Visa Link

Visa Link Welcome to VISA LINK, your one-stop solution for seamless visa processing and air ticketing services.
(2)

Recruitment consultation/skilled migration and student visa provider to United States of America, United Kingdom, Canada, Germany, Denmark, Finland, Latvia, Romania and other countries around the world. Above 7 years experience in the field of migration consulting
Equipped with an active office in America and Bangladesh
Overall solicitor support for PR

🇧🇩🇧🇩🇧🇩Visa Link Update: Compliant and Proud!🇧🇩🇧🇩🇧🇩Dear valued community,We are thrilled to share some exciting news with...
20/07/2023

🇧🇩🇧🇩🇧🇩Visa Link Update: Compliant and Proud!🇧🇩🇧🇩🇧🇩

Dear valued community,

We are thrilled to share some exciting news with you all!
Visa Link has successfully renewed its Business License, meticulously adhering to the guidelines set forth by the Bangladesh Government. Visa Link As a responsible and law-abiding organization, we take immense pride in respecting and following these rules.

At Visa Link, our commitment to compliance is unwavering, and this renewal is a testament to our dedication to upholding the highest standards in our operations. We firmly believe that operating within the legal framework not only demonstrates our integrity but also ensures the trust and confidence of our cherished clients and partners.

Our team has worked diligently to ensure that all aspects of our business align with the government regulations. We recognize the significance of compliance, not just as a legal requirement but as a vital element in fostering a fair and transparent business environment.

We pledge to continue providing you with unparalleled services, backed by the values of transparency, accountability, and compliance. Rest assured, your satisfaction and security remain at the heart of everything we do.

Thank you for being an integral part of our journey. We look forward to reaching new heights together as we grow and evolve.

With gratitude,
MOHAMMAD FARIDUL ISLAM
Founder, Visa Link

🇹🇷🇹🇷আমাদের আরও একটি সফলতা আলহামদুলিল্লাহ!🇹🇷🇹🇷ক্লাইন্টের সন্তুষ্টিই আমাদের প্রকৃত সফলতা।🇹🇷🇹🇷ডকুমেন্টস : 🇹🇷 Valid Passport...
13/07/2023

🇹🇷🇹🇷আমাদের আরও একটি সফলতা আলহামদুলিল্লাহ!
🇹🇷🇹🇷ক্লাইন্টের সন্তুষ্টিই আমাদের প্রকৃত সফলতা।

🇹🇷🇹🇷ডকুমেন্টস :
🇹🇷 Valid Passport.
🇹🇷 NID Photocopy with notary public.
🇹🇷 ট্রাভেল ইন্স্যুরেন্স।
(এটা ভিসা সেন্টারেই করাতে হবে। ফি কেমন হবে তা নির্ভর করে কতোদিনের ভিসা চান আপনি।)
🇹🇷 ট্যাক্স সার্টিফিকেট ।
(যদিও এটা Electronic তবুও এটা নোটারী পাবলিক করে দিবেন।)
🇹🇷 ছবি (২*২) ম্যাট পেপারে ৩ কপি।
🇹🇷 ট্রাভেল আইটিনারি এবং হোটেল বুকিং।
🇹🇷 টিকেট বুকিং।
🇹🇷 ট্যাক্স রিটার্ন (পুরোটা নোটারী করে দিবেন।)
🇹🇷 NOC from your company
🇹🇷 Employment ID Card Copy
🇹🇷 ব্যাংক স্টেটমেন্ট।
( যত দেখাতে পারেন, তবে ৭/৮ লাখের কম দেখাবেন না।)
🇹🇷 ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট।
🇹🇷 স্যালারী সার্টিফিকেট।
🇹🇷 ফরোয়ার্ডিং লেটার।
🇹🇷 ম্যারিজ সার্টিফিকেট (বিবাহিত হলে)।

❌❌❌বিঃ দ্রঃ আমরা কোন ভিসা সেল করিনা, নির্ভূল ও দক্ষতার সহীত ভিসা প্রসেসিং এর কাজ করি।❌❌❌
ভিসা লিংক
🔑 অফিসের ঠিকানা: ৩/এ পশ্চিম ধোলাইরপাড়, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি লাইসেন্স নং-০০১৪১৮১
যে কোন প্রয়োজনে গ্রাহকসেবা পেতে ফোন করুনঃ
☎️ +880 1321 74 6060
#তুর্কি

ভাই, গরুটা কত নিলো?— ৮০ হাজার।জিতসেন, ভাই। অনেক কমেই পাইসেন।গরুর ক্রেতা খুশি হয়ে গেলেন। চোখে মুখে ফুটে উঠলো একটি জয়ী জয়ী...
27/06/2023

ভাই, গরুটা কত নিলো?
— ৮০ হাজার।
জিতসেন, ভাই। অনেক কমেই পাইসেন।
গরুর ক্রেতা খুশি হয়ে গেলেন। চোখে মুখে ফুটে উঠলো একটি জয়ী জয়ী ভাব।

ভাই, কত?
— ১ লাখ ২০ হাজার।
নাহ! বেশি নিছে। কমপক্ষে বিশ হাজার টাকা ঠকছেন। ক্রেতার মুখটা চুপসে গেল। চোখে মুখে হতাশা।
সকালে যে নিয়াত বা ইচ্ছা নিয়ে এই দুই ক্রেতা বের হয়েছিলেন, আশেপাশের মানুষের কথায় তা মুহূর্তে পাল্টে গেল। তাদের কাছে জয়-পরাজয় নির্ধারন হচ্ছে এখন মুল্যের ভিত্তিতে।
কুরবানি তো আল্লাহর জন্য। টাকা কম হোক, বেশি হোক; ইখলাসটাই এখানে আসল। কী উদ্দেশ্যে আপনার কুরবানি? কার জন্য এই কুরবানি? এটার ভিত্তিতেই নির্ধারণ হবে আপনার জয় পরাজয়। যদি সেই উদ্দেশ্য ঠিক না থাকে; কম দামে কিনে, জিতে আসলেও হারতে পারেন। আবার বেশি দামে কিনে, ঠকে আসলেও জয়ী হতে পারেন।

ঐ সকল (কুরবানির) পশুর রক্ত-গোস্ত আল্লাহর কাছে কিছুই পৌঁছে না। বরং তোমাদের পক্ষ থেকে তোমাদের তাকওয়াই তাঁর কাছে পৌঁছে। [সূরা আল-হাজ্জ্ব : ৩৭]

16/06/2023

Alhamdulillah Success again…🇪🇺 🇪🇺 🇪🇺

আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লা ইউরোপ, আমেরিকা,কানাডা, ইংল্যান্ড, অষ্ট্রেলিয়া ভিসা প্রসেসিংয়ে আমরাই সেরা।

🎉 ✌️ অভিজ্ঞতাই আমাদের সফলতার চাবিকাঠি✌️
আমার প্রতিটি ক্লাইন্টের ফাইল দেখে আমরা রিসার্চ করি এবং ভিসা হওয়ার সম্ভাবনা যাচাই করে তবেই ফাইল রিসিভ করি 🤝
অন্যথায় তাকে ভালো পরামর্শ দেই, এটাই আমাদের ভিসার সফলতার মূল মন্ত্র।

🇺🇸 🇨🇦 🇬🇧 🇦🇺🇪🇺🇫🇷🇩🇪🇮🇹🇪🇸🇸🇪🇨🇭 ✈️✈️✈️✈️✅✅✅✅✅✈️✈️✈️✈️

সেনজেন ভিসা করতে হলে আপনাকে মিনিমাম 4-5 টি দেশ ভ্রমন থাকতে হবে, এবং আপনার প্রোফাইল ভালো হতে হবে।
---------------------------

প্রয়োজনীয় কাগজপত্র:

মৌলিক নথি:-
১. পুরানো পাসপোর্ট সহ ছয় (০৬) মাস মেয়াদী পাসপোর্ট।
২. রঙিন ছবি ২ কপি। ছবির আকার: সাদা ব্যাকগ্রাউন্ডে ৩৫x৪৫
৩. গত ছয় (০৬) মাসের ব্যক্তিগত ব্যাংক সলভেন্সি ব্যাংক স্টেটমেন্ট।
৪. আবেদনকারীর NID কপি।
৫. বিয়ের সার্টিফিকেট ও নিকাহ নামা।
৬. ব্যাংক থেকে সার্টিফিকেট সহ ফিক্সড ডিপোজিট কপি।
৭. সম্পদ মূল্যায়ন (ফ্ল্যাট নথি, বাড়ির নথি, দোকানের নথি, ফিক্সড ডিপোজিট, জমির দলিল, গাড়ির নথি, সঞ্চয়পত্র এবং অন্যান্য আর্থিক নথি)।
৮. আয়কর প্রশংসাপত্র (গত 1 বছর)
৯. টিআইএন সার্টিফিকেট।
১০. 6 মাসের স্টেটমেন্ট সহ ক্রেডিট কার্ডের কপি (যদি থাকে)
১১. ডাক্তারের জন্য BMDC সার্টিফিকেট।
১২. অ্যাডভোকেটের জন্য বার কাউন্সিলের প্রশংসাপত্র

ব্যবসায়িক ব্যক্তির জন্য:-
১. গত ছয় মাসের কোম্পানির ব্যাংক সলভেন্সি ব্যাংক স্টেটমেন্ট
২. নবায়ন ট্রেড লাইসেন্স।
৩. লিমিটেড কোম্পানির জন্য স্মারকলিপি।
৪. ভিজিটিং কার্ড।

চাকুরীজীবীর জন্য:-
১. NOC / ফরোয়ার্ডিং লেটার। (ভৌত ঠিকানা এবং টেলিফোন নম্বর সহ) ছুটির তারিখ/সময়কাল এবং কোম্পানিতে আবেদনকারীর কাজ/পেশা উল্লেখ করে।
২. অফিস আইডি কার্ডের কপি।
৩. ভিজিটিং কার্ড।
৪. বেতন সার্টিফিকেট।
৫. গত ছয় মাসের বেতন স্লিপ বা বেতন অ্যাকাউন্টের বিবরণী।
———————————-
❌❌❌বিঃ দ্রঃ আমরা কোন ভিসা সেল করিনা, নির্ভূল ও দক্ষতার সহীত ভিসা প্রসেসিং এর কাজ করি।❌❌❌

বিস্তারিত জানতে সরাসরি ভিজিট করুন আমাদের অফিসে।
================= =================

🏠🏠🏠 অফিসের ঠিকানা:
৩/এ পশ্চিম ধোলাইরপাড়, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি লাইসেন্স নং-০০১৪১৮১
☎ +880 1321 74 6060

#ইউরোপ #ভিসা #আমেরিকা #কানাডা

Welcome to VISA LINK, your one-stop solution for seamless visa processing and air ticketing services.

02/06/2023

তুরস্ক ভ্রমনের রোমাঞ্চকর ও উত্তেজনাকর অংশ হলো কাপাডোকিয়ার "Hot air Balloon ride. " কাপাডোকিয়া তুরস্কের মাঝামাঝি আনাতোলিয়া অঞ্চলের মধ্য ভাগে অবস্থিত। কাপাডোকিয়া অর্থ সুন্দর ঘোড়ার দেশ, লক্ষ লক্ষ বছর আগে এখানে সাগর ছিলো ; তিনটি বৃহৎ আগ্নেয়গিরির ভয়ঙ্কর অগ্নুৎপাতের ফলে উদগীরিত লাভা এই সাগরের নীচে জমা হয় এবং কালক্রমে সাগর শুকিয়ে জেগে ওঠে লাভা সৃষ্ট পাহাড়ি ভূমি। এই লাভা সৃষ্ট পাহাড়গুলির অপেক্ষাকৃত কোমল অংশ কালের প্রবাহে ক্ষয়প্রাপ্ত হয়ে সৃষ্টি করেছে নানা আকার, আকৃতির ছোট বড় পাহাড় বেষ্টিত অপরূপ সৌন্দর্য মণ্ডিত উপত্যকা ( valley)। বড় বড় পাহাড় গুলোয় প্রাকৃতিক ভাবে সৃষ্ট গুহায় প্রথমে আদিবাসীরা বাস করতো, পরবর্তীতে রোমান সৈন্যদের আক্রমণ থেকে বাঁচতে এই গুহায় লুকিয়ে আত্মরক্ষা করতো খৃষ্টান ধর্মালম্বী মানুষ ও খৃষ্টান যাজকগন। বর্তমানে এই পাহাড়ী গুহা গুলোরই সংস্কার ও কিছু সংযোজন করে তৈরি হয়েছে অসংখ্য বিলাসবহুল আবাসিক হোটেল (Cave Hotel)
রাস্তার ধারে, দেয়ালের পাশে অসংখ্য ফলের গাছ যেমন আপেল, নাসপাতি, খোবানি, আখরোট, সাদা মাল বেরী, আঙ্গুর, আনার, অলিভ, চেরী ইত্যাদি।

🇹🇷🇹🇷ডকুমেন্টস :
🇹🇷 Valid Passport.
🇹🇷 NID Photocopy with notary public.
🇹🇷 ট্রাভেল ইন্স্যুরেন্স।
(এটা ভিসা সেন্টারেই করাতে হবে, Remed Assistance Ins. co. এর মাধ্যমে। ফি কেমন হবে তা নির্ভর করে কতোদিনের ভিসা চান আপনি।)
🇹🇷 ট্যাক্স সার্টিফিকেট ।
(যদিও এটা Electronic তবুও এটা নোটারী পাবলিক করে দিবেন।)
🇹🇷 ছবি (২*২) ম্যাট পেপারে ৩ কপি।
🇹🇷 ট্রাভেল আইটিনারি এবং হোটেল বুকিং।
🇹🇷 টিকেট বুকিং।
🇹🇷 ট্যাক্স রিটার্ন (পুরোটা নোটারী করে দিবেন।)
🇹🇷 NOC from your company
🇹🇷 Employment ID Card Copy
🇹🇷 ব্যাংক স্টেটমেন্ট।
( যত দেখাতে পারেন, তবে ৭/৮ লাখের কম দেখাবেন না।)
🇹🇷 ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট।
🇹🇷 স্যালারী সার্টিফিকেট।
🇹🇷 ফরোয়ার্ডিং লেটার।
🇹🇷 ম্যারিজ সার্টিফিকেট (বিবাহিত হলে)।

❌❌❌বিঃ দ্রঃ আমরা কোন ভিসা সেল করিনা, নির্ভূল ও দক্ষতার সহীত ভিসা প্রসেসিং এর কাজ করি।❌❌❌

ভিসা লিংক
🔑 অফিসের ঠিকানা: ৩/এ পশ্চিম ধোলাইরপাড়, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি লাইসেন্স নং-০০১৪১৮১
যে কোন প্রয়োজনে গ্রাহকসেবা পেতে ফোন করুনঃ
☎️ +880 1321 74 6060

#তুর্কি

Welcome to VISA LINK, your one-stop solution for seamless visa processing and air ticketing services.

16/05/2023
🇦🇪🇦🇪🇦🇪 শর্ত সাপেক্ষে ভিসার পরে টাকা সুযোগ ।। 🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦 দুবাই ডাইরেক্ট ওয়ার্ক পারমিট ভিসায় কেউ যদি বাংলাদেশ থেকে সরাসরি...
05/05/2023

🇦🇪🇦🇪🇦🇪 শর্ত সাপেক্ষে ভিসার পরে টাকা সুযোগ ।। 🇦🇪🇦🇪🇦🇪

🇦🇪🇦🇪🇦 দুবাই ডাইরেক্ট ওয়ার্ক পারমিট ভিসায় কেউ যদি বাংলাদেশ থেকে সরাসরি এমপ্লয়মেন্ট ভিসায় যেতে চান তাহলে আজই যোগাযোগ করুন।

🇦🇪🇦🇪🇦 মার্কেট ক্লিনার | ক্যাশিয়ার | জেনারেল লেবার

🇦🇪🇦🇪🇦 সম্পুর্ণ টাকা ভিসা হওয়ার পর, ভিসা হাতে পেয়ে টাকা দিবেন,,শর্ত প্রযোজ্য,

ভিসা লিংক
🔑 অফিসের ঠিকানা: ৩/এ পশ্চিম ধোলাইরপাড়, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি লাইসেন্স নং-০০১৪১৮১
যে কোন প্রয়োজনে গ্রাহকসেবা পেতে ফোন করুনঃ
☎️ +880 1321 74 6060
☎️ +971 56 935 8087

#দুবাই

"Another visa success story! 🎉 🇲🇾🇲🇾🇲🇾প্রয়োজনীয় ডকুমেন্টসের তালিকা 🇲🇾🇲🇾🇲🇾🇲🇾 ব্যাংক ষ্টেটম্যান্ট ব্যক্তিগত বিগত ৬ মাসের (জ...
04/05/2023

"Another visa success story! 🎉

🇲🇾🇲🇾🇲🇾প্রয়োজনীয় ডকুমেন্টসের তালিকা 🇲🇾🇲🇾🇲🇾
🇲🇾 ব্যাংক ষ্টেটম্যান্ট ব্যক্তিগত বিগত ৬ মাসের (জনপ্রতি মিনিমাম ৯০,০০০/- ব্যালেন্স ও প্রতি মাসে একাধিক ট্রানজেকশন থাকতে হবে) ও ব্যাংক সলভেন্সী।
🇲🇾 ব্যবসায়ীদের জন্যে ট্রেড লাইসেন্স ইংরেজীতে অনুবাদ সহ নোটারী কপি ও
মেমোরেন্ডাম ও আর্টিকেলস অফ এসোসিয়েশন(লিমিটেড কোম্পানির জন্য )
অথবা পার্টনারশীপ Deed (পার্টনারশীপ কোম্পানির জন্য ) ইংরেজীতে অনুবাদ সহ নোটারী কপি ।
🇲🇾 চাকুরীজীবীদের জন্যে অফিস থেকে NOC লেটার ( নো অবজেকশন সার্টিফিকেট) ও স্যালারি সার্টিফিকেট । NOC লেটারে যিনি ছুটি দিচ্ছেন তার মোবাইল নাম্বার থাকতে হবে।
🇲🇾 কমপক্ষে ৪টি কোম্পানী প্যাড ও ভিজিটিং কার্ড।
🇲🇾 অফিসের আইডি কার্ডের কপি (চাকুরীজীবী দের জন্যে)।
🇲🇾 ২ কপি ছবি ব্যাকগ্রাউন্ড সাদা এবং ম্যাট প্রিন্ট হতে হবে । ৩৫*৫০ সাইজ মিলিমিটার (মালয়েশিয়া)। চশমা পরা ছবি জমা দিলে হবে না।
🇲🇾 পাসপর্টে বৌ অথবা জামাইর নাম না থাকলে , ফ্যামিলি নিয়ে যেতে চাইলে ম্যারিজ সার্টিফিকেট লাগবে।
🇲🇾 বাচ্চা সাথে থাকলে বার্থ সার্টিফিকেট ও স্কুলের আইডি কার্ড ইংরেজীতে অনুবাদ সহ নোটারী কপি ও NOC লেটার ( নো অবজেকশন সার্টিফিকেট) ।NOC লেটারে যিনি ছুটি দিচ্ছেন তার মোবাইল নাম্বার থাকতে হবে।

❌❌❌বিঃ দ্রঃ আমরা কোন ভিসা সেল করিনা, নির্ভূল ও দক্ষতার সহীত ভিসা প্রসেসিং এর কাজ করি।❌❌❌

#মালয়েশিয়া

কঠিন পরিশ্রমের ফল একদিন পাবেই।সৌভাগ্য, আশীর্বাদ হয়ে আসবে এই কঠিন পরিশ্রম।মহান মে দিবসে এই শুভেচ্ছা রইল                  ...
30/04/2023

কঠিন পরিশ্রমের ফল একদিন পাবেই।
সৌভাগ্য, আশীর্বাদ হয়ে আসবে এই কঠিন পরিশ্রম।
মহান মে দিবসে এই শুভেচ্ছা রইল

30/04/2023

বাংলাদেশের সরকার-অনুমোদিত ট্রাভেল এজেন্সি ভিসা লিংক এখন ধোলাইপাড়ে। আমরা সর্বোত্তম মূল্যে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিমান টিকিট সরবরাহ করি। এছাড়াও আমরা আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য এবং আরও অনেক দেশের ট্যুরিস্ট ভিসা প্রসেস করি। যেকোনো ধরনের পরামর্শের জন্য, অনুগ্রহ করে নির্দ্বিধায় আমাদের কল করুন।

ভিসা লিংক
🔑 অফিসের ঠিকানা: ৩/এ পশ্চিম ধোলাইরপাড়, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি লাইসেন্স নং-০০১৪১৮১
যে কোন প্রয়োজনে গ্রাহকসেবা পেতে ফোন করুনঃ
☎️ +8801321746060

Welcome to VISA LINK, your one-stop solution for seamless visa processing and air ticketing services.

এই রাত দোয়া কবুলের রাত, এই রাত ক্ষমার রাত, এই রাত রিজিক বৃদ্ধির রাত, এই রাত হায়াত দীর্ঘায়িত করার রাত, শুধু রাত্রি জেগ...
18/04/2023

এই রাত দোয়া কবুলের রাত, এই রাত ক্ষমার রাত, এই রাত রিজিক বৃদ্ধির রাত, এই রাত হায়াত দীর্ঘায়িত করার রাত, শুধু রাত্রি জেগে মহান রবের কাছে চাইতে হবে।
সবাইকে শবে কদরের শুভেচ্ছা

এই ঈদে বাড়ি যান বিমানে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে এবং নিরাপদে, আর আপনার যেকোন অভ্যন্তরীণ গন্তব্যের বিমানের টিকেট কিনুন ...
05/04/2023

এই ঈদে বাড়ি যান বিমানে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে এবং নিরাপদে, আর আপনার যেকোন অভ্যন্তরীণ গন্তব্যের বিমানের টিকেট কিনুন আকর্ষণীয় মূল্যে শুধুমাত্র ভিসা লিংক থেকে✈️

𝗟𝗢𝗪𝗘𝗦𝗧 𝗙𝗔𝗥𝗘 𝗢𝗡 NOVO/US Bangla/Biman 𝗔𝗜𝗥𝗟𝗜𝗡𝗘𝗦/AirAstra
💺 সিট পর্যাপ্ততার উপর টিকেটের দাম নির্ভরশীল।
💸পেমেন্ট করুন ব্যাংক,ক্যাশ,বিকাশ,রকেট অথবা নগদে।

ভিসা লিংক
🔑 অফিসের ঠিকানা: ৩/এ পশ্চিম ধোলাইরপাড়, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি লাইসেন্স নং-০০১৪১৮১

“স্বাধীনতা” - এই শব্দের সাথে জুড়ে আছে একটি সংগ্রামের ইতিহাস। স্বাধীনতা বোঝায় এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা এবং একটি দূরদর্শী স্...
25/03/2023

“স্বাধীনতা” - এই শব্দের সাথে জুড়ে আছে একটি সংগ্রামের ইতিহাস। স্বাধীনতা বোঝায় এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা এবং একটি দূরদর্শী স্বপ্নকে বাস্তবায়ন করার আপ্রাণ চেষ্টা।
আসুন এই চেষ্টার সাথে আমরাও জুড়ে থাকি।
🇧🇩🇧🇩🇧🇩 মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা! 🇧🇩🇧🇩🇧🇩
#স্বাধীনতা_দিবস #স্বাধীনতা #বাংলাদেশ #২৬মার্চ #স্বাধীনতা #স্বাধীনতা_দিবস #বাংলাদেশ #২৬মার্চ

রমজান মাস - কৃতজ্ঞতা, উদারতা এবং রহমতের মাস।আসুন সবাই মিলে পবিত্র মাহে রমজানের এই মাসকে মহিমান্বিত করে তুলি।            ...
24/03/2023

রমজান মাস - কৃতজ্ঞতা, উদারতা এবং রহমতের মাস।
আসুন সবাই মিলে পবিত্র মাহে রমজানের এই মাসকে মহিমান্বিত করে তুলি।

"Another visa success story! 🎉 Our team at Visa Link is thrilled to have assisted yet another happy client in obtaining ...
17/03/2023

"Another visa success story! 🎉
Our team at Visa Link is thrilled to have assisted yet another happy client in obtaining their Thai visa hassle-free. Congratulations and safe travels to our valued customer!
🛫 "

https://www.youtube.com/watch?v=s9idsPEmsQ8&t=4s
15/03/2023

https://www.youtube.com/watch?v=s9idsPEmsQ8&t=4s

আমাদের ভিডিও গুলো সাধারণত ছোট করে থাকি আপনার সময়ের কথা চিন্তা করে। কারো যদি কিছু জানার থাকে দয়াকরে কমেন্ট বক্সে ....

11/03/2023

⚠️⚠️⚠️Visa Fraudulent. Be careful ⚠️⚠️⚠️

Address

3/A West Dholairpar
Dhaka
1204

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801321746060

Alerts

Be the first to know and let us send you an email when Visa Link posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Visa Link:

Videos

Share

Category