Amirat Hotel

Amirat Hotel Amirat hotel is located at Darshana, Chuadanga. The best living modern hotel service.

29/01/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Irfan Ifeng, Md Shafiqul Islam, Rumel Hossain, ধূসর গোধুলী, Raju Ahmed, Md Sumon Islam, Istiyak Ahmmod Rana, Israfil Hossain, MD Sohel Rana, Imran Hossain, Ashraf Kassar, Hasan Biswas, Helal Khan

29/01/2024
09/10/2023

দর্শনা বর্ডার দিয়ে যেভাবে ইন্ডিয়া যাবেন...!
🔹️ ঢাকা বা দেশের যেকোনো জায়গা থেকে রওনা দিয়ে ভোর ৫:৩০ টায় দর্শনা চেকপোস্টে থাকুন। ৬ টায় অফিস চালু হবে।
🔹️ ঢাকা থেকে বিভিন্ন বাস যেগুলো ৫ টায় দর্শনা পৌঁছাবে সেটাতে যান। কমলাপুর থেকে বেনাপোল এক্সপ্রেস রাত ১১:১৫ টায় ছেড়ে দর্শনা থামে সকাল ৬ টায়।
🔹️ প্রথমেই বাসা থেকেই অনলাইনেই ট্যাক্স ১০০০ টাকা কাটুন। এখানে অনলাইন ট্যাক্স চালু আছে।
🔹️ সকালে তেমন ভিড় হয়না। কাস্টমস ইমিগ্রেশন নিজেই করুন। ৩০ মিনিটেই পারবেন।
🔹️ সময় লাগে বিজিবি চেকে। কোনো এক্সরে না থাকার কারণে একেবারে তন্ন তন্ন করে চিপায় চাপায় চেক করতে বেশ সময় লাগে। কোনো ধরনের ইনস্ট্যান্ট খাবার নিতে দিবেনা। রান্না, কেক, পানি, জুস ইত্যাদি।
🔹️ বিজিবি শেষ করে ভ্যানে ৪০ টাকা দিয়ে দ্রুত বিএসএফ গেট বটতলায় চলে যান। এখানেও সেইম চেক। অনেক সময় লাগে। এপার ওপার মিলে চেকেই দেড় ঘন্টা চলে যাবে।
🔹️ কোনো ইন্ডিয়ান রুপি নিলে সেগুলো কনভার্ট করে আনতে বাধ্য করবে। বাংলা টাকা যা নিবেন সত্য বলবেন।
🔹️ ওপারেও কাস্টমস ইমিগ্রেশন ৩০ মিনিটেই পারবেন। আর ব্রোকার ধরলে ১০ মিনিট। ৫০ রুপি করে নিবে।
🔹️ টাকা বা ডলার থাকলে এখানেই ভাঙান। কলকাতার চাইতে সব সময়ই ১-১.৫ টাকা বেশিই পাবেন। প্রচুর মানি চেঞ্জার আছে।
🔹️ এরপর ইন্ডিয়ান ৭:০৭ এ শিয়ালদার ট্রেন ধরুন। ভাড়া ৩০ রুপি।
আমি এতোগুলো পয়েন্ট বললাম এজন্যই যে আপনি যেনো ৭:০৭ এর ট্রেনটা ধরতে পারেন। এতে করে ১১টায় কোলকাতা পৌঁছাতে পারছেন এবং হোটেল পেতেও তেমন বেগ পেতে হবেনা।
🔹️ ট্রেন ধরার জন্য কোনো কাজ তাড়াহুড়া করবেননা। ৭:০৭ না পেলে ৭:৩২ রানাঘাট >> ৮:৪৮ শিয়ালদাহ পাবেন। ট্রেনের অভাব নাই।

>>খেয়াল করুন
১। এনওসি থাকলে অবশ্যই আনবেন।
২। মেডিকেলের সব কাগজ।
৩। টিকা আনলেও আনতে পারেন।
৪। ট্যাক্সের কপি অবশ্যই #কালার_প্রিন্ট করবেন।
৫। ইন্ডিয়ান কাস্টমস থেকে একটা গ্রীন কালারের ডিপার্চার স্লিপ দিবে, অবশ্যই সেটা দিলো কিনা দেখে নিন।
@ লিখা সংগৃহীত

আমিরাত হোটেল আবাসিক, ০১৭৩১৭৭২৩৭৫
09/10/2023

আমিরাত হোটেল আবাসিক, ০১৭৩১৭৭২৩৭৫

05/10/2023

রঙ্গিন আবহাওয়া, আমিরাত হোটেল আবাসিক

05/10/2023
28/06/2023

আমিরাত হোটেল আবাসিক এর পক্ষ থেকে সকলকে ঈদুল আযহার শুভেচ্ছা

আমিরাত হোটেল, ১৭৩১৭৭২৩৭৫
22/05/2023

আমিরাত হোটেল, ১৭৩১৭৭২৩৭৫

22/05/2023

আমিরাত হোটেলের ভিতরে,

21/04/2023

আমিরাত হোটেল আবাসিক এর পক্ষ থেকে সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা

আমিরাত হোটেল আবাসিক এর  পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা
21/04/2023

আমিরাত হোটেল আবাসিক এর পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা

20/03/2023

আসন্ন রমজান মাস উপলক্ষে আমিরাত হোটেল আবাসিক এর পক্ষ থেকে সবাইকে রমজানের শুভেচ্ছা

Address

Darshana Halt Station, Darshana, Chuadanga
Darsana

Telephone

+8801731772375

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amirat Hotel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share