Bismillah Hajj & Omrah Agency

Bismillah Hajj & Omrah Agency Bismillah Hajj & Umrah Agency is one of the best Hajj and Umrah Service Providers in Bangladesh.

সাঈর সাফা ও মারওয়ার মাঝে দোয়া ও ফরিয়াদের স্থান রয়েছে,আমরা তা শুরু করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম য...
31/12/2023

সাঈর সাফা ও মারওয়ার মাঝে দোয়া ও ফরিয়াদের স্থান রয়েছে,আমরা তা শুরু করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা দিয়ে।

খাদেমুল হারামাইন আশ-শরিফাইন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ -হাফিজাহুল্লাহ-এর পৃষ্ঠপোষকতায়  হজ ও ওমরাহ মন্ত্রণালয়...
28/12/2023

খাদেমুল হারামাইন আশ-শরিফাইন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ -হাফিজাহুল্লাহ-এর পৃষ্ঠপোষকতায়
হজ ও ওমরাহ মন্ত্রণালয় তার তৃতীয় সংস্করণে
হজ_ ও_ ওমরাহ_ সেবাসমূহের_ একটি_ সম্মেলন_ ও_ প্রদর্শনীর_ আয়োজন_ করতে_ যাচ্ছে।
াহ_গমন
০৮ - ১১ জানুয়ারী ২০২৪
জেদ্দা সুপার ডোম

গারস কূপের সাথে রাসূল (ﷺ)-এর সুগন্ধিময় জীবনীর একটি বিশেষ গল্প ও সরাসরি সম্পর্ক রয়েছে।
26/12/2023

গারস কূপের সাথে রাসূল (ﷺ)-এর সুগন্ধিময় জীবনীর একটি বিশেষ গল্প ও সরাসরি সম্পর্ক রয়েছে।

এখানেই ঘঠেছিল সেই মুহূর্ত, যেই গল্পটি কুরআনে অমর হয়ে আছে, যেখানে ইসলাম ও মুসলমানদের কিবলা পরিবর্তন হয়েছিল।
26/12/2023

এখানেই ঘঠেছিল সেই মুহূর্ত, যেই গল্পটি কুরআনে অমর হয়ে আছে, যেখানে ইসলাম ও মুসলমানদের কিবলা পরিবর্তন হয়েছিল।

মদিনা মুনাওয়ারার ঐতিহাসিক মসজিদগুলোতে যিয়ারতকারীগণ সাহাবী ও তাবেয়ীদের যুগের অনেক নিদর্শন ও দর্শনীয় স্থান দেখতে পারেন।
25/12/2023

মদিনা মুনাওয়ারার ঐতিহাসিক মসজিদগুলোতে যিয়ারতকারীগণ সাহাবী ও তাবেয়ীদের যুগের অনেক নিদর্শন ও দর্শনীয় স্থান দেখতে পারেন।

মদিনা মুনাওয়ারার ঐতিহাসিক মসজিদগুলো এমন নিদর্শন যা সম্মানিত সাহাবীদের যুগের সাক্ষ্য বহন করে এবং তাদের দিনগুলোর যা ইতিহাস...
22/12/2023

মদিনা মুনাওয়ারার ঐতিহাসিক মসজিদগুলো এমন নিদর্শন যা সম্মানিত সাহাবীদের যুগের সাক্ষ্য বহন করে এবং তাদের দিনগুলোর যা ইতিহাসে অমর হয়ে আছে।

আল্লাহ ﷻ যখন সকল নবীদের মধ্যে রাসূলুল্লাহ ﷺ'র শান ও মর্যাদা প্রদর্শনের ইচ্ছা প্রকাশ করেন, নবী ﷺ কে সকল নবীদের ইমাম হিসাব...
20/12/2023

আল্লাহ ﷻ যখন সকল নবীদের মধ্যে রাসূলুল্লাহ ﷺ'র শান ও মর্যাদা প্রদর্শনের ইচ্ছা প্রকাশ করেন, নবী ﷺ কে সকল নবীদের ইমাম হিসাবে মসজিদুল-আকসায় নামাজের ইমামত প্রদান করেন।

যখন রাসূলুল্লাহ ﷺ, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক رضي الله عنه'র মর্যাদা স্পষ্ট করতে চাইলেন, তখন তাকে সকল সাহাবায়ে-কেরামের ইমাম হিসাবে মসজিদুল নববীতে নামাজের ইমামত দান করেন।

Clarifying Light বাংলা

মদিনায়, এমন সব ঐতিহাসিক দর্শনীয় স্থানসমূহ রয়েছে যা নবুওয়াত ও রিসালাত যুগের কথা বর্ণনা করে এবং এমন ইতিহাস যা জানান দেয় ...
20/12/2023

মদিনায়, এমন সব ঐতিহাসিক দর্শনীয় স্থানসমূহ রয়েছে যা নবুওয়াত ও রিসালাত যুগের কথা বর্ণনা করে এবং এমন ইতিহাস যা জানান দেয় মহান সব গল্প ও অমর জীবনীর কথা।

মদিনার ইসলামিক ঐতিহাসিক স্থানগুলো আপনাকে সাহাবীদের যুগে এবং তাদের গৌরবময় গল্পের যাত্রায় নিয়ে যাবে।
20/12/2023

মদিনার ইসলামিক ঐতিহাসিক স্থানগুলো আপনাকে সাহাবীদের যুগে এবং তাদের গৌরবময় গল্পের যাত্রায় নিয়ে যাবে।

কাবার কাছে রয়েছে শান্তি ও প্রশান্তি যা দেহের আগে হৃদয় ছুঁয়ে যায়।
16/12/2023

কাবার কাছে রয়েছে শান্তি ও প্রশান্তি যা দেহের আগে হৃদয় ছুঁয়ে যায়।

আজ মক্কার 🕋ক্লক টাওয়ার জুমাদা আল আখির মাসে প্রবেশের সংকেত দে। রমদানের আর মাএ ৯০ দিন বাকি
15/12/2023

আজ মক্কার 🕋ক্লক টাওয়ার জুমাদা আল আখির মাসে প্রবেশের সংকেত দে।

রমদানের আর মাএ ৯০ দিন বাকি

15/12/2023
জুমু’আর দিনে, হে আল্লাহ! আমাদেরকে এই পৃথিবীতে আপনার নবীর ভালবাসা দান করুন এবং পরকালে তাঁর শাফায়াত নসীব করুন।
15/12/2023

জুমু’আর দিনে, হে আল্লাহ! আমাদেরকে এই পৃথিবীতে আপনার নবীর ভালবাসা দান করুন এবং পরকালে তাঁর শাফায়াত নসীব করুন।

গত ৯ ডিসেম্বর ২০২৩ থেকে শুরু হয়েছে কাবা ঘরের মেইনটেনেন্সের কাজ। চারপাশে ঘেরাও দেওয়ার কারনে এই মাসে উমরাহ্‌ করতে যাওয়া লা...
15/12/2023

গত ৯ ডিসেম্বর ২০২৩ থেকে শুরু হয়েছে কাবা ঘরের মেইনটেনেন্সের কাজ। চারপাশে ঘেরাও দেওয়ার কারনে এই মাসে উমরাহ্‌ করতে যাওয়া লাখো মুসল্লি কাবাকে কাছ থেকে দেখা বা ছুয়ে দেখতে পারছেন না।

কবে শেষ হবে এই কাজ তা এখনো জানা যায়নি। তবে আশা করা হচ্ছে এই মাসের মধ্যেই শেষ হবে ইনশাআল্লাহ্‌। দুয়া করি যেন আমাদের জানুয়ারির গ্রুপের উমরাহ্‌ হাজিদের কাবা ঘর ছুয়ে দেখা এবং কাছ থেকে দেখার আকাংখা আল্লাহ্‌ পূরণ করেন।

#উমরাহ্‌ #হজ #বাইতুল্লাহ

পবিত্র কাবার গিলাফ আমরা কিভাবে হেফাজত করব?🕋
13/12/2023

পবিত্র কাবার গিলাফ আমরা কিভাবে হেফাজত করব?🕋

পবিত্র হারামে, আপনার হারানো জিনিস নিয়ে চিন্তার কিছু নেয়, কেবল হারানো ও  প্রাপ্তি বিভাগের সাথে যোগাযোগ মাধ্যমগুলো অনুসরণ ...
13/12/2023

পবিত্র হারামে, আপনার হারানো জিনিস নিয়ে চিন্তার কিছু নেয়, কেবল হারানো ও প্রাপ্তি বিভাগের সাথে যোগাযোগ মাধ্যমগুলো অনুসরণ করুন।

হারামাইন এক্সপ্রেস ট্রেন আপনাকে খুব সহজেই মক্কা ও মদিনায় পৌঁছে দিবে।আরও জানতে, এখানে ভিজিট  করুন:http://sar.hhr.sa/
13/12/2023

হারামাইন এক্সপ্রেস ট্রেন আপনাকে খুব সহজেই মক্কা ও মদিনায় পৌঁছে দিবে।

আরও জানতে, এখানে ভিজিট করুন:
http://sar.hhr.sa/

হয়তো লক্ষ্য করেছেন, গত কয়েকদিন ধরে কাবা মুশাররফার চাপপাশে ব্যারিকেড দেওয়া হয়েছে। উমরাকারীরা তার বাইরে দিয়ে তাওয়াফ করছেন।...
13/12/2023

হয়তো লক্ষ্য করেছেন, গত কয়েকদিন ধরে কাবা মুশাররফার চাপপাশে ব্যারিকেড দেওয়া হয়েছে। উমরাকারীরা তার বাইরে দিয়ে তাওয়াফ করছেন। এটা আরও কিছুদিন থাকবে। ভেতরে কিছু সংস্কার কাজ চলছে। কাজ শেষ হলে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

ইবাদতে মশগুল হোন এবং একাগ্রচিত্তে যিকিরে মগ্ন থাকুন।
12/12/2023

ইবাদতে মশগুল হোন এবং একাগ্রচিত্তে যিকিরে মগ্ন থাকুন।

রাসূল (ﷺ) এর শহর (মদিনা) ও তাঁর মসজিদ (মসজিদে নববী), এখানে প্রশান্তি উপচে পড়ে এবং বহু আকাঙ্ক্ষার পরে এখানে আসা হৃদয়গুল...
10/12/2023

রাসূল (ﷺ) এর শহর (মদিনা) ও তাঁর মসজিদ (মসজিদে নববী), এখানে প্রশান্তি উপচে পড়ে এবং বহু আকাঙ্ক্ষার পরে এখানে আসা হৃদয়গুলোকে অভিভূত করে।

প্রবল বৃষ্টির সময় ওমরাহ 🌨
10/12/2023

প্রবল বৃষ্টির সময় ওমরাহ 🌨

মসজিদে আয়েশা (রাঃ) মক্কার দর্শনীয় স্থানসমূহের একটি, এবং এটি তার অধিবাসীদের জন্য মীকাত স্বরূপ।
09/12/2023

মসজিদে আয়েশা (রাঃ) মক্কার দর্শনীয় স্থানসমূহের একটি, এবং এটি তার অধিবাসীদের জন্য মীকাত স্বরূপ।

তাওয়াফের দুই রাকা’আত সালাতে আমরা কী পাঠ করব?
07/12/2023

তাওয়াফের দুই রাকা’আত সালাতে আমরা কী পাঠ করব?

হারামে আগমনের আগে পারমিট ইস্যু করার নিয়ম মেনে চলা, পরস্পর সহযোগিতা নিশ্চিত করে এবং শৃঙ্খলা বজায় রাখে।
05/12/2023

হারামে আগমনের আগে পারমিট ইস্যু করার নিয়ম মেনে চলা, পরস্পর সহযোগিতা নিশ্চিত করে এবং শৃঙ্খলা বজায় রাখে।

মক্কা, আমাদের লক্ষ্যের কেন্দ্রবিন্দু এবং ভ্রমণের গন্তব্যস্থল।
02/12/2023

মক্কা, আমাদের লক্ষ্যের কেন্দ্রবিন্দু এবং ভ্রমণের গন্তব্যস্থল।

ছবি তোলার সময় আমরা জনাকীর্ণ স্থান এড়িয়ে চলব।
02/12/2023

ছবি তোলার সময় আমরা জনাকীর্ণ স্থান এড়িয়ে চলব।

মসজিদ মানুষকে সালাতের মাধ্যমে সারিবদ্ধ করে তুলে। আর হেদায়েত আল্লাহর পক্ষ থেকেই আসে এবং তাঁর কাছেই আশা করা হয়
02/12/2023

মসজিদ মানুষকে সালাতের মাধ্যমে সারিবদ্ধ করে তুলে। আর হেদায়েত আল্লাহর পক্ষ থেকেই আসে এবং তাঁর কাছেই আশা করা হয়

মসজিদে হারামে অবস্থানকালে আপনাদের সচেতনতা ও পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।
02/12/2023

মসজিদে হারামে অবস্থানকালে আপনাদের সচেতনতা ও পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।

নহরে জুবাইদা, একটি ঐতিহাসিক দর্শনীয়স্থান ও পর্যটন কেন্দ্র।
02/12/2023

নহরে জুবাইদা, একটি ঐতিহাসিক দর্শনীয়স্থান ও পর্যটন কেন্দ্র।

আমরা সবাই নামাজ কায়েম করি, নিজে পড়ি অন্নকে পরাই।
29/11/2023

আমরা সবাই নামাজ কায়েম করি, নিজে পড়ি অন্নকে পরাই।

আল্লাহ আমাদের আপনার ঘরের মেহমান হিসেবে কবুল করেন।
29/11/2023

আল্লাহ আমাদের আপনার ঘরের মেহমান হিসেবে কবুল করেন।

হে আল্লাহ! আমাদের হৃদয়ে প্রশান্তি ঢেলে দিন এবং তা দৃঢ় বিশ্বাসে পরিপূর্ণ করে দিন।🤲🏻
28/11/2023

হে আল্লাহ! আমাদের হৃদয়ে প্রশান্তি ঢেলে দিন এবং তা দৃঢ় বিশ্বাসে পরিপূর্ণ করে দিন।🤲🏻

11/11/2023

Alhamdulillah Open Now Bismillah Hajj & Omrah Agency 11-11-2023

Address

Ka-82, Progoti Saroni, Kuril
Dhaka -1229

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801911773331

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bismillah Hajj & Omrah Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bismillah Hajj & Omrah Agency:

Share

Category


Other Dhaka -1229 travel agencies

Show All