11/01/2023
বান্দরবানের আলিকদমের মারায়নতং এর পাহাড় চুড়ায় তাবু ক্যাম্পিং ও আলিরগুহা অভিযান ট্যুর ঘুড়ি ট্রাভেলার্স সাথে।
যাত্রা শুরুঃ ১৯শে জানুয়ারি রাত ১০টায় সায়দাবাদ থেকে
ট্যুর শেষঃ ২২শে জানুয়ারি সকাল ৬টা
ইভেন্ট ফিঃ ৩৫০০ টাকা
প্রাকৃতিক সৌন্দর্যের স্বর্গভূমি বান্দরবান।চারদিকে পাহাড়,মেঘ,ঝর্না। এ যেন স্বপ্নে দেখা বাস্তব স্বপ্ন।
এই স্বপ্নের মাঝেই আর একটুকরো স্বপ্ন হলো মারায়ন তং,যেখানে চাইলেই হাত বাড়ালে মেঘ ছোয়া যায়।মেঘেদের সাথে মিতালি গড়া যায়।
মারায়নতং/মেরাইথং জাদি যাই বলি না কেন এটা মূলত একটি মাঝারি উচ্চতার পাহাড়,যার চারিদিকে অসংখ্য পাহাড়ে ঘেরা। মারায়ন তং এর চূড়ায় ক্যাম্পিং এর জায়গাসহ রয়েছে একটা বৌদ্ধ মন্দির যা বৌদ্ধ ধর্মালম্বীদের পবিত্র স্থান।
যেকোন প্রয়োজনেঃ
01609998451
⇨ বুকিং করতে ২০০০৳ + বিকাশ চার্জ টাকা পাঠিয়ে আসন কনফার্ম করতে হবে।( বুকিং মানি অফেরতযোগ্য)
বিকাশঃ 01609998451
নগদঃ 01609998451
⇨ভ্রমণ পরিকল্পনা ঃ
বৃহস্পতিবার রাত ১০টায় আমরা সায়েদাবাদ থেকে রওনা হবো।
সকালবেলা আলীকদম নেমে নাস্তা সেরে নিব। তারপর রাত এবং সকালে পাহাড়ে রান্নার জন্য হবে বাজার সদাই। এর মধ্যে সবাই সবার মত কাজ সেরে নিব। দুপুর পর্যন্ত আমরা আলিকদম বাজারেই ঘুরে বেড়াব। দুপুরের খাবার খেয়ে রওয়ানা হব মারায়নতং এর উদ্দেশ্যে। দেড় ঘন্টার মত ট্রেকিং শেষে উঠে যাব মারায়নতং এর চুড়ায়। রাতে এখানেই হবে ক্যাম্পিং এবং বারবিকিউ পার্টি।
পরের দিন সকালে উঠে সূর্যোদয় দেখব। সবার জন্য রান্না হবে সকালের নাস্তা খিচুড়ি। সকালের নাস্তা সেরে তাবু গুটিয়ে নেমে যাব পাহাড় থেকে। তারপর চলে যাব আলিরগুহা, মাতামুহুরি নদী ঘুরতে।
সব শেষে রাতের বাসে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিব। ইনশাআল্লাহ সকাল ৬টার মধ্যেই ঢাকা থাকব
⇨ভ্রমনের যেসব খরচ ট্যুরিস্টকে বহন করতে হবে নাঃ
✔বাস ভাড়া।
✔লোকাল ট্রান্সপোর্ট ভাড়া।
✔ ৫বেলা খাবার
✔কোন এন্ট্রি ফি থাকলে এন্ট্রি ফি।
✔ তাবুতে থাকার খরচ।
✔গাইড খরচ।
⇨ভ্রমনে যেসব খরচ আমরা বহন করবো নাঃ
✔কোন ধরনের ব্যক্তিগত খরচ
✔মেডিসিন
⇨যেহেতু এটা একটি ক্যাম্পিং ট্যুর, সুতরাং কিছু জিনিস আপনার নিজেকে বহন করতে হবেঃ
✔গামছা
✔টর্চ
✔পাওয়ার ব্যাংক
✔রাতে গায়ে দেওয়ার জন্য বড় চাদর
✔ভেজা টিস্যু
✔শুকনো খাবার
✔পানির বোতল
গ্রুপ লিংক https://www.facebook.com/groups/iccheghuribangladesh/?ref=share_group_link
পেজ লিংক https://www.facebook.com/ghuritravelers1/
⇨কিছু ব্যাপার লক্ষনীয়ঃ
*** অবশ্যই অবশ্যই ভোটার আইডি/ জন্ম নিবন্ধন / পাসপোর্ট / স্টুডেন্ট আইডি কার্ডের ২ কপি ফটোকপি নিবেন।
➤যেহেতু এটা একটা গ্রুপিং ট্যুর সেহেতু গাইডের সকল কথা বিনা বাক্যব্যয়ে শুনতে হবে।
➤মেয়ে -ছেলে উভয়েই যেহেতু ট্যুরে যাবে সেহেতু সবাইকে উপযুক্ত সম্মান দিয়ে চলতে হবে।
➤যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে।
⇨বিস্তারিত জানতে বা বুকিং করতে কল করুনঃ
01609998451 সোহাগ হোসেন