28/02/2023
🔰 Croatia Job Visa
🔰সেনজেন দেশ ক্রোয়েশিয়ার জব ভিসা
🔰মোট খরচ : ৯,৫০,০০০/-
-----------------------------------------------
🔰ভিসা ক্যাটাগরি: কনস্ট্রাকশন
✅কাজ : ওয়েল্ডার, মেশন, প্লাম্বার , কার্পেন্টার, পাইপ ফিটার, টাইলস ইন্সট্রলার, ইলেক্ট্রিশিয়ান, পেইন্টার ইত্যাদি।
✅অভিজ্ঞতা : অভিজ্ঞ/অনভিজ্ঞ।
✅পদ সংখ্যা : ২৫ জন।
✅বেতন : ৬৫০- ৭৫০ ইউরো।
✅ডিউটি : ৮ ঘন্টা+ওভারটাইম।
✅থাকা ও খাওয়া : কোম্পানী।
✅প্রসেসিং সময় : ৫-৬ মাস।
---------------------------------------------
✅পিসিসি এটেস্টেশন খরচ: যাত্রী দিবে।
✅এম্বাসি সাক্ষাৎ: যাত্রী নিজে এম্বাসি সাক্ষাৎ করবে (পাসপোর্ট জমা দিবে এবং উত্তোলন করবে)।
✅ইন্ডিয়া যাতায়াত: ইন্ডিয়ার সকল খরচ যাত্রী বহন করবে (ইন্ডিয়ার ভিসা, যাতায়াত, থাকা-খাওয়া, এম্বাসি ফি, ইন্সুরেন্স ফি ইত্যাদি)
✅বয়স: ২০-৪৫ বছর।
------------------------------------------
🔰প্রয়োজনীয় কাগজপত্র:
১. পুলিশ ক্লিয়ারেন্স
২. পাসপোর্ট
৩. সদ্যতোলা ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)। (35mm-45mm, ম্যাট পেপার)
৪. এনআইডি বা বার্থ সার্টিফিকেট