Coxs Bazar Tour & Travels

Coxs Bazar Tour & Travels Coxs Bazar Tour and Travel Guide with any offer Update will Be Knowing In This Page. so stay with us.
(2)

01/04/2024

প্রত্যেক প্রার্থী যদি গরীব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু হয়ে থাকে,সকল ভাতা কোন দুঃখে আত্মীয়-স্বজন ছাড়া বাহিরের কেউ পাইনা।

08/03/2024

Alhamdhulillah...!
🇸🇦🫰🕋💝🇧🇩

04/03/2024

পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে মানবতা , উদারতা আর ভালোবাসা ।
পাল্লা দিয়ে বাড়ছে শুধু হিংসা , অহংকার এবং লোভ।

01/03/2024

Sumsang S21 FE 5G আর কেউ কিনিও না।
আপডেট দিলে গ্রীনলাইন চলে আসে।
আমারটাও সেইম অবস্থা।

23/02/2024

আমাদের দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার! জগ,গ্লাস,প্লেট,বাটি এগুলা পরিবর্তণ করে শিক্ষা উপকরণ দেওয়া যায় না?

20/02/2024

ছোট ছোট পরিবর্তণ না এনে বঙ্গোপসাগরকে বঙ্গবন্ধুর নামে নামকরণ করলে অসুবিধা কি।
#জয়বাংলা 🫰💝🇧🇩

14/02/2024

কথিত ভালোবাসা দিবসে প্রথম দেখা হবে মহান মালিকের সাথে ইন'শা'আল্লাহ।
💝🇧🇩🕋

07/02/2024

মিয়ানমার সীমান্তে চলমান উত্তেজনার কারণে সেন্টমার্টিন ভ্রমণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে কক্সবাজার ও টেকনাফ থেকে সেন্টমার্টিনে ভ্রমণ করা যাবে না।

31/01/2024

মায়া কিংবা পিছুটান ভুলে মালিকের ইশারায় ইনশাআল্লাহ সঠিক পথ পাবেন।
-ভালো থাকুক যে যার মতো।

26/01/2024

ঈদগাহ উপজেলা নির্বাচনে এমন কিছু মানুষ নির্বাচিত করুন যারা উপজেলা গঠনে সহায়তা করেছিলো।
-বসন্তের কোকিল ডেকে লাভ নেই।

25/01/2024

বিকাশের উপর ঠাডা পড়ুক।
ঈমান রক্ষার মিছিলে শামিল হতে বিকাশে লেনদেন অফ করেছি।

24/01/2024

আলহামদুলিল্লাহ!
কক্সবাজারে রহমতের বৃষ্টিপাত শুরু হয়েছে।
-এবার শীতের ঠেলা সামলাও।

আপনি কি জানেন আপনার জিমেইল নিরাপদ কি না ?  অনেকেই আছেন বিভিন্ন থার্ডপার্টি এপসস ইনস্টল করেন। মোবাইল ফোনে যখন এপস প্রবেশ ...
24/01/2024

আপনি কি জানেন আপনার জিমেইল নিরাপদ কি না ?
অনেকেই আছেন বিভিন্ন থার্ডপার্টি এপসস ইনস্টল করেন। মোবাইল ফোনে যখন এপস প্রবেশ করতে যান তখনই ডিভাইসের বিভিন্ন ধরনের এক্সেস চাই আপনি সেটা পারমিশন দিয়ে দেন।
আপনি নিজেও জানেন না আপনি কি করেছেন।
আপনার ছবি, আপনার কন্টাক্ট নাম্বার, আপনার লোকেশন, আপনার পাসওয়ার্ড যদি গুগল সেইভ করা থাকে তাহলে পাবে আপনার জিমেইল এক্সেস সবকিছু নিয়ে নিতে পারবে....
একটা জিমেইল মাধ্যমে আপনার অনেক ক্ষতি করতে পারবে, তাই এখনই চেক করুন জিমেইল নিরাপদ আছে কিনা চেক করুন।
১.জিমেইল প্রবেশ করুন।
২.উপরে ডান সাইডে ক্লিক করুন।
৩. Manage your google account ক্লিক করুন।
৪. Security অপশন ক্লিক করুন।
৫. তারপর টু স্টেপ, মোবাইল নাম্বার, রিকোভার ইমেইল এড করে নেন।
৬. Your connections to third -party apps & service
এখানে ক্লিক করুন।
৭. তারপর দেখুন কোনো এপস আছে কিনা যদি ০ থাকে তাহলে বুঝবেন সেইফ আর কোনো এপস নাম থাকলে সেগুলো রিমুভ এক্সেস ক্লিক করে রিমুভ করে দিবেন।

22/01/2024

বিয়েতে যৌতুক চাওয়া যেমন ছেলে পক্ষের অপরাধ!
ঠিক তেমনি সামর্থের বাহিরে দেনমোহর চাপিয়ে দেওয়াও মেয়ে পক্ষের অপরাধ।
-আল্লাহ সবাইকে বুঝ দিক।

21/01/2024

বেকারত্বের অবসান হোক কেটে যাক নির্ঘুম রজনী। ধুয়ে যাক একাকিত্বের দুখ! মিলে যাক জীবনসঙ্গী।
💝🫰

21/01/2024

কক্সবাজারবাসীর জন্য সুখবর।
আজ থেকে কক্সবাজার রামু জোয়ারিয়ানা বিকেএসপিতে, বিদেশগামীদের জন্য ট্রেনিং শুরু হয়েছে। এখন চিটাগাং না গিয়ে ট্রেনিং সম্পন্ন করতে পারবেন।

21/01/2024

অসুস্থতা জানার পর কেউ যখন "এখন শরীরটা কেমন?" লিখে মেসেজ দেয়, তাকে আপন আপন লাগে। লম্বা পথ ট্রাভেল করবো শুনে, দোয়া করে যে সাবধানে যেতে বলে- তাকেও বেশ ভালোই লাগে। যে বন্ধু বলে 'সমস্যা থাকলে বলিস’ ‘মন খারাপ হলে কল দিস' তাকে নিয়ে ভালো লাগার শেষ নেই। ফেসবুকের যে ফ্রেন্ডটা মেসেঞ্জারে বরাবরই দ্রুত রিপ্লাই করে, যাকে দরকারে নক দিলেই সাড়া পাওয়া যায়- তাকে তো ভালো লাগেই! ❤️

ধরতে গেলে প্রত্যেকেই তার মতো করে ব্যস্ত। সবার জীবনেই নানা পরিচয়ের নানা মানুষ বিদ্যমান। তা সত্বেও যারা আমাদের ছোট ছোট ব্যাপারগুলো মনে রাখে, যারা আমাদের সময় দেয়, যারা প্রায়োরিটি দেয়- তাদেরকে 'আপন' মনে হয়!

14/01/2024

রাত ১২টার পর যে,কোনো প্রকার উচ্চস্বরের আয়োজন যাতে না হয়, সে ব্যাপারে প্রশাসনের নজর রাখা দরকার।
-সুস্থ্য মানুষও অসুস্থ হয়ে যায় এসব আয়োজনের কারণে।

12/01/2024

সকল পুরুষ বিয়ের পরেই উন্নতি বেশি করে।
কারণ এটা আল্লাহর স্পেশাল রহমত।

10/01/2024

আমার অনলাইনে বা অফলাইনে অপ্রয়োজনে কল বা মেসেজ না দেওয়ার অনুরোধ রইলো।
-বিশেষ করে লেডিস।

08/01/2024

শীতের সকাল ভোটকেন্দ্র শূন্যতা থাকবে এটাই স্বাভাবিক।
এটা নিয়ে পল্টিবাজি করার কিছু নেই।

08/01/2024

কিছু মানুষ ডর চ*দানিজ্জাত! নিজের সম্মানের জায়গা থেকে ভদ্রতার খাতিরে তর্কে না জড়িয়ে ঠান্ডা মাথায় কথা বললে সেটা দুর্বলতা মনে করে।
-মুন্না দুর্বলতার মারে চু।

04/01/2024

ঈগলে তো দুরায় পাগল গরি পেলার।
🛶💝

04/01/2024

বিয়ের সিজন এসেছে💝এখন দেখবেন সরকারি চাকরিজীবি মানুষগুলো 🥸বেকারদের ভালোবাসা উড়িয়ে নিয়ে গেছে🤐

03/01/2024

এই দেশের আপামরসাধারণ জনতার দাম, কেবল হারে হারে টের পাওয়া নির্বাচনের আগে।
- অবুক যে যেইক্কা পারে এইক্কাত্তু টিঁয়া লই পেলার।

03/01/2024

জীবনের প্রতিটা মুহুর্ত যদি, শেখার মধ্য দিয়ে অতিবাহিত হয়, সেই শিক্ষা দুনিয়াবি কাজে না লাগলেও পরকালে কাজে আসবে ইনশাআল্লাহ।
-হতাশ হওয়ার কিছু নেই।

02/01/2024

প্রিয় ভাদিতলাবাসী আমাদের কলেজ গেইট থেকে ভাদিতলা রাস্তা পিচ ঢালা করে দেওয়ার জন্য , কৃতজ্ঞতাবোধ থেকে দলমত নির্বিশেষে , প্রত্যেকে যার যার ভোটটা মান্যবর সংসদ কমল ভাইয়ের নৌকা মার্কায় দিবেন।

01/01/2024

প্রচন্ড শর্দি ,ঠান্ডা ও মাথাব্যথা ব্যাথা অনুভব করছি।
-আপাতত কেউ শীতকালীন দাওয়াত দিয়েন না।

31/12/2023

২৩শের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক জনের সাথে সাক্ষাৎ হয়েছে।
অনেক কিছু শিখেছি! যা সারাজীবন কাজে লাগানো যাবে ইনশাআল্লাহ।

Address

Eidgah
Cox's Bazar
4702

Telephone

+8801625027127

Website

Alerts

Be the first to know and let us send you an email when Coxs Bazar Tour & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Coxs Bazar Tour & Travels:

Share

Category