Akash Aviation Ltd. - আকাশ এভিয়েশন লিঃ

Akash Aviation Ltd. - আকাশ এভিয়েশন লিঃ যারা সুষ্ঠু ও সুন্দরভাবে হজ্ব ও ওমরা ক

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকলের জীবন। দেশে এবং প্রবাসে অবস্থানরত সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদেরকে, আকাশ এভিয়েশন লি:এ...
09/07/2022

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকলের জীবন।
দেশে এবং প্রবাসে অবস্থানরত সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদেরকে, আকাশ এভিয়েশন লি:এর পক্ষ থেকে
পবিত্র ঈদুল আযহার আন্তরিক
#শুভেচ্ছা ও ঈদ #মোবারক।

09/07/2022
 #লাব্বাইক_আল্লাহুম্মা_লাব্বায়েকলাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান্‌নিমাতা লাকা ওয়ালমুল্‌ক লা শারি-ক...
07/07/2022

#লাব্বাইক_আল্লাহুম্মা_লাব্বায়েক
লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান্‌নিমাতা লাকা ওয়ালমুল্‌ক লা শারি-কা লাক’

لَبَّيْكَ ٱللَّٰهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ ٱلْحَمْدَ وَٱلنِّعْمَةَ لَكَ وَٱلْمُلْكَ لَا شَرِيكَ لَكَ

১ মিলিয়ন সম্মানীত হাজীদের জন্য প্রস্তুত মিনা !!

সম্মানীত হাজীদের সুস্থতার জন্য প্রার্থনা মহান আল্লাহ তায়া’লা র কাছে
Akash Aviation Ltd. - আকাশ এভিয়েশন লিঃ

Akash Aviation Ltd. - আকাশ এভিয়েশন লিঃ
24/06/2022

Akash Aviation Ltd. - আকাশ এভিয়েশন লিঃ

আকাশ এভিয়েশনের সম্মানিত হাজীগণ পবিত্র মদিনায়ে মনোয়ারায় মসজিদ এ নববীতে মুনাজাতরত হাজীগণের একাংশ,  সালাম আহ্বান কারীদের পক...
23/06/2022

আকাশ এভিয়েশনের সম্মানিত হাজীগণ পবিত্র মদিনায়ে মনোয়ারায় মসজিদ এ নববীতে মুনাজাতরত হাজীগণের একাংশ, সালাম আহ্বান কারীদের পক্ষ থেকে রাসূল (সাঃ) এর প্রতি সালাম পৌঁছে দিয়েছেন। সম্মানিত হাজীগণ সকলের কাছে দোয়া চেয়েছেন যাতে সুস্থ ভাবে হজ্বের সকাল কার্য সম্পন্ন করতে পারেন।

পৃথিবীর সকল বাবা'রা ভালো থাকুক,বন্ধ হোক বৃদ্ধাশ্রম।
21/06/2022

পৃথিবীর সকল বাবা'রা ভালো থাকুক,
বন্ধ হোক বৃদ্ধাশ্রম।

🕋কুরবানির ঈদের পর ওমরাহ্ পালন করুন একজন অভিজ্ঞ আলেমের তত্বাবধানে। 🕋আলহামদুলিল্লাহ্ #ওমরাহ্_হজ্ব বুকিং ও রেজিষ্ট্রেশন চলছ...
19/06/2022

🕋কুরবানির ঈদের পর ওমরাহ্ পালন করুন একজন অভিজ্ঞ আলেমের তত্বাবধানে।

🕋আলহামদুলিল্লাহ্
#ওমরাহ্_হজ্ব বুকিং ও রেজিষ্ট্রেশন চলছে।
"প্যাকেজের বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে পারেন এর সাথে

বিমান বন্দরে ও বিমানে বিশেষ মূহুর্তে আকাশ এভিয়েশন লি: এর সম্মানিত হাজীগণ
16/06/2022

বিমান বন্দরে ও বিমানে বিশেষ মূহুর্তে আকাশ এভিয়েশন লি: এর সম্মানিত হাজীগণ

আকাশ এভিয়েশন লিঃ এর ২০২২ সনের হজ ফ্লাইট আজ সৌদিআরব সময় ৮ টা ৫১ মিনিটে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অব...
13/06/2022

আকাশ এভিয়েশন লিঃ এর ২০২২ সনের হজ ফ্লাইট আজ সৌদিআরব সময় ৮ টা ৫১ মিনিটে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।রাসুলের পবিত্র ভুমিতে হজ্বের প্রতিটি দিন আমাদের জন্য বরকতময় হোক,মহান আল্লাহ রব্বুল আ-লামিন এর কাছে সেই রহমত বরকত এবং দয়া কামনা করছি।

 #আকাশ_এভিয়েশন_লি:এর  #হজ্ব_কর্মশালা_অনুষ্ঠিত গত ১১ই জুন শনিবার সকাল ০৯টা থেকে আকাশ এভিয়েশন লিঃ'-এর প্রধান কার্যালয়ে হাজ...
13/06/2022

#আকাশ_এভিয়েশন_লি:এর #হজ্ব_কর্মশালা_অনুষ্ঠিত

গত ১১ই জুন শনিবার সকাল ০৯টা থেকে আকাশ এভিয়েশন লিঃ'-এর প্রধান কার্যালয়ে হাজীদের হজ্ব কর্মশালা সম্পন্ন হয়।এতে প্রশিক্ষণ প্রদান করেন আকাশ এভিয়েশন লিঃ'-এর প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব হযরত মওলানা এ টি এম তাজুল ইসলাম প্রধান । এসময় চেয়ারম্যান জনাব মোস্তানজিদুল হক রাজন, ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ মোজাম্মেল হক রুমন, সেন্ট্রাল মুয়াল্লিম মুর্ত্তাজা খান, মোঃ সোহেল সিরাজী, মোঃ জুনাইদ, এম এ জাহিদ, মোঃ সাইদুল ইসলাম মোল্লা, মোঃ হারুন-অর রশীদ শাহীন, মোঃ সিয়াম সহ প্রমূখ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ শেষে এ টি এম তাজুল ইসলাম প্রধান সাহেব দোয়া পরিচালনা করেন। দোয়ায় আকাশ এভিয়েশন লিঃ'-এর মাধ্যমে যাওয়া হাজীদেরসহ সকল হাজীর সুষ্ঠুভাবে হজ্বে যাওয়া, সহিহ্-শুদ্ধভাবে হজ্ব আদায়ের জন্য, আকাশ এভিয়েশন লিঃ'-এর সকল মুয়াল্লিমের গুনাহ্ ক্ষমা, সুস্থতা ও সফলতার জন্য এবং মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে আল্লাহ তা'য়ালার দরবারে দোয়া করেন।
আল্লাহ্ এ দোয়া কবুল করুন। আ-মীন

#এডমিন পোস্ট
আকাশ এভিয়েশন লিঃ

12/06/2022

আকাশ এভিয়েশন লি: ২০২২সালে সম্মানিত
হাজীগণ প্রবেশ পূর্ব মূহুর্তে ১২/০৬/২২

11/06/2022

২০২২ সালের হজ্বযাত্রীদের হজ্ব প্রশিক্ষণ।

11/06/2022

আকাশ এভিয়েশন লি: এর হাজীদের নিয়ে চলছে প্রশিক্ষণ কর্মশালা

প্রশিক্ষকের বক্তব্য রাখছেন সা'দত বিশ্ববিদ্যালয় কলেজ মসজিদ, টাংগাইলের সম্মানিত খতিব,
আলহাজ্ব মওলানা এ টি এম তাজুল ইসলাম প্রধান

♦জয়পুরহাটে মুয়াল্লিম প্রশিক্ষণ ♦আকাশ এভিয়েশন লিঃ'-এর জেলা পর্যায়ে মুয়াল্লিম প্রশিক্ষণের অংশ হিসেবে আজ ১৫ই এপ্রিল জুম'আ ব...
15/04/2022

♦জয়পুরহাটে মুয়াল্লিম প্রশিক্ষণ ♦

আকাশ এভিয়েশন লিঃ'-এর জেলা পর্যায়ে মুয়াল্লিম প্রশিক্ষণের অংশ হিসেবে আজ ১৫ই এপ্রিল জুম'আ বার জয়পুরহাট জেলা মুয়াল্লিম শায়েখ আতাউল্লাহ আল গালিব এর সভাপতিত্বে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।
প্রশিক্ষণ পরিচালনা করেন কেন্দ্রীয় মুয়াল্লিম মুর্ত্তাজা খান। তিনি তার বক্তব্যে বলেন, আকাশ এভিয়েশন লিঃ'-এর প্রধান লক্ষ্য, এ দেশের প্রত্যেকটি মুসলিমের কাছে হজ্ব ও ওমরার দাওয়াত পৌঁছিয়ে দেওয়া। এরপর তাদেরকে তাদের খরচের ব্যাপারে বিস্তারিত জানানো ও সচেতন করা। যাতে করে তারা কারও দ্বারা প্রতারিত না হন। যদি আমরা এ কাজ ঈমানী দ্বায়িত্বে যথাযথভাবে পালন করি তবে নিশ্চয়ই আল্ল-হ্ সুবহানাহু ওয়া তা'য়ালা উত্তম জাঝাহ্ দান করবেন।
এ সময় জেলার উপজেলা মুয়াল্লিম হজরত মুফতি মাওলানা শাফায়েত হোসেন, মুফতি মাওলানা হোসাইন আহমদ, মুফতি মাওলানা এমরান হোসেন, মাওলানা হানজালা, হাফেজ শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে আকাশ এভিয়েশন লিঃ'-এর ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ মোজাম্মেল হক রুমন সাহেবের বর্তমান সফরের সফলতা, তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আল্ল-হর কাছে মোনাজাত করা হয়।

22/03/2022

#হজ্ব_ও_ওমরার_তেলেসমাতি

হজ্ব ও ওমরাহ্ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে চতুর্থতম। বাংলাদেশ থেকে প্রতিবছর প্রায় ছয় লাখ মুসলিম ওমরাহ্ হজ্ব পালন করে থাকেন। এছাড়া পূর্ণ হজ্ব আদায় করতে যান প্রায় দেড় লাখ মুসলিম। বাংলাদেশ থেকে হজ্ব করতে গেলে প্রত্যেককে অবশ্যই কোন না কোন হজ্ব এজেন্সির মাধ্যমে যেতে হয়। দেখা গেছে, হজ্ব থেকে ফেরত এসে অধিকাংশ হাজী সাহেব ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে নানা অভিযোগ করে থাকেন; কথা হচ্ছে, সত্যিই কি তাদের বিরুদ্ধে কোনো অবিচার করা হয়? তারা যেসব অভিযোগ করেন তার কতটুকু সত্য? তার জন্য দায়ী কে? ট্রাভেল এজেন্সি, নাকি মধ্যস্থতাকারী? নাকি হাজী সাহেব নিজেই? আসুন আমরা এ বিষয়ে একটু বিস্তারিত জানার চেষ্টা করি।
হজ্ব বা উমরা সামর্থ্যবানদের জন্য বাইতুল্লাহ তাওয়াফ, সাফা-মারওয়ায় সা-ঈ করা, রওজাতুল মদিনা জিয়ারত করাকে বুঝায়।
এজন্য প্রত্যেক হাজীকে মক্কা-মদীনা যেতে হয়। সেখানে যেতে যাবতীয় খরচ হাজী সাহেবকেই বহন করতে হয়। সেক্ষেত্রে খরচের খাত মোটামুটি ৭টি। ১. বিমান ভাড়া, ২. হোটেল / বাসা ভাড়া, ৩. গাড়ী ভাড়া, ৪. মুয়াল্লিম ফি, ৫. খাওয়া-দাওয়া, ৬. জিয়ারা বা রসূলুল্লাহর স্মৃতিবিজড়িত বা দর্শনীয় জায়গা ভ্রমণ ও ৭. ট্রাভেল এজেন্সির সার্ভিস চার্জ।
ট্রাভেল এজেন্সিগুলো এসব খরচকে একত্র করে একটি প্যাকেজ ঘোষণা করে। এরপর হাজী সংগ্রহ করার জন্য বিভিন্ন ইমাম-মুয়াজ্জিন বা আলেমদের স্মরণাপন্ন হন। এজন্য তাদের ভালো কমিশনও দিয়ে থাকেন।
ট্রাভেল এজেন্সিগুলো কীভাবে এ কমিশন দিয়ে থাকে? খোঁজ নিয়ে জানা গেছে, তারা আলেম-ওলামাদের প্রতি ওমরা হাজীর জন্য ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত কমিশন দিয়ে থাকে। আবার, পূর্ণ হাজীর জন্য ২০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত কমিশন দিয়ে থাকে। এছাড়া আরেকটি প্রথার প্রচলন আছে, তা হচ্ছে- কোন গাইড ৮ থেকে ১০ জন হাজী সংগ্রহ করতে পারলে ওই আলেম বা গাইডকে সম্পূর্ণ ফ্রি হজ্ব বা ওমরা করানো হয়। এখন কথা হচ্ছে, যিনি ফ্রি যাচ্ছেন তারও উপরোক্ত খরচ লাগে। সেটা কে বহন করে? বহন করা হয়, যে আট/দশ জনকে তিনি নিয়ে যাচ্ছেন তাঁদের মধ্য দিয়ে! তার মানে, প্রতি ওমরা হাজীর কাছ থেকে গড়ে ২০ হাজার টাকা আদায় করা হয় ওই মুয়াল্লিম বা গাইডের জন্য। এছাড়া ট্রাভেল এজেন্সি লাভ করে থাকে প্রায় ৫ থেকে ১০ হাজার টাকা। সে ক্ষেত্রে হিসেব করে দেখা গেছে, একজন ওমরা হাজীর তার নিজস্ব খরচ ছাড়াও অতিরিক্ত খরচ হয় ২৫ থেকে ৩০ হাজার টাকা। যা একজন ওমরা হাজীর জন্য এক প্রকার জুলুম। এটা তিনি করে থাকেন না জানার কারণে, না বোঝার কারণে। এ বিষয়ে হাজী সাহেবদের জানতেও দেওয়া হয় না। অথচ, হাজী সাহেবরা একটু সচেতন হলেই এবং ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করলে তাদের খরচের খাত জেনে তার ব্যয় ভার কমিয়ে আনতে পারেন। আরেকটি কথা, হাজী সাহেব যেহেতু তার নিজের টাকা খরচ করে হজ্বে বা ওমরায় যান, সেহেতু; তার জানার অধিকার থাকে যে, কোন খাতে কত টাকা খরচ হয় এবং সেই টাকার রশিদ তিনি চেয়ে নিতে পারেন। যদি তিনি এ কাজটি করেন, তাহলে বুঝতে পারবেন তার কাছ থেকে অতিরিক্ত কত টাকা আদায় করা হয়েছে।
বর্তমানে কেউ ওমরা হজ্ব করতে চাইলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও সৌদি সরকারের মধ্যে যে চুক্তি হয়েছে, সে অনুসারে হজ্ব যাত্রীকে প্রথমেই বিমানের টিকেট কাটতে হয়, এরপর সৌদি আরবের হোটেল বা বাসা ভাড়ার টাকা পরিশোধ করতে হয়, এরপর বিমানবন্দর থেকে হোটেল, সেখান থেকে মক্কা-মদিনা এবং সেখান থেকে পুনরায় বিমানবন্দর আসার গাড়ি ভাড়ার টাকা পরিশোধ করতে হয়, এরপর সৌদি মুয়াল্লিম ফি জমা দিতে হয়। এ কয়টা কাজ করার পরে তিনি ওমরায় যাবার জন্য ভিসা বা মোফা পেয়ে থাকেন। এ চারটা খরচের হিসাব এবং রশিদ হাজী সাহেব নিতে পারেন বা তার নেবার অধিকার থাকে।
এরপর তিনি রওনা দেবেন। রওনা দেয়ার পরে তার তিনটা খরচ। প্রথমতঃ খাওয়া খরচ, দ্বিতীয়তঃ জিয়ারা, তৃতীয়তঃ ট্রাভেল এজেন্সির সার্ভিস চার্জ। এভাবে যদি তিনি চান তাহলে কোন দালালের প্রয়োজন হয় না। কারণ, ট্রাভেল এজেন্সির নিজের দায়িত্ব থাকে- হাজী সাহেবকে পরিপূর্ণরূপে হজ্ব করিয়ে নিয়ে আসা। এজন্যই তিনি সার্ভিস চার্জ নিয়ে থাকেন।
অতিরিক্ত আর একজন দালাল নিতে গিয়ে হাজী সাহেব অহেতুক খরচ বাড়িয়ে তোলেন। অন্যদিকে যিনি এই দালাল বা গাইড হিসেবে যাচ্ছেন, তিনি তাঁর ইচ্ছা পূরণ করতে গিয়ে আর দশজন হাজী বা আল্লাহর মেহমানের ওপর জুলুম করছেন। নিশ্চয়ই তারা জালিমের অন্তর্ভুক্ত হবেন।

এবারে আসা যাক পূর্ণ হজ্ব বিষয়ে।
কোন মুসলিম পূর্ণ হজ্ব করতে চাইলে বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুসারে তাকে প্রথমে Pre-registration বা প্রাক-নিবন্ধন করতে হবে। এতে তার খরচ হয় ৩০ হাজার ৭৫২ টাকা। যা সরকারের ফান্ডে জমা থাকে। এরপর তার সময় হলে সরকার যখন তাকে জানাবে, তখন তিনি Registration বা নিবন্ধন করবেন। Registration বা নিবন্ধন খরচ এক লাখ ৫১ হাজার ৯৯০ টাকা। Registration বা নিবন্ধন এর কাজ সম্পন্ন হবার পর যখন তার সিরিয়াল আসবে তাকে ফোন করে তা জানিয়ে দেওয়া হবে। এরপর ধর্ম মন্ত্রণালয়ের সাথে হাব বা হজ্ব এজেন্সিদের যৌথ আলোচনা-পর্যালোচনা করার পর যে প্যাকেজ ঘোষণা হয়, বা বিভিন্ন প্যাকেজ অনুযায়ী যে টাকা নির্ধারণ হয়, সেই টাকায় হাজী সাহেবের অধিকার-দায়-দায়িত্ব বুঝে নিয়ে হজ্ব করতে যেতে পারেন। এখানেও হাজী সাহেবের অতিরিক্ত কোন দালাল বা গাইড প্রয়োজন হয় না। ট্রাভেল এজেন্সি তার নিজ দায়িত্বেই এ সকল কাজ করিয়ে থাকে।

বিঃ দ্রঃ- ওমরাহ্/পূর্ণ হজ্ব যে কোন ক্ষেত্রেরই আর্থিক লেনদেন অবশ্যই লাইসেন্স নাম্বারের বিপরীতে ব্যাংকের মাধ্যমে করা উচিত। নচেৎ প্রতারিত হবার সমূহ সম্ভাবনা থাকবে।

আল্ল-হ্ আমাদের হজ্ব ও ওমরার ক্ষেত্রে প্রতারিত হওয়া ও প্রতারিত করা থেকে হেফাজত করুন। আ-মীন

মুর্ত্তাজা খান
২২/০৩/২০২২

আকাশ এভিয়েশন লিঃ-এর নীলফামারী জেলা শাখার উপজেলা মুয়াল্লিমদের নিয়ে ১৪মার্চ/২২ কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভা অনুষ্...
15/03/2022

আকাশ এভিয়েশন লিঃ-এর নীলফামারী জেলা শাখার উপজেলা মুয়াল্লিমদের নিয়ে ১৪মার্চ/২২ কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভা পরিচালনা করেন জেলা মুয়াল্লিম অধ্যাপক আবু হেলাল। আলোচনা শেষে আগামী ৩১মার্চের মধ্যে ইউনিয়ন মুয়াল্লিম নিয়োগ সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
তাদের কাজের অগ্রগতিতে আকাশ এভিয়েশন লিঃ'-এর ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ মোজাম্মেল হক রুমন সন্তোষ প্রকাশ করেন।

১২ই মার্চ শনিবার। আজ আকাশ এভিয়েশন লিঃ -এর শেরপুর জেলা মুয়াল্লিম জনাব খাইরুল ইসলাম শেরপুর উপজেলা মুয়াল্লিমদের নিয়ে একটি আ...
12/03/2022

১২ই মার্চ শনিবার। আজ আকাশ এভিয়েশন লিঃ -এর শেরপুর জেলা মুয়াল্লিম জনাব খাইরুল ইসলাম শেরপুর উপজেলা মুয়াল্লিমদের নিয়ে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকাশ এভিয়েশন লিঃ-এর ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ মোজাম্মেল হক রুমন।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে আকাশ এভিয়েশন লিঃ'-এর লক্ষ্য-উদ্দেশ্য ও কর্মসূচী নিয়ে আলোচনা করেন।

আজ আকাশ এভিয়েশন লিঃ-এর প্রধান কার্যালয় পরিদর্শনে এসেছিলেন বরিশাল বিভাগের নলছিটি উপজেলা মুয়াল্লিম শায়েখ আল-আমিন খান। তি...
11/03/2022

আজ আকাশ এভিয়েশন লিঃ-এর প্রধান কার্যালয় পরিদর্শনে এসেছিলেন বরিশাল বিভাগের নলছিটি উপজেলা মুয়াল্লিম শায়েখ আল-আমিন খান।
তিনি জানান, এ পর্যন্ত যত জনের সাথে কথা হয়েছে তারা প্রায় প্রত্যেকেই নতুন এ পদ্ধতিটিকে আন্তরিকভাবে গ্রহণ করেছেন।
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, খুব শীঘ্র নলছিটি উপজেলার প্রত্যেক মুসলিমের কাছে আকাশ এভিয়েশনের দাওয়াত পৌঁছিয়ে দেবেন।
তার আগমনে আকাশ এভিয়েশন লিঃ -এর এম. ডি. জনাব মোঃ মোজাম্মেল হক রুমন তাকে আন্তরিক অভিনন্দন জানান।

আজ ৮ই মার্চ মঙ্গলবার আকাশ এভিয়েশন লিঃ -এর প্রধান কার্যালয়ে  এসেছিলেন ফরিদপুর বিভাগীয় মুয়াল্লিম জনাব নূর-এ আলম ছিদ্দিক মা...
08/03/2022

আজ ৮ই মার্চ মঙ্গলবার আকাশ এভিয়েশন লিঃ -এর প্রধান কার্যালয়ে এসেছিলেন ফরিদপুর বিভাগীয় মুয়াল্লিম জনাব নূর-এ আলম ছিদ্দিক মানিক ও মানিকগঞ্জ জেলা মুয়াল্লিম জনাব মোঃ রাসেল মিয়া।
তারা তাদের কাজের অগ্রগতি ও বিভিন্ন বিষয় নিয়ে ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মোজাম্মেল হক রুমন সাহেবের সাথে মতবিনিময় করেন।
আল্ল-হ্ তাদের কাজের সার্বিক সাফল্য দান করুন। আ-মীন

আকাশ এভিয়েশন লিমিটেড এর রংপুর বিভাগের লালমনিরহাট জেলায় সাংগঠনিক কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।আজ ৮ই মার্চ মঙ্গলবার সকাল ...
08/03/2022

আকাশ এভিয়েশন লিমিটেড এর রংপুর বিভাগের লালমনিরহাট জেলায় সাংগঠনিক কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।
আজ ৮ই মার্চ মঙ্গলবার সকাল দশটায় জেলা মুয়াল্লিম হাফেজ মোঃ আল-আমিন খান এর নেতৃত্বে পাটগ্রাম উপজেলার সকল ইউনিয়নের মুয়াল্লিমদের নিয়ে পরবর্তী করণীয় বিষয়ে আলোচনা করছেন। সঙ্গে ছিলেন পাটগ্রাম উপজেলা মুয়াল্লিম জনাব মাওলানা শাহীনুর রহমান সিদ্দিকী।
আমরা তাদের সার্বিক সাফল্য কামনা করছি। আল্লাহ বারাকাহ্ দান করুন। আ-মীন

28/02/2022
আকাশ এভিয়েশন  লিঃ- এর এমডি মহোদয় জনাব মোজাম্মেল হক রুমন স্যারের সাথে  বরিশালের  বিভাগীয় প্রধান, সিটি ও জেলার মুয়াল্লিম...
24/02/2022

আকাশ এভিয়েশন লিঃ- এর এমডি মহোদয় জনাব মোজাম্মেল হক রুমন স্যারের সাথে বরিশালের বিভাগীয় প্রধান, সিটি ও জেলার মুয়াল্লিমগনের আনন্দঘন মুহূর্ত।
বরিশাল বিভাগীয় প্রধান জনাব মুর্ত্তাজা খান, আপনাকে আকাশ এভিয়েশন লিঃ-এর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। বিভাগীয় সিটি, জেলা,উপজেলার মুয়াল্লিমগনকে নিয়ে সফল সম্মেলন করায়। যা সকলের জন্য অনুসরণীয় অনুকরণীয় ও প্রেরণার।

বিভাগীয় মুয়াল্লিম সম্মেলন'২২  বরিশাল বিভাগ।আল্লাহর অশেষ মেহেরবানিতে সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে।ইনশাআল্লাহ  সিটি ও ...
20/02/2022

বিভাগীয় মুয়াল্লিম সম্মেলন'২২ বরিশাল বিভাগ।আল্লাহর অশেষ মেহেরবানিতে সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে।ইনশাআল্লাহ সিটি ও জেলার মুয়াল্লিম ভাইগণ আগামী রমজানে ওমরাহ করতে যাবেন (গ্রুপ সহ)। আল্লাহ উনাদের ওমরাহ্ কবুল করুন।

ইনশাআল্লাহ আগামী রমজানে ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে বায়তুল্লাহ রওয়ানা হবো দোয়া করবেন সাথে যুক্ত হতে চাইলে যেতে পারেন। ফ...
20/02/2022

ইনশাআল্লাহ আগামী রমজানে ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে বায়তুল্লাহ রওয়ানা হবো দোয়া করবেন সাথে যুক্ত হতে চাইলে যেতে পারেন। ফোন 01711994001.
মোঃ আব্দুল গফুর (রুবেল মোল্লা)
।বরিশাল সিটি, বরিশাল।

বরিশালের  বিভাগীয় প্রতিনিধি  সম্মেলনের উদ্দেশ্যে আল্লাহর নামে রওনা দিলাম। হজ্ব, ওমরাহর কাজে সকলের কাছে দোয়া চাই।  সাথে ...
18/02/2022

বরিশালের বিভাগীয় প্রতিনিধি সম্মেলনের উদ্দেশ্যে আল্লাহর নামে রওনা দিলাম। হজ্ব, ওমরাহর কাজে সকলের কাছে দোয়া চাই। সাথে মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মোজাম্মেল হক রুমন স্যার ও বরগুনা জেলা মুয়াল্লিম ইদ্রিস ভাই।
"আকাশ এভিয়েশন লিঃ" হজ্ব ও ওমরাহ্'র বিশস্ত সেবা দানকারী প্রতিষ্ঠান।

আগামীকাল বিভাগীয় মুয়াল্লিৃম সম্মেলন সফল হোক, সকলের কাছে দোয়া ও সহযোগিতা চাই। বরিশাল বিভাগের বিভাগীয় প্রধান, সকল জেলা ...
18/02/2022

আগামীকাল বিভাগীয় মুয়াল্লিৃম সম্মেলন সফল হোক, সকলের কাছে দোয়া ও সহযোগিতা চাই।
বরিশাল বিভাগের বিভাগীয় প্রধান, সকল জেলা উপজেলা ও সিটি মুয়াল্লিম ভাইদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ।
সেইসাথে কৃতজ্ঞতা জানাই মহান রাব্বুল আলামিনের
কাছে আমরা এখনো সুস্থতার সহিত বেঁচে আছি।
আল্লাহ আমাদের সকলকে হজ্ব ও ওমরাহ্ করার তৌফিক দান করুন। আমিন।

ভাইয়া জন্মদিন শুভ হোক।
12/02/2022

ভাইয়া জন্মদিন শুভ হোক।

গতকাল ৮ ফেব্রুয়ারি ২২,গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় মুয়াল্লিমদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন...
09/02/2022

গতকাল ৮ ফেব্রুয়ারি ২২,গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় মুয়াল্লিমদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পলাশবাড়ী উপজেলা মুয়াল্লিম জনাব মোস্তফা কামাল রঞ্জু।
প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জনাব ডাক্তার এ কে এম শামসুজ্জোহা মিয়া। পরিচালক, আকাশ এভিয়েশন লিমিটেড।
আলোচনা শেষে আগামী রমজানে প্রতি উপজেলা থেকে একটি করে ওমরা হজ্ব কাফেলা রওনা দেবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
পরিশেষে আল্লাহর দরবারে সাহায্য চেয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আকাশ এভিয়েশন লিঃ চট্টগ্রাম  বিভাগীয় প্রধান  এ্যাডভোকেট জনাব গোলাম মাওলা মুরাদ ভাই সহ বিভাগের সকল কর্মকর্তাগন মাননীয়  ব্য...
04/02/2022

আকাশ এভিয়েশন লিঃ চট্টগ্রাম বিভাগীয় প্রধান এ্যাডভোকেট জনাব গোলাম মাওলা মুরাদ ভাই সহ বিভাগের সকল কর্মকর্তাগন মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মোজাম্মেল হক মহোদয়কে ফুল দিয়ে বরণ করেন।

জনাব হাফিজুর রহমান বিভাগীয় প্রধান, আকাশ এভিয়েশন লিমিটেড। রাজশাহী বিভাগ।  উনার সঞ্চালনায়, ব্যবস্থাপনায় রাজশাহীর একটি অ...
30/01/2022

জনাব হাফিজুর রহমান বিভাগীয় প্রধান, আকাশ এভিয়েশন লিমিটেড। রাজশাহী বিভাগ। উনার সঞ্চালনায়, ব্যবস্থাপনায় রাজশাহীর একটি অভিজাত রেস্টুরেন্টে অত্র কোম্পানির মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মোজাম্মেল হক রুমন, হজ ও ওমরাহ বিষয়ক আলোচনা ও প্রশ্নোত্তর।

পৃথিবীতে একমাত্র স্থান বেহেশতের অংশ (রিয়াজুল জান্নাহ)  প্রিয় বড় ভাই জনাব জামাল হোসেন খান ভাইয়ের সাথে ম্যানেজিং ডিরেক...
25/01/2022

পৃথিবীতে একমাত্র স্থান বেহেশতের অংশ (রিয়াজুল জান্নাহ) প্রিয় বড় ভাই জনাব জামাল হোসেন খান ভাইয়ের সাথে ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ মোজাম্মেল হক রুমন।

ডাক্তার শামসুজ্জোহা মিয়া পলাশবাড়ী গাইবান্ধা। আমাদের প্রিয় ভাই,সহকর্মী গত 12 ই জানুয়ারি ওয়াজ মাহফিল এর সভাপতি হিসাবে...
22/01/2022

ডাক্তার শামসুজ্জোহা মিয়া পলাশবাড়ী গাইবান্ধা। আমাদের প্রিয় ভাই,সহকর্মী গত 12 ই জানুয়ারি ওয়াজ মাহফিল এর সভাপতি হিসাবে সভা শেষ করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। আমরা ওনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। সবার নিকট দোয়ার দরখাস্ত।

আকাশ এভিয়েশন লিমিটেড-এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব মোজাম্মেল হক রুমন, এখন সুস্থ আছেন ভালো আছেন। সকলে উনার জন্য দোয...
20/01/2022

আকাশ এভিয়েশন লিমিটেড-এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব মোজাম্মেল হক রুমন, এখন সুস্থ আছেন ভালো আছেন। সকলে উনার জন্য দোয়া করবেন। আল্লাহু আকবার।

আকাশ এভিয়েশন লিমিটেড  - এর মাননীয় ব্যবস্থাপনা  পরিচালক জনাব মোজাম্মেল হক রুমন। হঠাৎ অসুস্থ হওয়ায় ইসলামী ব্যাংক হাসপাতা...
16/01/2022

আকাশ এভিয়েশন লিমিটেড - এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব মোজাম্মেল হক রুমন। হঠাৎ অসুস্থ হওয়ায় ইসলামী ব্যাংক হাসপাতাল মতিঝিল শাখায় (কমলাপুর রেল ষ্টেশন কাছাকছি) ভর্তি হয়েছেন। সকলের কাছে দোয়া প্রার্থী।

আকাশ এভিয়েশন লিঃ এর সকল বিভাগীয় প্রধানদের নিয়ে এক গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সভার একাংশ। সব বিভাগীয় প্রধানদের আলোচনা...
15/01/2022

আকাশ এভিয়েশন লিঃ এর সকল বিভাগীয় প্রধানদের নিয়ে এক গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সভার একাংশ। সব বিভাগীয় প্রধানদের আলোচনার প্রেক্ষিতে নিজ নিজ বিভাগের হাজীসহ আগামী ফেব্রুয়ারিতে ও মার্চে ওমরাহ্ তে যাবেন (গ্রুপসহ) ইনশাআল্লাহ।

Address

Dhaka

Telephone

+8801624951760

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akash Aviation Ltd. - আকাশ এভিয়েশন লিঃ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Akash Aviation Ltd. - আকাশ এভিয়েশন লিঃ:

Videos

Share

Category

Nearby travel agencies