Taqwa Travels

Taqwa Travels হজ্জ, ওমরাহ ও টিকেটিং এর বিশ্বস্ত প্রতিষ্ঠান

বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে ভিসা ছাড়াই বা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধার মাধ্যমে মোট ৪২টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারব...
13/01/2025

বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে ভিসা ছাড়াই বা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধার মাধ্যমে মোট ৪২টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবেন:

✅ এশিয়া:
✓ ভুটান: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ নেপাল: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ মালদ্বীপ: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।
✓ শ্রীলঙ্কা: ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ETA) প্রয়োজন।
✓ কম্বোডিয়া: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।
✓ পূর্ব তিমুর (টিমর-লেস্টে): ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

✅ আফ্রিকা:
✓ কেপ ভার্দে: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।
✓ কমোরোস: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।
✓ গিনি-বিসাউ: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।
✓ মাদাগাস্কার: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।
✓ মৌরিতানিয়া: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।
✓ মোজাম্বিক: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।
✓ রুয়ান্ডা: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।
✓ সেশেলস: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়, তবে প্রবেশ পারমিট প্রয়োজন।
✓ সিয়েরা লিওন: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।
✓ সোমালিয়া: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।
✓ টোগো: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।
✓ লেসোথো: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

✅ ওশেনিয়া:
✓ কুক দ্বীপপুঞ্জ: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ ফিজি: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ কিরিবাতি: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ মাইক্রোনেশিয়া: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ নিউয়ে: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ সামোয়া: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।
✓ টুভালু: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।
✓ ভানুয়াতু: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

✅ ক্যারিবিয়ান অঞ্চল:
✓ বাহামাস: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ বার্বাডোস: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ ডোমিনিকা: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ গ্রেনাডা: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ হাইতি: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ জামাইকা: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ সেন্ট কিটস ও নেভিস: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ ত্রিনিদাদ ও টোবাগো: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ মন্টসেরাট: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

✅ দক্ষিণ আমেরিকা:
✓ বলিভিয়া: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

✅ উল্লেখযোগ্য তথ্য:
✓ ভ্রমণের আগে নিশ্চিত করুন যে আপনার পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস রয়েছে।

✓ কিছু দেশে প্রবেশের সময় ফেরত টিকিট, আর্থিক সামর্থ্যের প্রমাণ এবং নির্দিষ্ট স্বাস্থ্য বীমা থাকতে পারে।

✓ ভ্রমণের আগে প্রতিটি দেশের নির্দিষ্ট প্রবেশ নীতি ও শর্তাবলী সম্পর্কে অবগত হওয়া গুরুত্বপূর্ণ।

✅ নোট: এই তথ্যগুলো বিভিন্ন উৎস থেকে সংগৃহীত, এবং সময়ের সাথে পরিবর্তিত হতে পারে। ভ্রমণের আগে সর্বশেষ তথ্যের জন্য সংশ্লিষ্ট দেশের দূতাবাস বা কনসুলেটের সাথে যোগাযোগ করা সুপারিশ করা হচ্ছে

পহেলা ফেব্রুয়ারি-২০২৫ থেকে ভ্যাকসিন নিয়ে প্রবেশ করতে হবে।
11/01/2025

পহেলা ফেব্রুয়ারি-২০২৫ থেকে ভ্যাকসিন নিয়ে প্রবেশ করতে হবে।

09/01/2025

🇸🇦 ২২ জানুয়ারি, ২০২৫ইং উমরাহ গ্রুপ 🇸🇦
*ফুল প্যাকেজ: ১,৪৫,০০০/-

1 SV 803 G 22JAN 3 DACJED HK35 1 0150 0630 *1A/E*
2 SV 802 G 03FEB 1 JEDDAC HK35 1 1500 0010+1 *1A/E*

✈️প্যাকেজ :১৩ রাত/১৩ দিন

🕋🕋 *প্যাকেজের অন্তর্ভূক্ত
***************************
✅ রির্টান এয়ার টিকেট
(সরাসরি ফ্লাইট ) সৌদি এয়ারলাইন্স
* ✈️ ঢাকা টু জেদ্দা
* ✈️ জেদ্দা টু ঢাকা
✅ ওমরাহ্ ই-ভিসা।
✅ হেলথ ইনস্যুরেন্স।
✅ মক্কা হোটেল: ইমার আল মানার ৭০০ মিটার।
✅ মদিনার হোটেল: দার আল ইমান হোটেল ৭০০ মিটার।
(প্রতিরুমে ৪-৫ জন শেয়ারিং)
✅ ০৩ বেলা খাবার।
✅ সকল ট্রান্সপোর্ট
✅ মক্কা, মদিনা ঐতিহাসিক স্থানসমূহ (জিয়ারা, রিয়াদুল জান্নাহ)
✅ অভিজ্ঞ মোয়াল্লেম গাইড।

****************************
🕋🕋 প্যাকেজের অন্তর্ভূক্ত নয়ঃ-
১) পানি সহ সকল ব্যক্তিগত খরচ
২) জেদ্দা, তাইয়েফ, বদর সফর

01812-379777

Clock Tower Makkah 💚
07/01/2025

Clock Tower Makkah 💚

05/01/2025

✈ ফ্লাইট মিস হলে কী করবেন?

মাথা ঠান্ডা রাখুন!

ফ্লাইট মিস করার অভিজ্ঞতা যেকোনো ভ্রমণকারীর জন্য খুবই হতাশাজনক। তবে চিন্তা করবেন না! ঠান্ডা মাথায় পরিকল্পনা করলে আপনি সহজেই পরিস্থিতি সামাল দিতে পারবেন। এখানে কয়েকটি কার্যকর টিপস রইলো:
---
১. দ্রুত এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করুন
👉 যা করবেন:
ফ্লাইট মিস করার সঙ্গে সঙ্গেই এয়ারলাইন্সের কাস্টমার কেয়ার বা অ্যাজেন্টের সাথে যোগাযোগ করুন।
👉 কেন জরুরি?
- এয়ারলাইন্স অনেক সময় “No Show” ফি কেটে পরবর্তী ফ্লাইটে জায়গা দেয়।
- কিছু ক্ষেত্রে, Standby List-এ আপনাকে রাখা হতে পারে।
---
২. টিকিটের নিয়ম জানুন
👉 ফ্লেক্সিবল টিকিট কিনেছেন?
আপনার টিকিট যদি ফ্লেক্সিবল বা রিফান্ডেবল হয়, তাহলে ফ্লাইট মিসের পরও টিকিট পরিবর্তন বা রিফান্ড পাওয়ার সুযোগ থাকতে পারে।
👉 বাজেট এয়ারলাইন্সের টিকিট?
বাজেট এয়ারলাইন্সের টিকিট সাধারণত Non-Refundable। তবে তাদের সাথে কথা বলে কম খরচে বিকল্প ব্যবস্থা করা যেতে পারে।
---
৩. এয়ারপোর্টে থাকুন এবং সাহায্য চেয়ে নিন
👉 এয়ারলাইন ডেস্কে যান:
বিমানবন্দরে এয়ারলাইন কাউন্টারে গিয়ে আপনার সমস্যা জানান।
👉 কেন দরকার?
- এয়ারলাইন কখনো কখনো বিশেষ পরিস্থিতিতে ওয়েভার দেয়।
- তারা আপনাকে নিকটবর্তী ফ্লাইটের জন্য সাহায্য করতে পারে।
---
৪. নতুন ফ্লাইট বুকিং নিয়ে ভাবুন
👉 বিকল্প ফ্লাইট দেখুন:
- এয়ারলাইন্সের অ্যাপ/ওয়েবসাইটে নতুন ফ্লাইটের খোঁজ নিন।
- ট্রাভেল এজেন্টের মাধ্যমে দ্রুত ব্যবস্থা করতে পারেন।
👉 কম খরচের উপায়:
- যদি হাতে সময় থাকে, তাহলে ভিন্ন কানেক্টিং রুট বা বাজেট এয়ারলাইন্সের দিকে নজর দিন।
---
৫. ভিসা এবং হোটেল চেক করুন
👉 কী করবেন:
ফ্লাইট মিস হলে ট্রানজিট ভিসা লাগতে পারে। এছাড়াও হোটেল বুকিং এর শর্তাবলী চেক করুন।
👉 পরামর্শ:
আপনার ভিসার মেয়াদ এবং হোটেলের ক্যান্সেলেশন পলিসি জানুন।
---
৬. মাথা ঠান্ডা রাখুন এবং সঠিক সিদ্ধান্ত নিন
👉 নিজেকে দোষারোপ করবেন না।
👉 পরিকল্পিতভাবে সিদ্ধান্ত নিন।
---
# # # শেয়ার করে জানিয়ে দিন!
এই টিপসগুলো যেকোনো ভ্রমণকারীর জন্য খুবই কাজে আসতে পারে। তাই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। 😊
আপনার অভিজ্ঞতা আমাদের জানাতে কমেন্ট করুন! 🌍

©

30/12/2024

সল্প খরচে ওমরা!
মার্চের ২৯/৩০ তারিখে ওমরাহ ভিসা + টিকেট
মাত্র ৬৯,০০০/-
সালাম এয়ার।

30/12/2024

মাত্র ১,২৪,৯০০/- উমরাহর সুযোগ। শুধু মাত্র ১০জন সুযোগ পাবেন।

ট্রাভেল ডেইটঃ ২৭ জানুয়ারী - ৭ ফেব্রুয়ারী। ১১ দিন।

প‍্যাকেজ ডিটেইলসঃ

১) এয়ার টিকেট (ডিরেক্ট ফ্লাইট। ঢাকা - মদিনা, জেদ্দা-ঢাকা।)
২) উমরাহ ভিসা
৩) মদিনা হোটেলঃ হারামের চত্তর থেকে ৬০০ মিটার দুরত্বে।
৪) মক্কা হোটেলঃ হারামের চত্তর থেকে ৭০০-৯০০ মিটার দুরত্বে।
৫) ফুল ট্রান্সপোর্ট
৬) উমরাহ প্রশিক্ষনের ব‍্যবস্থা ও উমরাহ গাইড।
৭) খাবার প‍্যাকেজের অন্তর্ভুক্ত নয়। তবে ৯৫০০/- পেমেন্ট সাপেক্ষে তিন বেলা খাবারের ব‍্যবস্থা করে দেয়া হয়।

বিশেষ ভাবে লক্ষ‍্যনীয়,

এই প‍্যাকেজ বেসিক‍্যালি তাদের জন‍্য যারা বাজেট ফ্রেন্ডলি প‍্যাকেজ চাচ্ছেন এবং সাধারন মানের হোটেল হলেও যাদের কোন অসুবিধা নেই। তাই যারা স্ট‍্যান্ডার্ড এবং ফাইভ স্টার হোটেল চাচ্ছেন, তারা আমাদের স্ট‍্যান্ডার্ড এবং প্রিমিয়াম প‍্যাকেজগুলো দেখতে পারেন।

সংক্ষেপে,
স্ট‍্যান্ডার্ড প‍্যাকেজ: ১,৪৪,৯০০/- (১৩ দিন)
প্রিমিয়াম প‍্যাকেজ: ২,২৫,০০০/- (১৩ দিন)

Taqwa Travels
Lalbagh Dhaka
01812-379777

২০২৫ হজ্জ সেশনে এজেন্সি প্রতি সর্বনিম্ন হাজি কোটা ৫০০ জন।
29/12/2024

২০২৫ হজ্জ সেশনে এজেন্সি প্রতি সর্বনিম্ন হাজি কোটা ৫০০ জন।

আগামী পহেলা জানুয়ারি থেকে বাংলাদেশ বিমানের ঢাকা থেকে রিয়াদগামী সকল ফ্লাইট টার্মিনাল-৩ থেকে অপারেট করবে...❤️
29/12/2024

আগামী পহেলা জানুয়ারি থেকে বাংলাদেশ বিমানের ঢাকা থেকে রিয়াদগামী সকল ফ্লাইট টার্মিনাল-৩ থেকে অপারেট করবে...❤️

আজকে পর্যন্ত সরকারি ও বেসরকারিভাবে নিবন্ধিত হাজির সংখ্যা ৮৩,৫১২জন।
26/12/2024

আজকে পর্যন্ত সরকারি ও বেসরকারিভাবে নিবন্ধিত হাজির সংখ্যা ৮৩,৫১২জন।

হজ্জ ২০২৫।
24/12/2024

হজ্জ ২০২৫।

ফেব্রুয়ারি থেকে বাংলাদেশীদের জন্য আবার পুনরায় ইসু হতে যাচ্ছে দুবাই টুরিস্ট ভিসা।
24/12/2024

ফেব্রুয়ারি থেকে বাংলাদেশীদের জন্য আবার পুনরায় ইসু হতে যাচ্ছে দুবাই টুরিস্ট ভিসা।

সৌদি এয়ারলাইন্সে ২২জানুয়ারী ২০২৫ এর উমরাহ গ্রুপে ৩৫টি সিট কনফার্ম করা হয়েছে।আগ্রহীগণ দ্রুত আপনার বুকিং নিশ্চিত করুন।Taqw...
19/12/2024

সৌদি এয়ারলাইন্সে ২২জানুয়ারী ২০২৫ এর উমরাহ গ্রুপে ৩৫টি সিট কনফার্ম করা হয়েছে।

আগ্রহীগণ দ্রুত আপনার বুকিং নিশ্চিত করুন।

Taqwa Travels
Lalbagh Dhaka
01812-379777

1. SV 803 G 22JAN DACJED HK35 0150 0630
2. SV 802 G 02FEB JEDDAC HK35 1500 #0010

17/12/2024

আমি এটা জানতাম না তো!!

আল্লাহ তায়ালা বলেছেন 'আমি বান্দার সাথে তার ধারণা অনুযায়ী আচরণ করি'

উপরিউক্ত কথাটি আমরা কমবেশি সবাই শুনেছি। এটি হাদিসে কুদসির অংশ বিশেষ। ইমাম কুরতুবি রাহিমাহুল্লাহ এর চমৎকার ব্যাখ্যা দিয়েছেন।

তিনি বলেন, এর চারটি অর্থ হতে পারে :

১. দুআ কবুল হওয়ার ব্যাপারে আমি বান্দার সাথে তার বিশ্বাস অনুপাতে আচরণ করি। যদি সে বিশ্বাস করে যে আমি তাকে ফিরিয়ে দেবো না, তবে সত্যিই তাকে ফিরিয়ে দেবো না।

২. তাওবা কবুল হওয়ার ক্ষেত্রে আমি তার বিশ্বাস অনুযায়ী আচরণ করি। যদি সে পুরোপুরি আত্মবিশ্বাসী হয়, তাহলে তাকে ফিরিয়ে দিই না।

৩. ইস্তিগফারের ক্ষেত্রে আমি বান্দার সাথে তার ধারণা অনুযায়ী আচরণ করি। যদি সে ক্ষমা পাবে বলে বিশ্বাস করে তাহলে তাকে ক্ষমা করে দিই।

৪. ইবাদাত কবুল হওয়ার ব্যাপারেও আমি তার সাথে একই রকম আচরণ করি।

[সহিহ বুখারি : ৭৪০৫; ফাতহুল বারি : ১৫/২৭০]

12/12/2024

যারা রমাযানের শেষ ১০দিন মক্কাতে ইতিকাফ করতে চান, টিকেট নিয়ে রাখতে পারেন।
টিকেট+ভিসা: ৮৮,০০০/-

Just wow.....
12/12/2024

Just wow.....

জমজমের পানি বহন করার নির্দেশনা।
08/12/2024

জমজমের পানি বহন করার নির্দেশনা।

শীঘ্রই চালু হচ্ছে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সরাসরি ফ্লাইট।
07/12/2024

শীঘ্রই চালু হচ্ছে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সরাসরি ফ্লাইট।

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801812379777

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taqwa Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Taqwa Travels:

Videos

Share

Category