Happy Travels LTD

Happy Travels LTD "We deliver what we promise and only Promise what we can deliver to our clients. We do what we say Happy Travels is growing with a very high efficiency.

In an industry where biggest is not always the best, Happy Travels Ltd. incorporated in October 2020 in view of organized expertise to be an exclusive small mid size retail agency tour solution provider. As the national tourism and travel industry of Bangladesh is growing better Happy Travels LTD as well making their own place with success. It is a well-known travel agent for weekend tours, expeditions, adventure tours and cruises.

শুভ সকাল 💚📍সেন্টমার্টিন দ্বীপ আমাদের মাতৃভূমি এতো সুন্দর এটি সেন্টমার্টিন দ্বীপে না আসলে আপনি হয়তো কল্পনা করতে পারবেন না...
15/10/2024

শুভ সকাল 💚
📍সেন্টমার্টিন দ্বীপ
আমাদের মাতৃভূমি এতো সুন্দর এটি সেন্টমার্টিন দ্বীপে না আসলে আপনি হয়তো কল্পনা করতে পারবেন না।
একটি পরিসংখ্যান বলছে বাংলাদেশের মানুষ একবার নয় বার বার সেন্টমার্টিন দ্বীপ ভ্রমনে যায়।
যারা মূলত রিলাক্স ট্রীপ পছন্দ করেন, তাদের জন্য সেন্টমার্টিন এর বিকল্প আর কিছুই হতে পারেনা।

সেন্টমার্টিন কিভাবে ভ্রমন করবেন?
▪️সন্ধ্যা ৬ টা থেকে ০৮ টার মধ্যেই ঢাকা থেকে কক্সবাজার এর যেকোনো বাসে উঠে কক্সবাজার ডলফিন মোরে নামতে হবে।সকাল ৬ টায় নামিয়ে দিবে।
▪️ডলফিন মোর থেকে সি এন জি, অটো রিক্সা, মিনি বাসে করে চলে আসতে হবে ইনানী ঘাট।মাত্র ৪০ মিনিটের রাস্তা। এখানে এসে সকালের নাস্তা সেরে নিতে পারেন।
▪️ইনানী নেভী জেটি ঘাট থেকে সকাল ৯ টায় সেন্টমার্টিন এর উদ্দেশ্যে জাহাজ ছেড়ে দেয় তাই কোনোভাবেই সময় নষ্ট করা যাবেনা।মনে রাখবেন জাহাজ একবার ছেড়ে দিলে সেটিতে আর উঠার কোনো উপায় নেই এবং টিকেট রিফান্ড করবে না।
▪️দুপুর ১ টায় জাহাজ সেন্টমার্টিন ঘাটে পৌছায়।
ঘাট থেকে নামলেই রিসোর্ট /হোটেল দেখতে পারবেন।
তবে ভালো হোটেল অগ্রিম বুকিং করে আশাই উত্তম।কারন এতো হেটে হেটে রিসোর্ট নিয়ে আপনি ক্লান্ত হয়ে যাবেন এবং ভালো হোটেল পাবেন না।
▪️রিসোর্ট বুকিং করা থাকলে ঘাট থেকে রিক্সা নিয়ে বা হেটেই যেতে পারবেন রিসোর্ট এ৷
▪️প্রতিটা রিসোর্ট এর পাশেই খাবার হোটেল পাবেন।এবং অধিকাংশ রিসোর্ট এর নিজস্ব রেষ্টুরেন্ট সুবিধা আছে তাই অগ্রিম অর্ডার করে রাখলে আপনার দুপুরের খাবার প্রস্তুত থাকবে।
▪️দুপুরে সমুদ্রে ঝাপাঝাপি করতে পারেন এবং বিকালে অবশ্যই পশ্চিম বীচে ঘুরবেন।পশ্চিম বীচ থেকে সুর্যাস্ত দেখাটা অনেকের প্রিয়।এক্ষেত্রে চেষ্টা করবেন পশ্চিম বীচের আশেপাশে রিসোর্ট বুকিং করার।কারন যে একবার সেন্টমার্টিন ভ্রমন করে সে পশ্চিম বীচ ছাড়া রিসোর্ট বুকিং করেনা।
▪️রাতে বারবিকিউ টেস্ট নিবেন।মুরগী ও মাছ বারবিকিউ হয় এক্ষেত্রে মাছ অবশ্যই প্রাধান্য দিবেন।
অনেক সময় বীচের পাড় বা বাজারের খাবার নিয়ে অভিযোগ জানায় অনেকে,তাই চেষ্টা করবেন রিসোর্ট এর নিজস্ব রেষ্টুরেন্ট এ বারবিকিউ করার।
▪️সকালে ছেড়াদ্বীপ ভ্রমন করতে পারেন।এক্ষেত্রে ফজরের পর পর হলে আরো ভালো।অনেকেই বিকাল টাইমে ছেড়াদ্বীপ ভ্রমন করেন।বর্তমানে সাইকেল,বাইক,অটো রিক্সা,ট্রলার ইত্যাদি মাধ্যেমে ছেড়াদ্বীপ ভ্রমন করা যায়।
▪️অবশ্যই লক্ষ রাখবেন আপনার মাধ্যেমে যেনো পরিবেশের ক্ষতি না হয়।
▪️বিকাল ৩ টায় জাহাজ সেন্টমার্টিন ঘাট থেকে ছেড়ে আসে এবং সন্ধ্যা ৭ টায় কক্সবাজার ইনানী ঘাটে পৌছায়।
▪️রাত ৯ টা থেকে ১২ টা পর্যন্ত কক্সবাজার টু ঢাকা বাস পাবেন ডলফিন মোরে।এক্ষেত্রে বাসের টিকেট, শিপের টিকেট এগুলাও অগ্রিম বুকিং করে রাখলে ভালো সিট পাবেন।
✔️আপনার ভ্রমন নিরাপদ হোক 💚

Our Tourist spot 🥰
13/10/2024

Our Tourist spot 🥰

09/11/2023

Like & comment please🙏

08/10/2023
26/09/2023
সর্বনিম্ন ৭০০ টাকায় ঢাকা থেকে যাওয়া যাবে কক্সবাজার।😳এই ঝিনুক আকৃতির স্টেশন চালু হলে ঢাকা থেকে মাত্র ৮ ঘন্টায় সমুদ্র নগরী...
01/03/2023

সর্বনিম্ন ৭০০ টাকায় ঢাকা থেকে যাওয়া যাবে কক্সবাজার।😳
এই ঝিনুক আকৃতির স্টেশন চালু হলে ঢাকা থেকে মাত্র ৮ ঘন্টায় সমুদ্র নগরীতে পৌঁছানো যাবে। আর চট্টগ্রাম থেকে যেতে সময় লাগবে মাত্র আড়াই ঘণ্টা। রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন, ঢাকা থেকে কক্সবাজার চলাচলে সর্বোচ্চ টিকিটের মূল্য হবে ১৫০০ টাকা।

এশিয়ার একমাত্র পর্যটন স্টেশন চালু হলে এটি দেখতে অনেক মানুষ ছুটে আসবেন কক্সবাজারে। আবার যাতায়াত সহজ হওয়ায় সমুদ্র নগরীতে বাড়বে কয়েক গুণ পর্যটক।

চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত যে রেলপথ নিয়ে সবার অপেক্ষা, সেই প্রকল্পের সবচেয়ে বড় আকর্ষণ এই রেলস্টেশন। ছয় শতাধিক শ্রমিক ও প্রকৌশলীর শ্রমে চার বছরে এটি এখন দৃশ্যমান। চারদিকে চলছে গ্লাস ফিটিংস, ছাদের স্টিল ক্যানোফি আর নানা ধরনের ফিটিংস বসানোর কাজ।

স্টেশনটি অনেকটা উন্নত বিশ্বের কোনও বিমান বন্দরের মতো। ভবনের নিচতলায় আছে টিকিট কাউন্টার, লকারসহ নানা সুবিধা। দ্বিতীয় তলায় শপিংমল, রেস্তোরাঁ। তিন তলায় আছে তারকামানের হোটেল, যেখানে ৩৯টি রুমে পর্যটকরা থাকতে পারবে।

ঢাকা থেকে প্রতিদিন ১০ জোড়ার পাশাপশি চট্টগ্রাম থেকে সরাসরি ও লোকাল মিলে আরো বেশ কিছু ট্রেন যাবে কক্সবাজার। পর্যটকবাহী এক একটি ট্রেনে থাকবে ৮০০ থেকে ১২০০ যাত্রী। সবমিলিয়ে এ রেলপথে বছরে যাত্রী আসা যাওয়া করবে প্রায় ২ কোটি।

চট্টগ্রাম কক্সবাজার রেলপথে এটিসহ মোট নয়টি স্টেশন থাকবে। যার মাধ্যমে স্থানীয় অর্থনীতির যোগসূত্র তৈরি হবে। স্টেশন ঘিরে হোটেল-মোটেল ও পরিবহন খাতে তৈরি হবে নতুন নতুন উদ্যোক্তা।

সব কিছু ঠিক থাকলে চলতি বছরই পর্যটকরা ট্রেনে চেপে কক্সবাজার যাতায়াত করতে পারবে।
সূত্র: SA tv

Srimongol, sylhet😍
06/09/2022

Srimongol, sylhet😍

গোপালগঞ্জ জেলার দেশের প্রথম ৬ লেন বিশিষ্ট কালনা সেতু উদ্ধোধন হবে সেপ্টেম্বরে
06/08/2022

গোপালগঞ্জ জেলার দেশের প্রথম ৬ লেন বিশিষ্ট কালনা সেতু উদ্ধোধন হবে সেপ্টেম্বরে

😍😍
06/07/2022

😍😍

রমনাপার্ক💖
06/07/2022

রমনাপার্ক💖

It's a Happy Travels Ltd. event.Offer winter offer going on... Book fast at low rate. আমাদের গল্পের জগতে আপনাকে স্বাগতম....
22/12/2021

It's a Happy Travels Ltd. event.
Offer winter offer going on... Book fast at low rate.

আমাদের গল্পের জগতে আপনাকে স্বাগতম...

"স্বপ্ন মোদের বিশ্বজয়"
নীল পানিতে গা ভেজাতে আমাদের সাথে চলুন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টর্মাটিন। তারাভরা রাত অথবা জোছনা বিহার, সকালের আবিরে মাখা সৈকত অথবা সন্ধ্যের গোধূলি, সেন্টর্মাটিন এর আবহাওয়া, নীল জলরাশি আর অপার্থিব পরিবেশ যে কারো মনে দোলা দিবে। এজন্যে “Happy Travels Ltd.” নিয়ে এলো দুর্দান্ত সেন্টর্মাটিন ট্যুর।
Event Link :
https://facebook.com/events/s/saint-martain-tour/326364966006377/

রিসোর্ট - বাস - শীপ - সামুদ্রিক মাছ - গাইড - ছেঁড়াদ্বীপ ভ্রমন - বার-বি-কিউ সহ নানান সুবিধাসহ সাজানো প্যাকেজ।

#গন্তব্যঃ সেন্টর্মাটিন
#স্থিতিকালঃ ৩ রাত -- ২ দিন
#যাত্রা_শুরুঃ ,১৮ জানুয়ারি সন্ধা ৭ টা
#যাত্রা_শেষঃ ২১জানুয়ারি , ভোর ৭ টা

#ভ্রমণ_খরচঃ ৫,৩০০/- টাকা (জনপ্রতি) (১ রুমে ৪ জন)
#কাপলঃ ৬,০০০+৬,০০০= ১২,০০০/-

#৪ রাত --- ৩ দিন কাপল প্যাকেজ (৭,৫০০+৭,৫০০) =১৫,০০০/=
#সিংগেল ৪ রাত ---৩ দিন (১ রুম এ ৪ জন) জনপ্রতি ৬,৫০০/ টাকা।

#কনফার্ম_করার_ডেডলাইনঃ
বুকিং মানি ৩৫০০ টাকা (অফেরতযোগ্য)
★যোগাযোগ: 01681992949
★বিকাশঃ 01681992949 (পারসোনাল)

★★ভ্রমণ স্পটঃ
সেন্টমার্টিন
ছেড়াদ্বীপ
নাফ নদী
হুমায়ূন আহমেদ এর বাড়ি

#ভ্রমণের_সংক্ষিপ্ত_বর্ণনাঃ

#মঙলবার:১৮ জানুয়ারি
আমরা আরামবাগ থেকে সন্ধ্যা ৭টার বাসে (নন এসি) টেকনাফের উদ্দেশ্যে রওনা দিব ইনশাআল্লাহ্।

#বুধবার:১৯ জানুয়ারি
ভোরে আমরা টেকনাফে নেমে সকালের নাস্তা করে উঠে পরবো সেন্ট মার্টিন্ গামি জাহাজে। দুপুর ১২টার এর মধ্যে ইনশাআল্লাহ্ আমরা সেন্টমার্টিন্ নেমে হোটেলে চেক ইন দিব। তারপর নেমে পরব সমুদ্রে ঝাপাঝাপি করতে। তারপর ঝাপাঝাপি করে দুপুরের খাবার খাবো। তারপর বিকেলটা সাগরে সাইট সিয়িং এবং আশেপাশে ঘুরে সবাই এক সাথে সুর্যাস্ত দেখবো। এদিন বিকেলে পশ্চিম বীচের সূর্যাস্ত আপনার মনে থাকবে সারা জীবন। তারপর ফানুশ উড়াবো, রাতে বীচ হাইকিং এবং বার-বি-কিউ ডিনার। ডিনার শেষে কোটি তারার নিচে খানিকক্ষণ গল্পগুজব আর আড্ডা দিয়ে রাতে যে যার মতো রুমে চলে যাবো।

#বৃহস্পতিবার:২০ জানুয়ারি
ভোরে উঠে সূর্যোদয় দেখে বীচের পারে হাটাহাটি করে নাস্তার পর আমরা চলে যাবো ছেড়াদ্বীপে। রিসোর্ট থেকে হেঁটে/সাইকেলে/বাইকে অথবা ট্রলারে যাওয়া যাবে ছেড়াদ্বীপ। ছেড়াদ্বীপ ঘুরে আবার হোটেলে এসে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে শেষবারের মতো সমুদ্রের সাথে কথোপকথন সেড়ে ৩ টার শীপে উঠে পড়বো। শীপে বিকালের সূর্যাস্ত উপভোগ করতে করতে টেকনাফ। তারপর শীপ থেকে নেমে বাসে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব।

#শুক্রবার:২১ জানুয়ারি
ভোরে ঢাকায় পৌঁছাবো ইনশাআল্লাহ।

#প্যাকেজে_যা_যা_অন্তর্ভুক্তঃ
🚍 ঢাকা-টেকনাফ আপ ডাউন নন এসি বাস টিকেট
🚢 শিপ টিকেট
🏠 রিসোর্ট ভাড়া-- সায়রি ইকো রিসোর্ট/নিল দিগন্ত /পান্না/ড্রিম নাইট / সমমান ক্যাটাগরি
🚤 সেন্ট মার্টিন থেকে ছেড়াদ্বীপ যাওয়া আসার খরচ
🍱 খাবার খরচ
🦈 রাতে সামুদ্রিক মাছের বার-বি-কিউ
📸 ফটোগ্রাফি
✅ অভিজ্ঞ গাইড ।

#প্যাকেজে_যা_অন্তর্ভুক্ত_নয়ঃ
১) ব্যাক্তিগত খরচ ও মেডিসিন।
২) দ্বীপের ভিতরে কোন প্রকার ভ্যান বা সাইকেল ভাড়া।
৩) যাত্রা বিরতিতে কোন খাবার।

#খাবার_মেন্যু :
★সকালে নাস্তায় পরোটা, সবজি/ডিমভাজি।
★দুপুরে সামুদ্রিক মাছ ফ্রাই বা মুরগী কারী, ভাত, ডাল, সবজি/ভর্তা।
★রাতে (বারবি-কিউ, পরোটা )।
★মোট ৫ বেলা খাবার। ফেরার দিন রাতের খাবার থাকবে না।

📣📣📣বিশেষ দ্রষ্টব্যঃ

কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করা যাবে না। সাথে পাওয়া গেলে তাকে বা তাদেরকে তৎক্ষণাৎ ট্রিপ থেকে বহিষ্কার করা হবে।

★★ "Low cost travel should be memorable-কম খরচে ভ্রমন হোক স্বরনীয়"
এই স্লোগানকে সামনে রেখেই Happy Travels Ltd. এর অগ্রযাত্রা। যেকোন জিজ্ঞাসা, বুকিং অথবা কাস্টোমাইজ ট্যুরের জন্য যোগাযোগ করুন এই নাম্বারেঃ
01681992949, 01707680480

Our day tour event😍
05/12/2021

Our day tour event😍

Its a Happy Travels Ltd. Event💢Event_Glimpse:1. Tour Costing: 5000 tk2. Booking amount: 3000 tk (Non refundable}3. Event...
20/11/2021

Its a Happy Travels Ltd. Event

💢Event_Glimpse:
1. Tour Costing: 5000 tk
2. Booking amount: 3000 tk (Non refundable}
3. Event date: 02 December, 2021 - 05 December, 2021
4. Contact no: 01681992949
5. Bkash: 01681992949 (personal)

💢প্যাকেজে যা যা থাকছেঃ-
★ঢাকা-খাগড়াছড়ি-ঢাকা বাস টিকেট (নন এসি)।
★চান্দের গাড়ির ভাড়া।
★৬ বেলার খাবার খরচ।
★রিসোর্ট ভাড়া।
★অভিজ্ঞ গাইড।
★ফটোগ্রাফি।

💢প্যাকেজে যা থাকছেনাঃ-
★বাসে যাত্রা বিরতির খাবার খরচ
★সকল ট্যুরিস্ট স্পটের টিকিট খরচ।

💢স্পেশাল_ফিচারঃ
✺ পাহাড়ি ট্রেডিশনাল বেম্বো চিকেন লাঞ্চ ও স্পেশাল বার্বি-কিউ চিকেন ডিনার।
✺ ফানুস উৎসব ও গেমস।

💢ভ্রমণ_স্থান_সমূহঃ
১) সাজেক ভ্যালি
২) রুইলুই পাড়া
৩) কংলাক পাহাড়
৪) স্টোন গার্ডেন
৫) হ্যালিপেড-১
৬) হ্যালিপেড-২
৭) লুসাই গ্রাম
৮) আলুটিলা গুহা
৯) হর্টিকালচার পার্ক (ঝুলন্ত ব্রীজ)
১০) বার্মিজ মার্কেট।

💢১ম দিনের খাবার মেন্যুঃ
★ সকাল: পরোটা, ডিম/সবজি, পানি।
★ দুপুর: ভাত, পাহাড়িদের বিখ্যাত খাবার বেম্বো চিকেন, পাহাড়ি মিক্স সবজি, ডাল, সালাদ।
★ রাত: স্পেশাল বার-বি-কিউ চিকেন, পরোটা, সালাদ।

💢২য় দিনের খাবার মেন্যুঃ
★ সকাল: পরোটা, ডিম/সবজি, পানি।
★ দুপুর: ভাত, মুরগী ভূনা, ডাল, সালাদ।
★ রাত: ভাত, মুরগী ভূনা, ডাল, সালাদ।

💢ট্যুর প্ল্যানঃ
★ ০২ ডিসেম্বর রাত ১০টার নন এসি বাসে করে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করবো।
★ ০৩ ডিসেম্বর সকালে খাগড়াছড়ি পৌঁছে হোটেলে নাস্তা করবো। নাস্তা শেষ করে সকালের স্কোয়াড ধরে চান্দের গাড়িতে করে রওনা দিবো সাজেক ভ্যালী এর উদ্দেশ্যে। দুপুরের দিকে সাজেক পৌছে চেক-ইন করবো রিসোর্টে। রেস্টুরেন্টে দুপুরের খাবার খেয়ে চলে যাব রুইলুই পাড়া, লুসাই গ্রাম। সেখানে ঘুরব সবাই দল বেধে, কারও ইচ্ছে হলে আদিবাসী পোশাকে(নিজ খরচে) নিজেকে সাজিয়ে নিবো। সন্ধ্যাটা হ্যালি প্যাডে(১,২) সূর্যাস্ত দেখে পাড় করবো। সন্ধ্যার পরে জমজমাট একটা আড্ডার আসর জমাবো আমরা। সেখানে থাকবে ফানুস উৎসব, বিশেষ গেমস, এরপর রাতে ডিনার করবো বারবিকিউ দিয়ে।
★ ০৪ ডিসেম্বর খুব ভোরে উঠে আমরা চান্দের গাড়ি নিয়ে চলে যাবো সাজেকের সর্বোচ্চ চূড়া কংলাক পাহাড়ে। ৩০ মিনিটের একটা ছোট ট্রেকিং পথ পাড়ি দিয়ে কংলাক পাহাড়ে পৌঁছে সূর্যোদয় উপভোগ করবো। সুর্যোদয় দেখে সকালের নাস্তা শেষ করে গ্রুপ ফটোসেশন। ৯টার মধ্যে কটেজে এসে চেক আউট করে আমরা চান্দের গাড়িতে উঠবো। সকাল ১০টার স্কোয়াডে রওনা দিবো খাগড়াছড়ির উদ্দেশ্য। দুপুরে খাগড়াছড়ি পৌঁছে দুপুরের খাবার খেয়ে চান্দের গাড়ি নিয়ে চলে যাবো সোজা আলুটিলা গুহা। সেখান থেকে সোজা জেলা পরিষদ পার্কে গিয়ে ঝুলন্ত ব্রীজে বিকাল আর সন্ধ্যাটা কাটাবো। সন্ধ্যার পর নিজেদের মত করে বার্মিজ মার্কেটে ঘুরে বেড়াবো। এরপর রাতের খাবার খেয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবো।
★ ০৫ ডিসেম্বর ভোরে সবাই ঢাকায় থাকবো ইনশাআল্লাহ।

💢শর্ত সমূহঃ
#যেহেতু সাজেকে যেতে হয় আর্মি স্কোয়াডের সাথে সুতরাং আমাদের সাথে ভ্রমনের জন্য অবশ্যই সময়টা মেইন্টেইন করে চলতে হবে সকলের।
#সম্পূর্ণ ইভেন্ট বিস্তারিত পড়ে বুকিং নিশ্চিত করুন।

★★ "Low cost travel should be memorable-কম খরচে ভ্রমন হোক স্বরনীয়" - এই স্লোগানকে সামনে রেখেই Happy Travels Ltd. এর অগ্রযাত্রা। যেকোন বুকিং অথবা কাস্টোমাইজ ট্যুরের জন্য যোগাযোগ করুন এই নাম্বারেঃ 01681992949, 01707680480

Address

Mirpur-12
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Happy Travels LTD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category