Belal Travels = Hajj,Umra,Air Ticket

Belal Travels = Hajj,Umra,Air Ticket A Hajj & Umrah agency in Bangladesh.

এডভান্স ছাড়া রোমানিয়ার ১০ টি ফাইল নেবো আআগামি সপ্তাহে আমাদের ৬০+ ফাইল সাবমিট হবে ইনশাল্লাহ।  সেটার সাথে এগুলো সাবমিট করব...
27/09/2021

এডভান্স ছাড়া রোমানিয়ার ১০ টি ফাইল নেবো আ

আগামি সপ্তাহে আমাদের ৬০+ ফাইল সাবমিট হবে ইনশাল্লাহ।
সেটার সাথে এগুলো সাবমিট করবো।

নিচে বিস্তারিত দেয়া হলো:-

প্যাকেজঃ- ৭০০০০০/
* ফাইল সাবমিট করার সময় এডভান্স দিতে হবে না
* শুধুমাত্র ৫ হাজার টাকা এন্ট্রি ফি জমা দিতে হবে
* ২ লক্ষ টাকার দুইটা চেক ওয়ার্ক পারমিট আসার সাথে সাথে পাশ করাতে হবে।
* বাকি টাকা ভিসা হওয়ার পর

এডভান্স করলে ৩০ হাজার টাকা প্যাকেজে ছাড় থাকবে।

আলহামদুলিল্লাহ!গত কিছুদিন আগে আমাদের রোমানিয়ার কয়েকটি ভিসার ছবি।আমাদের মাধ্যমে অনেকে রোমানিয়া যাচ্ছেন,  অন্যদের চেয়ে খরচ...
26/09/2021

আলহামদুলিল্লাহ!

গত কিছুদিন আগে আমাদের রোমানিয়ার কয়েকটি ভিসার ছবি।

আমাদের মাধ্যমে অনেকে রোমানিয়া যাচ্ছেন, অন্যদের চেয়ে খরচ একটু বেশি আমাদের।
কাজ ইনশাআল্লাহ দ্রুত হবে।

সৌদি আরবের জাতীয় দিবস!সবাইকে অভিনন্দন
23/09/2021

সৌদি আরবের জাতীয় দিবস!

সবাইকে অভিনন্দন

মোহাম্মদ গিয়াসউদ্দিন একজন প্রবাসী বাংলাদেশি। তিনি দুবাই থাকেন। নয় মাস আগে পায়ের চিকিৎসা করাতে দেশে এসেছিলেন। কিন্তু করোন...
21/09/2021

মোহাম্মদ গিয়াসউদ্দিন একজন প্রবাসী বাংলাদেশি।
তিনি দুবাই থাকেন। নয় মাস আগে পায়ের চিকিৎসা করাতে দেশে এসেছিলেন। কিন্তু করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির পর গত মে মাসে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনায় নিষেধাজ্ঞা দেয়। তিন মাস পর গত আগস্টে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও ইউএই সরকারের শর্ত অনুযায়ী বাংলাদেশের কোনো বিমানবন্দরে র‍্যাপিড আরটি-পিসিআর মেশিন না থাকায় তিনি দেশে আটকা পড়েন। কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন, এই নয় মাস সংসার চালাতে গিয়ে তাকে অন্যের কাছ থেকে টাকা ধার নিতে হয়েছে এবং সুদে লোন নিতে হয়েছে। নিজের চাকরি বাঁচাতে এবং দেশে পরিবারের খরচ চালাতে তাকে শিগগির দুবাই যেতে হবে।
ছবি: প্রবীর দাশ

সূত্র: ডেইলি স্টার

19/09/2021

🇷🇴Work Permit in Romania🇷🇴

রোমানিয়া ইউরোপের দক্ষিণ-পূর্বে অবস্থিত একটি দেশ। দেশটি সেনজেন ভুক্ত নয় কিন্তু খুব দ্রুত সেনজেন ভুক্ত হতে যাচ্ছে! দেশটি সম্ভাবনাময়, বিশেষত বাংলাদেশীদের জন্য। কারন,
**মাএ ২ কোটি জনসংখ্যার এই দেশের প্রচুর লোকবল প্রয়োজন।
**ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কম খরচে আসা যাবে।
**দেশটি খুব দ্রুত সেনজেন ভুক্ত হতে যাচ্ছে।
**ভিসার রেট ৯৫-৯৮%.
**ওয়ার্ক পারমিটে গেলে ৬ মাস পর TRC এর জন্য এপ্লাই করে সেনজেন ভুক্ত দেশগুলোতে যাতায়াত করতে পারবেন।
** বেতন ভাতা ৫০০-৮৫০ ইউরো
***ম্যানপাওয়ার করে ঢাকা থেকে ফ্লাইট।
***কোম্পানি কর্তৃক এয়ারপোর্ট পিকআপ
**থাকার ব্যবস্থা বা খরচ কোম্পানী বহন করবে।
**খাবার এর ব্যবস্থা বা খরচ কোম্পানী বহন করবে
** প্রথমে ১ বছরের ভিসা দেয়া হবে,যা প্রতি বছর রিনিউ করা যাবে।
**কাজের নিশ্চয়তা শতভাগ।
**ওভার টাইম কাজ করার সুযোগ আছে।
**নূন্যতম ৬ মাস কাজ করার পর থেকে সেলারি ইনক্রিমেন্ট পাবেন(কর্মরত কোম্পানির পলিসি অনুযায়ী)।

কাজের ধরন
* কনস্ট্রাকশন ওয়ার্কার
* ফ্যাক্টরী ওয়ার্কার
* ফুড প্রোসেসিং এবং প্যকেজিং
* চিকেন প্যকেজিং
* জুস প্যকেজিং
*জেনারেল ওয়ার্কার

এপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টঃ
***পুলিশ ক্লিয়ারেন্স
** পাসপোর্ট স্ক্যান কপি
** ন্যাশনাল আইডি/জন্ম নিবন্ধন সনদ
** ১ কপি 3cm×4cm সাইজ ছবি।
* সিভি
* সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।(যদি থাকে)
* বয়স ১৮ - ৪৫ বছর।
***সময়- ৩ মাস
***পেমেন্ট সিস্টেম ***অগ্রীম-৫০০০০টাকা(যার সম পরিমান টাকার ব্যাংক চেক প্রধান করা হবে)
সর্ব মোট খরচ-৬৫০০০০টাকা
উল্লেখ্য ৩০০টাকার ষ্টাম্প এর মাধ্যমে উভয় পক্ষের চুক্তি হবে

# #সরাসরি what's app এ যোগাযোগ করুন। # #

এই ব্যাগগুলো নিলাম হয়ে যাবে। দীর্ঘদিন এসব ব্যাগের মালিক না নেওয়া পড়ে আছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিভিন্ন ...
14/09/2021

এই ব্যাগগুলো নিলাম হয়ে যাবে। দীর্ঘদিন এসব ব্যাগের মালিক না নেওয়া পড়ে আছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিভিন্ন সময়ে বিদেশ থেকে আসা যাত্রীদের ভুলে ফেলে যাওয়া, লেফট বিহাইন্ড (যাত্রীর সাথে না আসা) হওয়া এসব ব্যাগ বিমানবন্দরের লস্ট এন্ড ফাউন্ডে জমা পড়ে আছে। ৩ মাসের বেশি সময় পড়ে থাকলে এসব ব্যাগ নিলামে তোলা হয়।

তাই কোন কারণে আপনার ব্যাগ না পেলে বিমানবন্দরের লস্ট এন্ড ফাউন্ডে অভিযোগ করুন।

দেশ ছেড়ে কেনো বিদেশে চাকরি করতে যায়? দেশে কি সত্যিই এত বড় শ্রমশক্তির কর্মসংস্থানের সুযোগ আছে? ****স্নাতক পাস ৬৬% শিক্...
14/09/2021

দেশ ছেড়ে কেনো বিদেশে চাকরি করতে যায়? দেশে কি সত্যিই এত বড় শ্রমশক্তির কর্মসংস্থানের সুযোগ আছে?
****

স্নাতক পাস ৬৬% শিক্ষার্থীই বেকার—এটা প্রথম আলোর একটা রিপোর্ট।

দুঃখজনক। যন্ত্রণাদায়ক। কষ্টকর।

যদিও এই রিপোর্টে জাতীয় বিশ্ববিদ‍্যালয়কেই ফোকাস করা হয়েছে, তবে বাস্তবতা হলো দেশের পাবলিক-প্রাইভেট ইউনিভার্সিটিরও অনেক শিক্ষার্থী বছরের পর বছর বেকার থাকে। ব‍্যাচেলর পাশ করার পর কয়েক বছর ধরে চাকরির প্রস্তুতি নিতে হয়। ইংরেজি শিখে। অংক শিখে। টাই বাঁধা শিখে। কি করে হাঁটতে হয়, ভালো পোশাক পড়তে হয়, ভদ্রতার সাথে কথা বলতে হয়—এগুলোও নাকি মটিভেশনাল স্পিকাররা শেখায়।

পাবলিক ইউনিভার্সিটিতে পড়া শেষ করে আমার জানাশুনা অনেকেই চাকরি না পেয়ে মালয়শিয়া গিয়েছে। মধ‍্যপ্রাচ‍্যে গিয়েছে।

আমাদের উচ্চশিক্ষা যে কতোটা পরিকল্পনাহীন, বৈশ্বিকমাণদণ্ডে কতোটা পিছিয়ে—সেটা এই জরিপই বলে দিচ্ছে। কিন্তু এগুলো নিয়ে কর্তারা কেউ মাথা ঘামাবে না।

রাজনৈতিক প্রতিশ্রুতি বজায় রাখতে আমরা বিশ্ববিদ‍্যালয় খুলি। গ্রাম-গঞ্জের কলেজে ব‍্যাচেলর-মাস্টার্স খুলে দেই। পাড়ায় পাড়ায় ইউনিভার্সিটি কলেজ বানিয়ে রেখেছি। অথচ শিক্ষার মান বজায়ের জন‍্য যে মানের শিক্ষক, যে মানের সুযোগ-সুবিধা যোগান দেয়া প্রয়োজন, সেটাই করছি না। শিক্ষার মান নিয়ে কোন মাথা ব‍্যাথা নেই। জাতীয় বিশ্ববিদ‍্যালয়ের শিক্ষকদের উচ্চশিক্ষা বা প্রশিক্ষণের ভালো কোন ব‍্যবস্থা নেই।

ইউনিভার্সিটিগুলোতে বহু সাবজেক্ট (ডিপার্টমেন্ট) আছে যেগুলো থেকে প্রতিবছর কয়েক হাজার স্টুডেন্ট বের হয়। অথচ সেগুলো পড়ে কোথায় চাকরি করবে, সেটা কেউ জানে না। মানসম্পন্ন উচ্চশিক্ষা নাকি গণহারে উচ্চশিক্ষা—এটাই আমরা এখনো ঠিক করতে পারিনি।

পাঁচ-ছয় বছর ধরে ইউনিভার্সিটিতে আটকে রেখে একটা তরুণকে যদি রাষ্ট্রের সম্পদ বানানো না যায়—এটা যে কতো দুর্ভাগ‍্য, বুঝানো যাবে না।

বিশ্ববিদ‍্যালয় যদি কর্মমুখী ও কালধারার শিক্ষা ও প্রশিক্ষণ দিতে না পরে, তাহলে এই শিক্ষা ব‍্যবস্থা রাষ্ট্রকে কতো দূর নিতে পারবে?

14/09/2021

সৌদি নতুন যারা যাবেন তারা দেখুন।
সৌদিগামী প্রবাসীরা যেসব সমস্যায় পড়ছেন তার কিছু সমাধান জেনে নিন।

14/09/2021

আলহামদুলিল্লাহ !
বেলাল ট্রাভেলস দীর্ঘদিন যাবত হজ, ওমরা ও সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যে জনবল রপ্তানী করে আসছে ।

আপনি যদি আমাদের এজেন্ট হয়ে আপনার এলাকায় কাজ করতে চান, তাহলে আমাদের সাথে যুক্ত হতে পারেন ।

আকর্ষনীয় কমিশনে আপনি প্রতিমাসে সম্মানজনক ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ

 #প্রবাসীরা_পাবেন_বোস্টার_ডোজসৌদি আরব করোনাভাইরাসের জন্য চীনে তৈরি করোনার সিনোভ্যাক ও সিনোফার্মের টিকা অনুমোদন দিয়েছে। য...
12/09/2021

#প্রবাসীরা_পাবেন_বোস্টার_ডোজ

সৌদি আরব করোনাভাইরাসের জন্য চীনে তৈরি করোনার সিনোভ্যাক ও সিনোফার্মের টিকা অনুমোদন দিয়েছে। যদিও শর্ত দেওয়া হয়েছে, বুস্টার ডোজ হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, জনসন অ্যান্ড জনসন ও মডার্নার টিকা এক ডোজ নিতে হবে।

এতো দিন বাংলাদেশে বুস্টার ডোজ দেওয়া হয়নি। তবে প্রবাসী কর্মীদের বিদেশে কাজ যোগ দেওয়া নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রচেষ্টা চালায়।

ইতোমধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়েরর উদ্যোগে নীতিগত ভাবে সিদ্ধান্ত হয়েছে, সৌদি আরবগামী প্রবাসী কর্মী কেউ যদি সিনোফার্মের টিকা নিয়ে থাকেন, তাবে তাকে বুস্টার ডোজ দেওয়া হবে। এই বিষয়ে শিগগির আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

সৌদি আরবের ভিসা প্রসেসিংআপনি পাচ্ছেন সর্বনিম্ন খরচে হাউজ ভিসা প্রসেসিং !!!আমেল মঞ্জিলি, ড্রাইভার ভিসা বর্তমান মার্কেট মূ...
11/09/2021

সৌদি আরবের ভিসা প্রসেসিং
আপনি পাচ্ছেন সর্বনিম্ন খরচে হাউজ ভিসা প্রসেসিং !!!
আমেল মঞ্জিলি, ড্রাইভার ভিসা বর্তমান মার্কেট মূল্যের সর্বনিম্ন খরচে আমরা প্রসেসিং করছি !

প্রসেসিং এর জন্য প্রয়োজনীয় কাগজ সমুহ:-
# ভিসার কপি
# কফিলের ID ও মোবাইল নাম্বার
 সম্মানিত যাত্রী অফিসে এসে আমাদের থেকে ভিসার কপি ও GAMCA স্লিপ সংগ্রহ করে মেডিকেল করবেন।
যাত্রীর নিজ পুলিশ ক্লিয়ারেন্স প্রদান করবেন।
যাত্রীর:
*মেডিকেল কার্ড *স্ট্যাম্পিং *মুফা *উকালা *মুসানেট * ম্যানপাওয়ার কার্ড ও বিমানের টিকেট আমরা প্রদান করবো।

কাতারের কয়েকটি ভিসা১) আফরা এগ্রো ফার্মপোস্ট:- ফার্ম লেবারবেতন:- ১৩০০+ ওভারটাইমথাকা: কোম্পানিরখানা:- নিজের২) হাউজ ড্রাইভা...
11/09/2021

কাতারের কয়েকটি ভিসা

১) আফরা এগ্রো ফার্ম
পোস্ট:- ফার্ম লেবার
বেতন:- ১৩০০+ ওভারটাইম
থাকা: কোম্পানির
খানা:- নিজের

২) হাউজ ড্রাইভার
পোস্ট:- ড্রাইভার
বেতন:- ১৬০০
থাকা: কোম্পানির
খানা:- নিজের

৩ ) হাউজ কুক
পোস্ট:- কুক
বেতন:- ১৬০০
থাকা: কোম্পানির
খানা:- নিজের

৪) এরাবিয়ান রেস্টুরেন্ট
পোস্ট:- ক্লিনার
বেতন:- ৯০০
থাকা: কোম্পানির
খানা:- কোম্পানির

সৌদী আরবে কোম্পানির কাজে যেতে চাইলে যোগাযোগ করুন।
11/09/2021

সৌদী আরবে কোম্পানির কাজে যেতে চাইলে যোগাযোগ করুন।

ওমরা প্যাকেজঃ- ইকোনোমি প্যাকেজঃ- ৮১৫০০ টাকা সহজ প্যাকেজঃ- ৬১৫০০  টাকাসময়ঃ অক্টোবর বা নভেম্বর মাস১)  ইকোনোমি প্যাকেজঃ- ৮১...
06/09/2019

ওমরা প্যাকেজঃ-
ইকোনোমি প্যাকেজঃ- ৮১৫০০ টাকা
সহজ প্যাকেজঃ- ৬১৫০০ টাকা
সময়ঃ অক্টোবর বা নভেম্বর মাস

১) ইকোনোমি প্যাকেজঃ- ৮১৫০০

যেসকল সেবা দেয়া হবে ইনশাআল্লাহ
> সরাসরি বিমান ( ডিরেক্ট বিমান, যেমন সৌদি এয়ারলাইনস)
> হেরেমের ১০-১৫ মিনিট হাটার দূরত্বে থাকার হোটেল
> সকালের নাস্তাসহ তিন বেলা মানসম্মত খাবার
> জেদ্দা থেকে বাসযোগে মক্কা যাত্রা
> মক্কা থেকে মদিনা বাসযোগে যাত্রা
> মক্কার দর্শনীয় স্থান দেখার সুযোগ ( আরাফার ময়দান, মিনা, মুযদালিফা ইত্যাদি)
> মদিনার দর্শনীয় স্থান দেখার সুযোগ
( ওহুদের ময়দান, মসজিদে কিবলাতাইন, মসজিদে কুবা ইত্যাদি)
> ওমরা সম্পন্ন করানোর জন্য অভিজ্ঞ মোয়াল্লেম
> গাইড বা মোয়াল্লেম দ্বারা সার্বিক দিক নির্দেশনা

বিঃ দ্রঃ- কেউ যদি নিজের মনমত আলাদা রুম বা ফাইভ স্টার হোটেলে থাকতে চায় সেটার জন্য আলাদা পেমেন্ট করতে হবে ।

২) সহজ প্যাকেজঃ ৬১৫০০

যেসকল সেবা দেয়া হবে ইনশাআল্লাহ
> লোকাল বিমান ( মাঝখানে যেকোনো এয়ারপোর্টে ট্রানজিট হবে )
> হেরেমের ১০-১৫ মিনিট হাটার দূরত্বে থাকার হোটেল
> জেদ্দা থেকে বাসযোগে মক্কা যাত্রা
> মক্কা থেকে মদিনা বাসযোগে যাত্রা
> মক্কার দর্শনীয় স্থান দেখার সুযোগ ( আরাফার ময়দান, মিনা, মুযদালিফা ইত্যাদি)
> মদিনার দর্শনীয় স্থান দেখার সুযোগ
( ওহুদের ময়দান, মসজিদে কিবলাতাইন, মসজিদে কুবা ইত্যাদি)
> গাইড বা মোয়াল্লেম দ্বারা সার্বিক দিক নির্দেশনা

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগঃ- 01791 981 381
হেড অফিসঃ-
ফ্লোরঃ৩, বিএন টাওয়ার, ফকিরাপুল, ঢাকা
সাইট অফিসঃ-
১৯/১, সাধু মাদবর রোড, মাহমুদপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ

অনলাইনে বুকিং করতে ফর্ম পূরণ করুন, আমরা আপনার সাথে যোগাযোগ করবো ।
লিংকঃ https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfG1if60aqMWB7NZL296R2yQkK0YZcOeo19eCVER45YA4-AbA/viewform?usp=sf_linkওমরা প্যাকেজঃ-
ইকোনোমি প্যাকেজঃ- ৮১৫০০ টাকা
সহজ প্যাকেজঃ- ৬১৫০০ টাকা
সময়ঃ অক্টোবর বা নভেম্বর মাস

১) ইকোনোমি প্যাকেজঃ- ৮১৫০০

যেসকল সেবা দেয়া হবে ইনশাআল্লাহ
> সরাসরি বিমান ( ডিরেক্ট বিমান, যেমন সৌদি এয়ারলাইনস)
> হেরেমের ১০-১৫ মিনিট হাটার দূরত্বে থাকার হোটেল
> সকালের নাস্তাসহ তিন বেলা মানসম্মত খাবার
> জেদ্দা থেকে বাসযোগে মক্কা যাত্রা
> মক্কা থেকে মদিনা বাসযোগে যাত্রা
> মক্কার দর্শনীয় স্থান দেখার সুযোগ ( আরাফার ময়দান, মিনা, মুযদালিফা ইত্যাদি)
> মদিনার দর্শনীয় স্থান দেখার সুযোগ
( ওহুদের ময়দান, মসজিদে কিবলাতাইন, মসজিদে কুবা ইত্যাদি)
> ওমরা সম্পন্ন করানোর জন্য অভিজ্ঞ মোয়াল্লেম
> গাইড বা মোয়াল্লেম দ্বারা সার্বিক দিক নির্দেশনা

বিঃ দ্রঃ- কেউ যদি নিজের মনমত আলাদা রুম বা ফাইভ স্টার হোটেলে থাকতে চায় সেটার জন্য আলাদা পেমেন্ট করতে হবে ।

২) সহজ প্যাকেজঃ ৬১৫০০

যেসকল সেবা দেয়া হবে ইনশাআল্লাহ
> লোকাল বিমান ( মাঝখানে যেকোনো এয়ারপোর্টে ট্রানজিট হবে )
> হেরেমের ১০-১৫ মিনিট হাটার দূরত্বে থাকার হোটেল
> জেদ্দা থেকে বাসযোগে মক্কা যাত্রা
> মক্কা থেকে মদিনা বাসযোগে যাত্রা
> মক্কার দর্শনীয় স্থান দেখার সুযোগ ( আরাফার ময়দান, মিনা, মুযদালিফা ইত্যাদি)
> মদিনার দর্শনীয় স্থান দেখার সুযোগ
( ওহুদের ময়দান, মসজিদে কিবলাতাইন, মসজিদে কুবা ইত্যাদি)
> গাইড বা মোয়াল্লেম দ্বারা সার্বিক দিক নির্দেশনা

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগঃ- 01791 981 381
হেড অফিসঃ-
ফ্লোরঃ৩, বিএন টাওয়ার, ফকিরাপুল, ঢাকা
সাইট অফিসঃ-
১৯/১, সাধু মাদবর রোড, মাহমুদপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ

অনলাইনে বুকিং করতে ফর্ম পূরণ করুন, আমরা আপনার সাথে যোগাযোগ করবো ।
লিংকঃ https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfG1if60aqMWB7NZL296R2yQkK0YZcOeo19eCVER45YA4-AbA/viewform?usp=sf_link

23/08/2019

আল্লাহর ঘর ও রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওযা দেখার আকুতি!

চমৎকার এই উর্দু গজল শুনতে পারেন, অন্তর জুড়িয়ে যাবে।

ওমরা প্যাকেজঃ- ইকোনোমি প্যাকেজঃ- ৮১৫০০ টাকা সহজ প্যাকেজঃ- ৬১৫০০  টাকাসময়ঃ অক্টোবর বা নভেম্বর মাস১)  ইকোনোমি প্যাকেজঃ- ৮১...
23/08/2019

ওমরা প্যাকেজঃ-
ইকোনোমি প্যাকেজঃ- ৮১৫০০ টাকা
সহজ প্যাকেজঃ- ৬১৫০০ টাকা
সময়ঃ অক্টোবর বা নভেম্বর মাস

১) ইকোনোমি প্যাকেজঃ- ৮১৫০০

যেসকল সেবা দেয়া হবে ইনশাআল্লাহ
> সরাসরি বিমান ( ডিরেক্ট বিমান, যেমন সৌদি এয়ারলাইনস)
> হেরেমের ১০-১৫ মিনিট হাটার দূরত্বে থাকার হোটেল
> সকালের নাস্তাসহ তিন বেলা মানসম্মত খাবার
> জেদ্দা থেকে বাসযোগে মক্কা যাত্রা
> মক্কা থেকে মদিনা বাসযোগে যাত্রা
> মক্কার দর্শনীয় স্থান দেখার সুযোগ ( আরাফার ময়দান, মিনা, মুযদালিফা ইত্যাদি)
> মদিনার দর্শনীয় স্থান দেখার সুযোগ
( ওহুদের ময়দান, মসজিদে কিবলাতাইন, মসজিদে কুবা ইত্যাদি)
> ওমরা সম্পন্ন করানোর জন্য অভিজ্ঞ মোয়াল্লেম
> গাইড বা মোয়াল্লেম দ্বারা সার্বিক দিক নির্দেশনা

বিঃ দ্রঃ- কেউ যদি নিজের মনমত আলাদা রুম বা ফাইভ স্টার হোটেলে থাকতে চায় সেটার জন্য আলাদা পেমেন্ট করতে হবে ।

২) সহজ প্যাকেজঃ ৬১৫০০

যেসকল সেবা দেয়া হবে ইনশাআল্লাহ
> লোকাল বিমান ( মাঝখানে যেকোনো এয়ারপোর্টে ট্রানজিট হবে )
> হেরেমের ১০-১৫ মিনিট হাটার দূরত্বে থাকার হোটেল
> জেদ্দা থেকে বাসযোগে মক্কা যাত্রা
> মক্কা থেকে মদিনা বাসযোগে যাত্রা
> মক্কার দর্শনীয় স্থান দেখার সুযোগ ( আরাফার ময়দান, মিনা, মুযদালিফা ইত্যাদি)
> মদিনার দর্শনীয় স্থান দেখার সুযোগ
( ওহুদের ময়দান, মসজিদে কিবলাতাইন, মসজিদে কুবা ইত্যাদি)
> গাইড বা মোয়াল্লেম দ্বারা সার্বিক দিক নির্দেশনা

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগঃ- 01791 981 381
হেড অফিসঃ-
ফ্লোরঃ৩, বিএন টাওয়ার, ফকিরাপুল, ঢাকা
সাইট অফিসঃ-
১৯/১, সাধু মাদবর রোড, মাহমুদপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ

অনলাইনে বুকিং করতে ফর্ম পূরণ করুন, আমরা আপনার সাথে যোগাযোগ করবো ।
লিংকঃ https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfG1if60aqMWB7NZL296R2yQkK0YZcOeo19eCVER45YA4-AbA/viewform?usp=sf_link

৬৫ হাজার টাকায় ওমরাহ ......পবিত্র ওমরাহ হজ পালনের কয়েকটি প্যাকেজ বা ধাপ রয়েছে। এবারের ওমরাহ পালনে সাতটি ধাপ রয়েছে। প্রথম...
23/08/2019

৬৫ হাজার টাকায় ওমরাহ ......

পবিত্র ওমরাহ হজ পালনের কয়েকটি প্যাকেজ বা ধাপ রয়েছে। এবারের ওমরাহ পালনে সাতটি ধাপ রয়েছে। প্রথম ধাপে এবং (স্বল্প খরচে) মাত্র ৬৫ হাজার টাকায় পবিত্র ওমরাহ হজ পালন করতে পারবেন। দ্বিতীয় ধাপে রয়েছে ৮০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকায়। তৃতীয় ধাপে রয়েছে ১ লাখ ২৫ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকায়। চতুর্থ ধাপে ১ লাখ ৬০ হাজার থেকে ১ লাখ ৭৫ হাজার টাকায়। পঞ্চম ধাপে ১ লাখ ৭৫ হাজার থেকে ২ লাখ টাকায়। ষষ্ঠ ধাপে ২ লাখ ২০ হাজার থেকে আড়াই লাখ টাকায় এবং সপ্তম ধাপে ২ লাখ ৬০ হাজার থেকে ৩ লাখ টাকায়। এর মধ্যে দুই থেকে তিন লাখ টাকার মধ্যে রয়েছে মক্কা ও মদিনায় হেরেম শরিফের কাছে পাঁচ তারকা হোটেলে আবাসন ব্যবস্থা। এ প্যাকেজে আরও থাকছে এমিরেটসের মতো প্রথম সারির বিমানের প্রথম শ্রেণিতে যাতায়াতের ব্যবস্থা।

https://www.bd-pratidin.com/Ramadan/2018/05/16/330501

প্রত্যেক মুসলমানেরই স্বপ্ন থাকে পবিত্র কাবাঘরে নামাজ আদায় এবং হজ পালনের। ইচ্ছাটা সারা বছর থাকলেও রমজান মাসে ওমর....

মসজিদে নববীতে ইফতার সামনে নিয়ে হাজিদের অপেক্ষার দৃশ্য !
20/08/2019

মসজিদে নববীতে ইফতার সামনে নিয়ে হাজিদের অপেক্ষার দৃশ্য !

মসজিদে নববীতে হুজুর সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বার! যেখান থেকে মহানবী খুতবা পেশ করতেন। কতইনা ভাগ্যবান ঐ লোক যে ...
20/08/2019

মসজিদে নববীতে হুজুর সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বার!
যেখান থেকে মহানবী খুতবা পেশ করতেন।

কতইনা ভাগ্যবান ঐ লোক যে স্বচক্ষে ঐ মিম্বার দেখেছেন!

আলাহ আমাদের সবাইকে সেখানে যাওয়ার তৌফিক দান করুক।

আমীন !

Address

Floor-7, BN Tower, Matijheel
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Belal Travels = Hajj,Umra,Air Ticket posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Belal Travels = Hajj,Umra,Air Ticket:

Share

Category

Nearby travel agencies