা সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবে।
এ ছাড়া,
জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ করা,
সিঙেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ করা।
এবং গ্রাহক দের জন্য থাকবে জাহাজ ছাড়ার পয়েন্টে
ভিবিন্ন নিয়মাবলি,
এ জন্য গঠন করা হয়েছে একটি কমিটি।
ডিসেম্বর ও জানুয়ারিতে প্রতিদিন ২ হাজার করে পর্যটক আসতে ও রাত্রি যাপন করতে পারবে।
ফেব্রুয়ারি থেকে সেন্টমার্টিন পরিষ্কার,পরিচ্ছন্নতার কাজ করবে।
আরো বিস্তারিত আপডেট জানার জন্য আমাদ্রর সাথেই থাকুন❤️