Makemyplan

Makemyplan We Provide Flights , Hotels and Holiday Packages Worldwide. Share your travel queries with as at inf
(1)

অক্টোবর মাসে জাহাজ চলাচলের সময়সূচি।
04/10/2022

অক্টোবর মাসে জাহাজ চলাচলের সময়সূচি।

Calling Saintmartin....
30/09/2022

Calling Saintmartin....

Saintmartin are Calling YouThinking about going for your next adventurous trip?Think NO MORE, Adventure is waiting for y...
30/09/2022

Saintmartin are Calling You

Thinking about going for your next adventurous trip?

Think NO MORE, Adventure is waiting for you..
Book your next big trip with us and enjoy attractive packages and Buying your ship ticket from Make My Plan Ltd.
MV Bay One and Karnafuly Express

For Booking,
Call: +8801888008041, +8801888008042 & +8801736338662 Or
Email: [email protected]

19/09/2022
আগামী ১ অক্টোবর ২০২২ থেকে কক্সবাজার - সেন্টমার্টিন সাগর পথে পুনরায় চালু হচ্ছে এম ভি কর্নফুলী এক্সপ্রেস । এরই সাথে প্রবাল...
07/09/2022

আগামী ১ অক্টোবর ২০২২ থেকে কক্সবাজার - সেন্টমার্টিন সাগর পথে পুনরায় চালু হচ্ছে এম ভি কর্নফুলী এক্সপ্রেস । এরই সাথে প্রবাল দ্বীপ এ এবারের সীজন শুরু হচ্ছে ।
এম ভি কর্ণফুলী এক্সপ্রেস জাহাজ এর চলাচল এর সময় সুচী:
কক্সবাজার নুনিয়াছড়া এয়ারপোর্ট এর পাশে, বি আই ডব্লিও টি এ ঘাট থেকে ছাড়বে সকাল: ৭.০০ মিনিটে।
সেন্টমারটিন থেকে ছাড়বে বিকাল: ৩.৩০ মিনিটে। উভয় দিক থেকে গন্তব্যে পৌছুতে সময় লাগবে ৫.০০ ঘন্টা (+,-) । মাঝে মধ্যে জোয়ার - ভাটা জনিত কারনে ছাড়ার সময় পরিবর্তন হলেও সেটা আমরা আগেই আপনাদের কে অবহিত করবো ফোন অথবা এস এম এস এর মাধ্যমে ।
এম ভি কর্ণফুলী এক্সপ্রেস জাহাজ এর ভাড়ার তালিকা (শীতাতপ নিয়ন্ত্রিত ও রিটার্ন টিকেট সহ):
ইকোনমি ক্লাস (লেভেন্ডার / মেরিগোল্ড) চেয়ার: ৩২০০/-
বিজনেস ক্লাস (গ্ল্যাডিওলাস) চেয়ার : ৪০০০/-
ওপেন ডেকঃ ৪০০০/-
লিলাক লাউঞ্জঃ ৪০০০/-
ভি আই পি লাউঞ্জঃ ৪৫০০/-
সিঙ্গেল কেবিনঃ ৭৫০০/- (১ জন এর জন্য প্রযোজ্য)
টুইন বেড কেবিন : ১২০০০/- (২ জন এর জন্য প্রযোজ্য)
ভি আই পি কেবিন (লাক্সারী) : ২০০০০/- (২ জন এর জন্য প্রযোজ্য)
ভি ভি আই পি কেবিনঃ ২৮০০০/- (২ জন এর জন্য প্রযোজ্য)
সিঙ্গেল ব্যাতীত, প্রতিটি টুইন বেড, ভি আই পি ও ভি ভি আই পি কেবিন ২ জন এর জন্য প্রযোজ্য, অতিরিক্ত কেউ কেবিনে থাকতে চাইলে জন প্রতি আলাদা ইকোনমি ক্লাস টিকেট কেটে নিতে হবে।
আপনার ফেরার (রিটার্ন) তারিখ টিকেট কাটার পূর্বেই উল্লেখ করতে হবে। প্রতিবার যাত্রায় এম ভি কর্নফুলী এক্সপ্রেস এর পক্ষ থেকে থাকছে সৌজন্য মূলক স্ন্যাকস/ নাস্তা। ৫ বছর অবধি বাচ্চাদের টিকেট লাগবে না । বাবা মা এর কোলে বসে যেতে পারবে। ৫+ বছরের বাচ্চাদের ফুল টিকেট লাগবে ।

কক্সবাজার শহরের এয়ারপোর্ট রোডে অবস্থিত , উত্তর নুনিয়াছড়া BIWTA ঘাট হতে সকাল ৭ টায় ছেড়ে যাওয়ার পথে সম্মানিত পর্যটক রা দেখতে পাবেন,কক্সবাজার এর ঐতিহ্য মন্ডিত বাঁকখালি নদী এবং বাঁকখালি নদীর দু’পাশে গড়ে উঠা বেষ্টিত ম্যানগ্রোভ বন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্ববৃহৎ আশ্রয়ণ প্রকল্পের চলমান কার্যকলাপ সমূহ, বাঁকখালি নদী-মহেশখালি – বঙ্গপোসাগর এর ত্রিমোহনা ।
কক্সবাজার সমুদ্র সৈকত এর প্রথম ভাগের জিরো পয়েন্ট এবং কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এর সাগরের মাঝে বর্ধিত রান ওয়ে এর শেষ অংশ,পাহাড়ী দ্বীপ মহেশখালি এবং ভার্জিন দ্বীপ সোনাদিয়ার উপকূলীয় অঞ্চল সমূহ । বাংলাদেশের পর্যটন রাজধানী কক্সবাজার এর ১২০ কিঃমিঃ সমুদ্র সৈকত এর ল্যান্ড ভিউ এবং ডে এন্ড নাইট ভিউ। আরও দেখতে পাবেন টেকনাফ, শাহ্ পরীর দ্বীপের শেষ প্রান্তে অবস্থিত কক্সবাজার সমুদ্র সৈকতের শেষ ভাগ বা জিরো পয়েন্ট। এই পুরো জার্নি টা হবে সাগর পথে অসাধারণ এক অভিজ্ঞতা অর্জন।

টেকনাফ - সেন্টমার্টিন নৌ রুটে জাহাজ চলাচল শুরু হবে অক্টোবর এর মাঝামাঝি তে। তখন আমাদের কাছে পাবেন এম ভি বে ক্রুজার ১, এস টি শহীদ সুকান্ত বাবু, এম ভি ফারহান, এম ভি পারিজাত, কেয়ারী ক্রুজ এন্ড ডাইন, কেয়ারী সিন্দবাদ ও এম ভি আটলান্টিক ক্রুজ এর টিকেট। এছাড়া কক্সবাজার - সেন্টমার্টিন নৌ রুটের সবার প্রিয় এম ভি কর্নফুলী জাহাজ এর টিকেট সহ চট্রগ্রাম - সেন্টমার্টিন নৌ রুটের জাপান থেকে আমদানি কৃত ক্রুজ জাহাজ এম ভি বে ওয়ান এর টিকেট রিজার্ভেশন। আমাদের কাছে পাচ্ছেন লো বাজেট থেকে শুরু করে হাই বাজেট এর রিসোর্ট ও হোটেল বুকিং।

যোগাযোগঃ
মেহেদী হাসান
০১৭৩৬-৩৩৮৬৬২(whatsapp)

27/06/2022
ইদের পরে অনেকেই টুরিস্ট ভিসায় ভারতের বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন। অনেকেই প্রথমবার যাবেন তাই হালকা কিছু ইনফরমেশন শেয়ার করল...
28/04/2022

ইদের পরে অনেকেই টুরিস্ট ভিসায় ভারতের বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন।
অনেকেই প্রথমবার যাবেন তাই হালকা কিছু ইনফরমেশন শেয়ার করলাম যাতে করে আপনার ট্যুর একটু হলেও বেটার হয়।

ইমিগ্রেশনঃ

ভারত যেতে হলে প্রথমে আমাদের ইমিগ্রেশন ক্রস করতে হবে। মোটামুটি সব ইমিগ্রেশন এ ভীড় থাকবে হিউজ। তাই যে যেই বর্ডার দিয়েই ভারতে প্রবেশ করুন না কেনো দয়া করে সকাল ৬ টার আগেই ইমিগ্রেশন এর সামনে চলে আসবেন। আরো আগে পৌছালে ইমিগ্রেশনের সামনেই থাকবেন। কারণ বেলা বাড়ার সাথে সাথে ইমিগ্রেশন এর সামনে উপচে পড়া লাইন থাকবে। বিশেষ করে বেনাপোল দিয়ে কলকাতা সহ বিভিন্ন জায়গায় যাবেন তাদের প্রচুর ভোগান্তি পোহাতে হবে।

ট্রাভেল ট্যাক্সঃ

ভারতে প্রবেশের প্রথম শর্ত হলো ট্রাভেল ট্যাক্স বা ভ্রমণ কর।
সোনালি ব্যাংকের প্রায় সব শাখায় ট্রাভেল ট্যাক্স দেয়া যায়। সব বর্ডারের টা দেয়া যায় না মেবি। তাই যদি সম্ভব হয় আগেই ট্রাভেল ট্যাক্স টা দিয়ে ফেলুন। এতে করে আপনার না হয়েও ১ ঘন্টা সেইভ হবে ( লাইনে দাঁড়ানো থেকে বেচে যাবেন। )

টিকেট এর ক্ষেত্রেঃ

এবার আসি টিকেট এর ক্ষেত্রে। প্রথমত বেনাপোল ব্যাতিত অন্য বর্ডারের ক্ষেত্রে বর্ডার পর্যন্ত আসতে ঝামেলা সেই ভাবে হবে না কিন্তু বেনাপোল এ আসতে ভালোই ভোগান্তি তে পড়তে হবে।

তাই যথাসম্ভব রাতের শুরুর বাস গুলো ধরুন কারণ ঘাটের অবস্থা বলা যায় না। ইদে ফেরার যাত্রীচাপ বিপরিত ঘাটে থাকবে তাই হালকা লেট হতে পারে।

সম্ভব হলে বেনাপোল এক্সপ্রেসে করে বেনাপোল আসবেন। এতে করে ভোগান্তি কম হবে।

আর বেনাপোল দিয়ে ক্রস করে ওপাশে গিয়ে বাস পরিহার করবেন। ফ্যামিলির ৪/৫ জন থাকলে আরামসে ক্যাব বুক করে চলে যেতে পারবেন। নতুবা বনগাঁ এসে ট্রেনে করে কলকাতা যেতে পারবেন।

আমার মতে ট্রেন টাই বেটার। খরচ ও কম এবং বাসের থেকে দ্রুত যাওয়া সম্ভব।

ভারতে পৌছেই যা করবেন নাঃ

প্রথমবার যারা ভারত যাবেন ভারতের ইমিগ্রেশন ক্রস করেই কিন্তু বিভিন্ন দালালের খপ্পরে পড়বেন। পাসপোর্ট হাতে রাখবেন না। ( রাখলে কৌশলে সে সেটা নিয়ে তার দোকানে নিয়ে যাবে )

রুপি করতে চাইলে কয়েক দোকানে আস্ক করুন রেট কত। হালকা দামাদামি করুন। ডলার রেট মেবি মারকুইজ স্ট্রিটে ভালো পাওয়া যাচ্ছে এখন।

এবার আসি সিম কার্ডের ব্যাপারে। ভারতে ঢুকেই আমরা সিম কার্ড কিনি ৩০০-৫০০ টাকা দিয়ে। এটা করবেন না। ভারত এর প্রায় হাফ কিলো পর্যন্ত বাংলাদেশের নেটওয়ার্ক থাকে তাই ভারতে প্রবেশ করেই বাড়িতে জানিয়ে দিন আপনি পৌছে গেছেন। চিন্তা না করতে, পরে হোটেলে গিয়ে আবার যোগাযোগ করবেন।

সিম মারকুইজ স্ট্রিটে গিয়ে কিনতে পারবেন ১০০ টাকা দিয়ে। বাদ বাকি যেই কয়দিন থাকবেন তার হিসাব করে প্যাক কিনে নিবেন।

থাকার জন্য হোটেল বাছাইঃ

যেহেতু প্রচুর মানুষ ভারতে যাবে তাই আগে থেকে হোটেল বুকড করাই বেটার। সেক্ষেত্রে বুকিং ডট কম সহ বিভিন্ন সাইট থেকে হোটেল বুকড করতে পারেন বিনা এডভান্স এ। এক্ষেত্রে আপনার থাকার জায়গার চিন্তা কমে গেলো। এসে দামাদামি করে আরো কমে পেলে উঠে যাবেন নতুবা বুকড করা তো আছেই।

যদি কলকাতা যেতে চান তাহলে মিউনিসিপালিটি অফিসের পাশে মান্নাত প্লাজায় ২ টা হোটেল আছে ভাড়া কম। একদম নিউ মার্কেট ঘেসে।

আর সস্তায় থাকতে চাইলে চলে যাবেন মারকুইজ স্ট্রিটে। অনেক হোটেল আছে। দামাদামি করে নিবেন। নরমালি ৫০০ থেকেই ভাড়া শুরু। আরেকটু ভিতরে গেলে পার্ক স্ট্রিট, কলিন লেন ( মুসলিম লেন ) সহ আরো কিছু জায়গা আছে দেখে শুনে উঠতে পারবেন।

কলকাতা থেকে অন্য রাজ্যে যেতেঃ

ভারতে ৪ মাস অর্থাৎ ১২০ দিন আগে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি করে। তাই ২ মাস আগেও অনেক ট্রেনের টিকেট পাওয়া যায় না। সুতরাং যারা অন্য রাজ্য যাবেন তারা আগে থেকেই টিকেট কনফার্ম করে আসুন। আপনার আশেপাশে বিভিন্ন এজেন্ট টিকেট কাটতে সহায়তা করবে।

আর নিজে ফরেইন কোটা য় কাটতে চাইলে ভারত প্রবেশ করে সোজা চলে যাবেন ফেয়ারলি প্যালেস এ। ওখান এ ফরেইনার দের জন্য টিকেট দেয়া হয়। যদিওবা সেটা সীমিত কয়েকটা সিট।

কারো যদি আরো কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Makemyplan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Makemyplan:

Videos

Share