মেঘ ট্যুরিজম - Megh Tourism

মেঘ ট্যুরিজম - Megh Tourism We arrange long and short tour programs inside or outside the country.

রাত পোহালেই উদ্বোধন হবে দেশের প্রথম আইকনিক রেলস্টেশন। এর মাধ্যমে উন্মোচিত হবে উন্নয়নের আর এক দ্বার।শুধু কক্সবাজারবাসী না...
11/11/2023

রাত পোহালেই উদ্বোধন হবে দেশের প্রথম আইকনিক রেলস্টেশন।
এর মাধ্যমে উন্মোচিত হবে উন্নয়নের আর এক দ্বার।
শুধু কক্সবাজারবাসী না, এ রেল পথের সুবিধা পাবে ভ্রমণ পিপাসুসহ সারা দেশের মানুষ।

Beautiful Vietnam.
29/10/2023

Beautiful Vietnam.

♦️ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সময়সূচি জেনে নিন।=========✴️আগামী নভেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে একটি নতুন আন্তঃনগর ট্রে...
16/10/2023

♦️ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সময়সূচি জেনে নিন।
=========
✴️আগামী নভেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন চলবে নতুন কোরিয়ান কোচ দিয়ে। ঢাকা ছাড়বে রাত ১১:১৫, কক্সবাজার পৌঁছাবে সকাল ৭:১৫।

♦️কক্সবাজার ছাড়বে দুপুর ১টায়, ঢাকা পৌঁছাবে রাত ৯টায়। ওয়াশপিট ও অফডে সার্ভিসিং হবে কক্সবাজারে।

✴️চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ও ঢাকাগামী তূর্ণা এক্সপ্রেস ট্রেনের রুট বর্ধিত করে কক্সবাজার-চট্টগ্রাম-ঢাকা রুটে চলবে। সকাল ৭:৪৫ এ ঢাকা ছেড়ে কক্সবাজার পৌঁছাবে বিকাল ৪টায়। ফিরতিযাত্রায় কক্সবাজার থেকে রাত ৮:৪৫ ছেড়ে ঢাকা পৌছাবে সকাল ৬টায়।

♦️চট্টগ্রাম-কক্সবাজার রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন চালু হবে চট্টলার অবমুক্ত এক রেক দিয়ে। চট্টগ্রাম ছাড়বে সকাল ৬:৩০, কক্সবাজার পৌঁছাবে ১০টায়। কক্সবাজার ছাড়বে সকাল ১০:৩০, চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ২:৩০। চট্টগ্রাম ছাড়বে দুপুর ৩:১৫, কক্সবাজার পৌঁছাবে সন্ধ্যা ৭টায়। কক্সবাজার ছাড়বে সন্ধ্যা ৭:৩০, চট্টগ্রাম পৌঁছাবে রাত ১১টায়।

👉ট্যুরিস্ট কোচ পাওয়া সাপেক্ষে, কক্সবাজারগামী নতুন দুটো আন্তঃনগর ট্রেনের সময়সূচী চুড়ান্ত করে রাখা হচ্ছে।

✴️ঢাকা-কক্সবাজার এক্সপ্রেস ট্রেন, ঢাকা ছাড়বে সকাল ১০টায়, কক্সবাজার সন্ধ্যা ৬:৩০, ছাড়বে রাত ১০টায়, ঢাকা পৌছাবে সকাল ৭টায়। সিলেট-কক্সবাজার এক্সপ্রেস ট্রেন, সিলেট ছাড়বে সকাল ৭:৩০, কক্সবাজার বিকাল ৫টা, ছাড়বে রাত ৮টায়, সিলেট পৌঁছাবে সকাল ৫:৩০।

♦️চট্টগ্রাম-দোহাজারীর লোকাল ট্রেনটি শোভন শ্রেণীর কোচ দিয়ে প্রতিস্থাপিত হয়ে চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচল করবে। দোহাজারী কমিউটার কক্সবাজার থেকে ছাড়বে সকাল ৫টায়, চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৮:৫০, ছাড়বে সন্ধ্যা ৭:৩০, কক্সবাজার পৌঁছাবে রাত ১১টায়। কক্সবাজার কমিউটার চট্টগ্রাম থেকে ছাড়বে ছাড়বে সকাল ৯:৩০, কক্সবাজার পৌঁছাবে দুপুর ১টায়, ছাড়বে দেড় টায়, চট্টগ্রাম পৌছাবে বিকাল ৫টায়।

✴️মেঘনা এক্সপ্রেস ট্রেনটি রুট বর্ধিত করে চাঁদপুর-চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলবে।

ধন্যবাদ

ঈশা খাঁর বাড়ি।।
14/07/2023

ঈশা খাঁর বাড়ি।।

এ পথই বলে দেয় শহরের নামরাজশাহী
18/03/2023

এ পথই বলে দেয় শহরের নাম

রাজশাহী

Egyptপিরামিড
06/03/2023

Egypt
পিরামিড

মহেশ খালি l
02/03/2023

মহেশ খালি l

বান্দরবন
02/03/2023

বান্দরবন

সর্বনিম্ন ৭০০ টাকায় ঢাকা থেকে যাওয়া যাবে কক্সবাজার।😳এই ঝিনুক আকৃতির স্টেশন চালু হলে ঢাকা থেকে মাত্র ৮ ঘন্টায় সমুদ্র নগরী...
02/03/2023

সর্বনিম্ন ৭০০ টাকায় ঢাকা থেকে যাওয়া যাবে কক্সবাজার।😳
এই ঝিনুক আকৃতির স্টেশন চালু হলে ঢাকা থেকে মাত্র ৮ ঘন্টায় সমুদ্র নগরীতে পৌঁছানো যাবে। আর চট্টগ্রাম থেকে যেতে সময় লাগবে মাত্র আড়াই ঘণ্টা। রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন, ঢাকা থেকে কক্সবাজার চলাচলে সর্বোচ্চ টিকিটের মূল্য হবে ১৫০০ টাকা।

এশিয়ার একমাত্র পর্যটন স্টেশন চালু হলে এটি দেখতে অনেক মানুষ ছুটে আসবেন কক্সবাজারে। আবার যাতায়াত সহজ হওয়ায় সমুদ্র নগরীতে বাড়বে কয়েক গুণ পর্যটক।

চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত যে রেলপথ নিয়ে সবার অপেক্ষা, সেই প্রকল্পের সবচেয়ে বড় আকর্ষণ এই রেলস্টেশন। ছয় শতাধিক শ্রমিক ও প্রকৌশলীর শ্রমে চার বছরে এটি এখন দৃশ্যমান। চারদিকে চলছে গ্লাস ফিটিংস, ছাদের স্টিল ক্যানোফি আর নানা ধরনের ফিটিংস বসানোর কাজ।

স্টেশনটি অনেকটা উন্নত বিশ্বের কোনও বিমান বন্দরের মতো। ভবনের নিচতলায় আছে টিকিট কাউন্টার, লকারসহ নানা সুবিধা। দ্বিতীয় তলায় শপিংমল, রেস্তোরাঁ। তিন তলায় আছে তারকামানের হোটেল, যেখানে ৩৯টি রুমে পর্যটকরা থাকতে পারবে।

ঢাকা থেকে প্রতিদিন ১০ জোড়ার পাশাপশি চট্টগ্রাম থেকে সরাসরি ও লোকাল মিলে আরো বেশ কিছু ট্রেন যাবে কক্সবাজার। পর্যটকবাহী এক একটি ট্রেনে থাকবে ৮০০ থেকে ১২০০ যাত্রী। সবমিলিয়ে এ রেলপথে বছরে যাত্রী আসা যাওয়া করবে প্রায় ২ কোটি।

চট্টগ্রাম কক্সবাজার রেলপথে এটিসহ মোট নয়টি স্টেশন থাকবে। যার মাধ্যমে স্থানীয় অর্থনীতির যোগসূত্র তৈরি হবে। স্টেশন ঘিরে হোটেল-মোটেল ও পরিবহন খাতে তৈরি হবে নতুন নতুন উদ্যোক্তা।

সব কিছু ঠিক থাকলে চলতি বছরই পর্যটকরা ট্রেনে চেপে কক্সবাজার যাতায়াত করতে পারবে।

সূত্র: SA tv

06/01/2023
Thailand trip.
11/11/2022

Thailand trip.

মাউন্ট এভারেস্ট অঞ্চলের চূড়ায় সাদা চিতাবাঘ দেখা গিয়েছে 😱এভারেস্ট অঞ্চলের খুম্বুতে ৫০০০ মিটার উপরে একটি তুষার চিতাবাঘে...
08/11/2022

মাউন্ট এভারেস্ট অঞ্চলের চূড়ায় সাদা চিতাবাঘ দেখা গিয়েছে 😱

এভারেস্ট অঞ্চলের খুম্বুতে ৫০০০ মিটার উপরে একটি তুষার চিতাবাঘের সন্ধান পাওয়া গেছে। আমেরিকান ফটোগ্রাফার কিটিয়া পাভলভস্কি ৫০০০ মিটারেরও বেশি উচ্চতায় একটি তুষার চিতাবাঘের একটি ছবি ধারণ করেছেন যা তিনি তার ওয়েবসাইটে উল্লেখ করেছেন। তিনি ৮ অক্টোবর তুষার চিতাবাঘের ছবিটি তোলেন।

তিনি উল্লেখ করেন যে, ৫১৬৪ মিটার উচ্চতায় তুষার চিতাবাঘের পায়ের ছাপ অনুসরণ করে তিনি এগিয়ে গিয়েছিলেন এবং সফল হন। তিনি তুষার চিতাবাঘটিকে ধরতে ভোর ৪টায় গোরক্ষসেপ ছেড়েছিলেন।

  ✅Umrah Visa - 30,000 /- ✅India Visa Processing:- 1000/-✅India medical visa with Dr.appointment-2000/-✅Malaysia E-visa:...
26/10/2022



✅Umrah Visa - 30,000 /-
✅India Visa Processing:- 1000/-
✅India medical visa with Dr.appointment-2000/-
✅Malaysia E-visa:- 5500/-
✅Singapore Visa:- 5500/-[ with invitation]
✅Vietnam Visa approval: 12500 Tk
✅Turkey E-Visa : 7500 /-
✅Thailand Visa:- 5500/-
✅Cambodia E-visa:- 4500/-
✅Sri-lank E-visa :- 2800/-
✅Philippine Visa:- 7500/- (****confirm visa )
✅Dubai E-visa 30 Days:- 10300/-
✅Dubai E-Visa 30 Days :- 8500 tk ( With package)
✅Australia Visa Processing:- 5500/-
✅Uzbekistan E-visa:- 3800/-
✅Egypt Visa:- 11000/-
✅Canada Visa Processing:- 5500/-
✅United Kingdom Visa Processing:- 5500/-
✅USA Visa Processing:- 5500/-
✅Kenya E-visa - 6800 /-
✅Ethiopia E-visa: - 6800/-

বি: দ্র: এমব্যাসি ফি পরিবর্তনের করণে ভিসা খরচ যে কোন সময় পরিবর্তন হতে পারে ।

মাত্র ৩৯৯৯ রুপিতে কলকাতা  ভ্রমণ বাংলাদেশীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ভারতের  কলকাতা রাজ্য ।  ঘুরাঘুরি, বিশেষ  প্রয়োজনে ...
17/10/2022

মাত্র ৩৯৯৯ রুপিতে কলকাতা ভ্রমণ
বাংলাদেশীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ভারতের কলকাতা রাজ্য । ঘুরাঘুরি, বিশেষ প্রয়োজনে কিংবা আত্বীয় স্বজন পরিচিতদের সাথে দেখা করার জন্য কিংবা শপিং করার জন্য অনেকে কলকাতা যান, তাই কম খরচ এবং সীমিত সময়ের মধ্যে কলকাতা ভ্রমণের সুযোগ করে দিচ্ছে মেঘ ট্যুরিজম।
আমরা ২৭ অক্টোবর বৃহস্পতিবার রাতে রওনা হয়ে ২৮,২৯,৩০ ঘুরে ৩১তারিখ সোমবার সকালে ঢাকায় থাকবো ইনশাআল্লাহ l

💠ইভেন্ট ফিঃ ৩৯৯৯ (রুপি)
💠ট্যুরের সময়কাল (৪ রাত ৩ দিন)
💠ইভেন্ট ফিঃ-৪৯৯৯ (রুপি)
💠ট্যুরের সময়কাল (৫ রাত ৪ দিন)

বুকিং ও যোগাযোগঃ- 01641062010
★এই ফি তে যা যা অন্তর্ভুক্ত থাকবেঃ-
* ঢাকা-কলকাতা-ঢাকা নন এসি বাস/ ট্রেনে যাতায়াত।
* শেয়ার ব্যাসিস স্ট্যান্ডার্ড মানের রুম
* ৭বেলা খাবার.
* লোকাল ট্রান্সপোর্ট ট্রেন, অটো ইত্যাদি

★যা যা অন্তর্ভুক্ত থাকবে নাঃ-
* ট্রাভেল ট্যাক্স- ৫০০টাকা।
* কোন ধরনের বর্ডার টিপস।
* সাইট সিনের এন্ট্রি ফি।
* কোন ব্যাক্তিগত খরচ।
* যাওয়ার দিন যাত্রাপথে কোন খাবার।

সাইট সিন এবং কেনাকাটা করার সুবিধার্থে সার্বক্ষণিক আমাদের গাইড সার্ভিস পাবেন।

★যে সকল স্পটে ঘুরবোঃ-
ভিক্টোরিয়া মেমোরিয়াল
মেট্রো রেল
ইন্ডিয়ান মিউজিয়াম
নিউমার্কেট
হাওড়া ব্রিজ
কফি হাউজ
বিড়লা তারামন্ডল
ময়দান
রবীন্দ্র সদন
সায়েন্স সিটি

★ট্যুর কনফারমেশনঃ-
* কনফারমেশন ফি-১৫৩০ (অফেরতযোগ্য)
* আসন সংখ্যাঃ৮/১0

★আনুমানিক ট্যুর প্লানঃ-
* ২৭ তারিখ (বৃহস্পতিবার)- রাতের বাসে বেনাপোল বর্ডারের উদ্দ্যেশ্যে রওনা।
* ২৮তারিখ (শুক্রবার)- সকালে বর্ডারে পৌঁছে ফ্রেশ হয়ে নাস্তা করে ইমিগ্রেশনের কাজ শেষ করবো! এরপর ট্রেনে করে চলে যাবো কলকাতা। হোটেল চেক ইন করবো। এরপর সময় পেলে সাইট সিনে বের হবো, সন্ধ্যার পর ফ্রি টাইম। রাত ৯টার মধ্যে আমরা খাবার খেয়ে নিবো। এরপর হোটেলে রাত্রীযাপন।
* ২৯ তারিখ (শনিবার)- সকালে নাস্তা করেই আমরা সাইট সিনে বের হয়ে যাবো। দুপুরের খাবার সাইট সিনে থাকা অবস্থায় খেয়ে নিবো! সন্ধ্যা পর্যন্ত ঘুরবো, এরপর ফ্রি টাইম। ৯টার মধ্যে রাতের খাবার সম্পন্ন করবো, এরপর হোটেলে রাত্রীযাপন।
*৩০ তারিখ (রবিবার)- সকালে নাস্তা করে যদি কোন সাইট সিন বাকি থাকে সেটা সম্পন্ন করবো! এরপর যে যার ব্যাক্তিগত কাজ গুছিয়ে নিয়ে ১০টার আগেই ব্যাগ ব্যাগেজ রেডি করে হোটেল চেক আউট করবে। সাড়ে ১০টা/১১টার দিকে আমরা বর্ডারের উদ্দেশ্যে রওনা হয়ে যাবো। যাত্রাপথে বা বর্ডারে পৌঁছে আমরা দুপুরের খাবার খাবো। ইমিগ্রেশনের সকল কাজ শেষ করে সন্ধ্যার পরেই আমরা ঢাকা উদ্দ্যেশ্যে রওনা করবো! রাতের খাবার যে যার মত যাত্রাপথে হোটেলে।
* ৩১ তারিখ (সোমবার)- সকাল ভোরে আমরা ঢাকায় থাকবো ইনশাআল্লাহ।
(**বিঃদ্রঃ পরিস্থিতির উপর ভিত্তি করে এবং সকলের পরামর্শক্রমে ট্যুর প্লানের পরিবর্তন হতে পারে)

**যাদের ইন্ডিয়ান ভিসা করা নেই তারা দ্রুত ভিসা করে ফেলুন, প্রয়োজনে আমরা সহযোগিতা করবো।

22/09/2022

#সোনার_গাঁও
#বাংলার_তাজমহল l

আমাদের প্রিয় সাম্পারি রিসোট .  সাজেক ভ্যালি ।
21/09/2022

আমাদের প্রিয়
সাম্পারি রিসোট .
সাজেক ভ্যালি ।

 #জলপদ্ম_নৌকা ।।
20/09/2022

#জলপদ্ম_নৌকা ।।

শিমলা ll
19/09/2022

শিমলা ll

আলহামদুলিল্লাহ ১ বাস গেস্ট নিয়ে বান্দরবান দেবতা খুম ট্যুর সফল ভাবে শেষ করে, হাসি মুখে গেস্টদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা...
19/09/2022

আলহামদুলিল্লাহ ১ বাস গেস্ট নিয়ে
বান্দরবান দেবতা খুম ট্যুর
সফল ভাবে শেষ করে, হাসি মুখে গেস্টদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম 💐😍😍 ✌

বুকিংঃ ☎️ 01641062010

মাধবকুন্ড ঝর্না, #মৌলভীবাজার l
17/09/2022

মাধবকুন্ড ঝর্না,
#মৌলভীবাজার l

04/09/2022

উত্তরাখণ্ডের সৌন্দর্য অনন্য। এই রাজ্যের প্রতিটি শহর, গ্রাম নিজের মত করে সুন্দর। আর এই কারণে উত্তরাখণ্ডের পর্যটন শিল্পও বেশ উন্নত।

মুসৌরি উত্তর ভারতের এমনই একটি হিল স্টেশন, যেখানে প্রতি বছর গরমের ছুটি কাটাতে যান হাজার হাজার পর্যটক। দেরাদুন থেকে প্রায় ৩৪ কিমি দূরে

ভীমতাল– উত্তরাখণ্ডের সবচেয়ে সুন্দর দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি, ভীমতাল বছরের যে কোনও সময় ঘুরে আসতে পারেন। এই জায়গাটি তার মনোরম আবহাওয়ার জন্য পরিচিত। নৈনিতালের কাছাকাছি অবস্থিত, ভীমতালে রয়েছে মনোমুগ্ধকর পাহাড় এবং একটি চমৎকার হ্রদ এবং পাহাড়ের সবুজ সৌন্দর্য।

চন্দ্রনাথ পাহাড়।।
02/09/2022

চন্দ্রনাথ পাহাড়।।

02/09/2022

লোকেশন : সন্ন্যাসীপাড়া, রংছাতি,
কলমাকান্দা।

Best View.
02/09/2022

Best View.

টাঙ্গুয়ার হাওর ।।
02/09/2022

টাঙ্গুয়ার হাওর ।।

30/07/2022

৩ আগস্ট বুধবার রাতে কক্সবাজার রওনা
( ৩ রাত ২ দিনের ) রিলাক্স ট্যুর! 💥🔥

ইভেন্ট ফি - ২০৯৯ ৳
বুকিং মানি - ১০২০ ৳

29/07/2022

প্রশান্তি জায়গা ✨🌿

অসাধারণ একটা রোড 💙
চিম্বুক রোড , বান্দরবান
#সংগৃহীত

শিলং-চেরাপুঞ্জি-মেঘালয় কলিং ১১-১৬ আগস্ট, ২০২২💢🏞️🇮🇳মেঘালয় (Meghalaya) মেঘ পাহাড় ও ঝর্ণার দেশ উত্তর ভারতের মেঘালয় রাজ্য...
28/07/2022

শিলং-চেরাপুঞ্জি-মেঘালয় কলিং
১১-১৬ আগস্ট, ২০২২💢🏞️🇮🇳
মেঘালয় (Meghalaya) মেঘ পাহাড় ও ঝর্ণার দেশ উত্তর ভারতের মেঘালয় রাজ্য। চারদিকে উঁচু উঁচু সব পাহাড়, হাত বাড়ালেই মেঘের স্পর্শ, পাহাড়ের বুক চিরে নেমে আসা অসংখ্য ঝর্ণা, স্বচ্ছ পানির নদী,লেক ও ছবির মতো সুন্দর গ্রাম,এই সব কিছু মিলেমিশে প্রকৃতির অনাবিল সৌন্দর্য নিয়ে মেঘালয় হাতছানি দেয় ভ্রমন প্রেমিদের সবুজে ঘেরা পাহাড়ি পরিবেশ এবং স্বচ্ছ নিলাভ পানির ঝর্ণা ও খালের মনোমুগ্ধকর দৃশ্য বিমহিত হবেন সবাই।
যারা আমাদের সঙ্গে যাবেন তাদের ভিসা সংক্রান্ত সব সাপোর্ট আমরা দিবো।ইন্ডিয়া ডাউকি বর্ডার দিয়ে ভিসা লাগবে।
🚌 যাত্রা শুরু : ১১ আগস্ট, ২০২২ রাত ১০ টার বাসে।
🚌 শেষ : ১৬ আগস্ট
💰 ইভেন্ট ফিঃ
>>> জনপ্রতিঃ- 9000/- (জনপ্রতি)
>>> কাপলঃ- 19000/- (দুই জন)
যা যা দেখবো আমরাঃ
🔹 ডাউকি ব্রীজ
🔹 জাফলং ভিউ পয়েন্ট
🔹 বোরহিল ফলস
🔹 উমক্রেম ফলস
🔹 মাউলিনং ভিলেজ (এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম)
🔹 লিভিং রুট ব্রীজ
🔹 ফ্লোটিং রক
🔹 নওহেট ভিউ পয়েন্ট
🔹 রেইনবো ফলস
🔹 ন্যাচারাল সুইমিং পুল
🔹 নোহকালিকাই ফলস
🔹 সেভেন সিস্টার্ ফলস
🔹 আরওয়া কেইভ
🔹 ইকো পার্ক
🔹 লাইটলুম ক্যানিয়ন
🔹 ডেইন্থলেইন ফলস
🔹 মাওসাওয়া ফলস
🔹 ক্রাংসুরি ফলস
🔹 এলিফ্যান্ট ফলস
🔹 লেডি হায়দারি পার্ক
🔹 ওয়ার্ডস লেক
🔹 শিলং ব্যাপিস্ট চার্চ
🔹 জোয়াই ভ্যালী

সময় সাপেক্ষে আরো কিছু স্পট। আর মেঘালয় মানেই নতুন কোনো স্পট, তাই সেটা সারপ্রাইজ থাকলো।

ট্যুর সংক্রান্ত যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুনঃ
☎️ 01641062010

28/07/2022

১৫০০/- টাকায় বরিশাল এর ভাসমান পেয়ারা বাজার ট্যুর
( ২ রাত ১ দিন )
কে কে জাবেন? যেতেতু সিজন চালু হইসে, সেহেতু এখন একটা ট্যুর আরেঞ্জ করা জাই ই কি বলেন

বিস্তারিতঃ 01641062010

গুয়াহাটি, ২০ জুলাই – শিগগির চালু হচ্ছে গৌহাটি-শিলং-ডাউকি-সিলেট-ঢাকা রুটে বাস চলাচল। একই সঙ্গে ফের শুরু করা হচ্ছে ঢাকা থে...
23/07/2022

গুয়াহাটি, ২০ জুলাই – শিগগির চালু হচ্ছে গৌহাটি-শিলং-ডাউকি-সিলেট-ঢাকা রুটে বাস চলাচল। একই সঙ্গে ফের শুরু করা হচ্ছে ঢাকা থেকে গৌহাটি রুটে ফ্লাইট চলাচলও। মঙ্গলবার (১৯ জুলাই) সন্ধ্যায় আসামের গৌহাটিতে রাজ্যের অতিথি ভবন ‘কইনাধারা’য় সফররত বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্বশর্মা।

Address

Dhaka
1216

Telephone

+8801912187305

Website

Alerts

Be the first to know and let us send you an email when মেঘ ট্যুরিজম - Megh Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মেঘ ট্যুরিজম - Megh Tourism:

Videos

Share

Category