01/08/2021
প্রবাসীদের কাতারে প্রবেশে নতুন নির্দেশনা
মধ্যপ্রাচের কাতারে প্রবেশের ক্ষেত্রে আরোপিত বিধি নিষেধের পরিবর্তন করেছে দেশটি। ২ আগস্ট দুপুর ১২ টা থেকে নতুন নিয়ম কার্যকর হবে।
বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, পিলিপাইন ও শ্রীলংকাকে লাল তালিকাভূক্ত করেছে কাতার। এসব দেশ থেকে যারা কাতারে আসবেন তাদের বাধ্যতামূলক ১০ দিন হোটলে কোয়ারেন্টিনে থাকতে হবে। ফলে বাংলাদেশ থেকে করোনা ভাইরাসের টিকা নিলেও ১০ দিন হোটলে কোয়ারেন্টিনে থাকতে হবে।
তবে কোন ব্যক্তি কাতারে অবস্থানকালীন করোনার টিকার দুই ডোজ নেওয়ার ১৪ দিন পার হলে, তিনি কাতারে প্রবেশ করলে ২ দিন হোটেলে বাধ্যতামূলক ভাবে কোয়ারেন্টাইনে থাকতে হবে। একই সঙ্গে কাতারে অবস্থানকালীন করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়েছেন, তারাও কাতারে ফিরলে ২ দিন হোটেরে কোয়ারেন্টাইন বাধ্যতামূলক ভাবে থাকতে হবে।
বর্তমানে কাতার ৫টি টিকা অনুমোদন দিয়েছে। সেগুলো হলো, ফাইজার-বায়োএনটেক , অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, মডার্না , জনসন অ্যান্ড জনসন ও সিনোফার্ম।
** কাতার কর্তৃপক্ষ সময়ে সময়ে তাদের নীতিমালা পরিবর্তন করে থাকে, তাই সকলকে #কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওয়েবসাইট সমূহ নিয়মিত ভিজিট করে আপডেট থাকার জন্য অনুরোধ করা হল।
# International Travel Agent # #