27/11/2024
জামিন না-মঞ্জুর করে এদেশে খালেদা জিয়াকে জেলে নেয়া যায়, এরশাদকে নেয়া যায়,শেখ হাসিনাকে জেলে নেয়া যায়, জামায়াত নেতাদের নেয়া যায়, হেফাজত নেতাদের নেয়া যায়, নুর-রাশেদ দলের যে কাউকে নেয়া যায়, বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের নেয়া যায়, আম জনতাকে নেয়া যায়।
শুধু চিন্ময় দাসকে নেয়া যাবে না! উনি কি দেশের আইনের উর্ধ্বে? যারা দেশ মানে না, পতাকা মানে না। এরা কখনোই বাংলাদেশের সাধারণ হিন্দুদের প্রতিনিধিত্বকারী হতে পারে না, এরা ষড়যন্ত্রকারী।
আরে ভাই গ্রেফতার করা হইছে, জামিনের দাবীতে আন্দোলন করেন, উকিল ধরেন, আইনের আশ্রয় নেন। সমস্যা নাই। কিন্তু আদালত যে আদেশ দিয়েছে সেটায় বাধা দেয়া যায় না। জামিন না-মঞ্জুর হলে পরবর্তী শুনানি পর্যন্ত জেলে থাকতে হয়। এটাই দেশের আইন। বলে দিলেই হয় আপনারা দেশের আইন মানেন না!
আমি বা আমরা একজন মুসলিম হিসেবে যেভাবে জংগিবাদকে কখনোই সমরথন করিনা,আপনি বা আপনারা হিন্দু ভাই বোনেরা শান্তিপ্রিয় বাংগালি হিসেবে উগ্রবাদ ইস্কন কে সমরথম দিতে পারেন না।এ সমর্থন দেয়ার মানেই হচ্ছে, জেনে শুনে ধর্মীয় বিরোধ কে উষ্কে দেওয়া।
আসুন, সবাই সবার যায়গায় সহিষ্ণু হই।দিনশেষে আমরা সবাই একই দেশে,একই বিভাগে,একই জেলায়,একই থানায়,একই গ্রামে এবং একই ওয়ার্ডে বেড়ে উঠা, পাশাপাশি আড্ডা দেয়া এবং ছোট বেলা থেকে একে অন্যের সুখ দু:খ ভাগাভাগি করে নেয়া মানুষ গুলোই।