Al Amanah Travels

Al Amanah Travels Our Service,
Hajj-Umrah, Air Ticket, Visa Processing, Tour Package & Hotel Booking

'পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  ক্যাফেটেরিয়াতে পর্দানশীল বোনদের জন্যে খাবার গ্রহণের সময় স্বস্তির জায়গা হয়েছে...
24/01/2025

'পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াতে পর্দানশীল বোনদের জন্যে খাবার গ্রহণের সময় স্বস্তির জায়গা হয়েছে এই "পর্দা কর্ণার"।

এই উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়। মা-শা-আল্লাহ্। শুকরান যাজিলান সুন্দর উদ্যোগটি নেবার জন্য।

ইতোপূর্বে ২-১ টা মেডিকেল কলেজেও অনুরুপ উদ্যোগ দেখেছিলাম।

এমন সুন্দর উদ্যোগ প্রতিটি ক্যাম্পাসেই নেওয়া উচিত।

হজ্জ ও ওমরাহর বিশ্বস্ত প্লাটফর্ম - Al Amanah Travels

24/01/2025

বদরের যুদ্ধের ইতিহাস নিয়ে সংক্ষিপ্ত বর্ণনা করছেন মাওলানা আতাউর রহমান ভাই।

সম্মানিত উমরাহ গমনেচ্ছু বাইতুল্লাহর মেহমানগণ, আপনারা যারা আগামী ফেব্রুয়ারি ২০২৫ এ উমরাহ পালন করার পরিকল্পনা করেছেন, আপন...
16/01/2025

সম্মানিত উমরাহ গমনেচ্ছু বাইতুল্লাহর মেহমানগণ,
আপনারা যারা আগামী ফেব্রুয়ারি ২০২৫ এ উমরাহ পালন করার পরিকল্পনা করেছেন, আপনাদের উদ্দেশ্যে জরুরি জ্ঞাতব্য।
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় হতে নোটিশ করা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে যে ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে উমরাহ বা ভ্রমণের উদ্দেশ্যে সৌদি আরব ভ্রমণকারী সকল যাত্রীকে Quadrivalent Neisseria meningitis ভ্যাকসিন গ্রহণ করতে হবে। এই ভ্যাকসিনের ধরন হতে হবে Polysaccharide বা Conjugate।

ভ্যাকসিন সম্পর্কিত শর্তাবলী:
1. ভ্যাকসিন প্রাপ্তির তারিখ: ভ্রমণের অন্তত ১০ দিন আগে ভ্যাকসিন গ্রহণ করতে হবে।
2. ভ্যালিডিটি:
• Polysaccharide টাইপ ভ্যাকসিন: সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত বৈধ।
• Conjugate টাইপ ভ্যাকসিন: সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত বৈধ।

গুরুত্বপূর্ণ তথ্য:
• যাত্রীদের চেক-ইন কাউন্টারে একটি বৈধ টিকা সনদপত্র (Vaccination Certificate) জমা দিতে হবে।
• বিস্তারিত তথ্য জানতে GACA সার্কুলার ১৫৫৯৭/২ (তারিখ: ০৭-০১-২০২৫) এবং সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মাবলী অনুসরণ করতে বলা হয়েছে।

সকল ট্রাভেল এজেন্ট ও অপারেটরদের এই তথ্য যাত্রীদের কাছে যথাসময়ে পৌঁছে দিতে অনুরোধ করা হয়েছে।


মুক্তিযুদ্ধ চলাকালে ঢাকা-সিলেট রুটের এয়ার টিকেট ছিল 38 টাকা। যা তৎকালীন সময়ের অনেক বড় এমাউন্ট। ঢাকা সিলেট রুটের এয়ার টিক...
12/01/2025

মুক্তিযুদ্ধ চলাকালে ঢাকা-সিলেট রুটের এয়ার টিকেট ছিল 38 টাকা।
যা তৎকালীন সময়ের অনেক বড় এমাউন্ট।

ঢাকা সিলেট রুটের এয়ার টিকেট এর একটি কপি।

09/12/2024

Salatul Isha From Makkah

25/11/2024

মক্কার জিয়ারা 😍

মক্কার মা'লা কবরস্তান (আমাদের দেশের লোকজন যেটাকে জান্নাতুল মুআল্লা বলে থাকে) যিয়ারতে মোটামুটি সব হাজী সাহেবই যেয়ে থাকে...
25/11/2024

মক্কার মা'লা কবরস্তান (আমাদের দেশের লোকজন যেটাকে জান্নাতুল মুআল্লা বলে থাকে) যিয়ারতে মোটামুটি সব হাজী সাহেবই যেয়ে থাকেন; কিন্তু কোথায় যে কে শায়িত —এটা জানেন খুব কম মানুষই। জাহেলি যুগের এই ঐতিহাসিক কবরস্তানে শায়িত আছেন সাহাবী, তাবেঈ, মুহাদ্দিস ও প্রসিদ্ধ শাসকসহ রসুলে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরিবার ও বংশের বেশ কিছু প্রিয় মানুষ। শায়িত আছেন রাসুলে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অত্যন্ত মুহব্বতের হযরত খাদিজা রাযিয়াল্লাহু আনহা-ও।

এর কাছেই খায়ফু বানি কিনানাহ এলাকাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা বিজয়ের সময় তাঁবু খাটিয়েছিলেন, যাকে বর্তমানে মুআবাদা বলা হয়। এই মুআবাদাতেই কুরাইশরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামসহ বনু মুত্তালিবের সদস্যদের বয়কটের ঘৃণ্য সিদ্ধান্ত নিয়েছিল।

এ কবরস্তানে শায়িত আছেন উম্মুল মুমিনিন খাদিজা রা., কাসিম বিন মুহাম্মাদ রা., আবদুল্লাহ বিন মুহাম্মাদ রা., আবু তালেব, আবদুল মুত্তালিব, হাশেম, আবদে মানাফ, কুসাই বিন কিলাব, আবদুর রহমান বিন আবু বকর রা., আসমা বিনতে আবু বকর রা., আবদুল্লাহ বিন যুবাইর রা., সুমাইয়া রা. ইয়াসির রা. ও তাঁদের পরিবারবর্গ, মোল্লা আলি কারি রহ., ইবনে হাজার মাক্কি রহ., হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি রহ. ও মাওলানা রহমাতুল্লাহ কিরানবি রহ. প্রমূখ।

একসময় এতে নামফলক ও গম্বুজ বানোনো ছিল। এখন তো তা নাই-ই, কার কবর কোনটা যে, তা বোঝার উপায়ও নেই। তবে সাধারণ ব্যক্তিদের কবরের চেয়ে সাহাবীদের কবরগুলো সামান্য ভিন্ন; অনুমান করা যায়, বিশেষ কারো হবে। প্রায় পুরোটা এক এক করে কয়েক ঘণ্টা ধরে, ঘুরে যিয়ারত করে এসে যখন মূল ফটকের কাছে বসে বিশ্রাম নিচ্ছি আর টেলিগ্রাম ঘেঁটে বের করার চেষ্টা করছি—হাজী সাহেব রহ.-এর কবর কোনটা? তখন একজন খাদেম বললেন, "কবরস্তানের একটা বড় অংশই তো আপনারা দেখেননি! যেটা রাস্তার অপর পার্শ্বে। রাস্তার নিচের টানেল-সদৃশ পথ দিয়ে ওপারে গেলে পাবেন। এপারের দেখতে বিশেষ কবরদুটোর একটি হযরত আব্দুল্লাহ বিন যুবাইর রা. -এর, অপরটি তাঁর মা হযরত আসমা বিনতে আবু বকর রা. -এর।"

আমরা আবার যাই। রাস্তার ওপারে যেয়ে দেখি, এরচেয়েও বড় অংশ রয়েছে এদিকটাতে। এরমধ্যে একটা অংশ বড় প্রাচীর ঘেরা। বড় বড় ফটকগুলোও বন্ধ। বন্ধ ফটকের কাছে বসেই এক বিহারি হিন্দুস্তানি খুব আবেগ জড়িত কণ্ঠে গজল গাইছে। যিয়ারত করে ফেরার সময় দেখি, সুরঙ্গপথের কাছে এক বিশেষ ধরনের কবরের কাছে দাঁড়িয়ে ইসালে সওয়াব করছে এক ইয়েমেনি। দুআর পর কৌতুহল নিয়ে তাঁর কাছে জানতে চাইলে জানালেন, এখানে শায়িত হযরত আবদুর রহমান বিন আবু বকর রা.(٩٩ رقم), আর তাঁর পাশেই শায়িত মাসজিদুল হারামের মুআজ্জিন।

হঠাৎ ভাবনারা জড়িয়ে ধরে! মনে পড়ে— এই এখানেই তো তাহলে প্রিয় ভাইয়ের কবর যিয়ারত করতে এসে, তাঁর শিয়রে দাঁড়িয়ে আয়েশা রা. আবৃত্তি করেছিলেন —
وكنا كندماني جذيمة حقبة ... من الدهر حتى قيل لن يتصدعا

فلما تفرقنا كأني ومالكا ... لطول اجتماع لم نبت ليلة معا

এরপর সেই ইয়েমেনি আরো দেখালেন, বন্ধ চত্বরে ঢুকতেই প্রথমে যে চৌহদ্দি পড়ে, তাতে শায়িত আছেন হযরত খাদিজা রা. এবং তাঁর দুই পুত্র কাসিম ও আব্দুল্লাহ রা.। তার বামে অর্থাৎ বন্ধ চত্বরের নিচের দিকের কোনায় দেয়াল ঘেরা ও কিছুটা নিচু অংশে শায়িত হযরত সুমাইয়া রা. ও ইয়াসির রা. এবং তাঁদের পরিবারের অন্য সদস্যরা। আর এর বরাবর উপরের দিকে গাছের নিচে শায়িত আবু তালেব (আল্লাহ! আমাদের প্রিয় নবীজির প্রতি তাঁর ইহসানের সর্বোত্তম বিনিময় দান করো তাঁকে...), তাঁর পাশে অর্থাৎ একই সারিতে আছেন আবদুল মুত্তালিব, হাশেম, আবদে মানাফ ও কুসাই।

অনেক খুঁজেও পেলাম না হাজী সাহেবকে! শুধু এতটুকু জানতে পারলাম, হাজী সাহেব রহ. মাদরাসা সওলাতিয়্যার প্রতিষ্ঠাতা মাওলানা রহমাতুল্লাহ কিরানবি রহ. -এর পাশেই শায়িত। ভাবলাম, মাদরাসা সওলাতিয়্যায় গেলে হয়তো কোনো দায়িত্বশীল থেকে জানা যাবে; কিন্তু দুইদিন পর সওলাতিয়্যায় যেয়ে আরো দুঃখ হলো!

ফেরার সময় মন মানছিল না। আবদুল্লাহ বিন যুবাইর রা -এর প্রতি দুর্বলতার কারণে আবার যাওয়া হয় তাঁর শিয়রে ও সামান্য খুসুসি হাদিয়া পেশ করা হয়। ইচ্ছা তো ছিল সবার জন্যই আলাদা আলাদা হাদিয়া পেশ করার। কিন্তু আমার হাতে ছাতা ছিল, ডা. বদরুদ্দোজা ভাইয়ের হাতে ছাতা ছিল না। দীর্ঘ প্রায় তিন ঘন্টা ধরে রোদে পুড়ে কষ্ট করছেন —ভেবে ফিরে আসি। তাছাড়া কাছেই মাসজিদুল জিনে যোহর পড়ার তাড়াও ছিল কিছুটা।

(কবরের স্থানগুলো মনে রাখতেই একটু দীর্ঘ করে লেখা; হয়তো কারো কাজে লাগবে)

রমাদানের আর চার মাস বাকিاَللّهُمَّ بَلِّغْنَا رَمَضَان
04/11/2024

রমাদানের আর চার মাস বাকি

اَللّهُمَّ بَلِّغْنَا رَمَضَان

26/10/2024

Al Amanah Travels এর হাজী সাহেবদের নিয়ে জুল হুলাইফা থেকে এহরাম বেধে মক্কায় যাচ্ছি।

22/10/2024
জেদ্দা এয়ারপোর্ট টার্মিনাল-১
12/10/2024

জেদ্দা এয়ারপোর্ট টার্মিনাল-১

হজের আমল যাদের নসিব হয়েছে, তারা নিঃসন্দেহে সৌভাগ্যবান। হজ করার ইচ্ছা থাকাও ইবাদত। ভালো কোনো কাজ করার ইচ্ছা পোষণ করলে, ওই...
08/10/2024

হজের আমল যাদের নসিব হয়েছে, তারা নিঃসন্দেহে সৌভাগ্যবান। হজ করার ইচ্ছা থাকাও ইবাদত। ভালো কোনো কাজ করার ইচ্ছা পোষণ করলে, ওই কাজ করার জন্য আল্লাহতায়ালা তাঁর বান্দাকে সাহায্য করে থাকেন। আল্লাহ সামর্থ্যবান লোকের ওপর হজ ফরজ করেছেন। কোরআনে এরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই গোটা মানবজাতির জন্য সর্বপ্রথম যে ঘরটি বানিয়ে রাখা হয়েছিল তা ছিল বাক্কায় (তথা বর্তমান মক্কায়)।

এ ঘরকে কল্যাণ ও মঙ্গলময় এবং পথপ্রদর্শক বানানো হয়েছিল। এখানে রয়েছে সুস্পষ্ট নিদর্শনগুলো, রয়েছে ইবরাহিমের দাঁড়ানোর স্থান, যে এখানে প্রবেশ করবে সে নিরাপদ। দ্বিতীয় মর্যাদা হচ্ছে মানবজাতির ওপর, আল্লাহর জন্য এ দায়িত্ব দেয়া হয়েছে, এ ঘরে পৌঁছা পর্যন্ত যে ব্যক্তির সামর্থ্য থাকবে, সে যেন এ ঘরে হজ আদায় করে।’ (সূরা আল-ইমরান: ৯৬-৯৭)।

হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত।
হজরত রাসূল (সা.) এরশাদ করেছেন, তোমরা হজ ও ওমরা পরপর সঙ্গে সঙ্গে আদায় কর, কেননা এ দুটি কাজ দারিদ্র্য ও গোনাহ নিশ্চিহ্ন করে দেয়। যেমন রেতি লোহার মরিচা ও স্বর্ণ-রৌপ্যের জঞ্জাল দূর করে দেয়। আর কবুল হওয়া হজের সাওয়াব জান্নাত ছাড়া আর কিছুই নয়। (তিরমিজি: ৩/৮১০)।

ফরজ হজ আরবি জিলহজ মাসে পালন করতে হয়। ওমরা হজ বছরের যে কোনো সময় পালন করা যায়।
হজের মর্যাদা কেউ লিখে কিংবা বর্ণনা করে শেষ করতে পারবে না। হজের সময় সংক্ষিপ্ত কিন্তু ইহার মর্যাদা ব্যাপক। হজ পালনের সঙ্গে সঙ্গে হজ পালনকারী বেগোনাহ হয়ে যান। তার আমলনামা থেকে গোনাহ ধুয়ে মুছে সাফ হয়ে যায়।

হজরত আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত, হজরত রাসূল (সা.) এরশাদ করেছেন, যে অশ্লীল কথা বা গোনাহের কাজে জড়িত না হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে হজ করল, সে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে এলো। (বোখারি: ১৪৩১)।

সামর্থ্যবানদের জন্য হজ একটি আবশ্যকীয় ও ফরজ ইবাদত!  হজ ফরজ, উমরাহ নফল৷উমরাহ কখনো হজের বিকল্প হতে পারেনা৷আপনি কি আগামী ২০...
08/10/2024

সামর্থ্যবানদের জন্য হজ একটি আবশ্যকীয় ও ফরজ ইবাদত!
হজ ফরজ, উমরাহ নফল৷
উমরাহ কখনো হজের বিকল্প হতে পারেনা৷

আপনি কি আগামী ২০২৫ অথবা ২০২৬ সালে হজে যাওয়ার প্ল্যান করেছেন?

আপনার পবিত্র হজ পালন সুষ্ঠু, সুন্দর ও পরিপূর্ণ শারীয়াহ মোতাবেক হওয়ার জন্য আমরা হতে পারি আপনার আস্থাভাজন ও বিশ্বস্ত সহযোগী..

আমাদের হজ প্যাকেজ সমূহঃ
🕋 শর্ট-টাইম প্যাকেজ
🕋 ফাইভ স্টার প্যাকেজ
🕋 স্ট্যান্ডার্ড প্যাকেজ
🕋 ইকোনমি প্যাকেজ

আল আমানাহ ট্রাভেলস এর আসন্ন ২০২৫ ও ২০২৬ সনের হজ প্যাকেজ সমূহের বিবরণঃ

🕋 শর্ট-টাইম ও ফাইভ স্টার প্যাকেজ আলোচনা সাপেক্ষে৷

__________________

🕋 স্ট্যান্ডার্ড প্যাকেজ (বিশেষ প্যাকেজ)
🏢 স্থায়ী আবাসন।

💰প্যাকেজ মূল্যঃ
সরকার কর্তৃক ঘোষিত প্যাকেজ মূল্য হতে ডিসকাউন্ট মূল্যে৷
সময়সীমাঃ ৩৫-৪০ দিন

মক্কা হোটেলঃ ৪০০-৭০০ মিটার দূরত্বে থ্রি-স্টার সমমানের উন্নত হোটেল।
মদিনা হোটেলঃ ২০০-৪০০ মিটার দূরত্বে থ্রি-স্টার সমমানের হোটেল।
রুমঃ ৪/৫ জনের শেয়ারিং রুম।
(সিঙ্গেল রুম আলোচনা সাপেক্ষে)

খাবারঃ স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু ৩ বেলা বাঙ্গালী খাবার৷
(ফয়েল বক্স প্যাকেটের মাধ্যমে পরিবেশন করা হবে)

___________________

🕋 ইকোনমি প্যাকেজঃ (রেগুলার প্যাকেজ)
🏢 স্থায়ী আবাসন।

💰প্যাকেজ মূল্যঃ
সরকার কর্তৃক ঘোষিত প্যাকেজ মূল্য হতে ডিসকাউন্ট মূল্যে৷
সময়সীমাঃ ৩৫-৪০ দিন৷

মক্কা হোটেলঃ ১০০০-১৫০০ মিটার দূরত্বে লিফট ও এসি বিশিষ্ট ভালো মানের হোটেল।
মদিনা হোটেলঃ ৫০০-১০০০ মিটার দূরত্বে লিফট ও এসি বিশিষ্ট ভালো মানের হোটেল।
রুমঃ ৪/৫ জনের শেয়ারিং রুম।
(সিঙ্গেল রুম আলোচনা সাপেক্ষে)

খাবারঃ স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু ৩ বেলা বাঙ্গালী খাবার৷
(ফয়েল বক্স প্যাকেটের মাধ্যমে পরিবেশন করা হবে)

⚠️ বিঃদ্রঃ সৌদি রিয়াল এক্সচেঞ্জ রেট, বিমান ভাড়া, মক্কা-মদিনার হোটেল ভাড়া ও বাংলাদেশ এবং সৌদি সরকার কর্তৃক কোন খরচ সংযোজন বা কম-বেশি হলে প্যাকেজের রেট পরিবর্তন হতে পারে৷

_________________________

যেকোন প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুনঃ

আল আমানাহ ট্রাভেলস
🔷 হেড অফিসঃ
৬৮-৬৯ গ্রীনরোড কনসেপ্ট টাওয়ারের চতুর্থ তলা পান্থপথ ঢাকা -১২০৫

🔷 সিরাজগঞ্জ ব্রাঞ্চ অফিসঃ পোরজনা শাহজাদপুর সিরাজগঞ্জ ৷

বিস্তারিত জানতে সরাসরি ফোন, এসএমএস বা হোয়াটসঅ্যাপ করুনঃ

📱 01717-170116(WhatsApp)
📱 01713355506

নিরাপদ ও নির্ঝঞ্ঝাট বাইতুল্লাহ সফরের জন্য আপনার বিশ্বস্ত সহযোগী Al Amanah Travels

মাআসসালাম

অনেকের ব্যাংকে জমানো টাকা থাকে, স্বর্ন থাকে যার দরুন হজ্ব ফরজ হয়ে যায়। হজ্ব বিধানের মৌলিক তাৎপর্য, তার যথার্থ দাবি ও আসল...
30/09/2024

অনেকের ব্যাংকে জমানো টাকা থাকে, স্বর্ন থাকে যার দরুন হজ্ব ফরজ হয়ে যায়। হজ্ব বিধানের মৌলিক তাৎপর্য, তার যথার্থ দাবি ও আসল হুকুম হচ্ছে হজ্ব ফরয হওয়ার সাথে সাথে আদায় করা। বিনা ওজরে বিলম্ব না করা। কারণ বিনা ওজরে বিলম্ব করাও গুনাহ। আল্লাহ তাআলা ও তার রাসূল ফরয হজ্ব আদায়ের প্রতি এমনভাবে গুরুত্বারোপ করেছেন যে, কেউ যদি এই হজ্বকে অস্বীকার করে বা এ বিষয়ে কোনো ধরনের অবহেলা প্রদর্শন করে তবে সে আল্লাহর জিম্মা থেকে মুক্ত ও হতভাগ্যরূপে বিবেচিত হবে।

আল্লাহ তাআলা ইরশাদ করেছেন-
ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا، ومن كفر فان الله غنى عن العلمين.
(তরজমা) মানুষের মধ্যে যারা সেখানে (বায়তুল্লাহ) পৌঁছার সামর্থ্য রাখে তাদের উপর আল্লাহর উদ্দেশ্যে এ গৃহের হজ্ব করা ফরয। আর কেউ যদি অস্বীকার করে তাহলে তোমাদের জেনে রাখা উচিত যে, আল্লাহ তাআলা সৃষ্টিজগতের প্রতি মুখাপেক্ষী নন।-সূরা আলে ইমরান (৩) : ৯৭
উপরন্তু একটি হাদীসে কুদসীতে আল্লাহ তাআলা যে স্বচ্ছল সামর্থ্যবান ব্যক্তি সত্ত্বর হজ্ব আদায় করে না তাকে হতভাগা ও বঞ্চিত আখ্যায়িত করেছেন।
আবু সাঈদ খুদরী রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন-
يقول الله عز وجل : إن عبدا صححت له جسمه، ووسعت عليه في المعيشة تمضي عليه خمسة أعوام لا يفد إلى لمحروم.
আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার শরীরকে সুস্থ রাখলাম, তার রিযিক ও আয়-উপার্জনে প্রশস্ততা দান করলাম। পাঁচ বছর অতিক্রান্ত হওয়ার পরও যদি সে আমার গৃহের হজ্বের উদ্দেশ্যে আগমন না করে তবে সে হতভাগ্য, বঞ্চিত।-সহীহ ইবনে হিববান, হাদীস : ৩৬৯৫; মুসনাদে আবু ইয়ালা, হাদীস : ১০৩১; তবারানী, হাদীস : ৪৯০; সুনানে কুবরা বায়হাকী ৫/২৬২; মাজমাউয যাওয়াইদ, হাদীস : ৫২৫৯

Address

Concept Tower 4th Floor Green Road Panthapath Dhaka
Demra

Alerts

Be the first to know and let us send you an email when Al Amanah Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category