Jissan international travelling

  • Home
  • Jissan international travelling

Jissan international travelling নিজেকে ও নিজের পরিবারকে এবং দেশকে বাচাতে হলে অন্তবিশিষ্ট হতে হবে।

14/08/2024
09/01/2023

কাজের জন্য বিদেশ যাওয়ার পূর্বের প্রস্তুতি ও করণীয়


০১। বৈধভাবে বিদেশ যাবার জন্য সিদ্ধান্ত নিন এবং পাসপোর্ট করুন।
০২। প্রথমে লাভ ক্ষতি হিসাব করুন তারপর বিদেশ গমনের ব্যাপারে সিদ্ধান্ত নিন
০৩। পাসপোর্ট পাবার পর আপনার নিজ জেলার জোন DEMO তে গিয়ে নিবন্ধন করুন।
০৪। গন্তব্য দেশের ভাষার প্রশিক্ষণ নিন। সারাদেশে ৪০টি টিটিসিতে মন্ত্রণালয়ের আওতাধীন বিএমইটি ভাষা প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
০৫। পছন্দ ও দক্ষতা অনুযায়ী কাজের প্রশিক্ষণ গ্রহণ করুন। বর্তমানে ৬৪টি টিটিসি এবং ৬টি আইএমটিতে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
০৬। সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সি‘র মাধ্যমে গমন করুন।
০৭। ভালোমত পড়ে ও বুঝে চুক্তিপত্র স্বাক্ষর করুন।টিভিসি-১
০৮। বিদেশ যাওয়ার পূর্বে সমস্ত কাগজপত্রের ৩ সেট ফটোকপি করুন।
০৯। বিএমইটির স্মার্ট কার্ড গ্রহণ করুন।টিভিসি-২
১০। বিদেশ যাওয়ার পূর্বে ব্যাংক হিসাব খুলু্ন। (TVC)

পিতা-পুত্রের ব্যর্থ প্রবাস জীবন ও উপলব্ধি‘নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস।’ সেই অপার বিশ্বাস...
09/01/2023

পিতা-পুত্রের ব্যর্থ প্রবাস জীবন ও উপলব্ধি
‘নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস।’ সেই অপার বিশ্বাসে ভাগ্যের চাঁকা ঘোরাতে দেশ পেরিয়ে কাঁটাতারের ওপারের অজানা রঙ্গীন দুনিয়ায়, স্বপ্নের বেলুন উড়িয়ে প্রতিনিয়তই ছুটে চলেছেন অজস্র মানুষ। কেউ কেউ হয়তো নিমিষেই পৌঁছে যান সেই কাঙ্খিত গন্তব্যের দুয়ারে। জীবনকে রাঙ্গিয়ে তুলে এগিয়ে চলেন সাফল্যের চূঁড়ায়। কিন্তু সবার পরিণতি কি এক বিন্দুতে মিলিত হয়!

স্বপ্নভঙ্গের জালে জড়িয়ে প্রতনিয়ত অসংখ্য মানুষের ভাগ্য থমকে যায়। জীবনে নেমে আসে ঘোরতর অমানিশা। প্রতারণার ফাঁদে পড়ে অজ্ঞতা কিংবা সরল বিশ্বাসের খেসারত দিতে হয় পদে পদে, কখনওবা জীবন দিয়ে। তারপরও কাঙ্খিত সেই সোনার হরিণের আশায়, বিশ্বাস আর স্বপ্নের বুনন থেমে থাকে না।

ঠিক এরকমই একজন বাবা রেজাউল করিম (৫৩) ও ছেলে আব্দুর রহমান (৩৩) বারংবার ফিরে আসা ব্যর্থতার বিপরীতে অপার বিশ্বাসের জাল বুনেছেন। পরিবারের আর্থিক স্বচ্ছলতা ও সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে ২০০৭ সালে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেন খুলনার দাকোপ উপজেলার সরদার রেজাউল করিম। ধর্মপ্রাণ রেজাউল, হজরত মুহাম্মদ (স.) এর মাতৃভূমি মক্কা, মদিনা দর্শন ও হজ পালনের অভিলাষে গন্তব্য হিসেবে সৌদি আরবকে বেছে নেন।

পাসপোর্ট, ভিসাসহ বিদেশ যাবার নানান প্রক্রিয়া সম্পন্ন করে খুলনার দাকোপ উপজেলার মৌখালি গ্রামের এই বাসিন্দা একদিন সত্যিই পৌঁছে যান সৌদি আরবের ঝাঁ চকচকে জৌলুসময় শহর জেদ্দায়। কিন্তু সেখানে পৌাঁছানোর পর তার জীবন আর জৌলুসময় থাকেনি। শুরুতেই ধাক্কা খান কর্মস্থলে যোগ দিতে গিয়ে।

‘বিদেশ নিয়ে মানুষ যে গল্প শোনে, সেই গল্পের বিদেশ আর বাস্তবতা ভিন্ন জিনিস।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Jissan international travelling posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share