MK Hossain Aviation Services

MK Hossain Aviation Services আমি মহত্ত্বের সন্ধান করি না, তবে আমি সত্যের সন্ধান করি আর সত্যই আমাকে শান্তি দেয়।

10/12/2023
07/11/2023

13 NOV DAC-BOM-JED-1145-1405-1745-2050
26 NOV JED-BOM-DAC-2150-0545+1-0725-1045++
উপরোক্ত সিডিউলে ০1 টি সিট খালি আছে ভিসতারা এয়ারে ভিসা+টিকেট+মক্কা হোটেল লুলু+ মদিনায় মারকাজিয়ায় হোটেল করম সিলভার+মক্কা-মদিনায় জিয়ারা এবং রওজা পারমিট
অভিজ্ঞ মোয়াল্লেম।
Contact: 01613-457473

19 NOV DAC-KWI-JED-0415-0755-1000-123503 DEC MED-KWI-DAC-1435-1615-1905-0315উপরোক্ত সিডিউলে 45 জনের গ্রুপ খালি আছে জাজির...
06/11/2023

19 NOV DAC-KWI-JED-0415-0755-1000-1235
03 DEC MED-KWI-DAC-1435-1615-1905-0315
উপরোক্ত সিডিউলে 45 জনের গ্রুপ খালি আছে জাজিরা এয়ারে ভিসা+টিকেট+মক্কা হোটেল লুলু+ মদিনায় মারকাজিয়ায় হোটেল করম সিলভার+মক্কা-মদিনায় জিয়ারা এবং রওজা পারমিট।

রেট জানতে হোয়াটসঅ্যাপ করুন।
01613-457473

নীল তিমি। মহাসাগরের তলে বাস করা এ-এক মহাপ্রাণী। নীল তিমির হার্ট যেন একটা আস্ত ছোট গাড়ির ওজনের সমান। কমবেশি ৫৯০ কেজি। হার...
10/09/2023

নীল তিমি। মহাসাগরের তলে বাস করা এ-এক মহাপ্রাণী। নীল তিমির হার্ট যেন একটা আস্ত ছোট গাড়ির ওজনের সমান। কমবেশি ৫৯০ কেজি। হার্ট রেট প্রতি মিনিটে ৮-১০ বার। এর হৃৎস্পন্দন শোনা যায় ৩.২ কিলোমিটার দূর থেকে। রক্তবাহী শিরাগুলো এতটাই মোটা যে, অনায়াসে একজন মানুষ সেই শিরাতে সাঁতার কাটতে পারবে। ভ্রু কুঁচকে লাভ নেই ভাই। আমরা আর জানিই কতটুকু!

নীল তিমির সদ্যপ্রসূত বাচ্চা লম্বায় হয় ২৫ ফুট। মানে ২৫ ফুট লম্বা বাচ্চা মা'র গর্ভ থেকে বের হয়ে আসে। দুনিয়াতে এসেই এরা প্রতিদিন ৫৬৮ লিটার দুধ পান করে। খায় যেমন বাড়েও তেমন। প্রথম বছর প্রতিদিন ৯০ কেজি করে ওজন বৃদ্ধি পায়। নীল তিমির প্রধান খাদ্য হচ্ছে ক্রিল—দেখতে ছোট চিংড়ি সাইজ, গড়পড়তায় ১থেকে ২ সেন্টিমিটার লম্বা হয় ক্রিল। প্রতিদিন খায় কতটুকু জানেন? ৪ থেকে ৬ টন সাবাড় করে প্রতিদিন। নীল তিমি লম্বায় হয় ১১০ ফুট, ওজন বেড়ে বেড়ে ১৮০ টনে গিয়ে থামে।

বাচ্চা নীল তিমিকে প্রতিদিন ৫৬৮ লিটার দুধ কোনো মানুষ সরবরাহ করে? মানুষের দায়িত্বে এটা পড়লে পারবে কেউ এই দায়িত্ব পালন করতে? প্রতিদিন ক্রিল খায় ৪ থেকে ৬ টন! কে ব্যবস্থা করে দেন এই বিশাল পরিমাণ ক্রিল? ১১০ ফুট লম্বা এবং ১৮০ টন ওজনের দেহে রক্ত সঞ্চালনের কাজ ছোট আকৃতির হার্ট দ্বারা আদৌ সম্ভব নয়। সাগরের তলে থাকা এই দৈত্যাকৃতির তিমির জন্য প্রয়োজন ছোট প্রাইভেট কারের ওজনের সমতুল্য বিশাল এক হার্ট। তার সৃষ্টিকর্তা তা-ই ব্যবস্থা করে দিলেন।

যে আল্লাহ সাগরের তলদেশে নীল তিমিকে খাওয়াতে পারেন সে-ই আল্লাহ আপনার রিজিক দিতে পারবেন না? কী মনে হয় আপনার? অথচ আপনি এই রিজিকের জন্য দ্বীন-শরীয়াহ-ঈমান সব বিক্রি করে দিতেও কার্পণ্য করছেন না। যেহেতু আপনার রিজিকের দায়িত্ব আপনি নিজেই নিয়ে নিচ্ছেন সেহেতু আল্লাহ আপনাকে রিজিকের পেরেশানি দিয়ে নাকানিচুবানি খাওয়াচ্ছেন প্রতিনিয়ত।

সৎ থাকুন। সততাকে প্রমোট করুন।
দ্বীনের হুকুমকে রাখুন আগে। যেকোনো হালাল কাজ করার মানসিকতা অর্জন করুন। কোনো বৈধ কাজকে ঘৃণা বা অবজ্ঞার চোখে দেখবেন না। কখনো রিকশা চালানোর পরিবেশ তৈরি হলে আলহামদুলিল্লাহ বলে নেমে পড়ুন। হতাশ হয়ে মুখ থুবড়ে পড়ে থাকবেন না। মানুষের কাছে কষ্টের কথা বলবেন না। সব কথা জমা করে আপনি আপনার রবকে বলুন প্রাণভরে। বৈধ পথে আপনার হাতে যা-ই আসবে তাতেই সন্তুষ্ট থাকুন। অন্যের সুখ, অর্থ এবং জীবনমানের দিকে না তাকিয়ে আপনার চেয়ে অভাবী মানুষদের নিয়ে ভাবুন। রিজিকের চিন্তা একদমই না। নীল তিমি রিজিক নিয়ে চিন্তা না করলে আপনি আশরাফুল মাখলুকাত হয়ে কেন করবেন? বিশ্বাস রাখুন, আপনার জন্য বরাদ্দকৃত রিজিক আপনার হাতে আসবেই, আসবে। তবে শর্ত হল, অলসতা-অনাগ্রহ ত্যাগ করে কর্মমুখর হতে হবে আপনাকে।

10/09/2023

#প্রয়োজনীয়_কিছু_টিপস

🍀 যদি তেলাপিয়া মাছে কোন গন্ধ থাকে তবে তেলাপিয়া/পাঙ্গাশ মাছে গন্ধ থাকলে ভিনিগার/লেবুর রস মাখিয়ে মিনিট ১৫ রেখে ধুয়ে নিলে গন্ধ থাকেনা।

🍀লাল সর্ষে তিতা বা ঝাজ বেশী হয়। সর্ষে বাটার সময় লবন আর কাচামরিচ এক সাথে বাটলে তিতা হয়না।

🍀বর্ষাকালে লবণ গলে যায়। এক মুঠো পরিষ্কার চাল পুটলি করে বেঁধে লবণের পাত্রে রেখে দিলে লবণ গলবে না।

🍀আলু এবং আদা বালির মধ্যে রাখলে অনেক দিন টাটকা থাকে।

🍀শিশি বা কৌটোর মধ্যে বিস্কুট রাখার আগে সামান্য চিনি বা মোটা কাগজের ঠুকরো রেখে দিলে বিস্কুট অনেকদিন মচমচে থাকে।

🍀আঙ্গুর, টমেটো প্রভৃতি ফল ফুটন্ত পানিতে দু’মিনিট রেখে সঙ্গে সঙ্গে ঠান্ডা পানিতে রেখে সহজেই খোসা ছড়ানো যায়।

🍀কাঁচামরিচের বোঁটা ফেলে পানি শুকিয়ে কাপড়ের বা কাগজের প্যাকেটে সংরক্ষণ করলে বেশি দিন ভালো থাকে।

🍀চিকেন ফ্রাই, চিকেন রোল—এসব খাবার অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়িয়ে রাখলে সহজে নষ্ট হয় না।

🍀সিরকা দিলে আচার দীর্ঘদিন ভালো থাকে।

🍀রান্না পুড়ে পাত্রের তলায় এঁটে গেলে পাত্রটিকে নুনপানিতে ভর্তি করে পানি ফুটালে পোড়া অংশ আলগা হয়ে উঠে যাবে

🍀যে কোনো মসলা শীতল ও অন্ধকার জায়গায় রাখলে বেশিদিন ভালো থাকে।

🍀 ন্যুডলস সিদ্ধ করার পর সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে ঝরঝরা থাকে।

🍀ভাত সিদ্ধ হওয়ার আগে পানিতে কয়েক ফোটা লেবুর রস ও এক চামচ তেল দিলে ভাত ঝরঝরা থাকে।

🍀ভারী বেগুণের থেকে হালকা বেগুণ ভালো। কারণ ভারী বেগুণে বিচি বেশি থাকে।

🍀পেয়াঁজ এবং আলু একসাথে একই পাত্রে রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়।

🍀 আচারে তেল কম হলে তেল ফুটিয়ে ঠাণ্ডা করে দিলে গন্ধ হয় না।

🍀 আটার ভুষি/ছাই দিয়ে বাসন মাজলে পরিষ্কার ও ঝকঝকে হয়।

🍀 একসাথে অনেক রসুন ছাড়াতে সময় বেশি লাগে। আস্ত রসুন ফুটন্ত পানিতে মিনিট দুয়েক ভিজিয়ে হাতে ঘষলে ওপরের খোসা ছেড়ে যায়।
🍀দেশলাই বাক্সে কয়েকটা শুকনো চাল রেখে দিলে বর্ষাকলেও দেশলাই কাঠির বারুদ ভাল থাকে।

🍀আচার তৈরি করার সময় তেলে একটু ভিনিগার মিশিয়ে নিলে আচার অনেকদিন ভালো থাকে।

🍀বিস্কুটের টিনের ভেতরে ব্লটিং পেপার রেখে দিলে বর্ষাকালেও বিস্কুট মচমচে থাকে।
🍀মাছ, মাংস বা ডিমের ঝোলে লবণ বেশি হয়ে গেলে তরকারিতে কয়েকটি সিদ্ধ আলু ভেঙে দিন। স্বাদ ঠিক হয়ে যাবে।

🍀আগামী দিন কী রান্না করবেন তার প্রস্তুতি রাতেই নিন, তা হলে সময় বেচে যাবে।

🍀মুরগির মাংস বা কলিজা রান্নায় ১ টেবিল চামচ সিরকা দিন। এতে মাংসের গন্ধ থাকবে না আবার তাড়াতাড়ি সিদ্ধও হবে।

🍀মাছ ভাজার সময় তেল ছিটা রোধ করতে একটু লবণ ছড়িয়ে দিন।

🍀বেরেস্তা করার সময় পেঁয়াজ ভেজে নামানোর আগে সামান্য পানি ছিটিয়ে দিন। এতে পেঁয়াজ তাড়াতাড়ি লালচে হবে।

🍀কাঁচামাছ বা মাংস ছুরি-চপিং বোর্ডে কাটতে চাইলে বেশ কিছুক্ষণ আগে থেকেই পানিতে ভিজিয়ে নরমাল করে নিন।

🍀 মাংসজাতীয় রান্না করে শেষে বেরেস্তা (পেঁয়াজ কুচি ভাজি) ছড়িয়ে দিন। এতে স্বাদ বেড়ে যাবে।

🍀ডিম সিদ্ধ করতে পানিতে সামান্য লবণ দিয়ে নিন। এতে ডিম খেতে সুস্বাদু হবে। আর ঠাণ্ডা করে ডিম ছিলুন, তা হলে খোসায় লেগে ডিম নষ্ট হবে না।

🍀 ডালে বাগার দিতে রসুন কুচি তেলে ভেজে ডালে দিয়ে দিন।

🍀 মাছ রান্না করে কাঁচা ধনিয়া পাতা থাকলে তা কুচি করে কেটে বিছিয়ে দিন, স্বাদ অনেকগুণ বেড়ে যাবে।

🍀 আগামী দিন কী রান্না করবেন তার প্রস্তুতি রাতেই নিন, তা হলে সময় বেচে যাবে।

🍀ভর্তা বানাতে মরিচ খালি হাতে ডলবেন না, এতে হাত জ্বালা করবে

🍀ভর্তা বানানোর সময় হাতে সামান্য সরিষার তেল মেখে নিন এতে হাত জ্বালা করবে না।
🍀আলু ও ডিম একসঙ্গে সিদ্ধ করুন, আলাদা কাজে ব্যবহার করলেও তাড়াতাড়ি সিদ্ধ হবে।

🍀স্যুপ রান্নার সময় পাতলা হয়ে গেলে দুটি সিদ্ধ আলু ম্যাশ করে স্যুপে মিশিয়ে ফুটিয়ে নিন।

🍀ডাল তাড়াতাড়ি রান্না করতে আগের রাতেই ভিজিয়ে রাখুন।

🍀সহজে মসলাপাতি খুঁজে পেতে কৌটার গায়ে নাম লিখে রাখুন।
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন।

টিপসগুলো কাজে লাগলে এই পেইজটি লাইক ও ফলো দিয়ে রাখুন, যাতে পরবর্তীতে আরও তথ্য পেতে পারেন। ❤️❤️

22/05/2023

সিংগাপুর জরুরি নিয়োগ :-

আনস্কিল -২ জন

👉কাজের ধরন- বাবুর্চি (A-Z কাজ জানা লোক)
👉ভিসা- SPASS
👉থাকা + খাওয়া - কোম্পানির
👉ডিউটি - ১২ ঘন্টা
👉সেলারি- $1200

#সিংগাপুর ইউ টার্ন ওয়ার্কার #
সিপিয়ার্ডের কাজ
কাজের ধরন - জেনারেল ওয়ার্কার
থাকা- কোম্পানির
খাওয়া - নিজের
সেলারি- $18

যোগাযোগ ঠিকানা

01613-457473 whatsapp

 #দুবাই_ওয়ার্কিং_ভিসা👉কাজের ধরন-  সিকিউরিটি গার্ড👉বেতন -১৮০০ দেরহাম👉থাকা- কোম্পানির👉খাওয়া নিজের 👉ভিসার মেয়াদে ২ বছর( নবা...
04/05/2023

#দুবাই_ওয়ার্কিং_ভিসা

👉কাজের ধরন- সিকিউরিটি গার্ড
👉বেতন -১৮০০ দেরহাম
👉থাকা- কোম্পানির
👉খাওয়া নিজের
👉ভিসার মেয়াদে ২ বছর( নবায়ন যোগ্য)
👉যোগ্যতা- এস এস সি পাশ
👉উচ্চতা 5-6"
👉ডিউটি 12 ঘন্টা
👉বয়স ২০- ৩৫ এর মধ্যে।

কাজের ধরন- ইনডোর/ আউট ডোর ক্লিনার
👉বেতন -৯০০ দেরহাম
👉থাকা+ খাওয়া কোম্পানির
👉ভিসার মেয়াদে ২ বছর( নবায়ন যোগ্য)
👉যোগ্যতা- প্রয়োজন নাই
👉ডিউটি ১১ঘন্টা
👉বয়স ২০-৩৫ এর মধ্যে।

জরুরি যোগাযোগ করুন
01613-457473 (WhatsApp)

ইউরোপ এর দেশ আয়ারল্যান্ড ২ টা এগ্রিকালচার ভিসা আছে ৫ বছরের পারমিট ( নবায়নযোগ্য) আগ্রহী যারা যোগাযোগ করুন। +৮৮০১৬১৩-৪৫৭৪৭...
04/05/2023

ইউরোপ এর দেশ আয়ারল্যান্ড ২ টা এগ্রিকালচার ভিসা আছে ৫ বছরের পারমিট ( নবায়নযোগ্য) আগ্রহী যারা যোগাযোগ করুন।
+৮৮০১৬১৩-৪৫৭৪৭৩

28/11/2022

Submarine USA

Address

Cumilla
3530

Alerts

Be the first to know and let us send you an email when MK Hossain Aviation Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MK Hossain Aviation Services:

Videos

Share

Category