MADAN travellers

MADAN travellers Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MADAN travellers, Travel Company, Upazila Madan, Dhaka.

ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সময়সূচি জেনে নিন।=========আগামী ১ নভেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন ...
13/10/2023

ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সময়সূচি জেনে নিন।
=========
আগামী ১ নভেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন চলবে নতুন কোরিয়ান কোচ দিয়ে। ঢাকা ছাড়বে রাত ১১:১৫, কক্সবাজার পৌঁছাবে সকাল ৭:১৫।

কক্সবাজার ছাড়বে দুপুর ১টায়, ঢাকা পৌঁছাবে রাত ৯টায়। ওয়াশপিট ও অফডে সার্ভিসিং হবে কক্সবাজারে।

চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ও ঢাকাগামী তূর্ণা এক্সপ্রেস ট্রেনের রুট বর্ধিত করে কক্সবাজার-চট্টগ্রাম-ঢাকা রুটে চলবে। সকাল ৭:৪৫ এ ঢাকা ছেড়ে কক্সবাজার পৌঁছাবে বিকাল ৪টায়। ফিরতিযাত্রায় কক্সবাজার থেকে রাত ৮:৪৫ ছেড়ে ঢাকা পৌছাবে সকাল ৬টায়।

চট্টগ্রাম-কক্সবাজার রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন চালু হবে চট্টলার অবমুক্ত এক রেক দিয়ে। চট্টগ্রাম ছাড়বে সকাল ৬:৩০, কক্সবাজার পৌঁছাবে ১০টায়। কক্সবাজার ছাড়বে সকাল ১০:৩০, চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ২:৩০। চট্টগ্রাম ছাড়বে দুপুর ৩:১৫, কক্সবাজার পৌঁছাবে সন্ধ্যা ৭টায়। কক্সবাজার ছাড়বে সন্ধ্যা ৭:৩০, চট্টগ্রাম পৌঁছাবে রাত ১১টায়।

ট্যুরিস্ট কোচ পাওয়া সাপেক্ষে, কক্সবাজারগামী নতুন দুটো আন্তঃনগর ট্রেনের সময়সূচী চুড়ান্ত করে রাখা হচ্ছে।

ঢাকা-কক্সবাজার এক্সপ্রেস ট্রেন, ঢাকা ছাড়বে সকাল ১০টায়, কক্সবাজার সন্ধ্যা ৬:৩০, ছাড়বে রাত ১০টায়, ঢাকা পৌছাবে সকাল ৭টায়। সিলেট-কক্সবাজার এক্সপ্রেস ট্রেন, সিলেট ছাড়বে সকাল ৭:৩০, কক্সবাজার বিকাল ৫টা, ছাড়বে রাত ৮টায়, সিলেট পৌঁছাবে সকাল ৫:৩০।

মেঘনা এক্সপ্রেস ট্রেনটি রুট বর্ধিত করে চাঁদপুর-চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলবে।

চট্টগ্রাম-দোহাজারীর লোকাল ট্রেনটি শোভন শ্রেণীর কোচ দিয়ে প্রতিস্থাপিত হয়ে চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচল করবে। দোহাজারী কমিউটার কক্সবাজার থেকে ছাড়বে সকাল ৫টায়, চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৮:৫০, ছাড়বে সন্ধ্যা ৭:৩০, কক্সবাজার পৌঁছাবে রাত ১১টায়। কক্সবাজার কমিউটার চট্টগ্রাম থেকে ছাড়বে ছাড়বে সকাল ৯:৩০, কক্সবাজার পৌঁছাবে দুপুর ১টায়, ছাড়বে দেড় টায়, চট্টগ্রাম পৌছাবে বিকাল ৫টায়।

26/02/2023
17/02/2023

আগামী মঙ্গলবার
মদন হতে টেকেরেঘাট+শিমুল বাগান মোটরসাইকেল ভ্রমণ হবে
ইন-শা-আল্লাহ।

21/09/2022

কপি পোস্ট
মেয়েদের ফুটবল শুধুমাত্র একটা খেলা নয়, এটা একটা কালচারাল ওয়ার।

বিদেশে সী বিচে মেয়েদের বিকিনি পরে ভলিবল খেলার প্রতিযোগিতা হয়, এই খেলা পুরুষ দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়। পুরুষদের উদ্দাম নারীদেহ দেখতে ভালো লাগে। আর সেটাকেই পূজি করে চলে এই খেলা।

এখন ক্রিকেটেও চলে এসেছে নারীদেহের উদ্দাম নাচ, চিয়ার্স লিডার নাম দিয়ে ছোট পোশাকে মেয়েরা পুরুষ দর্শকদের মনোরঞ্জন করতে থাকে।

খেলা এখন শুধু বিনোদন নয়, এটা ব্যবসা। এখানে জুয়ার আসর বসে, চিয়ার্স লিডার নামে টাকায় কেনা সস্তা মেয়েরা মাঠ জুড়ে নেচে গেয়ে দর্শক বাড়ায়।

এসব খেলা নিয়ে মুসলিমদের এত মাতামাতি কেন?

ধর্মের বেসিক জ্ঞান আমাদের শূণ্যের কোঠায় নেমেছে। মেয়েরা বেপর্দা হয়ে খেলাধুলা করছে, তা নিয়ে আমরা এখন গর্বিত হই !

পর্দা নিয়ে এই যে তুচ্ছ তাচ্ছিল্য করে কার্টুন আঁকছে, মেয়েদের ফুটবল জয়কে ধর্মের বিধানের সাথে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর সাহস পেয়েছে এটা আমাদের ধর্মহীনতার ফল।

কার্টুনে বুঝানো হয়েছে, হুজুরেরা পর্দা নিয়ে বলে, তাই মেয়েরা ফুটবল দিয়ে লাথি মেরে বুঝিয়েছে আমরা পারি! এই লাথিটা আসলে কাকে দিয়েছে?

কোনো হুজুর এই পর্দার বিধান দেয়নি, এটা আল্লাহ সুবহানা তায়ালার বিধান। তিনি এই বিধানের মাধ্যম নারীদের সস্তা হতে দেননি। হাজার পুরুষের মনোরঞ্জনের জন্য নারীদেহ উম্মুক্ত রাখার বিধান দেননি। পর্দার মাধ্যমে নারীদের সম্মানিত করেছেন। অথচ অধিকাংশই তা বুঝি না।

আসুন, নিজেদের পরিবারে, আত্মীয়স্বজন, বন্ধু বান্ধবের মাঝে বেশি বেশি দাওয়াতি কাজ করি।

- ড. উম্মে বুশরা সুমনা

19/09/2022

► হে আল্লাহ্, তুমি আমায় এমন
ভাবে ক্ষমা কর যেন এরপর আর পাপ
না করি।
► হে আল্লাহ্, তুমি আমায় এমন
ভাবে হেদায়েত কর যেন এরপর আর ভুল
পথে না যাই।
► হে আল্লাহ্, তুমি আমায় এমন
শান্তি দান কর যেন এরপর আর
কষ্টে না পড়ি।
► হে আল্লাহ্, তুমি আমায় এমন
সফলতা দান কর যেন এরপর আর
অকৃতকার্যতা না দেখি।
► হে আল্লাহ্, তুমি আমায় এমন
ভাবে সন্মানীত কর যেন এরপর আর
অপদস্থ না হই।
আমীন
সংগ্রহীত

17/09/2022

এতদ্বারা মদন উপজেলার সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে, আগামীকাল রোজ রবিবার (১৮/৯/২২ খ্রিঃ) সকাল ৬ঃ০০ টা হতে দুপুর ১২ঃ০০ টা পর্যন্ত জাতীয় গ্রীড ও নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির জরুরী রক্ষণাবেক্ষণ কাজের জন্য নেত্রকোণা গ্রীড হতে ৩৩ কেভি লাইন বন্ধ থাকবে। দৈনন্দিন ব্যবহৃত পানি মজুতসহ অন্যান্য জরুরি বৈদ্যুতিক কাজ ভোর ছয়টার মধ্যে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।
#কর্তৃপক্ষের_টাইমলাইন_থেকে

আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ
22/08/2022

আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ

Travel company

Address

Upazila Madan
Dhaka
2490

Website

Alerts

Be the first to know and let us send you an email when MADAN travellers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category