Traveller Sharif

Traveller Sharif ভালোলাগে ঘুরতে পাহাড়, সমূদ্র ও মানুষের সফলতা দেখতে। নিজের মতো চলতে এবং রাতের নিস্তব্ধতা অনুধাবন করতে।

26/08/2023

I gained 48 followers, created 29 posts and received 1,786 reactions from May to August! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

মাত্র ২৭ হাজার বর্গমাইলের দেশ হলেও জর্জিয়াতে রয়েছে অনেক অনেক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের উৎস যা পৃথিবীর অন্য জায়গাতে বি...
26/08/2023

মাত্র ২৭ হাজার বর্গমাইলের দেশ হলেও জর্জিয়াতে রয়েছে অনেক অনেক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের উৎস যা পৃথিবীর অন্য জায়গাতে বিরল।

ককেশাস পর্বতমালার দক্ষিণের ঢাল বেয়ে উৎপন্ন হওয়া আরাগভি নদী এ স্থানে এসে দুই অংশে বিভক্ত হয়েছে। সাদা অংশের নাম ‘টেটরি আরাগভি’ বা ‘হোয়াইট আরাগভি’ এবং কালো অংশের নাম ‘শাভি আরাগভি’ বা ‘ব্ল্যাক আরাগভি’।

নদীর তলদেশে স্যান্ডস্টোন থেকে শুরু করে স্লেট ও চুনাপাথরের উপস্থিতি আরাগভি নদীর দুই অংশকে দুই ভিন্ন বর্ণে বিভক্ত করেছে। মজার বিষয় হচ্ছে, আরাগভি নদীর এ দুই অংশের জলপ্রবাহ কখনও একে অপরের সাথে মিলিত হয় না। সব সময় দুই রঙের দুইটি ভিন্ন স্তর গঠনের মাধ্যমে স্বতন্ত্রভাবে তারা প্রবাহিত হয়।

#জর্জিয়া #ককেশাস পর্বতমালা #ভ্রমণ
Sharif #প্রধান খবর
www.prodhankhabor.com
#দাউদকান্দি রিপোর্টার্স ক্লাব
#সাংবাদিক শরীফ প্রধান পাঠাগার
#কাদিয়ারভাঙ্গা প্রধানগোষ্ঠী ফাউন্ডেশন
#বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরাম
#দাউদকান্দি সাহিত্য সংসদ

মহান আল্লাহ মৃত থেকে জীবিতকে সৃষ্টি করেছেন এবং জীবিত থেকে মৃতকে সৃষ্টি করেছেন।বাড়ীর উঠোনে কংক্রিটের স্তুপ। সেখানে বেঁড়ে ...
25/08/2023

মহান আল্লাহ মৃত থেকে জীবিতকে সৃষ্টি করেছেন এবং জীবিত থেকে মৃতকে সৃষ্টি করেছেন।

বাড়ীর উঠোনে কংক্রিটের স্তুপ। সেখানে বেঁড়ে উঠেছে একটি বাঙ্গি গাছ। সেই গাছে আবার বাঙ্গি ধরেছে। কিছুদিন পূর্বে বাড়ি যাওয়ারপর মা" রাতের বেলায় 'বাঙ্গি "কেটে দেয়। আমিতো দেখে অবাক। কারন, বাঙ্গির সিজন শেষ। তখন বললো উঠানের গাছে ধরেছে। কিন্তু আমার চোখে পরেনি।

গতকাল রাতে বাড়ি যাই। আজ বিকেলে বাড়ী থেকে বের হওয়ার প্রস্তুতি। মা আর বাবা' বারান্দায় বসে আছে। আমি জুতা পরে বের হলাম। উঠানে কংক্রিটের স্তুপের উপর বাঙ্গি গাছটি চোখে পরে। এবং গাছে একটি বাঙ্গি। আমি বাঙ্গির সাথে ছবি তুলতে শুরু করি। এবং মাকে বলি, কে গাছ রোপন করেছে। মা বলেলো, এমনিতেই উঠেছে। এদিকে মা ' গাছটির যত্ম নিচ্ছেন।

মা' ডেকে বলে, দেখিতো ছবি কেমন হইছে। ঘরের সামনে এগিয়ে গিয়ে ছবি দেখাই। এবং বলি, যেভাবে আছেন সেভাবে থাকেন। মা -বুঝে উঠার আগেই কয়েকটি সেল্ফি নিলাম। কিছুক্ষণ পর মা বলে, আরে এই অবস্থায় ছবি তুলিছ না। আমি বললাম, কিছু হবে না। বাবাকে বললাম, সামনে আসেন। এখন বাবা-মা, আমি পোজ দিয়ে সেলফি নিলাম। ছবি নেওয়া শেষে বাবা-মা থেকে বিদায় নিয়ে বের হলাম।

আল্লাহ যদি ভাগ্যে কিছু রাখেন তা এভাবেই আসে। আলহামদুলিল্লাহ।
বি:দ্র: উঠানে যেই কংক্রিট গুলো রাখা হয়েছে। তা নির্মাণাধীন "পাঠাগার-এর জন্য।

২৫ আগস্ট ২০২৩ #বাঙ্গি #উঠোন #বাবা-মা
#প্রধানবাড়ী #কাদিয়ারভাঙ্গা
Sharif #প্রধান খবর
www.prodhankhabor.com
#সাংবাদিক শরীফ প্রধান পাঠাগার
#কাদিয়ারভাঙ্গা প্রধানগোষ্ঠী ফাউন্ডেশন
#বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরাম
#বেগম রহিমারোশন গার্লস মাদরাসা
#কাদিয়ারভাঙ্গা সামিত-সাফাত স্পোটিং ক্লাব
#দাউদকান্দি সাহিত্য সংসদ
#দাউদকান্দি রিপোর্টার্স ক্লাব

এক নক্ষত্রের রাতে পৃথিবীর পথেমানুষ প্রথম পদচিহ্ন এঁকে বলে,'এসো ভালোবাসি'। অতঃপর ভালোবাসাজীবন-মরণের অনিবার্য পাঠ।        ...
24/08/2023

এক নক্ষত্রের রাতে পৃথিবীর পথে
মানুষ প্রথম পদচিহ্ন এঁকে বলে,
'এসো ভালোবাসি'। অতঃপর ভালোবাসা
জীবন-মরণের অনিবার্য পাঠ।
-মোশাররফ শরিফ।

অগ্রজ বন্ধু সাকু ভাই। রাতে কল দিয়ে বলে আসো। বাসা থেকে বের হলাম। তিঁনি আমাকে বইটি উপহার দিলেন। বইটি নিয়ে হাটঁছি, পড়ছি।
দাউদকান্দির কৃতিসন্তান প্রফেসর ডা: মোশাররফ শরিফ স্যার বইটি লিখেছেন। আপনিও পড়তে পারেন। আমার ভালোলেগেছে।

২৪ আগস্ট ২০২৩ #বই #সূর্যোদয়ে সূর্যস্নান
#কবিতা #মোশাররফ শরিফ
Sharif #প্রধান খবর
www.prodhankhabor.com
#দাউদকান্দি রিপোর্টার্স ক্লাব
#সাংবাদিক শরীফ প্রধান পাঠাগার
#কাদিয়ারভাঙ্গা প্রধানগোষ্ঠী ফাউন্ডেশন
#বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরাম
#বেগম রহিমারোশন গার্লস মাদরাসা

ভালবাসা হলো নদীর মতোযখনই কোনো বাধা পাবে তখনই নতুন পথ খুজে নিবে।             -ক্রিস্টাল মিডলেমাস #১৮ আগস্ট ২০২৩  #ভ্রমণ  ...
18/08/2023

ভালবাসা হলো নদীর মতো
যখনই কোনো বাধা পাবে
তখনই নতুন পথ খুজে নিবে।
-ক্রিস্টাল মিডলেমাস

#১৮ আগস্ট ২০২৩ #ভ্রমণ #ষাটনল #মোহনপুর #মতলব উত্তর #চাঁদপুর
Sharif #প্রধান খবর
www.prodhankhabor.com
#দাউদকান্দি রিপোর্টার্স ক্লাব
#সাংবাদিক শরীফ প্রধান পাঠাগার
#কাদিয়ারভাঙ্গা প্রধানগোষ্ঠী ফাউন্ডেশন
#বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরাম

10/08/2023

বিদ্যালয় নয়
যেন বিশ্ববিদ্যালয় '

৪ আগস্ট ২০২৩
আগরতলা"

আমার দেশ' আমার অহংকার.........দেশের সীমানায় এসে হাত ছেঁড়ে বড় করে একটা নিশ্বাস নেই। আমি স্বাধীন, আমি মুক্ত। আমার দেশে পৌছ...
07/08/2023

আমার দেশ' আমার অহংকার.........

দেশের সীমানায় এসে হাত ছেঁড়ে বড় করে একটা নিশ্বাস নেই। আমি স্বাধীন, আমি মুক্ত। আমার দেশে পৌছেগেছি। এটা কত আনন্দের সেটা বুঝানো যাবে না। সত্যিই আমার দেশ, আমার অহংকার।

আগরতলা ও ত্রিপুরা ভ্রমণে বিরল অভিজ্ঞতা অর্জন হয়েছে। সেখানকার সংস্কৃতী,ধর্ম, মানুষের আচরন, রীতিনীতি আমাদের সাথে মিল থাকলেও নীরব এক নির্যাতন যেন চলেই যাচ্ছে। যতটুকু বুঝতে পেরেছি এবং ইতিহাস পড়েছি।

একটা দাঙ্গা বা ঝগড়া-বিবাদ হলেই বড় সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আসলে পৃথক হওয়া, ছেড়ে যাওয়া কতটুকু কল্যান বয়ে আনে, সেটা আর বুঝার বাকি রইলো না। আমাদের জাতীগত ভাইদের সেখানে কী অবস্থা। তাদের জীবন মান কেমন? গভীরভাবে না জানলেও বুঝার আর বাকি নেই।

নিজস্ব ধর্মীয় রীতি নীতি পালন করতে পারছে না মুসলীমরা। প্রকাশ্যে গরু জবাই করা নিষেধ। বাজারেও পাওয়া যায় না গরুর গোস্ত।একটি ধর্মীয় সম্প্রদায়কে তার ধর্মীয় আচার-অনুষ্ঠানে বাধা প্রদান করা নিহাত অন্যায় ও জুলুম।

বাংলাদেশী নাম শোনলেই কেমন যেন করে। হিংসার চোখে দেখে। কেউ বলে, আমাদের স্বাধীনতা যুদ্ধে তারই সব করেছে, আবার কেউ মনে করে পকিস্তানের সাথে আমাদের ভালো সম্পর্ক। সেখানকার মুসলীমরা বলেছে, মুসলীমরা দল বেঁধে বাংলাদেশে চলে যাওয়ায় তারা এখন সংখ্যায় কম এবং অসহায়।

সকালে হোটেল ছেঁড়ে ইমিগ্রেসনের উদ্দেশ্যে রওনা করি। ১০টার মধ্যে ইমিগ্রেসনের কাজ শেষ করে বাংলাদেশে প্রবেশ করি। চেকপোস্ট থেকে আখাউড়া রেলওয়ে স্টেশন। সেখান থেকে ট্রেনে কুমিল্লা। তারপর বাসযোগে বেলা ১টায় বাসায় পৌছাই, আলহামদুলিল্লাহ।

মহান আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানব সম্প্রদায়। এরা পৃথিবীতে বিভিন্ন দেশ, জাতি ও ধর্মে বিভক্ত। কোন ধরনের দাঙ্গা, সন্ত্রাস বা বাধা প্রদান ছাড়াই নিজস্ব ধর্মের রীতি-নীতি, আচার-অনুষ্ঠান পালন ও বাধা মুক্ত হউক মানব জীবন। ধর্ম নিয়ে বিবাদ মুক্ত থাকুক দেশ-বিদেশ, এমনটাই প্রত্যাশা।

৬ আগস্ট ২০২৩ #ভ্রমণ #ইন্ডিয়া
মেলাঘর,সোনামুড়া,সিপাহীজলা,ত্রিপুরা, ইন্ডিয়া
ইন্ডিয়া ভ্রমণ-৩য়, পর্ব-৭ শেষ পর্ব।
Sharif
www.prodhankhabor.com
#দাউদকান্দি রিপোর্টার্স ক্লাব
#সাংবাদিক শরীফ প্রধান পাঠাগার
#কাদিয়ারভাঙ্গা প্রধানগোষ্ঠী ফাউন্ডেশন
#বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরাম

মুসলীম হোটেলের সন্ধানে........নীরমহল পরিদর্শন শেষে যথারীতি মেলাঘর বাজারে আসি। ঘড়ির কাটা তখন প্রায় বেলা ৪ টার ঘরে। প্রচন্...
06/08/2023

মুসলীম হোটেলের সন্ধানে........

নীরমহল পরিদর্শন শেষে যথারীতি মেলাঘর বাজারে আসি। ঘড়ির কাটা তখন প্রায় বেলা ৪ টার ঘরে। প্রচন্ড ক্ষুদা। মুসলীম হোটেল খুঁজছি। বাজারের একটু দক্ষিন দিকে যেতেই চোখে পরে মেলাঘর বাজার জামে মসজিদ। মসসিদে যোহরেরে নামাজ আদাই করি।

মসজিদের বারান্দায় চেয়ারে বসা এক মুরব্বী। জানতে চাইলাম তিনি ইমাম সাহেব কিনা। বললেন, সামনের (ফুটপাতের) দোকানটি আমার আর ইমাম না থাকলে আমি নামাজ পড়াই। ওনার নাম ওমর আলী।

আমি বাংলাদেশ' থেকে আসছি। এমন পরিচয় দিতেই। তিনি কৌতুহল বসত জানতে চাইলেন কোথায় বাড়ী। বললাম কুমিল্লার দাউদকান্দি। তিনি বললেন, কুমিল্লা শহরের বারপাড়া আমার শ্বশুর বাড়ী। আর দাউদকান্দির মলয় বাজারের আজগর মেম্বার আর জাহাঙ্গীর দোকানদার আছে। আমি বললাম আজগর মেম্বার সাহেবকে আমি চিনি। তিনি এখানে বেড়াতে এসেছিলেন। কিছুক্ষণ আলাপ করি। পর মুসলীম হোটেলের খবর জানতে চাইলাম।

তিনি বলেন, ৫/৭ মিনিটি হেঁটে দক্ষিনে গেলেই বিল্লালের হোটেল। যথারীতি হাটঁতে শুরু করি। বাজার পেরিয়ে বিল্লালের হোটেলে যাই। কোন সাইনবোর্ড নেই। আর তত উন্নত না। সড়কের পাশে দোকান। দেখলে হোটেল বুঝা যাবে না। দোকানে গিয়ে সালাম দিয়ে বিল্লাল সাহেবের সাথে কথা বলি। এবং খাবার দেয়ার জন্য বলি।

ইতিমধ্যে গরুর গোস্ত প্রায় শেষ। গরম ভাত, শিদল শুটকি ভর্তা, ডাল ও একটুকরো গরুর গোস্ত সাথে ঝোল দিলো। পেট পুড়িে খাই। কারন, রাতে আর খাবার পাবো না। শহরে মুসলীম হোটেল নেই। খাবার শেষে বিল্লাল-এর সাথে কথাবলি, সে প্রতিবছর ইজতেমায় যায় বাংলাদেশে হোমনায় গিয়েছে ও মুরাদনগর উপজেলায় তার দাদার বাড়ী সেখনে তাঁর আত্মীয় আছে।

বিল্লাল বলেন, সেখানকার বাজারে গরুর গোস্ত পাওয়া যায়না। কারন, প্রকাশ্যে গরু জবাই নিষিদ্ধ। বিল্লালরা বাড়ীতে গরু জবাই করে। তারপর বন্টন করে নেয়। ফ্রিজে রেখে দোকানে বিক্রি করে। প্রতি কেজীর দাম ৬০০ টাকা। এতো বেশি কেন জানতে চাইলে জানান, সকল গরু বাংলাদেশে চলে যায়। সে জন্যে এখানে দাম বেশি। এখানকার দ্বিগুণ দামে বাংলাদেশে গরু বিক্রি হয়। তাই বেশি টাকার জন্য বাংলাদেশে গরু বিক্রি করে।

বিল্লাল জানান, আগরতলা, মেলাঘর ও সোনামুড়া এই তিনটি বাজারে ৩টি মুসলীম হোটেল রয়েছে আর কোথাও নেই। আগরতলার বটতলা ষ্টেশনের একটি গল্লীতে একটি, মেলাঘর বাজার পেরিয়ে আমারটা আর অন্যটি সোনামুড়া। কিছুক্ষণ আলাপ শেষে খাবারের বিল দিয়ে বিদায় নেই।

হেঁটে মেলাঘর বাসস্টেশনে যাই এবং বাসে উঠে বসি আগরতলার উদ্দেশ্যে । কিছুক্ষনের মধ্যে বাস ছেঁড়ে দেয়। পড়ন্ত বিকেল রোদের আলো আর বাসের ঝাঁকুনিতে শরীরটা যেন ঝিমিয়ে আসছে চোখে প্রচন্ড ঘুম। ঘুম ঘুম চোখে পৌছে যাই আগরতলা স্টেশনে।

বি:দ্র: প্রথম ছবিটি মসজিদের সামনের দোকানদার ওমর আলী, দ্বিতীয়টি মুসলীম হোটেলের মালিক বিল্লাল মিয়ার।

আগস্ট ২০২৩ #ভ্রমণ #ইন্ডিয়া
মেলাঘর,সোনামুড়া,সিপাহীজলা, ত্রিপুরা, ইন্ডিয়া
ইন্ডিয়া ভ্রমণ-৩য়, পর্ব-৬
Sharif
www.prodhankhabor.com
#দাউদকান্দি রিপোর্টার্স ক্লাব
#সাংবাদিক শরীফ প্রধান পাঠাগার
#কাদিয়ারভাঙ্গা প্রধানগোষ্ঠী ফাউন্ডেশন
#বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরাম

নীরমহলটি নির্মানের পর......................রাজা মাত্র ৭ বছর ভোগকরেছিলেন কেন ?ত্রিপুরা রাজা গ্রীস্মকালীন অবকাশ যাপনের জন্...
06/08/2023

নীরমহলটি নির্মানের পর......................
রাজা মাত্র ৭ বছর ভোগকরেছিলেন কেন ?

ত্রিপুরা রাজা গ্রীস্মকালীন অবকাশ যাপনের জন্য। ৮ বছর সময় লাগিয়ে এবং প্রচুর টাকা খরচা করে নির্মান করা এই নীরমহলটি মাত্র ৭বছর ভোগ করতে পেরেছিলেন। কিন্তু কেন?
সে বিষয়ে আলোকপাত করা হলো।

মেলাঘর বাজারের পাশে রুদ্রসাগর নামে বিশাল একটি জলাশয় আছে। যার আয়তন প্রায় পাঁচ দশমিক তিন বর্গকিলোমিটার। রুদ্রসাগরের ঠিক মাঝখানে ত্রিপুরার রাজার গ্রীষ্ম ও বর্ষাকালীন অবকাশ যাপনের জন্য এই মহলটি নির্মাণ করা হয়।

ভবনটি একাধারে যেমন রাজার সৌন্দর্যপ্রিয়তার প্রমাণ দেয়, তেমনি হিন্দু ও মোঘল সংস্কৃতি মিশিয়ে তিনি একটি দর্শনীয় কিছু করতে চেয়েছিলেন, সেই ধারণারও প্রমাণ পাওয়া যায়।

প্রাসাদের দুটি অংশ। মূল অংশ রয়েছে পশ্চিম পাশে এবং পূর্ব পাশে রয়েছে নিরাপত্তাবাহিনীর জন্য দুর্গ। মূল অংশকে আবার দুটি ভাগে ভাগ করা যায়- বাইরের কক্ষ এবং অন্দরমহল। বাইরের কক্ষগুলোর মধ্যে বিশ্রামঘর, খাজাঞ্চিখানা ও নাচঘর উল্লেখযোগ্য।

এ ধরনের পাঁচটি কক্ষ সেখানে রয়েছে। এছাড়া দাবা খেলার জন্যও একটি আলাদা কক্ষ রয়েছে। রানি ও অন্যদের জন্য অন্দরমহলে রয়েছে বিশাল ছয়টি কক্ষ। এছাড়া রান্না ঘর, রাজার সভাঘর, আড্ডাঘর ইত্যাদি তো রয়েছেই। বর্তমানে মহলের ভিতর একটি জাদুঘরও রয়েছে।

অন্দরমহলটি এমনভাবে সাজানো ছিল যাতে রাজা-রানি নৌকাভ্রমণ সেরে অন্দরমহলের সিঁড়িতে সরাসরি প্রবেশ করতে পারেন। এছাড়া প্রাসাদের ভেতরের অংশে একটি বিরাট বাগানও রয়েছে। রাজা-রানির বেড়ানোর জন্য ঘাটে সবসময় মোটরচালিত নৌকা থাকত।

বাইরের দিকে দুটি ঘাট রয়েছে। সেখানে কর্মচারীরা গোসল করতো এবং ঘাটগুলো তাদের যাতায়াতের জন্যও ব্যবহার করা হতো।
তবে মহারাজা অনেক অর্থ খরচ করে এই প্রাসাদ নির্মাণ করলেও খুব বেশি দিন তিনি ভোগ করতে পারেননি।

মাত্র সাত বছর তিনি এই প্রাসাদ ব্যবহার করেছেন। কারণ মাত্র ৩৯ বছর বয়সে তিনি মারা যান। মহারাজা মারা যাওয়ার পর বহুদিন নীরমহল পরিত্যক্ত অবস্থায় ছিলো। এ সময় আস্তে আস্তে এটি ঔজ্জ্বল্য হারাতে থাকে।

অবশেষে ১৯৭৮ সালে ত্রিপুরার তথ্য, সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় এর দায়িত্ব নেয় এবং ভবনটি রক্ষায় সচেষ্ট হয়। ১৯৯৫-৯৬ অর্থবছরে ভবনটিতে বড়ো ধরনের সংস্কার করা হয়। বর্তমানে এটিকে একটি আকর্ষণীয় পর্যটন স্পট হিসেবে গড়ে তোলা হয়েছে।

প্রতি শীতের সময়ে লাইট অ্যান্ড লেজার শোর মাধ্যমে পর্যটকদের আকৃষ্ট করার পাশাপাশি এই প্রাসাদের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হয়। এছাড়া প্রতিবছর সেপ্টেম্বরে রুদ্রসাগর লেকে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

৫ আগস্ট ২০২৩ #ভ্রমণ #ইন্ডিয়া
মেলাঘর,সোনামুড়া,সিপাহীজলা,ত্রিপুরা,ইন্ডিয়া
ইন্ডিয়া ভ্রমণ-৩য়, পর্ব-৫
Sharif
www.prodhankhabor.com
#দাউদকান্দি রিপোর্টার্স ক্লাব
#সাংবাদিক শরীফ প্রধান পাঠাগার
#কাদিয়ারভাঙ্গা প্রধানগোষ্ঠী ফাউন্ডেশন
#বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরাম

কী আছে এই নীরমহলে ? ...রুদ্রসাগরের উপর নির্মিত নীরমহলের সৌন্দর্য আপনাকে কাছে টানবেই। এর নির্মান শৈলী আর ভিতরের দূশ্যপট অ...
06/08/2023

কী আছে এই নীরমহলে ? ...

রুদ্রসাগরের উপর নির্মিত নীরমহলের সৌন্দর্য আপনাকে কাছে টানবেই। এর নির্মান শৈলী আর ভিতরের দূশ্যপট অত্যন্ত চমৎকার। একজন মানুষের ভিতরে কতটুকু রুচি ও সৌন্দর্য থাকলে এমন প্রাসাদ তৈরী করতে পারে। তাও আবার শুধুমাত্র অবকাশ যাপনের জন্য। যা নিজ চোখে না দেখলে বুঝানো যাবে না।

কিন্তু ঘটনা ভিন্নরকম। রাজা মাত্র ৭ বছর এটি ভোগ করতে পেরেছেন। তবে কেন? জানতে সাথে থাকুন।

নীরমহল (Neermahal) হলো বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ ভারতের ত্রিপুরার একটি অন্যতম সেরা দর্শনীয় স্থান। নীর অর্থাৎ জলের মাঝে মহলটি স্থাপিত বলে এর নামকরণ করা হয় নীরমহল। ত্রিপুরার একটি ছোটক এলাকা মেলাঘরে নীরমহল অবস্থিত। রাজধানী আগরতলা থেকে এর দূরত্ব ৫৩ কিলোমিটার।

মহারাজা বীর বিক্রম কিশোর মানিক বাহাদুর নীরমহল তৈরি করেন। ইংল্যান্ডের মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানি ১৯৩০ সালে এর নির্মান কাজ শুরু করে এবং ১৯৩৮ সালে ভবনটির উদ্বোধন করা হয়। এই মহলটি নির্মান করতে খরচ হয়েছিলো ১০ লক্ষ ভারতী রুপি।

আমরা পরবর্তী পর্বে কি আছে নীরমহলে সে সম্পর্কে লিখবো।

৫ আগস্ট ২০২৩ #ভ্রমণ #ইন্ডিয়া
মেলাঘর,সোনামুড়া,সিপাহীজলা,ত্রিপুরা,ইন্ডিয়া
ইন্ডিয়া ভ্রমণ-৩য়, পর্ব-৪
Sharif
www.prodhankhabor.com
#দাউদকান্দি রিপোর্টার্স ক্লাব
#সাংবাদিক শরীফ প্রধান পাঠাগার
#কাদিয়ারভাঙ্গা প্রধানগোষ্ঠী ফাউন্ডেশন
#বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরাম

নীরমহলের পথে......ত্রিপুরা রাজ্যের সর্বশেষ রাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুর ১৯৩০ সালে রুদ্রসাগর নদীর তীরে গ্রীষ্মকা...
05/08/2023

নীরমহলের পথে......

ত্রিপুরা রাজ্যের সর্বশেষ রাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুর ১৯৩০ সালে রুদ্রসাগর নদীর তীরে গ্রীষ্মকালীন অবকাশ যাপনের জন্য এই নীরমহলটির নির্মান কাজ শুরু করেন।

নীরমহলটি আগরতলা শহর থেকে ৫৩ কি:মি: দূরে ত্রিপুরার সিপাহীজলা জেলার মেলাঘরে অবস্থিত। আগরতলার বটতলা স্টেশন থেকে বাস যোগে মেলাঘরের উদ্দেশ্যে যাত্রা করি। ৪৫ টাকা ভাড়ায় ৫৩ কি:মি: পথ পাড়ি দিতে সময় লেগেছে ১ ঘন্টা ২০ মিনিটের মতো।

মেলাঘর বাজারে নেমে অটো করে ১০টাকা ভাড়া দিয়ে পৌছে যাই নীরমহল গেইটে। গেইট দেখেই চমকে যাই। বুঝার আর বাকি ছিলো না, মহলটি কত সুন্দর হবে।

৫ আগস্ট ২০২৩ #ভ্রমণ #ইন্ডিয়া
মেলাঘর, সীপাহীজল, ত্রিপুরা
ইন্ডিয়া ভ্রমণ-৩য়, পর্ব-৩
Sharif
www.prodhankhabor.com
#দাউদকান্দি রিপোর্টার্স ক্লাব
#সাংবাদিক শরীফ প্রধান পাঠাগার
#কাদিয়ারভাঙ্গা প্রধানগোষ্ঠী ফাউন্ডেশন
#বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরাম

রাতের আগরতলা.....সন্ধ্যা নেমে আসার সাথে সাথে এই শহরেরও কিছু পরিবর্তন হয়। সড়কে যানবাহন কমে। ফুটপাতে হরেক রকমের দোকান সাজে...
05/08/2023

রাতের আগরতলা.....

সন্ধ্যা নেমে আসার সাথে সাথে এই শহরেরও কিছু পরিবর্তন হয়। সড়কে যানবাহন কমে। ফুটপাতে হরেক রকমের দোকান সাজে। সড়কে ভ্রমণকারীদের সংখ্যা বাড়ে। বিভিন্ন স্থাপনায় আলোকসজ্জা করা হয়।

সড়কে মোড়ে মোড়ে ভাস্কর্যগুলোর আলোক বাতিগুলো জ্বালানো হয়। ফোচকা দোকান, পার্ক ও দর্শনীয় স্থানগুলোতে তরুণ তরুনীদের উপচে পরা ভীর লক্ষ করা গেছে।

আমি এই শহরের প্রশস্ত সরু সড়কগুলো ধরে হাটঁতেছি আর দেখছি। মানুষ দেখছি।

#৪ আগস্ট ২০২৩ #ভ্রমণ #ত্রিপুরা #আগরতলা #ইন্ডিয়া Sharif
ইন্ডিয়া ভ্রমণ-৩য়, পর্ব-২
www.prodhankhabor.com
#দাউদকান্দি রিপোর্টার্স ক্লাব
#সাংবাদিক শরীফ প্রধান পাঠাগার
#কাদিয়ারভাঙ্গা প্রধানগোষ্ঠী ফাউন্ডেশন
#বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরাম

ত্রিপুরার পথে......এখনও দাদার সম্পত্তির দলীলপত্রে ত্রিপুরা মৌজার নাম দেখা যায়। কুমিল্লা ছিলো ত্রিপুরা রাজ্যের রাজধানী। ক...
04/08/2023

ত্রিপুরার পথে......

এখনও দাদার সম্পত্তির দলীলপত্রে ত্রিপুরা মৌজার নাম দেখা যায়। কুমিল্লা ছিলো ত্রিপুরা রাজ্যের রাজধানী। কুমিল্লা ঠিকই আছে। কিন্তু ত্রিপুরা চলে গেছে ইন্ডিয়া।

অনেক দিনের ইচ্ছে ছিলো ত্রিপুরা রাজ্যে ঘুরতে যাবো। আজ চলেই আসলাম। কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে দুপুর ১২ টায় ট্রেনে রওনা আখাউড়ার উদ্দেশ্যে। দুপুর ১টা ২০ মিনিটে আখাউড়া পৌছে বর্ডারে যাই। ইমিগ্রেসন শেষ করে ত্রিপুরার জিরো পয়েন্টে যেতে যেতে কিছু স্মৃতি।

#৪ আগস্ট ২০২৩ #ভ্রমণ #ত্রিপুরা #আগরতোলা #ইন্ডিয়া Sharif
ইন্ডিয়া ভ্রমণ-৩য়, পর্ব-১
www.prodhankhabor.com
#দাউদকান্দি রিপোর্টার্স ক্লাব
#সাংবাদিক শরীফ প্রধান পাঠাগার
#কাদিয়ারভাঙ্গা প্রধানগোষ্ঠী ফাউন্ডেশন
#বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরাম

বাংলাদেশ থেকে~~~~~~~~~~~~~~ভিসা ছাড়া যেতে পারবেন ৪২ টি দেশে #এশিয়ার মধ্যে রয়েছে-৫ টি১। ভুটান ২। মালদ্বীপ ৩।নেপাল ৪। শ্র...
01/08/2023

বাংলাদেশ থেকে~~~~~~~~~~~~~~
ভিসা ছাড়া যেতে পারবেন ৪২ টি দেশে

#এশিয়ার মধ্যে রয়েছে-৫ টি
১। ভুটান ২। মালদ্বীপ ৩।নেপাল ৪। শ্রীলঙ্কা ৫। পূর্ব তিমুর।

#আফ্রিকার মধ্যে রয়েছে-১৬ টি
৭। বেনিন ৮। কেপ ভার্দ ৯। কমোরো দ্বীপপুঞ্জ ১০। জিবুতি ১১। গাম্বিয়া ১২। গিনি বিসাউ ১৩। কেনিয়া ১৪। লেসোথো ১৫। মাদাগাস্কার ১৬। মৌরিতানিয়া ১৭। মোজাম্বিক ১৮। রুয়ান্ডা ১৯। সিসিলি ২০। সোমালিয়া ২১। টোগো ২২। উগান্ডা।

#ল্যাটিন_আমেরিকার মধ্যে রয়েছে-১ টি
২৩। বলিভিয়া

#ওশেনিয়া অঞ্চলের মধ্যে রয়েছে-৭ টি
২৪। কুক আইল্যান্ডস ২৫। ফিজি ২৬। মাইক্রোনেশিয়া ২৭। নিউই ২৮। সামাউ ২৯। ত্রিভালু ৩০। ভানুয়াতু।

#ক্যারিবীয় অঞ্চলের মধ্যে রয়েছে-১২ টি
৩১। বাহামা ৩২। বার্বাডোজ ৩৩। ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডস ৩৪। ডোমিনিকা ৩৫। গ্রেনাডা ৩৬। হাইতি ৩৭। জামাইকা ৩৮। মন্টসেরাত ৩৯। সেন্ট কিটস অ্যান্ড নেভিস ৪০। সেন্ট ভিনসেন্ট ৪১। ত্রিনিদাদ ৪২। টোব্যাগো।

#১ আগস্ট ২০২৩ # travel #ভিসা ছাড়া
#ভ্রমণ Sharif #প্রধান খবর
www.prodhankhabor.com
#দাউদকান্দি রিপোর্টার্স ক্লাব
#সাংবাদিক শরীফ প্রধান পাঠাগার
#কাদিয়ারভাঙ্গা প্রধানগোষ্ঠী ফাউন্ডেশন
#বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরাম

দেখা হলে হাসি দিয়ে কথা বলেন। সালাম বিনিময়  করেন। কেমন আছি জানতে চান। দীর্ঘসময়ের পরিচয়। আমারও ভালো লাগে ওনার হাসি ও চমৎকা...
30/07/2023

দেখা হলে হাসি দিয়ে কথা বলেন। সালাম বিনিময় করেন। কেমন আছি জানতে চান। দীর্ঘসময়ের পরিচয়। আমারও ভালো লাগে ওনার হাসি ও চমৎকার আচরণ। আজ পেশাগত কাজে গিয়েছিলাম ওনার অফিসে। অফিসে প্রবেশ করেই সালাম দিলাম। হাসিমাখা মুখে সালামের জবাব দিলেন।

বসতে বললেন। ওনার পিয়নকে চা দিতে বললেন। চা পান করতে করতে কিছুক্ষণ গল্প করলাম। তিনি দাউদকান্দি উপজেলার সুন্দলপুর মডেল ইউনিয়ন পরিষদের দ্বিতীয় বারের মতো নির্বাচীত চেয়ারম্যান মো. আসলাম মিয়াজী।

ধন্যবাদ, আসলাম ভাই-আপনার আন্তরিকতার জন্য। জনগণ আপনার নিকট থেকে কাঙ্খিত সেবা পাবে সেটাই প্রত্যাশা করি। ভালো থাকবেন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি।

#৩০ জুলাই ২০২৩ #শহীদনগর
#সুন্দলপুর মডেল ইউনিয়ন পরিষদ
Sharif #প্রধান খবর
www.prodhankhabor.com
#দাউদকান্দি রিপোর্টার্স ক্লাব
#সাংবাদিক শরীফ প্রধান পাঠাগার
#কাদিয়ারভাঙ্গা প্রধানগোষ্ঠী ফাউন্ডেশন
#বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরাম

28/07/2023

Address

Prodhanbari Road
Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Traveller Sharif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Traveller Sharif:

Videos

Share