RosulpuRi Express - BUS TUBER

RosulpuRi Express - BUS TUBER Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from RosulpuRi Express - BUS TUBER, Bus Tour Agency, Cumilla.

বাংলাদেশের পরিবহন সেক্টরে হানিফ এন্টারপ্রাইজ নামটা বহুল পরিচিত। এসি-নন এসি দুই সেগমেন্টেই হানিফ নামটি বাংলাদেশের আনাচে ক...
04/01/2024

বাংলাদেশের পরিবহন সেক্টরে হানিফ এন্টারপ্রাইজ নামটা বহুল পরিচিত। এসি-নন এসি দুই সেগমেন্টেই হানিফ নামটি বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটি জায়গায় ছড়িয়ে রয়েছে।

এসি সেগমেন্টে হানিফের কথা তুললে সবার আগে Volvo নামটা আসে। যদিও Volvo ছাড়াও হানিফের বহরে Hino RN8 এবং Hino RM2 রয়েছে। তবে নন এসিতে হানিফ একটু আলাদা। নন এসি সেক্টরে হানিফ এন্টারপ্রাইজের বহরে থাকা বহুল পরিচিত একটি ব্রান্ড হলো Hino AK1J। আর হানিফের প্রায় প্রতিটি রুটেই Hino AK1J নন এসি রয়েছে।

তবে Hino AK1J নন এসি ছাড়াও হানিফ এন্টারপ্রাইজ বিভিন্ন সময়ে বিভিন্ন ব্রান্ডের কিছু সংখ্যক নন এসি তাদের বহরে যোগ করে। এক সময় Ashok Leyland নন এসি বিজনেস ক্লাস ছিলো যা দিনাজপুর রুটে চলতো। বর্তমানে Fuso নন এসি রয়েছে হানিফ এন্টারপ্রাইজ এর বহরে। Fuso ছাড়াও বর্তমানে আরও রয়েছে Isuzu এবং Tata ব্রান্ডের নন এসি বাস। এছাড়াও সম্প্রতি হানিফ এন্টারপ্রাইজ তাদের বহরে বিজনেস ক্লাস নন এসি Eicher যোগ করেছে।

ছবি:- Riad Islam

Youtube Channel :- https://youtube.com/?si=GEwS0XaXdHOpbdde

© BD BUS LOVER

প্রতিটি জেলায় একটি না একটি জনপ্রিয় অপারেটর রয়েছে। যদি ফেনী জেলার কথা বলা হয় তাহলে একক আধিপত্যকারী অপারেটর স্টার লাইনের ক...
03/01/2024

প্রতিটি জেলায় একটি না একটি জনপ্রিয় অপারেটর রয়েছে। যদি ফেনী জেলার কথা বলা হয় তাহলে একক আধিপত্যকারী অপারেটর স্টার লাইনের কথা উঠে আসবে।

১৯৯৪ সালে যাত্রা শুরু হওয়া এই অপারেটর ফেনীবাসীর অন্যতম জনপ্রিয় অপারেটর হিসেবে বেশ সল্প সময় যাত্রিদের মাঝে পরিচিত হয়ে উঠে | যাত্রি সেবা সবার কাছে পৌছে দিতে বদ্ধ পরিকর তারা। বছর খানেক আগেও তারা শুধুমাত্র ফেনীতেই নিজেদেরকে সীমাবদ্ধ রেখেছিল কিন্তু অল্প কিছু সময়ের ব্যবধানে উন্নত যাত্রিসেবা সবার কাছে পৌছে দিতে তারা এই চিত্র যেন সম্পূর্ণ বদলে ফেলেছে। ঢাকা - ফেনী - চট্টগ্রাম - কক্সবাজার এর পাশাপাশি স্টার লাইন স্পেশাল বর্তমানে রূট পরিচালনা করছে লক্ষীপুর - কক্সবাজার, চট্টগ্রাম - পশুরাম, ফেনী - চৌমুহনী - লক্ষীপুর - রামগতি - আলেকজান্ডার রূট।

শুধু রূট উদ্ভোদনে সীমাবদ্ধ না থেকে তারা তাদের বহরে যুক্ত করছে একের পর এক এসি নন এসি বাস। Hino Ak1j, Mitsubishi Fuso, Ashok Leyland এর নিত্য নতুন এসি / নন এসি বাস দিয়ে সুসজ্জিত করে রেখেছে তাদের বহর।

📸ছবি:- Farhad Hossain

© BD BUS LOVER

02/01/2024

এভারগ্রীন ট্রান্সপোর্ট।।।।

আসসালামু আলাইকুম।শুভ সকালসবুজঘেরা রাস্তা দাপিয়ে এগিয়ে চলছে সোহাগের দ্বিতল দানব। দেশের এসি সেগমেন্টের স্বনামধন্য ও জনপ্রি...
02/01/2024

আসসালামু আলাইকুম।

শুভ সকাল

সবুজঘেরা রাস্তা দাপিয়ে এগিয়ে চলছে সোহাগের দ্বিতল দানব। দেশের এসি সেগমেন্টের স্বনামধন্য ও জনপ্রিয় অপারেটর সোহাগ পরিবহন। কয়েক যুগ ধরে তারা অভিজাত শ্রেণীর সার্ভিস দিয়ে আসছে। এসি এবং নন এসিতে তাদের সার্ভিস,নিয়ন্ত্রিত গতি,বাসের পরিপাটি কন্ডিশন সব কিছু মিলিয়ে তারা সব সময় অন্যদের থেকে নিজেদের আলাদাভাবে ফুটিয়ে তুলে। ২০২০ সালের শুরুতে তারা নতুন চমক হিসেবে ইন্দোনেশিয়া থেকে দুই ইউনিট লাক্সানা ডাবল ডেকার SCANIA মাল্টি-এক্সেল K-410 মডেলের বাস নিয়ে এসেছিলো। ২০২১ সালে আরো আট ইউনিট SCANIA ডাবল ডেকার নিয়ে আসে। বর্তমানে তাদের সর্বমোট দশ ইউনিট SCANIA ডাবল ডেকার রয়েছে।

ছবি : Nazmus Sakib

© BD BUS LOVER

বছরের শুরুটা অসাধারন একটি ছবি দিয়ে শুরু করলাম।বাস আর ট্রেন একসাথে।গ্রামীন হুন্দ্যাই ও গ্রামীন নন-এসি...ছবি:- Al Mamun🔰আম...
01/01/2024

বছরের শুরুটা অসাধারন একটি ছবি দিয়ে শুরু করলাম।
বাস আর ট্রেন একসাথে।

গ্রামীন হুন্দ্যাই ও গ্রামীন নন-এসি...

ছবি:- Al Mamun

🔰আমাদের ফেইসবুক পেইজের পাশাপাশি ঘুরে আসতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে।

➡️ইউটিউব চ্যানেল লিংক:- https://youtube.com/?si=_KjZN2t_L0Ki5B88

🟨 দেশ ট্রাভেলস 🟨২০১২ সালে যাত্রা শুরু করা এই অপারেটরটি মাত্র এক বছরের মধ্যেই বহরে লাক্সেরিয়াস ব্র্যান্ডের Hyundai বাস য...
31/12/2023

🟨 দেশ ট্রাভেলস 🟨

২০১২ সালে যাত্রা শুরু করা এই অপারেটরটি মাত্র এক বছরের মধ্যেই বহরে লাক্সেরিয়াস ব্র্যান্ডের Hyundai বাস যুক্ত করে। উন্নত মানের যাত্রীসেবা ও লাক্সেরিয়াস ব্রান্ডের বাস দ্বারা সার্ভিস প্রদানের মাধ্যমে খুবই অল্প সময়ের মধ্যে যাত্রীদের পছন্দের তালিকায় জায়গা করে নেয়। ছবিতে থাকা বেনসন পেইন্টের Hyundai বাসগুলো ২০১৪ ও ২০১৫ সালে বহরে যুক্ত হয়। বর্তমানে দেশ ট্রাভেলস এর বহরে সর্বমোট ৩২ ইউনিট Hyundai বাস রয়েছে।

হোটেল ব্রেক শেষ করে যাত্রা শুরু করা দেশ ট্রাভেলস Hyundai বাসটি ক্যামেরাবন্দি করেছেন :- ফরহাদ হুসাইন

© BD BUS LOVER

🔷YOUTUBE চ্যানেল লিংক:- https://youtube.com/?si=A_D-pPMUVDZKKiBp

সোহাগের ডাবল ডেকার বাস যখন হোটেল বিরতি শেষে ইউটার্ন নেয়।
30/12/2023

সোহাগের ডাবল ডেকার বাস যখন হোটেল বিরতি শেষে ইউটার্ন নেয়।

⭕এনা ট্রান্সপোর্ট ⭕দেশের স্বনামধন্য এবং দাপটে অপারেটর হিসেবে পরিচিত। রাজশাহী বিভাগ ব্যাতিত বাকি ০৭ বিভাগে তারা বেশ সুনাম...
29/12/2023

⭕এনা ট্রান্সপোর্ট ⭕

দেশের স্বনামধন্য এবং দাপটে অপারেটর হিসেবে পরিচিত। রাজশাহী বিভাগ ব্যাতিত বাকি ০৭ বিভাগে তারা বেশ সুনামের সাথে যাত্রীসেবা দিচ্ছে। এসি এবং নন এসি সেগমেন্টে তাদের রয়েছে কম্বো প্যাক। বেশ কিছু ব্র্যান্ডের এসি এবং নন এসি বাস দ্বারা তাদের বহর সাজানো রয়েছে। একসময় ছিলো যখন তাদের অতিরিক্ত গতি নিয়ে নানান ধরনের সমালোচনার স্বীকার হতে হয়েছে। তবে ২০২২ সালের পর থেকে তাদের গাড়ি গুলো কে জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে গতি নিয়ন্ত্রনের জন্য মনিটরিং শুরু করে ম্যানেজমেন্ট। যার ফলে বলা যায় এখন মহাসড়কে তাদের গাড়ি গুলো নিরাপদ গতিতে চলাচল করে। এছাড়াও তাদের এই জিপিএস ট্রাকিংয়ের মাধ্যমে গতিনিয়ন্ত্রন প্রক্রিয়া দেখার পর থেকে আরো বেশ কিছু অপারেটর নিজেদের গাড়ি গুলো কে জিপিএস ট্র্যাকিংয়ের আওতায় নিয়ে এসেছে।

📸 Farhad Hossain RosulpuRi

©️ BD BUS LOVER

⏩ Youtube চ্যানেল লিংক:- https://youtube.com/?si=7U6nTTGOE6adTvJa

গ্রীণলাইন পরিবহন..! দেশের অভিজাত এসি পরিসেবার পথিকৃৎ অপারেটর হিসেবে বিবেচনা করা হয় গ্রীণলাইন কে। আমাদের দেশে ইউরোপীয় বাস...
28/12/2023

গ্রীণলাইন পরিবহন..!

দেশের অভিজাত এসি পরিসেবার পথিকৃৎ অপারেটর হিসেবে বিবেচনা করা হয় গ্রীণলাইন কে। আমাদের দেশে ইউরোপীয় বাসের বহুল প্রচলন গ্রীণলাইন এর মাধ্যমেই হয়েছে।

বিশ্ববিখ্যাত তিন ইউরোপীয় ব্র‍্যান্ড ভলভো, স্ক্যানিয়া এবং ম্যান এর ব্র‍্যান্ড নিউ বাসের সাথে আমাদের প্রথম পরিচয় গ্রীণলাইন এর হাত ধরেই হয়। এছাড়াও দেশের সর্বপ্রথম স্লীপার কোচ অপারেটরও গ্রীণলাইন।

বর্তমানে দেশে সবচেয়ে অভিজাত সেগমেন্ট ডাবল ডেকার। দেশের বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে সর্বপ্রথম ব্র‍্যান্ড নিউ ডাবল ডেকার পরিসেবাও গ্রীণলাইন এর মাধ্যমেই শুরু হয়েছিলো।

গ্রীণলাইন বর্তমানে দেশে সর্বোচ্চ সংখ্যক এসি বাস অপারেট করছে।
ঢাকা - চট্টগ্রাম
ঢাকা - কক্সবাজার - টেকনাফ
ঢাকা - খাগড়াছড়ি
ঢাকা - রাঙ্গামাটি
ঢাকা - সিলেট
ঢাকা - খুলনা - সাতক্ষীরা
ঢাকা - বরিশাল - পিরোজপুর
ঢাকা - যশোর - বেনাপোল
চট্টগ্রাম - সিলেট
চট্টগ্রাম - যশোর - বেনাপোল, ইত্যাদি গ্রীণলাইন এর উল্লেখযোগ্য রুট।

© BD BUS LOVER

Royal Express!"committed to Royal service"২০১২ সালে যাত্রা শুরু করা "রয়েল এক্সপ্রেস" বর্তমানে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহের...
27/12/2023

Royal Express!
"committed to Royal service"

২০১২ সালে যাত্রা শুরু করা "রয়েল এক্সপ্রেস" বর্তমানে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুরের যাত্রীদের প্রথম পছন্দ। তাদের নামের মধ্যেই রয়েছে রাজকীয় ভাব। যার নামের সাথে জড়িয়ে রয়েছে অনেক ভালোবাসা এবং আস্থা। দক্ষিণের অন্যতম সেরা সেবা দেওয়া অপারেটরও বলা হয় তাদের। প্রায় নামীদামী সব ব্র‍্যান্ডের বাসই রয়েছে তাদের ফ্লীটে। পাটুরিয়াঘাট ও পদ্মা সেতু উভয়ই দিক থেকেই তাদের চলাচল রয়েছে।

📸 Farhad Hossain RosulpuRi

© BD BUS LOVER

🔰Youtube Channel :- https://youtube.com/?si=uYQPV3a_s01C4pxp

আসসালামু আলাইকুম। রাজধানী ঢাকা হতে বন্দর নগরী চট্টগ্রাম হয়ে কক্সবাজার ও টেকনাফ রুটের নয়া অপারেটর এভারগ্রীন ট্রান্সপোর্ট।...
26/12/2023

আসসালামু আলাইকুম।

রাজধানী ঢাকা হতে বন্দর নগরী চট্টগ্রাম হয়ে কক্সবাজার ও টেকনাফ রুটের নয়া অপারেটর এভারগ্রীন ট্রান্সপোর্ট। মান সম্মত সেবা দেওয়ার লক্ষ্যে তারা তাদের বহরে যুক্ত করেছে দুই ইউনিট ASHOKE LEYLAND EAGLE 180HP মডেলের দুই ইউনিট স্যুট ক্লাস বাস অর্থাৎ নিচে বিজনেস ক্লাস এবং ওপরে স্লিপার ক্লাস। বাসটির আসন সংখ্যা ২৮ টি এবং বেড সংখ্যা ১৫ টি। বাস গুলোর কাজ সম্পাদন করেছে আনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ।

★ বাস গুলোর রুট:
ঢাকা - চট্টগ্রাম - কক্সবাজার- টেকনাফ।

★ বাস দুইটির রেজিস্ট্রেশন নাম্বার:
ঢাকা মেট্রো ব: ১২-২৮৯৯
ঢাকা মেট্রো ব: ১২-২৯০৩

📸ছবি- আকিব সেলিম অন্তু

ক্যাপশন:- BD BUS LOVER

RosulpuRi Express - BUS TUBER এর পক্ষ থেকে এভারগ্রীন ট্রান্সপোর্ট এর জন্য রইলো শুভ কামনা।

সাকুরা পরিবহন- ১১-৫৬৩৩ছবি:- Rudro Tahmid (BD BUS LOVER)
25/12/2023

সাকুরা পরিবহন- ১১-৫৬৩৩
ছবি:- Rudro Tahmid (BD BUS LOVER)

বাস লাভারের বিয়ের গাড়ি....
24/12/2023

বাস লাভারের বিয়ের গাড়ি....

24/12/2023

বাস লাভারের বিয়ে বলে কথা....

💚শুভ রাত্রি💚♻️বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী মহানগরী রাজশাহী। বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও পরিস্কার পরিছন্ন শহরের...
23/12/2023

💚শুভ রাত্রি💚

♻️বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী মহানগরী রাজশাহী। বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও পরিস্কার পরিছন্ন শহরের তালিকায়ও রাজশাহী সবার উপরে। আর এই রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল চাঁপাইনবাবগঞ্জ জেলা।ঢাকা থেকে রাজশাহী -চাঁপাইনবাবগঞ্জ রুটে অল্প সময়ে সাড়া জাগানো অন্যতম অপারেটর গ্রামীন ট্রাভেলস।

⭕বেশ কিছু মডেলের লাক্সেরিয়াস এসি এবং নন এসি বাস দিয়ে সুসজ্জিত তাদের বহর।

✅বর্তমানে তাদের বহরে যে সমস্ত ব্র্যান্ডের বাস রয়েছে তা হলো:
🔖Hino AK-1 J(AC/Non Ac)
🔖Hyundai Universe (AC)
🔖Ashok Leyland (Non Ac)
🔖ISUZU (Non Ac)

⚪তাদের রুট সমূহ:
🔰চাঁপাই-রাজশাহী-নাটোর-ঢাকা
🔰চাঁপাই-রাজশাহী-নাটোর-ঢাকা-চট্টগ্রাম
🔰চাঁপাই-রাজশাহী-নাটোর-ঢাকা-চট্টগ্রাম- কক্সবাজার
🔰চাঁপাই-রাজশাহী-নাটোর-ঢাকা-নোয়াখালী

📸 Al Mamun (BDBL)

© BD BUS LOVER

💠মারছা ট্রান্সপোর্ট 💠হালের ক্রেজ খ্যাত মারছা ট্রান্সপোর্ট। এগ্রেসিভ ফ্রন্টের সাথে ক্লাসিক ভাইভের আকর্ষণীয় পেইন্ট সহ দুর্...
22/12/2023

💠মারছা ট্রান্সপোর্ট 💠
হালের ক্রেজ খ্যাত মারছা ট্রান্সপোর্ট। এগ্রেসিভ ফ্রন্টের সাথে ক্লাসিক ভাইভের আকর্ষণীয় পেইন্ট সহ দুর্দান্ত সার্ভিসের কম্বিনেশনে মারছা যেনো বর্তমানে সবার কাছে প্রিয় নামে পরিনত হয়েছে।

চট্টগ্রাম - কক্সবাজার রুটের মাধ্যমে আত্মপ্রকাশ করে মারছা ট্রান্সপোর্ট। পরবর্তীতে ঢাকা - চট্টগ্রাম - কক্সবাজার রুটের মাধ্যমে রাজধানী ঢাকা থেকে সার্ভিস দেয়া শুরু করে।

ঢাকা - চট্টগ্রাম মহাসড়ক থেকে মারছা ট্রান্সপোর্ট এর অসাধারন ছবিটি ফ্রেমবন্দী করেছেন:- ফরহাদ হুসাইন।

© BD BUS LOVER...

🔰বাম্পারে বাম্পারে ছুটে চলছে গ্রামীন ট্রাভেলস এর নন-এসি ও হুন্দ্যাই।ছবি:- Al Mamun
21/12/2023

🔰বাম্পারে বাম্পারে ছুটে চলছে গ্রামীন ট্রাভেলস এর নন-এসি ও হুন্দ্যাই।

ছবি:- Al Mamun

✳️SCANIA✳️উপমহাদেশে বেসরকারি যাত্রী পরিবহনের লক্ষ্যে প্রথম Scania এনেছিলো গ্রীণ লাইন পরিবহণ। তারাই সর্বপ্রথম উপমহাদেশের ...
21/12/2023

✳️SCANIA✳️

উপমহাদেশে বেসরকারি যাত্রী পরিবহনের লক্ষ্যে প্রথম Scania এনেছিলো গ্রীণ লাইন পরিবহণ। তারাই সর্বপ্রথম উপমহাদেশের মানুষকে Scania এর সাথে পরিচয় করে দিয়েছিলো।

মালেশিয়ান বডি বিল্ডার এমট্রান্স/স্কোমি থেকে ইরিজার ক্লোন শেইপ দিয়ে ৮ - ১০ ইউনিট বাস এনেছিলো গ্রীণ লাইন!

তবে এদেশে স্ক্যানিয়ার সুদিন এসেছে সোহাগ এর হাত ধরে। সোহাগ পরিবহণ যখন এসি সার্ভিসে ধীরে ধীরে তাদের ব্র‍্যান্ড চেইঞ্জ করে Volvo থেকে Scania তে নিজেদের ফ্লিট কনভার্ট করছিল একইসাথে তারা ইনোভেটিভ মটরস নামে এদেশে Scania এর ডীলার হিসেবে পরিচিতি লাভ করেছিল । সোহাগ প্রিমিয়াম সিরিজের অসাধারণ বাসগুলো ইনোভেটিভ মটরস এদেশেই বডি করে। সোহাগের প্রিমিয়াম সিরিজ ছিল তাদের বহরের প্রথম Scania....

পরর্বতিতে কয়েকবছর শুধু গ্রীণ লাইন এবং সোহাগই দেশে Scania অপারেট করে। এরমধ্যে সোহাগ প্রিমিয়ামও পরিবর্তন হয়ে সোহাগ এলিটে রূপ নেয়। বলে রাখা ভালো, দেশে প্রথম Scania মাল্টি এক্সেলও এনেছিলো সোহাগ, যা ছিলো মালেশিয়ান SKS Coachbuilders এ বডি হওয়া।

পরবর্তি বছর গুলোতে একে একে ন্যাশনাল ট্রাভেলস, নাবিল পরিবহন, শ্যামলী পরিবহন, আগমনী এক্সপ্রেস, শাহজাদপুর ট্রাভেলস, রয়েল এক্সপ্রেস, এনা ট্রান্সপোর্ট Scania অপারেটরদের খাতায় নিজেদের নাম লিখায়।

ছবি:- Abdur Rahim....

© BD BUS LOVER

💠Youtube চ্যানেল লিংক:- https://youtube.com/?si=_P7Jx4V_FaQ3hzkO

হারিয়ে যাওয়া অপারেটর...বর্তমানে তারা মিয়ামি এয়ারকনে....
20/12/2023

হারিয়ে যাওয়া অপারেটর...
বর্তমানে তারা মিয়ামি এয়ারকনে....

🔰রয়েল কোচের সুপিরিয়র থেকে  ভাড়া নেওয়া এই হুন্দ্যাই গুলো  দিয়ে কুমিল্লার মিয়ামি এয়ারকনের হুন্দ্যাইয়ের যাত্রা শুরু হয়ে ছিল...
19/12/2023

🔰রয়েল কোচের সুপিরিয়র থেকে ভাড়া নেওয়া এই হুন্দ্যাই গুলো দিয়ে কুমিল্লার মিয়ামি এয়ারকনের হুন্দ্যাইয়ের যাত্রা শুরু হয়ে ছিলো।

🔷আমাদের ইউটিউব চ্যানেল লিংক:- https://youtube.com/?si=eHQYqNPw2vxZp3Ag

এসবি সুপার ডিলাক্স এর বহরে যুক্ত হয়েছে এক ইউনিট স্ক্যানিয়া। বাসটি পূর্বে গ্রীন লাইন এর বহরে চলমান ছিলো। বিজনেস ক্লাস সি...
18/12/2023

এসবি সুপার ডিলাক্স এর বহরে যুক্ত হয়েছে এক ইউনিট স্ক্যানিয়া।

বাসটি পূর্বে গ্রীন লাইন এর বহরে চলমান ছিলো।

বিজনেস ক্লাস সিট বিশিষ্ট এই বাসটি এসবি সুপার ডিলাক্স এর বহরে ঢাকা - কুষ্টিয়া রুটে চলাচল করছে।

ঢাকা - কুষ্টিয়া রুটে এসবি সুপার ডিলাক্স এর বিজনেস ক্লাস বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৪০০ টাকা।

🔹বাসটি গ্রীন লাইন এর থেকে কিছুদিনের জন্য ভাড়া নিয়েছে এসবি সুপার ডিলাক্স।

ছবি: Rudro Tahmid &Aunto

© BD BUS LOVER

Sumon Shak ভাইয়ের ভরপুর ভালোবাসা❤️ছবি:- Aunto (BDBL)
17/12/2023

Sumon Shak ভাইয়ের ভরপুর ভালোবাসা❤️

ছবি:- Aunto (BDBL)

16/12/2023
আজ মহান বিজয় দিবস।১৯৭১ সালের এই দিনে পরাজিত হয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী এবং অর্জিত হয়েছিল স্বাধীনতা। এই বিজয়ের জ...
16/12/2023

আজ মহান বিজয় দিবস।

১৯৭১ সালের এই দিনে পরাজিত হয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী এবং অর্জিত হয়েছিল স্বাধীনতা। এই বিজয়ের জন্য আত্মত্যাগ করেছিলেন লাখো শহীদ।

বিজয় দিবস আমাদের জন্য একটি নতুন পথের সূচনা করে। এই দিনটি আমাদের আশা ও স্বপ্নের দিন। আমরা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করে একটি সমৃদ্ধ ও সুখী জাতি গড়ে তুলতে চাই।

স্বশ্রদ্ধচিত্তে স্মরণ করছি মহান মু‍ক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের এবং বীরাঙ্গনা মা-বোনদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের দেশ বাংলাদেশ।

© BD BUS LOVER

কোন এক শীতের সকালের ঘাটের ছবি এটা...জেআর ও সিডি বাম্পারে বাম্পারে...
15/12/2023

কোন এক শীতের সকালের ঘাটের ছবি এটা...
জেআর ও সিডি বাম্পারে বাম্পারে...

আপনার কি মনে হয় পক্ষী কি উড়াল দিবে?
14/12/2023

আপনার কি মনে হয় পক্ষী কি উড়াল দিবে?

🔰ঢাকা-বরিশাল রুটে যাত্রীসেবায় মোটামুটি শক্ত অবস্থানে নিজেদের তুলে ধরেছে সোহাগ পরিবহন।⭕আর এই শক্ত অবস্থানে পৌঁছাইতে সবচাই...
13/12/2023

🔰ঢাকা-বরিশাল রুটে যাত্রীসেবায় মোটামুটি শক্ত অবস্থানে নিজেদের তুলে ধরেছে সোহাগ পরিবহন।

⭕আর এই শক্ত অবস্থানে পৌঁছাইতে সবচাইতে বেশী অবদান রেখেছে সোহাগের এই স্ক্যানিয়া বাসগুলো।

📸 Ridoy ( BD BUS LOVER)

➡️আমাদের Youtube চ্যানেল লিংক:- https://youtube.com/?si=XbzU21mjou9RT9ni

12/12/2023

ইকোনোর কাছে পাত্তাই পেলো না হানিফ ও এসবি আরএন৮

দেখে মনে হতে পারে বিয়ের গাড়ি....কিন্তু না এটা বিডি বাস লাভার গ্রুপের গ্র্যান্ড ট্যুর-২৭ এর  ৪ টি বাসের মধ্যে একটি বাস হল...
12/12/2023

দেখে মনে হতে পারে বিয়ের গাড়ি....
কিন্তু না এটা বিডি বাস লাভার গ্রুপের গ্র্যান্ড ট্যুর-২৭ এর ৪ টি বাসের মধ্যে একটি বাস হলো এই ভলভো..

ছবি:- অর্নব মজুমদার ( BD BUS LOVER)

আসছে শীতকাল, এই শীতে পরিবার পরিজন নিয়ে কোথাও তো ঘুরতে যাওয়াই যায়!যদি আপনার গন্তব্য হয়ে থাকে বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈক...
11/12/2023

আসছে শীতকাল, এই শীতে পরিবার পরিজন নিয়ে কোথাও তো ঘুরতে যাওয়াই যায়!

যদি আপনার গন্তব্য হয়ে থাকে বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার বা সমুদ্র কন্যা কুয়াকাটা অথবা দেশের যেকোনো পার্বত্য অঞ্চল যেমন খাগড়াছড়ি, রাঙ্গামাটি বা সিলেট তাহলে আপনি অবশ্যই চাইবেন একটা ভালো ট্যুরমেট বেছে নিতে।

বলা যাক না গ্রীন লাইন পরিবহনের কথা! দীর্ঘ ৩৩ বছর ধরে দেশের সব গুরত্বপূর্ণ এবং পর্যটন নগরী গুলোতে সার্ভিস দিয়ে যাত্রীদের আস্থা অর্জন করে নিয়েছে তারা। দেশের গন্ডি পেরিয়ে তারা বর্তমানে বাংলাদেশ থেকে সরাসরি আমাদের প্রতিবেশী দেশ ভারতে ইন্টারন্যাশনাল রুটে যাত্রিসেবা দিয়ে যাচ্ছে।

ছবি:- Farhad (BDBL)

© BD BUS LOVER

🔴আমাদের Youtube চ্যানেল লিংক:- https://youtube.com/?si=B-dr1jVBVkwV4Vsw

আসসালামু আলাইকুমচট্টগ্রামের সাথে দক্ষিণের বিভিন্ন জেলার সংযোগকারী অপারেটর বলেশ্বর পরিবহন।বিভাগীয় শহর খুলনা থেকে সরাসরি ক...
10/12/2023

আসসালামু আলাইকুম

চট্টগ্রামের সাথে দক্ষিণের বিভিন্ন জেলার সংযোগকারী অপারেটর বলেশ্বর পরিবহন।

বিভাগীয় শহর খুলনা থেকে সরাসরি কক্সবাজার রুটে সাড়া জাগানো অপারেটর বলেশ্বর পরিবহন। যাত্রী সেবার কথা বিবেচনা করে তারাই সর্বপ্রথম নওয়াপাড়া-খুলনা-কক্সবাজার রুটে ০২ ইউনিট বিজনেস স্যুট ক্লাস এসি কোচ নিয়ে আসে।
বর্তমানে তারা দুইটি রুটে যাত্রী সেবা পরিচালনা করে আসছে।
তন্মধ্যে প্রথম রুট টি হলো -
যশোর(নওয়াপাড়া) হতে খুলনা-চট্টগ্রাম-কক্সবাজার।
দ্বিতীয় টি হলো -
বাগেরহাট(দাসপাড়া) হতে চট্টগ্রাম-কক্সবাজার।

ছবি : Ahsanul Haque

© BD BUS LOVER

join:- www.facebook.com/groups/bdbuslover

✰ ROYAL COACHসম্প্রতি রয়েল কোচ সুপেরিয়র এর ফ্লিটে যুক্ত হয়েছে নান্দনিক ডিজাইন ও পেইন্ট সম্বলিত দুই ইউনিট Sleeper Coach. ...
09/12/2023

✰ ROYAL COACH

সম্প্রতি রয়েল কোচ সুপেরিয়র এর ফ্লিটে যুক্ত হয়েছে নান্দনিক ডিজাইন ও পেইন্ট সম্বলিত দুই ইউনিট Sleeper Coach.

Ashoke Leyland 12m চ্যাসিস দিয়ে এই কোচগুলোর বডি তৈরি করেছে জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ।

কোচগুলো বলতে হলে Marcopolo Paradiso 1200 New G7 মডেলের আদলে তৈরিকৃত।

বর্তমানে এই কোচগুলো চট্টগ্রাম-বেনাপোল রুটে চলাচল করবে।

♻️ ছবিগুলি তুলেছেন MU Anik (BDBL)

© BD BUS LOVER

জুম্মা মোবারক আজ পবিত্র জুম্মার দিন।২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি ‘আমর ইব্‌নু দীনার (রহঃ)...
08/12/2023

জুম্মা মোবারক

আজ পবিত্র জুম্মার দিন।
২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

‘আমর ইব্‌নু দীনার (রহঃ) থেকে বর্ণিতঃ

আমরা ইব্‌নু উমর (রাঃ)-কে এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করলাম – যে ব্যক্তি ‘উমরাহ্‌র ন্যায় বাইতুল্লাহ্‌র ত্বওয়াফ করেছে কিন্তু সাফা-মারওয়ায় সা’ঈ করে নি, সে কি তার স্ত্রীর সাথে সঙ্গম করতে পারবে? তিনি জবাব দিলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এসে সাতবার বায়তুল্লাহ্‌ তওয়াফ করেছেন, মাকামে ইবরাহীমের নিকট দু’রাক’আত সালাত আদায় করেছেন আর সাফা-মারওয়ায় সা’ঈ করেছেন। তোমাদের জন্যে আল্লাহ্‌র রসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। (১৬২৩, ১৬২৭, ১৬৪৫, ১৬৪৭, ১৭৯৩ দ্রষ্টব্য) (আ.প্র. ৩৮১, ই.ফা. ৩৮৭) (আধুনিক প্রকাশনীঃ ৩৮১, ইসলামী ফাউন্ডেশনঃ ৩৮৭)


সহিহ বুখারী, হাদিস নং ৩৯৫

© BD BUS LOVER

সিম্পলের মধ্যে গর্জিয়াস লাগে দেশ ট্রাভেলস এর নীল পেইন্টের এই স্পয়লার হুন্দ্যাই গুলো।ছবি:- HDM TAREK (BDBL)
07/12/2023

সিম্পলের মধ্যে গর্জিয়াস লাগে দেশ ট্রাভেলস এর নীল পেইন্টের এই স্পয়লার হুন্দ্যাই গুলো।

ছবি:- HDM TAREK (BDBL)

🟥ইউনিক সার্ভিস⭕ নন-এসি সেক্টরে সবচাইতে বেস্ট সার্ভিস দেওয়ার কারনে তারা " #সার্ভিস_মাস্টার"উপাধি লাভ করে.... 👉আপনার কাছে ...
06/12/2023

🟥ইউনিক সার্ভিস

⭕ নন-এসি সেক্টরে সবচাইতে বেস্ট সার্ভিস দেওয়ার কারনে তারা " #সার্ভিস_মাস্টার"উপাধি লাভ করে....

👉আপনার কাছে ইউনিকের সাভিস কেমন লাগে জানাতে পারেন কমেন্টে।

আসসালামু আলাইকুমজনাব হুমায়ন কবির সাহেব এর হাত ধরে ১৯৯১ সালে ৪ ইউনিট Hino Ak-172 মডেলের বাস দিয়ে বরিশাল - বেনাপোল রুটের...
05/12/2023

আসসালামু আলাইকুম

জনাব হুমায়ন কবির সাহেব এর হাত ধরে ১৯৯১ সালে ৪ ইউনিট Hino Ak-172 মডেলের বাস দিয়ে বরিশাল - বেনাপোল রুটের মাধ্যমে যাত্রা শুরু হয় সাকুরা পরিবহনের। অতঃপর এক বছর পর থেকেই সাকুরা পরিবহন ঢাকা - বরিশাল রুট চালু করে। ২০০১ সালে সাকুরা পরিবহন ঢাকা থেকে বরিশালের পর্যটন কেন্দ্র কুয়াকাটায় সার্ভিস চালু করে। ২০১২ সালে যাত্রীসেবার মান আরো উন্নত করার লক্ষ্যে আফতাব অটোমোবাইলস থেকে ৪ ইউনিট Hino Ak 1j মডেলের এসি বাস নির্মাণ করে বহরে যুক্ত করে। বর্তমানে তাদের বহরে Hino Ak 1j মডেলের এসি বাসের পাশাপাশি কোরিয়ান Hyundai universe মডেলের বাসও রয়েছে।

ছবি:- Ridoy (BDBL)

©BD BUS LOVER

গ্রীন লাইন পরিবহণবাংলাদেশের পরিবহণ জগতের এসি সেক্টরের রাজা খ্যাত এই অপারেটরটি  ১৯৯০ সাল থেকে বেশ সুনামের সাথে যাত্রিসেবা...
04/12/2023

গ্রীন লাইন পরিবহণ

বাংলাদেশের পরিবহণ জগতের এসি সেক্টরের রাজা খ্যাত এই অপারেটরটি ১৯৯০ সাল থেকে বেশ সুনামের সাথে যাত্রিসেবা দিয়ে আসছে। সময়ের সাথে সাথে যাত্রিসেবার মান উন্নত করার পাশাপাশি তাদের ফ্লিটকেও তারা ঢেলে সাজিয়েছিল বিভিন্ন ইউরোপীয় ব্রান্ড তথা Volvo, Scania, Man দিয়ে। সেই সময়টা তাদের সোনালী যুগ বললেও ভুল হবে না!

আজ প্রায় এক যুগ এর ও বেশি হতে চললো গ্রীন লাইন পরিবহন যাত্রিসেবার মান আরো একধাপ এগিয়ে নিতে যুক্ত করেছে MAN ডাবল ডেকার মাল্টি এক্সেল কোচ এবং একই সাথে তাদের সেই সোনালী যুগের রঙ বেরঙের Volvo, Man, Scania Bi - axle গুলো কে প্রোপার মেন্টেনেন্স এর মাধ্যমে নতুন করে ঢেলে সাজিয়েছে।

© BD BUS LOVER

🟣আমাদের ইউটিউব চ্যানেল লিংক:- https://youtube.com/?si=TazoatxthVQ_d6vz

04/12/2023

এক ভিডিওতে জেনে নিন বাংলাদেশের সকল বাসের ইতিহাস।

সারা বিশ্বে ইউরোপীয় ব্র‍্যান্ড গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্র‍্যান্ড বলা যায় সুইডিশ জায়েন্ট Volvo কে। Volvo সারা বিশ্বে ...
03/12/2023

সারা বিশ্বে ইউরোপীয় ব্র‍্যান্ড গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্র‍্যান্ড বলা যায় সুইডিশ জায়েন্ট Volvo কে।

Volvo সারা বিশ্বে গাড়ি, ট্রাক, বাস, কন্সট্রাকশন ভেহিকেলস সাপ্লাই দিয়ে আসছে। সেই সুবাদে বাংলাদেশেও এসেছে Volvo এর বিভিন্ন বাস, গাড়ি, ট্রাক এবং কন্সট্রাকশন ভহিকেলস।

দেশে বেসরকারি ভাবে Volvo বাস এর পথচলা " গ্রীন লাইন পরিবহণ " এবং " সোহাগ পরিবহন " এর হাত ধরে হলেও দেশে Volvo মাল্টি এক্সেল বাসের পথচলা শুরু হয় " হানিফ এন্টারপ্রাইজ " এর হাত ধরে। তবে সেগুলি সরাসরি সুইডেন থেকে নয়, এসেছে Volvo এর ইন্ডিয়ান প্লান্ট থেকে। ২০১০ সালে, বেসরকারি ভাবে প্রথম বারের মতো মাল্টি এক্সেল Volvo B9r (manual) চ্যাসিস এর উপর Volvo 9400 শেপের বাস দেশে নিয়ে আসে হানিফ এন্টারপ্রাইজ। এখান থেকেই শুরু হয় দেশে Volvo B9r মাল্টি এক্সলের পথচলা। পরবর্তী কয়েক বছর ধাপে ধাপে বেশ কয়েক ইউনিট Volvo B9r (manual) দেশে আসে। ২০১৬ তে দেশে প্রথমবারের মত Volvo B9r I-shift (automatic) দেখা পাওয়া যায় হানিফ এন্টারপ্রাইজের হাত ধরে। এর মাঝে দেশে আমরা দেখা পেতে যাচ্ছিলাম Volvo B11r এর কিন্তু কিছু জটিলতার কারণে সেই বাস গুলো হানিফ এন্টারপ্রাইজ ডেলিভারি নেইনি যার দরুন দেশে Volvo মাল্টি এক্সেল এর ফ্লিট B9r এই সিমাবদ্ধ রয়ে যায়।

🔰ছবিটি ২০২২ সালের শুরুর দিকে তোলা...

© BD BUS LOVER

বাস লাভার দেখলে পাইলটরা হাসিমুখে এইভাবেই ভালোবাসা দিয়ে যায়..গ্রীন লাইন ইরিজার শেইপের এই সবুজ পেইন্টটি এখন প্রায় বিলুপ্ত...
02/12/2023

বাস লাভার দেখলে পাইলটরা হাসিমুখে এইভাবেই ভালোবাসা দিয়ে যায়..

গ্রীন লাইন ইরিজার শেইপের এই সবুজ পেইন্টটি এখন প্রায় বিলুপ্তের পথে....

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when RosulpuRi Express - BUS TUBER posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share