Cricket News Score Updates Bangladesh

Cricket News Score Updates Bangladesh চলো মুসাফির পেজে আপনারা আমাদের বিভিন? tour

10/05/2022
27/04/2022

কার বউ এমন হবে

রুবেল বললেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা’খুব ব্যস্ত সময় কাটছে কোর্টনি ওয়ালশের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ক্যারিবীয় ক...
05/12/2018

রুবেল বললেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা’

খুব ব্যস্ত সময় কাটছে কোর্টনি ওয়ালশের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ক্যারিবীয় কিংবদন্তির একপ্রকার শুয়ে-বসেই কেটেছে! মিরপুর টেস্টে বাংলাদেশ দলে কোনো পেসার খেলেননি, তাঁর কীই-বা করার আছে। তবে ওয়ানডে সিরিজের আগে বাংলাদেশ পেস বোলিং কোচ ওয়ালশের ব্যস্ততা বেড়ে গেছে। হোম কন্ডিশন ও উইকেট কাজে লাগাতে টেস্টে বাংলাদেশের পেসাররা উপেক্ষিত থাকলেও ওয়ানডেতে বিপরীত চিত্র। ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে পেসারই আছেন চারজন। সঙ্গে খণ্ডকালীন দুজন।

ওয়ানডেতে বাংলাদেশের বোলিং আক্রমণে পেসারদের অনেক আস্থা থাকলেও টেস্টে বিপরীত ছবি। এখন হোম কন্ডিশনে পেসাররা যেন দুয়ো রানির ছেলে! ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে একজন পেসার না খেলাটা তো দুঃখজনকই বললেন রুবেল হোসেন, ‘পেস বোলারদের জন্য একটু দুঃখজনক। একটা পেস বোলার না নিয়ে আমরা টেস্ট খেলছি, আমাদের কন্ডিশন, উইকেট এমনই ছিল। আমাদের দেশের মাটিতে সফল হয়েছি। দলের পরিকল্পনা হয়তো ওভাবেই ছিল। আর পেস বোলারদের জন্য একটু তো খারাপ লাগেই।’

দেশের মাঠে টেস্টে শুধুই স্পিন-নির্ভরতার পেছনে পেসারদের দায়ও কম নয়। রুবেলকে নিয়েই যেমন অভিযোগ, টেস্ট খেলতে তাঁর ভীষণ অনীহা, বড় সংস্করণে খেলতে খুব একটা নিবেদিত নন। আজ দলের প্রতিনিধি হয়ে সংবাদমাধ্যমের সামনে আসা বাংলাদেশ দলের অভিজ্ঞ পেসার অবশ্য এই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করলেন, ‘সম্পূর্ণ মিথ্যা। এ ধরনের কথা কারা বের করেছে জানি না। আমি টেস্ট খেলতে চাইব না কেন? এই ক্রিকেটই আমার রুটি-রুজি। এটা করেই আমাকে চলতে হয়। আমার পরিবার চলে। খেলার সঙ্গে তো প্রতারণা করার কিছু নেই। আমি জানি না এটা কারা ছড়িয়েছে, কখনই বলিনি টেস্ট ক্রিকেট খেলতে চাই না।’

লম্বা স্পেলে বোলিং করতে চান না বলে টেস্টের প্রতি আগ্রহ কম, এ অভিযোগও উড়িয়ে দিচ্ছেন রুবেল, ‘এ ধরনের কিছু না। আমি বিসিএলে বোলিং করছি না? ম্যাচ খেলছি। টেস্ট যদি উপভোগই না করতাম তাহলে এটা এড়িয়ে চলতাম। খেলার সঙ্গে কখনোই প্রতারণা করি না।’

ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা একজন পেসার বলে হয়তো ৫০ ওভারের ক্রিকেটে পেসারদের প্রতি একটু বেশি আস্থা রাখার প্রবণতা দেখা যায় বাংলাদেশ ক্রিকেটে। অবশ্য অধিনায়ক পেসার হলেই যে তাঁর সতীর্থ বোলাররা সফল হবেন, সেটির কোনো নিশ্চয়তা নেই। টেস্ট উপেক্ষিত থাকলেও তবুও ওয়ানডেতে বাংলাদেশের পেসাররা কেন বেশি সফল, সেটির যুক্তি দিলেন রুবেল, ‘ওয়ানডেতে উইকেট স্পিন-সহায়ক থাকবে না, যেভাবে টেস্টে ছিল। আর আমাদের যে পেস বোলাররা আছে, এই কন্ডিশনে সব সময় ম্যাচ জেতাতে পারবে। আসলে টেস্ট ক্রিকেটে আমাদের বোলারদের মধ্যে সব সময় স্পিনাররাই রাজত্ব করে আসছে। পেস বোলাররা সেভাবে সাফল্য পাচ্ছে না। ওয়ানডে সম্পূর্ণ আলাদা একটা সংস্করণ। এক দিনের খেলা, যারা যেদিন যত ভুল কম করবে, তারা তত ভালো খেলবে।’

ক্রিকেট ও রাজনীতি, যা বললেন মাশরাফি‘আমার পুরোপুরি অনুশীলনে মন আছে। অবশ্যই ১৪ তারিখের পর (সিরিজ শেষের পর) আমি ওইখানে মনোয...
05/12/2018

ক্রিকেট ও রাজনীতি, যা বললেন মাশরাফি
‘আমার পুরোপুরি অনুশীলনে মন আছে। অবশ্যই ১৪ তারিখের পর (সিরিজ শেষের পর) আমি ওইখানে মনোযোগ দেবো। ওইখানে (রাজনীতিতে) যা করার ১৪ তারিখের পর করবো। এর আগে পুরোপুরি কনসেন্ট্রেশন খেলায় রাখবো।’
‘প্রথমত আমি বলেছি, আমার মাইন্ড সেট আপ বিশ্বকাপ পর্যন্ত ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত মনে হচ্ছিল, আমি চ্যাম্পিয়ন্স ট্রফির পর পারবো কিনা জানি না। তারপরও আমার ফিটনেস পারফর্মেন্স ১৯ পর্যন্ত চলেছে বলে আমি মোটামুটি এগিয়েছি। তাই আমার বিশ্বকাপ পর্যন্ত মাইন্ড সেট আপ আছে। তারপর আমি যদি সেই অবস্থায় না থাকি তাহলে অবশ্যই আমাকে কুইট করতে হবে। আর যদি থাকি তাহলে অবশ্যই আমি চেষ্টা করবো। বিশ্বকাপের আগেও তো যেকোনো কিছু হতে পারে। ২০১১ বিশ্বকাপের পর আপনাদের এখানেই পঞ্চাশ পারসেন্ট বিশ্বাস করেছিল যে আমার ক্যারিয়ার শেষ। আল্লার রহমতে আরও সাত বছর ক্যারি করতে পেরেছি।’

বাংলাদেশ বনাম উইন্ডিজ ওয়ানডে সিরিজের সময়সূচি :-৯ ডিসেম্বর - প্রথম ওয়ানডে - মিরপুর১১ ডিসেম্বর - দ্বিতীয় ওয়ানডে - মিরপুর ১...
04/12/2018

বাংলাদেশ বনাম উইন্ডিজ ওয়ানডে সিরিজের সময়সূচি :-
৯ ডিসেম্বর - প্রথম ওয়ানডে - মিরপুর
১১ ডিসেম্বর - দ্বিতীয় ওয়ানডে - মিরপুর
১৪ ডিসেম্বর - তৃতীয় ওয়ানডে - সিলেট।
প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।

তামিমের যে কথায় পাল্টে গেল মিরাজটেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে গতকাল হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। সিরিজের শেষ ও দ্বিতীয় ম্যাচে...
03/12/2018

তামিমের যে কথায় পাল্টে গেল মিরাজ

টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে গতকাল হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। সিরিজের শেষ ও দ্বিতীয় ম্যাচে সাকিববাহিনীদের স্পিন জাদুতে ইনিংস ও ১৮৪ রানে হারলো ক্যারিবিয়ানরা। ম্যাচসেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ। মিরপুর শেরে-বাংলা-স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশ ৫০৮ রান করার পর ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করে দেয় মাত্র ১১১ রানে! প্রথম ইনিংসেই বাংলাদেশ পায় ৩৯৭ রানের বিশাল লিড।
মেহেদী হাসান মিরাজ আর সাকিব আল হাসানের মায়াবী ঘূর্ণি ফাঁদে পড়ে মাত্র ১১১ রানেই অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের ১০ উইকেটের ৭টিই নিলেন মেহেদী হাসান মিরাজ এবং ৩টি নিলেন সাকিব আল হাসান। বাকি বোলাররা হয়ে থাকলেন দর্শক। তবে ম্যাচ সেরা হওয়ার পেছনের গল্প জানালেন মিরাজ। মিরাজের সব পারফম্যান্সের পিছনে ছায়া হয়ে ছিলেন তামিম ইকবাল। মিরপুর টেস্টের পর মেহেদী হাসান মিরাজ নিজে বলেছেন এমনটি। চট্টগ্রাম টেস্ট খারাপ গেলেও মিরাজের এভাবে ঘুরে দাঁড়ানোর মূলে তামিম ইকবালে কিছু কথা। মিরপুর টেস্টের পর সংবাদ সম্মেলন থেকে ফিরতে ফিরতে মিরাজ জানালেন সেই কথা, ‘তামিম ভাই বলেছিলেন, এক ইনিংসে ভালো হয়নি, এটা নিয়ে আপসেট থাকার কিছু নেই। নাঈম ভালো বল করেছে, তুই খুশি থাক। দেখবি তুই ভালো বল করলে কপালে থাকলে উইকেট পাবি। তুই যদি চিন্তা করিস নাঈম ভালো বল করছে, তুই পারছিস না, এটা যদি মাথার ভেতর ঢুকে যায় তুই কখনো ভালো করতে পারবি না। ভালো খেলোয়াড় হতে পারবি না।’ মিরাজ বললেন, ‘তামিম ভাইয়ের এই কথা বলার পরে আমাকে আরো বলেছে, তোকে আমরা সবাই চিনি। তুই যেভাবে বল করিস, তুই তো প্রমাণ করা খেলোয়াড়। তুই যতো দলের সঙ্গে খেলেছিস, সব জায়গায় পারফর্ম করেছিস। একটা ম্যাচে খারাপ হতেই পারে। তবে তোর ভালো করার অনেক সুযোগ আছে। তুই প্রমাণ করতে পারবি আমার এটা বিশ্বাস আছে।’

 #স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী উইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট ব...
03/12/2018

#স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী উইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
একনজরে ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশ দল-
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, সাইফ উদ্দিন, আবু হায়দার রনি, আরিফুল হক।

উইকেট শিকারিদের তালিকায় সেরা পাঁচে মিরাজবর্তমানে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে অবস্থান করছেন অধিন...
02/12/2018

উইকেট শিকারিদের তালিকায় সেরা পাঁচে মিরাজ

বর্তমানে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে অবস্থান করছেন অধিনায়ক সাকিব আল হাসান। বলা যায় অনেকটা ধরা ছোঁয়ার বাইরেই আছেন তিনি।কেননা চট্টগ্রাম টেস্টে ৫ উইকেট শিকার করে ২০০ উইকেটের মাইলফলকে পা রেখেছেন তিনি।
অন্যদিকে উইন্ডিজদের বিপক্ষে ঢাকা টেস্টে শাহাদাত হোসেনকে রাজিবকে ছাড়িয়ে গিয়েছেন স্পিনার মেহেদি হাসান মিরাজ। ষষ্ঠ ওভারে নিজের তৃতীয় বলে ওপেনার কাইরন পাওয়েলকে বোল্ড করে সাজঘরে পাঠান এই অফ স্পিনার।
আর এরই সাথে শাহাদাতকে টপকে সেরা উইকেট শিকারিদের তালিকায় সেরা পাঁচে উঠে এসেছেন মিরাজ। পাওয়েলকে ফেরানোর পর অবশ্য দশম ওভারের তৃতীয় বলে রস্টন চেজকেও বোল্ড করেন তিনি।
ফলে এখন পর্যন্ত চলমান টেস্টটি সহ ১৮ ম্যাচে টাইগার স্পিনারের শিকার ৭৪টি উইকেট। এর আগে ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশের হয়ে খেলা পেসার শাহাদাত ৩৮টি টেস্টে শিকার করেছিলেন ৭২টি উইকেট।
​​​​​​কয়েকদিন আগে উইন্ডিজদের বিপক্ষে প্রথম টেস্টে তিন উইকেট শিকার করে শাহাদাতের পাশে উঠে এসেছিলেন মিরাজ। এবার এই পেসারকেও টপকে গেলেন তিনি।

Ban 508WI  111/213 fBangladesh won by an innings and 184 runs Player of the match. Mehadi hasan miraz Player of the seri...
02/12/2018

Ban 508
WI 111/213 f
Bangladesh won by an innings and 184 runs
Player of the match. Mehadi hasan miraz
Player of the series. Shakib Al hasan

Address

Darsana
5

Telephone

+8801928260707

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cricket News Score Updates Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cricket News Score Updates Bangladesh:

Videos

Share