বন্ধুত্ব চিরদিনের

বন্ধুত্ব চিরদিনের ভ্রমণের মাধ্যমে বন্ধুত্বের নেটওয়ার্ক।

শীতের বিকালে।
22/12/2023

শীতের বিকালে।

04/07/2022

শুভলং ঝর্ণায় জলকেলি ।

29/06/2022

শুভলং ঝর্ণা।

06/01/2022
কুষ্টিয়া শিলাইদহ কুঠিরবাড়ি।। কুলফি আর খেজুররসের স্বাদ পেতে হলে যেতে হবে এই শীতেই ।  ঢাকা থেকে গিয়ে একদিনেই ঘুরে আসা যায়।...
06/01/2022

কুষ্টিয়া শিলাইদহ কুঠিরবাড়ি।। কুলফি আর খেজুররসের স্বাদ পেতে হলে যেতে হবে এই শীতেই । ঢাকা থেকে গিয়ে একদিনেই ঘুরে আসা যায়।
কিভাবে যাবেন: ঢাকা থেকে ট্রেন বা বাসে যাওয়া যায় । ট্রেনে গেলে নামতে হবে। পোরাদহ রেল ষ্টেশনে সেখান থেকে সিএনজি বা অটোতে শিলাইদহ যাওয়া যায়। বাসে যেতে চাইলে ঢাকা কল্যানপুর হতে যেতে হবে ।

থাকবেন কোথায় : কুষ্টিয়া মজমের গেটে থাকার অনেক হোটেল আছে।। সেখানে খাওয়াও ভাল মানে হোটেল আছে। শিল্পী হোটেল খেতে পারেন।।

যশোর ফুলের রাজ্যে।।
06/01/2022

যশোর ফুলের রাজ্যে।।

06/01/2022
06/01/2022
আবার বার বার যেতে মন চায়।  https://youtu.be/fDNPOIns2sQ
30/04/2020

আবার বার বার যেতে মন চায়।
https://youtu.be/fDNPOIns2sQ

টাংগুয়ার হাওড়, টেকেরঘাট, বারিক্কটিলা, চিনামাটির পাহাড়, দুর্গাপুর, ময়মনসিংহসহ তিনদিনের ভ্রমন।

করোনা ভাইরাসের প্রভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে । নিজে সচেতন থাকুন, অপরকে নিরাপদ রাখুন।
16/04/2020

করোনা ভাইরাসের প্রভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে ।
নিজে সচেতন থাকুন, অপরকে নিরাপদ রাখুন।

17/12/2019

আক্তারুজ্জামানের প্রধান কাকার জন্মদিন।

ঐতিহ্যের শহর ময়মনসিংহ।  জমিদার বাড়ি,  শশিলজ, কৃষি ইউনিভার্সিটি।।।
13/11/2019

ঐতিহ্যের শহর ময়মনসিংহ। জমিদার বাড়ি, শশিলজ, কৃষি ইউনিভার্সিটি।।।

সাত শহিদের মাজার, চিনামাটির পাহাড়,  বিজয়পুর বিজেপি ক্যাম্প, বিরিশিরি দূরগাপুর, নেত্রকোনা।
13/11/2019

সাত শহিদের মাজার, চিনামাটির পাহাড়, বিজয়পুর বিজেপি ক্যাম্প, বিরিশিরি দূরগাপুর, নেত্রকোনা।

শিমুল বাগান,  বারিক্কা টিলা,  যাদুকাটা নদী,  লাকমাছড়া টেকেরঘাট সুনামগঞ্জ পাহাড় যেখানে হেলান দিয়ে আছে আকাশের কোলে।।।
13/11/2019

শিমুল বাগান, বারিক্কা টিলা, যাদুকাটা নদী, লাকমাছড়া টেকেরঘাট সুনামগঞ্জ পাহাড় যেখানে হেলান দিয়ে আছে আকাশের কোলে।।।

টাংগুয়া হাওড় টেকেরঘাট যাওয়া পথে। আকাশ আর জলের মিতালি পাহাড়ের সনে।
12/11/2019

টাংগুয়া হাওড় টেকেরঘাট যাওয়া পথে। আকাশ আর জলের মিতালি পাহাড়ের সনে।

তিন-দিন-চার রাত টাংগুয়া হাওড়,  বিরিশিরি, ময়মনসিংহ ঘুরে আসার পরিকল্পনাঃ ৭/১১/২০১৯ রাত ১১.৫০ ঢাকা থেকে হাওড় ট্রেনে ৮/১১/২০...
12/11/2019

তিন-দিন-চার রাত টাংগুয়া হাওড়, বিরিশিরি, ময়মনসিংহ ঘুরে আসার পরিকল্পনাঃ
৭/১১/২০১৯ রাত ১১.৫০ ঢাকা থেকে হাওড় ট্রেনে ৮/১১/২০১৯ মোহনগঞ্জ। অটোরিকশা দিয়ে ধরমপাশা। লেগুনা ভাড়া করে মধ্যনগর বাজার নাস্তা করব। ট্রলার রিজার্ভ করে টাংগুয়া হাওর ভ্রমন। টাংগুয়া হাওড়ে পানিতে নেমে ঝাপাঝাপি করে গোসল করে টেকেরঘাট বাজার চলে যাব। দুপুরের খাবার খেয়ে নীলাদ্রি লেক দেখে। মোটরসাইকেল ভাড়া করে বারিক্কা টিলা, যাদুকাটা নদী, শিমুলবাগান, লাকমাছড়া দেখে ফিরে আসব টেকেরঘাট বাজার। রাতে ট্রলারে আডডা মাস্তি করে সকালে ট্রলারে ফিরে আসব
৯/১১/২০১৯ কমলাকান্দাবাজার। কমলাকান্দা বাজারে ray Hotel সকালের নাস্তা করে সিএনজি ভাড়া করে চলে যাব নাজিরপুর বাজার। সেখান থেকে সাত শহীদের সমাধি, লেংগুনা টিলা, গোপালপুর লাস্ট গাড়োপাহাড়, বরডারের তিনালী বাজার দেখে চলে যাব দুরগাপুর বিরিশিরি বাজার। হোটেল রিজার্ভ করে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে তেরিবাজার নদী পাড় হয়ে শিবগঞ্জ বাজার। অটো রিজার্ভ করে বিজিবি ক্যাম্প, রানীমাতা স্মৃতিসৌধ, রাজটিলা দেখে চলে যাব বিরিশিরি চিনামাটির পাহাড় দেখে চলে আসব সোমেশ্বরী নদীর পাড়ে। বিকালে নদী দেখে রাতে খাবার খেয়ে ফিরে আসব হোটেলে। পরদিন সকালে জারিরা রেলস্টেশন থেকে ৮ঃ৩০ ট্রেনে উঠে চলে আসব
১০/১১/২০১৯ ময়মনসিংহ, সকালের নাস্তা করব। হোটেল রিজার্ভ করে ফ্রেশ হয়ে সিএনজি অটোরিকশা নিয়ে চলে যাব শশীলজ দেখে জমিদার বাড়ি চলে যাব। দুপুরের খাবার খাব মুক্তাগাছা জমিদার। ফিরে আসব হোটেলে ফ্রেশ হয়ে সিএনজি ভাড়া করে বিকালে কৃষি বিশব্বিদ্যালয় ঘুরব। জয়নুল আবেদীন সংগ্রহশালার ঘুরে ব্রহ্মপুত্রে নদীতে ঘুরে রাতে প্রেসক্লাবে এর ক্যানটিনে খাবার খেয়ে হোটেলে ফিরে যাব। রাতে /সকালে ট্রেনে উঠে চলে আসব
১১/১১/২০১৯ ঢাকা।।।
কিছু প্রয়োজনীয় ফোন নাম্বারঃ
বিরিশিরি গেস্ট হাউজ
ymca guest house : 01743306230
নদী বাংলা গেস্ট হাউজঃ ০১৭৭১৮৯৩৫৭০
ট্রলার মিন্টু মিয়া সরকার ০১৭৪৭২৪৮২৩৬

বি দ্রঃ তারিখের স্থানে আপনার শুরু দিন থেকে হবে।।
আমাদের খরচ হয়েছিল মাত্র ৩৫০০/ টাকা।

03/11/2019

ঘুরে এলাম কুমিল্লা শালবনবিহার।।

02/11/2019

বান্দরবান, রাংগামাটি ভ্রমণ।

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when বন্ধুত্ব চিরদিনের posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Tour Guides in Cumilla

Show All