12/02/2025
📌 "মুশাহিন" যাদের কে শাবানের ১৫তম রাতে ক্ষমা করা হয় না‼️
🔹 মুয়াজ ইবনে জাবাল (রা.) থেকে বর্ণিত, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন:
«আল্লাহ তাআলা শাবানের মধ্যরাতে তাঁর সৃষ্টির প্রতি দৃষ্টি দেন এবং তাঁর সমস্ত সৃষ্টিকে ক্ষমা করেন, তবে মুশরিক এবং মুশাহিনকে (ক্ষমা করেন না)।»
[ইবনে হিব্বান, তাবরানি (আল-আউসাত), বাইহাকি (শু'আবুল ঈমান); আলবানী (সহীহাহ: 1144)]
🔹 আবু মূসা আশ'আরী (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন:
«নিশ্চয়ই আল্লাহ তাআলা শাবানের মধ্যরাতে দৃষ্টি দেন এবং তাঁর সকল সৃষ্টিকে ক্ষমা করেন, তবে মুশরিক ও মুশাহিন ব্যতীত।»
[ইবনু মাজাহ; আলবানী (হাসান)]
🔹 আবু সা'লা আল-খুশানি (রা.) থেকে বর্ণিত, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন:
«যখন শাবানের মধ্যরাত আসে, তখন আল্লাহ তাআলা তাঁর সৃষ্টির প্রতি দৃষ্টি দেন, এবং মুমিনকে ক্ষমা করেন, কাফেরদের জন্য সুযোগ দেন, আর হিংসুকদের (শত্রুতা পোষণকারীদের) তাদের হিংসা সহ放置ে রাখেন যতক্ষণ না তারা তা পরিত্যাগ করে।»
[বাইহাকি (শু'আবুল ঈমান); আলবানী (সহীহ আল-জামি: 771)]
---
📌 "মুশাহিন" শব্দের ব্যাখ্যা:
✅ আল-আসফাহানী (ক্বাওয়ামুস সুন্নাহ) বলেছেন:
"মুশাহিন হল সেই ব্যক্তি, যে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর সুন্নাহ পরিত্যাগ করে, উম্মতের প্রতি বিদ্বেষ পোষণ করে এবং তাদের রক্তপাত ঘটায়।"
[তরগীব ও তারহীব (২/৩৯৭)]
✅ তাবরানী (আদ-দু'আ) বলেন:
"মুশাহিন হল বিদআতপন্থী, যারা মুসলমানদের সাথে শত্রুতা পোষণ করে এবং তাদের বিরোধিতা করে।"
[তাবরানী (১/১৯৫)]
✅ ইবনুল আছীর (আন-নিহায়াহ) বলেন:
"মুশাহিন হল শত্রুতাপূর্ণ ব্যক্তি; শত্রুতা ও বিদ্বেষই ‘শাহনা’ এবং ‘তাশাহুন’। ওজাই বলেন, এখানে মুশাহিন বলতে বিদআতপন্থী ও উম্মতের জামা’আত থেকে বিচ্ছিন্ন ব্যক্তিকে বোঝানো হয়েছে।"
[আন-নিহায়াহ (২/১১১১); সহীহাহ (১৫৬৩)]
══════ ❁✿❁ ══════