Air Trip International

Air Trip International Welcome to Air Trip International, your ultimate one stop online travel solution: Flights, Hotels, Visa, Packages

সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার অর্জনেই একাত্তর থেকে চব্বিশ, লড়াই চলমান।
11/12/2024

সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার অর্জনেই একাত্তর থেকে চব্বিশ, লড়াই চলমান।

ক্রোয়েশিয়াতে কাজের ভিসায় এপ্লাই করবেন তাদের জন্য বেসিক কিছু তথ্য দেওয়া হলো : 🇪🇺😊🇭🇷➤প্রথম ধাপ ক্রোয়েশিয়ার জন্য PCC এ্...
17/11/2024

ক্রোয়েশিয়াতে কাজের ভিসায় এপ্লাই করবেন তাদের জন্য বেসিক কিছু তথ্য দেওয়া হলো : 🇪🇺😊🇭🇷
➤প্রথম ধাপ ক্রোয়েশিয়ার জন্য PCC এ্যাটেস্টেশন বাধ্যতামূলক করতে হবে ক্রোয়েশিয়া এম্বাসি থেকে ।
➤ক্রোয়েশিয়ার জন্য PCC এর মেয়াদ প্রিন্ট ডেট থেকে পরবর্তী ৬ মাস / রোমানিয়া ও সেম ৬মাস হয়ে থাকে!
➤কন্টাক পেপার মানে কোম্পানী এবং আপনার মধ্যকার চুক্তিপত্র ( কাজের ধরন , বাসস্থান , বেতন ইত্যাদি )
➤ওয়ার্ক পারমিট ইস্যু হয় ফাইল অনলাইন করার ১ মাস থেকে ৬ মাসের ভিতরে ( সর্বোচ্চ সময় লাগে জাগ্রেব সিটিতে ) অনেক সময় ক্যান্সেলও হয়ে থাকে!
➤ওয়ার্ক পারমিট এর মেয়াদ ( অবশ্যই ১ বছর গ্রহণযোগ্য ) এর চাইতে কম মেয়াদী ওয়ার্ক পারমিট গ্রহণ করা থেকে বিরত থাকুন "
➤এম্বাসিতে ভিসার জন্য ফাইল সাবমিট করতে হয় ওয়ার্ক পারমিট এর ইস্যু ডেট থেকে ৬০ দিনের ভিতরে।
➤যারা বাংলাদেশে অবস্থান করছেন তারা ইন্ডিয়া এবং নেপাল VFS Global এ ভিসার জন্য আবেদন করতে পারবেন!
➤ ইন্ডিয়ায় ফাইল সাবমিট করার জন্য ডাবল এন্ট্রি ভিসা নিতে হয় যা অত্যন্ত দুরূহ ব্যাপার ! ইন্ডিয়ায় ফাইল সাবমিট করলে ফলাফল প্রকাশ পায় ন্যূনতম ৬০ (+) দিন পর
➤নেপালে ফাইল সাবমিট করার জন্য ট্যুরিস্ট ভিসা নিতে হয় , নেপালে ফাইল সাবমিট করলে ফলাফল প্রকাশ পায় ৮০(+) দিন পর!
➤বিদেশ যাওয়ার আগে ৩ দিনের PDO ট্ৰেনিং এবং বায়োমেট্রিক প্রদান করে BMET কার্ড গ্রহন বাধ্যতা মুলক
➤ক্রোয়েশিয়া যাওয়ার জন্য ১ লক্ষ টাকা ব্যাংকে জামানত রাখতে হয় সরকারি রুলস!
➤ক্রোয়েশিয়া যাওয়ার পর কোম্পানী নিজ উদ্যোগে TRP কার্ড করে দেয় যদি কোম্পানী ভালো হয় , কার্ড পেতে প্রায় একমাস সময় লাগে।
➤ক্রোশিয়াতে বেসিক স্যালারি হয়ে থাকে ৮০০ ইউরো +
➤ভিসা প্রসেসিং টোটাল টাইম লাগে ৮/ ১২ মাস
➤বর্তমানে ইউরোপের সেনজেন দেশগুলোর মধ্যে হাই রেশিও ক্রোয়েশিয়ার! মোটামুটি ৭০/৮০% হয়ে থাকে!
বর্তমানের রেশিও অনেক ভালো আছে! নেপাল থেকে ভিসা হচ্ছে!
➤ বাংলাদেশ থেকে ১০/১৩ লাখ টাকা খরচ হয়ে থাকে এবং মধ্যপ্রাচ্য থেকে ৭/৯ লাখ টাকা খরচ হয়ে থাকে!
➤মধ্যপ্রাচ্যের কাতার কুয়েত ওমান দুবাই বাহারাইন সৌদি আরব থেকে ইজিলি এপ্লাই করা যায় এবং রেশিও ভালো!
➤অবশ্যই এটা আপনার মাথায় রাখতে হবে যারা বাংলাদেশ থেকে এপ্লাই করবেন, যদি আপনার ভিসাটি না হয় সেক্ষেত্রে দেড় থেকে দুই লক্ষ টাকা ক্ষতির সম্মুখীন হতে হবে আপনাকে! সবকিছু মাথায় রেখে এপ্লাই করতে হবে!
ধন্যবাদ সবার জন্য শুভকামনা রইল! 🇪🇺🥰

🇮🇹🇩🇪🇧🇪🇫🇷🇪🇦🇫🇮🇩🇰🇧🇻🇨🇭.......................!★ ইউরোপ স্বপ্ন বাস্তবায়িত করতে আপনাকে অগাধ ধৈর্য ধরার মানসিকতা থাকতে হবে। তাড়া...
14/11/2024

🇮🇹🇩🇪🇧🇪🇫🇷🇪🇦🇫🇮🇩🇰🇧🇻🇨🇭.......................!
★ ইউরোপ স্বপ্ন বাস্তবায়িত করতে আপনাকে অগাধ ধৈর্য ধরার মানসিকতা থাকতে হবে। তাড়াহুড়ো করে কারো মিষ্টি কথায়, উচ্চমানের বেতন অফার দেখে ফাঁদে পা দিবেন না।
★ইউরোপ এ ভিসা করে দেবে এমন কথা হাজারো এজেন্সি বলে বেড়ায়, কিন্তু দিন শেষে দেখা যায়, আপনার সময় গুলোকে কেমন মাটি করে দিলো, টাকা নগদ নিয়ে কেটে রেখে দিলো, মোটকথা আপনার স্বপ্নকে ধুলোয় মিশিয়ে দিল।
★এক্ষেত্রে আপনাকে একটা কথা বলি, চারপাশে প্রচুর খুঁজতে থাকুন, সময় নিন, তারপর আপনি নিজেই বুঝবেন কে কাজ করতে পারে, তার হাতে তুলে দিলেন আপনার স্বপ্ন
★ইউরোপে অবস্থান করে কাজ করে এমন ভাইদের প্রতি ফোকাস দিন, কাজ না হলেও আপনার টাকা আর সময় কেড়ে নিবে না।
★সবার স্বপ্ন বাস্তবায়িত হোক, সবার জন্য শুভকামনা। নতুন নতুন তথ্য পেতে আমার সাথে থাকুন।😊❤️

বাংলাদেশ থেকে ফ্রান্সের ভিসার জন্য আবেদন করার প্রক্রিয়া বেশ কিছু ধাপ ও ডকুমেন্টেশনের প্রয়োজন হয়। ফ্রান্সের ভিজিট ভিসা...
14/11/2024

বাংলাদেশ থেকে ফ্রান্সের ভিসার জন্য আবেদন করার প্রক্রিয়া বেশ কিছু ধাপ ও ডকুমেন্টেশনের প্রয়োজন হয়। ফ্রান্সের ভিজিট ভিসা (শেঞ্জেন ভিসা) ৯০ দিনের কম সময়ের জন্য ভ্রমণকারীদের জন্য হয়। নিচে বিস্তারিত প্রক্রিয়া তুলে ধরা হলো:
ধাপ ১: ভিসার ধরন নির্ধারণ
আপনার ভ্রমণের উদ্দেশ্য এবং সময়কাল অনুযায়ী, আপনি কোন ধরনের ভিসার জন্য আবেদন করবেন তা নির্ধারণ করুন। সাধারণত, ফ্রান্সের জন্য শেঞ্জেন ভিজিট ভিসা (শর্ট স্টে) পর্যটন, ব্যবসা, বা পরিবার ও বন্ধুদের সাথে দেখা করার জন্য হয়ে থাকে।
ধাপ ২: আবেদন ফর্ম পূরণ
ফ্রান্সের শেঞ্জেন ভিজিট ভিসার জন্য আবেদন ফর্ম পূরণ করতে হবে।
ধাপ ৩: প্রয়োজনীয় ডকুমেন্টস সংগ্রহ
নিম্নলিখিত ডকুমেন্টসগুলি সাধারণত ফ্রান্সের ভিজিট ভিসার জন্য প্রয়োজন হয়:
1. পাসপোর্ট: আপনার পাসপোর্টটি ভিসার আবেদন জমা দেওয়ার তারিখ থেকে কমপক্ষে তিন মাস পর পর্যন্ত বৈধ হতে হবে এবং এতে অন্তত দুটি খালি পৃষ্ঠা থাকতে হবে।
2. আবেদন ফর্ম: সম্পূর্ণ পূরণ করা এবং স্বাক্ষর করা শেঞ্জেন ভিসা আবেদন ফর্ম।
3. ফটো: সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি (বায়োমেট্রিক ফটো)।
4. ফ্লাইট বুকিং: ফ্রান্সে আসা-যাওয়ার নিশ্চিত ফ্লাইট টিকেট।
5. হোটেল রিজার্ভেশন: ফ্রান্সে থাকার সময়কালীন হোটেল বুকিং বা থাকার ব্যবস্থা।
6. বীমা: ভ্রমণ স্বাস্থ্য বীমা, যা শেঞ্জেন অঞ্চলে আপনার পুরো থাকার সময়কালের জন্য অন্তত ৩০,০০০ ইউরো পর্যন্ত কভার করবে।
7. আর্থিক ক্ষমতার প্রমাণ: আপনার ভ্রমণ এবং ফ্রান্সে থাকার সময়কালের জন্য পর্যাপ্ত অর্থের প্রমাণ। এটি ব্যাংক স্টেটমেন্ট, চাকরির সার্টিফিকেট, বা স্পনসরশিপ লেটার হতে পারে।
8. কাভার লেটার: আপনার ভ্রমণের উদ্দেশ্য এবং বিস্তারিত বিবরণ সহ একটি চিঠি।
9. ভিসা ফি: নির্ধারিত ভিসা ফি জমা দেওয়া।
ধাপ ৪: ভিসা আবেদন জমা
ফ্রান্সের ভিসা আবেদন গ্রহণের জন্য নির্ধারিত ভিসা আবেদন কেন্দ্র (VFS Global) বা ফ্রান্সের দূতাবাসে ভিসা আবেদন জমা দিতে হবে। VFS Global বাংলাদেশের বিভিন্ন স্থানে অবস্থিত।
ধাপ ৫: বায়োমেট্রিক তথ্য প্রদান
ভিসা আবেদন জমা দেওয়ার সময়, আপনাকে আপনার বায়োমেট্রিক তথ্য (ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি) প্রদান করতে হবে।
ধাপ ৬: সাক্ষাৎকার
কিছু ক্ষেত্রে, ভিসা অফিসার সাক্ষাৎকারের জন্য আপনাকে ডাকতে পারেন। এই সময় আপনার ভ্রমণের উদ্দেশ্য এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সম্পর্কে প্রশ্ন করা হতে পারে।
ধাপ ৭: ভিসা প্রসেসিং সময়
ভিসা আবেদন জমা দেওয়ার পর সাধারণত ১৫ কার্যদিবসের মধ্যে ফলাফল জানা যায়। তবে, কিছু ক্ষেত্রে এটি আরও বেশি সময় নিতে পারে।
ধাপ ৮: পাসপোর্ট সংগ্রহ
ভিসা অনুমোদিত হলে, আপনাকে ভিসা স্ট্যাম্প করা পাসপোর্ট সংগ্রহ করতে হবে। আপনি VFS Global বা দূতাবাস থেকে এটি সংগ্রহ করতে পারেন।

বিমান যাত্রায় ব্যাগেজ বা মালামাল রুলস এয়ারলাইনস ভেদে কিছুটা ভিন্ন হতে পারে, তবে কিছু সাধারণ নিয়ম বেশিরভাগ এয়ারলাইনের...
31/10/2024

বিমান যাত্রায় ব্যাগেজ বা মালামাল রুলস এয়ারলাইনস ভেদে কিছুটা ভিন্ন হতে পারে, তবে কিছু সাধারণ নিয়ম বেশিরভাগ এয়ারলাইনের ক্ষেত্রেই প্রযোজ্য। যাত্রীরা এসব নীতি মেনে চললে তারা সহজেই যাত্রার জন্য প্রস্তুত হতে পারেন। নিচে সাধারণ কিছু ব্যাগেজ নীতি তুলে ধরা হলো:

১. ক্যারি-অন ব্যাগেজ (হাতে বহনযোগ্য ব্যাগ):

- বেশিরভাগ এয়ারলাইনস একটি ক্যারি-অন ব্যাগ নিয়ে যেতে দেয় যার ওজন সাধারণত ৭ থেকে ১০ কেজির মধ্যে হয়।
- ব্যাগটির আকারও নির্দিষ্ট থাকে। সাধারণত ২২ ইঞ্চি x ১৪ ইঞ্চি x ৯ ইঞ্চি (৫৫ সেমি x ৩৫ সেমি x ২৫ সেমি) এর মতো আকারের ব্যাগ কেবিনে নিয়ে যাওয়া যায়।
- ক্যারি-অন ব্যাগের পাশাপাশি একটি ছোট পার্স, ল্যাপটপ ব্যাগ বা ছোট ব্যাকপ্যাক নিয়ে যাওয়া যেতে পারে।

২. চেকড ব্যাগেজ (কেবিনে বহনযোগ্য নয় এমন ব্যাগ):

- সাধারণত ইকোনমি ক্লাসে ১-২টি চেকড ব্যাগ বিনামূল্যে নেওয়া যায় যার ওজন সাধারণত ২৩-৩০ কেজির মধ্যে হয়।
- চেকড ব্যাগের সর্বোচ্চ আকার সাধারণত ১৫৮ সেমি (দৈর্ঘ্য + প্রস্থ + উচ্চতা) হয়।
- অতিরিক্ত ব্যাগ বা ওজনের জন্য যাত্রীর থেকে অতিরিক্ত ফি নেওয়া হয়। ওজনের অতিরিক্ত পরিমাণের জন্য প্রায়শই ৫০-১০০ মার্কিন ডলার বা তার বেশি ফি হতে পারে।

৩. ওভারসাইজড বা অতিরিক্ত ওজনের ব্যাগেজ:

- যদি ব্যাগের আকার বা ওজন নির্ধারিত সীমার বেশি হয়, তাহলে অতিরিক্ত চার্জ প্রযোজ্য। ওভারসাইজড ব্যাগ বা ওজন বেশি হলে প্রতি ব্যাগের জন্য প্রায় ১০০-২০০ ডলার বা তার বেশি চার্জ হতে পারে।
- সাইকেল, বড় মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট, স্পোর্টস গিয়ার ইত্যাদি বহন করলে এর জন্যও আলাদা ফি প্রযোজ্য হয়।

৪. বিমানের লুকিয়ে বা নিষিদ্ধ মালামাল:

- ধারালো বস্তু, আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক বা দাহ্য পদার্থ, কিছু ধরণের লিকুইড ইত্যাদি বিমানে বহন করা নিষিদ্ধ।
- এয়ারপোর্ট সিকিউরিটি চেকপয়েন্টে আপনার ব্যাগ স্ক্যান করা হয় এবং নিষিদ্ধ কোনো বস্তু পেলে তা জব্দ করা হয়।

৫. লিকুইড ও জেল নীতি (ক্যারি-অন ব্যাগে) :

- ক্যারি-অন ব্যাগে ১০০ মিলিলিটারের বেশি লিকুইড, জেল বা অ্যারোসোল নেওয়া নিষিদ্ধ। এগুলো একটি স্বচ্ছ, পুনরায় সিলযোগ্য প্লাস্টিক ব্যাগে নিয়ে যেতে হয় যার ধারণক্ষমতা ১ লিটার বা তার কম।
- প্রসাধনী সামগ্রী, পানীয়, পারফিউম ইত্যাদি এ নিয়মের আওতায় পড়ে।

৬. ফ্র্যাজাইল আইটেম বা মূল্যবান সামগ্রী:

- মূল্যবান বা ভঙ্গুর জিনিস (যেমন: ল্যাপটপ, ক্যামেরা, গহনা) ক্যারি-অন ব্যাগেই বহন করা উচিত। চেকড ব্যাগে এসব জিনিস রাখা থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়, কারণ সেগুলোর ক্ষতির জন্য এয়ারলাইনস দায়ী থাকবে না।

৭. বাচ্চাদের জন্য ব্যাগেজ নীতি:

- বেশিরভাগ এয়ারলাইনস শিশুদের জন্য আলাদা ফ্রিব্যাগ দেয়, বিশেষ করে স্ট্রোলার বা কট বহনের ক্ষেত্রে।
- কিছু এয়ারলাইনস শিশুদের জন্য ছোট ব্যাগ বা শিশু সরঞ্জাম বিনামূল্যে চেক-ইন করার সুযোগ দেয়।

৮. ফ্রি ব্যাগেজ ভাতা:

- বেশিরভাগ আন্তর্জাতিক বিমান সংস্থায় ইকোনমি ক্লাসে ১টি থেকে ২টি ব্যাগ বিনামূল্যে চেক করা যায়, বিজনেস ও ফার্স্ট ক্লাসে আরো বেশি ব্যাগ বিনামূল্যে নেয়া যায়।
- তবে লো-কস্ট ক্যারিয়ারগুলোতে সাধারণত বিনামূল্যে কোনো চেকড ব্যাগেজের সুযোগ থাকে না, সেক্ষেত্রে আলাদা করে টাকা দিয়ে ব্যাগেজ অনুমতি নিতে হয়।

৯. লস্ট বা ড্যামেজড ব্যাগেজ:

- যদি আপনার ব্যাগ হারিয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়, এয়ারলাইনসকে অবিলম্বে জানানো উচিত। বেশিরভাগ এয়ারলাইনস ব্যাগ হারানোর জন্য ক্ষতিপূরণ প্রদান করে, তবে এর জন্য নির্দিষ্ট প্রক্রিয়া মেনে চলতে হবে।

১০. অনলাইন ব্যাগেজ বুকিং:

- চেকড ব্যাগেজ অনলাইনে আগে থেকেই বুক করা হলে সাধারণত এয়ারপোর্টের তুলনায় খরচ কিছুটা কম হয়। তাই চেক-ইন ব্যাগেজ আগেই বুক করে রাখা ভালো।

এই সাধারণ ব্যাগেজ নীতিগুলো মেনে চলতে পারলেই আপনার যাত্রা হতে পারে সহজ এবং ঝামেলামুক্ত। তাই ভ্রমণের আগে এয়ারলাইনের নির্দিষ্ট ব্যাগেজ নীতি ভালোভাবে দেখে নেয়া শুধু গুরুত্বপূর্ণই নয়, আবশ্যকও বটে।

তথ্যঃ সংগৃহীত

27/10/2024
★বাংলাদেশের সনামধন্য প্রতিষ্ঠান বিডি ট্যুর ইন্টারন্যাশনাল লিমিটেডের নিজস্ব তত্ত্বাবধানে ইউরোপের দেশ আলবেনিয়াতে ফ্যাক্টর...
24/10/2024

★বাংলাদেশের সনামধন্য প্রতিষ্ঠান বিডি ট্যুর ইন্টারন্যাশনাল লিমিটেডের নিজস্ব তত্ত্বাবধানে ইউরোপের দেশ আলবেনিয়াতে ফ্যাক্টরি ওয়ার্কার এবং বিভিন্ন কাজের দক্ষ কর্মী নিয়োগ। সর্বোচ্চ তিন মাসের ফ্লাইট আগ্রহী গণ সরাসরি আমাদের হেড অফিসে যোগাযোগ করুন।
★ইউরোপের নন সেনজেন ভুক্ত দেশ★
★ভিসার ধরন:- ওয়ার্ক পারমিট।
★কাজের ধরনঃ ফ্যাক্টরি ওয়ার্কার *-কনস্ট্রাকশন**মেসন * *টাইলস মিস্ত্রি /হেলপার* *ওয়েল্ডিং *পেইন্টার*প্লাম্বার * *মার্কেট ক্লিনার, * ইলেকট্রনিকস* ফুড ডেলিভারি* ফুট প্যাকেজিং।
★সেলারি- ৮৫০-৯০০ ইউরো।
★ ফ্যাক্টরি ওয়ার্কার- ৫৫০-৬০০ ইউরো।
★প্রয়োজনীয় ডকুমেন্ট:-
পাসপোর্ট, ছবি সাইজ ৩৫×৪৫ ব্যাকগ্রাউন্ড সাদা, পুলিশ ক্লিয়ারেন্স, এন আই ডি কপি।
★ যোগাযোগঃ 01746-000010 হোয়াটসঅ্যাপ।
হেড অফিসঃ BD Tour International Limited, 53 Purana Polton, Baitul Abed Tower, Lift 11 Dhaka 1000

Address

53 Baitul Abed(11 Floor)Purana Paltan
Dhaka
1000

Telephone

+8801746000010

Website

Alerts

Be the first to know and let us send you an email when Air Trip International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Air Trip International:

Share

Category