MH Entertainment & Travels

MH Entertainment & Travels স্বপ্ন অনেক, যেতে হবে বহুদূর...

MH Entertainment & Travels-পেজে আপনাকে স্বাগতম। এখানে সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে সংবাদ, ইসলামিক আলোচনা, কন্টেন্ট এবং ভিডিও প্রচার করা হয়। দর্শকদের জন্য থাকবে বিনোদন মূলক অনুষ্ঠান। এখানে মানুষের সামাজিক ও নৈতিক উন্নতির জন্য সার্বিক কার্যক্রম সম্পাদন করা হয়। এছাড়াও সামাজিক যে কোন অসঙ্গতি, দূনীতি, ও অনিয়মের সকল সংবাদ আপনি এখানে পাবেন। সমাজের উন্নয়ন মূলক কর্মকান্ড, মানুষের ব্যক্তিগত জীবনের সাফল্যের গল্প

ও এখানে সম্প্রচার করা হয়। এই পেজে সামাজিক সচেতনতা মূলক এবং শিক্ষামূলক কন্টেটও পাবেন। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, ইতিহাস ও ঐতিহ্য ইত্যাদি বিষয়ে কন্টেন্ট প্রচার করে দর্শকদের ভালবাসা ও গ্রহনযোগ্যতা অর্জন করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। সেক্ষেত্রে দর্শকদের সার্বিক সহযোগীতা একান্ত কাম্য। সর্বোপরি MH Entertainment & Travels পেজটি সকল শ্রেনী পেশার মানুষের একটি প্রিয় পেজ।

09/12/2024

আমাকে ফলো দিয়ে পেজ গ্রো করতে সাহায্য করুন।
আপনি আমাকে সাপোর্ট দিলে আপনিও সাপোর্ট পাবেন।

06/12/2024
পরিবারের পিচ্চিদের নিয়ে নৌকা ভ্রমন।
27/06/2024

পরিবারের পিচ্চিদের নিয়ে নৌকা ভ্রমন।

পরিবারের ছোটদের সাথে আনন্দঘন মুহূর্তে।  এরা সবাই আমার ছোট বাবা এবং ছোট মা।
09/05/2024

পরিবারের ছোটদের সাথে আনন্দঘন মুহূর্তে। এরা সবাই আমার ছোট বাবা এবং ছোট মা।

During Reunion of my School.
28/04/2024

During Reunion of my School.

25/04/2024

❌নির্বিচারে বৃক্ষ নিধন করছেন, বন উজাড় করছেন, সবুজ পরিবেশকে ধ্বংস করছেন কিন্তু কোন গাছ-পালা রোপণ করছেন না।
❌নদী ভরাট করছেন, ময়লা আবর্জনা ফেলে নদী-নালা ও খাল-বিলের পানি দূষণ করছেন কিন্তু পানি দূষণ রোধ করছেন না।
❌প্রতি নিয়তই পাহাড় কেটে কেটে পরিবেশকে হুমকির মুখে ঠেলে দিচ্ছেন কিন্তু এগুলো রক্ষা করছেন না।
❌পাল্লা দিয়ে ইটের ভাটা তৈরি করছেন, যানবাহন ও কল-কারখানার কালো ধোয়ার পরিবেশকে বিষাক্ত করে ফেলেছেন কিন্তু একটি বারও পরিবেশ রক্ষায় চিন্তা ফিকির করেননাই।
🟣তাহলে, আপনার গরম লাগবেনা তো ঠান্ডা লাগবে⁉️
🟣এক্ষেত্রে, গরমে আপনি পুড়বেন না তো কে পুড়বে❓
♦️মনে করছেন, ইস্তিস্কার নামাজ পড়লেই সব সমাধান হয়ে যাবে❓ কিন্তু না....
♦️অনাবৃষ্টি, খরা, বন্যা, ঘূর্নিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, বজ্রপাত, শিলা বৃষ্টি, অতিবৃষ্টি সহ নানান প্রাকৃতিক দূর্যোগে আপনাপকেই আঘাত করবে।
🔵আপনি প্রকৃতি ও পরিবেশকে ভালো রাখুন, তাহলে প্রকৃতিও আপনাকে ভালো রাখবে, আপনিও ভালো থাকবেন।
🔵মনে রাখবেন, এভাবে চলতে থাকলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের পৃথিবীতে বেঁচে থাকাটা কঠিন হবে পড়বে।
🌳🪴তাই আসুন, বেশি করে গাছ লাগাই। সবাই মিলে পরিবেশকে রক্ষা করি। আমরা নিজেরাও ভালো থাকি আর আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বসবাসযোগ্য একটা সবৃুজ-সুন্দর পৃথিবী তৈরি করে রেখে যাই।

🇧🇩মোঃ মাহমুদুল হাসান (মাছুম)
কুমিল্লা ক্যন্টনমেন্ট, কুমিল্লা।

বন্ধু জহিরের সাথে❤️💚💜
25/04/2024

বন্ধু জহিরের সাথে❤️💚💜

ওরা বেছে বেছে ধরে, চ্যালা-চুনো পুটি...রাঘোব বোয়াল থাকে বাইরে।ছিঁচকে চোরের পিঠ বাঁকা হয়-আম জনতার মাইরে।যারা বড় পদে থেকে, ...
23/04/2024

ওরা বেছে বেছে ধরে, চ্যালা-চুনো পুটি...
রাঘোব বোয়াল থাকে বাইরে।
ছিঁচকে চোরের পিঠ বাঁকা হয়-
আম জনতার মাইরে।
যারা বড় পদে থেকে, বসে একে বেঁকে...
করছে পুকুর চুরি।
ঘুষের টাকায় নামে-বেনামে গড়ে,
সম্পদ ভুরি ভুরি।
ওদের কাছে আইন-আদালত যেন...
ছেলের হাতের মোয়া।
চলনে বলনে মনে হয় ওরা,
তুলসী পাতায় ধোয়া।
প্রশাসন আর কাচারিকে ওরা...
দেখায় বৃদ্ধাঙ্গুল।
ভেবে নেয় যেনো সোজা হবে না'কো,
বেঁকে থাকা এক চুল।
পাপের বোঝা ভারি হয়ে গেছে....
বেড়ে গেছে বহু ঋণ!
কড়ায়-গন্ডায় হিসাব বুঝে নেবো মোরা,
বিচারের সিই দিন।
♦️মোঃ মাহমুদুল হাসান (মাছুম)
♦️ফরিজপুর, ময়নামতি, কুমিল্লা ক্যান্টমেন্ট।
♦️তারিখঃ ২৩-০৪-২০২৪, মঙ্গলবার
১০ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সত্যিই এবার শুধিতে হইবে ঋণ!
22/04/2024

সত্যিই এবার শুধিতে হইবে ঋণ!

Relax Mood.
22/04/2024

Relax Mood.

 #বকুলপুর নাটকের সাবেক চেয়াম্যান  #মোসলেম_সরকার আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন।জনপ্রিয় নাটক বকুলপুর দেখতে...
22/04/2024

#বকুলপুর নাটকের সাবেক চেয়াম্যান #মোসলেম_সরকার আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন।
জনপ্রিয় নাটক বকুলপুর দেখতে দেখতে তার আসল নামটাই ( #অলিউল_হক_রুমি) ভুলে গেছি। আমার কাছে মনে হচ্ছে নাটকের চরিত্রের "মোসলেম সরকার" নামটাই তার আসল নাম। তার নাটক দেখলে কোনো ভাবেই বোঝার উপায় ছিলোনা যে, এটা তার অভিনয়। মনে হতো সব কিছুই বাস্তব।
মহান আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন সেই প্রার্থনাই করি।

পুণর্মিলনী না হলে কখনোই তোদের একসাথে পেতাম না। এবার তোদেরকে কাছে পেয়ে কলিজাটা ঠান্ডা হয়ে গেলো। তোদের জন্য দোয়া ও শুভকামন...
16/04/2024

পুণর্মিলনী না হলে কখনোই তোদের একসাথে পেতাম না। এবার তোদেরকে কাছে পেয়ে কলিজাটা ঠান্ডা হয়ে গেলো। তোদের জন্য দোয়া ও শুভকামনা সব সময়। যেখানেই থাকিস, যত দূরেই থাকিস ভাল থাকিস সব সময়। #বন্ধু_সেতো_এক_অবিচ্ছেদ্য_বন্ধন।🥰

26/01/2024

পার্থিব জীবনের যে সকল ক্ষেত্রে আর্থিক লেনদেন করবেন, সব জায়গায় মনে মনে বিল পরিশোধ করুন। কারন, বর্তমানে নাকি মনে মনে চিন্তা করলেই সব কিছু হয়ে যায় 🤣🤣🤣
ফ্যাক্টঃ শরীফ থেকে শরীফা।

শুভ জন্মদিন  #ছোট_মা।
14/01/2024

শুভ জন্মদিন #ছোট_মা।

বন্ধুরা,, এদের মাঝে একটা জায়গায় ১০০% মিল আছে। বলুনতো দেখি সেটি কি?? না পারলে আমি বলে দিচ্ছি, সেটা হলো...  .....   ..... ...
12/01/2024

বন্ধুরা,, এদের মাঝে একটা জায়গায় ১০০% মিল আছে। বলুনতো দেখি সেটি কি?? না পারলে আমি বলে দিচ্ছি, সেটা হলো... ..... ..... ..... ..... .... ..... ..... ..... ..... ...... ....... ......... .......... ............. ............ ...... ............. ............. ................... ................. .................... ............... ............................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................ এরা সবাই অত্যন্ত জ্ঞানী।

আলহামদুলিল্লাহ,  ভাতিজা (বড় ভাইয়ের ছেলে)   #মোঃ_রেদোয়ান (মাশির)  #বার্ষিক_পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে। ওর জন্য ...
10/01/2024

আলহামদুলিল্লাহ, ভাতিজা (বড় ভাইয়ের ছেলে) #মোঃ_রেদোয়ান (মাশির) #বার্ষিক_পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে। ওর জন্য সবার কাছে দোয়া চাই।

Address

Gomoti Tower, 3rd Floor, Shop No-A , Cumilla Cantonment
Cumilla
3501

Telephone

+8801921108620

Website

Alerts

Be the first to know and let us send you an email when MH Entertainment & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MH Entertainment & Travels:

Share