Ya.ali International BD

Ya.ali International BD Manpower services

01/04/2022

আসসালামু আলাইকুম,
আপনাদের কাছে সাধ্যের মধ্যে সবকিছু পৌঁছানো আমাদের প্রধান কর্তব্য।
আমারা সম্পূর্ণ নিয়ম মেনে কেনাবেচা করে থাকি তাই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই, সবগুলো পণ্যগুলো সরাসরি এসে চেক করে পছন্দ অনুযায়ী নেওয়ার সুযোগ।

বিস্তারিত জানতে ফোন করুন:- +৮৮০১৭৮০-০৮০৪৬৮( +8801780-080469)
২৪/৭ (24/7) আপনাদের সেবায় নিয়োজিত।

বি:দ্র :- কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে পন্য পাঠানোর ব্যবস্থা আছে।
(শর্ত প্রযোজ্য)

21/03/2022
Qatar:-Interview Date:17 & 18 August.Interview:-  Hamad Hospital.Work:- Cleaner,Salary:- 800 Rial,work:- Supervisor,Sala...
16/08/2020

Qatar:-

Interview Date:17 & 18 August.

Interview:- Hamad Hospital.

Work:- Cleaner,

Salary:- 800 Rial,

work:- Supervisor,

Salary:- 2000 Rial,

All Free..

Age:- 22-35 Years.
Candidate must be S.S.C Pass,

for any information please contact us:-
+8801716-040608

we are always available for your help

🏵💐🌸💮🌹🌻🌼💐🌸💮🌳🌲🌿☘🌺🌹🌻🌼⚘🌷🥀🏵* পবিত্র ঈদ মোবারক *ঈদ মানে আনন্দ ও খুশি।পবিত্র ঈদ সবার জীবনে বয়ে নিয়ে আসুক সুখ, সমৃদ্ধি ও অনাবিল...
31/07/2020

🏵💐🌸💮🌹🌻🌼💐🌸💮🌳🌲🌿☘🌺🌹🌻🌼⚘🌷🥀🏵

* পবিত্র ঈদ মোবারক *

ঈদ মানে আনন্দ ও খুশি।

পবিত্র ঈদ সবার জীবনে বয়ে নিয়ে আসুক সুখ, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ।

সমগ্র বিশ্ব আজ প্রাণঘাতী *করনা ভাইরাস* এর বিষাক্ত থাবায় ভীতসন্ত্রস্ত, বিপর্যস্ত ও হুমকির সম্মুখীন হয়েছে।

এ ভীতিকর অবস্থা যদি চলতে থাকে তাহলে বিশ্বের বহু লোক মহামারী রোগে ও অনাহারে মারা যাবে এবং কোটি কোটি লোক বেকারগ্রন্থ হয়ে যাবে।

তাই সবাই আমরা মহান আল্লাহুতায়ালার নিকট প্রার্থনা করি উনি যেনো সমগ্র মানবজাতিকে এই 🦊 *করনা ভাইরাস* এর মহামারি গজব থেকে আমাদের সবাইকে রক্ষা করে এবং আমরা যেনো সবাই অতি অল্প সময়ের মধ্যেই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি।

সর্বশেষে মহান আল্লাহর কাছে আরো প্রার্থনা করি যে যেখানেই আছে সবাই যেনো সুস্থ্য ও স্বাভাবিক ভাবেই জীবন যাপন করতে পারে।

ধন্যবাদান্তে,

*মিনাল হোসাইন-প্রোপাইটর*

🌌 * ইয়াআলী ইন্টারন্যাশনাল *

বাড়ী-০৫, রোড-২/এ, বনানী,
ঢাকা-১২১৩, বাংলাদেশ।

মোবাইলঃ
+৮৮ ০১৭১৬-০৪০৬০৮

22/07/2020

#সৌদি সিভিল এভিয়েশন নিম্নের প্রস্তাবগুলি প্রস্তুত করেছেন:

* ৩ আগষ্ট হতে ধীরে ধীর সৌদি আন্তর্জাতিক এয়ারপোর্ট খুলবে। প্রথমে, প্রবাসীদের ফিরিয়ে আনা হবে এবং সৌদিতে অবস্থানরতরা নিজ দেশে ফিরে যেতে পারবেন।
* ২৩ আগষ্ট থেকে সৌদি নাগরিক বিশ্বের যে কোন দেশ ভ্রমণ করতে পারবেন।
* ১ সেপ্টেম্বর থেকে যে কেউ স্বাভাবিক রুটিনে সৌদি ত্যাগ করতে পারবেন।
* ১৬ সেপ্টেম্বর বৈধ ভিসাধারীগণ সৌদিতে আবার ফিরে আসতে পারবেন।
* ১ অক্টোবর থেকে যথাযথ স্বাভাবিক ভ্রমণ পদ্ধতি চালু হবে।

আয়িশা (রা.) বলেন,আমি রাসুলুল্লাহ ﷺ-কে মুমূর্ষু অবস্থায় দেখেছি একটি পানিভর্তি বাটি তার সামনে রাখা ছিল। তিনি সেই বাটিতে ত...
21/07/2020

আয়িশা (রা.) বলেন,
আমি রাসুলুল্লাহ ﷺ-কে মুমূর্ষু অবস্থায় দেখেছি একটি পানিভর্তি বাটি তার সামনে রাখা ছিল। তিনি সেই বাটিতে তার হাত প্রবেশ করাচ্ছিলেন এবং পানি দিয়ে তার মুখমণ্ডল মুছছিলেন আর বলছিলেন, ‘হে আল্লাহ, মৃত্যুকষ্ট ও মৃত্যুযন্ত্রণা হ্রাসে আমাকে সহায়তা করুন।’
[সুনানুত তিরমিজি : ৯৭৮]

21/06/2020

যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্যে নিস্কৃতির পথ করে দেবেন। এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিযিক দেবেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্যে তিনিই যথেষ্ট। আল্লাহ তার কাজ পূর্ণ করবেন। আল্লাহ সবকিছুর জন্যে একটি পরিমাণ স্থির করে রেখেছেন।

21/06/2020

বাংলাদেশে কত তারিখ পর্যন্ত
আপাতত কোন কোন এয়ারলাইন্স স্থগিত
দেখে নেই......

> বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫ মে পর্যন্ত স্থগিত।
> এয়ার ইন্ডিয়া ৩০ জুন পর্যন্ত স্হগিত
> ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ ৩০ জুন পর্যন্ত স্থগিত।
> চায়না সাউদার্ন এয়ারওয়েজ প্রতি সপ্তাহে একটা ফ্লাইট পরিচালনা করছে ।
> সৌদিয়া এয়ারলাইন্স ৩১ মে পর্যন্ত স্থগিত ।
> এমিরেটস এয়ারলাইন্স ৩০ জুন পর্যন্ত স্থগিত।
> গালফ এয়ার ১৫ মে পর্যন্ত স্থগিত।
> সালাম এয়ারলাইন্স ২২ মে পর্যন্ত স্থগিত ।
> হিমালয় এয়ারলাইন্স ১৫ মে পর্যন্ত স্থগিত।
> কুয়েত এয়ারওয়েজ ৩০ জুন পর্যন্ত স্থগিত।
> মালয়েশিয়া এয়ারলাইন্স ৩০ জুন পর্যন্ত স্থগিত।
> থাই এয়ারওয়েজ ৩১ মে পর্যন্ত স্থগিত ।
> চায়না ইস্টার্ন এয়ারলাইন্স এখনো কোন সিদ্ধান্ত নেয়নি (কবে পরিচালনা করবে) ।
> ইন্ডিগো এখনো কোন সিদ্ধান্ত নেয়নি (কবে পরিচালনা করবে) ।
> মালিন্দো এয়ারলাইন্স ৩০ আগষ্ট পর্যন্ত স্থগিত।
> থাই লায়ন এয়ারলাইন্স ৩০ আগষ্ট পর্যন্ত স্থগিত ।
> ফ্লাই দুবাই এয়ারলাইন্স ২১ মে পর্যন্ত স্থগিত ।
> কাতার এয়ারওয়েজ বাংলাদেশ সরকারের পরবর্তী ঘোষণা পর্যন্ত।
> সিঙ্গাপুর এয়ারলাইন্স ৩০ মে পর্যন্ত স্থগিত।
> এয়ার এরাবিয়ান এয়ারলাইন্স ৩১ মে পর্যন্ত স্থগিত ।
> থাই এয়ারওয়েজ ৩১ মে পর্যন্ত স্থগিত।
> টার্কিশ এয়ারলাইন্স ২৭ মে পর্যন্ত স্থগিত।
> শ্রীলঙ্কান এয়ারলাইন্স ১৫ মে পর্যন্ত স্থগিত।

পরিস্হিতি পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ ভবিষ্যতে আরো বাড়তে পারে....

21/06/2020

*সম্মানিত ভাই ও বোনেরা*,

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ।

আশা করি পরম করুণাময় আল্লাহুতায়ালারা রহমতে সবাই ভালো আছেন।

সমগ্র বিশ্ব আজ প্রাণঘাতী *করনা ভাইরাস* এর বিষাক্ত থাবায় ভীতসন্ত্রস্ত, বিপর্যস্ত ও হুমকির সম্মুখীন হয়েছে।

আমরা সবাই করনা ভাইরাসকে প্রতিরোধ করার জন্য বাহিরে ঘোরাঘুরি না করে বাসায় অবস্থান করে সর্ব শক্তিমান আল্লাহুতায়ালার কাছে প্রার্থনা করি ও নিচের নিয়মগুলো অনুসরন করতে চেষ্টা করি।
--ঘন ঘন পানি পান করি।
--কোন কিছু করার পুর্বে ভালো ভাবে হাত ধৌত করি।
--হাচি ও কাশি দেবার সময় টিসু ব্যবহার করা ও উক্ত টিসু ময়লার ঝুড়িতে ফেলে দেওয়ার ব্যবস্থা করি।
--সামর্থ্য অনুসারে আমরা আমাদের আশপাশের লোকগুলোর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি।
--IEDCR এর নিম্নলিখিত নম্বরগুলি নিজেরা রাখি ও অন্যকে Share করতে চেষ্টা করি।
মোবাইল নম্বরঃ
০১৯৪৪৩৩৩২২২, ০১৯২৭৭১১৭৮৪, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১, ০১৫৫০০৬৪৯০১-৫,০১৪০১৮৪৫৫১-৬০,
Helpline: 10655

সর্বোপরি আমরা মহান আল্লাহুতায়ালার নিকট প্রার্থনা করি যেন উনি সমগ্র মানবজাতিকে এই করনা ভাইরাস এর মহামারি গজব থেকে রক্ষা করে।

সহযোগিতার্থে ও ধন্যবাদান্তে,

*মিনাল হোসাইন-প্রোপাইটর*

🌌 *ইয়া.আলী ওভারসীজ*
বাড়ী-০৫, রোড-২/এ, বনানী, ঢাকা-১২১৩, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮ ০১৭১৬-০৪০৬০৮

17/06/2020

সংযুক্ত আরব এমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জাহিদ আল নাহিয়ান সাথে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন কথা বলেছেন।

আমাদের পররাষ্ট্রমন্ত্রী তাকে অনুরোধ করেছেন যে প্রয়োজন বোধে আমাদের দেশের কর্মীগুলোকে তাদের কৃষি কাজে নিয়োগ দেওয়া হোক। তা যেনো করোনা মহামারী সময়েই বাংলাদেশে ফেরত না পাঠানো হয়। আল্লাহ সবাইকেই রক্ষা করুক।

17/06/2020

🎟🎟🎟🎟🎟🎟🎟🎟🎟

আসসালামু আলাইকুম।

আশা করি সবাই ভালো আছেন ।

সমগ্র বিশ্ব আজ প্রাণঘাতী *করনা ভাইরাস* এর বিষাক্ত থাবায় ভীতসন্ত্রস্ত, বিপর্যস্ত ও হুমকির সম্মুখীন হয়েছে।

আমাদের সবাইকেই শরীরের রোগ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে করোনা ভাইরাস কে প্রতিরোধ করতে হবে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য:

🥞প্রতিদিন মৌসুমী ফলমূল খাওয়ার আভাস করতে হবে--আনারস, আম, লিচু, জাম, কলা ও পেপে ইত্যাদি

🥞 প্রতিদিন লেবু দিয়ে গরম পানি ২ থেকে ৩ বার খাওয়ার অভ্যাস করতে হবে।

🥞 কালিজিরা, মধু, খেজুর ও রসুন খাওয়ার অভ্যাস করতে হবে।

🥞 প্রতিদিন কমপক্ষে ২ থেকে ৩ লিটার পানি পান করতে হবে।

🥞 প্রতিদিন শারিরীক ব্যায়াম করার আভাস গড়ে তুলতে হবে।

🥞 সর্ব প্রকার মানসিক দুশ্চিন্তা মুক্ত করতে হবে।

সর্বশেষ আমরা মহান আল্লাহুতায়ালার নিকট প্রার্থনা করতে হবে উনি যেনো সমগ্র মানবজাতিকে এই 🦊 *করনা ভাইরাস* এর মহামারি গজব থেকে সবাইকে রক্ষা করে এবং আমরা যেনো অতি অল্প সময়ের মধ্যেই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি।

ধন্যবাদান্তে,

মিনাল হোসাইন,(ম্যানেজিং ডিরেক্টর)

ইয়া.আলী ইন্টারন্যাশনাল।
+৮৮ ০১৭১৬-০৪০৬০৮
Email :- [email protected]

17/06/2020

আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্যে নিস্কৃতির পথ করে দেবেন। এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিযিক দেবেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্যে তিনিই যথেষ্ট। আল্লাহ তার কাজ পূর্ণ করবেন। আল্লাহ সবকিছুর জন্যে একটি পরিমাণ স্থির করে রেখেছেন। (৬৫:২-৩)

Ya. ali International
13/04/2020

Ya. ali International

29/03/2020

আসসালামুয়ালাইকুম,
আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।।

Address

Banani, Chairman Bari
Dhaka
1213

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801716040608

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ya.ali International BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ya.ali International BD:

Share


Other Passport & Visa Services in Dhaka

Show All