17/11/2023
আকাশ সংস্কৃতি যখন গিলে খাচ্ছে সুস্থ সংস্কৃতির চর্চা তখন আগন্তুক সাংস্কৃতিক সংসদ মঞ্চায়িত করলো আজ ১৭.১১.২৩ তারিখ শুক্রবার শহীদ সুভাষ মিলানায়তন, পাবলিক লাইব্রেরি, কক্সবাজার এ নাটক রবি ঠাকুরের ”চিত্রঙ্গদা”। আগামাীকাল উক্ত নাটকের ২য় ও শেষ প্রদর্শনী উপস্থাপিত হতে যাচ্ছে। আগ্রহীগন আমাদের সাথে যোগাযোগের মাধ্যেমে অথবা সন্ধ্যা ৬.৩০ এ সরাসরি এসে টিকিট সংগ্রহ করতে পারবেন।
সকলকে সপরিবারে সাদর আমন্ত্রন।