Feni Aviation

Feni Aviation Air Ticketing, Tours Visa Submission, Umrah Packages, Hotel Booking, Tour Packages Thank you for choosing Feni Aviation!
(7)

Welcome to Feni Aviation, your one-stop shop for all your private aviation needs! We offer a wide variety of private flights, from charter flights to scenic flights to private aviation tours. We have a range of flight options suited for all budgets and styles, so please feel free to browse our website and learn about our unique private aviation services.

টাইম ম্যানেজমেন্ট এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জীবনে। সময়ের চেয়ে দামি আসলেই কিছু নেই। আমরা কর্মক্ষেত্রে অনেক সময় ব্যবস্থ...
31/10/2024

টাইম ম্যানেজমেন্ট এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জীবনে। সময়ের চেয়ে দামি আসলেই কিছু নেই। আমরা কর্মক্ষেত্রে অনেক সময় ব্যবস্থাপনার প্রশিক্ষণ নিই। আসলে দিনের কাজ কোনটা কখন করবেন, কোনটা আগে বা পরে—এসবই আসে সময় ব্যবস্থাপনার মধ্যে। যদি এই বিষয়টি সঠিক না হয়, তবে সারা দিন কাজ করেও ভালো ফল মেলে না।
আর আসলে প্রথমে জানতে হবে সময় বলতেই–বা আমরা কী বুঝি। সময় তো ঘড়ির কাঁটায় চলে। একে ক্লক টাইম বলা হয়, যার কোনো হেরফের হয় না। কিন্তু সময় আসলে আপেক্ষিক। কাজ থেকে ১০ মিনিটের বিরতি নিয়ে ইউটিউব বা ফেসবুক ব্রাউজ করতে গিয়ে নিজের অজান্তে ঘণ্টা কাবার হয়ে যায়। আবার ল্যাপটপে প্রাত্যহিক একঘেয়ে কাজ করতে করতে যেন লাঞ্চ টাইম আর আসে না। তাই সব মিলিয়ে দিনের ২৪ ঘণ্টাকে বুদ্ধি করে সাজিয়ে সঠিক সময় ব্যবস্থাপনা করতে পারলে জীবনে মিলবে সফলতা।
মাত্র তিনভাবে সময় কাটানো যায়। চিন্তা করা, কথা বলা ও কাজ করা। আমরা সারা দিন যা–ই করি না কেন, তাকে এই তিন শ্রেণির একটিতে অন্তর্ভুক্ত করা যাবে। আর জীবনে সাফল্যের পথে এগিয়ে যেতে এই তিন ধরনের কাজই রাখতে হবে দিনের করণীয় কাজের তালিকায়। এবারে টাইম ম্যানেজমেন্ট বা সময় ব্যবস্থাপনার কিছু কার্যকর উপায় দেখে নেওয়া যাক।
১. সপ্তাহজুড়ে প্রতিদিন সময় রেকর্ড করা
কর্মক্ষেত্রে কথোপকথন, প্রজেক্ট আর বিভিন্ন কার্যক্রমে কতটুকু সময় লাগে, সেটা খেয়াল করে রেকর্ড করতে হবে প্রথমে সপ্তাহভর। আর তা যে শুধু কাজের হিসাব, তা নয়। যতভাবে সময় ব্যয় হয়, তার সবই আমলে আনতে হবে। এভাবে এক সপ্তাহের উপাত্ত পর্যবেক্ষণ করলেই বোঝা যাবে সময় কোথায় যাচ্ছে।
২. নিজের কাজের জন্য আলাদা সময় রাখা
আলাদা করে সময় না রাখলে কোনো কাজই করা হয় না ভালোভাবে। দিনের প্রাত্যহিক করণীয় কাজের ভিড়ে নিজের কোন বিশেষ কাজ হারিয়ে যায়। করা হয় না অথবা মানের ক্ষেত্রে আপস করা হয়।
৩. চিন্তা করার জন্য সময় বরাদ্দ
কর্মক্ষেত্রে সাফল্য পেতে হলে যত কাজ করতে হয়, যার প্রতিটি হওয়া উচিত সুচিন্তিত। এই ব্রেনস্টর্মিংয়ের জন্য আলাদ্য সময় অবশ্যই রাখতে হবে।
৪. কাজের বিঘ্ন ও বিরতিগুলোকে গোনায় ধরা
শুধু কাজ নয়, অকাজগুলোকেও গোনায় ধরতে হবে। কেউই টানা কাজ করতে পারে না। আবার আগে থেকে ঠিক করে রাখা শিডিউল অনুযায়ী কাজ করতে গিয়ে বিরতি নেওয়া বা বিভিন্ন কারণে বিঘ্ন ঘটতে পারে। এই সময়গুলোকে খেয়াল করে হিসাবের মধ্যে ধরতে হবে।
৫. দিনের প্রথম ৩০ মিনিট পরিকল্পনার জন্য রাখা
কাজ শুরু করার আগে প্রথমে আধা ঘণ্টা দিনের পরিকল্পনা করার জন্য রাখা উচিত। এতে উল্টাপাল্টা সময় ব্যয় হওয়ার সম্ভাবনা কমে যায়। পরিকল্পনা ছাড়া দিন শুরু করলে কাজের শৃঙ্খলা থাকে না। তাই এই ৩০ মিনিটই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়।
৬. লক্ষ্য স্থির করা
লক্ষ্যবিহীনভাবে কাজ করে কিছুই অর্জন করা যায় না। প্রতিটি কাজ, মিটিং বা ফোনালাপের আগে এর মূল লক্ষ্য বা এর থেকে কী ও কতটুকু পাওয়া যাবে, তা ঠিক করে নিতে হবে।
৭. সবাইকে জানান দিন যে আপনি ব্যস্ত
‘ডু নট ডিস্টার্ব’ সাইন সব সময় লাগানো না গেলেও কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে সবাইকে জানিয়ে দিলে ভালো। এতে এ সময় কেউ অযথা বিরক্ত করবে না। যেকোনো মেসেঞ্জার বা সামাজিক যোগাযোগমাধ্যমেও বিরক্ত না করার সিগন্যাল সেট করা যায়।
৮. সারাক্ষণ অন্যদের মনোযোগ না দেওয়া
আপনাকে সব সময় চাইলেই পাওয়া যাবে, এ ধারণা থেকে সবাইকে বের করে আনুন। নয়তো কোনো কাজই ঠিকভাবে করা হবে না ফোন বাজলেই ধরতে হবে, ই–মেইল এলেই খুলে দেখতে হবে তা নয়। মেসেঞ্জারগুলোতেও আপনার সক্রিয় উপস্থিতির বেলায় একই কথা প্রযোজ্য।

সংযুক্ত আরব আমিরাতের সকল ভিসার সর্বশেষ আপডেট (আজকের তথ্য)*ইনসাইড ভিসা আপডেট:*যারা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান ক...
05/10/2024

সংযুক্ত আরব আমিরাতের সকল ভিসার সর্বশেষ আপডেট (আজকের তথ্য)
*ইনসাইড ভিসা আপডেট:*
যারা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন এবং সাধারণ ক্ষমার আওতায় (যাদের ভিসায় ১ সেপ্টেম্বরের আগে ফাইন ছিলো), তাদের ভিসা সাধারণভাবে হচ্ছে। তবে যারা ১ সেপ্টেম্বরের পরে ভিসা ক্যান্সেল হয়েছেন বা ক্যান্সেল হতে যাচ্ছেন, তাদের জন্য এখন ট্রান্সফার ভিসা সম্পূর্ণ বন্ধ রয়েছে। (এই মুহূর্তে ভিসা ক্যান্সেল না করাই উত্তম)।
*আউটসাইড ভিসা আপডেট:*
বাংলাদেশ থেকে এখনো ভিজিট ভিসা, লেবার ভিসা, ফ্যামিলি ভিসা, এবং ৫ বছরের মাল্টিপল ভিজিট ভিসাসহ সব ধরনের ভিসা বন্ধ রয়েছে। অনেক প্রতারক চক্র ভিসা করে দেওয়ার নাম করে আপনার কাছ থেকে টাকা নিতে পারে এবং পরে হয়রানির শিকার হতে পারেন। এ ধরনের প্রতারণা থেকে সাবধান থাকুন।
নোট:
যেহেতু সব ধরনের ভিসা এখনো আগের মতোই বন্ধ রয়েছে, তাই কারো সাথে আর্থিক লেনদেনে জড়াবেন না। ভিসা সংক্রান্ত কোনো আপডেট হলে আপনাদের তাৎক্ষণিক জানিয়ে দেওয়া হবে।
নিয়মিত ভিসা আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন।



পাকিস্তান ট্যুরের নিয়মাবলী:🇧🇩✈️🇵🇰 ভিসা আবেদন:প্রথম ধাপেই অনলাইনে পাকিস্তানের ভিসা আবেদন করতে হবে। সহজেই ঘরে বসে বা কাছের...
05/09/2024

পাকিস্তান ট্যুরের নিয়মাবলী:
🇧🇩✈️🇵🇰 ভিসা আবেদন:
প্রথম ধাপেই অনলাইনে পাকিস্তানের ভিসা আবেদন করতে হবে। সহজেই ঘরে বসে বা কাছের কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করা যাবে। বর্তমানে ভিসা ফ্রি হওয়ায় কোন টাকা পয়সার প্রয়োজন নেই। আবেদন সম্পন্ন করার পর আপনি ই-ভিসা পেয়ে যাবেন।
★টিকেট বুকিং:
ভিসা পাওয়ার পরেই টিকেট কনফার্ম করতে হবে। উত্তরাঞ্চল ঘুরতে চাইলে লাহোরকে বেছে নিন, কারণ ইসলামাবাদ বা করাচীর তুলনায় লাহোরের টিকেটের দাম তুলনামূলক কম। ঢাকা থেকে লাহোর রাউন্ড ট্রিপের টিকেটের দাম ৫৫ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত ওঠানামা করতে পারে। তাই নিজের সুবিধা অনুযায়ী কম খরচের একটি এয়ারলাইন্সের টিকেট বুক করুন।
★লাহোর থেকে ইসলামাবাদ:
লাহোর এয়ারপোর্টে পৌঁছে সিটি বাস স্টেশনে যেতে হবে। এখান থেকে কোনো একটি বাসে উঠে ৫ ঘণ্টার জার্নি শেষে পৌঁছাবেন ইসলামাবাদে। বাস ভাড়া প্রায় ১ হাজার টাকা।
★ইসলামাবাদে থাকা:
ইসলামাবাদে বিভিন্ন ক্যাটাগরির হোটেল রয়েছে, আপনার বাজেট অনুযায়ী একটি হোটেল বেছে নিন। ইসলামাবাদকে বিশ্বের অন্যতম সুন্দরতম রাজধানী হিসেবে বিবেচনা করা হয়, তাই এখানে কিছুদিন অবস্থান করে শহরটি ঘুরে দেখা দারুণ অভিজ্ঞতা হতে পারে।
★কারেন্সি চেঞ্জিং:
লাহোরে পৌঁছানোর পর প্রথম কাজ হবে বাংলাদেশি টাকাকে রুপিতে কনভার্ট করা। ১০০ টাকা সাধারণত ১৯০ রুপি সমান, তবে কনভার্টের সময় কিছুটা কম পাওয়া যেতে পারে।
★প্রাথমিক থাকা/হোটেল বুকিং:
পাকিস্তানে যাওয়ার আগে বা পৌঁছে প্রথমে ১-২ দিন লাহোর বা ইসলামাবাদে থাকতে হবে। আপনি চাইলে আগেই অনলাইনে হোটেল বুক করতে পারেন, তবে অনলাইন বুকিং করা হোটেলগুলো সাধারণত ব্যয়বহুল হয়। পরিবারের সাথে থাকলে আগে থেকে হোটেল বুকিং করে রাখুন।
★মূল ট্যুর:
ইসলামাবাদ থেকে শুরু হবে আপনার মূল ট্যুর। খাইবার পাখতুনখা, গিলগিট-বাল্টিস্তান এবং আজাদ কাশ্মীরের যেকোনো অঞ্চল থেকে ঘুরতে পারবেন।
★ট্যুরের পদ্ধতি:
1. স্বাধীনভাবে: নিজের ইচ্ছামতো ট্যুর করতে পারেন, তবে খরচ কম হবে।
2. ট্রাভেল এজেন্সি: একাধিক এজেন্সি আপনার জন্য গাইডসহ জিপ গাড়ির ব্যবস্থা করে দেবে। এতে খরচ কিছুটা বেশি হলেও সুবিধা বেশি।
খরচ বিবরণ:
পাকিস্তানে থাকা-খাওয়া ও অভ্যন্তরীণ যাতায়াত খরচ বাংলাদেশের মতো বা তার চেয়ে কম হতে পারে। তবে মূল খরচ হবে বিমান ভাড়া। অনুমান করা খরচ:
• ভিসা: ফ্রি
• ঢাকা-লাহোর বিমান ভাড়া: ৫৫ হাজার থেকে ১ লাখ টাকা

ঘোষণা: সম্পূর্ণ বিনা খরচে আমরা হেলিকপ্টার দিয়ে উদ্ধার করতে প্রস্তুত আছি। ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। শুধুমাত্...
22/08/2024

ঘোষণা:
সম্পূর্ণ বিনা খরচে আমরা হেলিকপ্টার দিয়ে উদ্ধার করতে প্রস্তুত আছি। ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। শুধুমাত্র আবহাওয়া পরিস্থিতি একটু উন্নতি হলেই আমরা ফেনীর উদ্দেশ্যে রওয়ানা দিবো। এক্ষেত্রে আমাদের কিছু তথ্য দিয়ে সহযোগিতা করুন:
১, যেই ছাদে কোনো তার অথবা গাছপালা নেই, হেলিকপ্টার অবতরণ করতে পারে এমন ভবনের গুগল লোকেশন দিন।
২, ছাদের ছবি ও ভিডিও দিন।
৩, ওই ভবনে কতজন আটকা আছেন, সেই তালিকা দিন। (কতজন পুরুষ, কতজন মহিলা এবং কতজন শিশু বিস্তারিত তথ্য দিন)
৪, আটকেপড়াদের মধ্যে মোবাইল বুঝেন এবং দায়িত্ববান এমন কেউ থাকলে তার নাম্বার দিন।
৫, ছাদে কোনো লাল কাপড় টানিয়ে দিন। (যাতে আমরা উপর থেকে দেখে বুঝতে পারি)
নোট: যেহেতু এই জরুরী মুহূর্তে নিরাপত্তার জন্য কোনো পুলিশ বা আমাদের প্রটোকল টিম হেলিকপ্টার অবতরণ স্থানে পাঠানো সম্ভব না, তাই এখন আপনাদের থেকেই আমরা দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছি। কোনো ভাবেই নিরাপত্তা বিঘ্নিত করা যাবেনা। তাহলে আপনার একার কারণে আমাদের উদ্ধার অভিযান বন্ধ হয়ে যাবে। আশাকরি আপনারা আমাদের সহযোগিতা করবেন।
শুধুমাত্র হোয়াটসঅ্যাপে উপরের তথ্য দিন। এছাড়া কেউ অহেতুক কল দিবেন না এই মুহূর্তে প্লিজ:
+8801849920409
+8801797577533
আল্লাহ সবাইকে নিরাপদ রাখুক। আমিন
#ফেনীএভিয়েশন
#প্রবাসি
#প্রবাসী
#প্রবাসীর হেলিকপ্টার - Probashir Helicopter

বন্যাদুর্গত কারো নৌকা স্পিড বোট প্রয়োজন হলে যোগাযোগ করুন। এছাড়া কোথাও উদ্ধারের প্রয়োজন হলেও তথ্য দিয়ে সহযোগিতা করুন।🔴 জর...
22/08/2024

বন্যাদুর্গত কারো নৌকা স্পিড বোট প্রয়োজন হলে যোগাযোগ করুন। এছাড়া কোথাও উদ্ধারের প্রয়োজন হলেও তথ্য দিয়ে সহযোগিতা করুন।
🔴 জরুরি প্রয়োজনে কল করুন (স্পিড বোট বা অন্য যেকোনো কিছু)
★UNO PARSHURAM- 01713187316
★UNO FULGAZI:- 01713186315
★SENA BAHINI:- 01769335461, 01769335434
★RESCUE TEAM ARFAT-01836-889812
★স্পিড বোট,ছাগলনাইয়া -০১৬৩৭১১৯৩৯০(ফয়সাল)
★JASHED - 01818521000
★JOYNAL - 01818746542
★SHOWRAB SHAKIL- 01843-720516
★MIZAN- 01609430285
★SAIKAT- 01831588759
ছাগলনাইয়া 01644364349
ছাগলনাইয়া 01615414520
মোঃফোরকান -01818738984
আরাফাত হোসেন-01829260044
নাদের চৌধুরী -01690-028474
মীর হোসাইন হৃদয় -01875-149204
মাহেদী হাসান -01766-046785
জিয়াউর রহমান ফারুকী 01820746314(ফুলগাজী)
আবদুর রহমান -01887954818(ফুলগাজী)
আসাদুল ইসলাম -01402933308(পরশুরাম)
ওমর ফারুক -01822789872(ছাগলনাইয়া)
মেহেদী হাসান -01865445795(ছাগলনাইয়া)

21/08/2024
ঢাকার পাশাপাশি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও গত কয়েক বছর ধরে বিদেশ-ফেরত মানুষদের জরুরি সহায়তা দিয়ে আসছিল ...
20/08/2024

ঢাকার পাশাপাশি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও গত কয়েক বছর ধরে বিদেশ-ফেরত মানুষদের জরুরি সহায়তা দিয়ে আসছিল ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম। নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের এই সেবা কার্যক্রম বিস্তৃত করার অংশ হিসেবে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও ব্র্যাকের যৌথ উদ্যোগে রোববার (১৮ আগস্ট) দুপুরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের একটি সেবা বুথ চালু করা হয়েছে।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বুথের উদ্বোধন করে বলেন, ‘বাংলাদেশের প্রবাসীদের একটা বড় অংশ চট্টগ্রামের। চট্টগ্রামে মধ্যপ্রাচ্য থেকে সরাসরি অনেক ফ্লাইট আসে, যেখানে এমন প্রবাসীরা থাকেন যাদের জরুরি সহায়তার প্রয়োজন হয়। এ কারণেই এই বুথ করার উদ্যোগ। আমরা মনে করি সরকারি ও বেসরকারি সংস্থা সবাই সমন্বয় করে কাজ করলে আরও বেশি মানুষকে সহায়তা করা যাবে। পাশাপাশি নিরাপদ অভিবাসন নিয়ে সচেতনতা বৃদ্ধি, মানবপাচার রোধে জনসচেতনতা তৈরিতে ব্র্যাকের এই উদ্যোগ কার্যকরী ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্মের অ্যাসোসিয়েট ডিরেক্টর শরিফুল হাসান বলেন, ‘ব্র্যাক গত ছয় বছরে ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে পঁয়ত্রিশ হাজারেরও বেশি বিদেশ-ফেরত ক্ষতিগ্রস্ত অভিবাসীকে জরুরি সহায়তা দিয়েছে। আসলে বিদেশ থেকে অনেক মানুষ শূন্য হাতে দেশে ফিরে। বিমানবন্দর থেকেই তাদের পাশে দাঁড়াতে হয়। আর ব্র্যাক বিমানবন্দরে শুধু জরুরি সহায়তা দিচ্ছে তা-ই নয়, বিদেশ-ফেরতরা যেন ঘুরে দাঁড়াতে পারেন, আবার আয় করতে পারেন, ভালো থাকতে পারেন সেজন্য আমরা বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণের জন্য পাশে দাঁড়াচ্ছি, তাদের সহায়তা করছি। চট্টগ্রামে যেহেতু অনেক প্রবাসী আসেন, সে কারণেই এখানে আমরা কাজ করছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল, বিমানবন্দরের সহকারী পরিচালক (নিরাপত্তা) নজরুল ইসলাম, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের স্কোয়াড্রন লিডার তারিক আজিজ, নবম এপিবিএন-এর অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল আহসান মামুন ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. নাসির উদ্দিনসহ বিমানবন্দর সংশ্লিষ্ট নানা সংস্থার প্রতিনিধি ও অংশীজনরা।

বিদেশ-ফেরতদের টেকসই পুনরেকত্রীকরণ সেবা দিতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বুথটির পাশাপাশি চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকায় রয়েছে ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচির মাইগ্রেশন অ্যান্ড রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টার। বিদেশ-ফেরতররা সহায়তার জন্য সেখানে সরাসরি যোগাযোগ করতে পারবেন।

নিউজিল্যান্ড এ ৫ বছর এর কাজের ভিসা যারা অল্প শিক্ষিত ও কৃষি কাজে কাজ করতে পারেন তাদের জন্য সুখবর অল্প টাকায় যেতে পারবেন ...
20/08/2024

নিউজিল্যান্ড এ ৫ বছর এর কাজের ভিসা যারা অল্প শিক্ষিত ও কৃষি কাজে কাজ করতে পারেন তাদের জন্য সুখবর অল্প টাকায় যেতে পারবেন কোন দালাল ছাড়া। বৈধ ভাবে বিদেশ যান দেশের রেমিট্যান্স বারান, ইউরোপ এর মতো দেশ এ যান অনেক কম খরচ এ... কোন হেল্প লাগলে আমার কাছে নিতে পারেন।একটু সচেতন হলে নিজে নিজেই আবেদন করতে পারবেন।দরকার একটু ধৈয্য আর মনযোগ। আপনিও পারবেন।

যে কোন বিপদে যোগাযোগ করুনঃসেনাবাহিনীর ক্যাম্পসমূহের সাথে যোগাযোগের নম্বরসর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তম...
07/08/2024

যে কোন বিপদে যোগাযোগ করুনঃ
সেনাবাহিনীর ক্যাম্পসমূহের সাথে যোগাযোগের নম্বর
সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। যেকোন নাশকতামূলক কর্মকান্ড, হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখিন হলে নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। এক্ষেত্রে মিথ্যা তথ্য প্রদান ও গুজবে আতঙ্কিত হয়ে সেনাবাহিনীকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকুন। সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা প্রাপ্তির লক্ষ্যে নিম্নলিখিত নম্বরসমূহে যোগাযোগ করুনঃ
বরিশাল বিভাগ
১। বরিশাল
০১৭৬৯০৭২৫৫৬
০১৭৬৯০৭২৪৫৬
২। পটুয়াখালী
০১৭৬৯০৭৩১২০
০১৭৬৯০৭৩১২২
৩। ঝালকাঠি
০১৭৬৯০৭২১০৮
০১৭৬৯০৭২১২২
৪। পিরোজপুর
০১৭৬৯০৭৮২৯৮
০১৭৬৯০৭৮৩০৮
চট্টগ্রাম বিভাগ
১। নোয়াখালী
০১৬৪৪-৪৬৬০৫১
০১৭২৫-০৩৮৬৭৭
২। চাঁদপুর
০১৮১৫-৪৪০৫৪৩
০১৫৬৮-৭৩৪৯৭৬
৩। ফেনী
০১৭৬৯-৩৩৫৪৬১
০১৭৬৯-৩৩৫৪৩৪
৪। লক্ষীপুর
০১৭২১-৮২১০৯৬
০১৭০৮৭৬২১১০
৫। কুমিল্লা
০১৩৩৪-৬১৬১৫৯
০১৩৩৪-৬১৬১৬০
৬। ব্রাক্ষণবাড়ীয়া
০১৭৬৯-৩২২৪৯১
০১৭৬৯-৩৩২৬০৯
৭। কক্সবাজার এবং চট্টগ্রাম জেলার লোহাগড়া, পটিয়া, চন্দনাইশ, বাঁশখালী এবং সাতকানিয়া উপজেলা
০১৭৬৯১০৭২৩১
০১৭৬৯১০৭২৩২
৮। চট্টগ্রাম (লোহাগড়া, পটিয়া, চন্দনাইশ, বাঁশখালী এবং সাতকানিয়া উপজেলা ব্যতিত)
০১৭৬৯২৪২০১২
০১৭৬৯২৪২০১৪
ঢাকা বিভাগ
১। মাদারীপুর
০১৭৬৯০৭২১০২
০১৭৬৯০৭২১০৩
২। কিশোরগঞ্জ
০১৭৬৯১৯২৩৮২
০১৭৬৯২০২৩৬৬
৩। টাঙ্গাইল
০১৭৬৯২১২৬৫১
০১৭৬৯২১০৮৭০
৪। গোপালগঞ্জ
০১৭৬৯-৫৫২৪৩৬
০১৭৬৯-৫৫২৪৪৮
৫। রাজবাড়ী
০১৭৬৯-৫৫২৫১৪
০১৭৬৯-৫৫২৫২৮
৬। গাজীপুর
০১৭৮৫৩৪৯৮৪২
০১৭৬৯০৯২১০৬
৭। মুন্সিগঞ্জ
০১৭৬৯০৮২৭৯৮
০১৭৬৯০৮২৭৮৪
৮। মানিকগঞ্জ
০১৭৬৯০৯২৫৪০
০১৭৬৯০৯২৫৪২
৯। নারায়ণগঞ্জ
০১৭৩২০৫১৮৫৮
১০। নরসিংদী
০১৭৬৯০৮২৭৬৬
০১৭৬৯০৮২৭৭৮
১১। শরিয়তপুর
০১৭৬৯০৯৭৬৬০
০১৭৬৯০৯৭৬৫৫
১২। ফরিদপুর
০১৭৬৯০৯২১০২
০১৭৪২৯৬৬১৬২
ঢাকা মহানগর
১। ঢাকার লালবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, আগারগাঁও, মহাখালী, তেজগাঁও, এ্যালিফেন্ট রোড এবং কাঁটাবন
০১৭৬৯০৫১৮৩৮
০১৭৬৯০৫১৮৩৯
২। ঢাকার গুলশান, বারিধারা, বনানী, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা, শাহজাহানপুর, উত্তরখান, দক্ষিণখান এবং বনশ্রী
০১৭৬৯০১৩১০২
০১৭৬৯০৫৩১৫৪
৩। ঢাকার মিরপুর-১ হতে মিরপুর-১৪, খিলক্ষেত, উত্তরা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর
০১৭৬৯০২৪২১০
০১৭৬৯০২৪২১১
৪। ঢাকার মতিঝিল, সেগুনবাগিচা, কাকরাইল, শান্তিনগর, ইস্কাটন, রাজারবাগ, পল্টন, গুলিস্তান এবং পুরান ঢাকা
০১৭৬৯০৯২৪২৮
০১৭৬৯০৯৫৪১৯
ময়মনসিংহ বিভাগ
১। শেরপুর
০১৭৬৯২০২৫১৬
০১৭৬৯২০২৫২৪
২। নেত্রকোণা
০১৭৬৯২০২৪৭৮
০১৭৬৯২০২৪৪৮
৩। জামালপুর
০১৭৬৯১৯২৫৪৫
০১৭৬৯১৯২৫৫০
৪। ময়মনসিংহ
০১৭৬৯২০৮১৫১
০১৭৬৯২০৮১৬৫
খুলনা বিভাগ
১। বাগেরহাট
০১৭৬৯০৭২৫১৪
০১৭৬৯০৭২৫৩৬
২। কুষ্টিয়া
০১৭৬৯-৫৫২৩৬২
০১৭৬৯-৫৫২৩৬৬
৩। চুয়াডাঙ্গা
০১৭৬৯-৫৫২৩৮০
০১৭৬৯-৫৫২৩৮২
৪। মেহেরপুর
০১৭৬৯-৫৫২৩৯৮
০২৪৭৯৯২১১৫৩
৫। নড়াইল
০১৭৬৯-৫৫২৪৫৬
০১৭৬৯-৫৫২৪৫৭
৬। মাগুরা
০১৭৬৯-৫৫৪৫০৫
০১৭৬৯-৫৫৪৫০৬
৭। ঝিনাইদহ
০১৭৬৯-৫৫২১৫৮
০১৭৬৯-৫৫২১৭২
৮। যশোর
০১৭৬৯-৫৫২৬১০
০১৭৬৯-০০৯২৪৫
৯। খুলনা
০১৭৬৯-৫৫২৬১৬
০১৭৬৯-৫৫২৬১৮
১০। সাতক্ষীরা
০১৭৬৯-৫৫২৫৩৬
০১৭৬৯-৫৫২৫৪৮
রাজশাহী বিভাগ
১। রাজশাহী
০১৭৬৯১১২৩৮৬
০১৭৬৯১১২৩৮৮
২। চাঁপাইনবাবগঞ্জ
০১৭৬৯১১২০৭০
০১৭৬৯১১২৩৭২
৩। পাবনা
০১৭৬৯১২২৪৭৮
০১৭৬৯১১২৪৮০
৪। সিরাজগঞ্জ
০১৭৬৯১২২৪৬২
০১৭৬৯১২২২৬৪
৫। নাটোর
০১৭৬৯১১২৪৪৬
০১৭৬৯১১২৪৪৮
৬। নওগাঁ
০১৭৬৯১২২১১৫
০১৭৬৯১২২১০৮
৭। জয়পুরহাট
০১৭৬৯১১২৬৩৪
৮। বগুড়া
০১৭৬৯১১২৫৯৪
০১৭৬৯১১২১৭০
রংপুর বিভাগ
১। রংপুর
০১৭৬৯৬৬২৫৫৪
০১৭৬৯৬৬২৫১৬
২। দিনাজপুর
০২৫৮৯৯২১৪০০
০২৫৮৯৬৮২৪১৪
৩। নীলফামারী
০১৭৬৯৬৮২৫০২
০১৭৬৯৬৮২৫১২
৪। লালমনিরহাট
০১৭৬৯৬৮২৩৬৬
০১৭৬৯৬৮২৩৬২
৫। কুড়িগ্রাম
০১৭৬৯৬৬২৫৩৪
০১৭৬৯৬৬২৫৩৬
৬। ঠাকুরগাঁও
০১৭৬৯৬৬৬০৬২
০১৭৬৯৬৭২৬১৬
৭। পঞ্চগড়
০১৯৭৩০০০৬৬২
০১৭৬৯৬৬২৬৬১
৮। গাইবান্ধা
০১৬১০৬৫২৫২৫
০১৭৫৪৫৮৫৪৮৬
সিলেট বিভাগ
১। সিলেট
০১৭৬৯১৭৭২৬৮
০১৯৮৭৮৩৩৩০১
২। হবিগঞ্জ
০১৭৬৯১৭২৫৯৬
০১৭৬৯১৭২৬১৬
৩। সুনামগঞ্জ
০১৭৬৯১৭২৪২০
০১৭৬৯১৭২৪৩০
৪। মৌলভীবাজার
০১৭৬৯১৭৫৬৮০
০১৭৬৯১৭২৪০০

05/08/2024

বিমান বাংলাদেশের নোটিশ
Please be informed that, due to Dhaka airport closure
BG226/05Aug'24
DOH-ZYL/DAC is delayed.
Departure time will be informed later.
Please inform your passengers regarding this delay.
Sorry for the inconvenience.
Best Regards,
Md Kamal uddin
Country Manager
Biman Bangladesh
Doha.
51166128

05/08/2024

আজকের US-Bangla ফ্লাইট বাতিল

05/08/2024

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অস্থিতিশীল অবস্থা ও নিরাপত্তার সংকটের আশংকায় ফ্লাইট পরিচালনা বন্ধ আছে।
বাংলা এভিয়েশনের পরামর্শ , গুজব থেকে সতর্ক থাকুন। 🙏
🛫 ফ্লাইট শিডিউল পরিবর্তন বা বাতিলের বিষয়টি এয়ারলাইনের নিজস্ব সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।
আপনি যে ফ্লাইটের টিকিট কেটেছেন, তা বাতিল বা সময় পরিবর্তন হয়েছে কী না তা আপনাকে নিশ্চিত করতে পারবে এয়ারলাইন। তাই ফ্লাইট সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আপনি যে এয়ারলাইনের টিকিট কেটেছেন, সেই এয়ারলাইনের সাথে যোগাযোগ করুন।

#বাংলা_এভিয়েশন
#ফেনীএভিয়েশন

Make sincere dua for Bangladesh. May Allah ease their trials
04/08/2024

Make sincere dua for Bangladesh. May Allah ease their trials

ফেনী থেকে চি এন জি মাজে মাজে টমটম রিকশায় এয়ারপোর্টে আসি 😪 ফ্লাইটের প্রায় অনেক আগেই যাত্রীরা বিমানবন্দরের বিতরে অবস্থান ন...
04/08/2024

ফেনী থেকে চি এন জি মাজে মাজে টমটম রিকশায় এয়ারপোর্টে আসি 😪 ফ্লাইটের প্রায় অনেক আগেই যাত্রীরা বিমানবন্দরের বিতরে অবস্থান নিতে হচ্চে। বিদায় বাংলাদেশ 🇧🇩✈️🇦🇪

04/08/2024

প্রানের শহর ফেনী ভালো নেই💔🥹

প্রবাসীদের জন্যবিমানবন্দর সড়ক কিংবা অন্য কোন সড়কে টিকেট + পাসপোর্ট উভয় দেখালেই আপনারা তার যাবার ব্যবস্থা করে দিবেন।♥️
04/08/2024

প্রবাসীদের জন্য
বিমানবন্দর সড়ক কিংবা অন্য কোন সড়কে টিকেট + পাসপোর্ট উভয় দেখালেই আপনারা তার যাবার ব্যবস্থা করে দিবেন।♥️

Address

Uttara Sector 03, Road No 12 House No 21
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Feni Aviation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Feni Aviation:

Videos

Share

Category