Ovizatry Tours, Dhaka

 #কক্সবাজার ভ্রমণকারিদের জন্য সতর্কবার্তাঃ-একটু মনযোগ দিয়ে পড়লে সব সময় কাজে লাগবে,বর্তমানে শীতের সিজনে কক্সবাজান সমুদ্র ...
02/12/2024

#কক্সবাজার ভ্রমণকারিদের জন্য সতর্কবার্তাঃ-

একটু মনযোগ দিয়ে পড়লে সব সময় কাজে লাগবে,

বর্তমানে শীতের সিজনে কক্সবাজান সমুদ্র সৈকত ভ্রমনের উপযোগী সময় তাই কক্সবাজার যাওয়ার আগে আপনার যে সকল বিষয় গুলো মাথায় রাখতে হবে.........নিন্মরূপ !

১. #বাস বা ট্রেন থেকে নামার পর নিজেদের ইচ্ছামত অটোতে উঠবেন, অবশ্যই গন্তব্যস্থল উল্লেখ করে ভাড়া ঠিক করে উঠবেন। অটো ওয়ালাদের কথামতো অটো নিলে ওরা আপনাকে উনাদের নির্ধারিত হোটেলে নিয়ে যাবে।

২. #সম্ভব হলে আগেই হোটেল বুকিং দিয়ে যাবেন। তবে বুকিং দেবার আগে ভাড়া ঠিক করে নেবেন। যারা কক্সবাজার এসে হোটেল ঠিক করতে চান তারা অবশ্যই অটো চালকের কথায় কোন হোটেলে যাবেন না। নিজেরা যাচাই করে, রুম দেখে ভাড়া ঠিক করে হোটেলে উঠবেন।

৩. #হোটেলে উঠার সময় অবশ্যই এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড সাথে আনবেন এবং হোটেলে কপি জমা দেবেন।

৪. #বিচে নামার সময় মূল্যবান জিনিসপত্র হোটেলে রেখে আসাই উত্তম।

৫. #বিচে বসে কোন ম্যাসেজ বয় কে দিয়ে ম্যাসেজ করাবেন না, ম্যাসেজ বয় দেখলে কিটকটের দায়িত্বে থাকা কর্মিকে সরিয়ে দিতে বলবেন অথবা ট্যুরিস্ট পুলিশকে জানাবেন। ( ম্যাসেজের আড়ালে তারা আপনার মোবাইল, মানিব্যাগ নিয়ে যেতে পারে), ট্যুরিস্ট পুলিশ ম্যাসেজ বয়দের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।

৬. #কোন ভিক্ষুক, তৃতীয় লিঙ্গের মানুষ বিরক্ত করলে ট্যুরিস্ট পুলিশকে অবহিত করুন।

৭. #বিচ থেকে ভ্রাম্যমাণ হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে। শীঘ্রই ভ্রাম্যমাণ হকার মুক্ত করা হবে। আপনারা ভ্রাম্যমাণ হকার থেকে কেনাকাটা থেকে বিরত থাকুন।

৮. #ফটোগ্রাফার থেকে ছবি তোলার ক্ষেত্রে আগে থেকেই দরদাম ঠিক করে নিতে হবে। সম্ভব হলে তার লাইসেন্স আছে কিনা সেটা যাচাই করে নিবেন এবং মোবাইল নাম্বার ও ফটোগ্রাফারের ছবি তুলে রাখবেন।

৯. #বিচবাইক, ওয়াটার বাইকে চড়ার ক্ষেত্রে তাদের রেইট নির্ধারণ করে দেয়া আছে, যাচাই করে, দাম ঠিক করে উঠবেন।

১০. #পানিতে নামার ক্ষেত্রে যেখানে লাইফ গার্ড রয়েছে তার আশেপাশে নামার চেষ্টা করবেন।

১১. #কোন ধরনের হয়রানি হবার সম্ভাবনা হলে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নিবেন।

১২. #হোটেলে খাবার গ্রহণের ক্ষেত্রে মূল্য তালিকা দেখে নিবেন।

১৩. #স্ট্রিট ফুড খাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হচ্ছে।

১৪. #কক্সবাজার বীচ এলাকা ও এর আশপাশ নিরাপদ। তবে সন্ধ্যার পর ঝাউবন ও অন্ধকারাচ্ছন্ন এলাকায় না যাওয়ায় উত্তম।

১৫. #জোয়ার-ভাটার সময় দেখে নিন। ভাটার সময় পানিতে নামবেন না। লাল পতাকা দেখলে বীচে গোসল পরিহার করুন।

১৬. #যে কোন আইনী সহায়তা ও হয়রানি প্রতিরোধে যোগাযোগ করুন ডিউটি অফিসার ০১৩২০১৫৯০৮৭, এএসপি ০১৩২০১৫৯২০৯ ।

13/12/2023

India visa

👉মেঘালয় নিয়ে ধারণামেঘালয় ইংরেজী (Meghalaya) উত্তর-পূর্ব ভারতের একটি রাজ্য। এই রাজ্যের উত্তর ও পূর্ব দিকে অসম (আসাম) রাজ্...
05/10/2023

👉মেঘালয় নিয়ে ধারণা

মেঘালয় ইংরেজী (Meghalaya) উত্তর-পূর্ব ভারতের একটি রাজ্য। এই রাজ্যের উত্তর ও পূর্ব দিকে অসম (আসাম) রাজ্য এবং দক্ষিণ ও পশ্চিম দিকে বাংলাদেশ অবস্থিত। মেঘালয়ের রাজধানী শিলং।

মেঘালয় হচ্ছে মেঘেদের বাড়ি। কবিদের অনুপ্রেরনার ও চিত্রকরদের ক্যানভাস। বেড়ানোর জন্য অত্যন্ত আকর্ষণীয় জায়গা। ২১ জানুয়ারী ১৯৭২ সালে রাজ্য হিসাবে ঘোষনা হয়। মেঘালয় ছবির মত সুন্দর একটি রাজ্য, কালচার ও ঐতিহ্যে সমৃদ্ধ মেঘের সমাবেশ। জীবনের কিছু রঙ্গিন মুহুত্ব কাটানোর জন্য উপযুক্ত জায়গা। মেঘালয় সেভেন সিস্টার খ্যাত উত্তর পূর্ব অঞ্চলে অন্যতম একটি সুন্দর রাজ্য। মেঘালয় পাঁচটি প্রশাসনিক জেলায় ভাগ হয়েছে- জয়িন্তা পাহাড়, পূর্ব এবং পশ্চিম গারো পাহাড়, পূর্ব এবং পশ্চিম খাসি পাহাড়। শিলং ও চেরাপুঞ্জির প্রধান বৈশিষ্ট্য হল এখানে প্রচুর বৃষ্টি হয়। আর একারণেই বর্ষার সিজনই উপযুক্ত সময় মেঘালয়ে বেড়াতে যাওয়ার। তাই মে থেকে অক্টোবরই ভাল সময়।

👉 কীভাবে যাবেনঃ
ঢাকা থেকে সিলেট বাসে বা ট্রেনে, সেখান থেকে বাসে কিংবা সিএনজি স্কুটারে তামাবিল। ভারতের পাহাড়গুলোর ঠিক পাদদেশে বাংলাদেশের এই প্রান্তে সমতলভূমিতে ইমিগ্রেশন-কাস্টম অফিস।
ভাড়া করা ট্যাক্সিই শিলং ও চেরাপুঞ্জিতে বেড়ানোর সবচেয়ে ভালো বাহন। বলে রাখি, শিলং বা চেরাপুঞ্জিতে থাকা, খাওয়া এবং গাড়িতে ঘুরে বেড়ানোর খরচটা পশ্চিমবঙ্গের চেয়ে কিছুটা বেশি। তামাবিল সীমান্তে ট্রাভেল ট্যাক্স দেওয়ার মতো ব্যাংক নেই, এ জন্য বেশ খানিকটা দূরে যেতে হতে পারে। তাই ঢাকা থেকেই ট্রাভেল ট্যাক্স পরিশোধ করে যাওয়া ভালো।

👉 কোথায় কোথায় যাবেনঃ

ডাউকিঃ উমগট রিভার, ক্রাংসুরি ঝর্ণা, উমগট রিভার, সোনেংপেডেং ভিলেজ, নোহওয়েট লিভিং রুট ব্রিজ, বোরহিল ঝর্ণা, উমক্রেম ঝর্ণা।

চেরাপুঞ্জিঃ ডাবল ডেকার রুট ব্রিজ, মৌসিমাই কেভ, সেভেন সিস্টার্স ঝর্ণা, ইকো পার্ক, নুকায়কালী ফলস, আরওয়া কেভ, মাসাওয়া ফলস।

শিলং শহরঃ শিলং পিক, লেডি হায়াদ্রি পার্ক,ডন বস্কো মিউজিয়াম,উমিয়াম লেক,ক্যাথিড্রাল চার্চ, গলফ কোর্স, ওয়ার্ডস লেক।

👉 কোথায় থাকবেনঃ
সোনেংপেডেং এ হোটেল/কটেজ এর সংখ্যা কম। তাই একটু আগে গিয়ে নিজেরা হোটেল/কটেজ ঠিক করে নিন। (ভারা ১০০০-১৫০০) রুপি, চেরাপুঞ্জিতে চারজনের রুম ২০০০ রুপি।
শিলং এ তিনজনের রুম ২৫০০ রুপি ।

👉 যাতায়াত খরচঃ
ডাউকি থেকে চেরাপুঞ্জি (২৫০০-২৮০০) রুপি আনুমানিক। চেরাপুঞ্জি থেকে শিলং (২৫০০-৩০০০) রুপি শিলং-ডাউকি (৩০০০-৪৫০০) রুপি।

 শতভাগ ভিসার সম্ভাবনা। Contact: 5 yearsQualification : SSC PassJapanese Language : Min 176 hours Processing time: 5 Mont...
22/06/2022



শতভাগ ভিসার সম্ভাবনা।


Contact: 5 years
Qualification : SSC Pass
Japanese Language : Min 176 hours
Processing time: 5 Months


Life time Visa
Qualification: BA/MA/Others Engineer
Japanese Language : N5
Processing time: 6/7 Months


Life time visa
Qualification : CSE graduation
Japanese Language : N5

জাপানিজ ভাষা শিখার জন্য যোগাযোগ করুন।

For Details please contact:
Ovizatry, 152/2/M, Panthapath Mor, Dhaka
Phone : 01711186869, 01777199078, 01777193703, 01703495831

https://youtu.be/iEo-Kk-qZYo

Pls subscribe our YouTube channel...

For more information contact with usOur location: Ovizatry, 152/2/M, Panthapath more, Dhaka-1205Mobile -- 01777193703, 01711186869 WhatsApp, 01703495233, ,...

    Call For More Information : 01711186869,01733425147   Address : 152/2/M(3rd Floor), Panthapath More, Dhaka
22/05/2022





Call For More Information : 01711186869,01733425147

Address : 152/2/M(3rd Floor), Panthapath More, Dhaka

    Call For More Information : 01711186869,01733425147   Address : 152/2/M, 3rd Floor, Panthapath, Dhaka
22/05/2022





Call For More Information : 01711186869,01733425147

Address : 152/2/M, 3rd Floor, Panthapath, Dhaka

19/05/2022



19/05/2022



18/05/2022




ইন্দোনেশীয়ার বালি এবং ভিয়েতনাম টুরিস্টদের জন্য ওপেন হয়ে গেলো সাথে ডাবল ডোজ ভ্যাকসিন সারটিফিকেট।With E-Visa
16/05/2022

ইন্দোনেশীয়ার বালি এবং ভিয়েতনাম টুরিস্টদের জন্য ওপেন হয়ে গেলো সাথে ডাবল ডোজ ভ্যাকসিন সারটিফিকেট।
With E-Visa

পরিবার,বন্ধু-বান্ধব নিয়ে ঘুরে আসুন; দেশের বাইরে থেকে। আপনাদের ভ্রমণের সব রকমের সহযোগিতার জন্য আমরা আছি।  #থাইল্যান্ড  #ম...
12/05/2022

পরিবার,বন্ধু-বান্ধব নিয়ে ঘুরে আসুন; দেশের বাইরে থেকে। আপনাদের ভ্রমণের সব রকমের সহযোগিতার জন্য আমরা আছি। #থাইল্যান্ড #মালয়েশিয়া #সিঙ্গাপুর #মিশর #ফিলিপাইন #নেপাল #ভারত ঘুরে আসুন আমাদের সাথে।

Address

152/2/M Panthopath More
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Ovizatry Tours, Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ovizatry Tours, Dhaka:

Videos

Share

Category