শুকরান হজ্ব ওমরাহ

শুকরান হজ্ব ওমরাহ SHUKRAN HAJJ UMRAH is a good reputed organization for Hajj & Umrah. www.shukranhajjumrah.com

ইহরাম বাঁধা ফরজ।হজ ও ওমরা পালনের নিয়তে যারা মক্কার উদ্দেশে গমন করেন, তাদের মিকাত (নির্ধারিত স্থান) অতিক্রম করার আগে ইহরা...
06/01/2025

ইহরাম বাঁধা ফরজ।
হজ ও ওমরা পালনের নিয়তে যারা মক্কার উদ্দেশে গমন করেন, তাদের মিকাত (নির্ধারিত স্থান) অতিক্রম করার আগে ইহরামের কাপড় পরে নিতে হয়। ইহরাম না পরে মিকাত অতিক্রম করা তাদের জন্য জায়েজ নয়।

সমগ্র পৃথিবীর বিভিন্ন দিক থেকে আগত হজযাত্রীদের জন্য পাঁচটি নির্দিষ্ট স্থানকে শরিয়ত ‘মিকাত’ হিসেবে নির্ধারণ করেছে।
ইহরাম বাঁধার নির্দিষ্ট স্থানঃ
ইহরাম বাঁধার নির্দিষ্ট স্থানকে শরিয়তের ভাষায় মিকাত বলা হয়। পাঁচটি স্থান থেকে ইহরাম বাঁধা যায়।

১. জুল হুলায়ফা বা বীরে আলী: এটি মদিনাবাসী এবং মদিনা হয়ে মক্কায় প্রবেশকারীদের মিকাত।

২. ইয়ালামলাম: এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো থেকে জেদ্দা হয়ে মক্কা প্রবেশকারীদের মিকাত।

৩. আল-জুহফা: এটি সিরিয়া, মিসর ও সেদিক থেকে আগতদের মিকাত।

৪. কারনুল মানাজিল বা আসসায়েল আল-কাবির: এটি নাজদ থেকে আগতদের জন্য মিকাত।

৫. যাতুল ইরক: এটি ইরাক থেকে আগতদের জন্য মিকাত।

ইহরাম বেঁধে ‘তালবিয়া’ পাঠ
ইহরামের নিয়ম হলো, মিকাত থেকে তালবিয়া পড়ার মাধ্যমে হজের নিয়ত করা। পুরুষরা ইহরামের সময় সেলাই করা কাপড় খুলে সেলাইবিহীন কাপড় পরিধান করবে। (বুখারি, হাদিস নং: ১৭০৭)
ইহরামের মূল বিষয় হচ্ছে হজ বা ওমরাহর নিয়তে তালবিয়া পাঠ। এর মাধ্যমে ইহরাম সম্পন্ন হয়ে যায়। আবদুল্লাহ ইবনে উমর (রা.) বলেন, ‘আমি রাসুল (সা.)-কে মাথায় সিঁথি করা অবস্থায় ইহরামের তালবিয়া পাঠ করতে দেখেছি। তিনি বলেছেন, এই বাক্যগুলোর অতিরিক্ত কিছু বলেননি। ’ (মুসলিম, খণ্ড: ১, পৃষ্ঠা: ৩৭৬)
তবে ইহরামের সুন্নত হলো- মোচ, নখ ও শরীরের পরিষ্কারযোগ্য লোম মুণ্ডাবে বা কেটে পরিষ্কার করবে। উত্তমরূপে গোসল করবে; গোসল সম্ভব না হলে ওজু করবে। পুরুষগণ দু’টি নতুন বা ধৌত সাদা চাদর নিবে। একটি লুঙ্গির মতো করে পরবে। অপরটি চাদর হিসাবে ব্যবহার করবে। পায়ের পাতার উপরের অংশ খোলা থাকে এমন জুতা বা স্যাণ্ডেল পরবে। নারীরা স্বাভাবিক কাপড় পরবে। তাদের জন্য ইহরাম অবস্থায় জুতা-মোজা পরার অবকাশ রয়েছে।

ইহরাম বাঁধার আগে সুগন্ধি ব্যবহার
ইহরাম বাঁধার আগে খালি শরীরে আতর বা সুগন্ধি ব্যবহার করা মুস্তাহাব। শরীরের আতর বা ঘ্রাণ ইহরাম গ্রহণের পর বাকি থাকলেও অসুবিধা নেই। তবে ইহরামের কাপড়ে আতর বা সুগন্ধি লাগাবে না। কেননা ইহরামের কাপড়ে এমন আতর বা সুগন্ধি লাগানো নিষেধ, যার ঘ্রাণ ইহরামের পরও বাকি থাকে। মাকরূহ ওয়াক্ত না হলে ইহরাম বাঁধার আগে দুই রাকাত নফল নামাজ পড়বে। অতঃপর যে হজ আদায়ের ইচ্ছা সে অনুযায়ী নিয়ত করে তালবিয়া পাঠ করবে।

গোঁফ-নখ এবং ‘গুপ্তস্থানে’র লোম পরিষ্কার
যে ব্যক্তি হজে যেতে চায় তার শরীরের ক্ষৌর কার্য সম্পর্কে বিখ্যাত তাবেয়ি হজরত আতা (রহ.)-কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘এর অনুমতি আছে, এতে কোনো অসুবিধা নেই। ’ (মুসান্নাফ ইবনে আবি শায়বা, হাদিস নং: ১৪৯৯৮)

ইহরামের উদ্দেশ্যে উত্তমভাবে গোসল করা
জায়েদ বিন ছাবেত (রা.) থেকে বর্ণিত, তিনি নবী (সা.)-কে ইহরামের জন্য পরিহিত পোশাক খুলতে এবং গোসল করতে দেখেছেন। (তিরমিজি, খণ্ড: ১, পৃষ্ঠা: ১০২)
আবদুল্লাহ ইবনে উমর (রা.) বলেন, ‘কোনো ব্যক্তি যখন ইহরাম বাঁধার ইচ্ছা করবে, তখন তার জন্য গোসল করা সুন্নত। ’ (মুসান্নাফ ইবনে আবি শায়বা, হাদিস নং: ১৫৮৪৭)

ইহরামের কাপড়-পরিধেয়
পুরুষদের দুইটি সাদা চাদর প্রয়োজন হবে, যা নতুনও হতে পারে কিংবা ধোয়াও হতে পারে। একটি লুঙ্গির মতো করে এবং অপরটি চাদর হিসাবে পরিধান করবে। কালো রঙের কিংবা পুরুষের জন্য অনুমোদিত এমন যেকোনো রংয়ের কাপড় পরিধান করাও জায়েয। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবীগণ চুল আঁচড়ালেন, তেল লাগালেন এবং লুঙ্গি ও চাদর পরিধান করে মদীনা থেকে হজের উদ্দেশ্যে রওনা হলেন। তিনি জাফরানযুক্ত ব্যতীত অন্য কোনো চাদর ও লুঙ্গি পরতে নিষেধ করেননি। -সহীহ বুখারী ১/২০৯

জুতা- স্যান্ডেল পরার নিয়ম
পায়ের পাতার উপরের উঁচু অংশ খোলা থাকে এমন চপ্পল বা স্যান্ডেল পরা যাবে। হযরত আবদুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা লুঙ্গি, চাদর ও চপ্পল পরে ইহরাম গ্রহণ কর। যদি চপ্পল না থাকে তবে চামড়ার মোজা পায়ের গীরার নিচ পর্যন- কেটে তা ব্যবহার করতে পারবে। -মুসনাদে আহমদ হাদিস: ৪৮৮১

ইহরামের সুগন্ধি ব্যবহার
ইহরামের আগে খালি শরীরে আতর বা সুগন্ধি ব্যবহার করা মুস্তাহাব। শরীরের আতর ও ঘ্রাণ যদি ইহরাম বাঁধার পর অবশিষ্ট থাকে, তবুও কোনো অসুবিধা নেই। উম্মুল মু’মিনীন আয়েশা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম গ্রহণের সময় তাঁর সর্বাধিক উত্তম সুগন্ধিটি ব্যবহার করতেন। তিনি বলেন, ইহরাম বাঁধার পর তার শ্মশ্রু ও শির মোবারকে তেলের ঔজ্জ্বল্য দেখতে পেতাম। ’ (মুসলিম: ১/৩৭৮)
ইহরামের কাপড়ে আতর বা সুগন্ধি লাগাবে না। কারণ, ইহরামের পরও অবশিষ্ট থাকে এমনভাবে আতর বা সুগন্ধি লাগানো নিষেধ। (রদ্দুল মুহতার, খণ্ড: ২, পৃষ্ঠা: ৪৮৯; গুনইয়াতুন নাসিক, পৃষ্ঠা: ৭০; ফাতাওয়া হিন্দিয়া: ১/২২২; মানাসিক মোল্লা আলী কারি, পৃষ্ঠা: ৯৮), স্পষ্ট ভাষায় ইহরামের পর কোন ভাবে সুগন্ধি ব্যবহার করা যাবে না।

আবদুল্লাহ ইবনে ওমর রা. থেকে বর্ণিত, রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা (ইহরাম অবস্থায়) এমন কোনো কাপড় পরিধান করবে না যা জাফরান বা ওয়ারসযুক্ত। (মুসলিম: ১/৩৭২)
দুই রাকাত নফল নামাজ পড়া।
মাকরূহ ওয়াক্ত না হলে ইহরাম গ্রহণের পূর্বে দুই রাকাত নফল নামাজ পড়া। (গুনইয়াতুন নাসিক ৭৩; মানাসিক মোল্লা আলী কারি, পৃষ্ঠা: ৯৯; রদ্দুল মুহতার ২/৪৮২
আবদুল্লাহ ইবনে উমর (রা.) বলেন, রাসুল (সা.) হজের উদ্দেশ্যে মদিনা থেকে রওনা হয়ে জুলহুলাইফাতে পৌঁছলেন এবং দুই রাকাত নামাজ পড়লেন। অতঃপর জুলহুলাইফার নিকট যখন উটনী তাকে নিয়ে উঠে দাঁড়াল তখন তিনি তালবিয়া পাঠ করলেন...। (মুসলিম: ১/৩৭৬)

ইহরামের নিয়ত করা
(পুরুষ হলে টুপি বা মাথার কাপড় খুলে ফেলতে হবে) হযরত আবদুল্লাহ ইবনে উমর রা. বলেন, মুখমণ্ডল ও তার উপরের অংশ মাথার অন-র্ভুক্ত। অতএব ইহরাম গ্রহণকারী থুতনী থেকে উপরের কোনো অংশ আবৃত করবে না। -মুসান্নাফ ইবনে আবি শায়বা হাদিস : ১৪৪৫২
নিয়ত হতে হবে আলাদা
তামাত্তুকারী শুধু ওমরার নিয়ত করবে, ইফরাদকারী শুধু হজের নিয়ত এবং কিরানকারী হজ ও ওমরার নিয়ত করে তালবিয়া পাঠ করবে। উম্মুল মু’মিনীন আয়েশা রা. বলেন, আমরা বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে বের হলাম। আমাদের মধ্যে কেউ শুধু ওমরার উদ্দেশ্যে তালবিয়া পাঠ করলেন, কেউ হজ-ওমরা দু’টোর উদ্দেশ্যে এবং কেউ শুধু হজের উদ্দেশ্যে তালবিয়া পাঠ করলেন। (মুসলিম ১/২১২) - পরবর্তী কার্যক্রম পরবর্তী পোষ্টে দেওয়া আছে।
(ভূল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ও আমাদের ভূল অবহিত করবেন)

ওমরাহ ও হজ বুকিং করতে কল করুন 01798-880111অথবা সরাসরি চলে আসুন অফিসে-
ঢাকা অফিসঃ ৫৫বি, নোয়াখালী টাওয়ার (লিফট-০৫), পুরানা পল্টন, ঢাকা।
শাখা অফিস ও নিজস্ব ভবনঃ সৈনিক সুপার মার্কেট, টিএনটি ভবনের পশ্চিম পাশে, রহিমানগর, কচুয়া, চাঁদপুর। +88 01 601 605 610
👇উমরাহ-এর বুকিং দিতে শুধুমাত্র প্রয়োজন:
▶️ ছয় মাস পর্যন্ত পাসপোর্ট-এর মেয়াদ এবং সেই পাসপোর্টের স্ক্যান-কপি।
▶️ জনপ্রতি ২০,০০০ টাকা অ্যাডভান্স বুকিং মানি।
বিস্তারিত জানতে ভিজিট করুনঃ
www.shukranhajjumrah.com
+88 01 601 605 610

05/01/2025
রমজান প্যাকেজ ০১, সেবা সমূহঃ ♻️ওমরাহ ভিসা,♻️এয়ার টিকেট (ডিরেক্ট এয়ারলাইন্স),♻️মক্কা ও মদিনায়  ০-৭০০ মিটারের ভিতরে হোটেল,...
31/12/2024

রমজান প্যাকেজ ০১,
সেবা সমূহঃ
♻️ওমরাহ ভিসা,
♻️এয়ার টিকেট (ডিরেক্ট এয়ারলাইন্স),
♻️মক্কা ও মদিনায় ০-৭০০ মিটারের ভিতরে হোটেল,
♻️ডিনার ও সেহেরী,
♻️মক্কা ও মদিনায় দর্শনীয় স্থান ভ্রমন,
♻️সকল প্রকার ট্রান্সপোর্ট,
♻️অভিঞ্জ গাইড (মোয়াল্লেম),
প্রিমিয়াম প্যাকেজ ও সস্তিতে ওমরাহ করতে আমাদের সাথে যোগাযোগ করুনঃ 01601605610 01798-880111
শুকরান হজ্ব ওমরাহ
৫৫ বি, পুরানা পল্টন, নোয়াখালী টাওয়ার, লিফট ০৫, ঢাক-১০০০

🕋 কাবা ঘরের ইতিহাস - পবিত্র কাবা আল্লাহর ঘর।তারিখ-আল-ইয়াকুবিয় তথ্যমতে,হজরত আদম (আঃ) এর জন্মের দুই হাজার বছর আগে আল্লাহ প...
30/12/2024

🕋 কাবা ঘরের ইতিহাস - পবিত্র কাবা আল্লাহর ঘর।তারিখ-আল-ইয়াকুবিয় তথ্যমতে,হজরত আদম (আঃ) এর জন্মের দুই হাজার বছর আগে আল্লাহ পাকের ইবাদাতের উদ্দেশ্যে বায়তুল মামুরের অনুকরণে ফেরেশতাগণ এ ঘর নির্মাণ করেন। এর অবস্থান মক্কা নগরীতে যা ভৌগলিক ভাবে এশিয়া, ইউরোপ ও আফ্রিকার মধ্যস্থলে। মূলত কাবার সৃষ্টির ইতিহাস কমবেশি সকলের জানা। তাই এর স্থাপত্যগত ইতিহাসে কিছুটা আলোকপাত করা যাক।
সায়মুতি তার বিখ্যাত গ্রন্থ তারিখ-আল-মক্কাতে উল্লেখ করেছেন,পবিত্র কাবাঘর নির্মাণ ও পুনর্নির্মাণ সংঘটিত হয় দশবার।
প্রথমবার, হজরত আদম (আঃ) এর সৃস্টির দুই হাজার বছর
আগে আল্লাহর নির্দেশে ফেরেশ্তাগণ কর্তৃআ নির্মিত।
দ্বিতীয়বার, হজরত আদম (আঃ) হেরা পর্বত, তুরে সিনা, তুরে
জিইতা,জুদি ও লেবানন পাহাড়ের পাথর সংগ্রহ করে
কাবা নির্মাণ করেন
তৃতীয়বার, কাবা নির্মিত হয় আদম (আঃ) এর পুত্র শিষ (আঃ)
কর্তৃক যা নুহ (আঃ) এর সময়ের প্লাবনে ঢাকা পড়ে
যায়।
চতুর্থবার, আল্লাহর নির্দেশনা মোতাবেক হজরত ইবরাহিম (আঃ)
ও ইসমাইল (আঃ) ৯ গজ উঁচু,৩০ গজ লম্বা, ২৩ গজ
চওড়া ও ২ দরজা বিশিষ্ট কাবা নির্মাণ করেন।
এরপর পঞ্চমবার আমালিকা গোত্র, ষষ্ঠবার জোরহাম গোত্র, সপ্তমবার নির্মাণ
করেন মহানবি (সাঃ) এর ৫ম পুর্বপুরুষ কোসাই ইবনে কোলাব। অষ্টমবার নতুন করে তা নির্মাণ করে কুরাইশরা, নবি (সাঃ) এর বয়স তখন ৩৫ বছর।তিনি নিজে এ নির্মাণকাজে শরিক হোন।
নবমবার, হযরত ইবরাহিম (আঃ) এর অনুরুপে কাবা নির্মাণ
করেন আব্দুল্লাহ ইবন জুবাইর রঃ।
দশমবার, খলিফা অলিদ ইবন আব্দুল মালিকের নির্দেশে জুবাইর
নির্মিত কাবা ভেঙ্গে কুরাইশ নির্মিত কাবার অনুরুপে
পুনরায় নির্মাণ করেন হাজ্জাজ ইবন ইউসুফ, যা
আজ পর্যন্ত বর্তমান।
পরবর্তীকালে খলিফা হারুন আর রশিদ চেয়েছিলেন হাজ্জাজ বিন ইউসুফের নির্মিত কাবা ভেঙ্গে রাসুল (সাঃ) এর আকাঙ্খা মোতাবেক হযরত ইবরাহিম (আঃ) এর অনুরুপ করে নির্মাণ করবেন, কিন্তু তা সম্ভব হয় নি। ইমাম মালিক (রাঃ) কঠোর নিষেধাজ্ঞা দেন যে এতে করে কাবাঘর ভাঙ্গা-গড়া রাজা বাদশাহদের খেল তামাশায় পরিণত হবে। সব ওলামায়ে কেরামও এতে ঐকমত্য পোষণ করেন।
ইতিহাস হতে জানা যায়, ১৬০১ সালে (১০২১ হিঃ) সুলতান আহমদ তুর্কি কাবা মেরামত করেন। ১৯৪৭ সালে (১৩৬৭ হিঃ) মহররম মাসে বাদশাহ আজিজ ইবন সাউদ কাবার দরজা নতুন করে তৈরী করেন।
হজরত মুহাম্মাদ (সাঃ) এর কাবা পুনর্নির্মাণের পুর্বে কাবা ছিল পাথরের নির্মিত চার দেয়ালওয়ালা ছাদবিহীন ও একজন মানুষের উচ্চতার সমান।নবি কারীম (সাঃ) এর নির্মিত কাবা ছিল ১৮ গজ লম্বা যা আবিসিনীয় পদ্ধতিতে এক স্তর পাথর আর এক স্তর কাঠ দিয়ে পর্যায়ক্রমে ১৬ টি পাথরের স্তর আর ১৫ টি কাঠের স্তরের সমন্ময়ে ৩১ টি স্তরে নির্মাণ করা হয়।ইয়াকুবির তথ্য অনুসারে ৬টি স্তম্ভের উপর কাঠের ছাদ ছিল। আবিসিনীয় বাকুম রাজমিস্ত্রী (খ্রিস্টান কারিগর) কাঠমিস্ত্রীর কাজ করেছিলেন।
কথিত আছে ইয়েমেনের রাজা তুব্বা-আসআদ আবু কারিব আল হিমআরি নষ্ট হওয়া থেকে রক্ষার জন্য সর্বপ্রথম কাবায় গিলাফ পড়ান বর্তমানে গিলাফ মক্কার দারুল কিসওয়ায় তৈরি হয়।খাঁটি প্রাকৃতিয়া রেশমি কাপড়ের মধ্যে কুর্‌আন শরিফের কিছু আয়াত শোভা পায়। অক্ষরগুলো সোনালি আভায় উদ্ভাসিত। (সংক্ষেপিত ও পরিমার্জিত) 🤲 & 🙏

Dear Agent,Due to maintenance at Dutch-Bangla Bank Limited, all transactions (including payments and fund transfers) wil...
30/12/2024

Dear Agent,

Due to maintenance at Dutch-Bangla Bank Limited, all transactions (including payments and fund transfers) will be closed from January 1 to January 5, 2025.

During this time,
we request you to make transactions at our other banks.

Thank you.
SHUKRAN AIR INT (TARC NO- 15289),
SEPARA OVERSEAS (RL 2445)
Purana Paltan, 55B Noakhali Tower (Lift 05), Dhaka-1000.
Contact: 01798880111
------------------------

প্রিয় এজেন্ট,

ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের রক্ষণাবেক্ষণের কারণে ১ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত তাদের সকল লেনদেন (পেমেন্ট ও ফান্ড ট্রান্সফার সহ) বন্ধ থাকবে।

এই সময়ে,
আমাদের অনান্য ব্যাংক এ লেনদেনের জন্য অনুরোধ করছি।

ধন্যবাদ।
শুকরান এয়ার ইন্টান্যাশনাল (১৫২৮৯)
সিপারা ওভারসিজ ২৪৪৫
পুরানা পল্টন, ৫৫বি, নোয়াখালী টাওয়ার, লিফট ০৫, ঢাকা-১০০০
01798880111

www.shukranhajjumrah.com

প্রিমিয়াম ওমরাহ প্যাকেজআস্সালামু আলাইকুম, *২৩ ডিসেম্বর থেকে ০৬ জানুয়ারী* পর্যন্ত * সৌদি এয়ারলাইন্স এ ডিরেক্ট ফ্লাইট (যাও...
09/12/2024

প্রিমিয়াম ওমরাহ প্যাকেজ
আস্সালামু আলাইকুম,
*২৩ ডিসেম্বর থেকে ০৬ জানুয়ারী* পর্যন্ত
* সৌদি এয়ারলাইন্স এ ডিরেক্ট ফ্লাইট (যাওয়া ও আসা)
* উমরাহ ভিসা
* উমরাহ ও যিয়ারাহ বিষয়ে প্রশিক্ষণমূলক ক্লাস
* মক্কায় ও মদীনায় নিকটবর্তী হোটেল
* সার্বক্ষণিক অভিজ্ঞ গাইড
* সকাল, দুপুর ও রাতে তিনবেলা বাঙালি খাবার
* মক্কার ও মদিনায় দর্শনীয় স্থান সমূহ যিয়ারাহ
বিস্তারিত জানতে ⁨01798880111

আস্সালামু আলাইকুম, আপনারা যারা বাবা-মা ও পরিবারসহ সাশ্রয়ী খরচে সেরা মানের প্যাকেজে পবিত্র বাইতুল্লাহ সফর করতে আগ্রহী উনা...
06/11/2024

আস্সালামু আলাইকুম,
আপনারা যারা বাবা-মা ও পরিবারসহ সাশ্রয়ী খরচে সেরা মানের প্যাকেজে পবিত্র বাইতুল্লাহ সফর করতে আগ্রহী উনারা আমাদের সাথে যোগাযোগ করে, আপনার বুকিং সুনিশ্চিত করতে পারেন।
নিরাপদ বাইতুল্লাহ সফরের ব্যাপারে অনেকেই বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি অনুসন্ধান করে থাকেন৷

স্ব-পরিবারে বা একাকী স্বাচ্ছন্দ্যে ও নির্ঝঞ্ঝাট পবিত্র হজ ও উমরাহ পালন করতে আপনার বিশ্বস্ত সহযোগী হতে পারে শুকরান হজ্ব ওমরাহ।

আমাদের হজ এবং উমরাহ কাফেলা গুলো বিজ্ঞ আলিম ও মুফতি সাহেব গনের তত্ত্বাবধানে পরিচালিত৷
যার ফলে আমাদের সম্মানিত বাইতুল্লাহর মেহমানগণ বিশুদ্ধভাবে উনাদের হজ ও উমরাহ কার্যক্র্ম সমাধা করতে পারেন৷
আমাদের উমরাহ কাফেলার বিস্তারিত জানতে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন 01601605610 অথবা চলে আসতে পারেন আমাদের অফিসে, ৫৫বি, পুরানা পল্টন, নোয়াখালী টাওয়ার, লিফট ০৫ শুকরান হজ্ব ওমরাহ
🕒 সফরঃ ১৪ দিন ১৩ রাত

♻️কেউ চাইলে কাস্টমার প্যাকেজও করে দিতে পারবো_ইনশাল্লাহ।

♻️আমাদের ডিরেক্ট ফ্লাইট
ঢাকা - জেদ্দা ✈️ মদিনা - ঢাকা অথবা
ঢাকা - মদিনা ✈️ জেদ্দা - ঢাকা
♻️কেউ চাইলে আমরা ট্রানজিট ফ্লাইট করেদিতে পারবো, সে ক্ষেত্রে খরছ কিছুটা কমে আসবে।

আমাদের প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত থাকবেঃ
🔹 বীমাসহ ৯০ দিনের উমরাহ ভিসা।
🔹 যাত্রার পূর্বে উমরাহ ও যিয়ারাহ বিষয়ে প্রশিক্ষণমূলক ক্লাস।
🔹 রিটার্ন সহ এয়ার টিকেট।
🔹 মক্কায় মসজিদে হারামের নিকটবর্তী হোটেল৷ ৫০০-৭০০ মিটার দূরত্বে৷ (ইব্রাহিম খলিল / হিজরাহ / মুন্সিয়া রোডে)
🔹 মদীনায় মসজিদে নববীর নিকটবর্তী হোটেল৷ ২৫০ - ৩৫০ মিটার দূরত্বে৷
(মারকাজিয়া এরিয়ায়)
🔹 সকল ট্রান্সপোর্ট সেবা৷ মক্কা ও মদীনায় সার্বক্ষণিক অভিজ্ঞ গাইড৷
🔹 সকাল, দুপুর ও রাতে তিনবেলা বাঙালি খাবার৷ যা আপনাকে হোটেলে সারভ করা হবে।
🔹 মক্কার ও মদিনায় দর্শনীয় স্থান সমূহ যিয়ারাহ৷ মক্কার বাইরে তায়েফ, জেদ্দা ইত্যাদি সফর ব্যবস্থাপনায় থাকবে ৷
🔹 মদিনার দর্শনীয় স্থান সমূহ যিয়ারাহ৷ মদিনার বাইরে বদর প্রান্তর, বীরে শেফা, জ্বীন পাহাড় ও অন্যান্য দর্শনীয় স্থান সফর ব্যবস্থাপনা৷
আরো বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট টি ভিজিট করুনঃ www.shukranhajjumrah.com
নিরাপদ ও নির্ঝঞ্ঝাট বাইতুল্লাহ সফরের জন্য আপনার বিশ্বস্ত সহযোগী শুকরান হজ্ব ওমরাহ।
আমাদের অন্যান্য প্রতিষ্ঠান সমূহঃ
♻️সিপারা ওভারসিজ (আর.এল ২৪৪৫),
♻️আকাবা হজ গ্রুপ (হজ লাইসেন্স নং ০৩৪৭,
♻️শুকরান এয়ার ট্রাভেলস - সরকার অনুমোদিত বিমান ও পর্যটন মন্ত্রনালয়ের নিবন্ধিত ট্রাভেল এজেন্সি নংঃ ১৫২৮৯
🤝আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ - জাযাকাল্লাহ
01798-880111

30/10/2024
29/10/2024

আস্সালামু আলাইকুম, আপনার যারা বাবা-মা ও পরিবারসহ সাশ্রয়ী খরচে সেরা মানের প্যাকেজে পবিত্র বাইতুল্লাহ সফর করতে আগ্রহী উনারা আমাদের সাথে যোগাযোগ করে, আপনার বুকিং সুনিশ্চিত করতে পারেন।
নিরাপদ বাইতুল্লাহ সফরের ব্যাপারে অনেকেই বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি অনুসন্ধান করে থাকেন৷
স্ব-পরিবারে বা একাকী স্বাচ্ছন্দ্যে ও নির্ঝঞ্ঝাট পবিত্র হজ ও উমরাহ পালন করতে আপনার বিশ্বস্ত সহযোগী হতে পারে, "শুকরান হজ্ব ওমরাহ।
আমাদের হজ এবং উমরাহ কাফেলা গুলো বিজ্ঞ আলিম ও মুফতি সাহেব গনের তত্ত্বাবধানে পরিচালিত৷
যার ফলে আমাদের সম্মানিত বাইতুল্লাহর মেহমানগণ বিশুদ্ধভাবে উনাদের হজ ও উমরাহ কার্যক্র্ম সমাধা করতে পারেন৷
আমাদের উমরাহ কাফেলার বিস্তারিত জানতে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন 01798-880111 অথবা চলে আসতে পারেন আমাদের অফিসে, ৫৫বি, পুরানা পল্টন, নোয়াখালী টাওয়ার, লিফট 05 শুকরান হজ্ব ওমরাহ
🕒 সফরঃ ১৪ দিন ১৩ রাত ৷ কেউ চাইলে কাস্টমার প্যাকেজও করে দিতে পারবো। ইনশাল্লাহ

আমাদের ডিরেক্ট ফ্লাইট
ঢাকা - জেদ্দা মদিনা - ঢাকা অথবা ঢাকা - মদিনা জেদ্দা - ঢাকা (কেউ চাইলে আমরা ট্রানজিট ফ্লাইট করেদিতে পারবো, সে ক্ষেত্রে খরছ কিছুটা কমে আসবে।

আমাদের প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত থাকবেঃ
🔹 বীমাসহ ৯০ দিনের উমরাহ ভিসা।
🔹 যাত্রার পূর্বে উমরাহ ও যিয়ারাহ বিষয়ে প্রশিক্ষণমূলক ক্লাস।
🔹 রিটার্ন সহ এয়ার টিকেট।
🔹 মক্কায় মসজিদে হারামের নিকটবর্তী হোটেল৷ ৫০০-৭০০ মিটার দূরত্বে৷ (ইব্রাহিম খলিল / হিজরাহ / মুন্সিয়া রোডে)
🔹 মদীনায় মসজিদে নববীর নিকটবর্তী হোটেল৷ ২৫০ - ৩৫০ মিটার দূরত্বে৷
(মারকাজিয়া এরিয়ায়)
🔹 সকল ট্রান্সপোর্ট সেবা৷ মক্কা ও মদীনায় সার্বক্ষণিক অভিজ্ঞ গাইড৷
🔹 সকাল, দুপুর ও রাতে তিনবেলা বাঙালি খাবার৷ যা আপনাকে হোটেলে সারভ করা হবে।
🔹 মক্কার ও মদিনায় দর্শনীয় স্থান সমূহ যিয়ারাহ৷ মক্কার বাইরে তায়েফ, জেদ্দা ইত্যাদি সফর ব্যবস্থাপনায় থাকবে ৷
🔹 মদিনার দর্শনীয় স্থান সমূহ যিয়ারাহ৷ মদিনার বাইরে বদর প্রান্তর, বীরে শেফা, জ্বীন পাহাড় ও অন্যান্য দর্শনীয় স্থান সফর ব্যবস্থাপনা৷
আরো বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট টি ভিজিট করুনঃ www.shukranhajjumrah.com
নিরাপদ ও নির্ঝঞ্ঝাট বাইতুল্লাহ সফরের জন্য আপনার বিশ্বস্ত সহযোগী শুকরান হজ্ব ওমরাহ
আমাদের অন্যান্য প্রতিষ্ঠান সমূহঃ সিপারা ওভারসিজ (আর.এল ২৪৪৫), আকাবা হজ গ্রুপ (হজ লাইসেন্স নং ০৩৪৭,
শুকরান এয়ার ট্রাভেলস - সরকার অনুমোদিত বিমান ও পর্যটন মন্ত্রনালয়ের নিবন্ধিত ট্রাভেল এজেন্সি নংঃ ১৫২৮৯
আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ - জাযাকাল্লাহ

12/10/2024

৪ই নভেম্বর ঢাকা-মদীনা সৌদি এয়ারলাইনসে ৪০ জনের গ্রুপে ১০জন ওমরাহ যাত্রী "ফুল প্যাকেজ / ননপ্যাকেজ (শুধু ভিসা টিকেট) নেয়া যাবে।
01798-880111

🕋 ✈️ 🕌হজ ওমরাহ, ভিসা প্রসেসিং ও বিমান টিকেট এর বিশ্বস্ত প্রতিষ্ঠান শুকরান হজ্ব ওমরাহ , যোগাযোগ 01798-880111 (Abdullah A...
24/09/2024

🕋 ✈️ 🕌হজ ওমরাহ, ভিসা প্রসেসিং ও বিমান টিকেট এর বিশ্বস্ত প্রতিষ্ঠান শুকরান হজ্ব ওমরাহ , যোগাযোগ 01798-880111 (Abdullah Al Fahad)

আমাদের অন্যান্য প্রতিষ্ঠান সমূহঃ সিপারা ওভারসিজ (আর.এল ২৪৪৫), আকাবা হজ গ্রুপ (হজ লাইসেন্স নং ০৩৪৭, শুকরান এয়ার ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি নিবন্ধন নংঃ ১৫২৮৯
পুরানা পল্টন, ৫৫বি, নোয়াখালী টাওয়ার (লিফট ০৫) ঢাকা-১০০০
☘জাযাকাল্লাহ

23/09/2024

১৫ হাজার টাকা কমে ৯ই অক্টোবর থেকে ২২ অক্টো: ঢাকা মদীনা, জেদ্দা ঢাকা সরাসরি ফ্লাইট। অভিজ্ঞ আলেম গাইড সহ ফুল প্যাকেজ মাত্র ১৩৫০০০ টাকা।
-শুকরান হজ্ব ওমরাহ-
www.shukranhajjumrah.com
⁨01798-880111

আস্সালামু আলাইকুম, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসজুড়ে আমাদের প্রতি মাসেই একাধিক উমরাহ কাফেলা রয়েছে৷ আপনারা ...
08/09/2024

আস্সালামু আলাইকুম,
সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসজুড়ে আমাদের প্রতি মাসেই একাধিক উমরাহ কাফেলা রয়েছে৷
আপনারা যারা সাশ্রয়ী খরচে সেরা মানের প্যাকেজে পবিত্র বাইতুল্লাহ সফর করতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করুন ও দ্রুত আপনার বুকিং সুনিশ্চিত করুন৷
নিরাপদ বাইতুল্লাহ সফরের ব্যাপারে অনেকেই বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি অনুসন্ধান করে থাকেন৷
স্ব-পরিবারে বা একাকী স্বাচ্ছন্দ্যে ও নির্ঝঞ্ঝাট পবিত্র হজ ও উমরাহ পালন করতে আপনার বিশ্বস্ত সহযোগী হতে পারে শুকরান হজ্ব ওমরাহ
আমাদের হজ এবং উমরাহ কাফেলা গুলো বিজ্ঞ আলিম এর তত্ত্বাবধানে পরিচালিত৷
যার ফলে আমাদের সম্মানিত বাইতুল্লাহর মেহমানগণ বিশুদ্ধভাবে তাদের হজ ও উমরাহ কার্যক্রম সমাধা করতে পারেন৷
________________________
🗓 শুকরান হজ্ব ওমরাহ এর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসের উমরাহ কাফেলার বিস্তারিত জানতে 01798-880111
🕒 সফরঃ ১৪ দিন ১৩ রাত ৷
✈ ফ্লাইটঃ ডিরেক্ট ফ্লাইট
ঢাকা - জেদ্দা
মদিনা - ঢাকা
অথবা
ঢাকা - মদিনা
জেদ্দা - ঢাকা
🟪 প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত থাকবেঃ
🔹 বীমাসহ ৯০ দিনের উমরাহ ভিসা।
🔹 যাত্রার পূর্বে উমরাহ ও যিয়ারাহ বিষয়ে প্রশিক্ষণমূলক ক্লাস।
🔹 ইকোনমি ক্লাস রিটার্ন এয়ার টিকেট।
🔹 মক্কায় মসজিদে হারামের নিকটবর্তী হোটেল৷
🔹 মদীনায় মসজিদে নববীর নিকটবর্তী হোটেল৷
🔹 সকল ট্রান্সপোর্ট সেবা৷
🔹 মক্কা ও মদীনায় সার্বক্ষণিক অভিজ্ঞ গাইড৷
🔹 সকাল, দুপুর ও রাতে তিনবেলা বাঙালি খাবার৷
🔹 মক্কার দর্শনীয় স্থান সমূহ যিয়ারাহ৷ মক্কার বাইরে তায়েফ, জেদ্দা ইত্যাদি সফর ব্যবস্থাপনা৷
🔹 মদিনার দর্শনীয় স্থান সমূহ যিয়ারাহ৷ মদিনার বাইরে বদর প্রান্তর, বীরে শেফা, জ্বীন পাহাড় ইত্যাদি সফর ব্যবস্থাপনা৷
_________________________
🟩 জনপ্রতি খরচঃ
✈ ডিরেক্ট ফ্লাইটঃ
▪মাত্র = ১৩৫,০০০/- (খাবার সহ ফুল প্যাকেজ)
▪খাবার ছাড়া = ১২৫,০০০/- টাকা ৷

✈ ট্রানজিট ফ্লাইটঃ
▪মাত্র = ১২৫,০০০/- (খাবার সহ ফুল প্যাকেজ)
▪খাবার ছাড়া = ১১৫,০০০/- টাকা৷

🏢 মক্কা হোটেলঃ ৫০০-৭০০ মিটার দূরত্বে৷
(ইব্রাহিম খলিল / হিজরাহ / মুন্সিয়া রোডে)
🏢 মদিনা হোটেলঃ ২৫০ - ৩৫০ মিটার দূরত্বে৷
(মারকাজিয়া এরিয়ায়)

ভিজিট করুনঃ
🌐 www.shukranhajjumrah.com
নিরাপদ ও নির্ঝঞ্ঝাট বাইতুল্লাহ সফরের জন্য আপনার বিশ্বস্ত সহযোগী শুকরান হজ্ব ওমরাহ

আমাদের অন্যান্য প্রতিষ্ঠান সমূহঃ সিপারা ওভারসিজ (আর.এল ২৪৪৫), আকাবা হজ গ্রুপ (হজ লাইসেন্স নং ০৩৪৭, শুকরান এয়ার ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি নিবন্ধন নংঃ ১৫২৮৯
☘জাযাকাল্লাহ

Address

Dhaka Office: 55B, Noakhali Tower (Lift 05), Puranapaltan, Dhaka. Branch Office & Own Tower: Soinik Super Market 2nd Floor, TNT Road, Rahimanagar, Kachua, Chandpur
Dhaka
3632

Alerts

Be the first to know and let us send you an email when শুকরান হজ্ব ওমরাহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শুকরান হজ্ব ওমরাহ:

Videos

Share

Category