Alpha Tours & Travels

Alpha Tours & Travels We are your one-stop solution for air ticketing, visa processing, Hajj and Umrah services.

17/11/2024
আপনি টাকা দিয়ে টিকিট কাটেন, আর এয়ারলাইনের টাকার বিনিময়ে ফ্লাইটে যাত্রী বহন করে।  বিমানবন্দরে এসে আপনি সেই এয়ারলাইনের কাউ...
02/11/2024

আপনি টাকা দিয়ে টিকিট কাটেন, আর এয়ারলাইনের টাকার বিনিময়ে ফ্লাইটে যাত্রী বহন করে। বিমানবন্দরে এসে আপনি সেই এয়ারলাইনের কাউন্টারে চেক-ইন করেন, লাগেজ জমা দেন। সেই লাগেজ এয়ারলাইন তাদের উড়োজাহাজে বহন করে।

অর্থাৎ চেক ইন কাউন্টারে আপনার লাগেজ জমা নিয়ে গন্তব্যে পৌছিয়ে আপনার লাগেজ ঠিকঠাক বুঝিয়ে দেয়া এয়ারলাইনের দায়িত্ব। এটা বিশ্বের যে এয়ারলাইনই হোক না কেনো। যে দেশে হোক, যে বিমানবন্দর হোক।

এখন লাগেজে বেল্টে গিয়ে যদি দেখেন আপনার লাগেজ ক্ষতিগ্রস্থ হয়েছে তাহলে কী করবেন ?

একদম সোজা সাপ্টা উত্তর, আপনার লাগেজ ক্ষতিগ্রস্থ হবার দায় এয়ারলাইন্সের। আর এজন্য তারা ক্ষতিপূরণ দিবে।

ক্ষতিপূরণ পেতে হলে, আপনাকে বিমানবন্দরে থাকা অবস্থায় ঠিকঠাক মতো লাগেজ চেক করে নিতে হবে। লাগেজ ক্ষতিগ্রস্থ হলে বিমানবন্দরে অবস্থান করেই ক্ষতিপূরণ পেতে অভিযোগ জানাতে হবে।

সাধারণত সারা বিশ্বে সকল বিমানবন্দরে লস্ট অ্যান্ড ফাউন্ড আছে। সেখানে গিয়ে ক্ষতিপূরণ দাবি করতে হয়। মুখে মুখে অভিযোগ দিয়ে আসলে আপনি ক্ষতিপূরণ পাবেন না। বাড়িতে গিয়ে তারপর ক্ষতিপূরণ দাবি করলেও ক্ষতিপূরণ পাবেন না।

ক্ষতিপূরণ পেতে হলে বিমানবন্দরে অবস্থান করে নির্ধারিত ফরম/পদ্ধতিতে অভিযোগ জানাতে হবে। অর্থাৎ অভিযোগ জানানোর পর, এয়ারলাইনের কাছ থেকে ডকুমেন্টস বুঝে নিবেন।

বিশ্বের যে বিমানবন্দরেই হোক না কেন, আপনি এয়ারলাইনের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করবেন।

** জরুরি বিজ্ঞপ্তি *** উমরা ভিসা যদি SEND TO EMBASSY হলে পাসপোর্টের মুল কপি সৌদি এম্বাসিতে জমা দিতে হবে।**যারা গ্রুপ নিত...
29/10/2024

** জরুরি বিজ্ঞপ্তি **

* উমরা ভিসা যদি SEND TO EMBASSY হলে পাসপোর্টের মুল কপি সৌদি এম্বাসিতে জমা দিতে হবে।*

*যারা গ্রুপ নিতে চাচ্ছেন, আপনাদেরকে ফ্লাইটের ৫দিন পূর্বে ভিসা করার অনুরোধ করা হলো।

*ঝামেলা এড়াতে ফ্লাইটের পূর্বে যথা সম্ভব সময় নিয়ে ভিসা করার অনুরোধ করা হলো।

যত দিন যাচ্ছে ট্রাভেল করার জন্য আমাদের আর কোন দেশ ভিসা দিবে কিনা সন্দেহ🇧🇩বাংলাদেশের পাসপোর্ট হোল্ডারদের জন্য এখন সব থেকে...
22/10/2024

যত দিন যাচ্ছে ট্রাভেল করার জন্য আমাদের আর কোন দেশ ভিসা দিবে কিনা সন্দেহ

🇧🇩বাংলাদেশের পাসপোর্ট হোল্ডারদের জন্য এখন সব থেকে সহজ ভিসা কোনটা! আসলে কোন ভিসাই সহজ না।
১: ইন্ডিয়া যাবেন। ৬ মাসের ভিসা পেতে জীবন ক্ষয় হবে, পেলেও আপনার সময় লাগবে ৪ মাস। বর্তমানে তো টোটালি বন্ধ আছে টুরিস্ট ভিসা।অন্যান্য ভিসা পেতেও অনেক হ্যাসেল পোহাতে হচ্ছে।

২: মিডলইস্টের সব দেশের টুরিস্ট ভিসা বন্ধ। মানে আপনি টুরিস্ট ভিসা নিয়া সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান, জর্ডান যেতে পারবেন না।

৩: আগে আমিরাতের রেসিডেন্সি কার্ড হোল্ডারা কিছু দেশের অন এরাইভাল ভিসা পেত যেমন কিরগিস্থান, জর্জিয়া, আজারবাইজান সহ আরো কিছু দেশ। কিন্তু বাংলাদেশের পাসপোর্ট নিয়ে গেলে ঢুকতে দিচ্ছে না।

৪: ২০২৩ সালে সেন্ট্রাল এশিয়ার কিছু দেশ আমাদের স্বাগতম জানায়। কিন্তু আমরা এমনভাবে আমন্ত্রন গ্রহন করে তাতে ছেড়ে দে মা কেদে বাচি অবস্থা এইসব দেশের। ফলাফল কাজাখস্তান, কিরগিস্থান ভিসা অফ। বাকি আছে উজবেকিস্তান। এর ই ভিসা পোর্টাল আজকে ৬ দিন যাবত ডাউন। কোন খারাপ খবর আসতে যাচ্ছে।

৫: ২০২৩ এর সালে ভিসার গনজোয়ার বসানো কানাডা ভালভাবেই দরজা বন্ধ করেছে। ভিসা পাওয়ার মত ফাইল ও রিফিউস। ক্যান + এর আন্ডারে যাদের ৭ দিনে ভিসা হইত তাদেরকেও রিফিউস করে দিচ্ছে।
৬: ইউরোপের দেশ গুলা যাছাই বাছাই করে ১৫% ভিসা দেয়। এর মধ্য ৫% আর ব্যাক করে না।

৭ মালয়েশিয়া, কম্বোডিয়া, লাউস, ইন্দোনেশিয়া তে এখন ভিসা হয়। কিন্তু বাংলাদেশের ৮০% মানুষকে আলাদাভাবে ভিতরের কাউন্টারে নিয়া যায় অথবা আলাদাভাবে ইমিগ্রেশন করে।
৮: নেপাল গিয়েও কিছু মানুষ আকাম করে। ওই দেশের পাসপোর্ট বানাইয়া নাকি ইউরোপে আবেদন করে! ( আমি ১০০% সিউর না)
৯: অস্ট্রেলিয়ায় চলছে গন রিজেকশন। ৯৫% এপ্লিকেশন কমন রিজনে রিফিউস করতেছে।

১০: ইউকে ভিসা পাবার জন্য যে রকম ব্যাংক স্টেটমেন্ট দরকার আমাদের দেশের ৯০% মানুষ তেমনভাবে করতে পারে না।
১১: সার্বিয়া, বসনিয়ার জংগলে, জাতিসংঘের ক্যাম্পে হাজার হাজার বাংলাদেশি বছরের পর বছর আটকা পরে আছে।
১২: পানামার জংগলে অনেক ব্যাংগালির লাশ পচে মাটির সাথে মিশে গেছে।

১৩: ব্রাজিল, আর্জেন্টিনায় ও মেক্সিকোতে দেখবেন অনেক ব্যাংগালি বসবাস করে কিন্তু তাদের মধ্য ৯৯% আমেরিকা যাবার ধান্দায় আটকা পরা বাংলাদেশি।
১৪: লিবিয়া থেকে ইতালির কথা আমরা সবাই জানি। এইটা না বললাম।

১৫:বাংগালিদের জন্য সব খোলা আছে আফ্রিকার ভিসা। কিন্তু আমার মনে হয় অইখানে গিয়েও আমরা কিছু না কিছু অকাজ করবই। যেমন মরক্কোর সাথে স্পেনের বর্ডার আছে।এইটা বাংগালিরা জানলেই দেখবেন সবাই মরক্কো লাভার হয়ে যাব আমরা।

আমাদের দেশে অনেকেই মোজাম্বিক নামক দেশের নাম জানে না। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে আফ্রিকার এই দেশের প্রায় ৩০,০০০ বাংলাদেশি আছে।

সর্বশেষে একটা সুখের খবর শুনাই, যেই শ্রীলংকাকে বাংগালীরা দেউলিয়া হয়ে গেছে বলে উপহাস করতো, সেই শ্রীলংকাও বাংলাদেশীদের জন্যে অনএরাইভাল ভিসা বন্ধ করে দিয়েছে।
(Collected)

নতুন যারা সার্বিয়া যাবেন,আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ আপনারা ১ টা বছর সার্বিয়াতে অবস্থা করেন। কারন একটা কোম্পানিতে ১০০-...
21/10/2024

নতুন যারা সার্বিয়া যাবেন,
আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ আপনারা ১ টা বছর সার্বিয়াতে অবস্থা করেন।
কারন একটা কোম্পানিতে ১০০-২০০ জন লোক নিবে, দেখা যায় প্রথম ১৫ জনকে ফ্লাইট দেওয়া পরে বাকি ৮৫ জনের পারমিট বাতিল করে দেয়। এই জন্য হাজারো মানুষের স্বপ্ন নিমিষেই শেষ হয়ে যায়, সেজন্য এজেন্সির বদনাম হয়। কিন্তু আপনারা যাহারা পূর্বে গিয়েছেন তাহারা যদি ১টা বছর অপেক্ষা করেন, তাহলে অপেক্ষারত হাজার হাজার বাংদেশী ভাইদের স্বপ্ন পূরণ হবে। অনথ্যায় ইউরোপ যাওয়ার এই রাস্তায়টিও বন্ধ হয়ে যাবে। এতে করে আমাদের দেশের বদনাম হবে। তাই সবার কাছ অনুরোধ আপনারা সবার দিকে তাকিয়ে কোম্পানি থেকে ১ বছর পূর্বে কেউ অন্য কোন দেশে গমন করবেন না।

আসসালামু আলাইকুম,আমাদের মাধ্যমে আপনি পাচ্ছেন অতি সহজসাধ্য এবং সহজলভ্য কিছু সার্ভিস সমূহ : ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল এ...
02/05/2023

আসসালামু আলাইকুম,
আমাদের মাধ্যমে আপনি পাচ্ছেন অতি সহজসাধ্য এবং সহজলভ্য কিছু সার্ভিস সমূহ :
ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল এয়ার টিকিট ইস্যু এবং রিইস্যু
ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল হোটেল বুকিং ও ট্যুর প্যাকেজ
ওমরা ভিসা এবং ওমরা ট্যুর প্যাকেজ
বিভিন্ন দেশের টুরিস্ট ভিসা প্রসেসিং
দুবাই স্পেশাল ভিসা প্রসেসিং ও ট্যুর প্যাকেজ
বিভিন্ন দেশের গ্রুপ টিকিট
ইন্সুরেন্স, মুকিম, ইমুশরীফ

এছাড়াও ট্রাভেল সংক্রান্ত যেকোনো সেবা পেতে যোগাযোগ করুন আমাদের সাথে
Urgent Contact:👇
🏠: ALPHA TOURS & TRAVELS
🪀: 01316-361198

02/04/2023

!!VERY!!VERY!!LOWEST !!FARE!!
================
RUH=SV=10*11*12---22
RUH=SV=24*25*26--30
RUH=QR=20*23
RUH=GF=16*17*18
================
DMM=OV=7*10*11---20
===================
JED=OV=10*12*13--16
JED=OV=20-----25
JED=GF=14
JED=SV=15*16*19
JED=SV=27*28*29*30
==================
MCT=OV=7*11*12*13---20
SLL=OV=12*19
================
DOH=OV=13*15*16*18
=================
AHB=FZ=12
TUU=FZ=12
================
CTC: 01316-361198

সবচেয়ে সূলভ মূল্যে সকল দেশের বিমানের টিকেট পাবেন Alpha Tours & Travels এ। বিস্তারিত জানতে কল করুন: 01316-361198
02/03/2023

সবচেয়ে সূলভ মূল্যে সকল দেশের বিমানের টিকেট পাবেন Alpha Tours & Travels এ।
বিস্তারিত জানতে কল করুন: 01316-361198

01/03/2023
01/03/2023

Welcome to Alpha Tours and Travels, We are your one-stop solution for air ticketing, visa processing, and Hajj and Umrah services. Our experienced team is committed to providing you with the best travel experiences and hassle-free services. . Let us help you plan your next adventure!

01/03/2023

জরুরী ভিত্তিতে ক্রোশিয়ার জন্য কিছু ফাইল নেওয়া হচ্ছে।

23/01/2023

আলহামদুলিল্লাহ্

23/01/2023

Address

68/1, Paltan Chaina Tower, Level#12, Suit W#-13/5
Dhaka
1000

Telephone

+8801316361198

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alpha Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alpha Tours & Travels:

Share

Category