Eamin Eadin travels & tours
আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আপনি কি পবিত্র রমজান মাসে ওমরা হজে যাওয়ার নিয়ত করেছেন? আপনার মনের মতো হজ এজেন্সি খুঁজে পাচ্ছেন না? ইয়ামিন ইয়াদিন ট্রাভেলস এন্ড ট্যুর দীর্ঘ ১০ থেকে ১২ বছর যাবত সুনামের শহীদ হজ এবং ওমরার সেবা প্রদান করে আসছে। ওমরা একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা সঠিক গাইডলাইন ছাড়া সহি শুদ্ধভাবে পালন করা যায় না . তাই আমরা নিজেদের তত্ত্বাবধানে সঠিক গাইডলাইন প্রদান করে থাকি । এই পবিত্র রমজান মাসে বিশেষ একটি প্যাকেজ রয়েছে আপনাদের জন্য, এই প্যাকেজে আপনারা পাবেন তিন মাসের ওমরা ভিসা , যাওয়া আসা বিমান টিকেট, মক্কাতে ৮ থেকে ১০ মিনিট হাটার দূরত্বে হোটেল এবং মদিনাতে ৪ থেকে ৬ মিনিট হাটার দূরত্বে হোটেল সাথে থাকবে তিন বেলা বাঙালি সুস্বাদু খাবার । তো দেরি কিসের আজকেই আপনাদের স্থানটি বুকিং করুন এবং বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন ০১৬৪৩৩
মসজিদে কুবা ইসলামের ইতিহাসের প্রথম নির্মিত মসজিদ। মহানবী (সা.) মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় মদিনার অদূরে কুবায় এ মসজিদ নির্মাণ করেন। এর আগে মক্কায় তিনি কোনো মসজিদ নির্মাণ করেননি। হিজরতের প্রথম দিন কুবা অবস্থানকালে এই মসজিদের ভিত্তি স্থাপন করেন। মসজিদের নির্মাণকাজে সাহাবাদের সঙ্গে স্বয়ং রাসুল (সা.) অংশগ্রহণ করেন।
ইতিহাসবিদরা বলেন, আল্লাহর রাসুল (সা.) যখন ভিত্তি স্থাপন করেন, তখন কেবলার দিকের প্রথম পাথরটি নিজ হাতে স্থাপন করেন।
কুবা মসজিদের জায়গাটি ছিল- হযরত কুলসুম ইবনুল হিদম (রা.)-এর খেজুর শুকানোর পতিত জমি। তিনি ছিলেন আমর ইবনে আওফের গোত্রপতি। এখানে হযরত রাসূলুল্লাহ (সা.) ১৪ দিন (কেউ বলেন ১০ দিন) অবস্থান করেন ও তার আতিথ্য গ্রহণ করেন।
পবিত্র কোরআনে কুবার অধিবাসী ও মসজিদে কুবার প্রশংসা করেন আল্লাহ তাআলা। তিনি বলেন, ‘যে মসজিদ প্রথম দিন থেকে তাকওয়ার ওপর প্
সম্মানিত হাজিদের নিয়ে উহুদ পাহাড় ভ্রমন
উহুদ পর্বত সৌদি আরবের মদিনা শহরের উত্তরে অবস্থিত। এর উচ্চতা ১,০৭৭ মি (৩,৫৩৩ ফু)। ৭.৫ কিলোমিটার মক্কার কুরাইশ ও মদিনার মুসলিমদের মধ্যকার উহুদের যুদ্ধ এই পর্বত সংলগ্ন স্থানে সংঘটিত হয়েছিল। উহুদ প্রান্তরে কোরায়েশরা নির্মমভাবে হজরত রাসূলুল্লাহ (সা.)-এর দাঁত মোবারক শহিদ করেছিল, তাকে আহত করেছিল। এই রণক্ষেত্রে নবী করিম (সা.)-এর চাচা মহাবীর হজরত হামজা (রা.) এবং হজরতআকিল ইবনে উমাইয়া (রা.)সহ সত্তরজন সাহাবা শহিদ হয়েছিলেন। হজরত আমির হামজা (রা.) ও হজরত আকিল (রা.) কে একই কবরে দাফন করা হয়। পরে উহুদ প্রান্তরে এখন একটি সুদৃশ্য মসজিদ নিমাণ করা হয়েছে। রয়েছে হজরত হামজা (রা.)-এর নামে প্রতিষ্ঠিত একটি প্রাথমিক বিদ্যালয়। মসজিদের সামনে উহুদ যুদ্ধের শহিদদের কবরস্থান। হজপালনকারীরা উহুদ প্রান্তরে এসে শহিদদের কবর জিয়ারত করে থাকেন।
ম
Dear Allah invite us to your home🥰🖤 #hajj #makkah #madina #hajj2024 #হজ্জ #হজ্জ2024 #hajjumrah #saudiarabia #saudi
ইনশাআল্লাহ একদিন আমি আর আমার বন্ধুরা একসাথে হজে যাব🕋❤️
#FridayFeeling #JummahMubarak #islamicreminders
Every muslim’s Dream 🖤🕋#makkah #masjidalharam #saudiarabia
“And the thunder exalts [Allah] with praise him” #makkah #makkah_al_mukaaramah #rain #saudiarabia #thunder
“The thunder praises His glory , and so do the angels , out of the reverence for Him”🤍 #makkah #makkah_al_mukaaramah #saudiarabia #umrah #rain