Banu Overseas Ltd.

Banu Overseas Ltd. This is a Travel Agency Company

সৌদি আরবের বিভিন্ন প্রতিষ্ঠানে জরুরী নিয়োগ চলছে,সৌদি আরব গমন ইচ্ছুক বন্ধুদের যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।এরতাহ্ ইন্টার...
09/06/2022

সৌদি আরবের বিভিন্ন প্রতিষ্ঠানে জরুরী নিয়োগ চলছে,
সৌদি আরব গমন ইচ্ছুক বন্ধুদের যোগাযোগ করার জন্য
অনুরোধ করছি।
এরতাহ্ ইন্টারন্যাশনাল লিঃ
বাড়ি-৪, রোড-১/এ, ব্লক-জে, বারিধারা, ভাটারা, ঢাকা-১২১২।
যোগাযোগঃ 01768644927
ধন্যবাদ।

04/06/2022

মালয়েশিয়া যেতে ইচ্ছুক সকল বন্ধুদের শুভেচ্ছা ও অভিনন্দন,

আপনাদের অবগতি জন্য জানাচ্ছি যে, মালয়েশিয়া যাওয়ার মেডিকেল শিঘ্রই শুরু হতে যাচ্ছে।



আপনাদের মালেয়েশিয়া যাওয়ার প্রাথমিক প্রস্তুতি কি কি?



১)অবশ্যই পাসপোর্ট লাগবে এবং পাসপোর্টের মেয়াদ থাকতে হবে মিনিমাম১৮ থেকে ২৪ মাস!



২) মালয়েশিয়া যাওয়ার বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে কোন সমস্যা নেই তবে কিছু কিছু কোম্পানি ৩৮ বছর বা ৪০ বছরের নিতে পারে!



৩) মালয়েশিয়া যেতে অবশ্যই টিকা দিয়ে যেতে এবং ২ ডোজ টিকা, চিনোফারমা, ফাইজার, মডার্না,এস্টাজেনিকা এই গুলোর যেই কোন ২ ডোজ! আপনি মালেয়াশিয়া যেতে চাইলে আজই টিকার আবেদন করুন!



৪) যারা ধরা খেয়ে বা স্পেশাল পাশ নিয়ে আসছেন তারা ৫ বছরের মধ্যে যেতে পারবেন না,এবং যদি দেশে আসার বয়স ৫ বছরের বেশি হয় তাহলে আবেদন করতে পারবেন, নিজে নিজে হিসাব করুন ।ব্লাকলিস্ট কাটতে অনেক টাকা লাগে । কাটার পর কলিং ভিসায় আসতে পারবেন ।



৫) মালয়েশিয়া কত বছরের কন্টাক্ট হবে?

মালয়েশিয়া ৩ বছরের কন্টাক হবে তবে আপনার শারীরিক কোন সমস্যা না হলে ১০ বছর পর্যন্ত থাকতে পারবেন!



৬) মালেয়েশিয়া বেসিক নূন্যতম কত? মালেয়েশিয়া আজকের হিসাবে নূন্যতম বেসিক ১৫০০ রিঙ্গিত ৮ ঘন্টা প্রতিদিন ২৬ দিনের হিসাবে! অভার টাইম দেড় গুন বেশী দিবে ।সরকারি ছুটির দিন যেমন রবিবার সব বিভিন্ন ছুটিতে ডাবল বেসিক দিবে ।যত বেশী অভার টাইম করবেন ততবেশী সেলারি আসবে ।



৭) থাকা-চিকিৎসা যাতায়াত এগুলো কোম্পানি দিবে!



৮) আপনি টিকা আগে দিয়ে দিলেও সমস্যা নেই শুধু টিকার সার্টিফিকেট উঠানোর সময় পাসপোর্ট নাম্বার দিয়ে দিবেন।



৯) মালয়েশিয়া মেডিক্যাল করলে কেমন সময় লাগবে? মেডিক্যাল করার পরে আশাকরি ২-৩ মাসের মধ্যে যেতে পারবেন তবে সেটা নির্ভর করবে পুরো প্রক্রিয়া চালু হওয়ার পর!



১০) কত টাকা লাগতে পারে?সেটা মেডিক্যাল শুরু হওয়ার পরেই সব ঠিকঠাক করে দিবে সরকার!



১১) মালেয়াশিয়া কি কি কাজের ভিসার অনুমোদন হয়েছে,

১) ফ্যাক্টরি ২)কনস্টাকশন ৩)এগ্রিকালচার ৪) প্লানটেশন ৫। সার্ভিস সেক্টর ইত্যাদি ।



যারা আগে পাসপোর্ট জমা করবেন তাদের আগে ফ্লাইট হবে দয়া করে কেউ প্রতারিত হবেন না!





✅✅✅✅✅✅✅

যোগাযোগঃ-

আমাদের এই নাম্বারে কল করুন

01768644927

আমাদের অফিসের ঠিকানা : হাউজ-04, রোড-1/এ, ব্লক-জে, বারিধারা, ঢাকা-1212.

04/06/2022

Address

House-04, Road-1/A, Block-J, Baridhara, Dhaka-1212
Dhaka

Telephone

+8801768644927

Website

Alerts

Be the first to know and let us send you an email when Banu Overseas Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category