Zahi Tours & Travels

Zahi Tours & Travels Zahi Tours & Travels is a best tours operator in Bangladesh. our mail focus is client/traveler's sat

26/03/2023
দার্জিলিং এর সর্বোচ্চ টাইগার হীল থেকে কান্ঞ্চন জ্ঙ্ঘার অপরুপ দৃশ্য আমাদের কামেরায়৯.১১.২০২২
09/11/2022

দার্জিলিং এর সর্বোচ্চ টাইগার হীল থেকে কান্ঞ্চন জ্ঙ্ঘার অপরুপ দৃশ্য আমাদের কামেরায়
৯.১১.২০২২

09/11/2022
পৃথিবীর লাল টিপ যার সৌন্দর্য অনাবিল, অপরুপ মহিমা যা সরাসরি না দেখলে বলে বুঝানো যাবেনা, সূর্যদয়ের অপরূপ অভ্যুদয়,  তাই দের...
09/11/2022

পৃথিবীর লাল টিপ যার সৌন্দর্য অনাবিল, অপরুপ মহিমা যা সরাসরি না দেখলে বলে বুঝানো যাবেনা, সূর্যদয়ের অপরূপ অভ্যুদয়, তাই দেরি না করে ঘুরে আসুন দার্জিলিং

09/08/2022

......... সুখবর সুখবর........

সর্বনিম্ন খরচে ও দ্রুততম সময়ে সৌদি আরবের ভিসা প্রসেসিং করা হয়।
আমেল আইদি
আমেল মন্জিল
জিয়ারা/ফ্যামিলি

মোবাইল:-
(What's app/Direct Call)
📞 +880 1799616134
📞+880 1827175423
আমাদের আরও ব্রাঞ্চ
➡️ ঢাকা
➡️ বসুরহাট
➡️ নোয়াখালী
আপনাদের সুবিধার্থে যেকোনো ব্রাঞ্চে ফাইল জমা দিতে পারবেন।

09/08/2022

…..সর্বনিম্ন বিমান ভাড়া…

09 AUG 2022
*Update Group*

CGP SLL 14 AUG FZ 10HT
TK 48000/-
DAC DXB 12 AUG FZ
TK 42000/-
CGP DXB 13 AUG FZ
TK 44,500/-
DAC SHJ 13 AUG G9
TK 39000/-
DAC AUH G9 13 AUG
TK 40000/-
DAC DMM FZ 14 AUG 7HT
TK 52000/-
DAC RUH 6E 15 AUG 3HT
TK 58,500/-

please Contact with us:
Zahi Tours & Travels
Hasib Enterprise
01799616134/01824969613

01/08/2022

🇸🇦 সু-খবর 📢

স্বল্প খরচে ও দ্রুততম সময়ে সৌদি আরবের আমেল মঞ্জিল ভিসা প্রসেসিং করা হয়। ✅

প্রসেসিং খরচ মাত্র ১ লাখ ৭০ হাজার

মোবাইল:-
(What's app/Direct Call)
📞 +880 1799616134
📞+880 1827175423
আমাদের আরও ব্রাঞ্চ
➡️ ঢাকা
➡️ বসুরহাট
➡️ নোয়াখালী
আপনাদের সুবিধার্থে যেকোনো ব্রাঞ্চে ফাইল জমা দিতে পারবেন।

28/07/2022

সৌদি আরবের ভিসা ওকালা, স্ট্যাম্পিং এবং ম্যানপাওয়ার করা হয়।
সকল প্রকার এয়ার টিকেট এবং ভিসা প্রসেসিং(ম্যান পাওয়ার) সম্বন্ধিয় জটিলতা সহ ভিসা সংক্রান্ত সকল কাজ বিশ্বস্ততার সাথে সম্পাদান করা হয়
what's app 01827175423

17/07/2022

কফিলের অনুমতি ছাড়া হুরুব ক্যান্সেল
----------------
সম্প্রতি কয়েকটি সৌদি সংবাদ মাধ্যম কফিলের সম্মতি ছাড়া হুরুব ক্যান্সেলের বিষয়ে সংবাদ প্রকাশ করছে। এসকল সংবাদের ইংরেজি / বাংলা অনুবাদে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন। তাই কয়েকটি সংবাদ মাধ্যমের (আখবার ২৪, উকাজ, সায়্যিদাতি) খবর পড়ে যা বুঝা গিয়েছে তার সার সংক্ষেপ তুলে ধরছি।
------
কোন কোম্পানি যদি নিচের চারটি অবস্থার কোন একটি অবস্থায় থাকে এবং তাদের কর্মীদের পলাতক মর্মে হুরুব দেয় তাহলে হুরুবপ্রাপ্ত ব্যক্তি হুরুবদাতা কোম্পানির সম্মতি ছাড়াই হুরুব বাতিল পূর্বক অন্য কোম্পানিতে ট্রান্সফার হতে পারবে। অবস্থাগুলো হলো:

১) যদি কোম্পানির ফাইল লেবার অফিস হতে বাতিল করা হয় ( অর্থাৎ কোম্পানি প্রতিষ্ঠিত নয় মর্মে ঘষিত হয়)।
২) যদি কোম্পানির ফাইল লেবার অফিসে নবায়নকৃত না হয়ে অন প্রসেস হিসেবে থাকে এবং তিরিশ দিন পার হওয়ার পর ও নবায়ন না করে।
৩) কোম্পানির অবস্থা যদি রেড হয় এবং কমপক্ষে ৮০% ওয়েজ প্রটেকশন সিস্টেম না মেনে চলে ( অর্থাৎ কোম্পানি রেড অবস্থায় অন্তত ৮০% কর্মিদের বেতন ভাতা যদি নিয়মিত ব্যাংকের মাধ্যমে পরিশো না করে থাকে)।

৪) কোম্পানির অবস্থা যদি রেড হয় এবং কমপক্ষে ৭৫% কর্মির অনলাইন কন্ট্রাক্ট সিস্টেম না মেনে চলে ( অর্থাৎ কোম্পানি রেড অবস্থায় আছে এবং সকল কর্মী হতে অন্তত ৭৫% কর্মীর কাজের চুক্তি যদি অনলাইনে কুয়া/ গোসি প্লাটফর্ম মারফত রেজিস্ট্রি না করে থাকে)। {দেখি কে কপি পেস্ট করে 😆}

হুরুবদাতা কোম্পানি উল্লেখিত চারটি অবস্থার কোন একটিতে হলে হুরুবপ্রাপ্ত কর্মীকে অন্য কোম্পানি হুরুব বাতিল করে ট্রান্সফার করে নিতে পারবে। এক্ষেত্রে নতুন ট্রান্সফারকারী কোম্পানিটিকে হুরুবপ্রাপ্ত কর্মীকে ট্রান্সফার করতে হলে চেম্বার অফ কমার্স/ গুরফা তিজারিয়া কর্তৃক মাকতাব আমলে সত্যায়িত ট্রান্সফার আবেদনপত্র দাখিল করতে হবে। আবেদনে ট্রান্সফার জনিত যাবতীয় খরচ নতুন কোম্পানি বহন করবে মর্মে অংগীকার করতে হবে, এবং কোম্পানিটি অবশ্যই ট্রান্সফারের ক্ষমতা আছে এমন কোম্পানি হতে হবে।
-------
এই ছিল খবরের সারমর্ম। এই সংবাদ দ্বারা বুঝা গেল হুরুব সকল কফিল/ কোম্পানি দিতে পারবে তবে তাদের অবস্থা যদি উপরের কোন একটা হয় তাহলে হুরুবপ্রাপ্ত কর্মী নতুন কোম্পানিতে ট্রান্সফার এর মাধ্যমে নতুন কোম্পানির সহায়তায় হুরুব ক্যান্সেল করতে পারবে। কর্মী নিজে নিজে ক্যান্সেল করতে পারবেনা, কিংবা আগের কফিলকে হুরুব দেয়া হতে প্রতিহত করতে পারবেনা।
-------
উল্লেখ্য, কোন কর্মী কাজ থেকে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকলে কিংবা কোম্পানি হতে পালিয়ে গেলে কোম্পানি কর্তৃক কর্মী পালিয়ে গিয়েছে মর্মে যে রিপোর্ট করা হয় তাকেই হুরুব বলা হয়। বর্তমান আইন অনুযায়ী কাউকে একবার হুরুব দেয়া হলে তিনি অবৈধ হিসেবে বিবেচিত হবেন এবং সৌদি আরব ত্যাগের পর পুনরায় আর কাজের ভিসায় সৌদি আরবে প্রবেশ করা যাবেনা।

লিখেছেন বাংলাদেশ এম্বাসির লিগেল এডভাইজার

মামুনুর রশিদ
২৭/৬/২০২২
আল খোবার, সৌদি আরব।

12/06/2022

মালয়েশিয়া যেতে নিবন্ধন শুরু
সোমবার মানে ১৩ জুন থেকে আপনার নিকটস্থ সরকারি ট্রেনিং সেন্টার বা কর্ম সংস্থানের অফিসে গিয়ে নিবন্ধন করতে পারবেন যারা মালয়েশিয়া যেতে চান। মালয়েশিয়া যেতে নিবন্ধন করতে বিএমইটির ওয়েব সাইট www.bmet.gov.bd এই ঠিকানায় ঢুকে বিস্তারিত জানতে পারেন।
মালয়েশিয়া যেতে নিবন্ধন করা যাবে ২০০ টাকা দিয়ে। তবে আপনি যদি বাসায় বসে নিবন্ধন করতে চান তবে আমি প্রবাসী এ্যাপে নিবন্ধন করতে পারেন। এর জন্য প্রয়োজন ৩০০ টাকা। ভিডিও কিউআরকোড দেয়া আছে এটি স্ক্যান করে আমি প্রবাসী এ্যাপে ঢুকতে পারেন । অথব মালয়েশিয়া যেতে নিবন্ধন করতে এ্যাপে ঢুকে ফরম পুরন করেত পারেন। মালয়েশিয়া যেতে নিবন্ধন করতে প্রয়োজন হবে বৈধ পাসপোর্ট, পাসপোর্ট সাইজের ছবি, ফোন নাম্বার, ইমেইল যদি থাকে, আর যদি দক্ষতার সনদ থাকে। মালয়েশিয়া যেতে নিবন্ধন নতুন করে করার প্রয়োজন নেই যদি না আগে নিবন্ধন করা থাকে। কেউ যদি একবার বিদেশ গিয়ে থাকেন তবে তার আর নিবন্ধনের প্রয়োজন নেই।
তবে মালয়েশিয়া যেতে নিবন্ধন করতেই হবে।

12/06/2022

আলহামদুলিল্লাহ অবশেষে মালয়েশিয়ার মেডিক্যাল শুরুর ঘোষণা আসছে।বহু প্রতিক্ষার পর সুসংবাদ পেতে যাচ্ছি,,
যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ
01827175423
01799616134

12/06/2022

মালেশিয়া নিয়োগ বিজ্ঞপ্তি
01827175423
01799616134

১/ K K সুপার মার্কেট ২/ এ ওয়ান ডিলাইট মার্কেট ক্লিনার ৩/ কুয়ালা লামপুর ফ্রাঙ্ক চিকেন ৪/ R. O ওয়াটার কোঃ ৫/ বান সিং প্লাস্টিক ৬/ নিউ এইজ এলমনিয়াম ৭/ আসা কুশি ৮/ মাম্মি লুডুস ৯/ মেরি ফেয়ার চেয়ার ১০/ মানজাকো মার্কেট ১১/ ফেল্ডা কোঃ (প্লানডেশন) ১২ প্রেস মেটাল ১৩/ ইকো মার্কেট ১৪/ এরো ফোম ১৫/ C. S. F মেটাল ১৬/ হিট গ্লোবাল ইলেক্ট্রনিং ১৭/ কেন পাক ১৮/ ইংলিওন টিন কেন ১৯/ মিড গেস্ট কনস্ট্রাকশন কোঃ ২০/ কনস্ট্রাকশন ২১/ নুশন বেনসন ইলেক্ট্রনিক। অল কোম্পানি বেতন ১৫০০ রিংগিত ডিউটি ৮ ঘন্টা

04/06/2022

মালেয়েশিয়া যাওয়ার প্রাথমিক প্রস্তুতি কি কি?
১)অবশ্যই পাসপোর্ট লাগবে এবং পাসপোর্টের মেয়াদ থাকতে হবে মিনিমাম১৮ থেকে ২৪ মাস!
২) মালয়েশিয়া যাওয়ার বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে কোন সমস্যা নেই তবে কিছু কিছু কোম্পানি ৩৮ বছর বা ৪০ বছরের নিতে পারে!
৩) মালয়েশিয়া যেতে অবশ্যই টিকা দিয়ে যেতে এবং ২ ডোজ টিকা, চিনোফারমা, ফাইজার, মডার্না,এস্টাজেনিকা এই গুলোর যেই কোন ২ ডোজ! আপনি মালেয়াশিয়া যেতে চাইলে আজই টিকার আবেদন করুন!
৪) যারা ধরা খেয়ে বা স্পেশাল পাশ নিয়ে আসছেন তারা ৫ বছরের মধ্যে যেতে পারবেন না,এবং যদি দেশে আসার বয়স ৫ বছরের বেশি হয় তাহলে আবেদন করতে পারবেন, নিজে নিজে হিসাব করুন ।ব্লাকলিস্ট কাটতে অনেক টাকা লাগে । কাটার পর কলিং ভিসায় আসতে পারবেন ।
৫) মালয়েশিয়া কত বছরের কন্টাক্ট হবে?
মালয়েশিয়া ৩ বছরের কন্টাক হবে তবে আপনার শারীরিক কোন সমস্যা না হলে ১০ বছর পর্যন্ত থাকতে পারবেন!
৬) মালেয়েশিয়া বেসিক নূন্যতম কত? মালেয়েশিয়া আজকের হিসাবে নূন্যতম বেসিক ১৫০০ রিঙ্গিত ৮ ঘন্টা প্রতিদিন ২৬ দিনের হিসাবে! অভার টাইম দেড় গুন বেশী দিবে ।সরকারি ছুটির দিন যেমন রবিবার সব বিভিন্ন ছুটিতে ডাবল বেসিক দিবে ।যত বেশী অভার টাইম করবেন ততবেশী সেলারি আসবে ।
৭) থাকা-চিকিৎসা যাতায়াত এগুলো কোম্পানি দিবে!
৮) আপনি টিকা আগে দিয়ে দিলেও সমস্যা নেই শুধু টিকার সার্টিফিকেট উঠানোর সময় পাসপোর্ট নাম্বার দিয়ে দিবেন।
৯) মালয়েশিয়া মেডিক্যাল করলে কেমন সময় লাগবে? মেডিক্যাল করার পরে আশাকরি ২-৩ মাসের মধ্যে যেতে পারবেন তবে সেটা নির্ভর করবে পুরো প্রক্রিয়া চালু হওয়ার পর!
১০) কত টাকা লাগতে পারে?সেটা মেডিক্যাল শুরু হওয়ার পরেই সব ঠিকঠাক করে দিবে সরকার!
১১) মালেয়াশিয়া কি কি কাজের ভিসার অনুমোদন হয়েছে,
১) ফ্যাক্টরি ২)কনস্টাকশন ৩)এগ্রিকালচার ৪) প্লানটেশন ৫। সার্ভিস সেক্টর ইত্যাদি ।
যারা আগে পাসপোর্ট জমা করবেন তাদের আগে ফ্লাইট হবে দয়া করে কেউ প্রতারিত হবেন না!
ধন্যবাদ সবাইকে.
Hasan Al Mamun
Mobile 01827175423
Mirpur Dhaka

Local office
Hasib Enterprise
Pouro Market
Bashur hat pouro Sava
Company gonj Noakhali
Contact
01799616134
01824969613

02/06/2022

মালয়েশিয়া কলিং ভিসার বিষয়ে কমন কিছু কথা...

১)বয়স-১৮+ হতে ৩৫ হলে ভালো হয়! কোম্পানি ভেদে ৪৫ পর্যন্ত চলবে!
২) পাসপোর্টের মেয়াদ মিনিমাম ৩০ মাস থাকতে হবে!
৩) বাংলাদেশের যেই কোন ২ ডোজ টিকার সার্টিফিকেট থাকলে-ই চলবে তবে অবশ্যে-ই পাসপোর্ট অথবা আইডি দিয়ে টিকা দেওয়া থাকতে হবে আইডি দিয়ে টিকা দিলেও সমস্যা নেই তবে আইডির সাথে পাসপোর্টের বায়োডাটার ১০০% মিল থাকা লাগবে, সার্টিফিকেট উঠানোর সময় কম্পিউটার অপারেটরকে বললে তিনি পাসপোর্ট নাম্বার বসিয়ে দিবে!

৪) অবশ্যে-ই সুস্বাস্থ্যের অধিকারী এবং পরিশ্রমি হতে হবে!আপনি যার মাধ্যমে যাবেন তিনি আপনাকে পাঠাতে পারবে আপনার কাজ আপনাকে-ই করতে হবে!

৫)মালয়েশিয়া ৫ টা সেক্টোর আছে আপনি আগেই ঠিক করবেন আপনি কোন সেক্টরে যাবেন এবং আপনি ঐ সেক্টরের উপযুক্ত কিনা!সেক্টর বলার কারণে অনেকের বুঝতে সমস্যা হয় পরে মালয়েশিয়া যাওয়ার পরে বিপদে পড়ে!ম্যানুফ্যাকচারিং মানে ফ্যাক্টরি বা কারখানা, কনস্টাকশন মানে বিল্ডিং তৈরীর কাজ,সার্ভিস সেক্টর মানে বিভিন্ন হোটেল অথবা সরাসরি মার্কেট রিলেটেড কাজ,প্লানটেশন বা পামওয়েল গাছ সংক্রান্ত কাজ এটি খুবই পরিশ্রমের কাজ তাই না বুঝে বিদেশ যাবেন না!

গার্ডেনার এটি সবজি বাগানের কাজ অনেক সময় গার্ডেনার বলে পামওয়েল বাগানে কাজ দিয়ে দিবে ফুলের বাগানের কথা বললেও পামওয়েলে কাজ দিয়ে দিবে তবে মালয়েশিয়া সুবিধা হল আপনি ডিমান্ড লেটার বা কোম্পানির নাম জানলে বুঝতে সমস্যা হবে না!



৫)মালয়েশিয়া আপনার চেহারা দেখে টাকা দিবে না এবং ফাঁকিবাজির সুযোগ কম, তাই আপনাকে কাজ করার মন মানুষিকতা নিয়ে-ই যেতে হবে!

৬) মালয়েশিয়া যাওয়ার সাথে সাথে-ই আপনি লাখ টাকা বেতন পাবেন না,সুযোগ সুবিধা আস্তে আস্তে আসবে কাজে পুরোপুরি নিজেকে মানিয়ে নিতে ৩ মাস সময় লাগে!

৭)নেশাদায়ক কোন কিছুর অভ্যাস থাকলে তা পরিহার করুন!

৮)মালয়েশিয়া শুধু গেলেই চলবে না,মালয়েশিয়ার বিষয়ে বিস্তারিত অবগত এমন ব্যক্তি ছাড়া এজেন্সি ছাড়া মালয়েশিয়া না পৃথিবীর কোন দেশে-ই যাওয়া ঠিক না!

৯) নিয়মিত দিনে ২ বার গোসল করার অভ্যাস করুন,প্রচুর পানি পান করুন,জামাকাপড়, হাতের নুখ,পায়ে নুখ,দাত পরিস্কার রাখুন,চুল ছোট রাখুন!

১০) আপনি যাওয়ার আগে বিপদে পড়তে পারেন তাই কম টাকার বিদেশ যাত্রার লোভে বা খপ্পরে পড়বেন না!কম টাকা মানে ঘাপলা আছে!তাই সাবধান করার দায়িত্ব আমাদের সতর্ক থাকার দায়িত্ব আপনার!

22/02/2022

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ
সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকা।।

প্রেস বিজ্ঞপ্তি -
তারিখ- ২২/২/২০২২

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ ২২/২/২০২২ তারিখ সকাল ১০:০০ টা হতে ইউএই গামী যাত্রীদের ক্ষেত্রে বিমানবন্দরে ৬ ঘন্টা পুর্বে PCR টেষ্টের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হলো।

চেয়ারম্যান
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।।

21/12/2021
21/12/2021

আরব আমিরাত এবং ওমান ভ্রমণকারীদের জন্য এয়ারলাইন্স গুলির নতুন ভ্রমণ নীতি !

সংযুক্ত আরব আমিরাত এবং ওমান নাগরিক ও ভ্রমণকারীদের জন্য, এই দেশগুলির মধ্যে ভ্রমণ করার সময়, যাযা করতে হবে ……।
এখন তাদের নিবন্ধন প্রশংসাপত্র উপস্থাপন করতে হবে এবং ওমানে অনুমোদিত একটি কোভিড -১৯ টিকা প্রশংসাপত্রও আপলোড করতে হবে।

টাইমস অফ ওমানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওমানে পৌঁছানোর ১৪ দিনের মধ্যে তাদের একটি নেতিবাচক পিসিআর পরীক্ষার ফলাফলও উপস্থাপন করতে হবে।

ওমানের সিভিল এভিয়েশন অথরিটি (সিএএ) সোমবার ঘোষণা করেছে যে উপসাগরীয় রাষ্ট্রের ভ্রমণের কোভিড-১৯ প্রয়োজনীয়তা পূরণ না করা যাত্রীদের বহন করার জন্য বিমান অপারেটরদের উপর জরিমানা ধার্য করবে।

একটি বিজ্ঞপ্তিতে, কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে কোভিড -১৯ মোকাবেলার জন্য সুপ্রিম কমিটি, সমস্ত বিমান অপারেটরকে প্রোটোকল অনুসরণ করার জন্য জানিয়েছে।
১. এয়ারলাইনগুলিকে অবশ্যই যাচাই করতে হবে যে যাত্রীরা সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করে কিনা ৷
২. এয়ারলাইন্সগুলিকে অবশ্যই যাত্রীদেরকে অবহিত করতে হবে যাতে অভিবাসন দ্বারা যাচাইকরণের জন্য নথি বা ফাইল প্রস্তুত করা যায় এবং আগমনের আগে বিমানবন্দরের কর্মীদের অনুরোধের ভিত্তিতে করা যায়।
৩. ভ্রমণের প্রয়োজনীয়তা পূরণ করেনি এমন একজন যাত্রী বহন করার ক্ষেত্রে এয়ারলাইনকে জরিমানা আরোপ করা হবে।
৪. ভ্রমণের আগে সমস্ত নথি বা কাগজপত্র যাচাই করতে হবে।
৫. একটি নিবন্ধন অবশ্যই https://covid19.emushrif.om/ এ আপলোড করতে হবে।
৭. একটি নেতিবাচক পিসিআর পরীক্ষার ফলাফল, বা ওমানে আসার পরে পিসিআর পরীক্ষার জন্য একটি রিজার্ভেশন তৈরি করতে হবে।

প্রয়োজন অনুযায়ী টিকা না দিলে :
1. ভ্রমণকারীকে https://covid19.emushrif.om/ এ নিবন্ধন করতে হবে ।
2. একটি নেতিবাচক PCR পরীক্ষার ফলাফল তৈরি করুন ।
3. ওমানে বা আমিরাতে পৌঁছে পিসিআর পরীক্ষার জন্য রিজার্ভেশন দেখান।
4. প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের রিজার্ভেশন নিশ্চিত করুন (ওমানি নাগরিকদের এবং কোয়ারেন্টাইন থেকে বাদ দেওয়া অন্যান্য বিভাগ ব্যতীত)।

Zahi Tours & Travels
Mirpur Dhaka
[email protected]
+8801827175423

09/12/2021

📰📰ব্রেকিং নিউজ📰📰
ওমরাহ হাজীদের জন্য আরও একটি
সুখবর ১৮ বছরের নিচে বয়সীরা এখন থেকে
ওমরাহ যেতে পারবেন যা এতদিন বন্ধ ছিল।

04/12/2021

#ব্রেকিং_নিউজ!

দ্রুত বুস্টার ডোজ নিন

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ (০৩/১২/২০২১) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, ১৮ বছর বয়সের উর্ধে যাদের করোনা প্রতিরোধী ভ্যাকসিন এর দ্বিতীয় ডোজ গ্রহণ করার পর আট মাস পেরিয়ে যাবে তাদের বুস্টার ডোজ (তৃতীয় ডোজ) গ্রহণ করা ছাড়া আর তাওয়াক্কালনা এপে ইমিউন শো করবেনা। এই সিদ্ধান্ত আগামী ০১/০২/২০২২ তারিখ হতে কার্যকর হবে।

তাওক্কালনা এপে ইমিউন শো না করলে নিম্নোক্ত ক্ষেত্রসমূহে প্রবেশাধিকার সীমিত থাকবেঃ
ক- যে কোন প্রকার আর্থিক , ব্যবসায়িক, সাংস্কৃতিক , বিনোদনমূলক, স্পোর্টস প্রতিষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে।
খ- যে কোন প্রকার সাংস্কৃতিক , বিনোদনমূলক, সামাজিক, শিক্ষামূলক অনুষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে।
গ- যে কোন প্রকার সরকারি , বেসরকারি , প্রাইভেট প্রতিষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে। সেখানে কাজের উদ্দেশ্যে কিংবা সেবা গ্রহণের উদ্দেশ্যে যে উদ্দেশ্যেই যান।
ঙ- বিমানে আরোহণ ও গণপরিবহন ব্যবহারের ক্ষেত্রে।

উল্লেখ্য অদ্যাবধি তাওয়াক্কালনা এপে ইমিউন শো করার জন্য শর্ত ছিল দুই ডোজ টিকা সম্পন্ন করা, এখন এই নির্দেশনার ফলে আগামী ০১ ফেব্রুয়ারী ২০২২ থেকে শর্ত হবে তিন ডোজ সম্পন্ন করা। তাওয়াক্কালনা এপে এখন দ্বিতীয় ডোজ সম্পন্ন করার ছয় মাস পর তৃতীয় ডোজ নেয়ার উপযুক্ত হয়েছে মর্মে অনুমোদন আসে। তাই যাদের দ্বিতীয় ডোজ নেয়ার পর ছয় মাস পেরিয়ে গিয়েছে তারা দ্রূত তৃতীয় ডোজ নিয়ে নিন।

** ডোজ যে আরো কয়টা নেয়া লাগে আল্লায়ই জানে!! জীবন টা।ভ্যাক্সিনময়

মামুনুর রশিদ
রিয়াদ, ০৩/১২/২০২১
কর্মকর্তা বাংলাদেশ দুতাবাস সৌদি আরব।

17/11/2021

ভারতীয় টুরিস্ট ভিসা সংক্রান্ত সর্বশেষ আপডেট:
১) আপাতত ১৫ ই নভেম্বর থেকে সিঙ্গেল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে। ভিসা ইস্যু হওয়ার তারিখ থেকে ১২০ দিনের মধ্যে ভারতে প্রবেশ করতে পারবেন এবং সর্বোচ্চ ৩০ দিন ভারতে থাকতে পারবেন।
২) টুরিস্ট ভিসায় কেবলমাত্র বাই এয়ারে ভ্রমণ করা যাবে।
৩) বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ফ্লাইট ছাড়ার সময় থেকে ৭২ ঘণ্টার মধ্যে RT-PCR নেগেটিভ রিপোর্ট প্রয়োজন (ডবল ডোজ ভ্যাকসিন থাকলেও রিপোর্ট প্রয়োজন না থাকলেও প্রয়োজন)। কেবলমাত্র ২ বছরের কম বয়সী বাচ্চাদের জন্য RT-PCR নেগেটিভ রিপোর্ট প্রয়োজন নেই।
৪) ভারত থেকে বাংলাদেশ ফেরত আসার সময় ফ্লাইট ছাড়ার সময় থেকে ৭২ ঘণ্টার মধ্যে RT-PCR নেগেটিভ রিপোর্ট প্রয়োজন (ডবল ডোজ ভ্যাকসিন থাকলেও রিপোর্ট প্রয়োজন না থাকলেও প্রয়োজন)। কেবলমাত্র ১০ বছরের কম বয়সী শিশুদের জন্য RT-PCR নেগেটিভ রিপোর্ট প্রয়োজন নেই।
৫) এছাড়া ভারতে প্রবেশ করার পূর্বে সবাইকে বাধ্যতামূলক AIR SUBIDHA পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে, এবং তামিলনাড়ুর ক্ষেত্রে অতিরিক্ত TN E-Pass রেজিস্ট্রেশন করতে হবে।
৬) আপাতত ভারতে প্রবেশের ক্ষেত্রে করোনা টিকার কোনো বাধ্যবাধকতা নেই। টিকা থাকলেও ভারতে যেতে পারবেন না থাকলেও যেতে পারবেন।
যে কোন তথ্য জানতে কল করুনঃ01827175423

ঘুরে আসুন ! ঘুরে আসুন!পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি ও বাংলাদেশের প্রকৃতির প্রাণকেন্দ্র সুন্দরবন ভ্রমণ জাহি ট্রুস এ...
03/11/2021

ঘুরে আসুন ! ঘুরে আসুন!

পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি ও বাংলাদেশের প্রকৃতির প্রাণকেন্দ্র সুন্দরবন ভ্রমণ জাহি ট্রুস এন্ড ট্রাভেল এর সাথে।
পুরো ট্রিপে আমরা থাকব সুন্দরবনের সবচেয়ে বড় ও লাক্সারিয়াস শীপ “M.V.The.Wave”-এ । যেখানে পরিবার ও বন্ধুদের সাথে কাটাতে পারবেন কিছু আনন্দময় মুহুর্ত আর তার সাথে সুন্দরবন ভ্রমণের এক্সাইট্মেন্ট ।
সময় কিন্তু আর বেশি নেই। দেরি না করে এখনই বুক করে ফেলুন নিজের ও পরিবারের সিটটি।

ভ্রমন তারিখঃ ২-৬ ডিসেম্বর ২০২১।
ইভেন্ট ফীঃ ১৯,৫০০ টাকা পার পারসন।
বুকিং মানি- ১২,০০০ টাকা
বুকিং এর লাস্ট ডেট- সীট থাকা পর্যন্ত।
চাইল্ড পলিসি- আলোচনা সাপেক্ষ।

৩-৩৬ মাসের ইন্সটলমেন্ট সুবিধা।

আমাদের এই প্যাকেজে আপনারা পাচ্ছেনঃ
• ঢাকা-খুলনা-ঢাকা এসি বাস টিকেট।
• লোকাল ট্রান্সপোর্ট খরচ
• ৩ দিন থাকাকালীন ১৫ বেলা খাবার (প্রতিদিন ৫ বেলা করে)
• ২/৩/৪ জনের শেয়ারিং কেবিন
• ফরেস্ট একটিভিটিজ
• ফরেস্ট ফী
• বাংলাদেশ বন বিভাগ থেকে আর্মড ফরেস্ট গার্ড।
• অভিজ্ঞ গাইড।

আমাদের ভ্রমণ স্থানগুলো সুন্দরবনের সবচেয়ে আকর্ষণীয় স্থান সমূহঃ
• শীপ থেকেই রামপাল বিদ্যুৎ কেন্দ্র,রুপসা সেতু ও মংলা সমুদ্র বন্দর পোর্ট।
• করমজলের ওয়াচ টাওয়ার,মিনি চিড়িয়াখানা ইত্যাদি
• হাড়বাড়িয়া ইকো ট্যুরিজম পয়েন্ট
• কটকা ওয়াচ টাওয়ার
• জামতলা সী- বীচ
• হিরণ পয়েন্ট
• দুবলার চর্
• করমজল

এম, ভি দি ওয়েভে ফ্যাসিলিটি সমূহঃ
• বিলাসবহুল শীতাতপ নিয়ন্ত্রিত ক্রজ শীপ
• বাচ্চাদের প্লে গ্রাউন্ড
• বার-বি-কিউ কর্নার
• রাতে কনফারেন্স রুম এ সকল গেস্ট একসঙ্গে থিয়েটরে মুভি দেখার ব্যবস্থা।
• ৫০,০০০ লিটার মিষ্টি পানির রির্জাভার।
• নামাজের জায়গা
• আধুনিক জি.পি. এস. রার্ডার, ইকো সাউন্ড সিস্টেম, ফায়ার এর্লাম সহ সংক্রিয় অগ্নিনির্বাপক ব্যবস্থা।
• ৪টি ফ্রিজের মাধ্যমে খাবার সংরক্ষন করা।
• শীপের অভ্যন্তরে ফ্লোর এবং ওয়ালে উডের নান্দনিক ইন্টোরিয়ার ডিজাইন।
• কনফারেন্স রুম
• ৭৫ জনের বেড ক্যাপাসিটি ইন ৩২ কেবিন উইথ
• এটাস্ট ওয়াশরুম।
• সুইমিংপুল
• প্রতিদিন থাকছে ডাবোল ফুড মেনুর
• তিনবেলা খাবার ও দুইবেলা স্নাক্স এবং সার্বক্ষণিক চা-কফির সুব্যবস্থা।
• একদিন স্পেশাল বার্বিকিউ নাইট
• প্রতিদিন আপনাদের জন্য সুস্বাদু খাবার আয়োজনের জন্য আমাদের রয়েছে অভিজ্ঞ সেফ এবং খাবার সার্ভের জন্য দক্ষ ওয়েটার
• নিরাপত্তার জন্য আমাদের প্রতিটি ট্যুরে দুজন করে বন বিভাগ থেকে সরকারি সিকিউরিটি গার্ড উইথ আর্মস
• প্রযুক্তি সম্পন্ন নেভিগেশন যন্ত্রপাতি
• লাইফ জ্যাকেট, লাইফ বয়া

আমাদের অফিসের ঠিকানা–
বাড়ি ১০১৬,রোড ৪৫, এভিনিউ ০৯,মিরপুর ডি ও এইচ এস, মিরপুর ঢাকা

যে কোনো দরকারে যোগাযোগের জন্য কল করুন
০১৮২৭১৭৫৪২৩
০১৭৯৯৬১৬১৩৪
০১৬৮৩১১২৯৭৬

02/11/2021

আপনি কি দুবাই যাওয়া নিয়ে চিন্তিত ?

দুবাই এর জন্য ফ্লাইট বুকিং দিন আমাদের থেকে এবং উপভোগ করুন টার্কিস এয়ারলাইন্স, কাতার এয়ারলাইন্স, গালফ এয়ার, ফ্লাই দুবাই, বিমান বাংলাদেশ এর সর্বনিম্ন মূল্যের টিকেট।

( ঢাকা- দুবাই -ঢাকা )
--রিফান্ড অ্যাডজাস্টমেন্ট--
*এমিরেটস এয়ারলাইন্স-60,০০০ টাকা

( ঢাকা- দুবাই )
--ওয়ান ওয়ে এয়ার টিকেট--
*টার্কিস এয়ারলাইন্স-৩৫,৭৭০ টাকা
*কাতার এয়ারলাইন্স-৪৫,৩০০ টাকা
*গালফ এয়ার -৪৩,০০০ টাকা
*ফ্লাই দুবাই- ৫৪,০০০ টাকা
*বিমান বাংলাদেশ- ৪১,০০০ টাকা

ফ্লাইটের টিকেট এবং ভ্রমন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে কল অথবা
WhatsApp করুনঃ
০১৮২৭১৭৫৪২৩
০১৭৯৯৬১৬১৩৪
০১৬৮৩১১২৯৭৬

ইনবক্স করুন আপনার মূল্যবান বার্তাটি -

অফিস ঠিকানাঃ
বাড়ি ১০১৬, এভিনিউ ০৯, মিরপুর ডি ও এইচ এস ঢাকা.

31/10/2021

Address

Road : 45 (old)
Dhaka
1216

Telephone

+8801827175423

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zahi Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zahi Tours & Travels:

Share

Category