Travel Oxide

Travel Oxide Best agency and tour operator in Bangladesh provides domestic bus, launches, air tickets & hotel/res

শুভকামনা ♥️
20/12/2021

শুভকামনা ♥️

বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন দ্বীপে সাগরের পানিতে নেমেছে সৈয়দা লারিসা রোজেন। তার বয়স ১০ বছর ৪ মাস।

A Rainy Day Of Thailand 😍😍
13/03/2021

A Rainy Day Of Thailand 😍😍

সবাই নেপাল নেপাল করতেছে, আমরা নেপাল কবে যাব?? এমনিতে বিমান ভাড়া অনেক বেশি, তাই আমরা আর আপনাদের জন্য খুব বেশি প্রাইজে  ট...
10/03/2021

সবাই নেপাল নেপাল করতেছে,
আমরা নেপাল কবে যাব??

এমনিতে বিমান ভাড়া অনেক বেশি, তাই আমরা আর আপনাদের জন্য খুব বেশি প্রাইজে ট্যুর দিব না ❤️

আমাদের বাজেট হবে সীমিত বাজেট,
সিকিম, দার্জিলিং,মেঘালয়, সান্দাকাফু এর মত নেপাল হবে আমাদের কম বাজেটের টুর,

খুব দ্রুত নেপাল ট্রিপ এর ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। 😊

This map shows the movement of an Eagle over a twenty years period .🦅 It had the tracker fitted in Russia and it finally...
26/02/2021

This map shows the movement of an Eagle over a twenty years period .🦅 It had the tracker fitted in Russia and it finally died twenty years later in the Valley of the Child in Saudi Arabia.It is very interesting to see just how far this Eagle travelled over its twenty years of life and the great distances it travelled crossing many countries . Also what is interesting to note is the way in which it avoided crossing the sea .You can clearly see where it took the longest route just to stay flying over land.Many many species of birds spend their whole lives flying over the sea but one thing is for sure and that is that this Eagle certainly avoided crossing the sea.🦅🦅🦅 .....nature ❤️

বিলাশবহুল ভ্রমন হোক সেন্টমার্টিন যাত্রায়😍😍ঢাকা-কক্সবাজার-টেকনাফSaintmartin Paribahan Ac Business Class HyundaiTotal Seat...
22/01/2021

বিলাশবহুল ভ্রমন হোক সেন্টমার্টিন যাত্রায়😍😍

ঢাকা-কক্সবাজার-টেকনাফ
Saintmartin Paribahan
Ac Business Class Hyundai

Total Seat- 28
Seat - 2:1

ভাড়া-
ঢাকা - টেকনাফ = ২০০০ টাকা
ঢাকা - কক্সবাজার = ১৬০০ টাকা
ঢাকা - চট্টগ্রাম = ১০০০ টাকা

🕤 সময়সুচী-

আরামবাগ- রাত ৮ঃ০০

টেকনাফ - সন্ধ্যা ৬ঃ০০
কক্সবাজার- রাত ০৯ঃ১০
চট্টগ্রাম - রাত ১ঃ১০

📞 টিকেটের জন্য- 01400948008

তিন নদীর মোহনায় সূর্যাস্ত 🌅কুয়াকাটা। 🥰
20/01/2021

তিন নদীর মোহনায় সূর্যাস্ত 🌅

কুয়াকাটা। 🥰

সেন্ট মার্টিন ও কক্সবাজারে নিরাপদ ভ্রমণের জন্য বাস /শিপ টিকেট ও রিসোর্ট বুকিং এর জন্য ☎️যোগাযোগ করুন - 01400948008
12/01/2021

সেন্ট মার্টিন ও কক্সবাজারে নিরাপদ ভ্রমণের জন্য বাস /শিপ টিকেট ও রিসোর্ট বুকিং এর জন্য

☎️যোগাযোগ করুন - 01400948008

সেন্টমার্টিন হুন্দাইয়ের সকল রুটের বিজনেস ক্লাস ভাড়ার তালিকাঃঢাকা-খাগড়াছড়ি- ১২০০/-ঢাকা-রাঙামাটি- ১৪০০/-ঢাকা-বান্দরবান- ১৪...
10/01/2021

সেন্টমার্টিন হুন্দাইয়ের সকল রুটের বিজনেস ক্লাস ভাড়ার তালিকাঃ
ঢাকা-খাগড়াছড়ি- ১২০০/-
ঢাকা-রাঙামাটি- ১৪০০/-
ঢাকা-বান্দরবান- ১৪০০/-
ঢাকা-কক্সবাজার- ১৭০০/-
ঢাকা-চট্টগ্রাম- ১১০০/-
ঢাকা-টেকনাফ- ২০০০/-
ঢাকা-মাগুরা- ১১০০/-
ঢাকা-যশোর- ১২০০/-
ঢাকা-খুলনা- ১৪০০/-

B for Booking Services
Mob: 01400948008

সুখবর!!চট্টগ্রাম-সেন্টমার্টিন সরাসরি জাহাজ এম ভি বে ওয়ান।😍😍বাংলাদেশের ট্যুরিজমে আরেকটি মাইলফলক। আগামী ১৪  জানুয়ারি ২০২...
07/01/2021

সুখবর!!

চট্টগ্রাম-সেন্টমার্টিন সরাসরি জাহাজ এম ভি বে ওয়ান।😍😍

বাংলাদেশের ট্যুরিজমে আরেকটি মাইলফলক।

আগামী ১৪ জানুয়ারি ২০২১ হতে চট্টগ্রামের পতেঙ্গা টু সেন্টমার্টিন রুটে সপ্তাহে তিন দিন সরাসরি চলাচল করবে দেশের সবচাইতে বিলাসবহুল সমুদ্রগামী জাহাজ এম ভি বে ওয়ান।

চট্টগ্রাম থেকে সেন্টমার্টিন: রাত ১১ টায়।

সেন্টমার্টিন থেকে চট্টগ্রাম: দুপুর ১ টায়

সংগৃহীত

       😊
31/12/2020



😊

কক্সবাজার টু সেন্টমার্টিন / টেকনাফ টু সেন্ট মার্টিন শিপের টিকেট এর জন্য 👉যোগাযোগ করুন - 01400948008
25/12/2020

কক্সবাজার টু সেন্টমার্টিন / টেকনাফ টু সেন্ট মার্টিন শিপের টিকেট এর জন্য

👉যোগাযোগ করুন - 01400948008

পার্পল আইল্যান্ড 💜💜সাউথ কোরিয়া।
23/12/2020

পার্পল আইল্যান্ড 💜💜

সাউথ কোরিয়া।

বাংলাদেশের শেষ সীমান্ত, এবং সাদা মাটির পাহাড়ের দেশ,  #সুসং_দুর্গাপুরে ঘুড়তে যাবার আগে, অবশ্যই এই তথ্য গুলো জেনে নিন। প্র...
22/12/2020

বাংলাদেশের শেষ সীমান্ত, এবং সাদা মাটির পাহাড়ের দেশ, #সুসং_দুর্গাপুরে ঘুড়তে যাবার আগে, অবশ্যই এই তথ্য গুলো জেনে নিন।
প্রথমেই বলে নিচ্ছি,
পুর্বে যাদের ধারনা ছিলো (দুর্গাপুরের) রাস্তা খুবই খারাপ, তাদের জন্য সুখবর এই যে, দুর্গাপুরের রাস্তা এখন খুবই ভালো।
আমাদের দুর্গাপুরে এসে আপনি যা যা দেখতে পাবেনঃ..
১ সাদা মাটি সহ কয়েক রঙের মাটির পাহাড়।
২ সাদা মাটির পাহাড়ের ঘেঁসেই রয়েছে, নীল এবং সবুজ পানির লেক।
৩ রানীক্ষং মিশনারি খ্রীষ্টান ক্যাম্প।
৪ বাংলাদেশ ভারত সীমান্ত ঘেসা উচু গারো পাহাড়।
৫ বিজয়পুর বিজিবি ক্যাম্প।
৬ কমলা বাগান।
৭ কমলা রানীর দীঘি।
৮ বিরিশিরি কালচারাল একাডেমী।
৯ সোমেশ্বরী নদী।
এবং আরো অনেক কিছু।
কিভাবে যাবেন দুর্গাপুর?
ঢাকা থেকে সুসং দুর্গাপুর যাওয়ার উপায়ঃ
"বাস সার্ভিস"
ঢাকা থেকে সুসং দুর্গাপুরে যাওয়ার এবং ফেরার জন্য সবচাইতে ভালো হবে নাইট কোচ বাস সার্ভিস।
ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে সুসং দুর্গাপুরে উদ্দেশ্যে নাইট কোচ সহ দিনে ও রাতে বেশ কিছু বাস ছেড়ে যায়।
এই বাস আপনাকে সুসং দুর্গাপুর এর প্রাণকেন্দ্রে নিয়ে নামাবে।
রাত ১২ থেকে প্রায় কয়েকটা বাস মহাখালী টার্মিনাল থেকে নাইট কোচ ছেড়ে যায়।
আগে থেকে যোগাযোগ করে টিকিট বুকিং দিয়ে রাখবেন। আবার ঢাকা ফেরার জন্য রাত ১১ টা থেকে কয়েকটা নাইট কোচ বাস দুর্গাপুর থেকে ঢাকার উদ্দ্যশ্যে ছেড়ে যায়।
আপনি এখান থেকে টিকিট সংগ্রহ করে বাসে যেতে পারেন।
ভোর পাঁচটার মধ্যেই মহাখালী পৌঁছে যাবেন।
ঝামেলা মুক্ত এবং নিরাপদ ভ্রমন এর জন্য এটাই সবচেয়ে ভাল সাজেশান।
টিকিট বুকিং এর ফোন নাম্বারঃ
ঢাকা কাউন্টার: 01917710008 (এরশাদ)
সুসং দুর্গাপুর কাউন্টার: 01711669774 (শিপার)
এছারা দিনেও বাস আছে ঢাকা মহাখালী বাস টার্মিনাল থেকেই পেয়ে যাবেন।
বিআরটিসির একটি স্পেশাল বাস প্রতিদিন বিকাল ৩.২০ তে কমলাপুর বিআরটিসি কাউন্টার থেকে ছেড়ে যায় যা ছয় ঘন্টার মধ্যে আপনাকে সুসং দুর্গাপুরের একবারে প্রানকেন্দ্র পৌচে দিবে।
কিন্তু স্থানীয় পরিবহন রাজনীতির কারনে প্রায়ই বাসটির সার্ভিস বন্ধ থাকে।
"ট্রেন সার্ভিস"
ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে ভোর ৪:৪৫-বলাকা কমিউটার ছেরে যাবে ময়মনসিংহ হয়ে জারিয়ার উদ্দেশ্যে।
(এখন টাইম কিছুটা এদিক সেদিক হতে পারে)
সকাল সারে ১১টায় জারিয়া রেলস্টেশনে ট্রেনটি অবস্থান করবে।
সেখান থেকে সিএনজি, লেগুনা, মাহিন্দ্রা, কিংবা ভাড়ায় চলে মোটরসাইকেল নিয়ে আপনি দুর্গাপুর যেতে পারবেন।
ভাড়াঃ
লেগুনা, মাহিন্দ্রা ৩০/৩৫টাকা
সিএনজিঃ ৪০ টাকা
মোটরসাইকেলঃ ৬০/৭০ টাকা
নতুন আগতদের জন্য সরাসরি বাস এ আসাই ভাল এতে ঝামেলা কম।
সুসং দুর্গাপুর বাজার থেকে নৌক বা ফেরীর মাধ্যমে সোমেশ্বরী নদী পার হয়ে, গারো পাহাড়, গোলাপী পাহাড়, নীল/সবুজ পানির লেক, ঘুরে আসা যায়। সেখানে ভারত বাংলাদেশ বর্ডার ছাড়াও দেখার মতন রয়েছে একটা চার্চ ও মুক্তিযুদ্ধকালীন সময়ে ট্রেনিং নেয়ার জন্য তৈরী কয়েকটা পিলার।
নদী পার হবার পর, অর্থাৎ শিবগঞ্জ বাজার থেকে স্পটে যাবার জন্য,
অটো, বা ভাড়ায় চলে বাইক পেয়ে যাবেন।
অটো, মোটরসাইকেলের ভাড়ায় প্রতারিত হবেন না।
স্থানীয় দোকানদার, বা অন্য কারো কাছে আগেই জেনে নিবেন।
কেনো-না ট্যুরিস্ট দেখা মাত্রই অনেক অটো ড্রাইভার, তাদের ভাড় দ্বিগুণ করে ফেলে।
থাকার ব্যবস্থাঃ
সুসং দুর্গাপুরে থাকার জন্য ভাল মানের বেশ কয়েকটি গেস্ট হাউস আছে।
নিম্নে এদের নাম এবং কন্টাক্ট নাম্বার দেয়া হল-
১. জেলা পরিষদ ডাক বাংলা: 01558380383, 01725571795
২. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমী গেষ্ট হাউজ।
ফোনঃ 09525-56042; মোবাইলঃ 01815482006
৩. ইয়ুথ মেন খ্রিস্টান অ্যাসোসিয়েশন বা ওয়াইএমসিএ-এর রেস্ট হাউস।: 01818613496, 01716277637, 01714418039, 01743306230, 01924975935, 01727833332।
৪. YWCA গেষ্ট হাউজ: 01711027901,।YWCA এর জন্য ‘অমিতা সাংমা – ০১৭১২০৪২৯১৬’
এদের বিরাট একটা হলরুম আছে যেখানে একসাথে ১৮ জন থাকতে পারবে।
YWCA এর ছাদটা বেশ সুন্দর, সেখান থেকে পূর্ণিমা দেখতে অসাধারণ লাগে।
এখানকার থাকার হোটেল গুলোর রুম ভাড়া ৫০০ থেকে শুরু করে ২ হাজার/ ৩হাজার অব্দি, এসি, নন এসি রুম পাবেন।
এছাড়া আরো অনেক থাকার হোটেল রয়েছে।
তবে ট্যুরিস্টেরদের জন্য সব চেয়ে উত্তম দুর্গাপুর যাবার আগেই, কিংবা গিয়েই, সেখানকার ট্যুরিস্ট গাইড, অথবা দুর্গাপুর রিলেটেড ফেবু গ্রুপ গুলোর সাথে পরিচিত হয়ে নেয়া।
এক্ষেত্রে আপনি অনেক হেল্প পাবেন।
কিছু কথা না বললেই না।
ঠিক দুই একদিন আগে এক আপু দুর্গাপুর নিয়ে এই গ্রুপেই খুব কস্টদায়ক একটি পোস্ট করেছেন।
উনার এইরকম বাজে অভিজ্ঞতার জন্য পুরো দুর্গাপুর বাসীর পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি।

আসলে প্রতিটা এলাকাতেই কিছু নিম্ন শ্রেণির মানুষ থেকেই থাকে।
সেই কিছু মানুষের জন্য পুরো এলাকার বদনাম হলে ব্যাপারটা খুবই কস্ট দায়ক হয়ে যায়।
তাই আপনারা দুর্গাপুর আসার আগে, এবং আসার পরে এলাকার মানুষের হেল্প নিবেন।
এবং আমি আছি।
Emran Hussain Orpon
01833 627070
যেকোন ধরনের হেল্প, বা তথ্য জানার জন্য ফোন দিলে অবশ্যই হেল্প করার চেস্টা করবো।
বিশেষ দ্রষ্টব্যঃ
বিরিশিরি নামে আমরা যেটাকে হাইলাইট করি সেটা আসলে দূর্গাপুর এবং বিজয়পুরের চিনামাটির পাহাড়।

আপনারা যারা চিনামাটির পাহাড়, গারো পাহাড় বা সোমেশ্বরী নদী বলতে বিরিশিরি বুঝেন, তাদের উদ্দেশ্যে বলছি, বিরিশিরি সুসং দুর্গাপুরের একটি ইউনিয়ন।
চিনামাটির পাহাড় ,রানিখং , সীমান্ত , সোমেশ্বরী নদী আরও যা দেখবেন সবই দূর্গাপুর থানার অন্তর্গত এবং অন্যান্য ইউনিয়নে।
অর্থাৎ এগুলো সবই সুসং দুর্গাপুর থানায় অবস্থিত।
এবং আপনি বিরিশিরিতে যা দেখতে পাবেন, কালচারাল একাডেমী এবং সোমেশ্বরী নদী।
অনুগ্রহ করে সুসং দুর্গাপুরকে বিরিশিরি বলা থেকে বিরত থাকুন।
আমরা এভাবে যদি ভুল নামে পরিচিতি দিতে থাকি, তাহলে আগামী প্রজন্ম ভুল নামেই পরিচিতি পাবে।
আর হ্যা,
আপনি বাংলাদেশের একজন শচেতন নাগরিক হিসেবে,
দেশ কে এবং দেশের পরিবেশ কে সর্বদা পরিষ্কার পরিছন্ন রাখার চেষ্টা করবেন।

ঘুড়তে এসে, পরিবেশ কে নিজে নোংরা করবেন না, এবং অপর কেও করতে দিবেন না।

কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ।

ভাড়ার তালিকা!Bay oneCox’s -saintmartin -Cox’s
14/12/2020

ভাড়ার তালিকা!

Bay one

Cox’s -saintmartin -Cox’s

পৃথিবীর সবচেয়ে বড় হাইকিং রুট  কেপ টাউন, সাউথ আফ্রিকা টু মাগাডান, রাশিয়া ২২,৩৮৭ কিলোমিটার এই রুট পার হতে ৪,৪৯২ ঘন্টা বা অ...
06/12/2020

পৃথিবীর সবচেয়ে বড় হাইকিং রুট কেপ টাউন, সাউথ আফ্রিকা টু মাগাডান, রাশিয়া
২২,৩৮৭ কিলোমিটার এই রুট পার হতে ৪,৪৯২ ঘন্টা বা অনবরত ১৮৭ দিন হাটতে হবে। আর দিনে ৮ ঘন্টা হাটার হিসাব করলে ৫৬২ দিন লাগবে। পুরো এই ট্রিপ এ হাটার পথের হিসাব করলে ১৩ বার এভারেস্ট উঠা নামা সমান পথ অতিক্রম করা হবে
১৬ টি দেশ অতিক্রম করে এই ট্রিপ কমপ্লিট করতে করতে ট্রাভেলার ৬ টি টাইম জোন, এবং পৃথিবীর সবগুলো আবহাওয়াই পাবে।
চলুন দেখে নেয়া যাক পায়ে হেটে পৃথিবী ঘুরা কিছু মানুষের ব্যাপারে।
১. Dave Kunst & John : উনি অন্যতম ভেরিফাইড ব্যাক্তি পায়ে হেটে পৃথিবী প্রদক্ষিণ করাদের মধ্যে। কুন্সট ও তার ভাই জন ১৯৭০ সালের জুনে পায়ে হেটে যাত্রা শুরু করেন। ইউরোপ-নর্থ আমেরিকা-এশিয়া-ইউরোপ-মিডিল ইস্ট তাদের রুট ছিলো। দুর্ভাগ্যক্রমে আফগানিস্তানে আততায়ীর হাতে মারা যান জন। ১৪৫০ মাইল অতিক্রম করেছিলেন প্রায় ৪ বছরে৷
২. Steven Newman : প্রথম সোলো ট্রেকার হিসেবে তার নাম ওয়ান্ড রেকর্ড এ অন্তর্ভুক্ত রয়েছে। ৪ বছরে ১৫০০ মাইল পায়ে হেটে অতিক্রম করেছিলেন। যাত্রা পথে ২০ টি দেশ অতিক্রম করেন তিনি।
৩. Fyona Campbell : প্রথম মহিলা হিসেবে পুরো পৃথিবী পায়ে হেটে অতিক্রম করে ওয়ান্ড রেকর্ড করেছিলেন তিনি। ১১ বছরে ২০০০০ মাইল পায়ে হেটে অতিক্রম করেন তিনি।
৪. Gorge Meegan : ২৪২৫ দিনে ১৯০১৯ মাইল পায়ে হেটেছিলেন তিনি ১৯৭৭-১৯৮৩ সালে। সবচেয়ে বেশি দূরত্ব পায়ে হেটে সেই সাথে ওয়েস্টার্ন হ্যামিস্ফায়ার এবং সবচেয়ে বেশি ডিগ্রি এলটিটিউড অতিক্রম করার রেকর্ড টাও তার ঝুলিতে রয়েছে। এছাড়াও তার আরো ৪ টি রেকর্ড রয়েছে পৃথিবী এবং কনটিনেন্ট ক্রস সম্পর্কিত।
৫. Tom Turcich : এই বান্দা তার ২৬ তম জন্মদিনের একদিন আগে বের হয়ে পড়েছিল বেবি ক্যারেজ সহ। ফান্ড জোগাড় এর আগে মাত্র ১০০০ ডলার তার একাউন্টে ছিলো। স্কলারশিপ এ অল্প কিছু টাকাও পেয়েছিলো৷ মজার বিষয় টেক্সাসে সে একটু কুকুর এডপ্ট করেছিলো যার নাম দিয়েছিলো সেভেন্না। সেও তার সাথে " The World Walk " এ হেটেছিলো তার পার্টনার হিসেবে। এছাড়াও সে Theworldwalk নামক ওয়েবসাইট খুলেছিলো এই ট্রেকের ডোনেশন এর জন্য।
তো সাহস করে কেউ বের হয়ে পড়বেন নাকি?

অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের অন্যতম একটি নৈসর্গিক সমুদ্র সৈকত কুয়াকাটা। ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের সাগরকন্যা নামে প...
28/11/2020

অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের অন্যতম একটি নৈসর্গিক সমুদ্র সৈকত কুয়াকাটা। ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের সাগরকন্যা নামে পরিচিত কুয়াকাটা শুধু বাংলাদেশ নয় দক্ষিণ এশিয়ার একমাত্র সমূদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়। এ যেন প্রকৃতির নিজ হাতে আঁকা ছবি। নারিকেল গাছের চিরিচিরি পাতার ফাঁক দিয়ে সূর্যদোয় আর সূর্যাস্তের দৃশ্য নিশ্চিত আপনার মন কাড়বেই। ভোরে শিশু কন্যার মত সমূদ্রের মায়াবী রূপ আর বিকেল গর্জে উঠা সমূদ্রের ভয়ংকর রূপ দু্টুই আপনার হৃদয় ছুঁয়ে যাবে।😊

বাইক্কা বিলচায়ের দেশ শ্রীমঙ্গলের পাশেই মাছ আর পাখির অভয়াশ্রম বাইক্কা বিলি। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরে...
25/11/2020

বাইক্কা বিল

চায়ের দেশ শ্রীমঙ্গলের পাশেই মাছ আর পাখির অভয়াশ্রম বাইক্কা বিলি। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরের পূর্ব পাশের প্রায় একশ হেক্টর আয়তনের জলাভূমিই বাইক্কা বিল। ২০০৩ সালে বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় এই বিল মাছের অভয়াশ্রম হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেয়। আইড়, মেনি, কই, ফলি, পাবদা, বোয়াল, রুই, গজারসহ বিভিন্ন প্রজাতির মাছ আছে এখানে। শুধু মাছই নয়, নানান রকম দেশি আর পরিযায়ী পাখিরও অভয়াশ্রম এই বিল। বাইক্কা বিল প্রায় ৯৮ প্রজাতির মাছ ও ১৬০ প্রজাতির পাখির অভয়াশ্রম।

কিভাবে যাবেন: ঢাকা থেকে বাইক্কা বিলের দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার আর শ্রীমঙ্গল থেকে প্রায় ২০ কিলোমিটার। ঢাকা থেকে সড়ক ও রেলপথে সরাসরি শ্রীমঙ্গল যাওয়া যায়। ঢাকার ফকিরাপুল ও সায়দাবাদ থেকে হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, হানিফ এন্টার প্রাইজ, এনা পরিবহন, সিলেট এক্সপ্রেস ইত্যাদি পরিবহনের নন এসি বাস যায় শ্রীমঙ্গল। এছাড়া ঢাকার কমলাপুর থেকে মঙ্গলবার ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল ৬.৪০ মিনিটে ছেড়ে যায় আন্তঃনগর ট্রেন পারাবত এক্সপ্রেস, দুপুর ২.০০ মিনিটে প্রতিদিন ছাড়ে জয়ন্তিকা এক্সপ্রেস এবং বুধবার ছাড়া সপ্তাহের প্রতিদিন রাত ১০.০০ মিনিটে ছাড়ে উপবন এক্সপ্রেস।
শ্রীমঙ্গল থেকে সারাদিনের জন্য বাইক্কা বিলে যাওয়া আসার জন্য সিএনজি চালিত বেবি টেক্সির ভাড়া পড়বে ১ হাজার ২শ’ থেকে দেড় হাজার টাকা। আর জিপ কিংবা মাইক্রোবাসের ভাড়া পড়বে ২ হাজার থেকে ৩ হাজার টাকা। এছাড়া শ্রীমঙ্গল শহরের সামনে থেকে লোকাল অটোরিকশায় চড়ে যেতে হবে বরুনা বাজার। জনপ্রতি ভাড়া ৫০ টাকা। সেখান থেকে অটো রিকশায়ও যাওয়া যায় বাইক্কা বিল। বাইক্কা বিল থেকে ফেরার সময় বাহন পাওয়া কঠিন।

18/11/2020

Address

5/5 Chankarpul Lane
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel Oxide posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel Oxide:

Share

Category


Other Travel Agencies in Dhaka

Show All