Tawaf Aviation

Tawaf Aviation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tawaf Aviation, Travel Agency, 453 west shewrapara mirpur, Dhaka.

29/03/2025

১. আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন:
“বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি থাকে যখন সে সিজদায় থাকে, তাই তোমরা বেশি বেশি দোয়া করো।”
(সহীহ মুসলিম)

২. আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) তাঁর সিজদায় এ দোয়া করতেন:
“হে আল্লাহ! আমার সব পাপ ক্ষমা করুন—ছোট ও বড়, প্রথম ও শেষ, প্রকাশ্য ও গোপন।”
(সহীহ মুসলিম )

এই হাদিসগুলো আমাদের শেখায় যে সিজদা ( নফল এবং সুন্নত নামাজ)) হলো আল্লাহর কাছে প্রার্থনার সবচেয়ে উত্তম সময়, তাই এই সময় বেশি বেশি দোয়া করা উচিত।

24/03/2025

শবে কদর ও তাকদির

🔹 শবে কদরে মানুষের তাকদির লিপিবদ্ধ হয়

আল্লাহ তাআলা বলেন:
"নিশ্চয়ই আমি একে এক বরকতময় রাতে অবতীর্ণ করেছি; নিশ্চয়ই আমি সতর্ককারী। সে রাতে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় স্থির করা হয়।"
— (সূরা আদ-দুখান: ৩-৪)

🔹 অর্থাৎ, এই রাতে আল্লাহ তাআলা ফেরেশতাদের আদেশ দেন, তারা লাওহে মাহফুজ থেকে ওই বছরের সমস্ত ঘটনা লিখে রাখে।

🔹 ইবনে আব্বাস (রা.) এই আয়াতের ব্যাখ্যায় বলেন:
"শবে কদরে উম্মুল কিতাব থেকে লিপিবদ্ধ করা হয়— কে জীবিত থাকবে, কে মারা যাবে, কার রিজিক কেমন হবে, বৃষ্টি হবে কি না, এমনকি এই বছর কে হজ করবে তাও লেখা হয়।"
— (তাফসির ইবনে আবি হাতিম)

🔹 ইমাম নববী (রহ.) বলেন:
"এই রাতকে 'লাইলাতুল কদর' বলা হয়, কারণ এতে ফেরেশতারা মানুষের তাকদির, রিজিক ও আয়ুষ্কালের বিবরণ লিখে রাখেন, যেমন আল্লাহ বলেন: (সে রাতে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় স্থির করা হয়)।"

🔹 আল্লাহ আরও বলেন:
"সে রাতে ফেরেশতারা ও রূহ (জিবরাইল) তাদের প্রতিপালকের আদেশে প্রত্যেক বিষয়ে অবতরণ করেন।"
— (সূরা আল-কদর: ৪)

অর্থাৎ, আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দেন, যাতে তারা এই বছরের ঘটনার দায়িত্ব পালন করে। তবে সবকিছুই আল্লাহর পূর্ব নির্ধারিত জ্ঞান ও পরিকল্পনা অনুযায়ী হয়।

🔹 শবে কদর বরকতময় ও ফজিলতপূর্ণ রাত, যেখানে তাকদির নির্ধারিত হয়। তাই আমাদের উচিত এ রাতে দোয়া, ইবাদত ও ক্ষমা প্রার্থনা করা।

21/03/2025

লাইলাতুল কদর নির্ধারণের সঠিক মতামত:

1- এটি রমজানের শেষ দশকে।
2- এটি শেষ দশকের মাঝে স্থানান্তরিত হয়।
3- বিজোড় রাতগুলোতে (২১, ২৩, ২৫, ২৭, ২৯) পাওয়ার সম্ভাবনা বেশি।
4- এর মধ্যে ২৭তম রাত সবচেয়ে সম্ভাবনাময়।

লাইলাতুল কদর পেতে হলে শেষ দশকের সমস্ত রাতেই অনুসন্ধান করো।

---

লাইলাতুল কদর হলো বছরের সর্বশ্রেষ্ঠ রাত।

এই রাতের আমল হাজার মাসের চেয়েও উত্তম। আনাস (রা.) বলেন: "লাইলাতুল কদরে আমল, দান-সদকা, নামাজ ও জাকাত হাজার মাসের চেয়েও উত্তম।" (আদ-দুররুল মানছুর)

হাজার মাস = ৮৩ বছর ৪ মাস।

অর্থাৎ, এই এক রাতের ইবাদত তোমার ৮৩ বছরের ইবাদতের চেয়েও উত্তম!

ভালো করে বোঝো:

আল্লাহ বলেন, "লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম"—এখানে সমান নয়, বরং বেশি উত্তম বলা হয়েছে।

তাহলে কী বুঝলে?
এই এক রাতের নেক আমল তোমার পুরো ৮৩ বছরের আমলের চেয়েও বেশি মূল্যবান!

তাহলে কি লাইলাতুল কদর হাতছাড়া করবে?

16/03/2025

রামাদান হলো মুমিনের জন্য দুনিয়ার জান্নাত।
এ মাসে নেক আমল বৃদ্ধি করা হয়, প্রতিদান বহুগুণে বাড়ানো হয়।
গুনাহ মাফ করা হয়, এবং পাপসমূহ মোচন করা হয়।

হে আল্লাহ! আমাদের আপনি এই সম্মানিত মাসের ফজিলত দান করুন।

10/03/2025

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

"যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে তার সমপরিমাণ সওয়াব পাবে, তবে রোজাদারের সওয়াব থেকে কিছুই কমানো হবে না।"

— (তিরমিজি)

08/03/2025

তারাবিহ, কিয়াম এবং তাহাজ্জুদ নামাজের পার্থক্য

এশার নামাজের পর যে কোনো নামাজ পড়া হয়, তা কিয়ামুল লাইলের অন্তর্ভুক্ত। কিয়ামুল লাইল রাতে যেকোনো সময় হতে পারে—প্রথম অংশে, মধ্যবর্তী সময়ে, বা শেষ রাতে।

🟣 তারাবিহ: রমজান মাসে এশার নামাজের পর, রাতের প্রথম ভাগে যে নামাজ আদায় করা হয়, তাকে "তারাবিহ" বলা হয়।

🟣 তাহাজ্জুদ: রমজান ও অন্যান্য সময়ে, যদি কেউ শুরুতে ঘুমিয়ে পড়ে এবং পরে রাতের মাঝামাঝি বা শেষ অংশে নামাজের জন্য জাগে, তখন এটিকে "তাহাজ্জুদ" বলা হয়। তাহাজ্জুদ নামাজের জন্য আগে ঘুমানো শর্ত।

🟣 কিয়াম: রমজান ও অন্যান্য সময়ে, যদি কেউ ঘুমায় না এবং জেগে থেকে রাতের মাঝামাঝি বা শেষ অংশে নামাজ আদায় করে, তখন এটিকে "কিয়াম" বলা হয়। কিয়ামের আগে ঘুমানোর প্রয়োজন নেই।

01/03/2025

রমজানে কুরআন খতম করার পদ্ধতি

📖 ৩০ দিনে কুরআন খতম (প্রতিদিন ১ পারা)

ফজর: ৪ পৃষ্ঠা

যোহর: ৪ পৃষ্ঠা

আসর: ৪ পৃষ্ঠা

মাগরিব: ৪ পৃষ্ঠা

এশা: ৪ পৃষ্ঠা

---

📖 ১৫ দিনে কুরআন খতম (প্রতিদিন ২ পারা)

ফজর: ৮ পৃষ্ঠা

যোহর: ৮ পৃষ্ঠা

আসর: ৮ পৃষ্ঠা

মাগরিব: ৮ পৃষ্ঠা

এশা: ৮ পৃষ্ঠা

---

📖 ১২ দিনে কুরআন খতম (প্রতিদিন ২.৫ পারা)

ফজর: ১০ পৃষ্ঠা

যোহর: ১০ পৃষ্ঠা

আসর: ১০ পৃষ্ঠা

মাগরিব: ১০ পৃষ্ঠা

এশা: ১০ পৃষ্ঠা

---

📖 ১০ দিনে কুরআন খতম (প্রতিদিন ৩ পারা)

ফজর: ১২ পৃষ্ঠা

যোহর: ১২ পৃষ্ঠা

আসর: ১২ পৃষ্ঠা

মাগরিব: ১২ পৃষ্ঠা

এশা: ১২ পৃষ্ঠা

---

📖 ৬ দিনে কুরআন খতম (প্রতিদিন ৫ পারা) – উচ্চ মানসিকতার ব্যক্তিদের জন্য

ফজর: ২০ পৃষ্ঠা

যোহর: ২০ পৃষ্ঠা

আসর: ২০ পৃষ্ঠা

মাগরিব: ২০ পৃষ্ঠা

এশা: ২০ পৃষ্ঠা

---

🌟 এটি শেয়ার করুন, কারণ আপনি জানেন না, কতজনের আমলের মাধ্যমে আপনার জন্য সওয়াব পৌঁছাতে পারে!

এবছর পবিত্র রামাদান মাসে  বাইতুল্লাহ শরীফ এবং মসজিদে নববীর খতমে তারাবির ইমামগণের তালিকা। আল্লাহ তায়ালা আমাদেরকে পবিত্র ...
19/02/2025

এবছর পবিত্র রামাদান মাসে বাইতুল্লাহ শরীফ এবং মসজিদে নববীর খতমে তারাবির ইমামগণের তালিকা। আল্লাহ তায়ালা আমাদেরকে পবিত্র রমাদান মাসে পরিপূর্ণভাবে এবাদতের মধ্যে থাকার তৌফিক দান করুন।

18/02/2025

রামাদান হলো শ্রেষ্ঠ মাস, আর এই মাসের রাতসমূহে নামাজ কায়েম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। যে ব্যক্তি পুরো রামাদান মাসজুড়ে তারাবির নামাজ আদায় করবে, কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি ও সওয়াবের আশায় রাতগুলো ইবাদতে কাটাবে, তার জন্য পাপ মোচনের সুসংবাদ রয়েছে।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
"যে ব্যক্তি ঈমান ও নেক নিয়তে রামাদানের কিয়াম (তারাবিহ) আদায় করবে, তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।"
(সহিহ মুসলিম

*ঈদ পরবর্তী স্ট্যান্ডার্ড উমরাহ প্যাকেজ*সম্ভাব্য যাত্রার তারিখ : ৬-৯ এপ্রিল        ➤প্যাকেজ রেট :   *১,৩০,০০০/*খাবার নিল...
18/02/2025

*ঈদ পরবর্তী স্ট্যান্ডার্ড উমরাহ প্যাকেজ*

সম্ভাব্য যাত্রার তারিখ : ৬-৯ এপ্রিল

➤প্যাকেজ রেট : *১,৩০,০০০/*

খাবার নিলে ১০,০০০ বাড়বে

★ মেয়াদ : ১৩ দিন
★ স্বল্প সময়ের ট্রানজিট ফ্লাইট
★ মদিনা হোটেল : ৫০০-৭০০ মিটার
★ মক্কা হোটেল : ৫০০-৭০০ মিটার
★ স্ট্যান্ডার্ড মানের হোটেল। প্রতি রুমে ৪/৫ জন।

আগ্রহীগণ ২৫ ফেব্রুয়ারি এর মধ্যে যোগাযোগ করুন।

সার্বিক তত্ত্বাবধানে, প্রফেসর ড. এবিএম হিজবুল্লাহ.
যোগাযোগ: 01911251245
ঠিকানা: ৪৫৩ শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা-১২১৬

12/02/2025

📌 "মুশাহিন" যাদের কে শাবানের ১৫তম রাতে ক্ষমা করা হয় না‼️

🔹 মুয়াজ ইবনে জাবাল (রা.) থেকে বর্ণিত, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন:
«আল্লাহ তাআলা শাবানের মধ্যরাতে তাঁর সৃষ্টির প্রতি দৃষ্টি দেন এবং তাঁর সমস্ত সৃষ্টিকে ক্ষমা করেন, তবে মুশরিক এবং মুশাহিনকে (ক্ষমা করেন না)।»
[ইবনে হিব্বান, তাবরানি (আল-আউসাত), বাইহাকি (শু'আবুল ঈমান); আলবানী (সহীহাহ: 1144)]

🔹 আবু মূসা আশ'আরী (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন:
«নিশ্চয়ই আল্লাহ তাআলা শাবানের মধ্যরাতে দৃষ্টি দেন এবং তাঁর সকল সৃষ্টিকে ক্ষমা করেন, তবে মুশরিক ও মুশাহিন ব্যতীত।»
[ইবনু মাজাহ; আলবানী (হাসান)]

🔹 আবু সা'লা আল-খুশানি (রা.) থেকে বর্ণিত, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন:
«যখন শাবানের মধ্যরাত আসে, তখন আল্লাহ তাআলা তাঁর সৃষ্টির প্রতি দৃষ্টি দেন, এবং মুমিনকে ক্ষমা করেন, কাফেরদের জন্য সুযোগ দেন, আর হিংসুকদের (শত্রুতা পোষণকারীদের) তাদের হিংসা সহ放置ে রাখেন যতক্ষণ না তারা তা পরিত্যাগ করে।»
[বাইহাকি (শু'আবুল ঈমান); আলবানী (সহীহ আল-জামি: 771)]

---

📌 "মুশাহিন" শব্দের ব্যাখ্যা:

✅ আল-আসফাহানী (ক্বাওয়ামুস সুন্নাহ) বলেছেন:
"মুশাহিন হল সেই ব্যক্তি, যে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর সুন্নাহ পরিত্যাগ করে, উম্মতের প্রতি বিদ্বেষ পোষণ করে এবং তাদের রক্তপাত ঘটায়।"
[তরগীব ও তারহীব (২/৩৯৭)]

✅ তাবরানী (আদ-দু'আ) বলেন:
"মুশাহিন হল বিদআতপন্থী, যারা মুসলমানদের সাথে শত্রুতা পোষণ করে এবং তাদের বিরোধিতা করে।"
[তাবরানী (১/১৯৫)]

✅ ইবনুল আছীর (আন-নিহায়াহ) বলেন:
"মুশাহিন হল শত্রুতাপূর্ণ ব্যক্তি; শত্রুতা ও বিদ্বেষই ‘শাহনা’ এবং ‘তাশাহুন’। ওজাই বলেন, এখানে মুশাহিন বলতে বিদআতপন্থী ও উম্মতের জামা’আত থেকে বিচ্ছিন্ন ব্যক্তিকে বোঝানো হয়েছে।"
[আন-নিহায়াহ (২/১১১১); সহীহাহ (১৫৬৩)]

══════ ❁✿❁ ══════

11/02/2025

যে ব্যক্তি তার ঈমান ও শক্তির উৎস আল্লাহর কাছ থেকে গ্রহণ করে, সে শুধু সদুপদেশই দেয়, ভালো ধারণা পোষণ করে, উত্তম চরিত্রের অধিকারী হয় এবং অজ্ঞদের থেকে মুখ ফিরিয়ে নেয়।

Address

453 West Shewrapara Mirpur
Dhaka
1216

Telephone

+8801915862025

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tawaf Aviation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category