27/07/2022
🇧🇩 টিআইবির সাথে সাজেক ভ্রমণ🇧🇩
ভ্রমণ সময়কালঃ
৫ - ৭ আগস্ট, ২০২২ (৩ রাত ২ দিন)
===============================
♠ যাত্রা তারিখঃ ৪ই আগস্ট, ২০২২ বৃহস্পতিবার রাত ১০ টা (সায়েদাবাদ হুজুরবাড়ি কাউন্টার, ঢাকা)
♠ ফেরার তারিখঃ ৬ই আগস্ট, ২০২২ শনিবার রাত ১০ টা (খাগড়াছড়ি কাউন্টার)
👉 ১ রাত সাজেকে গসপেল রিসোর্টে থাকা।
📛 বুকিং এর শেষ তারিখঃ ১ আগস্ট,২০২২ (আগে বুকিং দিলে আগে সিট পাবেন)
বুকিং ২০৪০/- টাকা (অফেরত যোগ্য)
যারা নিশ্চিতভাবে যাচ্ছেন, তারা এই ইভেন্ট নিজস্ব টাইমলাইনে শেয়ার করবেন, যেন আপনার নিজের পরিচিতরাও যাবার সুযোগ পায়।
প্যাকেজ প্রাইজঃ
============
৩,৭৫০/- জনপ্রতি (নন এসি)
৪,২৫০/- (কাপল প্রতিজন)
শিশু পলিসিঃ অনুর্ধ ৩ বছর ফ্রী। (খাবার আলোচনা সাপেক্ষে)
টিম সাইজ ★ ৪০ জন।
ঢাকা থেকে রওনা ★ ৪ আগস্ট, ২০২২ রাত ১০ টা
ঢাকায় পৌঁছানোর সময় ★ ৭ আগস্ট, ২০২২ সকাল ৬ টা
পার্সনাল বিকাশ নাম্বার ★ 01795803731
মার্চেন্ট বিকাশ নাম্বার ★ 01822279144
ট্যুর প্যাকেজে যা যা থাকছেঃ
★ সকল প্রকার যাতায়ত ভাড়া।
★ ৬ বেলা খাবার
★ সকল প্রকার এন্টি ফ্রি
★ গাইড খরচ
★ জেলা পরিষদ পার্ক এন্ট্রি ফ্রি
★ আলুটিলা গুহা এন্ট্রি ফ্রি
★ সাজেক এন্ট্রি ফ্রি
★ ড্রাইভার হেল্পারের খরচ
★ ১ রাত রিসোর্টে থাকার খরচ
ট্যুর প্যাকেজে যা যা থাকছে নাঃ
– কোন ব্যক্তিগত খরচ
– হাইওয়ে যাত্রাবিরতিতে খাবার খরচ
– কোন ঔষধপত্র
ট্যুর প্যাকেজে যা যা সাথে নেওয়া উচিৎঃ
– ভ্রমণের সময় যত কম জিনিস নেয়া যায়,যত কম কাপড় নেয়া যায় ততই আরামদায়ক হয় ভ্রমণ।
– রবি/টেলিটক সিম
– মশা থেকে বাঁচার জন্য অডোমাস ক্রিম
– গামছা নিবেন যেন রোদে মাথায় ঢেকে হাঁটা যায়।
_বৃষ্টির জন্য ছাতা নিতে পারেন।
– সানগ্লাস, হ্যাট, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)
– টুথব্রাশ/ টুথব্রাশ
– প্রয়োজনীয় ঔষধপত্র
– ক্যামেরা এবং এর এক্সট্রা ব্যাটারি
– চার্জের জন্য পাওয়ার ব্যাংক
খাবার ডিটেইলস
১ম দিন ★★★
সকাল ৮.৩০
চা,পরোটা,ডিম,সবজি/ডাল
দুপুরবেলা ২.৩০
ব্যাম্বুচিকেন,ডাল,ভর্তা,সবজী।
রাত ৯.৩০
বারবিকিউ, পরোটা,সালাদ,সস।
২য় দিন ★★★
সকাল ৯.০০
ডিমভুনা, খিচুড়ী
দুপুর ২ টা
মাছ/মুরগি,ভাত,ডাল,সবজী, ভর্তা।
রাত ৯ টা
মাছ/মুরগি,ভাত,সবজি,ডাল।
যা যা দেখবো
১★রিসাং ঝর্ণা বা জেলা পরিষদ পার্ক
২★হাঝাছড়া ঝর্ণা (অনুমতি পেলে)
৩★সাজেক
৪★সাজেক গিরীপথ
৫★কংলাক পাহাড়
৬★সাজেক স্টোন গার্ডেন
৭★হেলিপ্যাড
৮★দীঘীনালা বন বিহার
৯★আলুটিলা
১০★তারেং হেলিপ্যাড
ট্যুরের বিস্তারিত ★
১ম রাত ৪ আগস্ট ★আমরা ঢাকা থেকে রাত ১০.০০ গাড়ীতে রওনা দিব।
২য় দিন ★ সকালে আমরা খাগড়াছড়ি পৌঁছাবো। এরপর সকালের নাস্তা সেরে নিবো।
খাগড়াছড়ি থেকে চান্দের গাড়িতে যাত্রা শুরু। দুপুর ১ টা এর মধ্যে সাজেকে পৌঁছে যাবো।
এরপর গোছল করে সবাই রেস্ট নিবো।তারপর দুপুরবেলার খাবার খেয়ে রেস্ট নিয়ে বিকালে বেরিয়ে পরবো সূর্য অস্ত দেখতে কংলাক পাহাড়ে। সেখানে ছবি তুলে চা খেয়ে চলে আসবো, হেলিপ্যাডে রাতে বসবে গানের আসর। তার পর বরবিকিউ পার্টি করে রাতে আড্ডা বাজি করে দিব একখানা ঘুম।
২য় দিন★★
টিনটিনটিন! শুরু আমাদের দ্বিতীয় দিন। খুব ভোরে ঘুম থেকে উঠে চলে যাব হেলিপ্যাডে,সেখানে সূর্যোদয় দেখবো, সবাই অবাক হয়ে তাকিয়ে সূর্যোদয় উপভোগ করবেন। যদিও সূর্য প্রতিদিন ওঠে এবং সেটা আমাদের চোখে প্রায়ই পড়ে কিন্তু এখানকার সূর্যোদয় অন্য রকম এক সৌন্দর্যের মনোরম দৃশ্যের সৃষ্টি করে, যা অন্য সব সূর্যাস্তের থেকে সম্পূর্ণ আলাদা। স্পষ্টভাবে মেঘেদের দেখা পাবেন পায়ের নিচের পাহাড়গুলোয়। এরপর লুসাই গ্রামের ঐতিহ্যবাহী পোশাক পরে অনেকেই ছবি তুলে নিতে পারেন। এরপর নাস্তা করে রওনা দিব খাগড়াছড়ি উদ্দশ্যে।
দুপুরে খাওয়া দাওয়া করে আলুটিলা গুহা দেখে, চলে যাব রিসাং ঝর্ণা দেখতে, সময় থাকলে ঝুলন্ত ব্রিজ ও তারেং হেলিপ্যাডে যাব। তারপর রাত ৯ টায় বাসে উঠবো।
★★★ ৭ আগস্ট ভোরে ঢাকা থাকবো আশা করি সবাই অফিস করতে পারবেন।
★★★ আমরা কতটুকু মজা করি তা আমাদের সাথে না গেলে বুঝতে পারবেন না।
★★★ মেয়ে/বাচ্চা/বয়স্ক দের জন্য সবচেয়ে বেশী নিরাপত্তা দিয়ে থাকি।
★★★ পরিবার নিয়ে নিশ্চিন্তে আমাদের সাথে ঘুরতে পারবেন।
যেকোন প্রয়োজন বা কিছু জানার থাকলে ফোন দিয়েন।
প্রয়োজনে #
আবির- 01400676763
ভোর- 01822279144
আনন্দ- 01795803731
মিজান- 01636143444
ইশতিয়াক- 01677758032
কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ
– এখানে এক রুমে মোটামুটি ৪/৫ জন করে মিলেমিশে থাকতে হবে, অবশ্যই মেয়েদের আলাদা রুমের ব্যবস্থা থাকবে।
– কেও আলাদা রুম নিতে চাইলে সেই ক্ষেত্রে ট্যুর কনফার্ম করার সময়ই জানাতে হবে, সম্ভব হলে করা হবে। অন্যথায় মেয়েরা আলাদা রুমে, ছেলেরা আলাদা রুমে থাকার ব্যবস্থা করা হবে।
– কাপল রুমের জন্য অবশ্যই ট্যুর কনফার্ম করার সময় জানাতে হবে।
** শর্ত সমুহঃ
১- প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।
২- ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
৩- ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে।
৪- আমরা শালীনতার মধ্যে থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করব।
৫- প্রতিটি যায়গাই আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। যেন টুরিজম এর কোন ক্ষতি না হয়, সেটা সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে।
৬- অবস্থার পরিপ্রেক্ষিতে যেকোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব।
৭- স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে।
৮- কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করা যাবে না। সাথে পাওয়া গেলে তাকে বা তাদেরকে তৎক্ষণাৎ ট্রিপ থেকে বহিষ্কার করা হতে পারে গ্রুপের অন্য সবার সাথে স্বীদ্ধান্ত নিয়ে।
৯- দুর্ঘটনা বলে আসে না। তাই যে কোন প্রকার দুর্ঘটনা সকলে মিলে মোকাবেলা করতে হবে ।
১০- এই গ্রুপ সম্পূর্ণ ভ্রমণপিপাসুদের গ্রুপ। এখানে কোন প্রকার অশ্লীলতার কোন রকম সুযোগ নেই। কোন রকম অসৎ উদ্দেশ্যে যদি কেও আমাদের সাথে ভ্রমণে যান, সেটি বুঝে যেতে আমাদের খুব বেশি সময় লাগে না এবং সেই মোতাবেক আমরা ব্যবস্থা নিবো।
ভ্রমণের জন্য যে কেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
ছেলে/মেয়ে সকলেই এই ট্যুরে যেতে পারবেন।
📣📣📣বিশেষ দ্রষ্টব্যঃ
-বুকিং বাতিল পলিসি নাই, তবে রিপ্লেসমেন্ট পাওয়া গেলে বুকিং মানি ফিরিয়ে দেওয়া হবে।
- সম্পূর্ণ ইভেন্ট বিস্তারিত পড়ে অংশ গ্রহন করবেন সবাই।
- উন্নত গ্রাহক সেবা এবং নিরপত্তার কারনে আমাদের সাথে প্রচুর নারী ট্রাভেলার ভ্রমণ করে থাকেন তাই বরাবরের মতই মেয়েদের থাকার রুম আলাদা থাকবে।
- গ্রুপ ট্যুর তাই সবার সাথে একত্রে থেকে সময়টাকে উপভোগ করার মানসিকতা থাকতে হবে।
================================
যেহেতু করোনার প্রভাব এখনো আছে সেহেতু আমরা সকলেই স্বাস্থ্যবিধি মেনেই ট্যুরে জয়েন করবো। ইনশাআল্লাহ (মাস্ক, হেক্সিসল অবশ্যই সাথে রাখবেন)
দয়া করে শরীরে জ্বর নিয়ে কেউ জয়েন করবেন না।
👉 যে কোন প্রশ্ন করার জন্য এই গ্রুপের এডমিনদের নক দিতে পারেন অথবা আমাদের অফিস ভিজিট করে সরাসরি কথা বলে বুকিং করতে পারেন।
অফিস এড্রেস ১ঃ
বাড়ি: ১০১৯, ১০ নং এভিনিউ, মিরপুর ডিওএইচএস, ঢাকা: ১২১৬
অফিস এড্রেস ২ঃ
ক/২৪৪ কুড়িল বসুন্ধরা, ঢাকা-১২২৯ (যমুনা ফিউচার পার্কের সামনে এসে কল দিলেই হবে)
অফিস এড্রেস ৩:
ব্লক: এফ, টিক্কা পাড়া, রিং রোড, মোহাম্মদপুর, ঢাকা -১২০৭
সাজেক অফিস:
গসপেল রিসোর্ট, রুইলুই পারা, সাজেক
---------------------------------------------------------
"ভ্রমণ হোক আনন্দময় - Have a Joyful Trip" এই স্লোগানকে সামনে রেখেই আপনার ভ্রমণের বিশ্বস্ত সহযোগী "Travelers in Bangladesh (TIB)" এর অগ্রযাত্রা। (Estd. 2021)
সকল প্রকার আপডেট এবং ইভেন্ট লিংক পেতে আমাদের ফেসবুক গ্রুপে এবং পেজে জয়েন করুনঃ
গ্রুপ লিংকঃ https://www.facebook.com/groups/travelersinbd/?ref=share
পেজ লিংকঃ
https://www.facebook.com/TravelersinBD/
ভ্রমণ হোক আনন্দময় 🖤