19/09/2021
#সিলেট_ভ্রমণ_মাত্র_১৩০০_টাকায় #ভোলাগঞ্জ_সাদাপাথর_রাতারগুল_সোয়াম্প_ফরেস্ট_চা_বাগান_মাজার_ভ্রমন ডে লং ট্যুর এর সাথে।
পেজ লিঙ্কঃ https://www.facebook.com/ElbGo-102598678850697/
গ্রুপ লিঙ্কঃ https://www.facebook.com/groups/403936044687808/?ref=share
💥💥 ভ্রমণের তারিখঃ
▶️ ৩০ সেপ্টেম্বর রাত ১১ টায় 🕚( সায়েদাবাদ থেকে)
◀️১ অক্টোবর সন্ধ্যা ৬টায় 🕕 ( সিলেট থেকে রওনা )
[ ইনশাআল্লাহ ১ অক্টোবর তারিখ শুক্রবার রাত ১১/১২ টার মধ্যে ঢাকায় থাকবো ]
🌋🌋যা যা দেখবোঃ
⛰️ভোলাগঞ্জ সাদাপাথর জিরো পয়েন্ট ।
🏝️রাতারগুল সোয়াম্প ফরেস্ট ।
🕌হযরত শাহ জালাল (রহ) মাজার।
🎋চা বাগান।
🪑🪑আসন সংখ্যাঃ ৪০ জন
( মেয়ে এবং বয়স্কদেরকে সামনের দিকে অগ্রাধিকার দিয়ে এরপর বাকী মেম্বারদের আসন বিন্যাস করা হবে)
📢📢 যা যা থাকছেঃ
🚌 ঢাকা -সিলেট- ঢাকা নন এসি বাসে যাওয়া-আসা।
🚤 ভোলাগঞ্জে ট্রলার খরচ ।
🧆 সকালে ও দুপুরে ২ বেলা খাবার।
🍜 সন্ধ্যার নাস্তা
🖼️সকল প্রকার গাইড খরচ।
⛔⛔ যা যা থাকছে নাঃ
🚃হাইওয়ে হোটেল বিরতিতে খাবার ।
⬅️ফেরার দিন রাতের খাবার।
🛶রাতারগুল এর নৌকা খরচ
🥙🥙 খাবার তালিকাঃ
🧆 সকালে : পরটা - সবজি - ডিম।
🍱 দুপুরে : ভাত - সবজি/ভর্তা - মুরগির মাংস - ডাল
🍜 সন্ধ্যা: কেক-কলা- পানি
💵💴💶💷 ইভেন্ট ফিঃ জনপ্রতি ১৩০০ টাকা মাত্র ।
[ ০ থেকে ৩ বছরের বাচ্চাদের ক্ষেত্রে কোন ফি লাগবে না এবং ৩ বছরের বেশি বয়সি বাচ্চাদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষ ]
🚦ডেডলাইনঃ সিট খালী থাকা সাপেক্ষ।
🏷️🏷️ সম্ভাব্য ট্যুর বর্ণনাঃ
➡️➡️ ৩০ সেপ্টেম্বর রাতে বাসে করে সিলেট এর উদ্দেশ্যে যাত্রা।
➡ ১ অক্টোবর সকালে সিলেট নেমে খুব দ্রুত সকালের নাস্তা করে সবাই চলে যাবো হযরত শাহজালাল(রহঃ) এর মাজারে। সকালের নাস্তা করে সেখান থেকে আমরা ElbGo পরিবার এর সাথে চলে যাবো ভোলাগঞ্জ সাদা পাথর। সেখানে গিয়ে মেঘালয় থেকে বেয়ে আসা স্বচ্ছ পানিতে ঝাপাঝাপি করে দুপুরে সেখান থেকে চলে যাবো রাতারগুল সোয়াম্প ফরেস্ট। সেখানে দুপুরের খাবার খেয়ে আমরা ফরেস্টে নৌকায় ঘুরতে বের হব যার যার নিজ খরচে। ঘুরাঘুরি শেষে বিকালের মধ্যে চা বাগানের উদ্দেশ্যে রওনা দিবো। চা বাগানে ছবি তুলতে তুলতে সূর্যাস্ত দেখে বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবো। ইনশাআল্লাহ রাত ১১/১২ টার মধ্যে ঢাকায় থাকবো।
⚙️⚙️ ছেলে, মেয়ে, কাপল, ফ্যামিলি সহ সকল ধরণের মানুষ অংশগ্রহণ করতে পারবেন আমাদের এই ট্যুরে।
📒 বুকিং মানি - ৫০০ টাকা মাত্র(অফেরতযোগ্য)।
📞📞 ট্যুর কনফার্ম করতে যোগাযোগ করুন
📲01707258901
📲01689994750
📱 বিকাশঃ ( personal)
01914258901
বুকিং মানি অফিসে এসে দিতে পারবেনঃ
- 3rd floor, 379,East Rampura, Dhaka
অফিস টাইমঃ সকাল ১০ থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।
🌏 যাবেন যারা তারা জনপ্রতি ৫০০/- টাকা বুকিং মানি দিতে হবে। অতিরিক্ত বিকাশ খরচসহ জনপ্রতি মাত্র - ৫১০/- টাকা দিতে হবে ( অফেরতযোগ্য)। ইভেন্ট হোস্টদের কাছে পৌঁছে আপনার আসন নিশ্চিত করতে হবে। বাকী টাকা ট্যুরের দিন বাসে উঠার আগে পরিশোধ করে বাসের আসন নং বুঝে নিতে হবে।
🚫🚫যা যা করা যাবে নাঃ
⛔মেয়েদের সাথে কোন প্রকার অশালীন বা খারাপ আচরন করা যাবে না। কারো বিরুদ্ধে এমন কোন অভিযোগ পেলে দল থেকে বের করে দেয়ার মত কঠোর ব্যবস্থা নেয়া হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
⛔যেকোন সমস্যা বা প্রয়োজনে এ্যাডমিনদের সাথে সরাসরি কথা বা আলোচনা করতে হবে। নিজেদের মধ্যে কোন প্রকার আলোচনা বা সমালোচনা করা যাবে না ।
⛔এ্যাডমিনদের অনুমতি ছাড়া গ্রুপ থেকে আলাদা হওয়া যাবে না ।
🚮ঘুরতে গিয়ে যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না ।
🚭বাসে ধূমপান করা যাবে না ।
❌সাবধান যেসকল কারনে যেকোন সময় আপনি গ্রুপ থেকে টার্মিনেট হতে পারেনঃ
🚸আপনার দ্বারা গ্রুপের কোন মেয়ে মেম্বার হ্যারেইজমেন্ট এর স্বীকার হলে !
🚸এডমিন - মডারেটর বা ট্যুর কমিটির যেকোন কারো সাথে কোন প্রকার মিস বিহেইভ করলে সাথে সাথে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। এ বিষয়ে পরবর্তীতে কোন সুপারিশ বা আপত্তি চলবে না ।
🚭বাসে বা ট্যুর চলাকালিন কেউ নেশাজাত কোন দ্রব্য বহন বা সেবন করার চেষ্টা করলে সাথে সাথে তাকে ট্যুর থেকে বের করে দেয়া হবে ।
⚡ট্যুর চলাকালীন অবশ্যই সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে ও সকলের নিরাপত্তার কথা চিন্তা করে সবাইকে মাস্ক পরিধান ও স্যানিটাইজেশন নিশ্চিত করা হবে।