Musafir's Kafela

Musafir's Kafela Air Ticket || VISA || Hotel Booking || Group & Corporate packages

Specialized in Hajj & Umrah packages.

16/01/2025

রমাদানের প্রথম সপ্তাহে
উমরাহ্ গ্রুপ প্যাকেজ @ ১৭৫,০০০ টাকা

মক্কা ও মদিনাঃ ১৩ রাত ১৪ দিন

📌 প্যাকেজের অন্তর্ভূক্ত
-----------------------------------

🕸️ রির্টান এয়ার টিকেট
🕸️ উমরাহ্ ই-ভিসা
🕸️ হেলথ ইনস্যুরেন্স

🕸️ মক্কার বাসস্থান: ৫০০-৭০০ মিটার।
🕸️ মদিনার বাসস্থান: ৫০০-৭০০ মিটার।
(প্রতিরুমে ৪-৫ জন শেয়ারিং)

🕸️ রাতে এবং সেহেরিতে বাঙালি খাবার
🕸️ রিয়াদুল জান্নাহ পারমিট (কোন কারণে না হলে এ নিয়ে কোন ঝামেলা কাম্য নয়, তবে চেষ্টার কোন ত্রুটি থাকবে না ইনশাআল্লাহ্)

🕸️ মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থানসমূহ জিয়ারা
🕸️ এয়ারপোর্ট পিক ড্রপ এবং মক্কা মদিনা ট্রান্সফার
🕸️ অভিজ্ঞ মোয়াল্লেম গাইড।

📌 প্যাকেজের অন্তর্ভূক্ত নয়
-----------------------------------------

🕸️ খাবার পানিসহ সকল ব্যক্তিগত খরচ
🕸️ জমজমের পানি মাসজিদ থেকে এনে খেতে হবে

♣️ যোগাযোগঃ
-----------------------

০১৬১১২০১৩১৪
(সরাসরি / হোয়াটসঅ্যাপ / বোটিম)

মুসাফির'স কাফেলা Musafir's Kafela
দেশ প্লাজা শপিং কমপ্লেক্স, সিবি ১/২ কচুক্ষেত পুরান বাজার (মেইন রোড), ঢাকা সেনানিবাস, ঢাকা।

#মুসাফিরসকাফেলা #মুসাফিরস_কাফেলা

Air Ticket || VISA || Hotel Booking || Group & Corporate packages

Specialized in Hajj & Umrah packages.

05/12/2024

হজ্জ্ব উমরাহ্ নিয়ে অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করে থাকেন। এতে দেখা যায় প্রশ্নের ধরণ ও উত্তর প্রায় একই কিংবা কাছাকাছি।

তাই আলাদা আলাদা উত্তর না দিয়ে এবার #মুসাফিরস_কাফেলা এর পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হলো যেন সবাই উপকৃত হতে পারে।

আপনারা যারা আগ্রহী তারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন।

https://chat.whatsapp.com/GIF3LTRn3v9ACziQHQLmXt

এবারে এখনো পর্যন্ত হজ্জ্বের কোটা পূর্ণ হয় নাই। যাদের ওপর হজ্জ্ব ফরয হয়েছে, তারা শেষ মুহূর্তে হলেও একটু চিন্তা করে দেখতে ...
03/12/2024

এবারে এখনো পর্যন্ত হজ্জ্বের কোটা পূর্ণ হয় নাই। যাদের ওপর হজ্জ্ব ফরয হয়েছে, তারা শেষ মুহূর্তে হলেও একটু চিন্তা করে দেখতে পারেন।

#মুসাফিরসকাফেলা #মুসাফিরস_কাফেলা

উমরাহ্ @ ১৩০,০০০ টাকা (খাবারসহ)নতুন বছরের প্রথম উমরাহ্ গ্রুপ জানুয়ারি ২০, ২০২৫ √ ফ্লাইট টিকেট√ ভিসা√ মক্কা মদিনার হোটেল√...
26/11/2024

উমরাহ্ @ ১৩০,০০০ টাকা (খাবারসহ)

নতুন বছরের প্রথম উমরাহ্ গ্রুপ
জানুয়ারি ২০, ২০২৫

√ ফ্লাইট টিকেট
√ ভিসা
√ মক্কা মদিনার হোটেল
√ বাঙালি খাবার
√ সকল ট্রান্সপোর্ট

মক্কা মদিনাতে ৭০০ মিটার দূরত্বে হোটেল।
একরুমে ৪ জন করে।

🔊 কেহ চাইলে একরুমে ২ জন কিংবা আরও কাছেও হোটেল করে দেয়া যাবে ইনশাআল্লাহ। (এর জন্য বাড়তি খরচ প্রযোয্য হবে)

যারা যেতে চান অনুগ্রহ করে যোগাযোগ করুন।

মুসাফির'স কাফেলা
*******************
০১৬১১২০১৩১৪

দেশ প্লাজা শপিং কমপ্লেক্স, সিবি ১/২, কচুক্ষেত পুরান বাজার, ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬।

#মুসাফিরস_কাফেলা #মুসাফিরসকাফেলা

Narrated by Aisha (R.A), Ummul Mu'minin: I liked to enter the House (the Ka'bah) and pray therein. The Messenger of Alla...
11/11/2024

Narrated by Aisha (R.A), Ummul Mu'minin: I liked to enter the House (the Ka'bah) and pray therein. The Messenger of Allah (ﷺ) caught me by hand and admitted me to al-Hijr. He then said: Pray in al-Hijr when you intend to enter the Ka'bah, for it is a part of the Ka'bah. Your people shortened it when they built the Ka'bah, and they took it out of the House.

[Sunan Abi Dawud 2028]
"What are the timings to pray in Hateem / Hijr Ismaeel?"

Men: 8:00 AM - 11:00 AM (Morning)
Women: 8:00 PM - 2:00 Am (Evening)
Time Duration: 10 Minutes
Entrance from the Western side

Note: There might be delays sometimes due to the maintenance of the Ka’bah.

আসসালামু আলাইকুম! মুসাফির'স কাফেলা পরিবার অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছে যে, এবারের আসন্ন হজ্জ্ব ২০২৫ এ হাজী সাহেবদের নির...
07/11/2024

আসসালামু আলাইকুম!

মুসাফির'স কাফেলা পরিবার অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছে যে, এবারের আসন্ন হজ্জ্ব ২০২৫ এ হাজী সাহেবদের নিরবচ্ছিন্ন সেবা দেবার লক্ষ্যে দু'টি প্যাকেজ এর পরিকল্পনা গ্রহন করা হয়েছে। নিম্নে এ সম্পর্কে আলোকপাত করা হলোঃ

📌
হজ্জ্ব প্যাকেজ-১ঃ
------------------------
জন প্রতি খরচ ৫৭৫,০০০ টাকা

প্যাকেজের অন্তর্ভুক্তঃ
-------------------------------

১) হারামের চত্বর থেকে ১ কি.মি. এর মধ্যে আবাসনের ব্যবস্থা গ্রহন করা।

২) ৪/৫/৬ জনের শেয়ারিং রুম (রুমে ২ বা ৩ জন থাকলে খরচ ভিন্ন হবে)।

৩) তিনবেলা স্বাস্থ্য সম্মত বাঙালি খাবার।

৪) মক্কা ও মদিনা শহরে জিয়ারাহ। মক্কা মদিনা ট্রান্সফার। এয়ারপোর্ট পিক ড্রপ সেবা। (গ্রুপ ভিত্তিক)

৫) মূল হজ্জ্বের সময় মিনা ও আরাফাতে সৌদি মুয়াল্লিম এর ব্যবস্থাপনায় থাকা খাওয়া।

📌
হজ্জ্ব প্যাকেজ-২ঃ
-------------------------
জন প্রতি খরচ ৭২৫,০০০ টাকা

প্যাকেজের অন্তর্ভুক্তঃ
------------------------------

১) হারামের চত্বর থেকে ৩০০ মি. এর মধ্যে আবাসনের ব্যবস্থা গ্রহন করা।

২) ৪/৫/৬ জনের শেয়ারিং রুম (রুমে ২ বা ৩ জন থাকলে খরচ ভিন্ন হবে)।

৩) তিনবেলা স্বাস্থ্য সম্মত বাঙালি খাবার।

৪) মক্কা ও মদিনা শহরে জিয়ারাহ। মক্কা মদিনা ট্রান্সফার। এয়ারপোর্ট পিক ড্রপ সেবা। (গ্রুপ ভিত্তিক)

৫) মূল হজ্জ্বের সময় মিনা ও আরাফাতে সৌদি মুয়াল্লিম এর ব্যবস্থাপনায় থাকা খাওয়া।
🔔 বিঃদ্রঃ
----------------
দমে শুকর (কুরবানি) এর জন্য সরকারি সাজেশন অনুযায়ী ৭৫০ রিয়্যাল সাথে নিতে হবে।

যে কোন প্রয়োজনে কিংবা বিস্তারিত জানার জন্য সরাসরি যোগাযোগ করুন ০১৬১১২০১৩১৪ এ নম্বরে।

জাজাকাল্লাহ খাইরান!

মুসাফির'স কাফেলা
(দেশ প্লাজা শপিং কমপ্লেক্স, সি.বি. ১/২ কচুক্ষেত পুরান বাজার, ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬)

#মুসাফিরসকাফেলা #মুসাফিরস_কাফেলা

15/10/2024

#রমাদানে_উমরাহ্ || #ইতেকাফ || #দুই_দেশে_ঈদ

সামনের রমাদানে একটি বিশেষ উমরাহ্ প্যাকেজ করতে চাই, যেখানে বায়তুল্লাহ্তে ইতেকাফ করার সুযোগ থাকবে। সৌদিতে ঈদ করেই রওয়ানা দিয়ে আবার বাংলাদেশে এসেও পরিবারের সবার সাথে দ্বিতীয় ঈদ করতে চাই।

বলেন কে কে যাবেন?

#মুসাফিরস_কাফেলা

13/10/2024

এক বোনের উসিলায় আগামী রমাদানে উম্মাহ দরদী একজন আলেমকে উমরাহ্ করতে পাঠানো হবে ইনশাআল্লাহ্।

আল্লাহ্ সুবহানাহু ওয়াতাআ'লা সেই বোনের নেক নিয়্যাত এবং হাজ্জ্বী সাহেবের উমরাহ্কে কবুল করুন এবং বারাকাহ্ দান করুন, আমীন!

#মুসাফিরস_কাফেলা #মুসাফিরসকাফেলা

11/10/2024

অমুসলিম‌দের ধর্মীয় উৎসব‌কে‌ন্দ্রিক
১৩টি জরু‌রি মাসআলা

১. অমুস‌লিম‌দের পূজার শু‌ভেচ্ছা জানা‌নো জা‌য়িয নয়। এটি ঈমান‌বিধ্বংসী আচরণ।

২. অমুস‌লিমদের পূজায় চাঁদা দেওয়া হারাম। যদি‌ও মান‌বিক প্রয়োজ‌নে তাদের কো‌টি কো‌টি টাকা দেওয়াও জা‌য়েয।

৩. কো‌নো মাসলাহাত (প্রজ্ঞাপূর্ণ কারণ) ছাড়া ও‌দের পূজায় উপ‌স্থিত হওয়া নাজা‌য়েয। এটি আল্লাহর ক্রো‌ধের কারণ।

৪. অমুস‌লিম‌দের জবাইকৃত হাস, মুর‌গি, খা‌সি, কবুতর ইত‌্যা‌দি খাওয়া সম্পূর্ণ হারাম, যা কুরআন হাদীসের আলোকে সুস্পষ্ট প্রমা‌ণিত।

৫. দেবতার উদ্দে‌শ্যে দে‌বির বে‌দি‌তে ব‌লিকৃত পশু মারাত্মক হারাম।

৬. দে‌বীর বে‌দি‌তে প‌রি‌বে‌শিত মিষ্টান্ন, প্রসাদ, নাড়ু, স‌ন্দেশ খাওয়া নাজা‌য়েয। এমন‌কি এ উপল‌ক্ষে তৈ‌রিকৃত নাশতা ইত‌্যা‌দি খাওয়া উচিত নয়। দারুল উলূম দেওবন্দ, জা‌মিয়া বিন্নু‌রিয়া, মারকাযুদ্দা‌ওয়াহসহ উপমহা‌দেশের প্রায় সকল দারুল ইফতার এটাই ফত‌ওয়া। সে‌ৗদী আলিম শাইখ সা‌লিহ আলফাউযা‌নের ফতওয়াও অ‌ভিন্ন।

৭. ফাসাদ প্রতি‌রো‌ধের উদ্দেশ‌্য ছাড়া এসব মণ্ডপ পাহারা দেওয়া জা‌য়িয নয়।

৮. যেসব জি‌নিস কেবলমাত্র অমুস‌লিম‌দের পূজা ও উৎস‌বের কা‌জে ব‌্যবহার হয়, যেমন ফটকা, টায়রা, শাঁখা ইত‌্যা‌দি, সেগু‌লোর ব‌্যবসা করা বা তা সরবরাহ করা মুস‌লিম‌দের জন্য জা‌য়িয নয়।

৯. অমুস‌লিম‌দের দেখা‌দে‌খি পটকা ফোঁটা‌নো বা তা‌দের পোশাক প‌রিধান করা এবং তা‌দের মত আচরণ করা না-জা‌য়েয।

১০. অমুস‌লিম‌দের কাছ থে‌কে তা‌দের ধর্মীয় প্রতীক বা চিহ্ন গ্রহণ করা, যেমন কপা‌লে সিঁদুর, চন্দন‌তিলক, পৈতা, ক্রুশ গ্রহণ করা সম্পূর্ণ হারাম! প্রসন্নচিত্তে গ্রহণ কর‌লে ঈমান নষ্ট হ‌য়ে যে‌তে পা‌রে।

১১. মুস‌লিম‌দে‌শে অমুস‌লিম‌দের পূজামণ্ডপে আক্রমণ করা বা তা‌তে বাধা সৃ‌ষ্টি করা না-জা‌য়েয।

১২. বিধর্মীদের পূজানুষ্ঠা‌নে কুরআন তেলাওয়াত করা ও গজল প‌রি‌বেশন করা নাজা‌য়েয।

১৩. দেব‌দেবীর গুণকীর্তণমূলক কিংবা ধ‌র্মের প্রশ‌স্তিমূলক বিবৃ‌তি দেওয়া হারাম ও কুফর।

© মুফতী Saifuddin Gazi || ১১.১০.২৪

11/10/2024

উমরাহ্ @ ১২০,০০০ টাকা (খাবারসহ)
নভেম্বরের ৫ তারিখে গ্রুপ

√ ডিরেক্ট ফ্লাইট (ইউ এস বাংলা)
√ ভিসা
√ মক্কা মদিনার হোটেল
√ বাঙালি খাবার
√ সকল ট্রান্সপোর্ট

যারা যেতে চান অনুগ্রহ করে যোগাযোগ করুন।

#মুসাফিরস_কাফেলা #মুসাফিরসকাফেলা

04/10/2024

Restriction in hajj 2025
----------------------------

সৌদি কর্তৃপক্ষ কড়া বার্তা দিয়েছে। আগামীতে যারা পবিত্র হজ পালনের পরিকল্পনা করছেন তাদের জন্যই এই নির্দেশনা। এর আওতায় পড়বেন ওমরাহ পালন ইচ্ছুক মুসল্লিরাও। বেশকিছু শ্রেণিভুক্ত মানুষকে হজ ও ওমরাহ পালনে না যাওয়ার বার্তা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যেসব বয়োজ্যেষ্ঠ মানুষ (বয়স ৬৫ বছর বা তারও বেশি) দীর্ঘমেয়াদি জটিল রোগে আক্রান্ত যেমন- হৃদরোগ, কিডনি, শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা, ডায়াবেটিস, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ক্যানসার আক্রান্ত, খুবই অসুস্থ, অন্তঃসত্ত্বা এবং ১২ বছরের কম বয়সী শিশু তাদের আগামী বছর হজ ও ওমরাহ পালনের পরিকল্পনা বাদ দেয়া উচিত।

মন্ত্রণালয় জানিয়েছে, যারা স্বাস্থ্যগত এবং শারীরিকভাবে সুস্থ আছেন শুধুমাত্র তারাই যেন হজে আসেন। কারণ, আগামী বছরও হজ হবে গ্রীষ্মকালের প্রখর রোদ ও গরমের মধ্যে। যেহেতু হজ পালনে প্রায় ২৫ কিলোমিটার পথ হাঁটতে হয়, তাই সেই ধরনের শারীরিক সক্ষমতা থাকতে হবে বলে জানিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়।

চলতি বছর হজ পালন করতে গিয়ে প্রায় ১ হাজার ৩০০ মুসল্লির মৃত্যু হয়েছে। যাদের বেশিরভাগেরই প্রাণ গেছে অতিরিক্ত গরমের মধ্যে হেঁটে। এ বছর যখন হজ অনুষ্ঠিত হয় তখন সৌদিতে অস্বাভাবিকরকম তাপমাত্রা ছিল।

হজ্জ্ব ২০২৫ এর প্রাক নিবন্ধন কার্যক্রম কিন্তু চলমান আছে। যারা আমাদের সাথে যেতে চান, দ্রুত রেজিষ্ট্রেশন সম্পন্ন করে ফেলুন...
07/09/2024

হজ্জ্ব ২০২৫ এর প্রাক নিবন্ধন কার্যক্রম কিন্তু চলমান আছে। যারা আমাদের সাথে যেতে চান, দ্রুত রেজিষ্ট্রেশন সম্পন্ন করে ফেলুন।

#মুসাফিরস_কাফেলা

03/09/2024

যাবেন না কি আল্লাহ'র ঘর কা'বায় এই ঝুম বৃষ্টিতে? #মুসাফিরস_কাফেলা আছে আপনাদের পাশে।

সূরা বাকারাহ'র শেষের দুই আয়াতঃاٰمَنَ الرَّسُوۡلُ بِمَاۤ  اُنۡزِلَ اِلَیۡہِ مِنۡ رَّبِّہٖ وَ الۡمُؤۡمِنُوۡنَ ؕ کُلٌّ اٰمَ...
31/08/2024

সূরা বাকারাহ'র শেষের দুই আয়াতঃ

اٰمَنَ الرَّسُوۡلُ بِمَاۤ اُنۡزِلَ اِلَیۡہِ مِنۡ رَّبِّہٖ وَ الۡمُؤۡمِنُوۡنَ ؕ کُلٌّ اٰمَنَ بِاللّٰہِ وَ مَلٰٓئِکَتِہٖ وَ کُتُبِہٖ وَ رُسُلِہٖ ۟ لَا نُفَرِّقُ بَیۡنَ اَحَدٍ مِّنۡ رُّسُلِہٖ ۟ وَ قَالُوۡا سَمِعۡنَا وَ اَطَعۡنَا ٭۫ غُفۡرَانَکَ رَبَّنَا وَ اِلَیۡکَ الۡمَصِیۡرُ ﴿۲۸۵﴾

لَا یُکَلِّفُ اللّٰہُ نَفۡسًا اِلَّا وُسۡعَہَا ؕ لَہَا مَا کَسَبَتۡ وَ عَلَیۡہَا مَا اکۡتَسَبَتۡ ؕ رَبَّنَا لَا تُؤَاخِذۡنَاۤ اِنۡ نَّسِیۡنَاۤ اَوۡ اَخۡطَاۡنَا ۚ رَبَّنَا وَ لَا تَحۡمِلۡ عَلَیۡنَاۤ اِصۡرًا کَمَا حَمَلۡتَہٗ عَلَی الَّذِیۡنَ مِنۡ قَبۡلِنَا ۚ رَبَّنَا وَ لَا تُحَمِّلۡنَا مَا لَا طَاقَۃَ لَنَا بِہٖ ۚ وَ اعۡفُ عَنَّا ٝ وَ اغۡفِرۡ لَنَا ٝ وَ ارۡحَمۡنَا ٝ اَنۡتَ مَوۡلٰىنَا فَانۡصُرۡنَا عَلَی الۡقَوۡمِ الۡکٰفِرِیۡنَ ﴿۲۸۶﴾٪

রসূল তার প্রতি তার প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে তাতে সে বিশ্বাস স্থাপন করেছে এবং বিশ্বাসিগণও; সকলে আল্লাহতে, তাঁর ফিরিশতাগণে, তাঁর কিতাবসমূহে এবং তাঁর রসূলগণে বিশ্বাস স্থাপন করেছে। (তারা বলে,) আমরা তাঁর রসূলগণের মধ্যে কোন পার্থক্য করি না। আর তারা বলে, আমরা শুনলাম ও মান্য করলাম! হে আমাদের প্রতিপালক! আমরা তোমার ক্ষমা চাই, আর তোমারই দিকে (আমাদের) প্রত্যাবর্তন হবে।

আল্লাহ কাউকেও তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করেন না। যে ভাল উপার্জন করবে সে তার (প্রতিদান পাবে) এবং যে মন্দ উপার্জন করবে সে তার (প্রতিফল পাবে)। হে আমাদের প্রতিপালক! যদি আমরা বিস্মৃত হই অথবা ভুল করি তাহলে তুমি আমাদেরকে অপরাধী করো না। হে আমাদের প্রতিপালক! আমাদের পূর্ববর্তিগণের উপর যেমন গুরুদায়িত্ব অর্পণ করেছিলে আমাদের উপর তেমন দায়িত্ব অর্পণ করো না। হে আমাদের প্রতিপালক! এমন ভার আমাদের উপর অর্পণ করো না, যা বহন করার শক্তি আমাদের নেই। তুমি আমাদেরকে ক্ষমা কর, আমাদের পাপ মোচন কর এবং আমাদের প্রতি দয়া কর। তুমি আমাদের অভিভাবক। অতএব সত্য প্রত্যাখ্যানকারী (কাফের) সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে (সাহায্য ও) জয়যুক্ত কর।

ডিসেম্বরে অনেক শিক্ষার্থীদেরই স্কুল কলেজ ছুটি থাকে। পাশাপাশি যারা চাকুরী করেন, তারাও বাৎসরিক ছুটি নিয়ে থাকেন। তাই পরিবার...
28/08/2024

ডিসেম্বরে অনেক শিক্ষার্থীদেরই স্কুল কলেজ ছুটি থাকে। পাশাপাশি যারা চাকুরী করেন, তারাও বাৎসরিক ছুটি নিয়ে থাকেন। তাই পরিবারের সবাই মিলে যারা উমরাহ্ করতে চান, তাদেরকে নিয়েই ডিসেম্বরের মাঝামাঝি একটা উমরাহ্ গ্রুপ সাজানো হয়েছে।

১৪ দিন ১৩ রাতের গ্রুপ প্যাকেজ
------------------------------
খরচঃ ১৩৫,০০০ টাকা জন প্রতি

এই গ্রুপ প্যাকেজে অন্তর্ভুক্ত থাকবে -
********************************

১) উমরাহ্ ভিসা।
২) ট্রানজিটে এয়ার টিকেট।

৩) মক্কা ও মদিনায় হারামের চত্বর থেকে ৫০০-৭০০ মিটার দূরত্বের হোটেলে আবাসনের ব্যবস্থা।
৪) প্রতি রুমে ৪/৫ জনের থাকার ব্যবস্থা থাকবে।

৫) সকালের নাশতা, দুপুর ও রাতের খাবার সরবরাহ করা হবে (স্বাস্থ্যসম্মত বাঙালি খাবার)।

৬) গ্রুপে এয়ারপোর্ট যাওয়া-আসা এবং মক্কা - মদিনা ট্রান্সফার থাকবে।
৭) গ্রুপে মক্কা ও মদিনা জিয়ারাহ করানো হবে; তবে জেদ্দা, তায়েফ, বদর, জীন পাহাড়সহ শহর থেকে দূরবর্তী স্থানে যেতে চাইলে আলাদা খরচ বহন করতে হবে।

৯) ঢাকা থেকে মক্কায় যাবার পর, গ্রুপে একসাথে উমরাহ্ সম্পন্ন করা হবে।

১০) অভিজ্ঞ মুয়াল্লিম এর তত্ত্বাবধানে গ্রুপ পরিচালিত হবে।

১১) সুষ্ঠু ও সহীহ ভাবে, সুন্নত তরিকায় যেন উমরাহ্ সম্পন্ন করা যায়, সে লক্ষ্যে একটি প্রশিক্ষণের আয়োজন করা হবে ইনশাআল্লাহ। প্রশিক্ষণ শেষে উমরাহ্ সংক্রান্ত বইও উপহার হিসেবে দেয়া হবে ইনশাআল্লাহ্।
বিশেষ দ্রষ্টব্যঃ
************

কেউ যদি একরুমে ২/৩ জন করে থাকতে চান, কিংবা হারামের আরও কাছাকাছি থাকতে চান, তাহলে আপনার প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত খরচ সাপেক্ষে তা ব্যবস্থা করে দেয়া যাবে ইনশাআল্লাহ্।

(রিয়্যাল এর সাথে টাকার পার্থক্যের তারতম্য কিংবা অন্য কোন কারণে প্যাকেজের মূল্য সংশোধন হতে পারে।)

যারা যেতে চান, অনুগ্রহ করে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন। অফিসে এসেও বিস্তারিত আলোচনা করতে পারবেন আপনাদের সুবিধা মতো সময়ে ইনশাআল্লাহ্।

আল্লাহ্ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের উমরাহ্কে কবুল করুন এবং সহজ করে দিন, আমীন!
যোগাযোগঃ
***********

মুসাফির'স কাফেলা

মোবাইলঃ ০১৬১১ ২০১৩১৪ (সরাসরি/হোয়াটসঅ্যাপ/ ইমো)

ইমেইলঃ [email protected]

অফিসঃ দেশ প্লাজা শপিং কমপ্লেক্স, সি.বি. ১/২, কচুক্ষেত পুরান বাজার, ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬।

Musafir's Kafela
#মুসাফিরসকাফেলা #মুসাফিরস_কাফেলা #মক্কা #মদিনা #কাবা #বায়তুল্লাহ #মাসজিদেনববী #উমরাহ #হজ

Hajj 2025 Circular
26/08/2024

Hajj 2025 Circular

গ্রুপ উমরাহ্১৭ সেপ্টেম্বর - ৩০ সেপ্টেম্বর ২০২৪১৪ দিন ১৩ রাত*** প্যাকেজ খরচ ১৩৫,০০০ টাকা মাত্র। ^ ডিরেক্ট ফ্লাইট (ইউ এস ব...
20/08/2024

গ্রুপ উমরাহ্
১৭ সেপ্টেম্বর - ৩০ সেপ্টেম্বর ২০২৪
১৪ দিন ১৩ রাত

*** প্যাকেজ খরচ ১৩৫,০০০ টাকা মাত্র।

^ ডিরেক্ট ফ্লাইট (ইউ এস বাংলা)
^ উমরাহ্ ভিসা
^ মক্কা মদিনাতে ১৩ রাত থাকা
(৪/৫ জনের শেয়ারিং রুম)

^ ৩ বেলা খাওয়া

^ মক্কা মদিনা জিয়ারা
^ এয়ারপোর্ট ট্রান্সফার
^ মক্কা মদিনা ট্রান্সফার

^ অভিজ্ঞ মুয়াল্লিম দ্বারা গ্রুপ পরিচালনা

এই প্যাকেজের অন্তর্ভূক্ত থাকবে।

(নোট: হোটেলের দূরত্ব হারামের চত্বর থেকে ১০ মিনিটের হাঁটা পথ)

যারা যেতে চান, তাদেরকে অনুগ্রহ করে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি।

মুসাফির'স কাফেলা
০১৬১১২০১৩১৪

ইমেইলঃ [email protected]

অফিসঃ দেশ প্লাজা শপিং কমপ্লেক্স, সিবি ১/২ কচুক্ষেত পুরান বাজার, ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬

17/08/2024

Address

Desh Plaza Shopping Complex, CB 1/2, Kachukhet Puran Bazar, Dhaka Cantonment
Dhaka
1206

Telephone

+8801611201314

Website

Alerts

Be the first to know and let us send you an email when Musafir's Kafela posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Musafir's Kafela:

Videos

Share

Category