07/03/2021
▪️বাংলাদেশ থেকে সেরা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে বিনা পয়সায়, বিনা টাকায়! এটা শুনে অনেকে অবাক হয়েছিলে!
এটা কি সত্যিই সম্ভব?"
অনেক অপেক্ষা করেছিলে আজ সেটার অবসান হচ্ছে...
প্রথমেই আসি ব্রুসলারী স্কলারশিপ নিয়েঃ
এটা মূলত কি?
"এটা হচ্ছে তুরস্কের গভঃ স্কলারশিপ যেটাকে মূলত বলা হয় তুর্কি ব্রুসলারী স্কলারশিপ।"
এটা অন্যতম সেরা স্কলারশিপ। এগুলার কথা বেশিরভাগ স্টুডেন্টই জানে না। যারা জানে তারাই কাজের কাজ করে। তাই আজ তোমাদের জানানোর জন্যই এই রিভিউ।
প্রশ্নঃ ভাইয়া ব্রুসলারি স্কলারশিপটা কি? এটা পেলে কি হবে?" কীভাবে কি করতে হবে?" খুব কঠিন?
= প্রথমেই বলেছি এটা তুরস্কের গভঃ স্কলারশিপ। এটা পেলে তুমি বিনা পয়সায় বিনা টাকায় তুরস্কে গিয়ে বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে হাজারগুনে সেরা বিশ্ববিদ্যালয় পড়তে পারবে।
সত্যি? হ্যাঁ, সত্যি!
🔰 টাকা কি সত্যিই লাগবে না?
-বললাম তো!এক টাকাও লাগবে না। এটা পেলে তোমার টিউশন ফি,থাকার খরচ,খাওয়া খরচ সব তুর্কি গভঃমেন্ট দিবে। প্রতিমাসে শুধু হাত খরচের জন্যই পাবে প্রায় ১৫ হাজার টাকা। ক্লিয়ার? জাস্ট হাত খরচই পাবে ১৫ হাজার!
বাংলাদেশ থেকে যাওয়ার বিমান খরচটাও তারা দিবে।
🔰এটাতে এপ্লাই করে কীভাবে? খুব কঠিন? অনেক টাকা লাগে? এপ্লাই কখন?
- এপ্লাই করতে কোনো টাকা লাগে না। এপ্লাই করাটাও পানির মত সহজ। অনলাইনে এপ্লাই করতে হয়। এই স্কলারশিপটা মূলত মার্চ-এপ্রিলের দিকে ছাড়ে। তাই ভালোভাবে খোজঁ খবর রাখবে।
🔰কিসে কিসে এপ্লাই করা যায়?তারা সিলেক্ট করে কীভাবে?"কোনো এক্সাম হয়? পয়েন্ট ভালো লাগে?
- এখানে তুমি ইঞ্জিনিয়ারিং,মেডিকেল সাইন্স,সাইন্স,বিবিএ,মানবিক তোমার ইচ্ছানুযায়ী এপ্লাই করতে পারবে। ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল সাইন্সের জন্য ভালো পয়েন্ট থাকাটা উচিত। কারন যেই বিশ্ববিদ্যালয়গুলাতে যাবে সেগুলা ওয়াল্ডের সেরা বিশ্ববিদ্যালয়। এখানে কোনো এক্সাম হয় না। এপ্লাই করার পর তারা তোমার প্রোপাইল দেখে ভালো লাগলে তোমাকে ভাইভায় ডাক দিবে।
🔰ভাইয়্যা ভাইভা খুব কঠিন?
- না, তেমন কিছু না। জাস্ট তোমাকে ভাইভায় ডাকলে তোমার সাথে কথা বলবে। সিম্পল কিছু আস্ক করবে। তোমাকে ভালো লাগলেই তোমাকে নিবে। তারা তোমার সাথে কথা বলে, তোমাকে দেখেই বুঝবে তুমি এটার উপযুক্ত কিনা! উপযুক্ত হলেই এই স্কলারশিপটা তোমার। তবে এই স্কলারশিপে ভাগ্যেটা খুব বেশি ডিপেন্ড করে। তাই নিজের ভাগ্যকে টেস্ট করার জন্য হলেও ট্রাই করা উচিত। আর এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট থাকলে আরও বেশি ভালো হয়।
🔰 ভাইয়া ওখানের বিশ্ববিদ্যালয়গুলা কি আসলেই বাংলাদেশ থেকে ভালো?
- বাংলাদেশ থেকে শুধু ভালো না। হাজারগুনে ভালো। বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলার র্যাংকিং প্রায় দুই হাজারের পর। আর ওখানের বেশিরভাগ সেরা বিশ্ববিদ্যালয় ওয়াল্ডের সেরা পাঁচশ ইউনিভার্সিটির মধ্যে! এটা থেকেই বুঝা উচিত!
ওখানের কয়েকটা সেরা বিশ্ববিদ্যালয়গুলা হচ্ছে- বোগাইছি ইউনিভার্সিটি, গাজী ইউনিভার্সিটি,ইস্তান্বুল টেকনিক্যাল ইউনিভার্সিটি,ইস্তানবুল ইউনিভার্সিটি, আংকারা ইউনিভার্সিটি সহ আরও অনেক অনেক। একটু ইউটিউব চেক করে দেখলেই বুঝবে এগুলার ফ্যাসিলিটি বাংলাদেশ থেকে কত্তটা হাই লেভেলের! আর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলাও দেখার মত। আর ক্যাম্পাস সুযোগসুবিধা হিউজ।
এই ছিল সংক্ষেপে ব্রুসলারি নিয়ে..
🔅 এবার আসি,মেক্সট স্কলারশিপ নিয়েঃ
মেক্সট! এটা আবার কি?" উহু,বলছি!
মেক্সট হচ্ছে জাপানের স্কলারশিপ। আওও,জাপান?" হ্যাঁ,জাপান। এটা অনেক বিখ্যাত স্কলারশিপ।
বিখ্যাত এজন্য এটার জন্য একটু কস্ট করতে হবে।
🔰 এটা পেলে কি হবে?" এটা পেলেও তুমি ওটার মত সব ফ্রী পাবে। একদম সব ফ্রী! এটাতে শুধু হাত খরচের জন্যেই প্রতিমাসে পাবে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা! ১ লাখ ২০! কি স্বপ্ন মনে হচ্ছে?" স্বপ্ন না। এটাই সত্যি! আর টিউশন ফি,থাকার খরচ, খাওয়ার খরচ সব জাপানের সরকার।
🔰ভাইয়া এটা একটু কঠিন বললেন কেন? একটু কঠিন এজন্যই বলেছি,কারন এটাতে তুমি এপ্লাই করার পর তোমাকে সিলেক্ট করলে তোমাকে এক্সাম দিয়ে স্কলারশিপটা নিতে হবে।
🔰 এক্সাম কঠিন? কঠিন বলতে যদি তুমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এপ্লাই করো তোমাকে ফিজিক্স,কেম,ম্যাথ ইংলিশের উপর এক্সাম দিতে হবে।
যদি তুমি মেডিকেল চাও তাহলে ফিজিক্স,কেম,বায়োলজি, যদি তুমি বিবিএ,মানবিক চাও তাহলে ইং,জেনারেল ম্যাথ এগুলার উপর এক্সাম দিতে হবে। এক কথায় তোমার আইডিয়া থাকতে হবে। কজ এই স্কলারশিপটা ট্যালেন্ট দেখেই দেওয়া হয়। এটা পেলে তুমি জাপানের সেরা সেরা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে।
🔰এপ্লাই কখন শুরু হয়?"
- এটার সার্কুলার এপ্লিল থেকে জুনের মধ্যে দেয়। তাই অবশ্যই খোঁজ রাখবে।
🔰এপ্লাই কীভাবে করতে হয়?
- অনলাইন এপ্লাই! খুবই ইজি! তবে এটায় একটু সামান্য ঝামেলা আছে। সেটা হচ্ছে অনলাইন এপ্লাই করে সেই ফরমটা নিয়ে সচিবালয়ে শিক্ষা মন্ত্রনালয়ে গিয়ে জমা দিতে হয়। এই একটু ঝামেলার জন্য অনেকে আলসেমি দেখায়! কিন্তু এটা একটা বিখ্যাত স্কলারশিপ! এটা পেলে তোমার ডিমান্ড কোথায় যাবে! তুমি নিজেও জানো না। তাই একটু কস্ট তো করতেই হবে। এই দুইটা স্কলারশিপই অনেক পাওয়ারফুল স্কলারশিপ। একবার তুমি এই স্কলারশিপগুলার স্টুডেন্ট হলে আর পিছনে ফিরে তাকাতে হবে না। বাংলাদেশের এই সামান্য কিছু নিয়ে আপসুস হবে না। এছাড়াও রাশিয়া,মিশর কোরিয়া এগুলারও স্কলারশিপ আছে। একটু খোঁজ নিও।
🔅 আরেকটা স্কলারশিপ আছে,ব্রুনাই স্কলারশিপ। এটার সার্কুলার ফ্রেবুয়ারীর মধ্যেই দিবে। এটাতেও সব ফ্রী,হাত খরচের জন্য পাবে প্রতিমাসে প্রায় ৩৫ হাজার টাকা। এটাতে এক্সাম নেই। তুরস্কের মতই সিলেক্ট করবে। এটাও অনেক ভালো একটা গভঃ স্কলারশিপ।
সেখানে আরেকটা স্কলারশিপ থাকবে যেটার সুবিধা অনেক বেশি। সেটাও অনেক নামকরা স্কলারশিপ। ওটা পেলে বাংলাদেশের স্টুডেন্টদের জন্য অনেক অনেক সুবিধা। সেটাতে স্কলারশিপ সংখ্যাও অনেক বেশি। বাংলাদেশের হিউজ স্টুডেন্ট সেই স্কলারশিপে পড়ছে। যেটার সার্কুলার খুব রিসেন্ট দিবে। ট্রাই করবো সেটা নিয়ে লিখার। পারবো কিনা জানি না। তবে তোমরা খোঁজ নিও।
আশাকরি এই রিভিওটা পরে তার ভুল ধারনা ভেঙ্গে যাবে!
ট্রাই করবো হাই ভোল্টেজ রিভিউ নিয়ে আসার। বাকিটা জানি না।
❤️
[বি.দ্রঃ কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করুন, উত্তর দেয়ার চেষ্টা করবো ]
ধন্যবাদ।
👉বিস্তারিত জানতে আমাদের অফিস ভিজিট করুন/ কল করুনঃ
✔️ প্রকৃত আগ্রহী যোগাযোগ করুন
------------------------------------------------------------
Tourism আপনাকে আন্তরিক সহায়তার প্রতিশ্রুতি দিচ্ছে।
*************
📲+8801674892535; 01632-260969(WhatsApp)
*************
📩 [email protected]
*************
🏢 #যোগাযোগ_ব্যবস্থা:
= = = = = = কর্পোরেট অফিসঃ = = = = = = = =
Call/WeChat/Whatsapp:+: +880-1674-892535;+8801632-260969
এর বাইরে আরো কিছু জানতে :
👌শুক্র ও সরকারী ছুটির দিনে অফিস বন্ধ থাকে।👌 শনি - বৃহস্পতি বার অফিস খোলা থাকে।
🏠 কর্পোরেট অফিস : We are providing all kind of visa processing service.
🇧🇩Young Tourist Club Bangladesh- YTC
📲 াইনঃ☎️ Call:
01674892535;01718178227
📞CONTACT
👇👇👇👇👇👇
🤵Rakib Ahmed
Executive Director
YTC Tours & Travel
🏣 Address :- Kha-214/E, Progoti Tower, Merul Badda, Gulshan, Dhaka-1212
🌴 🌴(Aims Hospital's Opposite Site) 🌐http://www.youngtouristclub.com
🌐www.ytcbd.jimdo.com
📲Call for Detail # +8801674892535; 01632260964; 01632260967; 01632260968; 01632260969 ;01974892535;01914671678; +88 01718178227
📲 Call/WeChat/Whatsapp,Imo Viber:+: +880-1674-892535;+8801632-260969
Skype:- e-rakib
Twitter=
E-mail: [email protected] >[email protected]>
📧[email protected]>
QQ number : 3034856452
https://www.facebook.com/ytcticketing
https://www.facebook.com/youngtouristclubbd
https://www.facebook.com/rakib.ahmed.50
https://web.facebook.com/YTCWORLD
https://www.facebook.com/ytctourtravels/
***************************************************
Note :- Subject to change anything without any prior notices
বিঃদ্রঃ *Like Our Page For More