Muslim Hajj Travels

Muslim Hajj Travels Best Umrah & Hajj Agency in Bangladesh
(1)

24/06/2024

মদিনা শরীফে ২২টি বির বা কূপের কথা জানা যায়। এর মধ্যে ৭টি কুপ প্রসিদ্ধ।

১.বিরে আরিশ, মসজিদে কুবায়।
২.বিরে গারস,মসজিদে নববী থেকে কুবায় যাওয়ার পথে পড়বে।
৩.বিরে রুমা(বিরে ওসমান ও বলে) কিবলাতাইন মসজিদের কাছে ।
৪.বিরে বুদা, মসজিদে নববীর ৩২৬ নং গেটের কাছে ।
৫. বিরে বায়রুহা, মসজিদে নববীর ২১নং গেটের কাছে ।
৬.বিরে বুসসা।
৭.বিরে ইহানি।
বীরে শিফা
সৌদি আরবের অন্যতম বিখ্যাত কূপ। এটি মদিনার আয়লায় অবস্থিত। বদরের যুদ্ধ এলাকার কাছে। ঐতিহাসিক বদরের যুদ্ধ শেষে রাসুলুল্লাহ (সা.)সাহাবিদের নিয়ে মদিনার দিকে রওনা হয়েছেন। বদর প্রান্তর এবং মদিনার মাঝামাঝি এক স্থানে কাফেলায় তখন চলছিল পানির সংকট। পাহাড়ি এলাকায় পানি পাওয়া ছিল বেশ দুষ্কর। যে কারণে সাহাবায়ে কেরাম পিপাসায় অস্থির কাতর হয়ে পড়েছিলেন। কিছু সাহাবি অসুস্থতাও অনুভব করতে লাগলেন। তখন সাহাবায়ে কেরাম রাসুলুল্লাহ (সা.)-এর কাছে পানির সংকট ও পিপাসার কথা জানালেন। তখন হজরত রাসুলুল্লাহ (সা.) একটি পাথরের ওপর বসা ছিলেন। পাথরের পাশে একটি কূপ ছিল, সাহাবিরা কূপ থেকে পানি উত্তোলন করলেন। কিন্তু পানি পান করতে গিয়ে তারা বুঝলেন, এ পানি মাত্রাতিরিক্ত লবণাক্ত। এই কূপের পানি অনেক নিচে ছিল, দড়ি বেঁধে পানি তুলে দেখা গেল পানি নোনা ছিল যা পান করার মত ছিল না। প্রিয় নবী (সা.) এর থুতু মোবারক পানিতে ফেললেন। পানি সাথে সাথে কূপের মুখে চলে আসে ।এবং প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.) এর থুতু মোবারকের বরকতে মিষ্টি পানিতে পরিণত হয়। এখন ও এই পানির স্বাদ মিষ্টি।
বিরে গারস
রাসুলুল্লাহ (সা.) এর অসিয়ত অনুযায়ী বিরে গারসের কূপের পানি দিয়ে ইন্তেকালের পরে গোসল দেওয়া হয়। মদিনার মসজিদে নববী থেকে মসজিদে কুবায় যেতে পথে পড়ে এই কুপ। কুপের পানি খাওয়া যায়। প্রতিদিন অনেক মানুষ ভিড় করে ওখানে।
আরিশ কুপ
মদিনায় মসজিদে কুবার কাছেই আছে আরিশ কুপ। এই কুপের আছে একটি ইতিহাস। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর নবীজি (সা.) যখন বিভিন্ন রাষ্ট্রের প্রধানদের কাছে চিঠি পাঠানোর ইচ্ছা পোষণ করেন, তখন তিনি একটি আংটি তৈরি করেন। এটি সিলমোহর বা স্বাক্ষরের বিকল্প হিসেবে ব্যবহার করতেন। রাসুলুল্লাহ (সা.)-এর ইন্তেকাল শরফের পর পরবর্তী দুই খলিফা আবু বকর সিদ্দিক (রা.) ও ওমর (রা.) এই আংটিকেই তাঁদের সিল হিসেবে ব্যবহার করতেন। তৃতীয় খলিফা উসমান (রা.)-এর কাছেও খেলাফতের উত্তরাধিকার হিসেবে নবীজি (সা.)-এর আংটি পৌঁছেছিল। কিন্তু তাঁর হাত থেকে তা মদিনার আরিস কূপে পড়ে যায়। আংটি খুঁজতে কূপের ভেতর তিন দিন পর্যন্ত অনুসন্ধান করা হয়, এমনকি তা খননও করা হয়। আর কখনো তা খুঁজে পাওয়া যায়নি।

06/11/2023

★★★ডিসেম্বর মাসে ১০/১৫ দিনের আকর্ষণীয় ওমরাহ্‌ প্যাকেজ★★★
------------------------------------------------------------------------
★ওমরাহ্‌ প্যাকেজের সকল বিস্তারিত জানতে শেষ পর্যন্ত পড়ুন।

🗓 গ্রুপ ভ্রমণের তারিখ, ---------------------------------------
▶ বেসিক- প্যাকেজঃ ১৪০০০০/- টাকা
▶প্লাটিনাম প্যাকেজঃ২,৪০,০০০/- টাকা

🗓 ১৩, নভেম্বর ২০২৩ইং, ১৫ দিনের উমরাহ প্যাকেজ।
সৌদি এয়ারলাইন্স ১৫০০০০/-টাকা

🗓 ২১ নভেম্বর ট্রানজিট ফ্লাইট
১৪০০০০/- টাকা

🗓 ০৫ ডিসেম্বর
সৌদি এয়ারলাইন্স ১৫০০০০/- টাকা

🗓 ১৩ ডিসেম্বর
সৌদি এয়ারলাইন্স ১৫৫০০০/- টাকা

🗓 ২১ ডিসেম্বর (১০ দিন)
সৌদি এয়ারলাইন্স ১৫০০০০/- টাকা
ট্রানজেট ফ্লাইট ১৪০০০০/- টাকা

বিঃ দ্রঃ উল্লেখিত তারিখগুলো ছাড়াও আপনারা চাইলে নিজেদের মতো করে যেকোনো তারিখে,৭ দিন ১০ দিন ২০ দিন ৩০ দিন ৯০ দিনের প্যাকেজ নিতে পারবেন ইনশাআল্লাহ (আলোচনা প্রযোজ্য)...

🔘🔘 ১০/১৫ দিনের ওমরাহ্‌ প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত 🔘🔘

✔ রিটার্ন এয়ার টিকেট, সরাসরি /ট্রানজিট

(ঢাকা - জেদ্দাহ - মদিনা - ঢাকা অথবা ঢাকা - মদিনা - জেদ্দাহ - ঢাকা) কাতার এয়ারওয়েজ/এমিরেটস এয়ারলাইন্স/কোয়েত এয়ারলাইন্স/ওমান এয়ারলাইনস, সৌদি এয়ারলাইন্স /বাংলাদেশ বিমান ।

✔ ওমরাহ্ ভিসা
✔ হেলথ ইনস্যুরেন্স
✔ মক্কায় ৮ রাতের হোটেল
✔ মদিনায় ৬ রাতের হোটেল
✔ সকল ট্রান্সপোর্টঃ জেদ্দা – মক্কা – মদিনা / মদিনা - মক্কা - জেদ্দাহ
✔ মক্কা শরীফ জিয়ারাঃ
জাবালে নূর, জাবালে সুর, জাবালে রহমত, আরাফা, মিনা, মুজদালিফা, ইসমাইল (আঃ) কে কোরবানি করার বরকতময় স্থান, জান্নাতুল মোয়াল্লা, নবীজির বাড়ি, মসজিদে জ্বিন, জিন্দা কবরস্থান সহ পবিত্র মক্কা সিটির সকল ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন,,
এবং প্রত্যেকটি জায়গার ঐতিহাসিক পেক্ষাপট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা,।

✔★ঐতিহাসিক তায়েফ শহর জিয়ারা(ব্যক্তিগত)

✔ মদিনা শরিফ জিয়ারাঃ
মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন, মসজিদে সাবা, মসজিদে জুময়া, ঐতিহাসিক ওহুদের যুদ্ধ প্রান্ত,খন্দকের যুদ্ধ প্রন্ত, মদিনার নামকরা খেজুরবাগান সহ ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন এবং প্রত্যেকটা জায়গার প্রেক্ষাপট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা
✔★ ঐতিহাসিক বদরের যুদ্ধ প্রান্ত পরিদর্শন (ব্যক্তিগত)
✔ ওয়াদিয়া জীন পাহাড় পরিদর্শন,( ব্যক্তিগত)
✔ মক্কা এবং মদিনায় অভিজ্ঞ আলেমদের মাধ্যমে সর্বদা সেবা প্রদান ইনশাআল্লাহ

⭕আমাদের হোটেলসমূহ
▶ বেসিক প্যাকেজঃ
🕋 মক্কা – দ্বারে শরিয়াহ, এমার আন্দালুসিয়া, নাওরাতুল শামছ, অথবা, সমমান 3★ হোটেল,, (হারাম থেকে ৩০০ মি. দূরে)

🕌 মদিনা –তাজ আল ওরদ, দিয়ার আল আমাল, মিরাজুছ ছালাম, অথবা
সমমান 3★(হারাম থেকে ২০০ মি. দূরে)

▶প্লাটিনাম প্যাকেজঃ
🕋 মক্কা – পুলম্যান জমজম, ইন্টারকন্টিনেন্টাল হিল্টন,অথবা জাবালে উমর 5★★★★★ (হারাম শরীফ থেকে ০ মি. দূরে)

🕌 মদিনা –মোবিন পিক,ইন্টারকন্টিনেন্টাল, হিল্টন, মিলেনিয়াম আল আকিক অথবা সমমান 5★★★★★ (হারাম শরীফ থেকে ০ মি. দূরে)

⭕গুরুত্বপূর্ণ বিষয়সমূহঃ
➡ এখন একাধিকবার উমরাহ্‌ করা যায়,
➡ যে কোন বয়সের যে কেউ ওমরাহ্‌ ভিসার জন্য আবেদন করতে পারবেন।
➡ শিশুদের ভেক্সিনেশন প্রয়োজন নেই।
➡ বাংলাদেশ বা সৌদি আরবে কোন পি.সি.আর (কভিড) টেস্টের প্রয়োজন নেই।

🕋 🕋 ২০২৩ ইং, আপনার হজ্জের নিবন্ধন নিশ্চিত করুন মাত্র ৩০,৭৫২/- টাকায়।

সাধারণ প্যাকেজঃ সরকার নির্ধারিত ফি-
ভি আইপি প্যাকেজঃ সরকার নির্ধারিত ফি

⭕বুকিং এর জন্যে কল করুনঃ
📲 +8801717638622
📞 +8801917384580

⭕অফিসের ঠিকানাঃ
🏛 # ২৪/এ ডাঃ নোয়াব আলী টাওয়ার,( লিফটের ৫, রুম নাম্বার ৫০৩)
পুরানো পল্টন ঢাকা ১০০০

02/11/2023

২০২৪ সালে হজ্জ যাত্রীদের সর্বনিম্ন
প্যাকেজ বি-৫৮৭১০১/- টাকা
প্যাকেজ-এ-৯৩৬৩১৬/-টাকা
ধর্ম বিষয়ক মন্রনালয়।

01/11/2023

উমরাহ এজেন্সি ও যাত্রীদের জন্য সৌদি সরকারের ট্রান্সপোর্ট বিভাগের নতুন নির্দেশনা। আজকে থেকে কার্যকর হয়েছে।

**ট্রান্সপোর্ট ছাড়া যে কোনো প্রকার উমরা ভিসা ইস্যু বন্ধ করা হলো**

০১। আজকে থেকে জেদ্দা/মদিনা থেকে শেয়ারিং ট্রান্সপোর্ট বন্ধ। হয় পুর্ন বাস অথবা ব্যক্তিগত গাড়ি।
০২। এক ফ্লাইট ও এক কোম্পানির যাত্রী এক বাসে উঠবে।
০৩। ২ ফ্লাইটের যাত্রী ১ বাসে উঠতে পারবেনা। ২ কোম্পানির যাত্রী ১ বাসে উঠতে পারবেনা।
০৪। এর ব্যত্যয় হলে যাত্রী প্রতি আলাদা আলাদা জরিমানা আরোপ করা হবে যার পূর্ন দ্বায়ভার সংশ্লিষ্ট উমরাহ কোম্পানি কে বহন করতে হবে।

**নতুন আরোপিত ভিসা+ট্রান্সপোর্ট সহ ফি**
০৫। ২৫-৩৪ জনের গ্রুপ বাস নিলে প্রতিজন ৬১০ রিয়াল
০৬। ৩৫ জনের উপরে গ্রুপ বাস নিলে প্রতিজন ৫৮০ রিয়াল
০৭। যাত্রার ৪৮ ঘন্টা আগে ফ্লাইট ও হাজীর পুর্ন তথ্য সহ ভাউচার দিতে হবে, (প্রাইভেট কার হলে ড্রাইভারের নাম্বার সহ), দিতে অপারগ হলে

**ট্রান্সপোর্ট ছাড়া গেলে নতুন আরোপিত জরিমানা*
০৮। জেদ্দা থেকে মক্কা পর্যন্ত যাত্রীপ্রতি ৮৫ রিয়াল জরিমানা দিতে হবে।
০৯। জেদ্দা থেকে মদিনা পর্যন্ত যাত্রীপ্রতি ১৫০ রিয়াল জরিমানা দিতে হবে।
মুসলিম হজ্জ ট্রাভেল্স

19/09/2023

★★★হজ পরবর্তী আকর্ষণীয় ওমরাহ্‌ প্যাকেজ★★★
------------------------------------------------------------------------
★ওমরাহ্‌ প্যাকেজের সকল বিস্তারিত জানতে শেষ পর্যন্ত পড়ুন।

🗓 গ্রুপ ভ্রমণের তারিখ, ---------------------------------------
▶ বেসিক- প্যাকেজঃ ১৩৫০০০/- টাকা
▶প্লাটিনাম প্যাকেজঃ২,৪০,০০০/- টাকা

🗓 ২৮ আগষ্ট ২০২৩ইং ১৫ দিনের উমরাহ প্যাকেজ
🗓 ৪ সেপ্টেম্বর ২০২৩ইং ১৫ দিনের উমরাহ প্যাকেজ

🗓 সেপ্টেম্বরের, ০৪ -০৭-১৪ -২১,- -ও ২৬,২০২৩ইং,
আমরা ১৫ দিনের উমরাহ প্যাকেজ।

বিঃ দ্রঃ উল্লেখিত তারিখগুলো ছাড়াও আপনারা চাইলে নিজেদের মতো করে যেকোনো তারিখে,৭ দিন ১০ দিন ২০ দিন ৩০ দিন ৯০ দিনের প্যাকেজ নিতে পারবেন ইনশাআল্লাহ (আলোচনা প্রযোজ্য)...

প্যাকেজগুলোর বিস্তারিত জানতে ভিজিট করুন মুসলিম হজ্জ ট্রাভেল্স ফেসবুক পেইজ।

🔘🔘 ১৫ দিনের ওমরাহ্‌ প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত 🔘🔘

✔ রিটার্ন এয়ার টিকেট, সরাসরি /ট্রানজিট

(ঢাকা - জেদ্দাহ - মদিনা - ঢাকা অথবা ঢাকা - মদিনা - জেদ্দাহ - ঢাকা) ইত্তেহাদ এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ/এমিরেটস এয়ারলাইন্স/কোয়েত এয়ারলাইন্স/ওমান এয়ারলাইনস, সৌদি এয়ারলাইন্স /বাংলাদেশ বিমান ।

✔ ওমরাহ্ ভিসা
✔ হেলথ ইনস্যুরেন্স
✔ মক্কায় ৮ রাতের হোটেল
✔ মদিনায় ৬ রাতের হোটেল
✔ সকল ট্রান্সপোর্টঃ জেদ্দা – মক্কা – মদিনা / মদিনা - মক্কা - জেদ্দাহ
✔ মক্কা শরীফ জিয়ারাঃ
জাবালে নূর, জাবালে সুর, জাবালে রহমত, আরাফা, মিনা, মুজদালিফা, ইসমাইল (আঃ) কে কোরবানি করার বরকতময় স্থান, জান্নাতুল মোয়াল্লা, নবীজির বাড়ি, মসজিদে জ্বিন, জিন্দা কবরস্থান সহ পবিত্র মক্কা সিটির সকল ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন,,
এবং প্রত্যেকটি জায়গার ঐতিহাসিক পেক্ষাপট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা,।

✔★ঐতিহাসিক তায়েফ শহর জিয়ারা(ব্যক্তিগত)

✔ মদিনা শরিফ জিয়ারাঃ
মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন, মসজিদে সাবা, মসজিদে জুময়া, ঐতিহাসিক ওহুদের যুদ্ধ প্রান্ত,খন্দকের যুদ্ধ প্রন্ত, মদিনার নামকরা খেজুরবাগান সহ ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন এবং প্রত্যেকটা জায়গার প্রেক্ষাপট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা
✔★ ঐতিহাসিক বদরের যুদ্ধ প্রান্ত পরিদর্শন (ব্যক্তিগত)
✔ ওয়াদিয়া জীন পাহাড় পরিদর্শন,( ব্যক্তিগত)
✔ মক্কা এবং মদিনায় অভিজ্ঞ আলেমদের মাধ্যমে সর্বদা সেবা প্রদান ইনশাআল্লাহ
✔খাবার নিলে ১৪ দিনের জন্য অতিরিক্ত ৯০০০ টাকা পরিশোধ করতে হবে।

⭕আমাদের হোটেলসমূহ
▶ বেসিক প্যাকেজঃ
🕋 মক্কা – দ্বারে শরিয়াহ, মানার আলহুদা, এমার আন্দালুসিয়া, নাওরাতুল শামছ, অথবা, সমমান 3★ হোটেল,, (হারাম থেকে ৩০০ মি. দূরে)

🕌 মদিনা –তাজ আল ওরদ, দিয়ার আল আমাল, মিরাজুছ ছালাম, আন্দাালুসিয়া, অথবা সমমান 3★(হারাম থেকে ২০০ মি. দূরে)

▶প্লাটিনাম প্যাকেজঃ
🕋 মক্কা – পুলম্যান জমজম, ইন্টারকন্টিনেন্টাল হিল্টন,অথবা জাবালে উমর 5★★★★★ (হারাম শরীফ থেকে ০ মি. দূরে)

🕌 মদিনা –মোবিন পিক,ইন্টারকন্টিনেন্টাল, হিল্টন, মিলেনিয়াম আল আকিক অথবা সমমান 5★★★★★ (হারাম শরীফ থেকে ০ মি. দূরে)

⭕গুরুত্বপূর্ণ বিষয়সমূহঃ
➡ এখন একাধিকবার উমরাহ্‌ করা যায়,
➡ যে কোন বয়সের যে কেউ ওমরাহ্‌ ভিসার জন্য আবেদন করতে পারবেন।
➡ শিশুদের ভেক্সিনেশন প্রয়োজন নেই।
➡ বাংলাদেশ বা সৌদি আরবে কোন পি.সি.আর (কভিড) টেস্টের প্রয়োজন নেই।

🕋 🕋 ২০২৩ ইং, আপনার হজ্জের নিবন্ধন নিশ্চিত করুন মাত্র ৩০,৭৫২/- টাকায়।

সাধারণ প্যাকেজঃ সরকার নির্ধারিত ফি-
ভি আইপি প্যাকেজঃ সরকার নির্ধারিত ফি

⭕বুকিং এর জন্যে কল করুনঃ
📲 +8801717638622
📞 +8801917384580

⭕অফিসের ঠিকানাঃ
🏛 # ২৪/এ ডাঃ নোয়াব আলী টাওয়ার,( লিফটের ৫, রুম নাম্বার ৫০৩)
পুরানো পল্টন ঢাকা ১০০০

02/09/2023

★★★ ওমরাহ্‌ প্যাকেজ★★★
------------------------------------------------------------------------
★ওমরাহ্‌ প্যাকেজের সকল বিস্তারিত জানতে শেষ পর্যন্ত পড়ুন।

🗓 গ্রুপ ভ্রমণের তারিখ, ---------------------------------------
▶️ বেসিক- প্যাকেজঃ ১৩৫০০০/- টাকা
▶️প্লাটিনাম প্যাকেজঃ২,৪০,০০০/- টাকা

▶️ বেসিক- প্যাকেজঃ
🗓 সেপ্টেম্বরের, ০৪-০৫ -১১-১৪ -১৮,-১৯-২৬ -ও ২৮,২০২৩ ইং,
আমাদের ১৫ দিনের উমরাহ প্যাকেজ আছে ইনশাআল্লাহ।

বিঃ দ্রঃ উল্লেখিত তারিখগুলো ছাড়াও আপনারা চাইলে নিজেদের মতো করে যেকোনো তারিখে,৭ দিন ১০ দিন ২০ দিন ৩০ দিন ৬০ দিনের প্যাকেজ নিতে পারবেন ইনশাআল্লাহ (আলোচনা প্রযোজ্য)...

প্যাকেজগুলোর বিস্তারিত জানতে ভিজিট করুন মুসলিম হজ্জ ট্রাভেল্স ফেসবুক পেইজ।

🔘🔘 ১৫ দিনের ওমরাহ্‌ প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত 🔘🔘

✔ রিটার্ন এয়ার টিকেট, সরাসরি /ট্রানজিট

(ঢাকা - জেদ্দাহ - মদিনা - ঢাকা অথবা ঢাকা - মদিনা - জেদ্দাহ - ঢাকা)
সৌদি এয়ারলাইন্স /বাংলাদেশ বিমান ।
ইত্তেহাদ এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ/এমিরেটস এয়ারলাইন্স/কোয়েত এয়ারলাইন্স/ওমান এয়ারলাইনস ।

✔ ওমরাহ্ ভিসা
✔ হেলথ ইনস্যুরেন্স
✔ মক্কায় ৮ রাতের হোটেল
✔ মদিনায় ৬ রাতের হোটেল
✔ সকল ট্রান্সপোর্টঃ জেদ্দা – মক্কা – মদিনা / মদিনা - মক্কা - জেদ্দাহ
✔ মক্কা শরীফ জিয়ারাঃ
জাবালে নূর, জাবালে সুর, জাবালে রহমত, আরাফা, মিনা, মুজদালিফা, ইসমাইল (আঃ) কে কোরবানি করার বরকতময় স্থান, জান্নাতুল মোয়াল্লা, নবীজির বাড়ি, মসজিদে জ্বিন, জিন্দা কবরস্থান সহ পবিত্র মক্কা সিটির সকল ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন,,
এবং প্রত্যেকটি জায়গার ঐতিহাসিক পেক্ষাপট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা,।

✔★ঐতিহাসিক তায়েফ শহর জিয়ারা(ব্যক্তিগত)

✔ মদিনা শরিফ জিয়ারাঃ
মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন, মসজিদে সাবা, মসজিদে জুময়া, ঐতিহাসিক ওহুদের যুদ্ধ প্রান্ত,খন্দকের যুদ্ধ প্রন্ত, মদিনার নামকরা খেজুরবাগান সহ ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন এবং প্রত্যেকটা জায়গার প্রেক্ষাপট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা
✔★ ঐতিহাসিক বদরের যুদ্ধ প্রান্ত পরিদর্শন (ব্যক্তিগত)
✔ ওয়াদিয়া জীন পাহাড় পরিদর্শন,( ব্যক্তিগত)
✔ মক্কা এবং মদিনায় অভিজ্ঞ আলেমদের মাধ্যমে সর্বদা সেবা প্রদান ইনশাআল্লাহ
✔খাবার নিলে ১৪ দিনের জন্য অতিরিক্ত ৯০০০ টাকা পরিশোধ করতে হবে।

⭕আমাদের হোটেলসমূহ
▶️ বেসিক প্যাকেজঃ
🕋 মক্কা – দ্বারে শরিয়াহ, মানার আলহুদা, এমার আন্দালুসিয়া, নাওরাতুল শামছ, অথবা, সমমান 3★ হোটেল,, (হারাম থেকে ৩০০ মি. দূরে)

🕌 মদিনা –তাজ আল ওরদ, দিয়ার আল আমাল, মিরাজুছ ছালাম, আন্দাালুসিয়া, অথবা সমমান 3★(হারাম থেকে ২০০ মি. দূরে)

▶️প্লাটিনাম প্যাকেজঃ
🕋 মক্কা – পুলম্যান জমজম, ইন্টারকন্টিনেন্টাল হিল্টন,অথবা জাবালে উমর 5★★★★★ (হারাম শরীফ থেকে ০ মি. দূরে)

🕌 মদিনা –মোবিন পিক,ইন্টারকন্টিনেন্টাল, হিল্টন, মিলেনিয়াম আল আকিক অথবা সমমান 5★★★★★ (হারাম শরীফ থেকে ০ মি. দূরে)

⭕গুরুত্বপূর্ণ বিষয়সমূহঃ
➡ এখন একাধিকবার উমরাহ্‌ করা যায়,
➡ যে কোন বয়সের যে কেউ ওমরাহ্‌ ভিসার জন্য আবেদন করতে পারবেন।
➡ শিশুদের ভেক্সিনেশন প্রয়োজন নেই।
➡ বাংলাদেশ বা সৌদি আরবে কোন পি.সি.আর (কভিড) টেস্টের প্রয়োজন নেই।

🕋 🕋 ২০২৩ ইং, আপনার হজ্জের নিবন্ধন নিশ্চিত করুন মাত্র ৩০,৭৫২/- টাকায়।

সাধারণ প্যাকেজঃ সরকার নির্ধারিত ফি-
ভি আইপি প্যাকেজঃ সরকার নির্ধারিত ফি

⭕বুকিং এর জন্যে কল করুনঃ
📲 +8801717638622
📞 +8801917384580

⭕অফিসের ঠিকানাঃ
🏛 # ২৪/এ ডাঃ নোয়াব আলী টাওয়ার

18/08/2023
15/08/2023

★★★হজ পরবর্তী আকর্ষণীয় ওমরাহ্‌ প্যাকেজ★★★
------------------------------------------------------------------------

★ওমরাহ্‌ প্যাকেজের সকল বিস্তারিত জানতে শেষ পর্যন্ত পড়ুন।★

🗓 গ্রুপ ভ্রমণের তারিখ, ---------------------------------------

🗓 ১৪ আগষ্ট ২০২৩ইং
১৫ দিনের উমরাহ প্যাকেজ,১,৩৫,০০০/- টাকা

🗓 ৩০ আগষ্ট ২০২৩ইং
১৫ দিনের উমরাহ প্যাকেজ১,৩৫,০০০/- টাকা।

🗓 সেপ্টেম্বরের, ০৭ -২১,- -ও ২৬ তারিখে ২০২৩ইং,
আমরা ১৫ দিনের উমরাহ প্যাকেজ ঘোষণা করছি,১,৩৫,০০০/- টাকা ইনশাআল্লাহ।

▶️ বেসিক- প্যাকেজঃ ১৩৫০০০/- টাকা
▶️প্লাটিনাম প্যাকেজঃ২,৪০,০০০/- টাকা

বিঃ দ্রঃ উল্লেখিত তারিখগুলো ছাড়াও আপনারা চাইলে নিজেদের মতো করে যেকোনো তারিখে,৭ দিন ১০ দিন ২০ দিন ৩০ দিনের প্যাকেজ নিতে পারবেন ইনশাআল্লাহ (আলোচনা প্রযোজ্য)...

প্যাকেজগুলোর বিস্তারিত জানতে ভিজিট করুন আল রাইয়ান ট্রাভেল ইন্টারন্যাশনাল ফেসবুক পেইজ।

🔘🔘 ১৫ দিনের ওমরাহ্‌ প্যাকেজে যা অন্তর্ভুক্ত 🔘🔘
✔ রিটার্ন এয়ার টিকেট,
সরাসরি /ট্রানজিট
(ঢাকা - জেদ্দাহ - মদিনা - ঢাকা অথবা ঢাকা - মদিনা - জেদ্দাহ - ঢাকা) ইত্তেহাদ এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ/এমিরেটস এয়ারলাইন্স/কোয়েত এয়ারলাইন্স/ওমান এয়ারলাইনস,।
সৌদি এয়ারলাইন্স /বাংলাদেশ বিমান
✔ ওমরাহ্ ভিসা
✔ হেলথ ইনস্যুরেন্স
✔ মক্কায় ৮ রাতের হোটেল
✔ মদিনায় ৬ রাতের হোটেল
✔ সকল ট্রান্সপোর্টঃ জেদ্দা – মক্কা – মদিনা / মদিনা - মক্কা - জেদ্দাহ
✔ মক্কা জিয়ারা (ইসলামিক ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন)
✔★(ঐতিহাসিক তায়েফ শহর জিয়ারা)
✔ মদিনা জিয়ারা (ইসলামিক ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন)
✔★( ঐতিহাসিক বদরের যুদ্ধ প্রান্ত পরিদর্শন)
✔ (ওয়াদিয়া জীন পাহাড় পরিদর্শন)
✔ গাইড হিসেবে একজন অভিজ্ঞ আলেম।
✔ মক্কা এবং মদিনায় অভিজ্ঞ আলেমদের মাধ্যমে সর্বদা সেবা প্রদান ইনশাআল্লাহ

⭕আমাদের হোটেলসমূহ

▶️ বেসিক প্যাকেজঃ
🕋 মক্কা – মানার আলহুদা, দ্বারে শরিয়াহ এমার, আন্দালুসিয়া, ফজর আলবদি4, অথবা, সমমান 3★ হোটেল,, (হারাম থেকে ৩০০ মি. দূরে)

🕌 মদিনা – দিয়ার আল আমাল, মিরাজুছ ছালাম, আন্দাালুসিয়া, কারাম সিলভা, অথবা সমমান 3★(হারাম থেকে ২০০ মি. দূরে)

▶️প্লাটিনাম প্যাকেজঃ
🕋 মক্কা – পুলম্যান জমজম, ইন্টারকন্টিনেন্টাল হিল্টন,অথবা জাবালে উমর 5★★★★★ (হারাম শরীফ থেকে ০ মি. দূরে)

🕌 মদিনা –মোবিন পিক,ইন্টারকন্টিনেন্টাল, হিল্টন, মিলেনিয়াম আল আকিক অথবা সমমান 5★★★★★ (হারাম শরীফ থেকে ০ মি. দূরে)

⭕গুরুত্বপূর্ণ বিষয়সমূহঃ
➡ এখন একাধিকবার উমরাহ্‌ করা যায়,
➡ যে কোন বয়সের যে কেউ ওমরাহ্‌ ভিসার জন্য আবেদন করতে পারবেন।
➡ শিশুদের ভেক্সিনেশন প্রয়োজন নেই।
➡ বাংলাদেশ বা সৌদি আরবে কোন পি.সি.আর (কভিড) টেস্টের প্রয়োজন নেই।

🕋 🕋 ২০২৩ ইং, আপনার হজ্জের নিবন্ধন নিশ্চিত করুন মাত্র ৩০,৭৫২/- টাকায়।

সাধারণ প্যাকেজঃ সরকার নির্ধারিত ফি-
ভি আইপি প্যাকেজঃ সরকার নির্ধারিত ফি

⭕বুকিং এর জন্যে কল করুনঃ
📲 +8801717638622
📞 +8801917384580

⭕অফিসের ঠিকানাঃ
🏛 # ২৪/এ ডাঃ নোয়াব আলী টাওয়ার,( লিফটের ৫, রুম নাম্বার ৫০৩)
পুরানো পল্টন ঢাকা ১০০০

Best Umrah & Hajj Agency in Bangladesh

30/07/2023

★★★হজ পরবর্তী আকর্ষণীয় ওমরাহ্‌ প্যাকেজ★★★
------------------------------------------------------------------------
★ওমরাহ্‌ প্যাকেজের সকল বিস্তারিত জানতে শেষ পর্যন্ত পড়ুন।

🗓 গ্রুপ ভ্রমণের তারিখ, ---------------------------------------

🗓 ১৪ আগষ্ট ২০২৩ইং ১৫ দিনের উমরাহ প্যাকেজ,১,৩৫,০০০/- টাকা

🗓 ৩০ আগষ্ট ২০২৩ইং ১৫ দিনের উমরাহ প্যাকেজ১,৩৫,০০০/- টাকা।

🗓 সেপ্টেম্বরের, ০৭ -২১,- -ও ২৬ তারিখে ২০২৩ইং,আমরা ১৫ দিনের উমরাহ প্যাকেজ ঘোষণা করছি,১,৩৫,০০০/- টাকা ইনশাআল্লাহ।

▶ বেসিক- প্যাকেজঃ ১৩৫০০০/- টাকা
▶প্লাটিনাম প্যাকেজঃ২,৪০,০০০/- টাকা

বিঃ দ্রঃ উল্লেখিত তারিখগুলো ছাড়াও আপনারা চাইলে নিজেদের মতো করে যেকোনো তারিখে,৭ দিন ১০ দিন ২০ দিন ৩০ দিনের প্যাকেজ নিতে পারবেন ইনশাআল্লাহ (আলোচনা প্রযোজ্য)...

প্যাকেজগুলোর বিস্তারিত জানতে ভিজিট করুন আল রাইয়ান ট্রাভেল ইন্টারন্যাশনাল ফেসবুক পেইজ।

🔘🔘 ১৫ দিনের ওমরাহ্‌ প্যাকেজে যা অন্তর্ভুক্ত 🔘🔘

✔ রিটার্ন এয়ার টিকেট, সরাসরি /ট্রানজিট

(ঢাকা - জেদ্দাহ - মদিনা - ঢাকা অথবা ঢাকা - মদিনা - জেদ্দাহ - ঢাকা) ইত্তেহাদ এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ/এমিরেটস এয়ারলাইন্স/কোয়েত এয়ারলাইন্স/ওমান এয়ারলাইনস, সৌদি এয়ারলাইন্স /বাংলাদেশ বিমান ।

✔ ওমরাহ্ ভিসা
✔ হেলথ ইনস্যুরেন্স
✔ মক্কায় ৮ রাতের হোটেল
✔ মদিনায় ৬ রাতের হোটেল
✔ সকল ট্রান্সপোর্টঃ জেদ্দা – মক্কা – মদিনা / মদিনা - মক্কা - জেদ্দাহ
✔ মক্কা জিয়ারা (ইসলামিক ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন)
✔★(ঐতিহাসিক তায়েফ শহর জিয়ারা)
✔ মদিনা জিয়ারা (ইসলামিক ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন)
✔★( ঐতিহাসিক বদরের যুদ্ধ প্রান্ত পরিদর্শন)
✔ (ওয়াদিয়া জীন পাহাড় পরিদর্শন)
✔ গাইড হিসেবে একজন অভিজ্ঞ আলেম।
✔ মক্কা এবং মদিনায় অভিজ্ঞ আলেমদের মাধ্যমে সর্বদা সেবা প্রদান ইনশাআল্লাহ

⭕আমাদের হোটেলসমূহ

▶ বেসিক প্যাকেজঃ
🕋 মক্কা – মানার আলহুদা, দ্বারে শরিয়াহ এমার, আন্দালুসিয়া, ফজর আলবদি4, অথবা, সমমান 3★ হোটেল,, (হারাম থেকে ৩০০ মি. দূরে)

🕌 মদিনা – দিয়ার আল আমাল, মিরাজুছ ছালাম, আন্দাালুসিয়া, কারাম সিলভা, অথবা সমমান 3★(হারাম থেকে ২০০ মি. দূরে)

▶প্লাটিনাম প্যাকেজঃ
🕋 মক্কা – পুলম্যান জমজম, ইন্টারকন্টিনেন্টাল হিল্টন,অথবা জাবালে উমর 5★★★★★ (হারাম শরীফ থেকে ০ মি. দূরে)

🕌 মদিনা –মোবিন পিক,ইন্টারকন্টিনেন্টাল, হিল্টন, মিলেনিয়াম আল আকিক অথবা সমমান 5★★★★★ (হারাম শরীফ থেকে ০ মি. দূরে)

⭕গুরুত্বপূর্ণ বিষয়সমূহঃ
➡ এখন একাধিকবার উমরাহ্‌ করা যায়,
➡ যে কোন বয়সের যে কেউ ওমরাহ্‌ ভিসার জন্য আবেদন করতে পারবেন।
➡ শিশুদের ভেক্সিনেশন প্রয়োজন নেই।
➡ বাংলাদেশ বা সৌদি আরবে কোন পি.সি.আর (কভিড) টেস্টের প্রয়োজন নেই।

🕋 🕋 ২০২৩ ইং, আপনার হজ্জের নিবন্ধন নিশ্চিত করুন মাত্র ৩০,৭৫২/- টাকায়।

সাধারণ প্যাকেজঃ সরকার নির্ধারিত ফি-
ভি আইপি প্যাকেজঃ সরকার নির্ধারিত ফি

⭕বুকিং এর জন্যে কল করুনঃ
📲 +8801717638622
📞 +8801917384580

⭕অফিসের ঠিকানাঃ
🏛 # ২৪/এ ডাঃ নোয়াব আলী টাওয়ার,( লিফটের ৫, রুম নাম্বার ৫০৩)
পুরানো পল্টন ঢাকা ১০০০

Call now to connect with business.

28/07/2023

আজকের ভিডিওতে জেদ্দা এয়ারপোর্টের বিমান ল্যান্ডিং এর শর্ট ক্লিপ দেখানো হয়েছে....

সুবহানাল্লাহ্ কী অপূর্ব দৃশ্য।ছেলে যখন ছোট ছিল বাবা তাকে পিঠে তুলে ধরেছিলেন। আজ সেই পিতাকে পিঠে তুলে আল্লাহর ঘর তাওয়াফে...
24/07/2023

সুবহানাল্লাহ্ কী অপূর্ব দৃশ্য।

ছেলে যখন ছোট ছিল বাবা তাকে পিঠে তুলে ধরেছিলেন। আজ সেই পিতাকে পিঠে তুলে আল্লাহর ঘর তাওয়াফে আবেগ ধরে রাখতে পারেননি সেই ভাগ্যবান পুত্র।

12/07/2023

★★★হজ পরবর্তী আকর্ষণীয় ওমরাহ্‌ প্যাকেজ★★★
------------------------------------------------------------------------
★ওমরাহ্‌ প্যাকেজের সকল বিস্তারিত জানতে শেষ পর্যন্ত পড়ুন।

🗓 গ্রুপ ভ্রমণের তারিখ, ---------------------------------------
🗓 ২২ জুলাই ২০২৩ইং
১৫ দিনের উমরাহ প্যাকেজ,১,৩৫,০০০/- টাকা
🗓 ২৭ জুলাই ২০২৩ইং
১৫ দিনের উমরাহ প্যাকেজ১,৩৫,০০০/- টাকা।
🗓 আগস্টের 03, -12,- 19,-ও ২৬ তারিখে ২০২৩ইং,
আমরা ১৫ দিনের উমরাহ প্যাকেজ ঘোষণা করছি,১,৩৫,০০০/- টাকা ইনশাআল্লাহ।

▶ বেসিক- প্যাকেজঃ ১৩৫০০০/- টাকা
▶প্লাটিনাম প্যাকেজঃ২,১০,০০০/- টাকা

বিঃ দ্রঃ উল্লেখিত তারিখগুলো ছাড়াও আপনারা চাইলে নিজেদের মতো করে যেকোনো তারিখে,৭ দিন ১০ দিন ২০ দিন ৩০ দিনের প্যাকেজ নিতে পারবেন ইনশাআল্লাহ (আলোচনা প্রযোজ্য)...

প্যাকেজগুলোর বিস্তারিত জানতে ভিজিট করুন আল রাইয়ান ট্রাভেল ইন্টারন্যাশনাল ফেসবুক পেইজ।

🔘🔘 ১৫ দিনের ওমরাহ্‌ প্যাকেজে যা অন্তর্ভুক্ত 🔘🔘
✔ রিটার্ন এয়ার টিকেট,
সরাসরি /ট্রানজিট
(ঢাকা - জেদ্দাহ - মদিনা - ঢাকা অথবা ঢাকা - মদিনা - জেদ্দাহ - ঢাকা) ইত্তেহাদ এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ/এমিরেটস এয়ারলাইন্স/কোয়েত এয়ারলাইন্স/ওমান এয়ারলাইনস,।
সৌদি এয়ারলাইন্স /বাংলাদেশ বিমান
✔ ওমরাহ্ ভিসা
✔ হেলথ ইনস্যুরেন্স
✔ মক্কায় ৮ রাতের হোটেল
✔ মদিনায় ৬ রাতের হোটেল
✔ সকল ট্রান্সপোর্টঃ জেদ্দা – মক্কা – মদিনা / মদিনা - মক্কা - জেদ্দাহ
✔ মক্কা জিয়ারা (ইসলামিক ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন)
✔★(ঐতিহাসিক তায়েফ শহর জিয়ারা)
✔ মদিনা জিয়ারা (ইসলামিক ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন)
✔★( ঐতিহাসিক বদরের যুদ্ধ প্রান্ত পরিদর্শন)
✔ (ওয়াদিয়া জীন পাহাড় পরিদর্শন)
✔ গাইড হিসেবে একজন অভিজ্ঞ আলেম।
✔ মক্কা এবং মদিনায় অভিজ্ঞ আলেমদের মাধ্যমে সর্বদা সেবা প্রদান ইনশাআল্লাহ

⭕আমাদের হোটেলসমূহ

▶ বেসিক প্যাকেজঃ
🕋 মক্কা – মানার আলহুদা, দ্বারে শরিয়াহ এমার, আন্দালুসিয়া, ফজর আলবদি4, অথবা, সমমান 3★ হোটেল,, (হারাম থেকে ৩০০ মি. দূরে)

🕌 মদিনা – দিয়ার আল আমাল, মিরাজুছ ছালাম, আন্দাালুসিয়া, কারাম সিলভা, অথবা সমমান 3★(হারাম থেকে ২০০ মি. দূরে)

▶প্লাটিনাম প্যাকেজঃ
🕋 মক্কা – পুলম্যান জমজম, ইন্টারকন্টিনেন্টাল হিল্টন,অথবা জাবালে উমর 5★★★★★ (হারাম শরীফ থেকে ০ মি. দূরে)

🕌 মদিনা –মোবিন পিক,ইন্টারকন্টিনেন্টাল, হিল্টন, মিলেনিয়াম আল আকিক অথবা সমমান 5★★★★★ (হারাম শরীফ থেকে ০ মি. দূরে)

⭕গুরুত্বপূর্ণ বিষয়সমূহঃ
➡ এখন একাধিকবার উমরাহ্‌ করা যায়,
➡ যে কোন বয়সের যে কেউ ওমরাহ্‌ ভিসার জন্য আবেদন করতে পারবেন।
➡ শিশুদের ভেক্সিনেশন প্রয়োজন নেই।
➡ বাংলাদেশ বা সৌদি আরবে কোন পি.সি.আর (কভিড) টেস্টের প্রয়োজন নেই।

🕋 🕋 ২০২৩ ইং, আপনার হজ্জের নিবন্ধন নিশ্চিত করুন মাত্র ৩০,৭৫২/- টাকায়।

সাধারণ প্যাকেজঃ সরকার নির্ধারিত ফি-
ভি আইপি প্যাকেজঃ সরকার নির্ধারিত ফি

⭕বুকিং এর জন্যে কল করুনঃ
📲 +8801717638622
📞 +8801917384580

⭕অফিসের ঠিকানাঃ
🏛 # ২৪/এ ডাঃ নোয়াব আলী টাওয়ার,( লিফটের ৫, রুম নাম্বার ৫০৩)
পুরানো পল্টন ঢাকা ১০০০

09/07/2023

"হজ্জে তামাত্তুর ধারাবাহিক নিয়ম কানুন:-
▬◄🕋►▬l
হজ্জ তিন প্রকার । ইফরাদ, তামাত্তু ও ক্বিরান । ইসলামী শরীয়তে হজ্জে তামাত্তু উত্তম ।
(সহীহ বুখারী:১৬৫১, সহীহ মুসলিম: ২৮২১ প্রভৃতি)।
বাংলাদেশসহ অধিকাংশ মানুষ সাধারণত হজ্জে তামাত্তু করে থাকেন । তামাত্তু হজ্জে প্রথমত উমরার ইহরাম বেঁধে উমরা সম্পন্ন করে হালাল হয়ে যেতে হয় ।

তারপর ৮ই যিলহজ্জ নতুন করে হজ্জের ইহরাম বেঁধে হজ্জ সম্পন্ন করতে হয় ।
★নিচে হজ্জে তামাত্তু সম্পর্কে বিস্তারিত আলোচনা ধারাবাহিক ভাবে তুলে ধরা হলো:-

প্রস্তুতি:
হজ্জে যাওয়ার আগে আহল পরিবারকে বিভিন্ন প্রয়োজনীয় ওসিয়ত-নাসিহাত করে যাওয়া ভালো । ঋণ থাকলে ঋণ পরিশোধ করা ভালো । হজ্জ যাত্রার আগে অবশ্যই নিয়ত বিশুদ্ধ করা আবশ্যক । অর্থাৎ হজ্জের যাবতীয় কার্যক্রম যে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করবেন সেজন্য নিয়তকে শুরু থেকেই পাকাপোক্ত করে নেওয়া ।
(১) ইহরাম বাঁধা: হজ্জে তামাত্তুর ক্ষেত্রে যেহেতু আগে উমরা সম্পন্ন করা হয়েছে, এজন্য মক্কায় আপনাদের নিজ নিজ বাসস্থান থেকে অযু করে ইহরাম বেধে হজ্জের নিয়ত করতে হবে ।
অতঃপর অধিক পরিমানে তালবিয়া পাঠ করুন ।
لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لَا شَرِيكَ لَكَ
[লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্‌দা ওয়ান্নি’মাতা লাকা ওয়াল্‌মুলক, লা শারীকা লাকা]
তোমার নিকট আমি হাজির হয়েছি, হে আল্লাহ ! আমি হাজির হয়েছি, আমি হাজির হয়েছি, তোমার কোন অংশীদার নেই । আমি হাজির হয়েছি, নিশ্চয়ই সমস্ত প্রশংসা, নিয়ামাত এবং রাজত্ব তোমারই । তোমার কোন অংশীদার নেই ।
রাতে মিনায় অবস্থান করুন এবং মধ্য রাতে আপনার মোয়াল্লেম বাসে করে পবিত্র আরাফার মাঠে অস্থায়ী তাবুতে নিয়ে যাবেন । উকুফে আরাফা ফরজ । সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে থাকুন । এসময়ে যোহরের ওয়াক্তে যোহর এবং আসর দুই ইকামতে একসাথে পড়ে নিন ।
(২)রাতে মুজদালিফায় রাত্রীযাপন ওয়াজিব ।
যতো রাত্রী হোক মুজদালিফায় পৌছে আলাদা দুই ইকামতে মাগরিব এবং এশা একত্রে আদায় করুন ।
মুজদালিফা থেকে কংকর সংগ্রহ করতে হবে । প্রথম দিন বড় শয়তানের জন্য ৭টি ।
দ্বিতীয় এবং তৃতীয় দিন বড়, মাঝারি এবং ছোট শয়তানকে ৭টি করে ২১টি কংকর নিক্ষেপ করতে হবে কাজেই ৭×৩= ২১ যেহেতু ২দিন সেহেতু ৪২ প্রথম দিনের ৭+৪২ মোট= ৪৯টি কংকর সংগ্রহ করে নিন । কংকর নিক্ষেপের সময় ধাক্কাধাক্কিতে পরে যেতে পারে মনে করে ৪/৫টা বেশি নিলে ক্ষতি নেই ।
(৩)ফজরের সলাত পড়ে মুজদালিফা ত্যাগ করবেন । মিনায় ফিরে বড় শয়তানকে কংকর নিক্ষেপের জন্য যাবেন । মনে রাখবেন নিজে ধাক্কাধাক্কি করবেন না এবং ধাক্কাধাক্কির কোন অবস্থা দেখলে দুরত্বে অবস্থান নিবেন ।
(৪)কুরবানি করা ওয়াজিব । আপনার সামার্থ অনুযায়ী পশু কুরবানি দিন । কুরবানি হওয়া মাত্র
পুরুষ ব্যক্তি মাথার চুল মুণ্ডন করবে কিংবা পুরো মাথা থেকে চুল ছোট করবে, তবে মাথা মুণ্ডন-নেড়া করাই উত্তম । কিন্তু যদি কোন ব্যক্তি হাজ্জে তামাত্তুর নিয়্যাতে এসে থাকে এবং হাজ্জের সময় (৮ই যিলহাজ্জ) নিকটবর্তী হয় যার মধ্যে চুল গজবে না, তাহলে এমন ব্যক্তির জন্য মাথার চুল ছোট করাই উত্তম । যাতে করে হাজ্জের পর চুল মুণ্ডনের জন্য বড় থাকে ।
কারণ বিশ্বনবী ﷺ তাঁর সাহাবীগণ যখন চার যিলহাজ্জে হাজ্জে তামাত্তুর উদ্দেশ্যে আসেন তখন তিনি তাঁদেরকে উমরা করে চুল ছোট করার মাধ্যমে হালাল হতে নির্দেশ দিয়েছিলেন ।

পক্ষান্তরে মহিলারা সর্বাবস্থায় মাথার চুল ছোট করবে; তাদের মাথা মুণ্ডন করা নিষেধ । নারীরা তাদের প্রত্যেক বেণী হতে আঙ্গুলের এক পোর পরিমাণ ছোট করবে । আল্লাহ তা’আলা বলেছেন:
(مُحَلِّقِينَ رُؤُوسَكُمْ وَمُقَصِّرِينَ) الفتح
তোমাদের মস্তক মুণ্ডিত অবস্থায় ও চুল কেটে ।(সূরা আল-ফাত্হঃ ২৭।)
সাইয়েদুল মুরসালীন, রহমাতুল্লিল আলামিন মুহাম্মাদ ﷺ পুরো মাথার চুল মুণ্ডন করেছেন এবং তিনি মুসলিমদের সম্বোধন করে বলেছেন:
لِتَأْخُذُوا عَنِّيْ مَنَاسِكَكُم
তোমরা আমার নিকট হতে তোমাদের হাজ্জ ও উমরার বিধি-বিধান নিয়ে নাও ।(বুখারী ও মুসলিম)
অনুরূপ মাথার চুল মাথার চতুর্দিক থেকে ছোট করতে হবে । উপরোক্ত কাজগুলির মাধ্যমে হজ্জ সম্পূর্ণ হয়ে যাবে এবং পূর্ণাঙ্গরূপে হালাল হয়ে যাবেন । তারপরে ইহরামের অবস্থার সমস্ত নিষিদ্ধ কাজ বৈধ হয়ে যাবে ।
(৫) বাইতুল্লাহর তাওয়াফ করা:
অতঃপর মক্কা আল মুকাররমা বাইতুল্লায় পৌঁছে প্রবেশের সময় প্রথমে ডান পা রাখবে এবং এ দু‘আ পাঠ করবে:

بِسْمِ اللَّهِ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ اللَّهُمَّ اغْفِرْ لِي ذُنُوبِي وَافْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ، أَعُوذُ بِاللَّهِ الْعَظِيمِ وَبِوَجْهِهِ الْكَرِيمِ وَسُلْطَانِهِ الْقَدِيمِ مِنْ الشَّيْطَانِ الرَّجِيمِ

[বিসমিল্লাহি, ওয়াস্‌সালাতু ওয়াস্‌সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মাগফিরলী যুনূবী ওয়াফ্তাহলী আবওয়াবা রাহমাতিকা। আউযু বিল্লাহিল আযীম, ওয়াবি ওয়াজ্হিহিল কারীম, ওয়া সুলতানিহিল ক্বাদীম মিনাশশাইত্ব-নির রাজীম]

আমি আল্লাহর নামে শুরু করছি, সলাত (দরূদ) ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি । হে আল্লাহ ! তুমি আমার গোনাহসমূহ ক্ষমা করে দাও এবং তোমার রহমাতের দরজাসমূহ আমার জন্য খুলে দাও । আমি মহান আল্লাহর নিকট তাঁর সম্মানিত চেহারার মাধ্যমে এবং তাঁর প্রাচীন (স্থায়ী) রাজত্বের মাধ্যমে আশ্রয় গ্রহণ করছি ।(আবূ দাউদ ৪৬৬ ও ইবনু মাজাহ ৭৭১, হাদীসটি সহীহ।)

তাওয়াফের নিয়ম:
তারপর তাওয়াফ শুরু করার নিয়্যাতে হাজরে আসওয়াদকে (কাল পাথর) উদ্দেশ্য করে কা’বা ঘরের দিকে এগিয়ে যাবেন । হাজরে আসওয়াদ কাবাঘরের দক্ষিণ-পূর্ব কোণে রয়েছে । অতঃপর সম্ভব হলে মহান আল্লাহর মহত্ব প্রকাশ এবং তাঁর হাবীব মুহাম্মাদুর রসূলুল্লাহ ﷺএর অনুসরণের উদ্দেশ্যে ডান হাত দ্বারা হাজরে আসওয়াদ স্পর্শ করবেন এবং হাজরে আসওয়াদে চুম্বন দিবেন ।
তবে যদি সরাসরি চুম্বন দেয়া সম্ভব না হয়, তাহলে নিজ হাতে স্পর্শ করে হাতে চুম্বন দিবেন ।
এর দলীল আবদুল্লাহ বিন উমার (রা.) হতে বর্ণিত হয়েছে যে, তিনি নিজ হাত দ্বারা হাজরে আসওয়াদ স্পর্শ করলেন । অতঃপর নিজ হাতে চুম্বন দিলেন এবং বললেনঃ আমি যখন থেকে প্রিয়নবী মহানবী হযরত মুহাম্মাদ ﷺকে এভাবে চুম্বন দিতে দেখেছি তখন থেকে ইহা কখনো ছাড়িনি ।(সহীহ বুখারী ১৬০৬, ও সহীহ মুসলিম ১২৬৮।)

আর যদি হাত দ্বারা স্পর্শ করা সম্ভব না হয় তাহলে ভিড় করবে না; কারণ, ভিড় করলে নিজেরও কষ্ট হবে এবং অপরকেও কষ্ট দেয়া হবে ।
তাই ভিড় থাকলে দূর থেকে হলেও ইশারা করাই যথেষ্ট । এক্ষেত্রে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হাযরে আসওয়াদ এর দিকে ইঙ্গিত করে তাওয়াফ করা শুরু করবেন ।
সাত চক্কর দিয়ে তাওয়াফ করতে হয় । কাবার দক্ষিণ-পূর্ব কোন অর্থাৎ হাযরে আসওয়াদ যেখানে রয়েছে সেখান থেকে তাওয়াফ শুরু করবেন । এরপর কাবাকে বাম দিকে রেখে উত্তর দিকে এগিয়ে যাবেন । কাবার উত্তর-পূর্ব এবং উত্তর-পশ্চিম কোণের মাঝখানে রয়েছে অর্ধবৃত্তাকার হিজর- তাওয়াফের সময় হিজরের বাহির দিয়ে তাওয়াফ করবেন । হিজরের (হাতীম) মধ্য দিয়ে তাওয়াফ করলে তা শুদ্ধ হবে না । কাবার পশ্চিমপাশ ঘুরে যখন পশ্চিম-দক্ষিণ কোণে আসবেন । তখন সম্ভব হলে দক্ষিণ-পশ্চিম কোণ অর্থাৎ রুকনে ইয়ামানী হাত দ্বারা স্পর্শ করবেন । আর সেটা সম্ভব না হলে কিছুই করতে হবে না । এরপর দক্ষিণ-পশ্চিম কোণ এবং দক্ষিণ-পূর্ব কোণ এর মাঝখানে এই দোয়া পড়বে:
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

[রাব্বানা আ-তিনা ফিদ্দুনইয়া হাসানাহ্, ওয়াফিল আ-খিরাতি হাসানাহ্, ওয়া ক্বিনা আযাবান্নার]

হে আমাদের প্রতিপালক ! আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দাও এবং আখেরাতেও কল্যাণ দাও এবং আমাদেরকে জাহান্নামের আযাব হতে রক্ষা কর [সূরাহ্ আল-বাক্বারা ২:২০১]। (হাসান: সুনানে আবূ দাউদ ১৮৯২।)

আর যখনই হাজরে আসওয়াদের সামনে হয়ে অতিক্রম করবে তখন উপরোক্ত কাজগুলি করবেন এবং তাকবীর পাঠ করবে । আর বাকী তাওয়াফে নিজ পছন্দ মত যিকির, দু‘আ এবং কুরআন তিলাওয়াত করতে পারবেন । কারণ, কা’বা ঘরের তাওয়াফ, সাফা ও মারওয়ার সাঈ এবং জামরাসমূহে কংকর নিক্ষেপ আল্লাহর যিকির প্রতিষ্ঠার উদ্দেশ্যেই বিধিবদ্ধ করা হয়েছে ।

আর এই তাওয়াফে কুদূমের (মক্কায় প্রথম পদার্পণ করে) সাত চক্করেই ইযতিবা করা এবং প্রথম তিন চক্করে রামাল করা সুন্নাত । তবে বাকী চার চক্করে রামাল করা যাবে না ।
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারে আসওয়াদ থেকে শুরু করে হাজারে আসওয়াদ পর্যন্ত তিন চক্কর দ্রুত পদক্ষেপে এবং চার চক্কর স্বাভাবিক গতিতে সম্পন্ন করেছেন । (সহীহ মুসলিম: ২৯৪১)
আর ইযতিবা হলো, ডান কাঁধ খোলা রাখা ও চাদরের মধ্যভাগকে ডান বগলের নীচে রাখা এবং চাদরের দু’দিক বাম কাঁধের উপর রাখা । আর রামাল হল, পায়ের ধাপ কাছাকাছি ফেলে দ্রুত চলা । উল্লেখ্য যে, ইযতিবা, রমল এগুলো শুধুমাত্র পুরুষদের জন্য প্রযোজ্য; নারীদের জন্য নয় ।

আর তাওয়াফ হচ্ছে সাত চক্কর, যা হাজরে আসওয়াদ থেকে শুরু হয় এবং সেখানেই শেষ হয় । সুতরাং সাত চক্কর সম্পূর্ণ হলে মাকামে ইবরাহীমের দিকে এগিয়ে যাবেন, অতঃপর এই আয়াতটি পাঠ করবেন:
﴿وَاتَّخِذُواْ مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى ﴾البقر
[ওয়াত্তাখিযু মিম্ মাক্বামি ইবরাহীমা মুসাল্লা]
আর মাকামে ইবরাহীমকে সলাতের স্থান হিসেবে গ্রহণ করুন ।(সূরা আল-বাক্বারা ২ঃ১২৫।)

অতঃপর তার পেছনে সম্ভব হলে নিকটবর্তী হয়ে দু’রাক’আত সলাত আদায় করবেন । তবে ইহা সম্ভব না হলে দূরে যে কোন জায়গায় তা আদায় করে নেবেন । প্রথম রাকা’তে সূরাহ্ আল-ফাতিহার পরে সূরাহ্ আল-কাফিরূন এবং দ্বিতীয় রাকা’তে সূরাহ আল-ফাতিহার পরে সূরাহ্ ইখলাস পাঠ করুন ।(সহীহ: নাসাঈ ২৯৬৩।)
অতঃপর হাজরে আসওয়াদের নিকট ফিরে এসে সহজসাধ্য হলে ইসতিলাম করবে (চুম্বন দিবে) আর তা সম্ভব না হলে তার দিকে ইশারা করবে না । এভাবেই তাওয়াফ সম্পন্ন হয়ে যায় । উল্লেখ্য যে, হজ্জের এই তাওয়াফ করা ফরজ ।

(৬) সাফা মারওয়া পাহাড়ের মাঝে সা'ঈ করা:

তারপর সাঈ করার উদ্দেশ্যে সাফা পাহাড়ের নিকটবর্তী হবে এবং এই আয়াতটি পাঠ করবে:
(إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِن شَعَآئِرِ اللّهِ)البقرة
[ইন্নাস্সাফা ওয়াল মারওয়াতা মিন শাআ’ইরিল্লাহ্]
নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শনগুলোর অন্যতম ।(সূরা আল-বাক্বারা ২:১৫৮।)

একমাত্র এ জায়গা ব্যতীত অন্য কোন জায়গায় এই আয়াতটি পাঠ করবেন না । অতঃপর সাফা পাহাড়ের উপর এমনভাবে চড়বে, যাতে কা’বা ঘর দেখা যায় । তারপর কিবলামুখী হয়ে দুই হাত উত্তোলন করে মহান আল্লাহর প্রশংসা করবেন এবং নিজ ইচ্ছা মত দু‘আ করবেন । এস্থানে আখেরীনবী ﷺ থেকে প্রমাণিত দু‘আ হচ্ছে:
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ أَنْجَزَ وَعْدَهُ وَنَصَرَ عَبْدَهُ وَهَزَمَ الْأَحْزَابَ وَحْدَهُ

[লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্‌দাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু, ওয়াহু ওয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর । লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্‌দাহু, আনজাযা ওয়া’দাহু, ওয়া নাসারা আব্দাহু, ওয়া হাযামাল আহযাবা ওয়াহ্‌দাহু]

আল্লাহ ছাড়া কোন সত্য মা’বূদ নেই, যিনি এক ও একক, যাঁর কোন শরীক নেই, রাজত্ব তাঁরই, তাঁরই সমস্ত প্রশংসা, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান । আল্লাহ ছাড়া কোন সত্য মা’বূদ নেই, তিনি নিজ প্রতিশ্রুতি সম্পূর্ণ করেছেন, নিজ বান্দাকে সাহায্য করেছেন এবং তিনি একাই সমস্ত ভ্রান্ত দলসমূহকে পরাজিত করেছেন ।(সহীহ মুসলিম ১২১৮।)

এ যিকিরটি তিনবার করে করবেন এবং তার মাঝে-মাঝে দু‘আ করবেন । অতঃপর ‘সাফা’ পর্বত হতে নেমে মারওয়ার উদ্দেশ্যে রওনা হবেন । তারপর সবুজ বাতী পর্যন্ত পৌঁছিলে কোন মানুষকে কষ্ট না দিয়ে যথাসাধ্য জোরে দৌঁড়াবেন । অতঃপর আগের সবুজ বাতী পর্যন্ত পৌঁছে ‘মারওয়া’ পর্বত পর্যন্ত সাধারণ গতিতে চলতে থাকবেন ।

অতঃপর ‘মারওয়া’ পর্বতের উপর চেপে কিবলামুখী হয়ে দু’হাত উত্তোলন করে সে সব যিকির ও দু‘আ পাঠ করবে যা ‘সাফা’ পর্বতের উপর করা সুন্নাত । তারপর ‘মারওয়া’ পর্বত হতে নেমে ‘সাফা’ পর্বতের উদ্দেশ্যে চলার স্থানে চলবে এবং দৌঁড়ের স্থানে দৌঁড় দিবেন ।
তারপর ‘সাফা’ পর্বেতের উপর চেপে কিবলামুখী হয়ে দুই হাত উত্তোলন করে সে সব যিকির ও দুআ পাঠ করবে যা প্রথমবার সাফার পর্বতের উপর করা হয়েছে ।
আর অবশিষ্ট সাঈতে নিজ পছন্দ মত যে কোন যিকির, কুরআনের তিলাওয়াত এবং দুআ পাঠ করতে থাকবেন । আর ‘সাফা’ ও মারওয়া পর্বতের উপর আরোহণ করা এবং দুই সবুজ বাতীর মাঝখানে দৌড় দেয়া সুন্নাত, ইহা ওয়াজিব নয় ।
‘সাফা’ পর্বত হতে ‘মারওয়া’ পর্বত পর্যন্ত আসলে এক চক্কর এবং ‘মারওয়া’ পর্বত হতে ‘সাফা’ পর্বত পর্যন্ত আসলে আর এক চক্কর । এভাবে সাঈ সাফা থেকে শুরু হবে এবং মারওয়াতে সাত চক্কর শেষে হবে ।
সাঈ শেষে পুনরায় মিনায় ফিরে যাবেন । ১১ এবং ১২ জিলহজ্জ যথাক্রমে দুইদিন জামারায় শয়তানকে কংকর নিক্ষেপ শেষে আপনার পবিত্র হজ্জ পালন শেষ হবে ।
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদেরকে সহিহ সুদ্ধভাবে হজ্জ পালনের তাওফিক দান করুন । এটি একটি কায়িকপরিশ্রমের কাজ হজ্জ আমাদের জন্য সহজ করে দিন মাবুদ, কবুল এবং মন্জুর করে নিন মালিক, আমিন ইয়া রব !

Address

SonirAkhra, Jatrabari
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Muslim Hajj Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muslim Hajj Travels:

Videos

Share

Category