Travel Fest Tours & Holidays

Travel Fest Tours & Holidays We are a travel agency catering to all your travel need anywhere in the world.

Rent 950 Including All Bills such as Electricity, Gas, Water & Super-fast broadband. One Couple /double room will be ren...
20/05/2024

Rent 950 Including All Bills such as Electricity, Gas, Water & Super-fast broadband.
One Couple /double room will be rented from 1st June 2024 in Violate Road, Bow area, (Flat 45, E3 3QG, 42 Violet Road). We are looking for a couple with no child or Single person or Two single person (Male/Female both are ok).
It's in a very good location. The bus stop is just under the flat and the DLR station is 2 minutes away also District line is just 10 minutes walking distance.
Please Call & view on 07448445012.

ভাড়া সব বিলসহ =৯৫০ পাউন্ড ।
পহেলা জুন ২০২৪ থেকে বো এরিয়া (Flat 45, E3 3QG, 42 Violet Road) এ একটি ডবল রুম ভাড়া হবে। ১০৮ বাস স্টপ একদম ফ্লাট এর নিচে আর ডি এল আর স্টেসন ২ মিনিট হাটার দুরত্বে আর ব্রুম`লী বাই বো , (ডিস্ট্রিক লাইন) ১০ মিনিটস হাটার দুরত্বে ।
আমরা একটি বাচ্চা ছাড়া কাপল অথবা সিংগেল দুইজন বা একজন কাউকে চাচ্ছি। আলোচনা করতে 07448445012-এ দেখতে কল করুন।

ইফতার পরবর্তী  ডিনার প্রিয় রেস্টুরেন্ট Tayyabs হোয়াইট চ্যাপেল লন্ডন।
31/03/2024

ইফতার পরবর্তী ডিনার প্রিয় রেস্টুরেন্ট Tayyabs হোয়াইট চ্যাপেল লন্ডন।

21/02/2024

24/7- হটলাইন- 07448445012
ঈদের বিশেষ অফার সেরা প্রতিশ্রুতি এবং পরিষেবা গ্যারান্টি
লন্ডন-ঢাকা রিটার্ন ৭২০ পাউন্ড

18/02/2024

ঈদ স্পেশাল বিমানের
লন্ডন সিলেট এবং লন্ডন ঢাকা রিটার্ন টিকিট
হট-লাইন 07448445012

30/12/2023

মাত্র ৩৫০ পাউন্ডে প্রতিজন ইন্সুরেন্স সহ সেনজেন ভিসা প্রসেস ও তিনদিনের গ্রীস ভ্রমণ প্যাকেজ, এথেন্স সিটি সেন্টারে থ্রি স্ট...
22/12/2023

মাত্র ৩৫০ পাউন্ডে প্রতিজন ইন্সুরেন্স সহ সেনজেন ভিসা প্রসেস ও তিনদিনের গ্রীস ভ্রমণ প্যাকেজ, এথেন্স সিটি সেন্টারে থ্রি স্টার হোটেল, বাফেট ব্রেকফাস্ট, প্রাইভেট রিটার্ন এয়ারপোর্ট ট্রান্সফার ও ডে টুর . ১৫ ই জানুয়ারির মধ্যে বুক করতে হবে এবং ফেব্রুয়ারীর ১৫ তারিখের থেকে ভ্রমণ করা যাবে মার্চের শেষ পর্যন্ত. এই প্রাইসটি পেতে হলে অবশ্যই দুজন একসাথে ভ্রমণ করতে হবে. প্যাকেজটি সিঙ্গেল বুক করতে চাইলে প্রাইস পড়বে ৪৫০ পাউন্ড. এয়ার টিকিট এই প্রাইসে অন্তর্ভুক্ত নয়.

https://shohili.blogspot.com/2023/11/four-best-halal-tourism-friendly.htmlআমার ব্লগ টি বাংলায় পড়তে চাইলে এই লিঙ্ক টিতে গ...
14/12/2023

https://shohili.blogspot.com/2023/11/four-best-halal-tourism-friendly.html
আমার ব্লগ টি বাংলায় পড়তে চাইলে এই লিঙ্ক টিতে গিয়ে পরতে পারেন

Muslims from all around the world can enjoy Halal holidays in Europe. We only need to consider carefully where we want to go. Halal food is very easy to get in Europe, which is an important part of the Halal lifestyle. Some of the top cities for halal food are also in Europe, which makes traveling a...

Process Your Visa with uscontact -+8801616-838384,  +447456493845+8809678777949
11/12/2023

Process Your Visa with us
contact -+8801616-838384, +447456493845
+8809678777949

International Student & Parents must watch video.বাংলাদেশী অভিভাবকদের ,লন্ডন থেকে খায়রুল হাসান বলছি,ছেলে মেয়েদের বিদেশ...
06/12/2023

International Student & Parents must watch video.

বাংলাদেশী অভিভাবকদের ,
লন্ডন থেকে খায়রুল হাসান বলছি,
ছেলে মেয়েদের বিদেশে লেখাপড়া করাতে চান?

International Student & Parents must watch video

10 Years Ban Passport Got UK VisaContact with us +8809678777949 , +8801799555831
04/12/2023

10 Years Ban Passport Got UK Visa
Contact with us +8809678777949 , +8801799555831

হাবিবুর রহমান সাহেব একটি ভিসা প্রসেসিং এজেন্সির যা ইচ্ছে তাই প্রসেসিং এর বলি হয়ে শুধু ইউ কে ভিসা ই রিফিউজ হন নি , হয়...

Open Talk for Bangladeshi Viewers
04/12/2023

Open Talk for Bangladeshi Viewers

26/10/2023
26/10/2023

The truth about Living London # Episode 01

ইদ আনন্দ পরিবারের সাথে । টিকিট ক্রয়ের জন্যকল করুন -09678777946 whatsApp +8801616-838384ঢাকা টু কক্সবাজার মাত্র - ৪২০০ টা...
25/06/2023

ইদ আনন্দ পরিবারের সাথে । টিকিট ক্রয়ের জন্য
কল করুন -09678777946
whatsApp +8801616-838384
ঢাকা টু কক্সবাজার মাত্র - ৪২০০ টাকা
ঢাকা টু সিলেট মাত্র - ২৯০০ টাকা
রাজশাহী, সৈয়দপুর ।
মূল্য পরিবর্তন সাপেক্ষ এবং শর্ত প্রযোজ্য।

ওয়ার্ক পারমিট ভিসায়,  পরিবার সহ UK  আসার এবং পাসপোর্ট  পাওয়ার সুযোগ ।Contact : UK Local Number : +447448445012 Whats -Ap...
16/06/2023

ওয়ার্ক পারমিট ভিসায়, পরিবার সহ UK
আসার এবং পাসপোর্ট পাওয়ার সুযোগ ।
Contact : UK Local Number : +447448445012 Whats -App
Bangladesh Local Number : +8801616-838384 Whats-App

UK ওয়ার্ক পারমিট VISA

22/02/2023

"

যারা নিয়মিত আকাশপথে ভ্রমণ করেন তারা লেখাটি অবশ্যই পড়বেন"

আপনি যদি আকাশপথে ভ্রমণ করেন, তবে বন্ধু বৎসল যাত্রী কিংবা আপনার পাশের সীটে বসা প্রতিবেশীর কাছ থেকে সাবধান থাকুন।

বয়স্ক ভদ্রমহিলা প্লেনের ভিতরে আমার পাশে বসেই আমাকে তাঁর ব্যাগটি ওভারহেড লাগেজ বগিতে রাখার জন্য সবিনয় অনুরোধ করেন। আমি বেশ খাটো হওয়ায় আইলের অন্য পাশে বসা ভদ্রলোক এসে উনার লাগেজটি ওভারহেড বগিতে রাখেন।

ভদ্রমহিলা খুব প্রাণবন্ত, অমায়িক, বন্ধুবৎসল। মিনিটেই আমাকে একেবারে আপন করে নিলেন। যেন আমাদের অনেক দিনের জানাশোনা। পুরো ফ্লাইটে নানা বিষয়ে আমাদের কথা হয়। উনি অসুস্থ। বিদেশে যাচ্ছেন সন্তানদের কাছে। সেখানে ওদের সাথে বেশ কয়েক মাস সময় কাটাবেন। চিকিৎসাও করাবেন।

গল্পের ফাঁকে একসময় পাইলটের ঘোষণা আসে - আমরা দুবাই এয়ারপোর্টে ল্যান্ড করতে যাচ্ছি। এমন সময় ভদ্রমহিলা- আমাকে কন্যা হিসাবে সম্বোধন করে খুব কাতর হয়ে বলেন- উনার পেটের ব্যথা বাড়তে শুরু করছে। উনি ব্যথায় ছটফট করতে থাকেন। ব্যথায় উনার শরীর ঘামছে, উনি খুবই অস্থির। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে।

মাতৃবয়সী ভদ্রমহিলার জন্য মায়া হলো। আল্লাহ না করুন। কোনো বিপদ যেন না হয়। কোনো দূর্ঘটনা যেন না ঘটে। মহিলা যেন অনন্ত নিজ গন্তব্য পর্যন্ত পৌঁছাতে পারেন। সন্তানেরা নিশ্চয়ই মায়ের অপেক্ষায় বসে আছে।

আমি স্টুয়ার্ড বোতাম টিপে বিমান কর্তৃপক্ষকে সমস্যার কথাটা জানাই ।

স্টুয়ার্ডস কিছু ব্যথানাশক ঔষধ মহিলাকে খেতে দিয়ে আমরা না নামা পর্যন্ত অপেক্ষা করার জন্য পরামর্শ দেন। পাইলট আমাদের সবাইকে শান্ত থাকার পরামর্শ দিয়ে বলেন- প্রয়োজনে প্লেন ল্যাণ্ড করার সাথে সাথে জরুরি ইমার্জেন্সি ম্যাডিকেলের ব্যবস্থা করা হবে।
মহিলা আমার হাত খুব দৃঢ়ভাবে আকড়ে ধরে আছেন। অন্যান্য যাত্রীরা সবাই ধরে নিয়েছে আমি মহিলার কন্যা অথবা নিকটাত্মীয়া কেউ। আমি কি করবো বুঝতে পারছিনা।

আমরা একসময় বিমান বন্দরে অবতরণ করি । প্লেনে যে ভদ্রলোক মহিলার লাগেজটি ওভারহেড বগিতে রাখতে সাহায্য করেছিলেন তিনি তার লাগেজ নামিয়ে আমাকে ইশারায় বলেন -আমি যেন এই মহিলার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখি। এবং কেবিন ক্রুদের কাছে পরিষ্কার করে দেন যে আমরা একসঙ্গে ভ্রমণ করছি না। ভদ্রলোককে মনে হলো - দয়াময় কর্তৃক প্রেরীত আমার উদ্ধারকারী।

এরপর, কেবিন ক্রুরা এসে আমাকে জিজ্ঞাসা করে আমরা একে অপরের সাথে সম্পর্কযুক্ত কিনা। আমি স্পষ্টভাবে তাদের বলি- জ্বিনা। আমাদের কেবলমাত্র বিমানের সীটে বসার পরপরই দেখা হয়েছে। আমরা বিমান থেকে বিদায় নিতে শুরু করি এবং আমি বিদায় জানানোর সাথে সাথে মহিলা তার হ্যান্ডব্যাগটা বহন করার জন্য আমাকে কাকুতি মিনতি করতে থাকেন। বলে- মাগো । তোমার মায়ের বসয়ী মহিলাকে এভাবে একা ফেলে যেয়োনা। তুমি আমার হ্যান্ডব্যাগটা টার্মিনাল পর্যন্ত বহন করো।

এবার কেন যেন আমি একটু ভয় পাচ্ছিলাম। সেই ভদ্রলোক আমার চোখের দিকে তাকালেন এবং জোর দিয়ে মাথা নেড়ে বললেন- আমি যেন কোনো ভাবেই মহিলার কোনো লাগেজই বহন না করি।

বয়স্ক মহিলাকে কেবিন ক্রুদের কাছে হুইলচেয়ারের জন্য অপেক্ষায় রেখে আমি বেশ অপরাধী ফিল করে বিমান থেকে প্রস্থান করি।

যখন আমরা আমাদের লাগেজ আসার জন্য অপেক্ষা করছি - ঠিক তখনি বেশ জোরে হৈচৈর শব্দ শুনতে পাই । ভদ্র মহিলা হুইলচেয়ার ছেড়ে কেবিন ক্রু থেকে পালানোর চেষ্টা করছেন। সৌভাগ্যক্রমে বিমানবন্দরের পুলিশরা ছিলো উনার চেয়ে দ্রুত । তারা উনাকে ধরে হুইলচেয়ারে ফিরিয়ে আনে।

এই ভদ্রমহিলা এবার আমাকে ডাকতে শুরু করে....তুমি আমার সাথে এটা কিভাবে করতে পারো......তোমার লাগেজ আমার কাছে রেখে কেনো তুমি আমাকে ছেড়ে যাচ্ছো ।

আমি পুরোই থ হয়ে যাই। এবার আমি বুঝতে পারি- উনি তার হ্যাণ্ডব্যাগে এমন কিছু বহন করছেন- যার দায়ভার উনি আমার উপর দিতে চাচ্ছেন। যিনি কৌশলে আমাকে ফাঁসিয়ে দেয়ার চেষ্টা করছেন।

পুলিশ উনার হ্যান্ডব্যাগ তল্লাশি করে দেখে পুরো ব্যাগভর্তি অবৈধ ড্রাগ। আমার পুরো শরীর ভয়ে হিম হয়ে যায়। জীবনে এরকম ঘটনার মুখোমুখি আমি কোনোদিন হইনি। আরেকটু হলেই আমি নিজেই এই অবৈধ ড্রাগের ব্যাগটি বহন করতাম।

আমি বুঝতে পারছিনা- সিকিউরিটি স্ক্যান চ্যাকে ধরা না পড়ে, পুরো সিকিউরিটি সিস্টেম ফাঁকি দিয়ে মহিলা এই অবৈধ ড্রাগ নিয়ে কিভাবে প্লেনে প্রবেশ করে এতোদূর পর্যন্ত এলেেন।

সেই ভদ্রলোকও উনার লাগেজের জন্য অপেক্ষা করছিলেন। উনি আমার মনের ভাব বুঝতে পেরে বলেন-লাগেজ স্ক্যানতো মেশিনে করে কিন্তুু মেশিনের পেছনেতো মানুষই থাকে। সিকিউরিটি সিস্টেম তিন ধাপ এগুলো ড্রাগ ডীলাররা ত্রিশ ধাপ এগোয়। তাছাড়া, সিকিউরিটি সিস্টেমের অনেক লোকই এসবের সাথে জড়িত থাকে। কর্তৃপক্ষের সাথে ডীলারদের লেনদেন যখন সঠিকভাবে হয়না- তখনই সাধারণত এরা ধরা পড়ে। আমার প্রথম থেকেই যেন মহিলাকে সন্দেহ হচ্ছিলো।

এরপর, ভদ্রলোক নিজ থেকেই সিকিউরিটি পুলিশদের বলেন- আমার সাথে মহিলার কোনো সম্পর্ক নেই। আমাদের বিমানের ভিতরেই দেখা হয়েছে।

পুলিশ আমার পাসপোর্ট নিয়ে মহিলার সাথে একটা ছো্ট্ট অফিস ঘরে যাওয়ার জন্য নির্দেশ দেয়।
আমাদেরকে চতুর্দিক থেকে পুলিশ ঘেরাও করে রেখেছে। এবার আমি ঘামতে শুরু করি।
পুলিশ নানা কথা জিজ্ঞাসাবাদ করতে থাকে। মহিলার সাথে কোথায় দেখা হয়েছে, কিভাবে দেখা হয়েছে। আমি কোথায় কোথায় গিয়েছিলাম। মহিলার সাথে আমার সম্পর্ক কি? আমি আদৌ মিথ্যা বলছি কিনা ? নানা রকম মেশিনে আমার আঙ্গুলের ছাপ নেয়া হয়।
আমার কোনো আঙ্গুলের ছাপ মহিলার হ্যান্ডব্যাগে আছে কিনা ইত্যাদিও পরীক্ষা করে দেখা হয়।
আমি আমার আপনজনকে ফোন করার জন্য অনুরোধ করলে- আমার অনুরোধ প্রত্যাখ্যান করা হয়।

এবার মহিলাকে বলেন- আমার পুরো নাম বলার জন্য।
মহিলা আমার পুরো নাম বলতে পারেনা। সৌভাগ্য যে, মহিলাকে আমি আমার পুরো নাম বলিনি।

প্রায় চল্লিশ মিনিট জেরার পর- বিমানবন্দর কর্তৃপক্ষ অন্য কারোর লাগেজ বহন না করা, স্পর্শ না করার পরামর্শ দিয়ে আমার জীবন বৃত্তান্ত সব তাদের ডাটা সিস্টেমে লিপিবদ্ধ করে আমাকে মুক্তি দেন। এই চল্লিশ মিনিটকে মনে হলো- আমার জীবনের সবচেয়ে ভয়াল, শীতল চল্লিশটি বছর।

সেদিন থেকে আপনার কাছে কতটা লাগেজ আছে তাতে আমার কিছু যায় আসে না। আপনার লাগেজ। আপনার সমস্যা। যার লাগেজ সেই সামলাবে। আমি আপনাকে আপনার লাগেজ রাখার জন্য বড়জোড় একটি ট্রলি এনে দিতে পারি। এর বেশি কিছুনা। আমার নীতি হলো- যদি আপনি ওভারহেড বগিতে আপনার হ্যাণ্ডব্যাগ না রাখতে পারেন, এবং আমিই নিকটতম ব্যক্তি হই। তবে দয়া করে কেবিন ক্রু আসা পর্যন্ত অপেক্ষা করুন। এই পরিস্থিতিতে আমি অসহায়ের সহায় হবো না। অসহায়কে অবশ্যই সাহায্য করবো ভালো কথা । কিন্তু নিজেকে যেন পরে অসহায় হতে না হয়।

পুরো লেখাটি এয়ারপোর্ট সেফটি এণ্ড সিকিউরিটি থেকে অনুবাদ করা। সত্য কিংবা মিথ্যা কিনা জানিনা। তবে, এটুকু জানি, সাবধানের মার নেই। সবার আগে নিজেকে সেভ করি। কথায় বলে- Better safe than sorry.

আপনি কি ফিলিপাইনে ব্যবসা করতে চান??? এই ভিডিও আপনার জন্য
13/02/2023

আপনি কি ফিলিপাইনে ব্যবসা করতে চান???
এই ভিডিও আপনার জন্য

আপনি কি ফিলিপাইনে ব্যবসা করতে চান??? এই ভিডিও আপনার জন্য

IATA এজেণ্ট হলে ভিডিওটি অবশ্যই দেখুন ।
11/02/2023

IATA এজেণ্ট হলে ভিডিওটি অবশ্যই দেখুন ।

আমেরিকা ,কানাডা ,ইউরোপজব ও ওয়ার্ক পারমিট ভিসা খোলামেলা আলোচনা ।
09/02/2023

আমেরিকা ,কানাডা ,ইউরোপ
জব ও ওয়ার্ক পারমিট ভিসা
খোলামেলা আলোচনা ।

Please Contact Us . 01719142677, 01616838384 Work Permit & Open Discussion .

মালদ্বীপ এখন আপনার হাতের নাগালেই। সুর্য সৈকত আর সমুদ্র যদি আপনার হলিডে ফ্যান্টাসী হয় , তাহলে মালদ্বীপ এর মত গন্তব্য ই আপ...
08/02/2023

মালদ্বীপ এখন আপনার হাতের নাগালেই। সুর্য সৈকত আর সমুদ্র যদি আপনার হলিডে ফ্যান্টাসী হয় , তাহলে মালদ্বীপ এর মত গন্তব্য ই আপনার জন্য পারফেক্ট। মালদ্বীপের এয়ার ফেয়ার কমে গ্যাছে অনেক , আর তাই মালদ্বীপ বেরাতে যাওয়া এখন আর কোন সুদূরের স্বপ্ন নয় , স্বচ্ছ জলের বুকে ভেসে থাকা দ্বীপ গুল যেন এক একটা রুপ কথার রাজ্য। মন চাইলে আপনিও ঘুড়ে আসতে পারেন এখন । অভাবনীয় সৌন্দর্যের অবগাহনে কাটিয়ে আসতে পারেন কিছু সময়।

অবস্থানঃ ৪ দিন মালে তে থাকা
দিন ১ঃ বিমানে চেপে মালদ্বীপ এর উদ্দেশ্যে যাত্রা। মালদ্বীপ পৌছে বিমানবন্দরে অবস্থান রত অভ্যর্থনাকারীর সাথে দেখা হবে এবং সে আপনাকে আপনার হোটেলে পৌছে দেবে । হোটেলে চেক ইন এর সময় আপনাকে ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করা হবে। এর পরের সময় টুকু আপনি আপনার মত কাটাতে পারেন। চাইলে যাত্রার ক্লান্তি কাতাতে রেস্ট নিতে পারেন অথবা বেড়িয়ে পরতে পারেন কাছা কাছি বিচ ঘুরতে । রাতের খাবার পরিবেশন হবে হোটেল এর রেস্টুরেন্ট এ।

দিন ২ঃ হোটেল এ ব্রেকফাস্ট করার মধ্যে দিয়ে দিনের শুরূ হবে। আজকের দিন টি ভ্রমনের সবচেয়ে মজার দিন। ব্রেকফাস্ত এর পর হোটেল থেকে রিসিভ করে আপনাকে নিয়ে যাওয়া হবে ফুল ডে এডভেঞ্চার ট্রিপ এর জন্য ।
ডে এক্টিভিটিঃ স্যান্ড ব্যাক ট্যুর + গাইডেড স্নোরল্কিং (সমুদ্রের নীচে রঙ্গিন মাছ আর প্রবালের রঙের খেলা দেখে কেটে যাবে কিছু রোমাঞ্চকর মূহূর্ত ) + বিচে বসেই লাঞ্চ করে নেয়া হবে+ এরপর আপনি যাবেন আরেকটি দুর্দান্ত আনন্দের ট্যুর এ, সেটি হচ্ছে সমুদ্রে ভাসমান ডলফিন এর খেলা দেখা। এখানে আমাদের বোট চলে যাবে সমদ্রের সেই অংশে যেখানে ডলফিন রা দল বেধে চলে। তার পর আপনি দেখতে পাবেন ডলফিন দের মজাদার সব কার্যক্রম। শেষ বিকেলে সমদ্রে সুর্যাস্ত দেখতে দেখতে ফিরে আসবেন মালে সিটি তে। রাতের খাবার হোটেল এ ।

দিন ৩ঃ হোটেল এ ব্রেকফাস্ট করার মধ্যে দিয়ে দিনের শুরূ হবে। আজ আমরা ঘুরে দেখবো মালে সিটি ।কিছুখন ঘুরে বেড়াব বিচে । তারপর ফিরে যাবো হোটেল এ । রাতের খাবার হোটেল এই পরিবেসিত হবে।
দিন৪ঃ হোটেল এ ব্রেকফাস্ট করার মধ্যে দিয়ে দিনের শুরূ হবে। আজকে ফিরতি যাত্রার দিন। যাত্রার আগ পর্যন্ত নিজের মত সময় উপোভোগ ক্রুন। পরবর্তী তে হোটেল থেকে এয়ারপোর্টে ট্রান্সফার।

অন্তর্ভুক্তঃ
• রিটার্ন এয়ার টিকেট
• ৩ রাত থ্রি স্টার হোটেল এ থাকা
• ব্রেকফাস্ট ও ডিনার
• ফুল ডে এডভেঞ্চার ট্যুর
• মালে সিটি ট্যুর
• ট্যুর গাইড
• এয়ারপোর্ট হোটেল এয়ার্পোর্ট ট্রান্সফার
• স্নোরকেলিং ইকুইপমেন্ট এবং গাইড
• অন এরাইভাল ভিসার জন্য ভিসা গাইডেন্স

বুকিং এর জন্য আজই যোগাযোগ ক্রুন 01726006996; 01729142677

অফিস ঃ আর এইচ হোম সেন্টার , গ্রীন রোড (ফার্মগেট সংলগ্ন) লিফট ২ , সুইট ২০৮
(অফিস সপ্তাহে ৭ দিন খোলা)

প্রথমবারই  থাইল্যান্ডের ভিসা সুনিচ্চিত করুন ।
19/01/2023

প্রথমবারই থাইল্যান্ডের ভিসা সুনিচ্চিত করুন ।

Thailand 1st Timer Visa

আপনার বিশ্বাস যদি হয় ভিসায় , এক জুড়ি ভিসা নিয়ে হাজির । ৫ টি দেশের ভিসা করুন  একসাথে ।
18/01/2023

আপনার বিশ্বাস যদি হয় ভিসায় , এক জুড়ি ভিসা নিয়ে হাজির । ৫ টি দেশের ভিসা করুন একসাথে ।

1st Timer Thailand , Malaysia , Singapore , Dubai Visa

দুবাই জব ভিসা ভায়া ভিজিট ভিসা ।
20/10/2021

দুবাই জব ভিসা ভায়া ভিজিট ভিসা ।

Dubai Job Visa ভায়া Visit Visa

Address

74/B/1, Green Road
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Travel Fest Tours & Holidays posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel Fest Tours & Holidays:

Videos

Share

Category


Other Travel Agencies in Dhaka

Show All