কাবা শরিফ নির্মাণের সংক্ষিপ্ত ইত্যাদি। Sponsored By The Eventus |
ইতিহাসে সর্বপ্রথম নির্মাণ থেকে সর্বশেষ সময় পর্যন্ত অনেকবার কাবাঘরের সংস্কার ও সম্প্রসারণ হয়েছে।
১. সর্বপ্রথম কাবাঘর ফেরেশতাগণ নির্মাণ করেন।
২. এরপর পুনর্নির্মাণ করেন যথাক্রমে হজরত আদম (আ.), ৩. হজরত শিষ (আ.),
৪. হজরত ইব্রাহিম (আ.),
৫. আমালিকা সম্প্রদায়,
৬. জুরহাম সম্প্রদায়,
৭. কুসাই বিন কিলাব,
৮. মোযার সম্প্রদায়,
৯. মক্কার কুরাইশগণকে নিয়ে হজরত মুহাম্মদ (সা.)।
এ সময় তিনি হাজরে আসওয়াদকে বর্তমান স্থানে স্থাপন করেছিলেন।
এরপর ৬৪ হিজরিতে হজরত আব্দুল্লাহ ইবনে যুবায়ের (রা.), ৭৪ হিজরিতে হাজ্জাজ ইবনে ইউসুফ এবং ১০৪০ হিজরিতে ওসমানিয়া খলিফা তুরস্কের বাদশা চতুর্থ মুরাদ। এটাই আজ পর্যন্ত কাবাঘরের সর্বশেষ সংস্কার কাজ।
এরপর ছোটখাট সংস্কার ছাড়া কেউ কাবাঘরে হাত দেয়নি।
হে আল্লাহ আপনি এই ঘরের মান - ইজ্জত ও মর্যাদা ভাবগাম্ভীর্য দিন দিন বৃদ্ধি করুন। আমাদের হাজ্জ ও উমরাহ করার তাউ
What you do miss more ? #owntheworld #hajj #umrah #Umrah2025 #familytime #premium
Final Call For Hajj 2025 !
Main Registration For 2025
1- NID
2-Passport
3-Photo
4- Phone Number
5- Amount -
Three Lac Thirty Thousand BDT
Contact
+8801844583109
+8801970080318
42 jabbar tower Lift 4
Gulshan 1 Dhaka
বাবা মার সাথে আল্লাহর ঘর দেখার যে ইচ্ছা কত শত সন্তানদের! আল্লাহ তায়ালা তাদের এই ইচ্ছা পূরণ করুন। #umrah #familytime #umrah2025 #owntheworld #hajjandumrah
আসসালামু অলাইকুম!
আলহামদুলিল্লাহ,হজ্জের প্রি-রেজিস্ট্রেশন চলছে!
বিশ্বস্ত হজ্জ এজেন্সি Own The World আপনাকে দিচ্ছে ভোগান্তিমুক্ত হজ্জ সম্পন্ন করার নিশ্চয়তা।
আমাদের প্যাকেজসমূহ:
- ইকনমি প্যাকেজ
- প্রিমিয়াম প্যাকেজ
- লাক্সারি প্যাকেজ
- কাস্টমাইজড প্যাকেজ: আপনি চাইলে নিজের মতো প্যাকেজ তৈরি করতে পারবেন।
- VIP প্যাকেজ:বিশেষ সেবা এবং সুবিধাসম্পন্ন প্যাকেজ।
আমাদের সেবাসমূহ:
- দক্ষ ও অভিজ্ঞ টিম দ্বারা সহযোগিতা
- হজ্জ পূর্ববর্তী প্রস্তুতির নির্দেশনা
- হজ্জ চলাকালীন করণীয় এবং বর্জনীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা
- নির্ভরযোগ্য সেবা নিশ্চিতকরণ
আপনার হজ্জের যাত্রা যেন সহজ, সুশৃঙ্খল এবং নির্ভার হয় তার জন্য Own The World সদা প্রস্তুত।
আমাদের সাথে যোগাযোগ করুন এখনই এবং নিশ্চিত করুন আপনার পবিত্র যাত্রা!
📲 ফোন: 01970-080318 (WhatsApp Available)
01844-583101 (WhatsApp Available)
📧 ই-মেইল: [email protected]
🌐 ওয়ে
হাজ্জ ২০২৫ ও উমরাহ বুকিং করতে আজই যোগাযোগ করুন।
আলহামদুলিল্লাহ প্রতি নিয়ত আমাদের উমরাহ গ্রুপ ফ্লাই করছে। নভেম্বর মাসেও আমাদের প্রায় ৪/৫ টি কাস্টমাইজড ফ্যামিলি উমরাহ গ্রুপ যাচ্ছে। ডিসেম্বর ও জানুয়ারীতেও বুকিং করতেছেন। হাজ্জ ২০২৫ এর প্রি রেজিষ্ট্রেশন অনেকই করে ফেলেছেন এবং আরো অনেকে যোগাযোগ করছেন।আপনারা যারা উমরাহ বা হাজ্জ এ ভালো প্রিমিয়াম বা লাক্সারি সেবা পেতে চান আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। সমস্ত সেবা চলমান। আজই যোগাযোগ করুন। Own The World - Hajj & Umrah +8801970080318
#booknow #travelwithowntheworld #hajjandumrah #umrah2024 #Hajj2025 #travel #trusted_agency #umrah_expart #umrahmubarak +8801970080318 For Book Knock !
Own the World office Tour
*Assalamu Alaikum Wa Rahmatullahi Wa Barakatuh.*
Welcome to *Own the World* – your trusted partner since 2019, delivering top-tier services with a commitment to excellence.
Today, we're giving you a brief insight into our offerings and services. Over the past few years, Alhamdulillah, *Own the World* has expanded significantly, providing world-class services across a range of sectors:
- *Air Ticketing*
- *Visa Processing* (UK, USA, Canada, Australia, Schengen, and Asia)
- *Hotel Reservations*
- *Inbound & Outbound Tour Packages*
- *Hajj & Umrah Services*
Our dedicated *Visa Processing Team* handles visa applications for various countries, and our *Hajj & Umrah Department* manages every aspect of your pilgrimage with care and precision.
We also take pride in our *Customer Relations and Marketing* section, ensuring a seamless experience for all our clients.
To explore our travel packages or get in touch, simply inbox us on our *Own the World* page, or reach out to us at:
📍 *Own The World*
42, Jabbar Tower (4th Floor),
Gulshan Avenue, Gulshan - 01, Dhaka - 1212.
📲 Phone: +8801970080318 (WhatsApp available)
01844583101(Whatsapp available)
01844583103(Whatsapp available)
📧 Email: [email protected]
🌐 Website: www.otwbd.com
Let *Own the World* guide you on your next journey, whether for travel, business, or spiritual fulfillment. We're here to make your experience smooth and unforgettable!
#travelwithowntheworld #VISAPROCESSING #HajjandUmrahServices #AirTicketing #inboundoutboundpackages #ExploreWithUs #owntheworld
✨ হজ্জে ২০২৫ প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে!
✨ আগামী ৩০ নভেম্বর প্রি রেজিষ্ট্রেশনের লাস্ট ডেট।
আলহামদুলিল্লাহ, আপনার জন্য সুবর্ণ সুযোগ!
যারা পবিত্র হজ্জ ২০২৫ নিয়ত করেছেন, তাদের জন্য দারুণ সুখবর! এই বছর হজ্জের খরচ আরও কম হবে ইনশাআল্লাহ, তাই এখনই সিরিয়াল পেতে প্রি রেজিষ্ট্রেশন নিশ্চিত করে নিন।
من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه.
আবু হুরায়রা রা. বলেন, আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ্ব করল এবং অশ্লীল কথাবার্তা ও গুনাহ থেকে বিরত থাকল সে ঐ দিনের মতো নিষ্পাপ হয়ে হজ্ব থেকে ফিরে আসবে যেদিন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ট হয়েছিল।
-সহীহ বুখারী, হাদীস : ১৫২১; সহীহ মুসলিম, হাদীস : ১৩৫০; মুসনাদে আহমদ, হাদীস : ৭৩৮১; সুনানে ইবনে মাজাহ, হাদীস : ২৮৮১; সুনানে নাসায়ী ৫/১১৪; সহীহ ইবনে হিববান, হাদীস : ৩৬৯৪; সহীহ ইবনে খুযাইমা, হা
সেপ্টেম্বর ও অক্টোবর মাসে উমরাহ করতে চাইলে দ্রুত যোগাযোগ করুন। +8801970080318
আসসালামু আলাইকুম সেপ্টেম্বর ও অক্টোবর মাসে কেউ যদি উমরাহ এর চিন্তা ফিকির করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
এভাইলেবল 👇
কাস্টমাইজড উমরাহ প্যকেজ।
লাক্সারি উমরাহ প্যাকেজ।
উমরাহ গ্রুপ।
হাজ্জ ২০২৫ প্রি রেজিষ্ট্রেশন চলমান।
হাজ্জ উমরাহ সহ ভ্রমণ সংক্রান্ত যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন। Own The World - Hajj & Umrah Mawlana Farabi
হাজ্জ ও উমরাহ এর যেকোনো রেডি প্যাকেজ বা কাস্টমাইজড সুবিধার জন্য আমাদের উপর আস্থা রাখুন।
আলহামদুলিল্লাহ জুলাই মাসে আমাদের কাস্টমাইজড ফ্যামিলি উমরাহ করেছে।
আগস্ট মাসেও আমাদের একটা গ্রুপ গেছে আরেকটি ২৬ তারিখ যাবে।
সেপ্টেম্বর মাসেও ২০ জনের একটা গ্রুপ আছে।
অক্টোবর মাসেও ইন শা আল্লাহ ২৫-৩০ জনের একটি উমরাহ গ্রুপ যাবে।
এছাড়াও সেপ্টেম্বর ও অক্টোবরেও আমাদের ৬-৮ কাস্টমাইজড ফ্যামিলি ( প্রতি ফ্যামিলি ৪/৫ জন )উমরাহ গ্রুপ আছেন।
সুতরাং আপনি বা আপনার পরিচিত কেউ যদি হাজ্জ ২০২৫ বা উমরাহ এর ইচ্ছা করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। +8801970080318 Own The World - Hajj & Umrah
আলহামদুলিল্লাহ! হাজ্জ ২০২৪ পরবর্তী আমাদের প্রথম উমরাহ গ্রুপ রেডি!
আলহামদুলিল্লাহ!
হাজ্জ ২০২৪ পরবর্তী আমাদের প্রথম উমরাহ গ্রুপ রেডি!
অলরেডি ২০+ হাজি বুকিং করেছেন।
আর মাত্র কিছু সিট খালি আছে।
ওমরাহ পালন বিশ্বের মুসলিম উম্মাহের অন্যতম ধর্মীয় সফর।
আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ওমরাহ্ সেরা আদর্শ প্ল্যান, যা আপনার উমরাহ সফরকে করবে নির্ভার। ইনশাআল্লাহ! ✨
আমাদের সম্ভাব্য ফ্লাইট টাইম - আগস্টের মাঝামাঝি। আমাদের রয়েছে ৩ টি প্যাকেজ। থাকছে আসা যাওয়া ঠিক রেখে আপনার মন মতন প্যাকেজ অনুযায়ী উমরাহ পালন করার সুবিধা।
স্ট্যান্ডার্ড প্যাকেজ - ১,৬০,০০০
✅টিকেট ডিরেক্ট সাউদি এয়ারলাইনস
✅ভিসা
✅৩ বেলা দেশি খাবার।
✅ফুল প্রাইভেট ট্রান্সপোর্ট।
✅হোটেল -
✅মক্কা - নাওয়ারাত শামস ৩ / মাজদ আয যাহাবি / সিমিলার ২৫০/৩০০ মিটার।
-মাদিনা - রুয়াহ তাইবাহ / প্যারাডাইস / সিমিলার ২০০ মিটার।
-রিয়াজুল জান্নাহ পারমিট।
✅মক্কা ও মাদিনার ঐতিহাসিক স্থানের জিয়