12/11/2019
তিন-দিন-চার রাত টাংগুয়া হাওড়, বিরিশিরি, ময়মনসিংহ ঘুরে আসার পরিকল্পনাঃ
৭/১১/২০১৯ রাত ১১.৫০ ঢাকা থেকে হাওড় ট্রেনে ৮/১১/২০১৯ মোহনগঞ্জ। অটোরিকশা দিয়ে ধরমপাশা। লেগুনা ভাড়া করে মধ্যনগর বাজার নাস্তা করব। ট্রলার রিজার্ভ করে টাংগুয়া হাওর ভ্রমন। টাংগুয়া হাওড়ে পানিতে নেমে ঝাপাঝাপি করে গোসল করে টেকেরঘাট বাজার চলে যাব। দুপুরের খাবার খেয়ে নীলাদ্রি লেক দেখে। মোটরসাইকেল ভাড়া করে বারিক্কা টিলা, যাদুকাটা নদী, শিমুলবাগান, লাকমাছড়া দেখে ফিরে আসব টেকেরঘাট বাজার। রাতে ট্রলারে আডডা মাস্তি করে সকালে ট্রলারে ফিরে আসব
৯/১১/২০১৯ কমলাকান্দাবাজার। কমলাকান্দা বাজারে ray Hotel সকালের নাস্তা করে সিএনজি ভাড়া করে চলে যাব নাজিরপুর বাজার। সেখান থেকে সাত শহীদের সমাধি, লেংগুনা টিলা, গোপালপুর লাস্ট গাড়োপাহাড়, বরডারের তিনালী বাজার দেখে চলে যাব দুরগাপুর বিরিশিরি বাজার। হোটেল রিজার্ভ করে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে তেরিবাজার নদী পাড় হয়ে শিবগঞ্জ বাজার। অটো রিজার্ভ করে বিজিবি ক্যাম্প, রানীমাতা স্মৃতিসৌধ, রাজটিলা দেখে চলে যাব বিরিশিরি চিনামাটির পাহাড় দেখে চলে আসব সোমেশ্বরী নদীর পাড়ে। বিকালে নদী দেখে রাতে খাবার খেয়ে ফিরে আসব হোটেলে। পরদিন সকালে জারিরা রেলস্টেশন থেকে ৮ঃ৩০ ট্রেনে উঠে চলে আসব
১০/১১/২০১৯ ময়মনসিংহ, সকালের নাস্তা করব। হোটেল রিজার্ভ করে ফ্রেশ হয়ে সিএনজি অটোরিকশা নিয়ে চলে যাব শশীলজ দেখে জমিদার বাড়ি চলে যাব। দুপুরের খাবার খাব মুক্তাগাছা জমিদার। ফিরে আসব হোটেলে ফ্রেশ হয়ে সিএনজি ভাড়া করে বিকালে কৃষি বিশব্বিদ্যালয় ঘুরব। জয়নুল আবেদীন সংগ্রহশালার ঘুরে ব্রহ্মপুত্রে নদীতে ঘুরে রাতে প্রেসক্লাবে এর ক্যানটিনে খাবার খেয়ে হোটেলে ফিরে যাব। রাতে /সকালে ট্রেনে উঠে চলে আসব
১১/১১/২০১৯ ঢাকা।।।
কিছু প্রয়োজনীয় ফোন নাম্বারঃ
বিরিশিরি গেস্ট হাউজ
ymca guest house : 01743306230
নদী বাংলা গেস্ট হাউজঃ ০১৭৭১৮৯৩৫৭০
ট্রলার মিন্টু মিয়া সরকার ০১৭৪৭২৪৮২৩৬
বি দ্রঃ তারিখের স্থানে আপনার শুরু দিন থেকে হবে।।
আমাদের খরচ হয়েছিল মাত্র ৩৫০০/ টাকা।